Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




আপনি কি পিছনে পড়ে থাকবেন?

WILL YOU BE LEFT BEHIND?
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্‍স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2018 সালের, 16ই সেপ্টেম্বর, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্‍ এঞ্জেল্‍সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্‍ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, September 16, 2018

“অতএব জাগিয়া থাক, কেননা তোমাদের প্রভু কোন্‌দিন আসিবেন, তাহা তোমরা জান না” (মথি 24:42)|


প্রায় প্রত্যেক সংবাদপত্রে আমি যেসব খবর পড়ি তাতে বাইবেলের ভাববাণী বা ভবিষ্যবাণী সম্বন্ধে, এবং আমাদের জানা জগতের অন্তের বিষয়ে কিছু না কিছু থাকে| এইগুলি হচ্ছে সেই চিহ্ন যা ঈশ্বর দিয়েছেন আমাদের দেখাতে যে আমাদের জগৎ শেষ হওয়ার আগে আমাদের হাতে আর কতটুকু সময় বাকি রয়েছে|

লস্‌ এঞ্জেল্‌সে প্রকাশিত ডেইলি নিউজ -এর এই শিরোনামগুলি শুনুন|

সব সেতু ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে | আমেরিকার পথ-ব্যবস্থা সম্বন্ধে বিশদভাবে বিবৃত ফেডেরাল রেকর্ড অনুসারে বলা হচ্ছে যে দেশের সেতুগুলির প্রায় চার ভাগের একভাগই খুব দুর্বল, ভাঙ্গাচোরা বা বর্তমান যান চলাচলের জন্য অতিরিক্ত ভারবহনের ফলে কাহিল হয়ে পড়েছে যা সময়ের সঙ্গে তাল মেলাতে পারছে না|

আমেরিকা হল পৃথিবীতে বৃহত্তম দেশ, কিন্তু আমরা এমনকী আমাদের সড়ক এবং সেতুগুলিও চালু রাখতে পারছি না!

ওষুধের ঘাটতি হাসপাতালের কাজ ব্যাহত করছে | সমগ্র দেশ জুড়ে হাসপাতালগুলি বয়ঃপ্রাপ্তদের টিটেনাস শট্‌স নিয়ন্ত্রণ করছে...এই গুরুত্বপূর্ণ টিকার ঘাটতির কারণে| কয়েক বছর ধরেই হাসপাতালগুলি দেশের চরমতম ওষুধ ঘাটতির সম্মুখীন হচ্ছে - এবং এটাই শেষ বলে প্রত্যাশা করছে না| যে সমস্ত ওষুধ হাসপাতালগুলি প্রতিদিন ব্যবহার করে সেগুলির ঘাটতি [বর্তমানে] আরও ঘন ঘন, এবং চরম মন্দ হচ্ছে, তারা আরও বেশি করে অনেক কম উন্নত বিকল্প পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছে... এর মোকাবিলা করতে থাকা চিকিৎসক ও ফার্মাসিস্টদের [এটা] সমস্যাটি তাড়া করে বেড়াচ্ছে...হাসপাতালগুলি এর আগের তুলনায় বর্তমানে এই অভাব বেশি অনুভব করছে কারণ, মাত্রাধিক চিকিৎসা খরচের সম্মুখীন হয়ে, বেশির ভাগ হাসপাতালই বর্তমানে সামান্য কয়েকদিনের ওষুধ নিজেদের সরবরাহের তালিকাতে রাখছে|

কিলিমাঞ্জারোর বরফাবৃত অঞ্চল গলে যাচ্ছে | আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারোর সাদা বরফচূড়া অদৃশ্য হয়ে যাচ্ছে, যা সর্বত্র পর্বত হিমবাহ সংকুচিত হতে থাকার শিকার বা পরিণতি| বরফের টোপর গলে যাওযার কারণ হল "জলবায়ুর পরিবর্তন" যা আজ রাত্রে সমগ্র বিশ্বকে হুমকি দিচ্ছে!

ভয়ঙ্কর ভূমিকম্প সমস্ত লোককে বিশাল ভয়ের মধ্যে রাখছে!

যিরূশালেমে গাড়ি-বোমার বিস্ফোরন | দালান বাড়ি কাঁপিয়ে এবং বাতাসে সশব্দে বড় বড় ধাতব টুকরো নিক্ষিপ্ত করে, যিরূশালেমের কঠোরভাবে রক্ষণশীল যিহূদী অধ্যুষিত অঞ্চলে একটি গাড়ি-বোমার বিস্ফোরন হয়েছে|

এসব হয়তো এলোমেলো ঘটনা বলে মনে হতে পারে| কিন্তু যারা বাইবেলের ভাববাণীর বিষয়ে জানেন তারা উপলব্ধি করেন যে ঐগুলি হল সেই চিহ্ন যে আমরা বর্তমানে শেষের দিনে বাস করছি| যারা বাইবেলের ভাববাণী বোঝেন তাদের কাছে জগতের অন্ত মনে হচ্ছে যেন খুব সন্নিকট যেমন আমরা বুঝছি|

যীশু বলেছিলেন,

“অতএব জাগিয়া থাক, কেননা তোমাদের প্রভু কোন্‌দিন আসিবেন, তাহা তোমরা জান না” (মথি 24:42)|

দন্ড নিরূপনের বিরুদ্ধে যীশু সতর্ক করেছিলেন (মথি 24:36; প্রেরিত 1:7)| কিন্তু তিনি আমাদের অন্তের আগমনের সাধারণ চিহ্নগুলি পর্যবেক্ষণ করতে বলেছেন| আমি বিশ্বাস করি যে আমরাও বর্তমানে শেষ সময়ে বাস করছি| বাইবেল শিক্ষা দিচ্ছে যে শেষকাল সন্নিকট|

বাইবেল শিক্ষা দেয় যে খ্রীষ্ট আকাশমন্ডলে আসছেন| জীবিত এবং মৃত, যারা প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হয়েছেন, তাঁর সঙ্গে আকাশমন্ডলে সাক্ষাৎ করতে তাদের ওঠানো হবে (উল্লেখ্য, I থিষলনীকীয় 4:14-18)| কয়েকজন যারা বাইবেলে বিশ্বাস করেন না তারা বাইবেলের এই ভাববাণীকে উপহাস করেন| তারা হাসেন এবং বলেন যে এটা কক্ষনো ঘটবে না| কিন্তু তারা ভুল বলছেন | শীঘ্রই একদিন মহাউল্লাস উপস্থিত হবে| এবং আপনি পিছনে পড়ে থাকবেন !

আসুন আমরা মহাউল্লাসের সঙ্গে সংযুক্ত তিনটি বিষয়ে সংক্ষিপ্তভাবে চিন্তা করি|

I. প্রথম, মহাউল্লাসের আগের অবস্থা |

বাইবেল আমাদের যথাযথভাবে বলে যে মহাউল্লাসের ঠিক আগে জগতে এটা কিরকম হবে| যীশু বলেছিলেন:

“বাস্তবিক নোহের (নোয়া) সময়ে যেরূপ হইয়াছিল, মনুষ্যপুত্ত্রের আগমনও তদ্রূপ হইবে| কারণ জলপ্লাবনের সেই পূর্ব্ববর্তী কালে, জাহাজে নোহের প্রবেশ দিন পর্য্যন্ত, লোকে যেমন ভোজন ও পান করিত, বিবাহ করিত ও বিবাহিতা হইত, এবং বুঝিতে পারিল না, যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল; তদ্রূপ মনুষ্যপুত্ত্রের আগমন হইবে” (মথি 24:37-39)|

নোহ ধার্ম্মিকতার প্রচারক ছিলেন (II পিতর 2:5)| বিচার আসছে বলে তিনি তার প্রজন্মকে সতর্ক করেছিলেন| কিন্তু লোকেরা তার কথায় হেসেছিলেন এবং তার প্রচারের প্রতি ব্যঙ্গ করেছিলেন| তারা তার কথায় কান দেয়নি| তারা তাদের জড়বাদী, পাপপূর্ণ জীবন নিয়েই চলতে থেকেছিলেন|

বর্তমানেও এটা ঘটছে| কেউ একজন আপনাকে মন্ডলীতে নিয়ে আসছেন| আপনি ধর্ম্মোপদেশ শুনছেন| তারপরে আপনি সঙ্গে সঙ্গে নিজের পুরানো জীবনযাত্রার মধ্যে ফিরে যাচ্ছেন| আপনি অনুতাপ করছেন না| আপনি যীশু খ্রীষ্টে বিশ্বাস করছেন না| যখন আমরা আপনাকে ফোন করছি, আপনি এই মন্ডলীতে আসছেন না|

আপনি মজা করতে চাইছেন| ডঃ এ. ডব্লিউ. টোজারের স্মরণীয় উক্তি ব্যবহার করে, আপনি চিন্তা করেন যে জগৎ হল "যুদ্ধক্ষেত্রের পরিবর্তে এক ক্রীড়াক্ষেত্র|" জীবনকে আপনি এক রকমের ডিজনিল্যান্ড বলে মনে করেন| আপনি ভাবেন যে আপনার জীবনের সমগ্র উদ্দেশ্য হল খালি "মজা" করা| প্রত্যেক রবিবার মন্ডলীতে এসে ঈশ্বরের জন্য সময় ব্যয় করতে আপনি অস্বীকার করেন| যখনই সামান্য কোন বাধা উপস্থিত হয়, আপনি মন্ডলীতে আসেন না| আপনি মন পরিবর্তন করেননি| আপনি একজন প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী নন| যখন মৃত্যু আপনার সামনে আসবে, আপনি প্রস্তুত থাকবেন না| যখন মহাউল্লাস আসবে, আপনি পিছনে পড়ে থাকবেন ! যেমন মিঃ গ্রিফিথ একটু আগেই গাইলেন, "পুত্র আসিয়াছে, এবং আপনি পিছনে পড়িয়া আছেন|"

যীশু বলেছেন:

“অতএব জাগিয়া থাক, কেননা তোমাদের প্রভু কোন্‌দিন আসিবেন, তাহা তোমরা জান না” (মথি 24:42)|

II. তারপর, দ্বিতীয়ত, মহাউল্লাসের জন্য প্রস্তুত না থাকার বিপদের কথা ভাবুন |

অনুগ্রহ করে মথি, 25 অধ্যায়টি খুলুন| এটা স্কোফিল্ড স্টাডি বাইবেলের 1035 পাতায় রয়েছে| প্রাচীনকালের প্রচারকগণ সকলেই বলেছেন যে এই রচনাংশের কুমারীদের সেই লোকদের সঙ্গে তুলনা করা হচ্ছে যারা খ্রীষ্টের সঙ্গে মিলিত হতে প্রস্তুত থাকেন না| এবং আমি দৃঢ় নিশ্চিত যে তারা ঠিকই বলেছিলেন|

এই রচনাংশে, যীশু একটা দৃষ্টান্ত দিয়েছেন, একটি গল্পের মাধ্যমে এক মহান আত্মিক সত্যের ব্যাখ্যা করেছেন| কি হল সেই মহান সত্য যার বিষয়ে তিনি বলেছিলেন? মথি 25:13 পদটি দেখুন| যীশু বলেছিলেন:

“অতএব জাগিয়া থাক; কেননা তোমরা সেই দিন বা সেই দন্ড জান না” (মথি 25:13)|

সেইজন্যে, এই অংশটি হল আপনাকে দেওয়া এক সতর্কবার্তা!

এই কুমারীদের পাঁচজন প্রস্তুত ছিলেন| তারা খ্রীষ্টের আগমনের বিষয়ে প্রস্তুত হয়ে আছেন| কিন্তু অন্য পাঁচজন যখন তিনি আসবেন তার জন্যে প্রস্তুত হননি| একটা দৃষ্টান্ত বোঝার জন্য খুব বেশি বিশদে যাওয়া বিপজ্জনক| এই অংশের খুব সরল বার্তা হল এইরকম: যখন যীশু মহাউল্লাসে আসবেন তখন অনেক লোক প্রস্তুত থাকবেন না |

এখন দশম পদটি দেখুন:

“তাহারা ক্রয় করিতে যাইতেছে, ইতিমধ্যে বর আসিলেন; এবং যাহারা প্রস্তুত ছিল, তাহারা তাঁহার সঙ্গে বিবাহবাটীতে প্রবেশ করিল; আর দ্বার রুদ্ধ হইল” (মথি 25:10)|

প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীরা চোখের পলকে রূপান্তর হওয়ার পরে, দরজা বন্ধ করা হবে, ঠিক যেমন নোহের জাহাজের দরজা বন্ধ করা হয়েছিল| আর কোনও লোক ভিতরে প্রবেশ করবেন না | "আর দ্বার রুদ্ধ হইল|"

11 নং পদটি দেখুন,

“শেষে অন্য সকল কুমারীও আসিয়া কহিতে লাগিল, প্রভু, প্রভু, আমাদিগকে দ্বার খুলিয়া দিউন| কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন, তোমাদিগকে সত্য কহিতেছি, আমি তোমাদিগকে চিনি না” (মথি 25:11-12)|

আর তারপরে, 13 নং পদে, যীশু আপনার প্রতি এই প্রয়োগ করেছেন:

“অতএব জাগিয়া থাক; কেননা তোমরা সেই দিন বা সেই দন্ড জান না” (মথি 25:13)|

আমরা সময়ের সাধারণ পর্য্যায়টি জানি, কিন্তু দিন অথবা দন্ডের কথা জানি না|

এবং যখন সেই দিন এবং সেই দন্ড আসবে, আপনার পক্ষে সেটা খুব দেরী হয়ে যাবে| যেমন মিঃ গ্রিফিথ এই ধর্ম্মোপদেশের আগে গেয়েছেন, "পুত্র আসিয়াছে, এবং আপনি পিছনে পড়িয়া আছেন|"

III. তারপরে, তৃতীয়ত, যারা মহাউল্লাসে পিছনে পড়ে থাকেন তারা ঈশ্বর কর্তৃক পরিত্যাজ্য হবেন | তারা অবিশুদ্ধ হবেন, উদ্ধার লাভে সক্ষম হবেন না |

প্রকাশিত বাক্য, ষোল নম্বর অধ্যায়টি শুনুন| এই রচনাংশে ঈশ্বরের ক্রোধের বিষয়ে আমরা শিখেছি, মহাউল্লাসের পরে যে ক্রোধ খ্রীষ্ট-অস্বীকারকারী জগতের উপরে নেমে আসবে| দুই নম্বর পদটি আমাদের বলছে যে তাদের দেহে ব্যাথাজনক দুষ্ট ক্ষত হবে| চার নম্বর পদ আমাদের বলছে যে জগতের জলের সমস্ত উনুই বিষাক্ত করে দেওয়া হবে| আট নম্বর পদ আমাদের বলছে যে মানবজাতিকে মহা উত্তাপে তাপিত করা হবে| দশ নম্বর পদ আমাদের বলছে যে সেখানে মহা অন্ধকার উপস্থিত হবে এবং লোকেরা বেদনায় জর্জরিত হয়ে আপন আপন জিহ্বা চর্বন করবে| আঠারো নম্বর পদটি আমাদের বলছে সেখানে মহা ভূমিকম্প হবে| একুশ নম্বর পদ আমাদের বলছে সেখানে আকাশ থেকে "বৃহৎ বৃহৎ শিলাবর্ষন," মানুষের উপরে পতিত হবে|

যখন এসব ঘটবে তখন কি মানুষ খ্রীষ্টের প্রতি মুখ ফেরাবেন? না ! নয় নম্বর পদের শেষাংশটি শুনুন:

“তাহারা তাঁহাকে গৌরব প্রদান করিবার জন্য মন ফিরাইল না” (প্রকাশিত বাক্য 16:9)|

এবং এগার নম্বর পদ:

“এবং আপনাদের বেদনা ও ক্ষত প্রযুক্ত স্বর্গের ঈশ্বরের নিন্দা করিল; আপন আপন ক্রিয়া হইতে মন ফিরাইল না” (প্রকাশিত বাক্য 16:11)|

এবং একুশ নম্বর পদের শেষাংশ:

“[তাহারা] ঈশ্বরের নিন্দা করিল; কারণ সেই আঘাত অতিশয় ভারী” (প্রকাশিত বাক্য 16:21)|

আপনি দেখুন, যে তারা ঈশ্বরের দ্বারা পরিত্যাজ্য হয়ে থাকবেন| তাদের উদ্ধার লাভ করার জন্যে এটা তাদের খুব দেরী করিয়ে দেবে| তারা ক্ষমার অযোগ্য সেই পাপ করতে থাকবেন|

“তাছাড়া ঈশ্বর তাহাদিগকে ত্যাগ করিয়াছিলেন” (রোমীয় 1:24)|

“ঈশ্বর তাহাদিগকে ত্যাগ করিয়াছিলেন” (রোমীয় 1:26)|

“ঈশ্বর তাহাদিগকে অনুচিত ক্রিয়া করিতে ভ্রষ্ট মতিতে সমর্পণ করিলেন” (রোমীয় 1:28)|

যেমন মিঃ গ্রিফিথ গেয়েছেন, "পুত্র আসিয়াছে, এবং আপনি পিছনে পড়িয়া আছেন|"

যদি আপনি মহাউল্লাসে থাকতে চান, যদি আপনি উদ্ধার লাভ করতে চান, আপনাকে অবশ্যই এখনই উদ্ধার লাভ করতে হবে, যেখানে ঈশ্বর এখনও আপনার সঙ্গে কথা বলছেন| যদি আপনি অতি দীর্ঘকাল অপেক্ষা করে বসে থাকেন, তবে তাতে খুব দেরী হয়ে যাবে|

গত সপ্তাহের শেষে ফ্লোরেন্স নামক হারিকেনটি উত্তর ক্যারোলিনা এবং দক্ষিন ক্যারোলিনাতে আছড়ে পড়েছিল| বের হয়ে যেতে জনগণকে সতর্ক করা হয়েছিল| রাষ্ট্রপতি তাদের সতর্ক করেছিলেন| রাজ্যপাল তাদের সতর্ক করেছিলেন| পুলিশ এবং দমকল বাহিনী রাস্তায় লাউডস্পীকার নিয়ে ঘুরে বেড়িয়েছিল এবং তাদের স্থানত্যাগ করার জন্যে সতর্ক করেছিল| বার বার লোকদের সতর্ক করা হয়েছিল| কিন্তু কিছু নির্বোধ লোক থেকে গিয়েছিলেন - এবং বানের জলে তারা ডুবে গেছিলেন| আপনাকেও সতর্ক করা হয়েছে যে খ্রীষ্ট আসছেন| যদি আপনি তা না শোনেন, মহাউল্লাসে আপনাকে পিছনে ফেলে রাখা হবে| যদি আপনি অতি দীর্ঘকাল অপেক্ষা করে বসে থাকেন, তবে তাতে খুব দেরী হয়ে যাবে|

খ্রীষ্ট আপনার সমস্ত পাপের দেনা শোধ করার জন্যে মৃত্যুবরণ করেছিলেন| তিনি মৃত্যু থেকে উঠেছিলেন এবং স্বর্গে এখন ঈশ্বরের দক্ষিনে বসে রয়েছেন| এখনা তাঁর উপরে বিশ্বাস স্থাপন করুন এবং তাঁর রক্ত আপনার সব পাপ ধুয়ে দূরে সরিয়ে দেবে, এবং আপনি মহাউল্লাসের জন্য প্রস্তুত হয়ে যাবেন| যদি আপনি অপেক্ষা করেন, আপনার সম্বন্ধে এই বলা হবে, "পুত্র আসিয়াছে, এবং আপনি পিছনে পড়িয়া আছেন|" যেমন মিঃ গ্রিফিথ গেয়েছেন, "পুত্র আসিয়াছে, এবং আপনি পিছনে পড়িয়া আছেন|" এই গানটি আপনার গানের পাতার 3 নম্বর গান| উঠে দাঁড়ান এবং গানটি করুন| খুব দ্রুত নয়| গানের কথাগুলির সম্বন্ধে ভাবুন!

জীবন বন্দুক এবং যুদ্ধে পরিপূর্ণ ছিল,
   এবং প্রত্যেকে ভূমিতে পদদলিত হয়েছিল|
আমি আশা করি আমরা সকলে প্রস্তুত থাকব|
   শিশুরা মারা গিয়েছে, দিনের শীতলতা বৃদ্ধি পেয়েছে,
এক খন্ড রুটি কিনতে স্বর্ণের ঝোলা চাই,
   আমি আশা করি আমরা সকলে প্রস্তুত থাকব|
তোমার মন পরিবর্তনের সময় নাই,
   তুমি কিভাবে এত অন্ধ হতে পারছ?
পরিত্রাতা ডাকছেন, কিন্তু তুমি অস্বীকার করছ,
   পুত্র এসেছেন, কিন্তু তুমি পিছনে পড়ে আছ,
তুমি পিছনে পড়ে আছ,
   তুমি পিছনে পড়ে আছ|

পুরুষ এবং স্ত্রী বিছানায় নিদ্রিত,
   সে শব্দ শুনছে ও তার শির ঘুরিয়ে নিচ্ছে - তিনি চলে গেছেন|
আমি আশা করি আমরা সকলে প্রস্তুত থাকব|
   দুইজন ব্যক্তি পাহাড়ে হাঁটছেন,
একজন অদৃশ্য এবং অন্যজন এখনও দাঁড়িয়ে,
   আমি আশা করি আমরা সকলে প্রস্তুত থাকব|
তোমার মন পরিবর্তনের সময় নাই,
   তুমি কিভাবে এত অন্ধ হতে পারছ?
পরিত্রাতা ডাকছেন, কিন্তু তুমি অস্বীকার করছ,
   পুত্র এসেছেন, কিন্তু তুমি পিছনে পড়ে আছ,
তুমি পিছনে পড়ে আছ,
   তুমি পিছনে পড়ে আছ|
(“I Wish We’d All Been Ready” by Larry Norman, 1947-2008;
       chorus altered by the Pastor) |

পিছনে পড়ে থাকবেন না| যীশুতে বিশ্বাস করুন এবং পরিত্রাণ লাভ করুন, আজ রাত্রেই!


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

প্রচারের আগে পঠিত শাস্ত্রাংশ: মথি 24:37-42 |
প্রচারের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“I Wish We’d All Been Ready” (Larry Norman, 1947-2008) |


খসড়া চিত্র

আপনি কি পিছনে পড়ে থাকবেন?

WILL YOU BE LEFT BEHIND?

লেখক : ডঃ আর. এল. হেইমার্‌স, জুনিয়র

“অতএব জাগিয়া থাক, কেননা তোমাদের প্রভু কোন্‌দিন আসিবেন, তাহা তোমরা জান না” (মথি 24:42)|

I.    প্রথম, মহাউল্লাসের আগের অবস্থা, মথি 24:37-41 |

II.   দ্বিতীয়, মহাউল্লাসের জন্য প্রস্তুত না থাকার বিপদের কথা ভাবুন, মথি 25:1-13 |

III.  তৃতীয়, মহাউল্লাসের সময় যারা পিছনে থেকে যান তাদের অধিকাংশকে ঈশ্বরের দন্ডদান, প্রকাশিত বাক্য 16:9, 11, 21 |