এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|
এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|
যখনই আপনি ডঃ হেইমার্সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |
খ্রীষ্টের পরীক্ষা
|
প্রভু যীশু খ্রীষ্ট শয়তানের সম্মুখীন হয়েছিলেন| মথি 4:1 পদের দিকে দেখুন| এটা স্কোফিল্ড স্টাডি বাইবেলের 997 পাতাতে রয়েছে, ‘‘তখন যীশু, দিয়াবল [দ্বারা] পরীক্ষিত হইবার জন্য, আত্মা দ্বারা প্রান্তরে নীত হইলেন’’ (মথি 4:1)| এদিকে দেখুন| এখানে শয়তানের প্রথম নাম দেওয়া হয়েছে "দিয়াবল|" এটা গ্রীক শব্দ “diabolos” থেকে অনূদিত হয়েছে যার মানে হল "অপবাদক" বা "মিথ্যুক|" তিনি যীশুর পরীক্ষা নিয়েছিলেন যাতে তিনি "তাঁহার নিন্দা" করতে পারেন যদি খ্রীষ্ট তার প্রতি নিজেকে প্রদান করেন| এখন তিন নম্বর পদ দেখুন| ‘‘তখন পরীক্ষক নিকটে আসিয়া আঁহাকে কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে বল, যেন এই পাথরগুলা রুটী হইয়া যায়’’ (মথি 4:3)| শয়তানের দ্বিতীয় নাম এখানে হয়েছে "পরীক্ষক|" গ্রীক শব্দ “pěirazō” থেকে এর অনুবাদ হয়েছে যার মানে "প্রলুব্ধ করা" বা "পরীক্ষা করা|" যীশু বাইবেলের, দ্বিতীয় বিবরণ 8:3 পদ থেকে উদ্ধৃতি দিয়েছিলেন, "মনুষ্য কেবল রুটীতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয়, তাহাতেই বাঁচিবে" (মথি 4:4)| এখন, দিয়াবল স্বয়ং শাস্ত্র উল্লেখ করছেন| শেক্সপীয়র সঠিক ছিলেন যখন তিনি বলেছিলেন, "দিয়াবল তাহার নিজের উদ্দেশ্য সাধনের জন্য শাস্ত্র উল্লেখ করিতে পারে|" দিয়াবল গীতসংহিতা 91:11-12 উল্লেখ করেছিলেন, যদিও সেটা তিনি নিখুঁতভাবে উল্লেখ করেননি| ধর্মভ্রষ্ট যেমন জিহোভার সাক্ষ্যের এবং মরমোনস বাইবেলের কয়েকটি পদের উল্লেখ করেছেন, কিন্তু তারা সেগুলি নিখুঁতভাবে উল্লেখ করেননি| যীশু নিখুঁতভাবে দিয়াবলকে উত্তর করেছিলেন, ‘‘যীশু তাহাকে কহিলেন, আবার লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না,’’ দ্বিতীয় বিবরণ 6:16 (মথি 4:7)| এরপরে দিয়াবল যীশুকে তৃতীয়বারের জন্য পরীক্ষা করেছিলেন এই বলে যে, যীশু যদি তার আরাধনা করেন তবে তিনি তাঁকে জগতের সমস্ত রাজত্ব দান করবেন| এখন মথি 4:10 পদটি দেখুন, ‘‘তখন যীশু তাহাকে কহিলেন, দূর হও, শয়তান; কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাঁহারই আরাধনা করিবে,’’ দ্বিতীয় বিবরণ 6:13 এবং 10:20 পদের উল্লেখ (মথি 4:10)| ডঃ জে. ভারন্ন ম্যাকগী বলেছিলেন, "প্রত্যেকবার প্রভু যীশু শয়তানকে বাক্য [বাইবেল] হইতে উত্তর দিয়াছিলেন| মনে হইতেছে দিয়াবল ভাবিয়াছিলেন [বাইবেল] উত্তম উত্তর দিয়াছে কারণ ঠিক তাহার পরের পদটিতেই আমরা পড়িতেছি, 'তখন দিয়াবল তাঁহাকে ছাড়িয়া গেলʼ (মথি 4:11)" (ডঃ জে. ভারন্ন ম্যাকগী, থ্রু দ্য বাইবেল, মথি 4:1-11 পদগুলির উপরে টীকা)| লক্ষ করুন দশ নম্বর পদে যীশু দিয়াবলের তৃতীয় একটি নাম দিয়েছেন, "দূর হও, শয়তান..." এটা অনূদিত হয়েছে গ্রীক শব্দ “Satanas” থেকে, যার অর্থ হল "দোষারোপকারী|" যীশু ভেঙ্গে পড়েননি সেটা প্রমাণ করতে যীশু পরীক্ষিত হয়েছিলেন| আমি জানি যে আপনি এবং আমি প্রভু যীশু খ্রীষ্টের মতন অত শক্তিশালী নই| কিন্তু আমরা তাঁর উদাহরণ অনুসরণ করতে পারি এবং তাঁর সৈনিক এবং শিষ্য হওয়ার প্রশিক্ষণ নিতে পারি! লক্ষ করুন যে খ্রীষ্ট বাইবেল, ঈশ্বরের বাক্য উদ্ধৃত করে প্রতিটি প্রলোভনের উত্তর দিয়েছিলেন| তিনি বলেননি, "ঠিক আছে, আমি এই মনে করছি বা আমি ঐ মনে করছি," অথবা "ঠিক আছে, আমি বিশ্বাস করি সেখানে আর একটা উত্তমতর উপায় আছে|" দিয়াবলকে উত্তর করার জন্য যীশু বাইবেল থেকে শুধুমাত্র সঠিক বাক্য উল্লেখ করেছিলেন| খুব উদারপন্থী, বাইবেল-অস্বীকারকারী এক সেমিনারিতে আমি আমার মাস্টার ডিগ্রির পাঠ নিয়েছিলাম| আমি সেখানে যেতে বাধ্য হয়েছিলাম কারণ যেমন জন কেগান যাচ্ছেন সেরকম ভাল একটা সেমিনারিতে যাওয়ার মতন যথেষ্ট অর্থ আমার ছিল না| কিন্তু আমি সেই খারাপ সেমিনারিতে একটা জিনিস শিখেছিলাম| শুধুমাত্র বাইবেল উল্লেখ করার দ্বারা আমি সেখানে আমার অধ্যপকদের প্রশ্নের উত্তর দিতে শিখেছিলাম| তারা আমাকে সংকীর্ণমনা মৌলবাদী বলতেন| সেটা আমাকে আদৌ বিচলিত করত না! আমি যীশুকে অনুসরণ করতাম| আমি ছিলাম তাঁর শিষ্য - তাদের নয়! সেটাই কারণ যে আপনার জন্য এখানে ফিরে আসা এবং বাইবেল শিক্ষা করা এতটা গুরুত্বপূর্ণ| অন্য কোন মন্ডলী বা বাইবেল অধ্যয়ন কেন্দ্রে চলে যাবেন না| যে ব্যক্তি সেই গোষ্ঠীকে পরিচালনা করছেন তিনি অত ভাল বাইবেল নাও জানতে পারেন, যার জন্যে তারা খ্রীষ্টের শিষ্য হিসাবে আপনাকে প্রশিক্ষিত করতে সক্ষম হবেন না| যদি আপনি এখানে ক্রমাগত আসতে থাকেন, আমরা আপনাকে বিশুদ্ধ ঈশ্বরের বাক্য শেখাব, এবং অনেক মূল পদ আপনাকে দিয়ে মুখস্থ করাব| আজকে আপনার মুখস্থ করার মতন একটি পদ বলছি| ‘‘তোমার বচন আমি হৃদয়মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি’’ (গীতসংহিতা 119:11)| এখন আমি চাই আপনারা বাইবেল, ঈশ্বরের বাক্য, থেকে দেখুন সেই জায়গাটি যেখানে শয়তান এসেছে| এইসব দুর্বল নব্য-সুসমাচার প্রচারকরা আপনাকে বলবেন যে শয়তানের সম্বন্ধে জানা অত গুরুত্বপূর্ণ নয়| কিন্তু আপনি যদি খ্রীষ্টের শিষ্য হতে চান তাহলে শয়তানের সম্বন্ধে কিছুটা আপনাকে অবশ্যই জানতে হবে! যিশাইয় 14:12-15 পদগুলি দেখুন| এসব স্কোফিল্ড স্টাডি বাইবেল-এর 726 পাতায় আছে| অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং যখন আমি জোরে জোরে পড়ছি আপনি নিঃশব্দে সেগুলি পড়ুন| ‘‘হে প্রভাতি-তারা! উষা-নন্দন! তুমি ত স্বর্গভ্রষ্ট হইয়াছ! হে জাতিগণের নিপাতনকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ! তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গারোহন করিব, ঈশ্বরের নক্ষত্রগণের উর্দ্ধে আমার সিংহাসন উন্নত করিব; সমাগম-পর্ব্বতে, উত্তর দিকের প্রান্তে, উপবিষ্ট হইব; আমি মেঘরূপ উচ্চস্থলীর উপরে উঠিব, আমি পরাৎপরের তুল্য হইব| তুমি ত নামান যাইবে পাতালে, গর্ত্তের গভীরতম তলে’’ (যিশাইয় 14:12-15)| আপনারা বসতে পারেন| 12 নং পদে দিয়াবলকে বলা হয়েছে "লুসিফার|" হিব্রু ভাষায় লুসিফার-এর অর্থ হল "উজ্জ্বল জ্যোতি|" দিয়াবলের নাম যে "উজ্জ্বল জ্যোতি" শুধুমাত্র এটা জানাই হয়তো আপনাদের কাউকে খুব ভালভাবে এর পরে সাহায্য করবে| কিছু বিধর্ম্মী এবং পেন্টাকোষ্টাল গোষ্ঠীর লোকেরা একটা "উজ্জ্বল জ্যোতি" দেখার বিষয়ে বলেন এবং এটাকে পবিত্র আত্মা বলে ভেবে নেন| না! না! এ হল শয়তান! এ হল লুসিফার! II করিন্থীয় 11:14 পদে, বাইবেল বলছে, "আর ইহা আশ্চর্য্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে|" যখন আপনি কারও মাথায় জ্যোতি দেখতে পান, তিনি হলেন শয়তান! ইনি ঈশ্বর নন! এ পবিত্র আত্মা নয়| এ হল শয়তান, "দীপ্তিময় দূতের বেশ ধারণ করিয়াছে|" বর্তমানে কিছু জনপ্রিয় বই পাওয়া যাচ্ছে, যেখানে লোকদের মারা যাওয়ার, তাদের স্বর্গে যাওয়ার এবং তারপরে আবার পৃথিবীতে ফিরে আসার বিষয়ে বলা হয়েছে| তারা প্রায় সবসময় স্বর্গে একটা "জ্যোতি" দেখতে পাওয়ার কথা বলেন| বাস্তবিকপক্ষে প্রত্যেক ক্ষেত্রে তারা শয়তানের দ্বারা প্রতারিত হয়েছেন - তারা শয়তানকে দেখেছিলেন এবং তাকে ভেবেছিলেন ঈশ্বর! কিন্তু সেটা সম্ভব নয়! খ্রীষ্ট আমাদের বলেছিলেন,
‘‘ঈশ্বরকে কেহ কখনও দেখে নাই’’ (যোহন 1:18)| যদি তারা প্রকৃতই একটা "জ্যোতি" দেখে থাকেন তো সেটা ঈশ্বর ছিলেন না! এ ছিল হয় লুসিফার (শয়তান) অথবা তার দিয়াবলদের একজন! কখনও ঈশ্বর নন! যিশাইয় 14:12 পদে ফিরে আসছি| লুসিফার "জাতিকে দুর্বল করিয়াছিলেন" যখন তাকে স্বর্গ থেকে বাইরে নিক্ষেপ করে পৃথিবীতে পাঠানো হয়েছিল| স্বর্গে লুসিফার মূলত ছিলেন এক শক্তিশালী স্বর্গদূত| কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের স্থান গ্রহণের চেষ্টা করার জন্য তাকে স্বর্গ থেকে নিক্ষেপ করা হয়েছিল| যিশাইয় 14:13-15 দেখুন, আমি আবার এটা পড়ছি| অনুগ্রহ করে উঠে দাঁড়ান| ‘‘তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গারোহন করিব, ঈশ্বরের নক্ষত্রগণের উর্দ্ধে আমার সিংহাসন উন্নত করিব; সমাগম-পর্ব্বতে, উত্তর দিকের প্রান্তে, উপবিষ্ট হইব; আমি মেঘরূপ উচ্চস্থলীর উপরে উঠিব, আমি পরাৎপরের তুল্য হইব| তুমি ত নামান যাইবে পাতালে, গর্ত্তের গভীরতম তলে’’ (যিশাইয় 14:13-15)| 726 পাতার নিচে স্কোফিল্ডের টীকা দেখুন| এতে বলছে, "12-14 পদগুলি স্পষ্টভাবে শয়তানের বিষয় উল্লেখ করিতেছে... এই বিস্ময়কর অংশটি জগতে পাপের সূচনার চিহ্ন প্রকাশ করিতেছে| যখন লুসিফার বলিয়াছিলেন, 'আমি করিব,' তখন হইতে পাপ-এর শুরু হইয়াছিল|" এবার প্রকাশিত বাক্য 12:9 পদটি দেখুন| এটা বাইবেল-এর শেষের দিকে 1341 পাতায় রয়েছে| যখন আমি পড়ব আমাকে অনুসরণ করুন| ‘‘আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল; এ সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল [অপবাদক] এবং শয়তান [বিপক্ষ] বলা যায়, সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়; সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল, এবং তাহার দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল’’ (প্রকাশিত বাক্য 12:9)| এখানে সেই মহা নাগ হল লুসিফার, শয়তান, "সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল এবং শয়তান বলা যায়|" বেশির ভাগ আধুনিক পন্ডিতগণ বলেন যে জগতের শেষের দিনে এটা হচ্ছে শয়তানের অন্য একটি পতন| এই পদ আমাদের সেই একই নিক্ষেপ-এর ব্যাখ্যা করতে সাহায্য করে যার বিষয়ে আমরা যিশাইয় 14 অধ্যায়ে পড়ছি| যেকোন ক্ষেত্রেই, এটা হচ্ছে শয়তান কোথা থেকে আসে তার ব্যাখ্যা| এছাড়া 9 নম্বর পদে এখানে আমাদের এটাও বলা হচ্ছে যে "এবং তাহার দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল|" এই অনুসারে এই সমস্ত বিদ্রোহকারী দূতগণ দিয়াবলে পরিণত হয়েছিল যারা বাইবেল-এর যীশুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল| প্রকাশিত বাক্য 12:9 এর মধ্যে লক্ষ করার মতন অন্য আরও একটা উক্তি রয়েছে, "শয়তান, সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়|" যদিও উইনস্টন চার্চিল একজন মন্ডলীতে-যাওয়া খ্রীষ্ট বিশ্বাসী ছিলেন না, তিনিও বুঝেছিলেন যে সেখানে এক শয়তান আছে| চার্চিল জানতেন যে II বিশ্বযুদ্ধের সময়ে হিটলার এবং জার্মানির মন্দ শক্তির পিছনে শয়তান ছিল| সেটাই কারণ যে চার্চিল জেনেছিলেন হিটলার-এর সঙ্গে থেকে তিনি শান্তি স্থাপন করতে পারবেন না| যেমন চেম্বারলেইন, লর্ড হ্যালিফ্যাক্স এবং সেই "শান্তি স্থাপনকারীগণ" অন্যান্য ব্যক্তিরা চিন্তা করেছিলেন তারা হয়তো হিটলারের সঙ্গে একটা শান্তি চুক্তি স্থাপন করতে পারবেন| কিন্তু চার্চিল জানতেন যে এই বিশ্বের দিয়াবলীয় শক্তিগুলিকে থামাতে হবে নয়তো চার্চিল যাকে "খ্রীষ্টিয় সভ্যতা" বলতেন, তার অবসান হবে| সেই কারণেই আমাদের অবশ্যই খ্রীষ্টের শিষ্য হিসাবে সংগ্রাম করা উচিৎ| আমার সহায়ক, রেভা. জন কেগান, আমাদের শত্রু - সেই দিয়াবল - সম্বন্ধে আজ রাত 6:15 মিনিটে প্রচার করবেন| আপনারা পালক জন-এর প্রচার শুনতে পাবেন এবং আপনাদের জন্য একটা সুন্দর, গরম খাবার আমাদের কাছে থাকবে| আজ রাত 6:15 মিনিটে ফিরে আসার ব্যাপারে নিশ্চিত হন! অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং লুথার রচিত, "দৃঢ় দূর্গ মোদের ঈশ্বর" এই বিখ্যাত গানটি শুনুন| এটা আপনার গানের পাতার এক নম্বর গান| অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং গানটি করুন! দৃঢ় দূর্গ মোদের ঈশ্বর, অবিভেদ্য রক্ষা প্রাচীর, যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন| (সংবাদের পরিসমাপ্তি) আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা প্রচারের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিন্কেড গ্রিফিথ: |