এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|
এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|
যখনই আপনি ডঃ হেইমার্সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |
বাইবেল সম্বন্ধীয় ডিকনগণBIBLICAL DEACONS লেখক: ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র, শিক্ষাদানের আগে গাওয়া সঙ্গীত: “পবিত্র হইতে সময় লও” |
এই অপরাহ্নে আমি চাই আপনার দেখুন যে ঈশ্বর ডিকনদের সম্পর্কে কি বলছেন| দয়া করে প্রেরিত 6:1-7 পদগুলি দেখুন| “আর এই সময়ে যখন শিষ্যগণের সংখ্যা বৃদ্ধি পাইতেছিল, তখন গ্রীক ভাষাবাদী যিহূদীরা ইব্রীয়দের বিপক্ষে বচসা করিতে লাগিল, কেননা দৈনিক পরিচর্য্যায় তাহাদের বিধবারা উপেক্ষিত হইতেছিল| তখন সেই বারো জন [প্রেরিত] শিষ্যসমূহকে কাছে ডাকিয়া কহিলেন, আমরা যে ঈশ্বরের বাক্য ত্যাগ করিয়া ভোজনের পরিচর্য্যা করি, ইহা উপযুক্ত নহে| কিন্তু, হে ভ্রাতৃগণ, তোমরা আপনাদের মধ্য হইতে সুখ্যাতিপন্ন এবং আত্মায় ও বিজ্ঞতায় পরিপূর্ণ সাত জনকে দেখিয়া লও; তাঁহাদিগকে আমরা এই কার্য্যের ভার দিব| কিন্তু আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্য্যায় নিবিষ্ট থাকিব| এই কথায় সমস্ত লোক সন্তুষ্ট হইল, আর তাহারা এই কয় জনকে মনোনীত করিল, স্তিফান-ইনি বিশ্বাসে ও পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন-এবং ফিলিপ, প্রখর, নীকানর, তীমোন, পার্মিনা, ও নিকলায়, ইনি আন্তিয়খিয়াস্থ যিহূদী-ধর্ম্মাবলম্বী; তাহারা ইহাঁদিগকে প্রেরিতগণের সন্মুখে উপস্থিত করিল, এবং তাঁহারা প্রার্থনা করিয়া ইহাঁদের উপরে হস্তার্পণ করিলেন| আর ঈশ্বরের বাক্য ব্যাপিয়া গেল, এবং যিরূশালেমে শিষ্যদের সংখ্যা অতিশয় বৃদ্ধি পাইতে লাগিল; আর যাজকদের মধ্যে বিস্তর লোক বিশ্বাসের বশবর্ত্তী হইল” (প্রেরিত 6:1-7)| আপনারা বসতে পারেন| লস্ এঞ্জেলসের প্রথম চিনা ব্যাপটিস্ট মন্ডলীতে আমার দীর্ঘকালীন পালক, ডঃ তিমথী লিন, সকল ডিকন সদস্যদের দশটি অবশ্য পূরণীয় শর্তের প্রতি সম্মান দেওয়ার জন্য আবশ্যক করেছিলেন: “মন্ডলীতে এই দশটি ‘আবশ্যক’ একজন ডিকন সদস্যের জন্য” (1) একজন ডিকন হিসাবে প্রভুর সেবা করার আকাঙ্খা এবং একে অপরকে সম্মান করার সাগ্রহ ইচ্ছা অবশ্যই থাকতে হবে| (2) 1 তীমথিয় 3:1-10 পদে নির্দ্দিষ্ট করে দেওয়া প্রয়োজনীয়তা অনুসরণ করতে হবে| (3) অবশ্যই বাইবেল পাঠ করতে হবে এবং প্রতিদিন প্রার্থনা করতে হবে এবং আনন্দের সাথে ও নিয়মিতভাবে দশমাংশ দিতে হবে| (4) অবশ্যই বিবাহিত হতে হবে এবং স্ত্রীকে অবশ্যই তার সেরা যোগ্যতা অনুসারে তাঁর স্বামীকে ডিকন হিসাবে সাহায্য করতে ইচ্ছুক হতে হবে| (5) সান্ডে স্কুলে শিক্ষা দিতে অবশ্যই সক্ষম হতে হবে| (6) যে কোনও দক্ষতায়, বিশেষত গৃহ পরিদর্শনে প্রভুর সেবা করতে অবশ্যই ইচ্ছুক হতে হবে| (7) সমস্ত প্রাথমিক সভাগুলিতে, যেমন আরাধনা সভা, সান্ডে স্কুল, প্রার্থনা সভা, আধিকারিকদের সভা এবং ব্যবসা সংক্রান্ত সভায় অবশ্যই উপস্থিত থাকতে হবে; এবং সমস্ত মন্ডলী সংস্থা ও প্রকল্পগুলিকে সমর্থন করতে হবে| (8) প্রশিক্ষণ সংক্রান্ত সুযোগে এবং মন্ডলীর প্রশিক্ষণ কর্মসূচির অথবা অন্যান্য কর্মসূচির মাধ্যমে অন্যান্যদের প্রশিক্ষণে অবশ্যই অংশ নিতে হবে| (9) যুবক খ্রীষ্ট বিশ্বাসীগণের সামনে একটি সুন্দর উদাহরণ স্থাপন করা আবশ্যক| কখনই তাদের সঙ্গে বিতর্কে না যাওয়া অথবা প্রশিক্ষণের উদ্দেশ্য ছাড়া তাদের উপরে রাগ না করা| (10) পালকদের সঙ্গে অবশ্যই কাজ করা| ডঃ লিন সঠিক ছিলেন| ডঃ লিন যা বলেছেন ডিকনগণ যদি তা অনুসরণ করতেন, তবে তারা মন্ডলী বিভাজনের কারণ হতেন না| কিন্তু বর্তমানে সেরকম হয় না| ডিকনগণ, আমাদের অনুরূপ স্বাধীন মন্ডলীতে, সবথেকে প্রত্যাশিতভাবে মন্ডলী বিভাজনের কারণ হয়েছেন| আমাদের মন্ডলীগুলিতে ডিকনগণ 92 শতাংশ মন্ডলী বিভাজনের জন্যে দায়ী| সাউদার্ন ব্যাপটিস্ট মন্ডলীগুলিতে মন্ডলী বিভাজনের 93 শতাংশের জন্য ডিকনগণ দায়ী| ডঃ রয় এল. ব্রানসন এর লেখা মন্ডলী ভাঙ্গন থেকে এই সংখ্যাগুলি নেওয়া হয়েছে| ডঃ ব্রানসনের বই মন্ডলী ভাঙ্গন সম্বন্ধে ডঃ ডব্লিউ. এ. ক্রিসওয়েল এটি বলেছিলেন, এই বছর যদি আপনি অন্য যে কোনও বই পড়া বাদ দেন, মন্ডলী ভাঙ্গন যেন বাদ না যায়| এটি হ’ল এমন একটি বই যা প্রত্যেক পালকের পড়া দরকার| - ডঃ ডব্লিউ. এ. ক্রিসওয়েল, ডঃ ব্রানসনের বই সম্বন্ধে ডঃ লী রোবারসন, টেনেসী টেম্পল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বলেছিলেন, পালক এবং নেতৃবৃন্দ এই বই পাঠ করে লাভবান হবেন| ডঃ ব্রানসন বলেছিলেন, “বেশীর ভাগ ডিকনগণই ভয়ঙ্কর কারণ তাহারা একটি কাজ করিবার চেষ্টা করিতেছেন যাহা করিবার জন্য তাহারা যোগ্য নয়” (ব্রানসন, পৃ. 51)| কিভাবে আমরা ভবিষ্যতে ভাঙ্গনকে পরিহার করতে পারি? ডঃ ব্রানসন বলছেন আমাদের অবশ্যই প্রথম নীতিগুলিতে ফিরে আসতে হবে| ডঃ ব্রানসন বলছেন যে ক. তাঁহাদের কার্যক্রম ছিল প্রচার, প্রার্থনা, শিক্ষকতা এবং সুসমাচার প্রচার| খ. তাঁহারা তাঁহাদের পালকগণের দ্বারা পরিচালিত হইতেন| “যাঁহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ কর, এবং তাঁহাদের আচরণের শেষগতি আলোচনা করিতে করিতে তাঁহাদের বিশ্বাসের অনুকারী হও” (ইব্রীয় 13:7)| “তোমরা তোমাদের নেতাদিগের আজ্ঞাগ্রাহী ও বশীভূত হও, কারণ নিকাশ দিতে হইবে বলিয়া তাঁহারা তোমাদের প্রাণের নিমিত্ত প্রহরি-কার্য্য করিতেছেন, -যেন তাঁহারা আনন্দপূর্ব্বক সেই কার্য্য করেন, আর্ত্তস্বরপূর্ব্বক না করেন; কেননা ইহা তোমাদের পক্ষে মঙ্গলজনক নয়” (ইব্রীয় 13:17)| গ. হারিয়ে যাওয়াদের জয় করা এবং তাহাদের শিক্ষাদান করা ছিল তাঁহাদের আবেগ| ঘ. সব কিছুই সরল করুন! প্রচার, প্রার্থনা, এবং সুসমাচার প্রচার ছাড়া বাকি সকল কিছুই পরিত্যাগ করুন| 1. মাসিক ব্যবসা সংক্রান্ত সভাগুলি হইতে মুক্তি পান| 2. ডিকনদিগের সভাগুলি হইতে মুক্তি পান| 3. ইত্যাদি (পৃষ্ঠা 228, 229, 230 ব্রানসন)| 4. ব্যবসা সংক্রান্ত সভা এবং সমস্ত বোর্ড এবং কাউন্সিল এর সভাগুলি পরিত্যাগ করুন| ডঃ ব্রানসন বলেছেন, “বাইবেলে একমাত্র ‘ব্যবসা সংক্রান্ত সভা’ তখনই হইত যখন পালক/ভাববাদীগণ লোকদিগকে একত্রিত করিতেন এবং সারমর্ম হিসাবে বলিতেন, ‘ইহাই আমরা করিতে চলিয়াছি,’ এবং উপস্থিত লোকেরা উত্তর করিত, ‘খুব ভাল, আমরা ইহা করিব|’” ডঃ ব্রানসন বলেছেন, “বেশীর ভাগ ডিকনগণই ভয়ঙ্কর কারণ তাহারা একটি কাজ করিবার চেষ্টা করিতেছেন যাহা করিবার জন্য তাহারা যোগ্য নয়” (ব্রানসন, পৃ. 51)| ডিকনরা পরিচালন সমিতি নয়; সিদ্ধান্ত-গ্রহণের মতন আদৌ কোন কর্তৃত্ব বাইবেলে তাদের উপরে দেওয়া হয়নি| মন্ডলীর উপরে কর্তৃত্ব করার ভার স্পষ্টভাবে পালককে দেওয়া হয়েছে| ঈশ্বর বলছেন, “তোমরা তোমাদের নেতাদিগের আজ্ঞাগ্রাহী ও বশীভূত হও, কারণ নিকাশ দিতে হইবে বলিয়া তাঁহারা তোমাদের প্রাণের নিমিত্ত প্রহরি-কার্য্য করিতেছেন, -যেন তাঁহারা আনন্দপূর্ব্বক সেই কার্য্য করেন, আর্ত্তস্বরপূর্ব্বক না করেন; কেননা ইহা তোমাদের পক্ষে মঙ্গলজনক নয়” (ইব্রীয় 13:17)| ডিকনদের মধ্যে কোন একজন জিজ্ঞাসা করেছিলেন, “আপনি ঠিক কি মনে করেন যে ডিকনদের কি করা উচিৎ?” পালক প্রেরিত 6:1-6 পদগুলি মেলে ধরেছিলেন| তখন পালক বলেছিলেন, “এই হ’ল বাইবেলে বিশেষভাবে দেওয়া একমাত্র কাজ|” ডিকন বললেন, “বাইবেলে ডিকনদের হাতে এর চেয়ে আরও অনেক বেশী কর্তৃত্ব দেওয়া হয়েছে!” এরপরে আর একজন ডিকন বলেছিলেন, “আমি জানি বাইবেল ডিকনদের তার তুলনায় আরও অনেক বেশী কাজ করতে দেয়|” পালক বলেছিলেন, “সেটাই ছিল সর্বশেষ যা আমরা এই বিষয় সম্পর্কে শুনেছিলাম| কেন? কারণ এই বিষয়ে বাইবেলে আর কিছুই পাওয়া যায় না|” যেহেতু ডিকনদের অভিষিক্ত করা হবে না এবং কি করতে হবে অথবা হবে না সেই সম্পর্কে পালককে বলবেন না, সেইজন্যে এই মন্ডলীর প্রতিষ্ঠাতা এবং ইমেরিটাস পালক হিসাবে, আমি এক বছরের জন্য ডিকন হিসাবে তিন জন ব্যক্তিকে এই মুহূর্তে নিযুক্ত করব| আমি মিঃ মেন্সিয়া, মিঃ নগান্ন এবং জন ওয়েসলী হেইমার্সকে এক বছরের জন্য, এবং ডঃ কেগানকে দুই বছরের জন্য ডিকন হিসাবে নিযুক্ত করছি| প্রতি জানুয়ারিতে আমাদের একটি কাজকর্ম সম্বন্ধিত সভা হবে, যেখানে আমি আরও এক বছরের জন্য ডিকনদের নিয়োগ অথবা পুনর্নিয়োগ করব, যদি আমি দেখি সেরকম করা সঠিক| আমি এখন আবার প্রথমের অধ্যায়টি পড়ব| দয়া করে আমার সঙ্গে আপনার বাইবেলের প্রেরিত 6:1-7 পদগুলি খুলুন| “আর এই সময়ে যখন শিষ্যগণের সংখ্যা বৃদ্ধি পাইতেছিল, তখন গ্রীক ভাষাবাদী যিহূদীরা ইব্রীয়দের বিপক্ষে বচসা করিতে লাগিল, কেননা দৈনিক পরিচর্য্যায় তাহাদের বিধবারা উপেক্ষিত হইতেছিল| তখন সেই বারো জন [প্রেরিত] শিষ্যসমূহকে কাছে ডাকিয়া কহিলেন, আমরা যে ঈশ্বরের বাক্য ত্যাগ করিয়া ভোজনের পরিচর্য্যা করি, ইহা উপযুক্ত নহে| কিন্তু, হে ভ্রাতৃগণ, তোমরা আপনাদের মধ্য হইতে সুখ্যাতিপন্ন এবং আত্মায় ও বিজ্ঞতায় পরিপূর্ণ সাত জনকে দেখিয়া লও; তাঁহাদিগকে আমরা এই কার্য্যের ভার দিব| কিন্তু আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্য্যায় নিবিষ্ট থাকিব| এই কথায় সমস্ত লোক সন্তুষ্ট হইল, আর তাহারা এই কয় জনকে মনোনীত করিল, স্তিফান-ইনি বিশ্বাসে ও পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন-এবং ফিলিপ, প্রখর, নীকানর, তীমোন, পার্মিনা, ও নিকলায়, ইনি আন্তিয়খিয়াস্থ যিহূদী-ধর্ম্মাবলম্বী; তাহারা ইহাঁদিগকে প্রেরিতগণের সন্মুখে উপস্থিত করিল, এবং তাঁহারা প্রার্থনা করিয়া ইহাঁদের উপরে হস্তার্পণ করিলেন| আর ঈশ্বরের বাক্য ব্যাপিয়া গেল, এবং যিরূশালেমে শিষ্যদের সংখ্যা অতিশয় বৃদ্ধি পাইতে লাগিল; আর যাজকদের মধ্যে বিস্তর লোক বিশ্বাসের বশবর্ত্তী হইল” (প্রেরিত 6:1-7)| দয়া করে উঠে দাঁড়ান এবং আজকের জন্য আমাদের গানটি করুন, পবিত্র হইতে সময় লও, প্রভুর সহিত কথা বল; পবিত্র হইতে সময় লও, জগৎ বেগবান; পবিত্র হইতে সময় লও, তাঁহার আত্মায় তুমি স্থির হও, যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন| (সংবাদের পরিসমাপ্তি) আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা |