Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




তিনি দেখিয়াছিলেন মানুষরা গাছের মতন বেড়াইতেছে !

HE SAW MEN AS TREES WALKING!
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্‍স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2018 সালের, 26শে অগাষ্ট, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্‍ এঞ্জেল্‍সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্‍ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, August 26, 2018

‘‘পরে তাঁহারা বৈৎসৈদাতে আসিলেন; আর লোকেরা একজন অন্ধকে তাঁহার নিকটে আনিয়া তাঁহাকে বিনতি করিল, যেন তিনি তাহাকে স্পর্শ করেন| তখন তিনি সেই অন্ধের হাত ধরিয়া তাহাকে গ্রামের বাহিরে লইয়া গেলেন; পরে তাহার চক্ষুতে থুথু দিয়া ও তাহার উপরে হস্তার্পণ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, কিছু দেখিতে পাইতেছ? সে চক্ষু তুলিয়া চাহিল ও বলিল, মানুষ দেখিতেছি, গাছের মতন দেখিতেছি, বেড়াইতেছে| তখন তিনি তাহার চক্ষুর উপরে আবার হস্তার্পণ করিলেন, তাহাতে সে স্থির দৃষ্টি করিল, ও সুস্থ হইল, স্পষ্টরূপে সকলই দেখিতে পাইল’’ (মার্ক 8:22-25)|


খ্রীষ্ট বৈৎসৈদাতে এসেছিলেন| কিন্তু তিনি বৈৎসৈদাতে প্রচার করেননি| বৈৎসৈদাতে তাঁর শিষ্যেরা একজন অন্ধ মানুষকে তাঁর কাছে নিয়ে এসেছিলেন| কিন্তু খ্রীষ্ট সেই নগরে সেই মানুষটিকে আরোগ্য দেননি| বৈৎসৈদা ছিল সেই জায়গা যেখানে খ্রীষ্ট পাঁচটি রুটি এবং দুটি মাছকে 5,000 মানুষ খাওয়ানোর পক্ষে যথেষ্ট খাদ্যে পরিবর্তন করে 5,000 মানুষকে খাইয়েছিলেন (মার্ক 6:38-44)| যীশু সেখানে সমুদ্রতটের উপর দিয়ে হেঁটে গেছিলেন, এবং তিনি অন্য অনেকরকমের অলৌকিক কাজ করেছিলেন| তবুও বৈৎসৈদার লোকেরা অনুতাপ করেননি এবং যীশুতে বিশ্বাস করেননি| সেইজন্যে খ্রীষ্ট সেই নগরকে অভিশাপ দিয়েছিলেন| খ্রীষ্ট বলেছিলেন "বিচারের দিনে" এই নগর ঈশ্বরের দ্বারা তীব্রভাবে বিচারিত হবে|

এখন খ্রীষ্ট এবং তাঁর শিষ্যেরা সেই অভিশপ্ত নগরে এসেছেন|

‘‘পরে তাঁহারা বৈৎসৈদাতে আসিলেন; আর লোকেরা একজন অন্ধকে তাঁহার নিকটে আনিয়া তাঁহাকে বিনতি করিল, যেন তিনি তাহাকে স্পর্শ করেন’’ (মার্ক 8:22)|

লস এঞ্জেল্‌সের মত একটি পাপপূর্ণ শহরে কিভাবে একজন যুবক ব্যক্তি মন পরিবর্তন করতে পারেন এটা তারই একটা চিত্র|

I. প্রথম, সেই নগরটি ছিল অভিশপ্ত, কিন্তু নির্বাচিত সেই অন্ধ বালকটি নয়!

"নির্বাচিত"গণ হলেন সেই সব মানুষ যাদের ঈশ্বর তাঁর জগৎ সৃষ্টির আগে থেকেই উদ্ধার করতে মনস্থ করেছিলেন, "নির্ব্বাচিতেরা তাহা পাইয়াছে; অন্য সকলে কঠিনীভূত হইয়াছে" (রোমীয় 11:7)| সম্পূর্ণ নগরটি অন্ধকারাচ্ছন্ন করা হয়েছিল, ঈশ্বর কর্তৃক বর্জিত হয়েছিল, কেননা তারা যীশুকে প্রত্যাখ্যান করেছিলেন - তা সত্ত্বেও, এমনকী সমগ্র নগরটি অভিশাপগ্রস্ত হয়ে থাকলেও, সেই নগরে একজন মানুষ ছিলেন যিনি নির্বাচিতদের একজন ছিলেন, আর শিষ্যেরা সেই মানুষটিকেই যীশুর কাছে নিয়ে এসেছিলেন!

"নির্বাচিত" অর্থ হইতেছে মনোনীত করা বা বাছাই করা| সৃষ্টির পূর্বে ঈশ্বর মানব জাতি হইতে তাহাদের মনোনীত করিয়াছিলেন যাহাদের তিনি উদ্ধার করিবেন|

এই অন্ধ মানুষটি ছিলেন সেই নির্বাচিতদের একজন| সুতরাং শিষ্যদের সেই একজন মানুষের কাছে পাঠানো হয়েছিল, তাকে যীশুর কাছে নিয়ে আসার জন্য!

এখন সমগ্র নগরটি ছিল ঈশ্বর পরিত্যক্ত, যীশুকে প্রত্যাখ্যান করার জন্যে বিচারিত| মন্ডলীতে লোকদের আসার আমন্ত্রণ জানাতে আমরা বাইরে যাই| আমরা জানি তাদের বেশির ভাগই আসবেন না| আমরা জানি তাদের বেশির ভাগ লোক মনে করেন যে তারা ইতিমধ্যেই উদ্ধার লাভ করেছেন| আমরা জানি লস এঞ্জেল্‌সের বেশির ভাগ লোক দিয়াবলের নিয়ন্ত্রণের অধীন হয়ে আছেন| যীশুর বিষয়ে শোনার জন্য মন্ডলীতে আসার চিন্তাকে তারা ঘৃণা করেন! তা সত্ত্বেও আমরা মন্ডলীতে লোকদের আসার আমন্ত্রণ জানাতে বাইরে যাই, এমনকী যদিও আমরা জানি যে তাদের বেশির ভাগ কখনও পরিত্রাণ লাভ করবেন না, কখনও পরিত্রাণ লাভ করবেন না কেননা ঈশ্বর ইতিমধ্যেই তাদের পরিত্যাগ করেছেন| বাইবেল বলছে, "ঈশ্বর তাহাদিগকে ছাড়িয়া দিয়াছেন...ঈশ্বর তাহাদিগকে পরিত্যক্ত মনের উপরে ছাড়িয়া দিয়াছেন... [তাহারা] ঈশ্বর ঘৃণিত, অহংকারী, গর্বিত, পিতামাতার অনাজ্ঞাবহ... যাহা উত্তম তাহার ঘৃণাকারী... ঈশ্বরপ্রিয় নয়, বরং বিলাসপ্রিয়" (রোমীয় 1:26-30; II তীমথিয় 3:3, 4)|

হ্যাঁ, আমরা জানি আমাদের শহর কপট ব্যক্তি, গাঁজা সেবনকারী ব্যক্তি, যৌন আসক্ত, হিতমাধব পেয়াদা, সামাজিক ও নৈতিক মানরহিত ব্যক্তি, এবং যীশু খ্রীষ্টকে ঘৃণা করেন এমন সব ব্যক্তিদের দ্বারা পূর্ণ| আপনি যা জানেন তার থেকে আরও ভাল করে আমি সেটা জানি| এই ঈশ্বরবিহীন শহরে প্রচার করতে করতে আমি ষাট বছর কাটিয়ে দিয়েছি!

কিন্তু এছাড়া আমি এটাও জানি যে, এই ফ্ল্যাট-বাড়িগুলির কোন একটিতে, এই বল খেলার গলির কোন একটিতে, এই সব স্কুলের কোন একটিতে, কোন একখানে - আমি জানি যে এই সব স্থানের কোন একটিতে একজন যুবক পুরুষ বা যুবতী মহিলা আছেন যাকে ঈশ্বর মনোনীত করেছেন, হাজার হাজার অশুচি পাপী নিয়ে গঠিত দল থেকে বেছে নিয়েছেন, ঈশ্বরের একজাত পুত্র, যীশু খ্রীষ্টের দ্বারা পরিত্রাণ লাভের জন্য মনোনীত হয়ে আছেন!!! আমি বিশ্বাস করি আপনি হলেন সেই মনোনীত ব্যক্তি!

এবং সেই যুবক পুরুষ বা যুবতী মহিলা মন্ডলীতে ফিরে আসবেন, আত্মার দ্বারা আলোকিত হবেন, দিয়াবলের থেকে মুক্ত হবেন, এবং ক্রুশের উপরে ঝরানো যীশু খ্রীষ্টের রক্তের দ্বারা ধৌত হয়ে শুচি হবেন!!!

ক্রুশারোপিত একজনের রক্ত দ্বারা উদ্ধার!
   এখন পাপ হইতে প্রায়শ্চিত্ত এবং নুতন কাজ শুরু,
পিতার প্রতি প্রশংসা গাও এবং পুত্রের প্রতি প্রশংসা গাও,
   ক্রুশারোপিত একজনের রক্ত দ্বারা উদ্ধার!
উদ্ধার! উদ্ধার! আমার সব পাপ ক্ষমা হয়েছে, আমার অপরাধ চলে গেছে!
উদ্ধার! উদ্ধার! ক্রুশারোপিত একজনের রক্ত দ্বারা আমি উদ্ধার পেয়েছি!
(“Saved by the Blood,” S. J. Henderson, 1902) |

আমেন! ঈশ্বরের প্রশংসা হোক! হালেল্লুইয়া! ক্রুশারোপিত একজনের রক্ত দ্বারা আমি উদ্ধার পেয়েছি!

এই মানুষটি ঈশ্বরের মনোনীতদের মধ্যে একজন ছিলেন| আর শিষ্যেরা এসেছিলেন এবং সেই পাপপূর্ণ, এক শহরের নরক-গুহার মধ্যে থেকে তাকে বের করে এনেছিলেন - ঠিক যেমন আমরা গিয়েছি আর আপনাকে নিয়ে এসেছি! এবং তারা সেই অন্ধ বালককে যীশুর কাছে নিয়ে এসেছিলেন! আমেন! সেই শহর অভিশাপগ্রস্ত এবং দন্ডপ্রাপ্ত ছিল, কিন্তু সেই মনোনীত অন্ধ বালকটি নয়! তারা তাকে যীশুর কাছে নিয়ে এসেছিলেন!

II. দ্বিতীয, সেই যুবক ছিলেন অন্ধ !

তিনি ছিলেন সম্পূর্ণ অন্ধ - তিনি বাদুড়ের মতন অন্ধ ছিলেন! মাথা কাটা টার্কি-বুজার্ডের মতনই তিনি অন্ধ ছিলেন!!! সেটা হল যতটা অন্ধ আপনি হতে পারেন ততটা! হ্যাঁ, যুবকটি ছিলেন অন্ধ - অন্ধ!

এখন, তার কোন একটা কিছু অর্থ আছে! এর মানে সে হচ্ছে অন্ধ, হ্যাঁ! কিন্তু নতুন নিয়মে এর আরও কিছু বেশি অর্থ রয়েছে! এর অর্থ, যেমন ম্যাথিউ হেনরী প্রয়োগ করছেন, "আত্মিক অন্ধ্বত্ব|" এবং লূকের সুসমাচার আমাদের বলছে যে যীশু "অন্ধদের কাছে চক্ষুর্দ্দান" (লূক 4:18) প্রচার করবার জন্য যিশাইয় 61:1 পরিপূর্ণ করেছিলেন|

যীশু সেই অন্ধের হাত ধরলেন এবং "তাহাকে গ্রামের বাহিরে লইয়া গেলেন" (মার্ক 8:23)| এটা দেখায় যে অন্ধ পাপীদের অন্যান্য পাপীদের থেকে আলাদা হওয়ার প্রয়োজন আছে যদি তারা চান যে যীশু তাদের অন্ধত্বের আরোগ্য দিন| বাইবেল বলছে,

‘‘তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে যোঁয়ালিতে বদ্ধ হইও না... তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আস, ও পৃথক্‍ হও, ইহা প্রভু কহিতেছেন...এবং আমিই তোমাদের পিতা হইব, ও তোমরা আমার পুত্ত্র কন্যা হইবে, ইহা সর্ব্বশক্তিমান্‍ প্রভু কহেন’’ (II করিন্থীয় 6:14, 17-18)|

অনেক সময় যুবকেরা পরিত্রাণ পেতে চান, ঈশ্বরকে জানতে চান, কিন্তু তারা পাপে পূর্ণ বন্ধুদের দ্বারা বাধাপ্রাপ্ত হন - যীশুর জন্যে তারা বন্ধুদের ত্যাগ করবেন না| ঈশ্বরকে ধন্যবাদ, যীশু সেই অন্ধের দৃষ্টি পুনঃস্থাপনের আগে "তাহাকে গ্রামের বাহিরে লইয়া গেলেন|" সেই নারকীয় সঙ্গ থেকে তার বের হয়ে আসার প্রয়োজন ছিল| বাইরে! বাইরে বের হও! বাইরে বের হও! সেই শয়তান বন্ধুদের থেকে তার দূরে যাওয়ার প্রয়োজন ছিল যারা তাকে অন্ধ করে রাখার চেষ্টা করবে! যীশু সেই অন্ধের হাত ধরলেন এবং "তাহাকে গ্রামের বাহিরে লইয়া গেলেন|" আমি বিশ্বাস করি না যে সেই মানুষটি উদ্ধার পেতেন যদি তিনি বৈৎসৈদাতে ঐ সমস্ত মন্দ লোকদের সঙ্গে বন্ধুত্ব রেখে চলতেন!

III. তৃতীয়, তার আলোকপ্রাপ্তি হয়েছিল ধীরে ধীরে |

‘‘পরে তাহার চক্ষুতে থুথু দিয়া [আক্ষরিকভাবে, ‘‘চক্ষুর মধ্যে থুথু দিয়া’’] ও তাহার উপরে হস্তার্পণ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, [কিছু] দেখিতে পাইতেছ? সে চক্ষু তুলিয়া চাহিল ও বলিল, মানুষ দেখিতেছি, গাছের মতন দেখিতেছি, বেড়াইতেছে| তখন তিনি তাহার চক্ষুর উপরে আবার হস্তার্পণ করিলেন, তাহাতে সে স্থির দৃষ্টি করিল, ও সুস্থ হইল, স্পষ্টরূপে সকলই দেখিতে পাইল’’ (মার্ক 8:23-25)| এই বিষয়ে হিতোপদেশ-এর বইতে একটা ভাল মন্তব্য করা হয়েছে,

‘‘কিন্তু ধার্ম্মিকদের পথ প্রভাতীয় জ্যোতির ন্যায়, যাহা মধ্যাহ্ন পর্য্যন্ত উত্তরোত্তর দেদীপ্যমান হয়’’ (হিতোপদেশ 4:18)|

প্রথমে আপনি আত্মিকভাবে অন্ধ ছিলেন| আপনি মন্ডলীতে আসলেন, কিন্তু যা শুনলেন তার বেশির ভাগটাই আপনার কাছে স্পষ্ট হল না| তারপরে আপনি উপলব্ধি করতে লাগলেন যে খ্রীষ্ট আপনাকে সাহায্য করতে পারেন| আপনি আশা করতে লাগলেন যে তিনি আপনাকে হয়তো সাহায্য করতে সক্ষম হবেন| কিন্তু আপনি তাঁকে দেখতে পাচ্ছেন না, এবং আপনি তাঁকে অনুভব করতে পারছেন না| তারপরে আপনি উপলব্ধি করলেন যে "আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণপ্রাপ্তি" (ইব্রীয় 11:1)|

প্রেরিত থোমা বলেছিলেন, "আমি বিশ্বাস করিব না|" তখন যীশু এসেছিলেন এবং থোমা তাঁকে, "আমার প্রভু ও আমার ঈশ্বর" বলে ডেকেছিলেন| এবং যীশু থোমার প্রতি বলেছিলেন, "ধন্য তাহারা, যাহারা না দেখিয়া বিশ্বাস করেন|" দুই হাজার বছর ধরে যীশু লক্ষ লক্ষ মানুষকে উদ্ধার করেছিলেন যারা "যাহারা না দেখিয়া বিশ্বাস করেন|"

জন কেগানের কথা শুনুন| তিনি বলেছিলেন, "আমি কোন আকারে শান্তি খুঁজিয়া পাইতেছিলাম না| আমার মনে হইতেছিল যেন আমি মরিয়া যাইতেছি...[তখন] ইহা এতই স্বচ্ছ ছিল যে আমাকে সর্বসাকুল্যে যাহা করিতে হইয়াছিল তাহা হইল কেবল বিশ্বাস করা [যীশুকে]| সেখানে কোন শারীরিক অনুভূতি ছিল না, আমার কোন অনুভূতির প্রয়োজন হয় নাই, আমার খ্রীষ্ট ছিল! আমি কেবলমাত্র খ্রীষ্টের প্রতি দৃষ্টিপাত করিয়াছিলাম! ইহা হইল একমাত্র বিশ্বাসের দ্বারা যে আমি জানিলাম যীশু আমার সমস্ত পাপ ধৌত করিয়া দূরে সরাইয়া দিলেন, এবং আমি নিজে আশ্চর্য্য হইলাম যে কিরূপে আমার বাস্তব প্রমাণের অভাবের মধ্যেও আমি ইহা জানিলাম, কিন্তু... যত্নপূর্বক চিন্তা করিবার পরে আমার বিশ্বাস যীশুতে স্থাপিত হইয়াছে জানিয়া আমি শান্তি পাইলাম| যীশু আমার একমাত্র উত্তর|"

ফিলিপ চান-এর কথা শুনুন| "আমি স্মরণ করি যে আমি চিন্তা করিতাম কখনও মন পরিবর্তন করিব না| এমনকী মন পরিবর্তন আদৌ বাস্তবে ঘটে কি না সেই বিষয়েও আমি সন্দেহ প্রকাশ করিতে শুরু করিয়াছিলাম...[তখন] ডঃ হেইমার্‌স প্রচার করিতেছিলেন যে যাহাদের কাছে খ্রীষ্ট থাকেন না শয়তান তাহাদের কিভাবে অন্ধ করিয়া রাখে| তিনি বলিয়াছিলেন যে শয়তানের ইহা করিবার উপায়গুলির একটি হইতেছে একজন দিশাহারা মানুষের মনের অভ্যন্তরে কার্য করা, এবং তাহাকে দিয়া চিন্তা করানো যে তাহার মধ্যে অবশ্যই একটি নিশ্চয়তার অনুভূতি থাকিতে হইবে| ইহার পরে ডঃ হেইমার্‌স বলিলেন যে আমাকে অবশ্যই যীশু ও তাঁহাকে বিশ্বাস করিতে হইবে| অন্য কাহাকেও নয়, কোন কিছুতেই নয়| ঠিক [আমার মনের] সম্মুখে সন্দেহ এবং আত্ম-বিশ্লেষণ আবর্তিত হইতেছিল...তখন সেইস্থানে যীশু আসিলেন| এখন পরিত্রাতা আমাকে তাঁহার বাহুতে গ্রহণ করিবার জন্য অপেক্ষা করিতেছেন! কিভাবে আমি তখনও আমার পাপ ধারণ করিতে এবং যীশুর প্রতি দৃষ্টিপাত না করিয়া থাকিতে পারিতাম, সেই একজনের প্রতি না দেখিয়া যিনি আমার আত্মাকে প্রেম করিয়াছেন? আমি আমার হাঁটুতে ভর দিয়া নতজানু হইলাম এবং যীশু খ্রীষ্ট স্বয়ং এর প্রতি বিশ্বাস স্থাপন করিলাম| একটি অনুভূতির অভিজ্ঞতা পাইবার অপেক্ষা আমি করি নাই| শয়তানের মিথ্যাভাষন শুনিবার অপেক্ষা আমি করি নাই| আমার পাপ হইতে শুচি হইবার জন্য আমাকে যীশুর নিকটে যাইতে হইয়াছিল| আমি অবশ্যই অপেক্ষা করি নাই! নিশ্চয়তা খুঁজিবার চিন্তাসমূহ চলিয়া গিয়াছিল| আমি যীশুতে বিশ্বাস করিয়াছিলাম| যীশু [স্বয়ং] আমার নিশ্চয়তা এবং আশায় পরিণত হইয়াছিলেন| যীশু আমার পাপের ভারী বোঝা তুলিয়া লইলেন| তাঁহার নিজ রক্ত দ্বারা তিনি আমার পাপের সকল নথি শুচি করিয়াছেন| এখন আমি স্মরণ করিতেছি “Jesus, Lover of My Soul” (যীশু, আমার আত্মার প্রেমী) গানটিকে, এবং আমি স্মরণ করিতেছি যে যীশুর মধ্যে আমার এক বন্ধু আছেন| ঈশ্বরের প্রতি প্রশংসা হোক যে তিনি তাঁহার পুত্র, যীশুকে, তাঁহার রক্তের দ্বারা আমার পাপ ক্ষমা করিতে প্রদান করিয়াছেন!"

এখন একটি অল্পবয়সী মেয়ের কথা শুনুন যিনি বহুবছর ধরে যীশুকে প্রত্যাখ্যান করে আসছিলেন| তিনি বলেছিলেন, "আমার সমস্ত পাপের গভীর চেতনা আমি পাইয়াছিলাম এবং চূড়ান্তভাবে আশাহীন অনুভব করিতেছিলাম| প্রায় প্রত্যেকদিনই আমি প্রার্থনা করিতাম| প্রত্যেকদিন আমি ধর্ম্মোপদেশের পান্ডুলিপি পাঠ করিতাম| তাহাতে সাহায্য হয় নাই কারণ তখন অবধি আমি আরও অধিক অনুভূতি এবং আরও অধিক বিশ্বাস অর্জনের অপেক্ষা করিতেছিলাম| আমি ডঃ কেগানকে বলিয়াছিলাম যে আমার একটি ঝাপসা বা অস্পষ্ট মন রহিয়াছে, সুতরাং আমি যীশুর নিকট আসিতে পারি না| ডঃ কেগান বলিয়াছিলেন, 'তাহা হইলে আপনি ঐ ঝাপসা মন লইয়াই যীশুর নিকটে আসুন!' আমার মন পরিবর্তনের স্বল্প কিছুদিন পূর্বে, মিঃ গ্রিফিথ একদিন গান করিতেছিলেন, 'যদি আপনি উত্তম না হওয়া অবধি অপেক্ষা করেন, আপনি মোটেও কখনও যীশুর নিকটে আসিবেন না|' [আমি জানিতাম যে] আমার অনুভূতি এবং আমার [আবেগসমূহ] কখনও বিশ্বাসযোগ্য নহে, সেইজন্যে আমি কখনও উহাদের কোনভাবেই বিশ্বাস করিতে পারি না| যখন আমি যীশুতে বিশ্বাস স্থাপন করিলাম, তিনি আমাকে ক্ষমা করিলেন এবং আমার সকল পাপ হইতে আমাকে শুচি করিলেন| তিনি আমাকে শুচি করিয়াছেন এবং তাঁহার বহুমূল্য রক্তের দ্বারা আমার সকল পাপ ধৌত করিয়া দূরে সরাইয়া দিয়াছেন| যীশু আমাকে শয়তানের কবল হইতে উদ্ধার করিয়াছেন এবং আমাকে মুক্ত করিয়াছেন! যে শয়তান আমাকে ধ্বংস করিবে, এবং সর্বশেষে আমাকে নরকে প্রেরণ করিবে, বরাবরের জন্য সেই শয়তানের ক্রীতদাস হইয়া থাকিবার তুলনায় বরং আমি যীশুর ক্রীতদাস হইয়া থাকিব, যিনি আমাকে ভালবাসেন এবং আমার যত্ন করেন|" এই গানটি আপনার গানের পাতার 2 নং গান| উঠে দাঁড়ান এবং গানটি করুন!

যীশু আমার আত্মার প্রেমী,
   আমি তাঁহার হৃদয়ে উড়ি,
যখন নিকটে জলের ঢেউ,
   যখন প্রচন্ড ঝড় তখনও উর্দ্ধস্থিত:
আমাকে সংগোপন কর, হে প্রভু, সংগোপন কর,
   জীবনের তুফান অতীত না হওয়া পর্য্যন্ত;
স্বর্গের সুরক্ষায় নিয়ন্ত্রণ কর;
   ওহ, শেষে আমার আত্মা গ্রহণ কর!
(“Jesus, Lover of My Soul,” Charles Wesley, 1707-1788) |

আপনারা বসতে পারেন|

আমি জানি যে আপনিও যীশুকে দিয়ে নিজেকে শুচি করাতে চাইছেন! আমি জানি যে আপনি চাইছেন যীশু আপনাকে উদ্ধার করুন! নির্ভুল হওয়ার আশা করবেন না| শুধুমাত্র আশা করুন যেন যীশু আপনার অপরাধ এবং পাপ থেকে আপনাকে উদ্ধার করেন| উৎকর্ষতা বা বিশুদ্ধতা পরবর্তীতে আসবে| এখন যীশুর বাক্য শুনুন| এই বাক্য যীশুর নিজের মুখ থেকে উচ্চারিত হয়েছিল|

‘‘হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব’’ (মথি 11:28)|

"পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস|" যখন রাত্রে আপনি বিছানায় শুতে যান প্রায়ই আপনি নিজেকে পাপপূর্ণ এবং দিশাহারা বলে অনুভব করেন| রাত্রিবেলা আপনার পাপের বিষয়ে উদ্বিগ্ন হয়ে আপনি বিছানায় শুতে যান| আবার উদ্বিগ্ন হয়ে আজ রাত্রেও কেন শুতে যাচ্ছেন? যীশু বলছেন,

‘‘হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব|’’

নিশ্চয়তার প্রয়োজন আপনার নেই| আপনার প্রয়োজন বিশ্রাম| আপনার আত্মার জন্য বিশ্রাম| আপনার গানের পাতার 3 নম্বর গানটি দেখুন| গানটি করুন|

আমি তাঁর সম্ভাষনের স্বর শুনি,
   প্রভু, উহা আমাকে, তোমার প্রতি আহ্বান করে
তোমার বহুমূল্য রক্ত দিয়া শুচি হইতে
   যাহা কালভেরীর উপর হইতে প্রবাহিত|
প্রভু! আমি আসিতেছি, এখনই আসিতেছি তোমার প্রতি!
   তোমার রক্তে আমাকে ধৌত কর, শুচি কর
যাহা কালভেরীর উপর হইতে প্রবাহিত|
   (“I Am Coming, Lord” by Lewis Hartsough, 1828-1919) |

যীশুতে বিশ্বাস স্থাপনের বিষয়ে আপনি যদি আমাদের সঙ্গে কথা বলতে চান, অনুগ্রহ করে এগিয়ে আসুন এবং প্রথম দুটি সারিতে বসুন| আমেন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

প্রচারের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিন্‌কেড গ্রিফিথ:
“I Am Coming, Lord” (Lewis Hartsough, 1828-1919) |


খসড়া চিত্র

তিনি দেখিয়ছিলেন মানুষরা গাছের মতন বেড়াইতেছে !

HE SAW MEN AS TREES WALKING!

লেখক : ডঃ আর. এল. হেইমার্‌স, জুনিয়র

‘‘পরে তাঁহারা বৈৎসৈদাতে আসিলেন; আর লোকেরা একজন অন্ধকে তাঁহার নিকটে আনিয়া তাঁহাকে বিনতি করিল, যেন তিনি তাহাকে স্পর্শ করেন| তখন তিনি সেই অন্ধের হাত ধরিয়া তাহাকে গ্রামের বাহিরে লইয়া গেলেন; পরে তাহার চক্ষুতে থুথু দিয়া ও তাহার উপরে হস্তার্পণ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, কিছু দেখিতে পাইতেছ? সে চক্ষু তুলিয়া চাহিল ও বলিল, মানুষ দেখিতেছি, গাছের মতন দেখিতেছি, বেড়াইতেছে| তখন তিনি তাহার চক্ষুর উপরে আবার হস্তার্পণ করিলেন, তাহাতে সে স্থির দৃষ্টি করিল, ও সুস্থ হইল, স্পষ্টরূপে সকলই দেখিতে পাইল’’ (মার্ক 8:22-25)|

I.    প্রথম, সেই নগরটি ছিল অভিশপ্ত, কিন্তু নির্বাচিত সেই অন্ধ বালকটি নয়!
রোমীয় 11:7; রোমীয় 1:26-30; II তীমথিয় 3:3, 4 |

II.   দ্বিতীয, সেই যুবক ছিলেন অন্ধ, লূক 4:18; মার্ক 8:23;
II করিন্থীয় 6:14, 17-18 |

III.  তৃতীয়, তার আলোকপ্রাপ্তি হয়েছিল ধীরে ধীরে, মার্ক 8:23-25;
হিতোপদেশ 4:18; ইব্রীয় 11:1; মথি 11:28 |