Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




আবিষ্কৃত ভ্রান্ত খ্রীষ্ট বিশ্বাসী!

THE FALSE CHRISTIAN DISCOVERED!
(Bengali)

ডঃ আর. এল হেইমার্স, জুনিয়র

2019 সালের, 7ই জুলাই, প্রভুর দিনের সকালবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, July 7, 2019

‘‘যাহারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে, এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই পাইবে| সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম-কার্য্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনও তোমাদিগকে জানি নাই; হে অধর্ম্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও’’ (মথি 7:21-23)|


আমি আমার পাঠ্যাংশটি পদ 21 থেকে গ্রহণ করেছি,

‘‘যাহারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে, এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই পাইবে’’ (মথি 7:21)|

এই ধর্ম্মোপদেশটি আমার নিজস্ব চিন্তাধারার উপরে ভিত্তি করে নয়| এটা স্বয়ং খ্রীষ্টের বাক্যের উপরে, এবং বিখ্যাত পিউরিটান টিকাকার ম্যাথিউ মেড (1629-1699)| এর মন্তব্যের উপরে ভিত্তি করে রয়েছে| বাইবেল টিকাকার জন ম্যাকআর্থার সঠিকভাবে মেড-এর বই, The Almost Christian Discovered (দ্য অলমোস্ট খ্রীষ্টিয়ান ডিসকভার্ড) সমর্থন করেছেন| আমিও এটা সমর্থন করছি|

‘‘যাহারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে, এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই পাইবে’’ (মথি 7:21)|

কোন ব্যক্তির হয়তো অনেক জ্ঞান, খ্রীষ্টের বিষয়ে অনেক জ্ঞান থাকতে পারে, এবং তা সত্ত্বেও তিনি দিশা হারাতে পারেন| সেই ফরীশীদেরও অনেক জ্ঞান ছিল, এবং তবুও তারা বংশভিত্তিক কপট ছিলেন| হায়! অনেক জ্ঞান নিয়েও অনেকেই নরকে গিয়েছেন! শুধুমাত্র জ্ঞান অর্জন এবং আরও বেশী করে জ্ঞান অর্জন করা নির্ভর করে কৌতুহলের উপরে| আপনি যা জানেন সেটা প্রদর্শনের জন্যই কেবল জানা হল অসার গৌরব| আপনি কি জানেন তা জানা এবং অভ্যাস করাই হচ্ছে প্রকৃত খ্রীষ্টধর্ম্ম!

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

এখন আপনার সেল ফোনেই আমাদের ধর্ম্মোপদেশগুলি পাওয়া যাবে|
WWW.SERMONSFORTHEWORLD.COM ওয়েবসাইটে যান|
“অ্যাপ” লেখা সবুজ বোতামটি ক্লিক্‌ করুন|
যে নির্দেশগুলি আসবে সেগুলি অনুসরণ করুন|

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

একজন ব্যক্তির কাছে হয়তো মহান আত্মিক বরদান আছে কিন্তু তবুও তিনি দিশাহারা হতে পারেন| প্রার্থনার দান হল একটি আত্মিক উপহার| একজন ব্যক্তি হয়তো অতি সুন্দরভাবে প্রার্থনা করতে পারেন কিন্তু তখনও তিনি দিশাহারা হন| একজন মানুষ প্রচারের বর পেতে পারেন এবং তবুও তিনি পরিত্রাণ লাভ করেন না| যিহূদা ছিলেন এক মহান প্রচারক| যিহূদা বলেছিলেন, “হে প্রভু, হে প্রভু, আমরা আপনার নামে [প্রচার] করিয়াছি, এবং আপনার নামেই ভূত ছাড়াইয়াছি|” তিনি হয়তো প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীর মতন প্রার্থনা, এবং প্রচার করেছিলেন এবং তবুও একজন প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী হননি| একজন মানুষ তাঁর প্রার্থনা এবং প্রচারের দ্বারা অন্যদের সাহায্য করতে পারেন, এবং তা সত্ত্বেও স্বয়ং মোটেও সাহায্যপ্রাপ্ত হন না|

প্রচার এবং প্রার্থনার ক্ষমতা প্রচারকের কর্তৃত্বের উপরে নির্ভর করে না, কিন্তু নির্ভর করে সেই ঈশ্বরের কর্তৃত্বের উপরে যিনি তাকে আশীর্বাদ দেন| কোন একজন হয়তো তার প্রচারের দ্বারা মন পরিবর্তন করেছেন, এবং তা সত্ত্বেও স্বয়ং প্রচারক নরকে নিক্ষিপ্ত হবেন! কুইন মেরী দিবসে পেন্ডেলটন তার প্রচারিত সুসমাচারের সমর্থনে দাঁড়ানোর জন্য সাংবাদিকদের প্রতি প্রচার করেছিলেন, এবং তা সত্ত্বেও পরবর্তীতে তিনি পরিণত হয়েছিলেন এক স্বধর্মত্যাগীতে যিনি নরকে গিয়েছিলেন! আমি সেই যুবকদের জানি যারা ক্ষমতাশালী প্রচারক ছিলেন, কিন্তু পরবর্তীতে কেবলমাত্র কপটী বলে প্রমাণিত হয়েছিলেন! একজন মানুষ প্রেরিতদের একজনের মতন প্রচার করতে পারেন এবং স্বর্গদূতগণের মতন প্রার্থনা করতে পারেন, এবং তবুও তার দিয়াবলের মতন একটি হৃদয় থাকতে পারে! কোন মানুষের কাছে হয়তো মহত্তম উপহার আছে এবং তবুও তিনি স্বয়ং হতে পারেন এক দিশাহারা মানুষ| এক বিখ্যাত বিশপ বলেছিলেন, “দরিদ্র, অশিক্ষিত লোকেরা স্বর্গে প্রবেশ করিতেছেন, যেস্থানে আমরা, আমাদের সব শিক্ষা লইয়া নরকে পতিত হইতেছি|” একজন মানুষ মহত্তম উপহার পেতে পারেন, এবং তাও শুধুমাত্র হন এক দিশাহারা মানুষ! দশ পাউন্ড উপহারের তুলনায় এক আউন্স প্রকৃত অনুগ্রহ অনেক বেশী মূল্যবান| যিহূদা খ্রীষ্টকে অনুসরণ করেছিলেন! তিনি খ্রীষ্টের সুসমাচার প্রচার করেছিলেন, তিনি ভূত ছাড়িয়েছিলেন, খ্রীষ্টের নামে, খ্রীষ্টের সঙ্গে একই সেজ-এ তিনি আহার ও পান করেছিলেন; তবুও যিহূদা শুধুমাত্র কপটী ছিলেন, যিনি তার “নিজ স্থান” নরকে গিয়েছিলেন! যিনি পবিত্র হওয়ার ভণিতা করেন এবং তা সত্ত্বেও ঈশ্বর ভক্তির অনুশীলন করেন না তার “ঐশ্বরিক পবিত্রতার একটি আকার থাকে, কিন্তু ক্ষমতা অস্বীকৃত হয়|”

একজন ব্যক্তি খ্রীষ্ট বিশ্বাসী হওয়ার জন্য প্রকাশ্যে ব্যক্ত করতে পারেন, এবং তা সত্ত্বেও কখনও তার হৃদয় পরিবর্তিত হয় না| তিনি হলেন একজন কপটী যাকে একজন উত্তম খ্রীষ্ট বিশ্বাসী বলে মনে হয়, কিন্তু তিনি গর্ব এবং বিদ্রোহীতায় পরিপূর্ণ থাকেন| অনেকেই ধার্মিকরূপে উপস্থিত হন, কিন্তু তাদের অন্তরের গর্ব ও বিদ্রোহীতা আড়াল করার জন্য, একটি মুখোশ হিসাবে তারা তাদের ধার্মিকতা পরিধান করেন| এটা একজন ব্যক্তির বিবরণ দিচ্ছে যিনি সেমিনারির মধ্যে দিয়ে গেছেন এবং অভিষিক্ত হয়েছেন| কিন্তু তার হৃদয় পরিবর্তিত হয়নি| সেইজন্যে একটি সুন্দরী দিশাহারা মহিলার পিছনে অনুসরণ করতে গিয়ে তিনি আমাদের মন্ডলী ত্যাগ করেছিলেন| “দীমা এই বর্ত্তমান যুগ ভাল বাসাতে আমাকে ত্যাগ করিয়াছে” (II তীমথিয় 4:10)| এটা ডঃ ক্রেইগটন এল. চেন এর বিবরণ দিচ্ছে, যিনি শুধুমাত্র এক কপটী বলে প্রমাণিত হয়েছিলেন যখন তার গর্ব ও বিদ্রোহীতা দৃশ্যমান হয়ে পড়েছিল, যখন তার মুখোশ ছিঁড়ে দেওয়া হয়েছিল এবং আমরা তাকে কপটী বলে দেখেছিলাম|

‘‘সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, [আমি কি] আপনার নামেই প্রচার করি নাই? তখন আমি তাহাদিগকে বলিব: আমার নিকট হইতে দূর হও, তোমার কর্ম্ম মন্দ|’’

ইঁদুর এবং মূষিক একই বাড়িতে বাস করতে পারে| কিন্তু যখন বাড়িটি পড়ে যাচ্ছে বলে মনে হয়, তারা দৌড়ে পালায়, কেননা তারা অন্য একটি নিরাপদ স্থানের অন্বেষণ করে| একটি মন্ডলীতে সুখের দিনগুলি অনেক ভ্রান্ত কপটীদের এর মধ্যে নিয়ে আনে| কিন্তু যখন মন্ডলী কম্পমান হয়, তখন তারা এই প্রমাণ করে দৌড়ে পালান যে - তারা আগে কি বলেছিলেন সেটা কোন ব্যাপার নয় কিন্তু তারা প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী নন| তাদের কয়েকজন এখানে রয়েছেন|

এক ব্যক্তি বলেছিলেন, “যেখানে তিনি আমাকে চালনা করেন আমি অনুসরণ করব| সমস্যা অথবা কষ্ট যারই সন্মুখীন আমি হয়ে থাকি না কেন যীশু….আমাকে জীবন দিয়েছেন| যীশুর বহুমূল্য নামের প্রশংসা হোক|” তবুও এই ব্যক্তি ছিলেন আমাদের মন্ডলী ছেড়ে পালিয়ে যাওয়া প্রথম মানুষ যখন মন্ডলী বিভাজন শুরু হয়েছিল|

একটি চীনা মেয়ে বলেছিলেন, “আমি চাই অন্য সব লোকেরাও জানুন যে ঈশ্বর কি মহান বিষয় আমার জন্য করেছেন| ঈশ্বর আমার জীবন তাঁর সাক্ষ্য হিসাবে ব্যবহার করুন|” কিন্তু তিনি মন্ডলী থেকে দৌড়ে পালিয়েছিলেন এমনকী বিভাজন শুরু হওয়ার আগেই!

অন্য আর একজন চীনা যুবক বলেছিলেন, “যীশুর দ্বারা পরিত্রাণ পাওয়া যে কত মহান আমি তা প্রকাশ করতে পারি না…আমি চাই অন্য সবাই জানুন যে খ্রীষ্ট আমার জন্য কোন মহৎ কাজ করেছেন|” তবুও অল্প কিছু সময় পরে তিনি চেন-এর অনুসরণ করতে মন্ডলী ত্যাগ করেছিলেন, এবং দেখিয়েছিলেন তার কথার কোন অর্থ নেই| তিনি এখনও শুধু একজন দিশাহারা কপটী হয়ে রয়েছে, নরকের অভিমুখে চলছেন!

ভিয়েতনাম থেকে আসা অন্য আর এক ব্যক্তি বলেছিলেন, “আমার জন্য যীশুর থাকা সমস্ত ভালবাসা সহ, আমি তাঁকে যথেষ্ট ভালবাসতে পারি না| আমার জীবন আমি দিচ্ছি যীশুর জন্য, আমার পরিত্রাতার জন্য|” এক বছর পরে তিনি পরিত্রাতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, এবং ধর্মত্যাগী চেন-এর সঙ্গে মন্ডলী ত্যাগ করেন|

কলেজ ছাত্র আর একটি যুবতী বলেছিলেন, “যীশু খ্রীষ্টের বহুমূল্য রক্তের মাধ্যমে আমাকে শুচি করানোর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই| প্রভুর প্রশংসা হোক!” শোনাচ্ছে ভাল, তাই না? কিন্তু সেটা বলার পরে, খুব শীঘ্রই তিনি জগতের পাপের প্রতি ফিরে যান এবং আমাদের মন্ডলী ত্যাগ করেন|

একজন জাপানি/আমেরিকান মেয়ে বলেছিলেন, “আমার সাক্ষ্য খুব সরল| আমি যীশুকে বিশ্বাস করেছি, এবং তিনি আমাকে উদ্ধার করেছেন” – আর এই মন্ডলী ত্যাগ করে এবং ভ্রান্ত ধার্মিক চেন-এর সঙ্গে চলে গিয়ে মেয়েটি তাঁকে প্রতিদান দিয়েছিলেন!

একজন মেক্সিকান লোক বলেছিলেন, “এক প্রেমিক পরিত্রাতার দ্বারা আমাকে অনুকম্পা দেখানো হয়েছে, এবং আমি এটা কখনও ভুলব না” – কিন্তু খুব অল্প সময় পরেই তিনি ভুলে গেলেন তিনি কি বলেছিলেন, এবং ধর্মত্যাগী চেন-এর পিছনে দৌড়ালেন| ধর্মত্যাগী চেন-এর কাছাকাছি দাঁড়িয়ে, সেই বিদ্রোহী কপটীদের সঙ্গে তোলা তার একটি ছবি আমার কাছে আছে|

চীনদেশ থেকে আসা এক যুবতী বলেছিলেন, “যীশু আমাকে ভালবাসেন! এখন আমি আমার পরিত্রাতা, যীশু খ্রীষ্টের জন্য গান গাইতে চাই!” শোনাচ্ছে ভাল, তাই না? কিন্তু খুব শীঘ্রই তিনি আমাদের মন্ডলীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, এবং ধর্মত্যাগী চেন এর সঙ্গে চলে গিয়েছিলেন!

কেউ একজন আমাকে বলেছিলেন, “ডঃ হেইমার্স, আর বেশী চীনা লোকদের ভিতরে আনবেন না| তারা সকলেই দু-মুখো কপটী!” যথেষ্ট সত্যি, যদি না তাদের একটি প্রকৃত মন পরিবর্তনের অভিজ্ঞতা হয় তারা দিশাহারা হয়ে থাকেন এদের মতনই যাদের উল্লেখ আমি এখানে করেছি| যীশু বলেছিলেন, “তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক” (যোহন 3:7)|

“সস্তা অনুগ্রহ” ও “সহজ বিশ্বাস তত্ত্ব” নতুন পরিভাষা, কিন্তু “অ্যান্টিনোমিয়ানিজম” নয়| মার্টিন লুথার (1483-1546) আমাদের এই শব্দগুচ্ছ দিয়েছেন| এটা তাদের উল্লেখ করছে যারা পরিত্রাণের সমস্ত ফলের লাভ ওঠাতে চান কিন্তু বাধ্যবাধকতাগুলির একটিও স্বীকার করেন না (Soli Deo Gloria Publications, jacket cover of Matthew Mead’s The Almost Christian Discovered, foreword by John MacArthur) |

ধর্মত্যাগী চেন এর লোকদের একজন বলছেন, “ডঃ হেইমার্স মনে করছেন যে যতক্ষণ না কেউ তার মন্ডলীতে যোগদান করছেন ততক্ষণ একজনও পরিত্রাণ পেতে পারেন না|” তার মতন ধর্মত্যাগীরা তাদের হারানো এবং মন্দ পাপ চাপা দিতে প্রায় যেকোন মিথ্যাই বলবেন| এবং লোকটির ঐ ধরণের মিথ্যা বলাতে আমি বিস্মিত নই, কেননা সেই লোকটি ভাল করেই সঠিকভাবে জানেন যে আমি কখনও ঐ কথা বলিনি - আমি এটা কখনও বিশ্বাসও করিনি|

কিন্তু আমি এই বিশ্বাস করি যে মন্ডলী হচ্ছে “খ্রীষ্টের দেহ” (ইফিষীয় 4:12)| যারা তাঁর মন্ডলী ত্যাগ করে যান তারা তাঁর দেহকে দুর্বল করেন| যারা তাঁর মন্ডলীকে আক্রমণ করেন, তারা তাঁর দেহকে আক্রমণ করেন| যারা তাঁর মন্ডলীকে বিভাজিত করেন, তারা তাঁর দেহ বিভাজিত করেন| যারা তাঁর মন্ডলীর সদস্য নন, তারা তাঁর দেহেরও সদস্য নন| অনেক নব্য-সুসমাচারসংক্রান্ত প্রচারকরা আন্তরিকভাবে শাস্ত্রকে গ্রহণ করেন না| সেটাই কারণ যে তারা খ্রীষ্টের দেহ থেকে ভিন্ন পথে চলে যান!

কোন কোন লোক এটাকে বলেন “বিশেষ চিহ্ন” নিদর্শন| আপনারা কি বলছেন সেটা আমি গ্রাহ্য করি না, এটা সেই বাইবেল সংক্রান্ত অবস্থান| মন্ডলী হচ্ছে “খ্রীষ্টের দেহ!”

আজ সকালে আমি আপনাদের খ্রীষ্টের কাছে আসার অনুরোধ করছি| মৃত্যু থেকে তিনি পুনরুত্থিত হয়েছেন| তিনি উপরে স্বর্গে, ঈশ্বরের দক্ষিণে বসে আছেন| যীশুর কাছে আসুন| জাগতিকতা এবং পাপ থেকে ঘুরে দাঁড়ান| যীশুকে বিশ্বাস করুন, এবং তাঁর বহুমূল্য রক্ত দিয়ে তিনি আপনাকে সমস্ত পাপ থেকে শুচি করবেন! যীশুকে বিশ্বাস করুন এবং আপনি তাঁর দেহের অংশে পরিণত হবেন, যা হলো মন্ডলী| আমেন|

যীশুকে বিশ্বাস করার বিষয়ে যদি আপনি আমাদের সঙ্গে কথা বলতে চান তবে অনুগ্রহ করে আসুন এবং এখনই এখানে সামনে দাঁড়ান| আমরা যখন 5 নং গান, “ঠিক যেমন আমি,” গানটি করছি, সেইসময়ে আপনি চলে আসুন|

ঠিক যেমন আমি, প্রার্থনা ছাড়া, তবু তাঁর রক্ত আমার জন্য প্রবাহিত,
তবুও তাঁর প্রতি আমাকে তাঁর আহ্বান, হে ঈশ্বরের মেষশাবক, আসছি! আমি আসছি!

ঠিক আমি যেমন, অপেক্ষায় নয়, পাপের কালিমালিপ্ত আত্মা মুক্ত করতে,
প্রভু, যাঁর রক্ত প্রতিটি দাগকে শুচি করতে পারে, হে ঈশ্বরের মেষশাবক, আসছি! আমি আসছি!

ঠিক আমি যেমন, যদিও অনেক বিবাদ, অনেক সন্দেহ আমাকে তাড়না করে,
হে ঈশ্বরের মেষশাবক, সংঘর্ষ এবং ভয় আমাতে, বাইরে, আসছি! আমি আসছি!
   (“Just As I Am” by Charlotte Elliott, 1789-1871, altered by the Pastor) |


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।