Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




সেই ক্রুশের কথা

THE PREACHING OF THE CROSS
(Bengali)

ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র দ্বারা লিখিত
এবং 2018 সালের, 27শে মে, প্রভুর দিনের সকালে
লস্ এঞ্জেল্সের ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে
রেভাঃ জন্ শমূয়েল কেগান এর দ্বারা
প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
and preached by Rev. John Samuel Cagan
at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, May 27, 2018

‘‘কারণ সেই ক্রুশের কথা, যাহারা বিনাশ পাইতেছে, তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রমস্বরূপ’’
     (I করিন্থীয় 1:18)|


আমাদের পালক, ডঃ হেইমার্স, ষাট বছর ধরে প্রচার করে চলেছেন| তিনি হাজার হাজার ধর্ম্মোপদেশ প্রচার করেছেন| আমি এখন যে ধর্ম্মোপদেশটি প্রচার করছি সেটা উনি লিখেছেন| তার লেখার শতাধিক পান্ডুলিপি আমাদের ওয়েবসাইটে, বাক্যের পর বাক্য ধরে লেখা আছে| 39টি ভাষায় সেগুলি অনুবাদ করা হয়| বিশ্বের 221টি দেশে ঐ ধর্ম্মোপদেশ ও পান্ডুলিপিগুলি ছড়িয়ে যায়| বিশ্বের সর্বত্র পালকগণ তার লেখা ধর্ম্মোপদেশ প্রচার করেন| ডঃ হেইমারস হলেন এক বিশিষ্ট প্রচারক! আর তা সত্ত্বেও, তার সমস্ত অভিজ্ঞতা দিয়ে, তিনি লক্ষ্য করেছেন যে কি প্রচার করতে হবে সেই সিদ্ধান্তে আসা তার পক্ষে বেশ কঠিন|

‘‘কেন সেটা এতটা কঠিন?’’ আপনি জিজ্ঞাসা করতেই পারেন| এটা কেন কঠিন তা আমি আপনাকে বলছি| রবিবারের সকালে আমাদের মন্ডলীতে অনেক লোক আসবেন যারা প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী নন| কিছু লোক বৌদ্ধ ধর্মের পশ্চাদপট থেকে আসবেন| অন্যেরা আসবেন একটা ক্যাথলিক বা নতুন-ইভানজেলিক্যাল পশ্চাদপট থেকে, সাধারণ খ্রীষ্ট বিশ্বাসী, শুধুমাত্র নামে খ্রীষ্ট বিশ্বাসী| কারও কারও আবার মোটেই কোন প্রকৃত ধর্ম্মীয় পশ্চাদপট থাকবে না| অন্যেরা হবেন আমাদের মন্ডলীর অপরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিগণ, যারা বাইবেলের মহান সম্পর্কের বিষয়ে জানেন, কিন্তু কখনও নতুন জন্মের অভিজ্ঞতা পাননি| তাদের সকলের মধ্যেই একটা সাধারণ জিনিস থাকবে| তারা যীশু খ্রীষ্টের প্রতি প্রকৃতভাবে মন পরিবর্তন করবেন না|

রবিবারের সকালে ধর্ম্মোপদেশের প্রচার শুধুমাত্র মোটামুটিভাবে এক ঘন্টা বা তারও কম সময় নিয়ে হয়ে থাকে| ঐ সংক্ষিপ্ত সময়ে, ধর্ম্মোপদেশটি অবশ্যই এমন কিছু বলবে যা ধর্ম্ম সম্বন্ধে আপনি যা ভাবছেন তার সবই বদলে দেবে, এবং প্রকৃত খ্রীষ্ট ধর্ম্মকে সত্য বলে মনে করাবে, শুধুমাত্র একটি সত্য নয়, কিন্তু সেই সত্য - সেই একমাত্র সত্য| ধর্ম্মোপদেশটি অবশ্যই আপনাকে সেটার সঙ্গে সহমত করাবে এবং আপনার চিন্তা ভাবনার সমস্ত গতিপথ বদলে দেবে, এবং আপনাকে আপনার ভ্রান্ত ধারণা বিসর্জন দিতে প্ররোচিত করবে, আপনাকে পাপের চেতনার অধীনে নিয়ে আসবে, এবং আপনার সমগ্র জীবন যীশু খ্রীষ্টের প্রতি ঘুরিয়ে দেবে| ঐটা একটা বিশাল কাজ! এবং এটা করার জন্যে সেখানে কেবলমাত্র এক ঘন্টা সময় রয়েছে! আমি যা প্রচার করতে চলেছি সেটা একটা সাধারণ সুসমাচার বলে মনে হতে পারে, কিন্তু এর মধ্যে চিন্তাভাবনা এবং প্রার্থনার একটা বড় লেনদেন ঢুকে রয়েছে|

আমাদের পাঠ্যাংশ হচ্ছে শাস্ত্রের একটা একক পদ| আমি এখন প্রার্থনা করছি যে আমি এর থেকে যে কয়েকটি বাক্য বলছি সেগুলি যেন আপনাকে সাহায্য করে; কমপক্ষে আমি প্রার্থনা করছি যে আজ বাড়ি যাওয়ার সময়ে আমি যা বলেছি তার অন্তত কিছুটা আপনি মনে করবেন, যে খুব কম করে হলেও, আমার আনা সেই চিন্তাভাবনা আপনাকে আমাদের প্রভু যীশু খ্রীষ্ট, এবং তিনি আপনার অনন্তকালীন আত্মার পরিত্রাণের জন্য কি করেছেন, সেই বিষয়ে চিন্তা করার কারণ হবে| তাহলে, এখন আমরা, I করিন্থীয় 1:18, সেই পাঠ্যাংশে আসছি| আমি যেমন পড়ছি শুনুন|

‘‘কারণ সেই ক্রুশের কথা, যাহারা বিনাশ পাইতেছে, তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রমস্বরূপ’’
     (I করিন্থীয় 1:18)|

এই ধর্ম্মোপদেশের তিনটি মূল বিষয় থাকবে: (1) ক্রুশের নিজস্ব বিষয়ে কথা; (2) যারা বিনাশ পাচ্ছে তাদের কাছে ক্রুশের কথা হল মূর্খতা; এবং (3) একটা শক্তিশালী মন্ডলী গড়তে শুধুমাত্র ক্রুশের কথাই যথেষ্ট নয়|

I. প্রথম, ক্রুশ স্বয়ং কথা বলে |

‘‘সেই ক্রুশের কথা’’ বলতে প্রেরিত পৌল কি বোঝাতে চাইছেন? ‘‘সেই ক্রুশের কথা,’’ এই পরিভাষার মধ্যে, একটা মূল বিষয়বস্তু রয়েছে| এর অর্থ হল যে ঐ শব্দগুলিতে কেবলমাত্র একটাই সত্য প্রদর্শন করা হয়েছে| এটা একটা এবং মাত্র একটাই সত্য সুসমাচার পেশ করছে| সেখানে একটি সুসমাচার আছে, ঠিক যেমন সেখানে একমাত্র একজন ঈশ্বর আছেন| এবং সেখানে আছেন একমাত্র একজন পরিত্রাতা - যীশু খ্রীষ্ট| আমরা বিশ্বাস করি না সেই উত্তর-আধুনিক ধারণায় যে ‘‘সেই ক্রুশের কথা’’ হয়তো আমার জন্য সত্যি হতে পারে কিন্তু আপনার জন্য নয়| উত্তর-আধুনিক ব্যক্তিরা হয়তো বলতে পারেন, ‘‘ঐটা আপনার সত্য| এটা আপনার জন্য সত্য| কিন্তু এটা আমার সত্য নয়|’’ আমি বলছি সেটা হচ্ছে উত্তর-আধুনিক দ্বিমনা কথা| বাইবেল যখন ক্রুশের বিষয়ে বলে, এটা একটা বিষয়গত সত্যের কথা বলে - একটা সত্য যা আবশ্যই আপনাদের প্রত্যেকের সঙ্গে সম্পর্কযুক্ত হয়| একটা সত্য যাকে আপনি বিশ্বাস করুন বা না করুন সর্বদা সত্য থাকে| কারণ ঈশ্বর এর সম্বন্ধে বাইবেলে বলেছেন যে এটা সত্য, সে আপনি একে সত্য বলে মনে করুন বা না করুন| এটা হচ্ছে একটা বিষয়মূলক সত্য যা বোঝাচ্ছে যে এটা সত্য, এমনকী যদি আপনার মন এর গুরুত্ব স্বীকার না করে তাহলেও|

এরপরে, ‘‘সেই ক্রুশের কথা’’ স্থাপন করা হয়েছে, শুধুমাত্র বাইবেলে কি বলা হয়েছে তার উপরে নয়, কিন্তু ঐতিহাসিক সত্য ঘটনার উপরেও - সেই সত্য ঘটনা যে যীশু খ্রীষ্ট আপনার পাপের জন্য গভীরভাবে দুঃখভোগ করেছিলেন, গেৎশিমানীর বাগানে তিনি নিদারুন মানসিক বেদনা ও যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছিলেন, যখন আপনার পাপ তাঁর নিজের দেহে বর্ত্তানো হয়েছিল| তিনি সেই সময়ে ভয়ঙ্কর অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছিলেন যখন পিলাতের আদালতে তারা প্রহার করে তাঁকে অর্দ্ধমৃত করে ফেলেছিল| তারপরে তাঁকে টেনে হিঁচড়ে কালভেরীর পর্বতে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তারা তাঁর হাত ও পায়ের মধ্যে পেরেকবিদ্ধ করেছিল, যেখানে তারা ক্রুশ তুলে ধরেছিল, এবং ঝুলন্ত অবস্থাতে তাঁকে সেখানে ছেড়ে দিয়েছিল, আপনার পাপের দেনা শোধ করার জন্য তাঁর রক্ত ঝরাতে ও মারা যেতে, যাতে করে আপনি উদ্ধার পেতে পারেন, শুধুমাত্র আপনার পাপের ক্ষমা পেতে নয়, বরং তাঁর মৃত্যুর দ্বারা সততা প্রতিপাদন করতে, অর্থাৎ, তাঁকে বিশ্বাস করার সরল প্রক্রিয়ার মাধ্যমে পাপহীন হিসাবে গণিত হতে|

‘‘ক্রুশের কথা’’ সেই বিষয়ে প্রচার করে যা আপনাকে দেখায় যে আপনি হলেন

‘‘আপনার পাপে মৃত’’ (কলসীয় ২:১৩),

এবং আপনার স্থানে কেবলমাত্র খ্রীষ্টের প্রতিকল্প মৃত্যু, আপনার পাপ বাতিল করে দিয়ে, এবং মৃত্যু থেকে খ্রীষ্টের পুনরুত্থানের দ্বারা আপনাকে নবজীবন দান করে, প্রতিনিধিস্বরূপ আপনার পাপের দেনা শোধ করতে পারে|

‘‘ক্রুশের কথা’’ দেখায় যে উত্তম আচরণের করে অথবা মাঝেমধ্যে মন্ডলীতে এসে আপনি পরিত্রাণ অর্জন করেন না| না! না! ক্রুশের কথা সম্মুখপানে সেই সত্যকে দেখাচ্ছে যে আপনি ভাল যা কিছু করেন তার কোনটিই তার কিছু নয় যা আপনার পরিত্রাণ নিয়ে করতে হয়| আপনি যা করেন সেই সমস্ত তথাকথিত ‘‘উত্তম’’ জিনিসকে ‘‘ক্রুশের কথা’’ ছুঁড়ে ফেলে দেয় - এবং বলে যে প্রতিনিধি হিসাবে আপনার পাপের জন্য সম্পূর্ণ প্রায়শ্চিত্ত করতে ক্রুশের উপরে যীশু যা করেছিলেন সেটাই হচ্ছে একমাত্র বিষয় যা আপনাকে পরিত্রাণ দিতে পারে - একজন মানুষ, খ্রীষ্ট (সেই ঈশ্বর-মানব) আপনার পাপের দেনা শোধ করতে মৃত্যুবরণ করছেন, যা আপনি করেছেন সেই ভাল বিষয়ের হিসাব না নিয়ে, অথবা সেই ‘‘সিদ্ধান্তগুলি’’ ছাড়াই যা আপনি নিয়েছেন|

আপনি কিছু উত্তম কাজ করেছেন সেই ব্যাপারে আমি এক মিনিটের জন্যেও সন্দেহ প্রকাশ করছি না| আমি সাধারণভাবে বলছি যে এই ভাল বিষয়গুলি আপনাকে পরিত্রাণ দেবে না! ঈশ্বরের সেই একজাত পুত্র, ত্রিত্বের দ্বিতীয় পুরুষ, যীশুর মৃত্যুর মাধ্যমে পরিত্রাণ আসে যিনি আপনার পাপ নিজের দেহে বহন করেছেন এবং তার দেনা তখন শোধ করেছেন, যখন তাঁকে ক্রুশের উপরে পেরেকবিদ্ধ করা হয়েছিল| প্রেরিত পৌল এই সবই স্পষ্ট করে দিয়েছেন যখন তিনি বলেছিলেন,

‘‘কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাঁহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন; কারণ আমরা যখন পাপী ছিলাম, তখনও খ্রীষ্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন| সুতরাং সম্প্রতি তাঁহার রক্তে যখন ধ্যার্ম্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চয় তাঁহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব’’ (রোমীয় 5:8-9)|

আপনি যখন পাপী ছিলেন তখনও ঈশ্বর আপনাকে প্রেম করেছেন| আপনি যখন পাপী ছিলেন তখনও খ্রীষ্ট আপনার পাপের দেনা শোধ করতে মৃত্যুবরণ করেছেন| এবং এমনকী যদিও আপনি একজন পাপী, তাও আপনি তাঁর রক্তের দ্বারা ধার্ম্মিক গণিত হতে পারেন|

প্রভু যীশু, ইহার জন্য আমার বিনম্র অনুরোধ,
পবিত্রকৃত প্রভু, তোমার ক্রুশারোপিত পদে, আমি অপেক্ষারত;
আমার শুচির জন্য, বিশ্বাসে, আমি দেখি তোমার প্রবাহিত রক্ত,
এখন আমাকে ধৌত কর, এবং আমি তুষার অপেক্ষা শুক্ল হইব|
তুষার অপেক্ষা শুক্ল, হ্যাঁ, তুষার অপেক্ষা শুক্ল;
এখন আমাকে ধৌত কর, এবং আমি তুষার অপেক্ষা শুক্ল হইব|
(“Whiter Than Snow,” James Nicholson, 1828-1896) |

আমি তোমার শুভেচ্ছার স্বর শুনি,
উহা আমাকে ডাকছে, প্রভু, তোমার প্রতি
তোমার মহামূল্য রক্তে ধৌত করিতে
যাহা কালভেরীতে প্রবাহিত|
প্রভু, আমি আসছি! এখনই তোমার কাছে আসছি!
রক্তে আমাকে ধৌত কর, শুচি কর
যাহা কালভেরীতে প্রবাহিত|
(“I Am Coming, Lord,” Lewis Hartsough, 1828-1919) |

ঐটাই হল সেই ক্রুশের কথা!

‘‘কারণ সেই ক্রুশের কথা, যাহারা বিনাশ পাইতেছে, তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রমস্বরূপ’’
     (I করিন্থীয় 1:18)|

কিন্তু আমাদের পাঠ্যাংশে অন্য আর একটি চিন্তা রয়েছে|

II. দ্বিতীয়, যারা বিনাশ পাচ্ছে তাদের কাছে ক্রুশের কথা মূর্খতা |

অনুগ্রহ করে ঐ শব্দগুলি শুনুন,

‘‘কারণ সেই ক্রুশের কথা, যাহারা বিনাশ পাইতেছে, তাহাদের কাছে মূর্খতা|’’

পাঠ্যাংশটি আবার শুনুন|

‘‘কারণ সেই ক্রুশের কথা, যাহারা বিনাশ পাইতেছে, তাহাদের কাছে মূর্খতা...’’ (I করিন্থীয় 1:18)|

"মূর্খতা" শব্দের অর্থ হল "মূর্খতাপূর্ণ কথাবার্তা," "অর্থহীন কিছু|" খ্রীষ্টের মৃত্যুর দ্বারা আপনাকে অবশ্যই পরিত্রাণ পেতে হবে এইরকমের প্রচার শোনা অপরিত্রাণপ্রাপ্ত লোকদের কাছে শুধুমাত্র "মূর্খতাপূর্ণ কথাবার্তা" শোনার সমান|

তাদের পাপের দেনা শোধ করার জন্যে তাদের প্রতিনিধি হিসাবে খ্রীষ্টের মৃত্যুবরণ করার প্রচারের কোন মূল্য তাদের কাছে নেই যারা বিনাশপ্রাপ্ত হতে চলেছেন| তাদের এটা মূর্খামি বলে মনে করার কারণ হল যে তারা এর মধ্যে কোন গুরুত্ব খুঁজে পান না| এই হল সেই অবস্থা যেখানে পবিত্র আত্মা আসরে নামেন| যীশু বলেছিলেন,

‘‘আর তিনি আসিয়া জগতের পাপকে দোষী করিবেন...’’ (যোহন 16:8)|

পবিত্র আত্মার অবশ্যই এক ব্যক্তিকে দোষী করতে হবে, তাকে পাপের চেতনা দিতে হবে, অথবা সে ক্রুশের উপরে খ্রীষ্টের মৃত্যুর কোন মূল্য দেখতে পাবে না| পবিত্র আত্মার দ্বারা পাপের বিষয়ে কোন ব্যক্তি চেতনা প্রাপ্ত হওয়ার আগে পর্যন্ত, তিনি ক্রুশের কথাকে মূর্খতা বলে ভাববেন| গ্রীক মূল শব্দ “moros” (মোরোস) থেকে "মূর্খতা" শব্দটি অনুবাদিত হয়েছে, যার থেকে আমাদের ইংরাজি “moron” (মোরন) শব্দ এসেছে| সেই ক্রুশের কথা এক মোরন, এক জড়বুদ্ধি মানুষের মতন বলে মনে হয়, যতক্ষণ না আপনি নিজের হৃদয়ে, পবিত্র আত্মার দ্বারা, দৃঢ়প্রত্যয়ী হচ্ছেন যে আপনি হলেন এক দিশাহারা পাপী|

সেই কারণে আপনি প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী হওয়ার "শিক্ষা" গ্রহণ করতে পারেন না| মানবিক জ্ঞান শিক্ষা করার দ্বারা পরিত্রাণ আসে না| একুশ নং পদে প্রেরিত পৌল সেটা স্পষ্ট করে দিয়েছেন, যখন তিনি বলেছেন,

‘‘জগৎ নিজ জ্ঞান দ্বারা ঈশ্বরকে জানিতে পায় নাই’’
      (I করিন্থীয় 1:21)|

কোন ধরণের মানবিক জ্ঞান শিক্ষা করার দ্বারা পরিত্রাণ আসে না| সেখানে অবশ্যই হৃদয়ে একটি আলোক শিখা থাকতে হবে, যা আপনাকে দেখাবে যে আপনি হলেন এক আশাহীন পাপী| যতক্ষণে সেটা ঘটছে, আপনার সমস্যার একমাত্র সমাধান হল সেই প্রচার যা আপনাকে বলে যে খ্রীষ্টের ক্রুশারোপন এক জড়বুদ্ধির অলস কথাবার্তার মতন| যদি না আপনি নিজের অন্তরে অনুভব করেন যে পাপ হল আপনার সমস্যা, আপনি কখনও ক্রুশের উপরে খ্রীষ্টের মৃত্যুর গুরুত্ব দেখতে পাবেন না| বাইবেল বলছে,

‘‘খ্রীষ্ট আমাদের পাপের জন্য মরিলেন’’ (I করিন্থীয় 15:3)|

আমাদের পরিবর্তে তিনি মৃত্যুবরণ করেছেন, আমাদের পাপের দেনা শোধ করতে| বাইবেল বলছে,

‘‘তাঁহার পুত্ত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে’’
     (I যোহন 1:7)|

কিন্তু সেটা সব থেকে বেশী হলে আপনার কাছে একমাত্র একটা আগ্রহপূর্ণ তত্ত্ব বলে মনে হবে, এবং বাকিদের কাছে একটা বোকার কথাবার্তা বলে, যতক্ষণে না ঈশ্বরের আত্মার দ্বারা আপনার চক্ষু উন্মীলিত হচ্ছে এটা দেখতে যে সেখানে পাপের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার আর কোন রাস্তা নেই| যখন আপনি আপনার আশাহীনভাবে পাপপূর্ণ অবস্থার বিষয়ে প্রত্যয়ী হবেন তখনই একমাত্র আপনি অন্তর থেকে গাইতে পারবেন,

কারণ আমার উত্তমতা কিছুই নাই
যাদ্দারা আমি তোমার অনুগ্রহ দাবী করি -
আমি আমার বস্ত্র ধৌত করিয়া শুভ্র করিব
কালভেরীর মেষশাবকের রক্তে|
যীশু এইসব প্রদান করেছেন, তাহাতে সবই আমি ঋণী;
পাপ ফেলিয়া গিয়াছে এক লাল দাগ,
তিনি ইহা তুষারের ন্যায় শুভ্র করিয়াছেন|
(“Jesus Paid It All.” Elvina M. Hall, 1820-1899) |

কিন্তু শুধুমাত্র ক্রুশের কথা আমাদের একটা শক্তিশালী মন্ডলী প্রদান করে না| এটা আমাকে সর্বশেষ একটি বিষয়ে নিয়ে আসছে|

III. তৃতীয়, কেবলমাত্র ক্রুশের কথা একটা শক্তিশালী মন্ডলী পাওয়ার পক্ষে যথেষ্ট নয় |

যদি আপনি পরিত্রাণ পেতে চান তাহলে সেই ক্রুশের কথার প্রয়োজন হয়| আপনাকে আপনার পাপ থেকে রক্ষা করতে এটা হচ্ছে সেই ক্রুশ যেখানে খ্রীষ্ট মারা গিয়েছিলেন এবং তাঁর রক্ত ঝরিয়েছিলেন| কিন্তু একমাত্র ক্রুশের প্রচার আমাদেরকে একটি শক্তিশালী মন্ডলী দেবে না| সেইজন্য খ্রীষ্ট মন্ডলীকে পালকদের দিয়েছেন| বাইবেল বলছে যে খ্রীষ্ট "কয়েক জনকে...পালক করিয়া দান করিয়াছেন" (ইফিষীয় 4:11)| গ্রীক শব্দ poimen (পয়মেন) থেকে "পালক" শব্দটি অনুবাদিত হয়েছে| এর অর্থ "মেষপালক|" যীশু কিছু লোককে তাদের স্থানীয় মন্ডলীতে পালক, এক মেষপালক, হওয়ার উপহার দিয়েছিলেন| এবং পালক হল মন্ডলীর প্রতি একটি উপহার| মন্ডলীর লোকেরা হলেন মেষ, মেষের দল| পালক হলেন মন্দলীর মেষপালক| তিনি মেষদের যত্নআত্তি করেন| তিনি মেষদের রক্ষা করেন| তিনি তাদের পথনির্দেশ দেন এবং তাদের চারিদিকে ঘুরে বেড়ানো থেকে তাদের রক্ষা করেন| সেটাই হচ্ছে কাজ যা একজন মেষপালক করে থাকেন|

"পালক" এর আর একটি গ্রীক শব্দ হল episkopos (এপিসকোপোজ)| শব্দটির মানে হল "তত্ত্বাবধায়ক|" কিং জেম্স বাইবেলে "বিসপ" হিসাবে এর অনুবাদ করা হয়েছে| বাইবেল বলছে, "যদি কেহ অধ্যক্ষপদের [এপিসকোপোস, তত্ত্বাবধায়ক, পালক] আকাঙ্ক্ষী হন, তবে তিনি উত্তম কার্য্য বাঞ্ছা করেন (I তিমথীয় 3:1)| একজন পালক হলেন মন্ডলীর তত্ত্বাবধায়ক| তিনি এর দেখাশোনা করেন| আক্ষরিকভাবে তিনি এর দেখাশোনা করেন| তিনি এর উপরে নজরদারি করেন| তিনি প্রার্থনা করেন এবং মন্ডলীর সম্বন্ধে ভাবনা চিন্তা করেন| মন্ডলী অবস্থা কেমন তা তিনি দেখেন| কি কি সমস্যা হচ্ছে সেটা তিনি দেখেন| পালক যেভাবে মন্ডলীর অবস্থাটি দেখেন অন্যেরা সেভাবে দেখেন না| ঈশ্বরের নির্দেশনা অনুসারে, কি করতে হবে তিনি তা দেখেন| পালক সবদিক দেখেন - তত্ত্বাবধান করেন - মন্ডলীতে থাকা লোকজনের| তারা কিভাবে কাজ করছেন তিনি সেটা দেখেন| তিনি তাদের কঠোর সংগ্রাম এবং তাদের সমস্যাগুলি দেখেন| এবং ঈশ্বরের পরিচালনায়, তিনি তাদের খ্রীষ্টিয় জীবনে সফল হতে সাহায্য করেন|

একজন সহজাত গুণসম্পন্ন পালক ছাড়া, মন্ডলী উন্নতি লাভ করবে না| এর সব রকমের সক্রিয়তা থাকতে পারে| আমরা সভা সমাবেশ করতে পারি| রবিবারে আমরা দর্শক নিয়ে আসতে পারি| আমরা আপনাকে একটা গানের পাতা ও ইস্তেহার দিতে পারি| আমরা আপনাকে আহার দিতে পারি| আমাদের সুন্দর প্রচার হতে পারে - সেই ক্রুশের কথা - এবং আমরা সেটা করি| কিন্তু একমাত্র সেই ক্রুশের কথা আমাদের একটা দৃঢ় মন্ডলী দেবে না|

যে কোন উপায়ে কেন ঈশ্বর মন্ডলীকে একজন পালক দিয়ে থাকেন? কেন আত্মিক বরদানগুলির একটি হিসাবে পালকীয় বরদান তালিকাভূক্ত হয়েছে? যদি শুধুমাত্র প্রচারই একটি শক্তিশালী মন্ডলী উৎপন্ন করত, তাহলে আমাদের প্রভু আমাদের মোটেও কোন পালক না দিয়ে মাত্র "কয়েকজন সুসমাচারমূলক প্রচারক" কেন দেননি? খ্রীষ্ট জানতেন যে কেবলমাত্র ক্রুশের কথা একটি দৃঢ় মন্ডলী গঠনের পক্ষে যথেষ্ট নয়| মন্ডলীতে একজন পালকের প্রয়োজন আছে, এবং এই কারণে তিনি "কয়েকজন...পালক দিয়াছেন|"

একজন পালক ছাড়া, মন্ডলী অকৃতকার্য্য হবে, এমনকী প্রচার সুন্দর হলেও| এটা ক্রমশ দুর্বল হয়ে পড়বে| এটা বিভিন্ন ঝামেলায় জড়িয়ে যাবে| শেষ পর্যন্ত এটা মারা যাবে| একজন পালক ছাড়া, মন্ডলীর লোকরা পশ্চাদপসরণ করবেন| তারা শীতল হয়ে যাবেন| তারা নিজেদের জীবনে বড় ভুল করতে পারেন| তারা সমস্যার মধ্যে পড়বেন| কেন?

প্রথমত, কারণ সেখানে একজন দিয়াবল আছে| বাইবেল বলছে সে "গর্জ্জনকারী সিংহের ন্যায়, কাহাকে গ্রাস করিবে, তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে" (I পিতর 5:8)| কাকে সে প্রথম গ্রাস করবে? সেই মেষদের! কিন্তু দিয়াবল চায় না যে আপনি তার সম্বন্ধে সচেতন হন| সে আপনার উপরে অতর্কিতে ঝাপিয়ে পড়তে চায় এবং আপনাকে গ্রাস করতে চায় - এবং আপনি এমনকী উপলব্ধিও করতে পারেন না যে সেটা হল দিয়াবল যে এই কাজ করেছে! আপনি মনে রাখুন বা না রাখুন - দিয়াবল এবং তার দলবল সেখানে বাইরে রয়েছে|

দ্বিতীয়ত, কারণ সব লোক হলেন পাপী| কারণ আদম ঈশ্বরকে অমান্য করেছিলেন, আমাদের সকলেই একটা পাপ স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছি| বাইবেল বলছে, "সেই এক মনুষ্যের [আদম] অনাজ্ঞাবহতা দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল" (রোমীয় 5:19)| প্রত্যেকের - এমনকী খ্রীষ্ট বিশ্বাসীদেরও - সেই পাপ স্বভাব রয়েছে| পাপ করা আমাদের পক্ষে স্বাভাবিক| ভুল পথে যাওয়া আমাদের পক্ষে স্বাভাবিক| মারফিʼর সূত্র বলছে, "যদি কোন কিছু ভুল পথে যাইতে পারে, তবে ইহা যাইবে|" বিষয়গুলি স্বাভাবিকভাবে নিজে নিজেই উন্নততর হতে পারে না| তারা ভুল পথে যেতে পারেন, তারা নীচে নেমে আসতে পারেন, অতি সহজে| আর তারা সেটা করেন| লোকেরা নিজে নিজে স্বাভাবিক উপায়ে দৃঢ় খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হন না| তারা পশ্চাদপসারণ করতে পারেন| তারা ক্রমশ শীতল হয়ে যেতে পারেন| তারা ভুল করতে পারেন| আর তারা তা করে থাকেন| সেই সমস্ত করাতে হলে আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হয় না| নিজে থেকেই এইসব ঘটে যায়| মন্ডলীগুলি নিজে থেকেই স্বাভাবিকভাবে দৃঢ় হতে পারে না| সেগুলি দুর্বল হয়ে পড়তে পারে| সেগুলি ঝামেলায় পড়তে পারে| সেই সব হওয়া যথেষ্ট সহজ| সেগুলি ঘটাতে আপনাকে কোন কাজ করতে হয় না| এইগুলি সব নিজে থেকেই ঘটতে থাকে! এবং এইসব হয়| সেই কারণে একটি মন্ডলীর একজন পালকের দরকার হয়| খ্রীষ্ট "কয়েকজন...পালক দিয়াছেন|" ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি তা করেছেন!

ডঃ হেইমার্স হচ্ছেন আমাদের মন্ডলীর পালক| ষাট বছর ধরে তিনি এই সেবাকাজে আছেন| শতাধিক লোককে খ্রীষ্টের কাছে নিয়ে আনতে ঈশ্বর তাকে ব্যবহার করেছেন| বহু বছর ধরে তিনি লোকদের পরামর্শ দিয়ে আসছেন| তিনি লোকদের দেখাশোনা করেছেন| তিনি তাদের সাহায্য করেছেন| ডঃ হেইমার্স দুটি মন্ডলী প্রতিষ্ঠা করেছেন| পরীক্ষা ও দুঃখভোগের মধ্য দিয়ে তিনি আমাদের মন্ডলীকে পরিচালনা করেছেন| একটা ভয়ঙ্কর রকমের মন্ডলী বিভাজনের সময়ে তিনি আমাদের ধরে রেখেছেন| আমাদের মন্ডলী তৈরী করতে, আমাদের দেখাশোনা করতে, আমাদের সুরক্ষিত রাখতে, আমাদের ধরে রাখতে ঈশ্বর তাকে ব্যবহার করেছেন| ডঃ হেইমার্স শুধুমাত্র একজন পালক নন| তিনি হলেন একজন বিশিষ্ট পালক! আমাদের পালক, ডঃ হেইমার্‌সের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই!

আপনার বিষয়টি কি? আপনি তো পালক নন| কিন্তু আপনি তাকে সাহায্য করতে পারেন| যখন আপনি কিছু লক্ষ্য করেন যা আপনার ভুল বলে মনে হচ্ছে তখন আপনি তাকে সেটা জানাতে পারেন| এই সমস্তই আমাদের মন্ডলীর ডিকন ও নেতাদের জন্য খুব বেশী করে সত্যি| পালককে সাহায্য করতে আপনি এখানে রয়েছেন| শুধু শুধু বিষয়গুলিকে ছেড়ে দেবেন না| পালক সেগুলি জানেন বলে ধরে নেবেন না| যদি আপনি যেকোন কিছু দেখেন অথবা শোনেন যা ভুল হতে পারে, পালককে জানান|

আপনাদের মধ্যে কেউ কেউ মোটেও খ্রীষ্ট বিশ্বাসী নন| আপনারা যীশুতে বিশ্বাস করেননি| তাঁর রক্তের দ্বারা আপনার পাপ ধৌত হয়নি| আপনার বিষয়টি কি? খ্রীষ্টের দ্বারা পরিত্রাণ লাভ করার প্রয়োজন আপনার আছে| আপনার পাপের দেনা শোধ করতে তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছেন| আপনার পাপ ধুয়ে দূরে সরিয়ে দিতে তিনি তাঁর রক্ত ঝরিয়েছেন| আপনাকে জীবন দান করতে তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন| যীশুকে বিশ্বাস করার বিষয়ে যদি আপনি আমাদের সঙ্গে কথা বলতে চান, তবে অন্যেরা যখন মধাহ্ন-আহারের জন্য উপরতলায় যাচ্ছেন, আপনি চলে আসুন এবং প্রথম দুই সারিতে বসুন| আমেন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Saved by the Blood of the Crucified One” (by S. J. Henderson, 1902) |


খসড়া চিত্র

সেই ক্রুশের কথা

THE PREACHING OF THE CROSS

ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র দ্বারা লিখিত
এবং রেভাঃ জন্ শমূয়েল কেগান এর দ্বারা
প্রচারিত একটি ধর্ম্মোপদেশ

‘‘কারণ সেই ক্রুশের কথা, যাহারা বিনাশ পাইতেছে, তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রমস্বরূপ’’ (I করিন্থীয় 1:18)|

I.   প্রথম, ক্রুশ স্বয়ং কথা বলে, I করিন্থীয় 1:18ক; কলসীয় 2:13; রোমীয় 5:8-9 |

II.  দ্বিতীয়ত, যারা বিনাশ পাচ্ছে তাদের কাছে ক্রুশের কথা মূর্খতা,
 I করিন্থীয় 1:18খ; যোহন 16:8; I করিন্থীয় 1:21; 15:3; I যোহন 1:7 |

III. তৃতীয়, কেবলমাত্র ক্রুশের কথা একটা শক্তিশালী মন্ডলী পাওয়ার পক্ষে যথেষ্ট নয়,
 ইফিষীয় 4:11; I তীমথিয় 3:1; I পিতর 5:8; রোমীয় 5:19 |