Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




উদ্দীপনা প্রসঙ্গে এ. ডব্লিউ. টোজারের ভাবনা

A. W. TOZER ON REVIVAL
(Bengali)

লেখক: ডঃ আর. এল. হেইমার্‍স, জুনিয়র,
by Dr. R. L. Hymers, Jr.

2021 সালের, 9ই মে, প্রভুর দিনের অপরাহ্নে লস্‍ এঞ্জেল্‌সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যা‌ক্‌ল মন্ডলীতে দেওয়া একটি শিক্ষা
A lesson taught at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Afternoon, May 9, 2021

শিক্ষাদানের আগে গাওয়া সঙ্গীত: “আমার সকল দর্শন পূর্ণ কর”
(লেখক এভিস বার্গসন্‌ খ্রীষ্টিয়ানসেন, 1895-1985)|


অনুগ্রহ করে যিহোশূয় 7:12 পদটি আমার সাথে খুলুন| আমি এটি পাঠ করার সময়ে অনুগ্রহ করে উঠে দাঁড়ান|

“এইজন্য ইস্রায়েল-সন্তানগণ আপন শত্রুগণের সম্মুখে দাঁড়াইতে পারে না, শত্রুগণের সম্মুখ হইতে হটিয়া যায়, কেননা তাহারা বর্জ্জিত হইয়াছে; তোমাদের মধ্য হইতে সেই বর্জ্জিত বস্তু উৎপাটন না করিলে আমি আর তোমাদের সঙ্গে থাকিব না” (যিহোশূয় 7:12)|

আপনারা বসতে পারেন| এখনও পর্যন্ত ইস্রায়েলীয়েরা অবিশ্বাসীদের উপরে তাদের বিজয়ের বিষয়ে খুবই সফল হয়ে আসছিলেন| তাদের জয় করা জিনিসপত্রের থেকে কিছু জিনিস তাদের মধ্যেই একব্যক্তি চুরি করে নেয়| এবং সেইজন্যে ঈশ্বর প্রান্তরে মন্ডলীর উপরে ক্রোধান্বিত হয়ে ছিলেন| আখন নামের এক ব্যক্তি ঈশ্বরকে তাদের সহায়তা করা থেকে বিরত করেছেন যেমন তিনি অতীতে তাদের করতেন| ডঃ স্কোফিল্ড সুন্দর করে বলেছেন,

“খ্রীষ্টের সমস্ত উদ্দেশ্য একজন বিশ্বাসীর পাপ, অবহেলা, অথবা আত্মিকতার অভাবের দ্বারা আঘাতপ্রাপ্ত হইয়াছে” (266 পৃষ্ঠার নীচে দেওয়া টীকা)|

যখন আমরা ক্রমাগতভাবে ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করে চলেছি এবং ঈশ্বরের প্রয়োজনীয় বিষয়গুলি অন্ধভাবে অবজ্ঞা করছি, তখনও আমরা ঘন্টার পর ঘন্টা সময় ধরে ঈশ্বরের কাছে উদ্দীপনা প্রেরণের জন্য দীনতার সঙ্গে প্রার্থনায় সময় কাটাতে পারি| ঈশ্বর যিহোশূয়কে বলেছিলেন,

“তোমাদের মধ্য হইতে সেই বর্জ্জিত বস্তু উৎপাটন না করিলে আমি আর তোমাদের সঙ্গে থাকিব না” (যিহোশূয় 7:12)|

যখন ক্যাথলিক পশ্চাদপট থেকে আসা কোন ব্যক্তি পাপের জন্য অনুতপ্ত হন, তখন তিনি এটি স্বীকার করতে চান| কিন্তু এই জাতীয় স্বীকারোক্তি প্রায়ই দ্বিগুণ মন্দ হয়ে থাকে| হিতোপদেশ 28:13 পদটি খুলুন| উঠে দাঁড়ান এবং জোরে জোরে পড়ুন|

“যে আপন অধর্ম্ম সকল ঢাকে, সে কৃতকার্য্য হইবে না; কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে, সে করুণা পাইবে” (হিতোপদেশ 28:13)|

আপনারা বসতে পারেন| ত্যাগ করা ছাড়া স্বীকারোক্তি করা আদৌ স্বীকারোক্তি না করার চেয়েও খারাপ| কেন? কারণ এটি কোনমতেই একজন বিদ্রোহী ব্যক্তিকে সাহায্য করবে না!

যোহন 14:21 পদটি খুলুন।

“যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে, সেই আমাকে প্রেম করে; আর যে আমাকে প্রেম করে, আমার পিতা তাহাকে প্রেম করিবেন; এবং আমিও তাহাকে প্রেম করিব, আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব” (যোহন 14:21)|

এখন যোহন 14:15 পদটি খুলুন,

“তোমরা যদি আমাকে প্রেম কর, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে|”

ডঃ টোজারের উদ্দীপনার ধাপসমূহ|

(1) আপনার নিজেকে নিয়ে অসন্তুষ্ট থাকুন| আপনার জীবনের রূপান্তরের প্রতি দৃষ্টি রাখুন|

(2) আশীর্ব্বাদের পথে নিজেকে রাখুন| উদ্দীপনা কামনা করা এবং একই সাথে ব্যক্তিগত প্রার্থনা অবহেলা করার অর্থ হ’ল একটি উপায় কামনা করা এবং অন্য পথে হাঁটা।

(3) সম্পূর্ণরূপে অনুতপ্ত হন| এটি জয় করার জন্য তাড়াতাড়ি করবেন না|

(4) যখন সম্ভব পুনরুদ্ধার করুন|

(5) আন্তরিক মনের হন| আপনার টিভি বন্ধ রাখুন| সেখানে অবশ্যই আপনার অভ্যাসের একটি আমূল পরিবর্তন হবে অথবা সেখানে আপনার আধ্যাত্মিক জীবনের কোন উন্নতিই হবে না|

(6) আপনার সব স্বার্থ সংকীর্ণ করুন| আপনার হৃদয় জগতের প্রতি এবং পাপের প্রতি রুদ্ধ হলে এবং খ্রীষ্টের প্রতি উন্মুক্ত হলে আপনার হৃদয় পুনরুদ্দীপিত হবে|

(7) “নিষ্ক্রিয়তা” প্রত্যাখ্যান করুন| আপনার পালকের কাছে নিজেকে উপলব্ধ করে তুলুন এবং আপনাকে যা কিছু করতে বলা হবে তাই করুন| মান্য করতে শিখুন|

(8) সাক্ষ্য দেওয়া শুরু করুন| এইসব রবিবাসরীয় সেবাকাজে কোন একজনকে সঙ্গে করে আনুন|

(9) ধীরে-সুস্থে বাইবেল পাঠ করুন| যখন বিখ্যাত পন্ডিত ডঃ শ্যামূয়েল জনসন ইংল্যান্ডের রাজার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, তখন তারা দুইজনে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে বসেছিলেন| শেষে রাজা ডঃ জনসনকে বলেছিলেন, “আমি অনুমান করছি আপনি একটি গুরুতর বিষয় নিয়ে কিছু বলবেন|” “হ্যাঁ, মহাশয়,” বলেছিলেন ডঃ জনসন, “কিন্তু আমি আরও বেশী গুরুতর বিষয় নিয়ে ভাবছি|”

(10) ঈশ্বরে বিশ্বাস রাখুন| প্রত্যাশা করতে শুরু করুন| ঈশ্বরের প্রতি দৃষ্টি নিবদ্ধ করুন| তিনি আপনার পক্ষে আছেন| তিনি আপনাকে হতাশাগ্রস্ত করবেন না|


ঈশ্বর জানেন কত বেপরোয়াভাবে আপনার মন্ডলীর উদ্দীপনার প্রয়োজন| এবং এটি আসতে পারে, একমাত্র আপনার মতন উদ্দীপনাপ্রাপ্ত ব্যক্তিগণের মাধ্যমে|

আমি চাই আপনি এই পাঠটি আপনার সাথে বাড়ি নিয়ে যান| উদ্দীপনা সম্বন্ধে ডঃ টোজার যা বলেছেন তাই করুন| নিজেকে উদ্দীপ্ত করুন এবং প্রকৃত উদ্দীপনার অভিজ্ঞতা লাভে অন্যান্যদের সহায়তা করতে ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন| দয়া করে উঠে দাঁড়ান এবং আমাদের গানে যোগ দিন|

পরিত্রাতা, প্রার্থনা করি, আমার সকল দর্শন পূর্ণ কর, হউক আজ শুধু যীশুকেই দেখি;
   যদিও উপত্যকার মধ্য দিয়া তুমি আমায় পরিচালনা কর, তোমার অম্লান গৌরব আমায় বেষ্টন করে|
আমার সকল দর্শন পূর্ণ কর, স্বর্গীয় পরিত্রাতা, তোমার গৌরবের সহিত আমার আত্মা উজ্জ্বল হইবে|
   আমার সকল দর্শন পূর্ণ কর, যাহা সকল আমি দেখি তোমার পবিত্র আকার আমাতে প্রতিবিম্বিত হউক|

আমার সকল ইচ্ছা, আমার সকল দর্শন পূর্ণ কর তোমার গৌরবের জন্য রাখ; আমার আত্মা অনুপ্রাণিত,
   তোমার পূর্ণাঙ্গ রূপ, তোমার পবিত্র প্রেম, উর্দ্ধ হইতে আলোর স্রোত আমার পথ|
আমার সকল দর্শন পূর্ণ কর, স্বর্গীয় পরিত্রাতা, তোমার গৌরবের সহিত আমার আত্মা উজ্জ্বল হইবে|
   আমার সকল দর্শন পূর্ণ কর, যাহা সকল আমি দেখি তোমার পবিত্র আকার আমাতে প্রতিবিম্বিত হউক|

পাপের ধ্বংস হউক, আমার সকল দর্শন পূর্ণ কর উজ্জ্বল জ্যোতি অন্তরে প্রতিবিম্বিত হউক|
   আমাকে শুধু তোমার আশীর্ব্বাদের মুখ দেখিতে দাও, তোমার অনন্ত অনুগ্রহ আমার আত্মার পর্ব্ব|
আমার সকল দর্শন পূর্ণ কর, স্বর্গীয় পরিত্রাতা, তোমার গৌরবের সহিত আমার আত্মা উজ্জ্বল হইবে|
   আমার সকল দর্শন পূর্ণ কর, যাহা সকল আমি দেখি তোমার পবিত্র আকার আমাতে প্রতিবিম্বিত হোক|
(“আমার সকল দর্শন পূর্ণ কর” লেখক এভিস বার্গসন্‌ খ্রীষ্টিয়ানসেন, 1895-1985)|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।