Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




বাইবেল এবং একটি স্থানীয় মন্ডলীর বিশ্বাসঘাতকগণ

THE BIBLE AND TRAITORS TO A LOCAL CHURCH
(Bengali)

2018 সালের, 4ঠা নভেম্বর, প্রভুর দিনের সকালবেলায়
লস্‍ এঞ্জেল্‍সের ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্‍ল মন্ডলীতে
ডঃ আর. এল. হেইমার্‌স, জুনিয়র দ্বারা লিখিত এবং
রেভাঃ জন শমূয়েল কেগান দ্বারা প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
and preached by Rev. John Samuel Cagan
at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, November 4, 2018

‘‘তাহারা আমাদের হইতে বাহির হইয়াছে; কিন্তু আমাদের ছিল না; কেননা যদি আমাদের হইত, তবে আমাদের সঙ্গে থাকিত; কিন্তু তাহারা বাহির হইয়াছে, যেন প্রকাশ হইয়া পড়ে যে, সকলে আমাদের নয়’’ (I যোহন 2:19)|


এলবার্ট কামুস এবং জিন-পল সার্ত্রে ছিলেন দুইজন দার্শনিক যারা অস্তিত্ববাদকে জনপ্রিয় করেছিলেন| বর্তমানে তাদের দর্শন বেশীর ভাগ লোকদের চিন্তায় দাগ কেটেছে, যদিও তারা সম্ভবত স্পষ্টরূপে এর উপলব্ধি করেন না| ডঃ আর. জি স্প্রাউল বলেছিলেন, "আমরা আমাদের জীবনে প্রত্যেকদিনই অস্তিত্ববাদ এর প্রভাবের সম্মুখীন হইতেছি এবং প্রকৃতভাবে আমাদের সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে...আমরা ইহার প্রভাবের অধীনে প্রত্যেকদিন জীবনযাপন করিতেছি" (Dr. R. C. Sproul, Lifeviews, Fleming H. Revell, 1986, p. 49) |

কামুস এবং সার্ত্রের অস্তিত্ববাদের মৌলিক বিষয় "একটি ঈশ্বরবিহীন জগতে মানুষের ভিত্তিগত একাকীত্বের" উপরে জোর দেয় (Dr. John Blanchard, Does God Believe in Atheists?, Evangelical Press, 2000, p. 138) |

আর. সি. স্প্রাউল কি সঠিক যখন তিনি বলেন যে আমরা "প্রত্যেকদিন" এই দর্শনের "প্রভাবের অধীনে" বাস করছি? হ্যাঁ, আমি সেরকমই মনে করছি| সেটাই কারণ যে কেন সেই একাকীত্বের বিষয়টির এত গভীর আবেদন রয়েছে, বিশেষ করে যুবকদের প্রতি| কোথা থেকে এই দর্শনটি আসছে, অথবা কে এটা বলেছেন তা উপলব্ধি না করেও, আপনি অনুভব করেন - "একটি ঈশ্বরবিহীন জগতে মানুষের ভিত্তিগত একাকীত্ব|" ঐ উক্তির মধ্যে সত্যের প্রতিধ্বনি রয়েছে| "একটি ঈশ্বরবিহীন জগতে মানুষের ভিত্তিগত একাকীত্ব" - এটা প্রত্যেক যুবকই অনুভব করেছেন|

এবং লোকজন ভর্তি ঘরের মধ্যেও আপনি একাকীত্ব অনুভব করতে পারেন| আপনি একটা হই-হুল্লোড় যুক্ত স্থানে, অথবা ভীড়ে ভর্তি একটা মলে থাকতে পারেন, এবং তখনও একাকী অনুভব করতে পারেন| একজন অল্পবয়স্ক লোক আমাদের পালক, ডঃ হেইমার্‌সকে একবার বলেছিলেন, "আমি এত একা যে আমি জানি না যে কি করতে হবে|" এর কয়েক সপ্তাহ পরে তিনি আত্মহত্যা করেছিলেন| এবং বর্তমানে একাকীত্বের বিষয় অনুভব করে বেশীর ভাগ যুবক আক্ষরিক অর্থে নিদারুণ যন্ত্রণা পাচ্ছেন| এটা হচ্ছে অস্তিত্ববাদের ফসল যা "আমাদের সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে" পরিব্যাপ্ত|

একাকীত্ব হল একটি সমস্যা, কিন্তু এর প্রতিষেধক কি? আরোগ্য কি? আরোগ্য হল ব্যক্তিগতভাবে যীশু খ্রীষ্টকে জেনে নেওয়া - এবং স্থানীয় মন্ডলীতে ঈশ্বরের পরিবারের অংশ হয়ে যাওয়া| অস্তিত্ববাদের বিভীষিকার প্রতি আমরা সেই জবাব দিই যখন আমরা বলি, "কেন একাকী হবেন? মন্ডলীতে - গৃহে আসুন! কেন হারিয়ে যাবেন? ঈশ্বরের পুত্র, যীশু খ্রীষ্টের কাছে - গৃহে আসুন!" যখন আমরা এটা বলছি, আমরা কামুস, এবং সার্ত্রের প্রতি এবং সাধারণভাবে অস্তিত্ববাদের প্রতি উত্তর করছি! যখন আমরা সেটা বলি তখন আমরা আধুনিক জগতের অবিরাম বেদনাযুক্ত, একাকী, বিচ্ছিন্নকৃত অর্থহীনতার উত্তর দিই! উচ্চস্বরে জোরে বলুন! ফিসফিস করে বলুন! দূর-দূরান্তে বলুন! কেন একাকী হবেন? মন্ডলীতে - গৃহে আসুন! কেন হারিয়ে যাচ্ছেন? ঈশ্বরের পুত্র, যীশু খ্রীষ্টের কাছে - গৃহে আসুন!

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

এখন আপনার সেল ফোনেই আমাদের ধর্ম্মোপদেশগুলি পাওয়া যাবে|
WWW.SERMONSFORTHEWORLD.COM ওয়েবসাইটে যান|
“অ্যাপ” লেখা সবুজ বোতামটি ক্লিক্ করুন|
যে নির্দেশগুলি আসবে সেগুলি অনুসরণ করুন|

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

কিন্তু সেখানে কিছু ব্যক্তি রয়েছেন যারা একটি ছাড়া অন্যটিকে পেতে চান| যীশু খ্রীষ্টের প্রতি মন পরিবর্তন করা ছাড়াই তারা স্থানীয় মন্ডলীর সহভাগিতা চান| কিন্তু শেষপর্যন্ত এটা কার্যকরী হবে না| তাদের অবশ্যই একসঙ্গে চলতে হবে| সেটাই হল খ্রীষ্টধর্মের পথ - মন্ডলীতে সহভাগিতা এবং খ্রীষ্টে মন পরিবর্তন দুটোই একসঙ্গে চলে| একটিকে বাদ দিয়ে আপনি অন্যটি পেতে পারেন না!

মন পরিবর্তন করা ছাড়া যদি আপনি সহভাগিতা লাভের চেষ্টা করেন তবে কি হয় তা এখানে বলা হল| শেষপর্যন্ত সহভাগিতা ভেঙ্গে যাবে| যথাশীঘ্র বা পরে যাই হোক না কেন সেটা কার্যকরী থাকে না| আর সেই বিষয়েই আমাদের পাঠ্যাংশে বলা হয়েছে|

‘‘তাহারা আমাদের হইতে বাহির হইয়াছে; কিন্তু আমাদের ছিল না; কেননা যদি আমাদের হইত, তবে আমাদের সঙ্গে থাকিত; কিন্তু তাহারা বাহির হইয়াছে, যেন প্রকাশ হইয়া পড়ে যে, সকলে আমাদের নয়’’ (I যোহন 2:19)|

ডঃ ডব্লিউ. এ. ক্রিস্‌ওয়েল বলেছিলেন, "কয়েকজন মন্ডলী হইতে প্রস্থান করিয়াছেন... তাহাদের প্রস্থান ছিল প্রকৃতপক্ষে সেই বিশ্বাস সংরক্ষণ-এর প্রকাশ, এবং তাহাতে, প্রকৃত সহভাগিতা অনুপস্থিত ছিল" (The Criswell Study Bible, note on I John 2:19)| এখানে I যোহন 2:19 পদের আধুনিক অনুবাদ দেওয়া হল,

‘‘তাহারা আমাদের হইতে বাহির হইয়াছে, কিন্তু প্রকৃতভাবে তাহারা আমাদের নয়| কেননা যদি তাহারা আমাদের হইত, তবে তাহারা আমাদের সঙ্গে থাকিত; কিন্তু তাহাদের বাহিরে যাওয়া দেখাইয়াছিল যে, তাহাদের মধ্যে কেহই আমাদের নয়’’ (I যোহন 2:19 এনআইভি)|

আসুন আমরা এই পাঠ্যাংশটি নিয়ে আরও গভীরভাবে চিন্তা করি|

I. প্রথম, তারা কি করেছিলেন |

ডঃ ক্রিস্‌ওয়েল বলেছিলেন, "কয়েকজন মন্ডলী হইতে প্রস্থান করিয়াছেন|" সন্দেহহীনভাবে তারা মন্ডলীতে এসেছিলেন কারণ তারা সহভাগিতা উপভোগ করেছিলেন| রোমীয় জগতের শীতলতা এবং হৃদয়হীনতার মধ্যেও প্রাচীন মন্ডলীগুলি একটি গভীর সহভাগিতার স্থান ছিল| লোকেরা সেই উষ্ণতা ও সহভাগিতা ভালবাসতেন যা তারা মন্ডলীতে খুঁজে পেতেন,

‘‘তাহারা ঈশ্বরের প্রশংসা করিত, এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল’’ (প্রেরিত 2:47)|

কিন্তু খুব শীঘ্রই তারা আবিস্কার করেছিলেন যে খ্রীষ্টিয় জীবন সবসময়ে সহজ নয়| যখন তারা সেটা আবিস্কার করলেন তাদের মধ্যে কয়েকজন প্রস্থান করলেন| প্রেরিত বলেছেন,

‘‘কেননা দীমা এই বর্ত্তমান যুগ ভাল বাসাতে আমাকে ত্যাগ করিয়াছে, এবং থিষলনীকীতে গিয়াছে; ক্রীষ্কেন্ত গালাতীয়াতে, তীত দাল্‌মাতিয়াতে গিয়াছেন; একা লূক মাত্র আমার সঙ্গে আছেন’’ (II তীমথিয় 4:10-11)|

যখন সমস্যা এসেছিল তখন দীমা, ক্রীষ্কেন্ত এবং তীত চলে গিয়েছিলেন|

আজকালও কি সেটাই ঘটে? হ্যাঁ এরকমই হয়| কিছু সময়ের জন্য লোকেরা মন্ডলীতে আসেন| মন্ডলীতে তাদের পাতানো বন্ধুত্ব তারা উপভোগ করেন| এর সবটা তাদের কাছে মনে হয় একটা মজা| কিন্তু তারপরে অন্য কিছু একটা উঠে আসে| আমি একজন লোকের বিষয়ে শুনেছিলাম যিনি রবিবার সকালে লা ভেগাসে যেতেন| সেই লোকটি মন্ডলীতে আসতে পছন্দ করতেন, কিন্তু তার তুলনায় লা ভেগাস শোনাত আরও বেশী মজাদার! অন্যান্যরা দেখতেন খ্রীষ্টমাস এবং নববর্ষের সময়ের পার্টিগুলি তাদের সঙ্কেত পাঠাচ্ছে| বিশ্বের সমস্ত পার্টি এবং উৎসবগুলির দ্বারা তারা প্রলোভিত হন - এবং সেইজন্যে তারা মন্ডলী ত্যাগ করেন| ‘‘তাহারা আমাদের হইতে বাহির হইয়াছে; কিন্তু আমাদের ছিল না’’ (I যোহন 2:19)|

II. দ্বিতীয়, কেন তারা এটা করেছিলেন |

আমাদের পাঠ্যাংশ বলছে, "কিন্তু আমাদের ছিল না; কেননা যদি আমাদের হইত, তবে আমাদের সঙ্গে থাকিত (I যোহন 2:19)| I যোহন 2:19 পদের উপরে মন্তব্য করে, ডঃ জে. ভার‌ন্‌ন ম্যাকগী বলেছেন,

খ্রীষ্টধর্মে আপনি বলতে পারেন একজন প্রকৃত ঈশ্বরের সন্তান হলেন চরমভাবে একজন মানুষ যিনি অবশেষে তার আসল রূপটি প্রদর্শন করেন এবং ঈশ্বরের সভা ত্যাগ করেন যদি তিনি ঈশ্বরের সন্তান না হন| তিনি খ্রীষ্ট বিশ্বাসী থেকে, বিশ্বাসীদের সহভাগিতা থেকে নিজেকে প্রত্যাহার করবেন, এবং তিনি চলে যাবেন...জগতের প্রতি ফিরে যাবেন...সেখানে অনেকেই আছেন যারা খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে প্রকাশ্যে ঘোষণা করেন, কিন্তু তারা প্রকৃতভাবে খ্রীষ্ট বিশ্বাসী নন (J. Vernon McGee, Th.D., Thru the Bible, Thomas Nelson Publishers, 1983, volume V, p. 777) |

কোন মন্তব্য না করে আমি আলবার্ট বার্‌নেস এর উক্তির উল্লেখ করব, যা হল বাইবেল-এর উপরে তার দেওয়া শাস্ত্রীয় ভাষ্য,

কেননা যদি তাহারা আমাদের হইত| যদি তাহারা আন্তরিক এবং প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী হইত| তাহাদের কোন সন্দেহ থাকিত না আমাদের সহিত থাকিতে...যদি তাহারা প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী হইত তাহারা কখনই মন্ডলী ত্যাগ করিয়া প্রস্থান করিত না| তিনি সেই ঘোষণা এত সাধারণভাবে করিতেছেন যে ইহাকে একটি সার্বজনীন সত্য বলিয়া গ্রাহ্য করা যাইতে পারে, যদি যে কেহ প্রকৃতই 'আমাদের হইত,' অর্থাৎ, যদি তাহারা প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী হইবে, তাহারা মন্ডলীতে থাকিবে, বা কখনও পশ্চাদপদ হইবে না| ইহা ছাড়া বিবৃতিটি এমনভাবেও করা হইয়াছে যাহাতে শিক্ষা দেওয়া যায় যে যদি কেহ মন্ডলী হইতে পশ্চাদপসরণ করেন, সেই সত্য ঘটনা হইতেছে পূর্ণ প্রমাণ যে তাহাদের কখনও কোন ধর্ম্ম ছিল না, কেননা যদি উহা তাহাদের থাকিত তাহা হইলে তাহারা অটলভাবে মন্ডলীতে থাকিয়া যাইতেন (Albert Barnes, Notes on the New Testament, Baker Book House, 1983 reprint of the 1884-85 edition, note on I John 2:19) |

যীশু বলেছেন,

‘‘আর তাহারাই পাষাণের উপরের লোক, যাহারা শুনিয়া আনন্দপূর্ব্বক সেই বাক্য গ্রহণ করে, কিন্তু তাহাদের মূল নাই, তাহারা অল্প কালমাত্র বিশ্বাস করে, আর পরীক্ষার সময়ে সরিয়া পড়ে’’ (লূক 8:13)|

III. তৃতীয়, কিভাবে এর প্রতিকার হবে |

‘‘তাহারা আমাদের হইতে বাহির হইয়াছে; কিন্তু আমাদের ছিল না; কেননা যদি আমাদের হইত, তবে আমাদের সঙ্গে থাকিত; কিন্তু তাহারা বাহির হইয়াছে, যেন প্রকাশ হইয়া পড়ে যে, সকলে আমাদের নয়’’ (I যোহন 2:19)|

ম্যাথিউ হেনরী বলেছিলেন,

তাহারা অভ্যন্তরীনভাবে হৃদয়ে সেইরূপ নহে যেরূপ আমরা হই; কিন্তু তাহারা আমাদের ছিল না; তাহারা তাহাদের নিকটে প্রকাশিত নির্ভরযোগ্য মতবাদ হৃদয় দিয়া মান্য করে নাই; খ্রীষ্টকে প্রধান করিয়া সৃষ্ট আমাদের সংঙ্ঘের তাহারা কেহ ছিলেন না (Matthew Henry’s Commentary on the Whole Bible, Hendrickson, 1996 reprint, volume 6, p. 863) |

তারা খ্রীষ্টের প্রতি যুক্ত ছিলেন না| তারা "আমাদের" ছিলেন না| এই পদ সম্বন্ধে ডঃ ম্যাকগী বলেছিলেন,

যোহন এইস্থানে একটি অতি গুরুত্বপূর্ণ এবং আন্তরিক বিবৃতি দিয়াছেন, এবং তিনি বর্ত্তমানে আমাদের প্রতিও এই বিবৃতি দিতেছেন| প্রভু যীশু একজন অতি দরিদ্র মানুষ, নীকদিমকে, বলিয়াছিলেন যে তাহার অবশ্যই নতুন জন্ম লওয়া আবশ্যক| তিনি তাহার প্রতি বলিয়াছিলেন... "নূতন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না" (যোহন 3:3)| যোহন এখানে বলিতেছেন, "তাহারা আমাদের হইতে বাহির হইয়াছে; কিন্তু আমাদের ছিল না|" তাহাদের দেখিতে লাগিত যেন তাহারা প্রকৃতই ঈশ্বরের সন্তান, কিন্তু প্রকৃতপক্ষে তাহা ছিলেন না (J. Vernon McGee., ibid.) |

যেমন ডঃ ম্যাকগী ইঙ্গিত দিয়েছেন যে "আমাদের" হতে হলে, আপনাকে অবশ্যই নতুন জন্ম লাভ করতে হবে| আপনাকে অবশ্যই খ্রীষ্টের সঙ্গে সংযুক্ত হতে হবে| এটা তখনই হবে যখন আপনি পুনরায় নতুন জন্ম লাভ করবেন| যীশু বলেছেন,

‘‘তোমাদের নূতন জন্ম হওয়া আবশ্যক’’ (যোহন 3:7)|

ধর্ম্মভ্রষ্টতার প্রতিকার হল নতুন জন্মলাভ! এটা তখনই হবে যখন আপনি নিজের পাপ স্বীকার করে নেবেন এবং খ্রীষ্টের কাছে আসবেন| যখন আপনি তাঁর কাছে আসবেন, তিনি আপনাকে গ্রহণ করবেন এবং তাঁর রক্ত দিয়ে আপনার সব পাপ ধুয়ে দূরে সরিয়ে দেবেন| আপনি এটা গণ্য করতে পারেন, কেননা তিনি বলেছেন,

‘‘যে আমার কাছে আসিবে, তাহাকে আমি কোনমতে বাহিরে ফেলিয়া দিব না’’ (যোহন 6:37)|

যখন আপনি খ্রীষ্টের কাছে আসেন, এবং তাঁর সঙ্গে সংযুক্ত হন, আপনি নতুন জন্ম লাভ করেন| আপনার সব পাপ বাতিল করা হয়, এবং আপনি ঈশ্বরের সন্তানে পরিণত হন| যখন আপনি নতুন জন্মলাভ করেন একমাত্র তখনই আপনি প্রকৃতভাবে স্থানীয় মন্ডলীর একজন জীবন্ত সদস্যে পরিণত হন| অস্তিত্ববাদ বাতিল হয়ে যায় যখন আপনি খ্রীষ্টের কাছে আসেন এবং পুনরায় জন্মলাভ করেন| "ঈশ্বরবিহীন জগতে মানুষের ভিত্তিগত একাকীত্বের" প্রতিবিধান এবং আরোগ্য হয় যখন আপনি সেই পুনরুত্থিত খ্রীষ্টের সম্মুখীন হন, এবং এর ফলে আপনি স্থানীয় মন্ডলীর একটি জীবন্ত অংশে পরিণত হন| যীশু বলেছেন,

‘‘যে আমার কাছে আসিবে, তাহাকে আমি কোনমতে বাহিরে ফেলিয়া দিব না’’ (যোহন 6:37)|

কেন দিশাহারা হবেন? ঈশ্বরের পুত্র, যীশু খ্রীষ্টের কাছে - গৃহে আসুন!

চার্লস স্পারজিয়ন "প্রেমের দ্বারা জীবনের প্রমাণ" নামের একটি ধর্ম্মোপদেশ দিয়েছিলেন| এটা I যোহন 3:14 পদের উপরে ভিত্তি করে লেখা ছিল,

‘‘আমরা জানি যে, মৃত্যু হইতে জীবনে উত্তীর্ণ হইয়াছি, কারণ ভ্রাতৃগণকে প্রেম করি’’ (I যোহন 3:14)|

স্পারজিয়ন বলেছেন,

যতক্ষণে আপনি নতুন জন্মলাভ না করিতেছেন, আপনি কখনও ঈশ্বরের অনুগ্রহের অর্থ বুঝিতে পারিবেন না| আপনাকে অবশ্যই একটি নতুন জন্ম লাভ করিতে হইবে, মৃত্যু হইতে জীবনে উত্তীর্ণ হইতে হইবে, অথবা আপনি এইসব বিষয় জানিতে পারিবেন না... ‘‘আমরা জানি যে, মৃত্যু হইতে জীবনে উত্তীর্ণ হইয়াছি, কারণ ভ্রাতৃগণকে প্রেম করি|’’ সুতরাং, ভ্রাতৃবৃন্দ, যদি আমরা এই বলিতে পারি যে আমরা ঈশ্বরের লোকদের, ঈশ্বরের লোক হিসাবে প্রেম করি, কারণ তাহারা হইতেছেন ঈশ্বরের লোক, তাহা হইলে উহাই হইবে একটি চিহ্ন যে আমরা মৃত্যু হইতে জীবনে উত্তীর্ণ হইয়াছি (C. H. Spurgeon, “Life Proved by Love,” The Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, 1976 reprint, volume XLIV, pp. 80-81) |

যখন মন পরিবর্তনের মাধ্যমে আমরা মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়েছি, তখন আমরা স্থানীয় মন্ডলীতে ভ্রাতাদেরও ভালবাসব!

এই মন্ডলীতে আপনার তৈরী করা বন্ধুত্বের মূল্য যদি আপনি দেন, তবে নিশ্চিত থাকুন যে আপনি মন পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করেছেন| এটা অপরিহার্য যে আপনার পরিত্রাণ লাভ হবে| খ্রীষ্ট হলেন সেই "আঠা" যা স্থানীয় মন্ডলীর সহভাগিতা একসঙ্গে ধরে রাখেন!


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

প্রচারের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ জ্যাক নগানন:
“Blest Be the Tie that Binds” (John Fawcett, 1740-1817) |


খসড়া চিত্র

বাইবেল এবং একটি স্থানীয় মন্ডলীর বিশ্বাসঘাতকগণ

THE BIBLE AND TRAITORS TO A LOCAL CHURCH

ডঃ আর. এল. হেইমার্‌স, জুনিয়র দ্বারা লিখিত এবং
রেভাঃ জন শমূয়েল কেগান দ্বারা প্রচারিত একটি ধর্ম্মোপদেশ

‘‘তাহারা আমাদের হইতে বাহির হইয়াছে; কিন্তু আমাদের ছিল না; কেননা যদি আমাদের হইত, তবে আমাদের সঙ্গে থাকিত; কিন্তু তাহারা বাহির হইয়াছে, যেন প্রকাশ হইয়া পড়ে যে, সকলে আমাদের নয়’’ (I যোহন 2:19)|

I.    প্রথম, তারা কি করেছিলেন, প্রেরিত 2:47; II তীমথিয় 4:10-11 |

II.   দ্বিতীয়, কেন তারা এটা করেছিলেন, লূক 8:13 |

III.  তৃতীয়, কিভাবে এর প্রতিকার হবে, যোহন 3:3, 7; 6:37; I যোহন 3:14 |