Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




শিষ্যগণ ও দিয়াবলগণ

DISCIPLES AND DEMONS
(Bengali)

ডঃ আর. এল. হেইমার্‌স, জুনিয়র দ্বারা লিখিত
এবং 2018 সালের, 22শে জুলাই, প্রভুর দিনের সকালে
লস্‍ এঞ্জেল্‍সের ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্‍ল মন্ডলীতে
রেভাঃ জন্‍ শমূয়েল কেগান-এর দ্বারা
প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
and preached by Rev. John Samuel Cagan
at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, July 22, 2018


তাঁর শিষ্যগণের প্রতি খ্রীষ্টের প্রশিক্ষণ প্রদান সম্পর্কে আমাদের দেওয়া এই ধর্ম্মোপদেশ হচ্ছে তৃতীয় অধ্যয়ন| তাদের প্রশিক্ষণ দিতে যখন আমরা যীশুকে অনুসরণ করি, আমরা শিখে যাই যে কিভাবে আজকের দিনে শিষ্যদের প্রশিক্ষিত করতে হয়|

যীশু তাঁর শিষ্যদের সেই উপায়ে প্রশিক্ষণ দেননি যে উপায়ে আমাদের মন্ডলী আজকের যুবকদের প্রশিক্ষণ দেওয়ার প্রচেষ্টা করছে| যীশু যেভাবে শিষ্য তৈরী করতেন সেই উপায়ের প্রতি আমাদের গভীর মনোযোগ দেওয়া উচিৎ, কারণ এই বিষয়ে তিনি খুব সফল হয়েছিলেন, এবং আমাদের মন্ডলী সাধারণভাবে ব্যর্থ হয়েছে| বর্তমানে আমাদের ভুলগুলির একটি হল আমরা শিষ্যদের শিষ্য হওয়ার শিক্ষা দেওয়ার আগে তাদের মন পরিবর্তন করানোর চেষ্টা চালাই| কিন্তু যীশু তাঁর শিষ্যদের শিক্ষা দিতে তিন বছর ব্যয় করেছিলেন, তারা পুনর্জন্ম লাভ করার আগে (যোহন 20:22: জে. ভারন্‌ন ম্যাকগী এবং থমাস হ্যালে দেখুন)| যীশু যা করেছিলেন এবং বর্তমানে আমরা যা করার চেষ্টা করছি, এই দুইয়ের মধ্যে সেটাই একটা প্রধান পার্থক্য|

আর একটা বড় পার্থক্য সেই বিষয়গুলির মধ্যে রয়েছে যা খ্রীষ্ট তাঁর শিষ্যদের শিখিয়েছিলেন| শুরুতেই যীশু তাদের ডাকতেন এবং বলতেন, "আমি তোমাদের মনুষ্যধারী করিব (মার্ক 1:17)| তিনি তাদের একটা বিশেষ উদ্দেশ্যে প্রশিক্ষণ দিয়েছিলেন - অন্যদের শিষ্যে পরিণত হতে সাহায্য করার প্রতি তাদের সক্ষম করানোর উদ্দেশ্যে| খুব শুরুতেই যীশু তাদের বলেছিলেন যে এই ছিল তাঁর লক্ষ্য| আর এইসঙ্গে সেটা আমারও লক্ষ্য| আমি এখানে আপনাদের বাইবেলের গল্প শোনাতে আসিনি, যেমন সানডে স্কুলে বর্তমানে তারা করে চলেছেন| আমার লক্ষ্য আপনাকে আত্মা-জয়কারী হওয়ার শিক্ষা দেওয়া, যাতে আপনি অন্যদের দিয়ে খ্রীষ্টকে অনুসরণ করাতে পারেন এবং হারানো আত্মা জয় করতে পারেন| খ্রীষ্ট খুব শুরুতেই সেটা শিষ্যদের বলে দিয়েছিলেন (দেখুন মার্ক 1:16-20)|

দ্বিতীয় যে বিষয়ে খ্রীষ্ট তাদের শিক্ষা দিয়েছিলেন সেটা ছিল যে কিভাবে শয়তান ও তার দিয়াবলের সঙ্গে মোকাবিলা করা যায়| মার্ক 1:21-27 পদগুলি দেখুন|

‘‘পরে তাঁহারা কফরনাহূমে প্রবেশ করিলেন, আর তৎক্ষণাৎ তিনি বিশ্রামবারে সমাজ-গৃহে গিয়া উপদেশ দিতে লাগিলেন| তাহাতে লোকে তাঁহার উপদেশে চমতকৃত হইল, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহাদিগকে উপদেশ দিতেন, অধ্যাপকদের ন্যায় নয়| তখন তাহাদের সমাজ-গৃহে এক ব্যক্তি ছিল, তাহাকে অশুচি আত্মায় পাইয়াছিল; সে চেঁচাইয়া কহিল, হে নাসরতীয় যীশু, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদিগকে বিনাশ করিতে আসিলেন? আমি জানি, আপনি কে; ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি| তখন যীশু তাহাকে ধমক্‌ দিলেন, চুপ কর, উহা হইতে বাহির হও| তাহাতে সেই অশুচি আত্মা তাহাকে মুচড়াইয়া ধরিয়া উচ্চৈঃস্বরে চীৎকার করিয়া তাহার মধ্য হইতে বাহির হইয়া গেল| ইহাতে সকলে চমতকৃত হইল, এমন কি, তাহারা পরস্পর বিতর্ক করিয়া কহিল, আ! এ কি? কেমন নূতন উপদেশ! উনি ক্ষমতা সহকারে অশুচি আত্মাদিগকেও আজ্ঞা করেন, আর তাহারা উহাঁর আজ্ঞা মানে’’ (মার্ক 1:21-27)|

উপরে তাকান| খ্রীষ্ট তাঁর প্রথম চারজন শিষ্যকে দ্বিতীয় যে শিক্ষা দিয়েছিলেন তা ছিল শয়তান এবং তার দিয়াবলের উপরে তাঁর ক্ষমতার প্রভাব বিষয়ক শিক্ষা| রিফর্মেশন স্টাডি বাইবেল বলছে (290 পাতায়),

‘‘দিয়াবলরা হইতেছেন পতিত স্বর্গদূত... শয়তানের কার্য্যকারী| শয়তানের সহিত বিদ্রোহে যুক্ত, তাহারা স্বর্গ হইতে বিতাড়িত... শয়তানের সৈন্য দিয়াবলগণ, তাহাদের অনেক আকারে প্রবঞ্চনা এবং নিরুৎসাহ [করিতে ব্যবহার] করেন| আত্মিক যুদ্ধের কার্য্য হইল তাহাদের প্রতিরোধ করা’’ (ইফিষীয় 6:10-18)|

একজন নতুন শিষ্য হিসাবে যীশু চান আপনি শয়তান এবং তার দিয়াবলদের সম্বন্ধে জানুন| যীশুর সম্মুখীন হওয়া মানুষদের মধ্যে একজন ছিলেন দিয়াবলবিষ্ট| কিং জেমস বাইবেলে দিয়াবলের জন্য গ্রীক শব্দ অনূদিত হয়েছে "ভূত" হিসাবে| মার্ক 1:39 পদটি দেখুন|

‘‘পরে তিনি সমস্ত গালীল দেশে লোকদের সমাজ-গৃহে গিয়া প্রচার করিতে ও ভূত ছাড়াইতে লাগিলেন’’ (মার্ক 1:39)|

যেহেতু আপনি যীশুর শিষ্যে পরিণত হয়েছেন, আপনাকে অবশ্যই আপনার চারদিকে থাকা দিয়াবলদের বিষয়ে সচেতন থাকতে হবে| বাইবেলে দেওয়া সত্যের বিষয়ে দিয়াবলরা লোকদের অন্ধ করে রাখে| দিয়াবলরা আপনাকে ভয় দেখায় এবং আমাদের মন্ডলীতে আপনার আসা বন্ধ করায়| দিয়াবলরা আপনাকে খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হওয়া থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে| ডঃ থমাস হ্যালে বলেছিলেন,

আমাদের অবশ্যই স্মরণে রাখিতে হইবে যে দিয়াবলবিষ্ট হওয়া মানসিক অসুস্থতার একটি রূপ নয়| দিয়াবল বা মন্দ আত্মাগণ, হইতেছেন প্রধান দিয়াবল, শয়তান-এর ভৃত্য| তাহারা হইতেছে মন্দের কার্য্যকারী| যখন তাহারা কোন একজন মানুষের নিকটে আসেন, তাহারা তাহাকে শয়তানের বন্দী বা ক্রীতদাসে পরিণত করেন| একমাত্র যীশুর ক্ষমতার মাধ্যমে এই সমস্ত দিয়াবলের উপর বিজয়লাভ করা এবং সেই মানুষকে মুক্তি দেওয়া যাইতে পারে (থমাস হ্যালে, এম.ডি., দ্য এ্যাপ্লায়েড নিউ টেস্টামেন্ট কমেন্টারি; মার্ক 1:21-28 পদ সম্বন্ধিত টীকা)|

মাদকাসক্ত হওয়া, জাদুবিদ্যা, এবং ঈশ্বরের বিরুদ্ধে অন্তহীন বিদ্রোহের অন্যান্য আকার অবলম্বনের মাধ্যমে লোকেরা দিয়াবলবিষ্ট বা ভূতগ্রস্ত হয়|

"ভাল," কোন একজন বলেন, "আমি কোনদিন মাদক সেবন করি নাই| কোন জাদুবিদ্যায় আমি অংশগ্রহণ করি নাই| আমি এইসব জিনিস কখনও করি নাই|" আমি আনন্দিত যে আপনি পাপের পথে অতটা দূরে যাননি| কিন্তু তা সত্ত্বেও, আপনার মন কাজ করে চলেছে (প্রবল সক্রিয়তায়) "আকাশের কর্ত্তৃত্বাধিপতির অনুসারে" (শয়তান; ইফিষীয় 2:2)| সেইজন্যে আপনার অপরিবর্তিত মন শয়তান, "আকাশের কর্ত্তৃত্বাধিপতির" দ্বারা প্রবলভাবে সক্রিয়|

দ্বিতীয় কাজ শয়তান যা করে তা হল সত্যের বিষয়ে সে আপনাকে অন্ধ করে রাখে| II করিন্থীয় 4:3-4 পদগুলি শুনুন|

‘‘কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, তবে যাহারা বিনাশ পাইতেছে, তাহাদেরই কাছে আবৃত থাকে| তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্ত্তি যে খ্রীষ্ট, তাঁহার গৌরবের সুসমাচার-দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়’’ (II করিন্থীয় 4:3-4)|

"এই জগতের দেব" এই শব্দসমষ্টির উত্তমতর অনুবাদ হল "এই যুগের দেব|" এই যুগের দেব হচ্ছে শয়তান| শয়তান "অবিশ্বাসীদের" মন অন্ধ করে রেখেছে| আপনি হয়তো আশ্চর্য্য হবেন যে কেন আপনি খ্রীষ্টের সুসমাচার বোঝেন না| উত্তর খুব সহজ - এই যুগের ঈশ্বর [শয়তান] আপনার মন অন্ধ করে রেখেছে| কিন্তু শয়তান, বা তার দিয়াবলদের তুলনায় ঈশ্বরের ক্ষমতা অনেক অনেক বেশী| সেই কারণে খ্রীষ্ট কফরনাহূমে খুব সহজেই সেই দিয়াবলকে বের করে দিয়েছিলেন| খ্রীষ্ট বলেছিলেন, "উহা হইতে বাহির হও" এবং তাতেই সেই অশুচি আত্মা তার মধ্যে থেকে "বাহির হইয়া গেল" (মার্ক 1:25, 26)|

যদি আপনি একজন প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী এবং যীশুর একজন শিষ্য হতে চান তাহলে আপনার চিন্তাভাবনার উপরে শয়তানের নিয়ন্ত্রণ, খ্রীষ্টকে অবশ্যই দূরে সরাতে হবে| একজন হিপ্পি একবার ডঃ হেইমারসকে বলেছিলেন, "আমার মস্তিষ্ক অন্যত্র রোপন করার প্রয়োজন আছে|" সেটা ছিল অত্যন্ত চরম উপায়| যা সেই যুবকের প্রয়োজন ছিল তা হল যীশুর দ্বারা তার মন শুচি করা| যীশু যে উপায়ে তা করেন সেটা খুব সহজ| তিনি ঈশ্বরের বাক্য - বাইবেল দ্বারা আপনার মন ধুয়ে দেন| বাইবেল "জলস্নান দ্বারা বাক্যে শুচি" করার বিষয়টি বলে (ইফিষীয় 5:26)| গীতসংহিতা 119:130 পদ বলছে,

‘‘তব বাক্যসমূহের বিকাশ আলোক প্রদান করে, তাহা অমায়িকদিগকে বুদ্ধিমান করে (গীতসংহিতা 119:130)|

আপনি কি যীশুর একজন শিষ্য হতে চান? আরম্ভ করার জন্যে এখানে একটা ব্যবহারিক উপায় রয়েছে| প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া ডঃ হেইমারসের ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলির একটি পড়ুন| আমাদের ওয়েবসাইট হল www.sermonsfortheworld.com| যদি প্রতিদিন রাত্রে বিছানায় যাওয়ার আগে আপনি ডঃ হেইমারস-এর ধর্ম্মোপদেশের একটি পড়েন, বাইবেলের পদ এবং মন্তব্যগুলি আপনার মনকে শুচি করবে এবং খুব তাড়াতাড়ি আপনি যীশুতে বিশ্বাস স্থাপন করবেন এবং উদ্ধার লাভ করবেন! অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং 5 নম্বর গানটি করুন, "I Know the Bible is True" (আমি জানি বাইবেল সত্য)|

আমি জানি বাইবেল ঈশ্বর হইতে প্রেরিত, পুরাতন এবং আরও নতুন;
   অনুপ্রাণিত ও পবিত্র, জীবন্ত বাক্য, আমি জানি বাইবেল সত্য|
আমি জানি, আমি জানি, আমি জানি বাইবেল সত্য;
   সমস্ত পথের মধ্যে ঐশ্বরিক প্রত্যাদেশ, আমি জানি বাইবেল সত্য

আমি জানি বাইবেল সম্পূর্ণভাবে সত্য, ইহা আমাকে শান্তি দেয়;
   ইহা আমাকে খোঁজে, দিন দিন সান্ত্বনা দেয়, ও পাপের উপর বিজয় দেয়|
আমি জানি, আমি জানি, আমি জানি বাইবেল সত্য;
   সমস্ত পথের মধ্যে ঐশ্বরিক প্রত্যাদেশ, আমি জানি বাইবেল সত্য|

যদিও শত্রুরা দৃঢ় সাহসে অস্বীকার করে বাণী পুরাতন, কিন্তু এখনও নতুন,
   ইহা বলে এই সত্য প্রতিটি সময় মধুরতম, আমি জানি বাইবেল সত্য|
আমি জানি, আমি জানি, আমি জানি বাইবেল সত্য;
   সমস্ত পথের মধ্যে ঐশ্বরিক প্রত্যাদেশ, আমি জানি বাইবেল সত্য|
      (“I Know the Bible is True,” Dr. B. B. McKinney, 1886-1952) |


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

প্রচারের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিন্‌কেড গ্রিফিথ:
(“I Know the Bible is True,” Dr. B. B. McKinney, 1886-1952) |