এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|
এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|
যখনই আপনি ডঃ হেইমার্সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |
খ্রীষ্ট কিভাবে তাঁহার পার্থিব রাজ্য প্রতিষ্ঠা করিবেনHOW CHRIST WILL SET UP HIS EARTHLY KINGDOM লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র ‘‘আর সেই দিন তাঁহার চরণ সেই জৈতুন পর্ব্বতের উপরে দাঁড়াইবে, যাহা যিরূশালেমের সম্মুখে পূর্ব্বদিকে অবস্থিত; তাহাতে জৈতুন পর্ব্বতের মধ্যদেশ পূর্ব্বদিকে ও পশ্চিমদিকে বিদীর্ণ হইয়া অতি বৃহৎ উপত্যকা হইয়া যাইবে, পর্ব্বতের অর্দ্ধেক উত্তরদিকে ও অর্দ্ধেক দক্ষিণদিকে সরিয়া যাইবে| তখন তোমরা আমার পর্ব্বতগণের উপত্যকা দিয়া পলায়ন করিবে; কেননা পর্ব্বতগণের উপত্যকা আৎসল পর্য্যন্ত যাইবে; হাঁ, তোমরা পলায়ন করিবে, যেমন যিহূদা-রাজ উষিয়ের সময়ে ভূমিকম্পের সম্মুখ হইতে পলায়ন করিয়াছিলে; আর আমার ঈশ্বর সদাপ্রভু আসিবেন, তোমার সঙ্গে পবিত্রগণ সকলেই আসিবেন... আর সদাপ্রভু সমস্ত দেশের উপরে রাজা হইবেন; সেই দিন সদাপ্রভু অদ্বিতীয় হইবেন, এবং তাঁহার নামও অদ্বিতীয় হইবে’’ (সখরিয় 14:4-5, 9)| |
পৃথিবীর প্রায় প্রত্যেকেই ঈশ্বরের দ্বারা কুমারী মরিয়মের গর্ভে প্রেরিত, বেৎলেহেমের এক আস্তাবলে জন্মগ্রহণ করা যীশুর, প্রথম আগমনের বিষয়ে শুনেছেন| হ্যাঁ, আপনারা সকলেই খ্রীষ্টের প্রথম আগমনের বিষয়ে শুনেছেন| আর তবুও বাইবেলে তাঁর দ্বিতীয় আগমন উল্লেখের বিষয়টি তাঁর প্রথম আগমনের উল্লেখের বিষয়কে সংখ্যার দিক থেকে একে আটগুণ ছাপিয়ে যায়| ডঃ ডেভিড যিরমিয় বলেছেন,
পন্ডিতগণ নূতন নিয়মে 318 বার উল্লেখ সহ দ্বিতীয় আগমনের বিষয়টির 1,845 বার বাইবেলীয় উল্লেখ গণনা করিয়াছেন| সতেরটি পুরাতন নিয়মের পুস্তক এবং নূতন নিয়মের প্রত্যেক দশটি অধ্যায়ে কম করিয়াও সাতটি অধ্যায়ে তাঁহার প্রত্যাবর্তনের বিষয়টি জোরালভাবে উল্লেখিত হইয়াছে| তিনি [খ্রীষ্ট] স্বয়ং একুশ বার তাঁহার প্রত্যাবর্তনের উল্লেখ করিয়াছেন| কেবলমাত্র নূতন নিয়মের সর্বাপেক্ষা প্রভাবশালী বিষয় হিসাবে দ্বিতীয় আগমন হইতেছে বিশ্বাসের প্রতি দ্বিতীয় (David Jeremiah, D.D., What in the World is Going On?, Thomas Nelson Publishers, 2008, page 217)|
খ্রীষ্টের দ্বিতীয় আগমন সম্বন্ধে শাস্ত্রের স্বচ্ছতম অধ্যায়গুলির একটি হল আমাদের এই পাঠ্যাংশ, সখরিয় 14:4-5, 9 পদ|
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
এখন আপনার সেল ফোনেই আমাদের ধর্ম্মোপদেশগুলি পাওয়া যাবে|
WWW.SERMONSFORTHEWORLD.COM ওয়েবসাইটে যান|
“অ্যাপ” লেখা সবুজ বোতামটি ক্লিক্ করুন|
যে নির্দেশগুলি আসবে সেগুলি অনুসরণ করুন|
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
I. প্রথম, খ্রীষ্ট জৈতুন পর্ব্বতে ফিরে আসবেন |
আমি দৃঢ় নিশ্চিত যে স্কোফিল্ডের টীকা একেবারে সঠিক|
সখরিয় 14 হইতেছে সমগ্র বিষয়টির একটি পুনঃস্মরণ| [ঘটনাসমূহের] বিন্যাসটি হইতেছে (1) জাতির জমায়েত, v. 2 ("সৎ ও অসৎ এর সর্ব্বশেষ রণক্ষেত্র," প্রকাশিত বাক্য 16:14; 19:11, টীকা দেখুন); (2) মুক্তি, v.3; (3) জৈতুন পর্ব্বতে খ্রীষ্টের প্রত্যাবর্তন, এবং দৃশ্যপটের জাগতিক পরিবর্তন, vs. 4-8; (4) স্বর্গরাজ্যের প্রতিষ্ঠা, এবং সম্পূর্ণ পার্থিব আশীর্বাদ, vs. 9-21 (The Scofield Study Bible, 1917 edition, p. 978; note on Zechariah 13:8)|
খ্রীষ্ট-বিরোধীদের দ্বারা পরিচালিত, পরজাতীয় জগতের ক্ষমতাসমূহ, তাহাদের সৈন্যদল ইস্রায়েলের বিরুদ্ধ সেই মেগিডো উপত্যকায় পাঠাবে, যা আর্মাগেডন নামে পরিচিত| খ্রীষ্টবিরোধীদের সৈন্যদল যিরূশালেমের দিকে এগিয়ে যাবে, কিন্তু খ্রীষ্ট হঠাৎ করে আকাশ থেকে অবতরণ করবেন এবং তাদের জয় করবেন| অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং সখরিয় 14:3-4 পদগুলি পড়ুন|
‘‘তখন সদাপ্রভু বাহির হইবেন, এবং সংগ্রামের দিনে যেমন যুদ্ধ করিয়াছিলেন, তেমনি ঐ জাতিগণের সহিত যুদ্ধ করিবেন| আর সেই দিন তাঁহার চরণ সেই জৈতুন পর্ব্বতের উপরে দাঁড়াইবে, যাহা যিরূশালেমের সম্মুখে পূর্ব্বদিকে অবস্থিত; তাহাতে জৈতুন পর্ব্বতের মধ্যদেশ পূর্ব্বদিকে ও পশ্চিমদিকে বিদীর্ণ হইয়া অতি বৃহৎ উপত্যকা হইয়া যাইবে, পর্ব্বতের অর্দ্ধেক উত্তরদিকে ও অর্দ্ধেক দক্ষিণদিকে সরিয়া যাইবে’’ (সখরিয় 14:3-4)|
আপনারা বসতে পারেন|
‘‘আর সেই দিন তাঁহার চরণ সেই জৈতুন পর্ব্বতের উপরে দাঁড়াইবে’’ (সখরিয় 14:4)| জৈতুন পর্ব্বত হল যিরূশালেমের ঠিক পূর্বদিকে| এটা সেই একই জৈতুন পর্বত যেখানে যীশু গ্রেপ্তার হওয়ার আগের রাত্রে প্রার্থনা করতে গিয়েছিলেন| এটা হচ্ছে সেই একই জৈতুন পর্ব্বত যেখান থেকে যীশু স্বর্গারোহন করেছিলেন, যেমন প্রেরিত 1:9-12 পদগুলিতে লিপিবদ্ধ হয়েছে|
‘‘এই কথা বলিবার পর তিনি তাঁহাদের দৃষ্টিতে উর্দ্ধে নীত হইলেন, এবং একখানি মেঘ তাঁহাদের দৃষ্টিপথ হইতে তাঁহাকে গ্রহণ করিল| তিনি যাইতেছেন, আর তাঁহারা আকাশের দিকে একদৃষ্টে চাহিয়া আছেন, এমন সময়ে, দেখ, শুক্লবস্ত্র পরিহিত দুই পুরুষ তাঁহাদের নিকটে দাঁড়াইলেন; আর তাঁহারা কহিলেন, হে গালীলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন? এই যে যীশু তোমাদের নিকট হইতে স্বর্গে উর্দ্ধে নীত হইলেন, উহাঁকে যেরূপে স্বর্গে গমন করিতে দেখিলে, সেইরূপে উনি আগমন করিবেন| তখন তাঁহারা জৈতুন নামক পর্ব্বত হইতে যিরূশালেমে ফিরিয়া গেলেন| সেই পর্ব্বত যিরূশালেমের নিকটবর্ত্তী, বিশ্রামবারের পথ’’ (প্রেরিত 1:9-12)|
‘‘আর সেই দিন তাঁহার চরণ সেই জৈতুন পর্ব্বতের উপরে দাঁড়াইবে’’ (সখরিয় 14:4)| যা ক্রুশের ওপরে পেরেকগুলির দ্বারা বিদ্ধ হয়েছিল প্রেরিত 1:9 পদ অনুযায়ী সেই একই চরণ সেই একই পর্ব্বতের উপরে নেমে আসবে যেখান থেকে তিনি স্বর্গে আরোহন করেছিলেন|
‘‘তাহাতে জৈতুন পর্ব্বতের মধ্যদেশ পূর্ব্বদিকে ও পশ্চিমদিকে বিদীর্ণ হইয়া অতি বৃহৎ উপত্যকা হইয়া যাইবে, পর্ব্বতের অর্দ্ধেক উত্তরদিকে ও অর্দ্ধেক দক্ষিণদিকে সরিয়া যাইবে’’ (সখরিয় 14:4)| ডঃ ম্যাকগী বলেছিলেন,
যে বিশাল পার্থিব পরিবর্তন সংঘটিত হইতে চলিয়াছে তাহা আমাদের প্রতি এইস্থানে উল্লেখিত হইয়াছে| একটি মহা ভূমিকম্প হইবে, এবং জৈতুন পর্বত একেবারে মধ্যস্থান হইতে ভাঙ্গিয়া দুই টুকরো হইয়া যাইবে| ইহার অর্দ্ধেক উত্তর দিকে এবং বাকি অর্দ্ধেক দক্ষিণ দিকে সরিয়া যাইবে| ‘‘এবং সেইস্থানে অতি বৃহৎ উপত্যকা হইয়া যাইবে’’ (J. Vernon McGee, Th.D., Thru the Bible, Thomas Nelson Publishers, 1982, volume III, p. 986)|
সুতরাং, সেটা হল প্রথম বিষয় - খ্রীষ্ট আকাশের মধ্যে দিয়ে জৈতুন পর্বতে ফিরে আসবেন|
II. দ্বিতীয়, খ্রীষ্ট তাঁর সমস্ত সাধুদের সঙ্গে নিয়ে ফিরে আসবেন |
পঞ্চম পদের শেষভাগে দেখুন|
‘‘আর আমার ঈশ্বর সদাপ্রভু আসিবেন, তোমার সঙ্গে পবিত্রগণ সকলেই আসিবেন’’ (সখরিয় 14:5)|
এর অর্থ হল যে সমস্ত পূর্বগামী রূপান্তরকারী খ্রীষ্ট বিশ্বাসীরা, খ্রীষ্টের অনুগমন করে, আকাশ থেকে জৈতুন পর্বতে নেমে আসবেন| হনোক দ্বারা এই ঘটনার প্রথম ভবিষ্যবাণী করা হয়েছিল|
‘‘আর আদম অবধি সপ্তম পুরুষ যে হনোক, তিনিও এই লোকদের উদ্দেশ্যে এই ভাববাণী বলিয়াছেন, দেখ প্রভু আপন অযুত অযুত পবিত্র লোকের সহিত আসিলেন’’ (যিহূদা 14)|
এবং প্রেরিত যোহন এই বিষয়ে প্রকাশিত বাক্য 19:14 পদের মধ্যে বলেছেন, ‘‘আর স্বর্গস্থ সৈন্যগণ তাঁহার অনুগমন করে,’’ যখন তিনি খ্রীষ্টারীর সৈন্যদের ধ্বংস করার জন্য জৈতুন পর্বতে অবতরণ করেন| ডঃ যিরমিয় বলেছেন,
যাহারা খ্রীষ্টের দ্বিতীয় আগমনে তাঁহার অনুগমন করিয়াছিল স্বর্গের সেই সৈন্যগণ সাধু এবং স্বর্গদূত - পাশাপাশি দাঁড়াইয়া থাকা আপনার ও আমার মতন লোকদিগকে স্বর্গীয় অস্তিত্বের সহিত অপরিমেয় ক্ষমতার অধিকারী হইতে দিয়া গঠন করা হইবে...তাহারা যুদ্ধ করিবে না...যীশু স্বয়ং বিদ্রোহীদের বধ করিবেন (David Jeremiah, ibid., p. 224)|
‘‘আর আমার ঈশ্বর সদাপ্রভু আসিবেন, তোমার সঙ্গে পবিত্রগণ সকলেই আসিবেন’’ (সখরিয় 14:5)|
ডঃ ম্যাকগী বলেছেন,
ইহা শাস্ত্রের এক অতি আগ্রহপূর্ণ অধ্যায়| ইহা হইতেছে প্রভু যীশু খ্রীষ্টের পৃথিবীতে পুনরাগমনের একটি চিত্র| ইহা ছাড়া আমরা প্রকাশিত বাক্য 19 পদেও ইহা দেখিতে পাই যেখানে আমাদের বলা হইয়াছে যে স্বর্গের সৈন্যগণ তাঁহার অনুগমন করিবে (J. Vernon McGee, ibid.)|
সখরিয়র ভাববাণীর মধ্যে এটা হল দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় - খ্রীষ্ট বিরোধী সৈন্যদের জয় করতে খ্রীষ্ট তাঁর সব সাধুদের নিয়ে ফিরে আসবেন| যুগ যুগ ধরে, সমস্ত প্রকৃত উদ্ধারপ্রাপ্তরা সেই সময়ে, খ্রীষ্টের সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন|
দশ সহস্র সময়ের দশ সহস্র
পোশাকে স্ফুলিঙ্গ উজ্জ্বল,
মুক্ত সাধুগণের সৈন্যদল
আলোর ভিড়ে পরিব্যপ্ত;
ইহা সমাপ্ত, সকলই সমাপ্ত,
তাহাদের যুদ্ধ মৃত্যু ও পাপের সহিত;
স্বর্ণ দূয়ার বিস্তৃত উন্মুক্ত,
বিজয়ী প্রবেশ করুক|
(“Ten Thousand Times Ten Thousand,” Henry Alford, 1810-1871) |
জন সিনিকিন এবং চার্লস ওয়েস্লী লিখেছেন,
দেখ! তিনি আসিতেছেন মেঘে অবতরণ করিতেছেন,
একবারের জন্য আমাদের পরিত্রাণ নিধন করিয়াছেন;
হাজারো, হাজারো সাধুগণ যোগ দিয়াছেন,
তাহার বিজয়ের শিক্ষা প্রসারিত;
হাল্লেলূয়া! হাল্লেলূয়া!
ঈশ্বর জগতে রাজত্ব করিতে আসিবেন|
(“Lo! He Comes,” John Cennick, 1718-1755;
alt. Charles Wesley, 1707-1788) |
III. তৃতীয়, তাঁর জাগতিক রাজ্য প্রতিষ্ঠা করতে খ্রীষ্ট আবার ফিরে আসবেন |
অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং সখরিয় 14:9 জোরে জোরে পড়ুন|
‘‘আর সদাপ্রভু সমস্ত দেশের উপরে রাজা হইবেন; সেইদিন সদাপ্রভু অদ্বিতীয় হইবেন, এবং তাঁহার নামও অদ্বিতীয় হইবে’’ (সখরিয় 14:9)|
আপনারা বসতে পারেন| সেই দিনে খ্রীষ্ট সমগ্র পৃথিবীর রাজা হবেন| সবশেষে, সেই প্রার্থনা যা খ্রীষ্ট বিশ্বাসীরা বিগত দুই হাজার বছর যাবৎ করে আসছেন তার উত্তর দেওয়া হবে|
‘‘তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হউক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হউক’’ (মথি 6:10)|
এবং তাঁর পার্থিব রাজ্য এক হাজার বছর স্থায়ী হবে| অনুগ্রহ করে প্রকাশিত বাক্য, অধ্যায় 20, পদ 4 থেকে 6 দেখুন| জোরে জোরে ঐ পদগুলি পড়ুন|
‘‘পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম; সেগুলির উপর কেহ কেহ বসিলেন, তাঁহাদিগকে বিচার করিবার ভার দত্ত হইল| আর যীশুর সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের নিমিত্ত যাহারা কুঠার দ্বারা হত হইয়াছিল, এবং যাহারা সেই পশুকে ও তাহার প্রতিমাকে ভজনা করে নাই, আর আপন আপন ললাটে ও হস্তে তাহার ছাব ধারণ করে নাই, তাহাদের প্রাণও দেখিলাম; তাহারা জীবিত হইয়া সহস্র বৎসর খ্রীষ্টের সহিত রাজত্ব করিল| যে পর্য্যন্ত সেই সহস্র বৎসর সমাপ্ত না হইল, সে পর্য্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হইল না| ইহা প্রথম পুনরুত্থান| যে কেহ এই প্রথম পুনরুত্থানের অংশী হয়, সে ধন্য ও পবিত্র; তাহাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোন কর্ত্তৃত্ব নাই; কিন্তু তাহারা ঈশ্বরের ও খ্রীষ্টের যাজক হইবে, এবং সেই সহস্র বৎসর তাঁহার সঙ্গে রাজত্ব করিবে’’ (প্রকাশিত বাক্য 20:4-6)|
যিহোবার সাক্ষ্য 1,000 বছরের রাজত্বে বিশ্বাস করত| কিন্তু তারা জানেন না যে নিজেরা কি করে এর মধ্যে প্রবেশ করবেন! আমার অফিসে আমার কাছে একটি যিহোবার সাক্ষ্য পুস্তিকা আছে যার নাম "সমস্ত দুঃখের শীঘ্র অন্ত হইবে!" পুস্তকের শেষে বলা হয়েছে, "যখন অন্ত আসিবে, কে বাঁচিয়া থাকিবে?... তাহারাই বাঁচিবে যাহারা যিহোবার ইচ্ছা শিক্ষা করেন এবং পালন করেন" (“All Suffering Soon to End!,” Watch Tower Bible and Tract Society of Pennsylvania, 2005, p. 6)| সুতরাং, যিহোবার সাক্ষ্য শিক্ষা দেয় যে স্বর্গরাজ্যে প্রবেশের পথ হল ঈশ্বরের সত্য "শিক্ষা করা" এবং "সেটা পালন করা|" এটা একটা মহা ভ্রান্তি| এটা হচ্ছে কাজের দ্বারা পরিত্রাণের - কোন কিছুর "শিক্ষাগ্রহণের" দ্বারা এবং সেটা "পালন" করবার ভ্রান্তি! অদ্ভুতভাবে, যিহোবা সাক্ষ্যের ভ্রান্তি বাস্তবিকই রোমান ক্যাথলিকদের ভ্রান্তির অনুরূপ যার বিরুদ্ধে তারা প্রায়ই বলে থাকেন| ক্যাথলিক এবং যিহোবার সাক্ষ্য উভয়ই কাজের দ্বারা পরিত্রাণের, শিক্ষাগ্রহণ এবং পালনের দ্বারা পরিত্রাণের শিক্ষা দেয়!
কিন্তু বাইবেল স্বয়ং অনুগ্রহের দ্বারা পরিত্রাণের শিক্ষা দেয়, শিক্ষাগ্রহণ ও সেটা পালনের দ্বারা নয়; মানবজাতির প্রচেষ্টার দ্বারা নয়, কিন্তু শুধুমাত্র অনুগ্রহের দ্বারা|
‘‘কেননা অনুগ্রহেই, বিশ্বাসের দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছে; এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান; তাহা কর্ম্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে’’ (ইফিষীয় 2:8-9)|
জন নিউটন বলেছিলেন,
আশ্চর্য দয়া! সুমধুর
উদ্ধারিল আমায়!
ছিলাম অন্ধ পাপী আমি;
চোখ খুলে, দেখি তাঁয়|
দয়া শিখালো ভকতি,
আর তায় ঘুচালো ত্রাস;
অমূল্য সেই দয়া যখন
প্রথম আসে বিশ্বাস!
(“Amazing Grace” by John Newton, 1725-1807) |
ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন এর প্রতি
‘‘তুমি ও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস কর, তাহাতে পরিত্রাণ পাইবে’’ (প্রেরিত 16:31)|
যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|
(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে
www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন|
ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”
আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
।
আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.
এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।
প্রচারের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ জ্যাক নগানন:
“He is Coming Again” (Mabel Johnston Camp, 1871-1937) |
খসড়া চিত্র খ্রীষ্ট কিভাবে তাঁহার পার্থিব রাজ্য প্রতিষ্ঠা করিবেন HOW CHRIST WILL SET UP HIS EARTHLY KINGDOM লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র ‘‘আর সেই দিন তাঁহার চরণ সেই জৈতুন পর্ব্বতের উপরে দাঁড়াইবে, যাহা যিরূশালেমের সম্মুখে পূর্ব্বদিকে অবস্থিত; তাহাতে জৈতুন পর্ব্বতের মধ্যদেশ পূর্ব্বদিকে ও পশ্চিমদিকে বিদীর্ণ হইয়া অতি বৃহৎ উপত্যকা হইয়া যাইবে, পর্ব্বতের অর্দ্ধেক উত্তরদিকে ও অর্দ্ধেক দক্ষিণদিকে সরিয়া যাইবে| তখন তোমরা আমার পর্ব্বতগণের উপত্যকা দিয়া পলায়ন করিবে; কেননা পর্ব্বতগণের উপত্যকা আৎসল পর্য্যন্ত যাইবে; হাঁ, তোমরা পলায়ন করিবে, যেমন যিহূদা-রাজ উষিয়ের সময়ে ভূমিকম্পের সম্মুখ হইতে পলায়ন করিয়াছিলে; আর আমার ঈশ্বর সদাপ্রভু আসিবেন, তোমার সঙ্গে পবিত্রগণ সকলেই আসিবেন... আর সদাপ্রভু সমস্ত দেশের উপরে রাজা হইবেন; সেই দিন সদাপ্রভু অদ্বিতীয় হইবেন, এবং তাঁহার নামও অদ্বিতীয় হইবে’’ (সখরিয় 14:4-5, 9)| I. প্রথম, খ্রীষ্ট জৈতুন পর্ব্বতে ফিরে আসবেন, সখরিয় 14:3-4; II. দ্বিতীয়, খ্রীষ্ট তাঁর সমস্ত সাধুদের সঙ্গে নিয়ে ফিরে আসবেন, সখরিয় 14:5; III. তৃতীয়, তাঁর জাগতিক রাজ্য প্রতিষ্ঠা করতে খ্রীষ্ট আবার ফিরে আসবেন, |