এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|
এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|
যখনই আপনি ডঃ হেইমার্সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |
শিষ্যগণ ও দিয়াবলগণDISCIPLES AND DEMONS ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র দ্বারা লিখিত |
তাঁর শিষ্যগণের প্রতি খ্রীষ্টের প্রশিক্ষণ প্রদান সম্পর্কে আমাদের দেওয়া এই ধর্ম্মোপদেশ হচ্ছে তৃতীয় অধ্যয়ন| তাদের প্রশিক্ষণ দিতে যখন আমরা যীশুকে অনুসরণ করি, আমরা শিখে যাই যে কিভাবে আজকের দিনে শিষ্যদের প্রশিক্ষিত করতে হয়| যীশু তাঁর শিষ্যদের সেই উপায়ে প্রশিক্ষণ দেননি যে উপায়ে আমাদের মন্ডলী আজকের যুবকদের প্রশিক্ষণ দেওয়ার প্রচেষ্টা করছে| যীশু যেভাবে শিষ্য তৈরী করতেন সেই উপায়ের প্রতি আমাদের গভীর মনোযোগ দেওয়া উচিৎ, কারণ এই বিষয়ে তিনি খুব সফল হয়েছিলেন, এবং আমাদের মন্ডলী সাধারণভাবে ব্যর্থ হয়েছে| বর্তমানে আমাদের ভুলগুলির একটি হল আমরা শিষ্যদের শিষ্য হওয়ার শিক্ষা দেওয়ার আগে তাদের মন পরিবর্তন করানোর চেষ্টা চালাই| কিন্তু যীশু তাঁর শিষ্যদের শিক্ষা দিতে তিন বছর ব্যয় করেছিলেন, তারা পুনর্জন্ম লাভ করার আগে (যোহন 20:22: জে. ভারন্ন ম্যাকগী এবং থমাস হ্যালে দেখুন)| যীশু যা করেছিলেন এবং বর্তমানে আমরা যা করার চেষ্টা করছি, এই দুইয়ের মধ্যে সেটাই একটা প্রধান পার্থক্য| আর একটা বড় পার্থক্য সেই বিষয়গুলির মধ্যে রয়েছে যা খ্রীষ্ট তাঁর শিষ্যদের শিখিয়েছিলেন| শুরুতেই যীশু তাদের ডাকতেন এবং বলতেন, "আমি তোমাদের মনুষ্যধারী করিব (মার্ক 1:17)| তিনি তাদের একটা বিশেষ উদ্দেশ্যে প্রশিক্ষণ দিয়েছিলেন - অন্যদের শিষ্যে পরিণত হতে সাহায্য করার প্রতি তাদের সক্ষম করানোর উদ্দেশ্যে| খুব শুরুতেই যীশু তাদের বলেছিলেন যে এই ছিল তাঁর লক্ষ্য| আর এইসঙ্গে সেটা আমারও লক্ষ্য| আমি এখানে আপনাদের বাইবেলের গল্প শোনাতে আসিনি, যেমন সানডে স্কুলে বর্তমানে তারা করে চলেছেন| আমার লক্ষ্য আপনাকে আত্মা-জয়কারী হওয়ার শিক্ষা দেওয়া, যাতে আপনি অন্যদের দিয়ে খ্রীষ্টকে অনুসরণ করাতে পারেন এবং হারানো আত্মা জয় করতে পারেন| খ্রীষ্ট খুব শুরুতেই সেটা শিষ্যদের বলে দিয়েছিলেন (দেখুন মার্ক 1:16-20)| দ্বিতীয় যে বিষয়ে খ্রীষ্ট তাদের শিক্ষা দিয়েছিলেন সেটা ছিল যে কিভাবে শয়তান ও তার দিয়াবলের সঙ্গে মোকাবিলা করা যায়| মার্ক 1:21-27 পদগুলি দেখুন| ‘‘পরে তাঁহারা কফরনাহূমে প্রবেশ করিলেন, আর তৎক্ষণাৎ তিনি বিশ্রামবারে সমাজ-গৃহে গিয়া উপদেশ দিতে লাগিলেন| তাহাতে লোকে তাঁহার উপদেশে চমতকৃত হইল, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহাদিগকে উপদেশ দিতেন, অধ্যাপকদের ন্যায় নয়| তখন তাহাদের সমাজ-গৃহে এক ব্যক্তি ছিল, তাহাকে অশুচি আত্মায় পাইয়াছিল; সে চেঁচাইয়া কহিল, হে নাসরতীয় যীশু, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদিগকে বিনাশ করিতে আসিলেন? আমি জানি, আপনি কে; ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি| তখন যীশু তাহাকে ধমক্ দিলেন, চুপ কর, উহা হইতে বাহির হও| তাহাতে সেই অশুচি আত্মা তাহাকে মুচড়াইয়া ধরিয়া উচ্চৈঃস্বরে চীৎকার করিয়া তাহার মধ্য হইতে বাহির হইয়া গেল| ইহাতে সকলে চমতকৃত হইল, এমন কি, তাহারা পরস্পর বিতর্ক করিয়া কহিল, আ! এ কি? কেমন নূতন উপদেশ! উনি ক্ষমতা সহকারে অশুচি আত্মাদিগকেও আজ্ঞা করেন, আর তাহারা উহাঁর আজ্ঞা মানে’’ (মার্ক 1:21-27)| উপরে তাকান| খ্রীষ্ট তাঁর প্রথম চারজন শিষ্যকে দ্বিতীয় যে শিক্ষা দিয়েছিলেন তা ছিল শয়তান এবং তার দিয়াবলের উপরে তাঁর ক্ষমতার প্রভাব বিষয়ক শিক্ষা| রিফর্মেশন স্টাডি বাইবেল বলছে (290 পাতায়), ‘‘দিয়াবলরা হইতেছেন পতিত স্বর্গদূত... শয়তানের কার্য্যকারী| শয়তানের সহিত বিদ্রোহে যুক্ত, তাহারা স্বর্গ হইতে বিতাড়িত... শয়তানের সৈন্য দিয়াবলগণ, তাহাদের অনেক আকারে প্রবঞ্চনা এবং নিরুৎসাহ [করিতে ব্যবহার] করেন| আত্মিক যুদ্ধের কার্য্য হইল তাহাদের প্রতিরোধ করা’’ (ইফিষীয় 6:10-18)| একজন নতুন শিষ্য হিসাবে যীশু চান আপনি শয়তান এবং তার দিয়াবলদের সম্বন্ধে জানুন| যীশুর সম্মুখীন হওয়া মানুষদের মধ্যে একজন ছিলেন দিয়াবলবিষ্ট| কিং জেমস বাইবেলে দিয়াবলের জন্য গ্রীক শব্দ অনূদিত হয়েছে "ভূত" হিসাবে| মার্ক 1:39 পদটি দেখুন| ‘‘পরে তিনি সমস্ত গালীল দেশে লোকদের সমাজ-গৃহে গিয়া প্রচার করিতে ও ভূত ছাড়াইতে লাগিলেন’’ (মার্ক 1:39)| যেহেতু আপনি যীশুর শিষ্যে পরিণত হয়েছেন, আপনাকে অবশ্যই আপনার চারদিকে থাকা দিয়াবলদের বিষয়ে সচেতন থাকতে হবে| বাইবেলে দেওয়া সত্যের বিষয়ে দিয়াবলরা লোকদের অন্ধ করে রাখে| দিয়াবলরা আপনাকে ভয় দেখায় এবং আমাদের মন্ডলীতে আপনার আসা বন্ধ করায়| দিয়াবলরা আপনাকে খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হওয়া থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে| ডঃ থমাস হ্যালে বলেছিলেন, আমাদের অবশ্যই স্মরণে রাখিতে হইবে যে দিয়াবলবিষ্ট হওয়া মানসিক অসুস্থতার একটি রূপ নয়| দিয়াবল বা মন্দ আত্মাগণ, হইতেছেন প্রধান দিয়াবল, শয়তান-এর ভৃত্য| তাহারা হইতেছে মন্দের কার্য্যকারী| যখন তাহারা কোন একজন মানুষের নিকটে আসেন, তাহারা তাহাকে শয়তানের বন্দী বা ক্রীতদাসে পরিণত করেন| একমাত্র যীশুর ক্ষমতার মাধ্যমে এই সমস্ত দিয়াবলের উপর বিজয়লাভ করা এবং সেই মানুষকে মুক্তি দেওয়া যাইতে পারে (থমাস হ্যালে, এম.ডি., দ্য এ্যাপ্লায়েড নিউ টেস্টামেন্ট কমেন্টারি; মার্ক 1:21-28 পদ সম্বন্ধিত টীকা)| মাদকাসক্ত হওয়া, জাদুবিদ্যা, এবং ঈশ্বরের বিরুদ্ধে অন্তহীন বিদ্রোহের অন্যান্য আকার অবলম্বনের মাধ্যমে লোকেরা দিয়াবলবিষ্ট বা ভূতগ্রস্ত হয়| "ভাল," কোন একজন বলেন, "আমি কোনদিন মাদক সেবন করি নাই| কোন জাদুবিদ্যায় আমি অংশগ্রহণ করি নাই| আমি এইসব জিনিস কখনও করি নাই|" আমি আনন্দিত যে আপনি পাপের পথে অতটা দূরে যাননি| কিন্তু তা সত্ত্বেও, আপনার মন কাজ করে চলেছে (প্রবল সক্রিয়তায়) "আকাশের কর্ত্তৃত্বাধিপতির অনুসারে" (শয়তান; ইফিষীয় 2:2)| সেইজন্যে আপনার অপরিবর্তিত মন শয়তান, "আকাশের কর্ত্তৃত্বাধিপতির" দ্বারা প্রবলভাবে সক্রিয়| দ্বিতীয় কাজ শয়তান যা করে তা হল সত্যের বিষয়ে সে আপনাকে অন্ধ করে রাখে| II করিন্থীয় 4:3-4 পদগুলি শুনুন| ‘‘কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, তবে যাহারা বিনাশ পাইতেছে, তাহাদেরই কাছে আবৃত থাকে| তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্ত্তি যে খ্রীষ্ট, তাঁহার গৌরবের সুসমাচার-দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়’’ (II করিন্থীয় 4:3-4)| "এই জগতের দেব" এই শব্দসমষ্টির উত্তমতর অনুবাদ হল "এই যুগের দেব|" এই যুগের দেব হচ্ছে শয়তান| শয়তান "অবিশ্বাসীদের" মন অন্ধ করে রেখেছে| আপনি হয়তো আশ্চর্য্য হবেন যে কেন আপনি খ্রীষ্টের সুসমাচার বোঝেন না| উত্তর খুব সহজ - এই যুগের ঈশ্বর [শয়তান] আপনার মন অন্ধ করে রেখেছে| কিন্তু শয়তান, বা তার দিয়াবলদের তুলনায় ঈশ্বরের ক্ষমতা অনেক অনেক বেশী| সেই কারণে খ্রীষ্ট কফরনাহূমে খুব সহজেই সেই দিয়াবলকে বের করে দিয়েছিলেন| খ্রীষ্ট বলেছিলেন, "উহা হইতে বাহির হও" এবং তাতেই সেই অশুচি আত্মা তার মধ্যে থেকে "বাহির হইয়া গেল" (মার্ক 1:25, 26)| যদি আপনি একজন প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী এবং যীশুর একজন শিষ্য হতে চান তাহলে আপনার চিন্তাভাবনার উপরে শয়তানের নিয়ন্ত্রণ, খ্রীষ্টকে অবশ্যই দূরে সরাতে হবে| একজন হিপ্পি একবার ডঃ হেইমারসকে বলেছিলেন, "আমার মস্তিষ্ক অন্যত্র রোপন করার প্রয়োজন আছে|" সেটা ছিল অত্যন্ত চরম উপায়| যা সেই যুবকের প্রয়োজন ছিল তা হল যীশুর দ্বারা তার মন শুচি করা| যীশু যে উপায়ে তা করেন সেটা খুব সহজ| তিনি ঈশ্বরের বাক্য - বাইবেল দ্বারা আপনার মন ধুয়ে দেন| বাইবেল "জলস্নান দ্বারা বাক্যে শুচি" করার বিষয়টি বলে (ইফিষীয় 5:26)| গীতসংহিতা 119:130 পদ বলছে, ‘‘তব বাক্যসমূহের বিকাশ আলোক প্রদান করে, তাহা অমায়িকদিগকে বুদ্ধিমান করে (গীতসংহিতা 119:130)| আপনি কি যীশুর একজন শিষ্য হতে চান? আরম্ভ করার জন্যে এখানে একটা ব্যবহারিক উপায় রয়েছে| প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া ডঃ হেইমারসের ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলির একটি পড়ুন| আমাদের ওয়েবসাইট হল www.sermonsfortheworld.com| যদি প্রতিদিন রাত্রে বিছানায় যাওয়ার আগে আপনি ডঃ হেইমারস-এর ধর্ম্মোপদেশের একটি পড়েন, বাইবেলের পদ এবং মন্তব্যগুলি আপনার মনকে শুচি করবে এবং খুব তাড়াতাড়ি আপনি যীশুতে বিশ্বাস স্থাপন করবেন এবং উদ্ধার লাভ করবেন! অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং 5 নম্বর গানটি করুন, "I Know the Bible is True" (আমি জানি বাইবেল সত্য)| আমি জানি বাইবেল ঈশ্বর হইতে প্রেরিত, পুরাতন এবং আরও নতুন; যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন| (সংবাদের পরিসমাপ্তি) আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা প্রচারের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিন্কেড গ্রিফিথ: |