Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




বাইবেলের ভবিষ্যবাণী আপনাকে অনুপ্রাণিত করুক !

LET BIBLE PROPHECY MOTIVATE YOU!
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2018 সালের, 20শে মে, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, May 20, 2018

‘‘অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দেও’’
(I থিষলনীকীয় 4:18)|


এই সব পদগুলিতে প্রেরিত পৌল আমাদের "রাপ্চার" বা নিরতিশয় আনন্দ উচ্ছাস শব্দটির একটি বিবরণ দিয়েছেন| আর তারপরে তিনি আমাদের এই পাঠ্যাংশটির কথা বলেছেন,

‘‘অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দেও’’ (I থিষলনীকীয় 4:18)|

গ্রীক শব্দ “parakalěō” (পারাক্যালিও) থেকে অনুবাদিত হয়ে “সান্ত্বনা” শব্দটি এসেছে| এর অর্থ হল “সান্ত্বনা” এবং “উৎসাহ” (এনআইভি)|

এখন সমগ্র অধ্যায়টি হল পদ 13 থেকে 17 নং পদ| এই অধ্যায়টিতে এই যুগের শেষে খ্রীষ্ট বিশ্বাসীদের “নিরতিশয় আনন্দ উচ্ছাস” এর বিষয়ে বলা হয়েছে| থিষলনীকীয়ের খ্রীষ্ট বিশ্বাসীরা রোমের পৌত্তলিক ধর্মাবলম্বী এবং অবিশ্বাসী যিহূদিদের তাড়নার মধ্যে দিয়ে যাচ্ছিলেন| তাদের মধ্যে কেউ কেউ মারাও পড়েছেন| তারা শহীদের মৃত্যুবরণ করেছেন! থিষলনীকীয়ের লোকেরা এর দ্বারা অস্থির ছিলেন| সেইজন্যে পৌল তাদের উৎসাহিত করতে “নিরতিশয় আনন্দ উচ্ছাস” এর বিষয়ে বলেছিলেন| ডঃ থমাস হেলী “নিরতিশয় আনন্দ উচ্ছাস” এর বিষয়ে আমাদের কাছে এই ব্যাখ্যা দিচ্ছেন:

‘‘খ্রীষ্টের আগমনের সময়ে যাহারা জীবিত থাকেন তাহাদের ধরা হইবে এবং স্বর্গে লওয়া হইবে| সেই সময়ে যাহারা জীবিত আছেন তাহারা তাহাদের সহিত হইবেন যাহারা মৃত হইয়াছিলেন...সেই কারণে এই সকল বাক্যের দ্বারা একে অপরকে উৎসাহিত করুন’’ (The Applied New Testament Commentary; note on I Thessalonians 4:17, 18) |

এই অধ্যায়ের উপরে আমি প্রচার করব, এবং “নিরতিশয় আনন্দ উচ্ছাস” এর সম্বন্ধে আপনাদের অন্য কোন সময়ে আরও বিশদে বলব| আজ রাত্রে আমার উদ্দেশ্য হল আপনাদের দেখানো যে আমাদের প্রতি সান্ত্বনা ও উৎসাহ প্রদান হচ্ছে বাইবেলের ভবিষ্যবাণীর মূল কারণগুলির একটি|

‘‘অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দেও’’ (I থিষলনীকীয় 4:18)|

I. প্রথম, খ্রীষ্টের আগমনের চিহ্ন উৎসাহ দান করে |

আমার যুবককালে গোটা বিশ্ব বিশৃঙ্খল অবস্থাতে ছিল| সেটা ছিল 1960 সাল| সেখানে ব্যাপক পারমানবিক হত্যাকান্ডের ভয় সর্বদা উপস্থিত ছিল| যেকোন মুহূর্তে সোভিয়েত ইউনিয়ন আমাদের শহরে বোমা ফেলতে পারত| ভিয়েতনামের যুদ্ধ ক্রমশঃ বেড়েই চলেছিল| আমি ভীত ছিলাম যে আমাকে হয়তো টানা হবে এবং সেখানের জঙ্গলে মরবার জন্যে পাঠিয়ে দেওয়া হবে| সেই যুদ্ধ ছিল অন্তহীন এবং অর্থহীন| আমি কলেজে গিয়ে আমার ব্যাচেলর ডিগ্রী অর্জন করতে চেয়েছিলাম| ঠিক সেই একই সময়ে দাঙ্গা বেধে গিয়েছিল| শিকাগোতে ডেমোক্রাটিক সম্মেলন চলাকালে দাঙ্গাকারীরা সেই শহরের অধিকাংশ পুড়িয়ে দিয়েছিল| জন এফ. কেনেডিকে হত্যা করা হয়েছিল| একটি হ্ত্যার চেষ্টার দ্বারা সেইভাবেই ববি কেনেডি, ডঃ মার্টিন লুথার কিং, ম্যালকম X, এবং জর্জ ওয়ালেস সারা জীবনের মত পঙ্গু হয়েছিলেন| এর পরে সেখানে ড্রাগ সংস্কৃতি, উডস্টক, এবং বিট্লস, এবং প্রাচ্য ধর্মের উত্থান হয়েছিল, এবং দিয়াবল ও শয়তানদের আক্রমণ ঘটেছিল| যেমন হিপ্পীরা বলতেন, “ইহা আমার মন মুকুলিত করে|” এটা ছিল এক বিস্ময়কর বিশৃঙ্খলা ও ভীতির সময়|

সেই উন্মত্ত সময়ে, আমার হৃদয় ও মন খ্রীষ্টের আগমনের “চিহ্ন” দ্বারা সুস্থিত হয়েছিল|

রাত্রি অন্ধকার ছিল, পাপ আমাদের বিরুদ্ধে জাগ্রত ছিল,
   আমরা দুঃখের ভারী বোঝা বহন করছিলাম;
কিন্তু এখন আমরা দেখি তাঁর আগমনের গান গাইতে;
   আমাদের হৃদয় আমাতে উদ্ভাসিত হয়, আনন্দ উথলিয়ে ওঠে!

উঠে দাঁড়ান এবং আমার সঙ্গে একসাথে কোরাসটি গান!

তিনি পুনরায় আসছেন, তিনি পুনরায় আসছেন,
   সেই একই যীশু, মনু্ষ্য দ্বারা ত্যাজ্য;
তিনি পুনরায় আসছেন, তিনি পুনরায় আসছেন,
   ক্ষমতা ও মহা গৌরবের সহিত, তিনি পুনরায় আসছেন!
(“He Is Coming Again” by Mabel Johnston Camp, 1871-1937) |

আপনারা বসতে পারেন| এখানে সেই “চিহ্নগুলির” কয়েকটি দেওয়া হল যা আমাকে উৎসাহিত করেছিল!

      1. ঈশ্বর প্রদত্ত স্বদেশে ফিরে আসা বিশ্ব ব্যাপী যিহূদি লোকদের নিয়ে স্টেট অফ্ ইস্রায়েল, 1948 সালে প্রতিষ্ঠিত |

যীশু বলেছিলেন, “লোকেরা খড়্গধারে পতিত হইবে; এবং বন্দি হইয়া সকল জাতির মধ্যে নীত হইবে; আর জাতিগণের সময় সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যিরূশালেম জাতিগণের পদ-দলিত হইবে” (লূক 21:24)| “দেখ, হে আমার প্রজা সকল...আমি তোমাদিগকে ইস্রায়েল দেশে লইয়া যাইব” (যিহিষ্কেল 37:12)| “শেষের বৎসরসমূহে তুমি এই দেশে, খড়্গ হইতে পুনরানীত এবং অনেক জাতি হইতে সংগৃহীত লোকদের নিকটে...জাতিগণের মধ্য হইতে বাহিরে আনীত হইয়াছে” (যিহিষ্কেল 38:8)| কিছুদিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প যিরূশালেমকে ইস্রায়েলের রাজধানী হিসাবে ঘোষণা করেছেন| যিহূদিদের ইস্রায়েলে ফিরে আসা হল একটা একটা শক্তিশালী চিহ্ন যে আমরা দ্রুত এই এই যুগের শেষের দিকে এবং খ্রীষ্টের দ্বিতীয় আগমনের দিকে এগিয়ে চলেছি!

হালেল্লুইয়া! খুব শীঘ্রই খ্রীষ্ট আসছেন!

তিনি পুনরায় আসছেন, তিনি পুনরায় আসছেন,
   সেই একই যীশু, মনু্ষ্য দ্বারা ত্যাজ্য;
তিনি পুনরায় আসছেন, তিনি পুনরায় আসছেন,
   ক্ষমতা ও মহা গৌরবের সহিত, তিনি পুনরায় আসছেন!

      2. খ্রীষ্ট বিশ্বাসী এবং যিহূদিদের বৃদ্ধিপ্রাপ্ত তাড়নার একটি “চিহ্ন” |

“সেই সময়ে লোকেরা ক্লেশ দিবার জন্য তোমাদিগকে সমর্পণ করিবে, ও তোমাদিগকে বধ করিবে, আর আমার নাম প্রযুক্ত সমুদয় জাতি তোমাদিগকে দ্বেষ করিবে” (মথি 24:9)| মুসলিমদের উদ্দেশ্য হল ইস্রায়েল ধ্বংস করা এবং যিহূদিদের বধ করা| আমেরিকায় মন্ডলীর কন্ঠস্বর স্তব্ধ করতে এবং খ্রীষ্টধর্মকে দুর্বল করতে, ACLU (এসিএলইউ) যা যা করতে পারে তার সবই করছে| সেখানে “প্রতিস্থাপন” মতবাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে - যা বলছে যে বাইবেলের সমস্ত প্রতিশ্রুতি খ্রীষ্ট বিশ্বাসীদের জন্য - কিন্তু সমস্ত অভিশাপ শুধু যিহূদিদের জন্য! সেই কারণে আমাদের পুনর্গঠিত মন্ডলীর অনেকগুলি যিহূদি-বিদ্বেষ এর অদ্ভূত আচরণকে আলিঙ্গন করছে| ঈশ্বর আমাদের সাহায্য করুন!

এই ভাববাণী আমাদের উৎসাহিত করছে, কারণ আমাদেরই চোখের সামনে এটা পরিপূর্ণ করা হচ্ছে! ঈশ্বর হলেন সার্বভৌম!

‘‘অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দেও’’ (I থিষলনীকীয় 4:18)|

এই গানটি করুন!

তিনি পুনরায় আসছেন, তিনি পুনরায় আসছেন,
   সেই একই যীশু, মনু্ষ্য দ্বারা ত্যাজ্য;
তিনি পুনরায় আসছেন, তিনি পুনরায় আসছেন,
   ক্ষমতা ও মহা গৌরবের সহিত, তিনি পুনরায় আসছেন!

আপনারা বসতে পারেন|

      3. শেষ-সময়ের ধর্ম্মভ্রষ্টতার উত্থান |

‘‘ভাবিও না প্রভুর দিন উপস্থিত হইল; কেহ কোন মতে যেন তোমাদিগকে না ভুলায়; কেননা প্রথমে [‘‘সেই ধর্ম্মভ্রষ্টতা’’ - ক্রিসওয়েল] উপস্থিত হইবে’’ (II থিষলনীকীয় 2:3)|

‘‘আর অনেক ভাক্ত ভাববাদী উঠিয়া অনেককে ভুলাইবে| আর অধর্ম্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে’’ (মথি 24:11, 12)| এটা শেষের দিনের সেই ঈশ্বর-বিহীন মন্ডলী সম্পর্কে মনে করিয়ে দেয়| শেষ-সময়ের এই ধর্ম্মভ্রষ্টতা উৎসগতভাবে দিয়াবলীয়, ‘‘কিন্তু আত্মা স্পষ্টই বলিতেছেন, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদিগেতে ও ভূতগণের শিক্ষামালায় মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে| ইহা এমন মিথ্যাবাদীদের কপটতায় ঘটিবে, যাহাদের নিজ সংবেদ তপ্ত লৌহের দাগের মত দাগযুক্ত হইয়াছে’’ (I তীমথিয় 4:1, 2)| শেষের দিনের ধর্ম্মভ্রষ্টতা অপরিত্রাণপ্রাপ্ত কার্যকারীদের থেকে যারা বাইবেল অস্বীকার করেন| ‘‘নতুন ঈশ্বরতত্ত্ব’’ এবং ‘‘নতুন নৈতিকতা’’ এই ধর্ম্মভ্রষ্টতার ফসল, যা হারানো মানুষ দিয়ে মন্ডলীগুলি পূর্ণ করে, সেগুলিকে ধ্বংস করেছে| চার্লস জি. ফিন্নের সেবাকাজ দিয়ে এটা শুরু হয়েছে এবং বৃদ্ধি পেয়ে চলেছে, যতদিনে না এটা এখনকার প্রায় সবকয়টি প্রধান মন্ডলীর নিয়ন্ত্রণ শুরু করছে এবং এমনকী অপেক্ষাকৃত রক্ষণশীল মন্ডলীগুলিতে প্রভাব বিস্তার করছে| ‘‘ধর্ম্মভ্রষ্টতা’’ শেষ পর্যন্ত প্রকাশিত বাক্য 17 অধ্যায়ের সেই ‘‘মহাবেশ্যা’’ সৃষ্টি করে, ‘‘যাহা হইতেছে পোপের শাসনকালে বৃদ্ধিপ্রাপ্ত খ্রীষ্টিয় জগতের ধর্ম্মভ্রষ্টতা’’ (স্কোফিল্ড)|

বর্তমান কালের প্রবণতা দেখাচ্ছে যে কিশোর বালকেরা যুবকে পরিণত হতে হতে তাদের মধ্যে কেবলমাত্র 4% কিশোর সুসমাচার প্রচার সংক্রান্ত খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হন - যার অর্থ এই যে পরবর্তী কয়েক বছরে বর্তমানের সুসমাচার প্রচারকেরা 34% হ্রাস পেয়ে মাত্র 4% হবেন| ‘‘আমরা একটি আত্মিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছি’’ (ডঃ জ্যাক ডব্লিউ. হেফোর্ড, অগাষ্ট 16, 2006)| জন এস. ডিকারসন এর লেখা ‘‘দ্য গ্রেট ইভানজেলিক্যাল রিসেসন’’ বইটি দেখুন| ‘‘ছয়টি বিষয় যাহা আমেরিকার মন্ডলীসমূহ চূর্ণ করিবে|’’ এই হল ডিকারসনের বইয়ের উপ-শিরোনাম| বর্তমানে খ্রীষ্ট বিশ্বাসীদের ঘরে বেড়ে ওঠা 88 শতাংশ কিশোর হাইস্কুল থেকে গ্রাজুয়েশন করার পরে খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে জীবনযাপন করেন না| খুব শীঘ্রই আমাদের জাতি তাদের দ্বারা চালিত হবে - এবং এটা একটা সম্পূর্ণ পরজাতীয় আমেরিকায় পরিণত হবে!

II. দ্বিতীয়, প্রয়োগ |

সামান্য কয়েকজন সুসমাচার প্রচারকগণ সেই ভয়ানক অবস্থার বিষয়ে আলোচনা করছেন যা আমাদের সামনে পড়ে আছে| কিন্তু এই বিষয়ে কি করতে হবে তা তারা জানেন না| আমি দৃঢ়নিশ্চিত যে বাস্তবে এর জন্যে কিছুই করা হবে না| আমাদের সভ্যতার অধঃপতন ঘটবে| আমাদের যুবকেরা বর্বর মানুষে পরিণত হবে| অভাবনীয় ভয়ঙ্করতা আমাদের জন্যে অপেক্ষা করছে|

যারা প্রাচীনকালের খ্রীষ্ট বিশ্বাসীদের আক্রমণ করতেন, রোমের সেই বর্বর পরজাতীয়দের মত উন্মত্ত পরজাতীয় যাযাবরদের দ্বারা প্রতি মুহূর্তে চারিদিক থেকে আক্রান্ত হয়ে আমাদের অবশ্যই নিজেদেরকে ক্ষুদ্র সংখ্যালঘু হিসাবে বেঁচে থাকার প্রস্তুতি গ্রহণ করতে হবে| অনুগ্রহ করে I থিষলনীকীয়, অধ্যায় এক, পঞ্চম পদটি দেখুন|

‘‘কেননা আমাদের সুসমাচার তোমাদের কাছে কেবল বাক্যে নয়, কিন্তু শক্তিতে...উপস্থিত হইয়াছিল’’ (I থিষলনীকীয় 1:5)|

সময় সংক্ষিপ্ত| আপনি অবশ্যই পারিপার্শ্বিককে বোকা বানাবেন না এবং খ্রীষ্টধর্ম্ম নিয়ে ‘‘খেলা’’ করবেন না| যুবকবৃন্দ, বাইবেল অধ্যয়ণের বাক্যগুলি কেবলমাত্র গ্রহণ করবেন না| একটা প্রকৃত মন পরিবর্তনের দিকে দৃষ্টি স্থির করুন| একজন প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীর জীবনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করুন!

এবার 9 নং পদটি দেখুন,

‘‘কারণ তাহারা আপনারা আমাদের বিষয়ে এই বার্ত্তা প্রচার করিয়া থাকে যে, তোমাদের নিকটে আমরা কিরূপে উপস্থিত হইয়াছিলাম, আর তোমরা কিরূপে প্রতিমাগণ হইতে ঈশ্বরের দিকে ফিরিয়া আসিয়াছ, যেন জীবন্ত সত্য ঈশ্বরের সেবা করিতে পার’’ (I থিষলনীকীয় 1:9)|

আপনার জীবনে প্রতিমাগণ থেকে ঈশ্বরের প্রতি ফিরে আসুন| আপনার সত্ত্বার প্রতিটি বিষয়ের সঙ্গে জীবন্ত ঈশ্বরের সেবা করুন|

সময় সংক্ষিপ্ত| খ্রীষ্টারী আসছেন| একজন খ্রীষ্ট বিশ্বাসী হতে হলে আপনাকে হয়তো নিজের জীবন দিয়ে তার মূল্য দিতে হতে পারে! আপনার প্রতিমাগণের থেকে এখনই মুখ ফিরিয়ে নিন! এখন থেকেই জীবন্ত ঈশ্বরের সেবা করুন! 10 নং পদটি দেখুন|

‘‘এবং যাহাকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, যিনি আগামী ক্রোধ হইতে আমাদের উদ্ধারকর্ত্তা, যেন স্বর্গ হইতে তাঁহার সেই পুত্ত্রের অর্থাৎ যীশুর অপেক্ষা করিতে পার’’ (I থিষলনীকীয় 1:10)|

ঈশ্বরের পুত্র - যীশুর স্বর্গ থেকে নেমে আসার অপেক্ষা করুন, যিনি আমাদের ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা করবেন যা আমাদের জন্য আসছে| পালক উর্মব্রান্ডের লেখা ‘‘খ্রীষ্টের জন্য তাড়না’’ বইটি পড়ুন| জীবন ধারণ করুন সেই ব্যক্তির মতন যিনি খ্রীষ্টের জন্য দুঃখভোগ করার প্রত্যাশা রাখেন| হারানো জগত থেকে বের হয়ে আসুন| হ্যাঁ, হারিয়ে যাওয়া বন্ধুদের মন্ডলীতে আমন্ত্রণ জানান| কিন্তু যদি তারা না আসেন, জ্বলন্ত পাথরের মতন তাকে ছুড়ে ফেলে দিন| আমাদের মন্ডলীর পরিত্রাণপ্রাপ্ত শিশুদেরকে আপনার বন্ধু করে তুলুন| ব্সকলে একসঙ্গে প্রার্থনায় যোগ দিন| যখন আপনি সুসমাচার প্রচারে যান নম সংগ্রহ করে আনুন| ঈশ্বরের জন্যে বাঁচুন! খ্রীষ্টের জন্যে বাঁচুন! এই মন্ডলীর জন্যে বাঁচুন! সময় সংক্ষিপ্ত| বিচার আসন্ন! ‘‘আপনার ঈশ্বরের সহিত মিলিত হইবার জন্য প্রস্তুত হন|’’ খুব দেরী হয়ে যাওয়ার আগে, এখনই এটা করুন! চার্লস স্টাড ঠিক বলেছিলেন -

একমাত্র জীবন,
   খুব শীঘ্রই অতীত হইবে|
শুধু খ্রীষ্টের জন্য কি করিয়াছি
   অবশিষ্ট থাকিবে!

খ্রীষ্টের প্রতি নিজেকে সমর্পণ করুন - অতীতের কিছুই ধরে রাখবেন না| যীশু আপনাকে ভালবাসেন! যীশু আপনাকে ভালবাসেন! যীশু আপনাকে ভালবাসেন!

আপনার গানের পাতার 5 নম্বর গানটি দেখুন| উঠে দাঁড়ান ও গানটি করুন! গান করুন! গান করুন!

বিশ্বাসীর কর্ণে যীশু নাম কত মধুর স্বর!
ইহা তাহার দুঃখে সান্ত্বনা, তাহার ক্ষতে আরোগ্য, ও তাহার সব ভয় দূর করে|
এবং তাহার সব ভয় দূর করে|

প্রিয় নাম, প্রস্তর যাহার উপরে আমি স্থিত, আমার ঢাল ও আমার গুপ্ত স্থান,
আমার কোষাগারের কখনো অভাব হইবে না, অপরিসীম অনুগ্রহে পরিপূর্ণ!
অপরিসীম অনুগ্রহে পরিপূর্ণ!

যীশু! আমার পালক, ভ্রাতা, বন্ধু; আমার ভাববাদী, যাজক ও রাজা,
আমার প্রভু, আমার জীবন, আমার পথ, আমার সব, গ্রহণ কর আমার আনিত প্রশংসা|
গ্রহণ কর আমার আনিত প্রশংসা|

আমার হৃদয়ের প্রচেষ্টা দুর্বল, ও আমার উষ্ণতম চিন্তা শীতল;
কিন্তু যখন আমি তোমায় দেখি যেমন তোমার সৃষ্টি, আমি তোমার প্রশংসা করি যেমন আমার উচিৎ|
আমি তোমার প্রশংসা করি যেমন আমার উচিৎ|

তবুও তখন আমি তোমার প্রেম প্রচার করিব প্রতিটি অস্থায়ী নিঃশ্বাসের সহিত,
মৃত্যুতে তাঁহার নামের সুরধ্বনিতে আমার আত্মা সঞ্জীবিত হোক,
মৃত্যুতে আমার আত্মা সঞ্জীবিত হোক|
   (“How Sweet the Name of Jesus Sounds” by John Newton, 1725-1807;
      to the tune of “Majestic Sweetness Sits Enthroned”) |


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Christ Returneth” (by H. L. Turner, 1878) |


খসড়া চিত্র

বাইবেলের ভবিষ্যবাণী আপনাকে অনুপ্রাণিত করুক !

LET BIBLE PROPHECY MOTIVATE YOU!

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

‘‘অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দেও’’
(I থিষলনীকীয় 4:18)|

I. প্রথম, খ্রীষ্টের আগমনের চিহ্ন উৎসাহ দান করে|

      1. ঈশ্বর প্রদত্ত স্বদেশে ফিরে আসা বিশ্ব ব্যাপী যিহূদি লোকদের নিয়ে স্টেট অফ্ ইস্রায়েল, 1948 সালে প্রতিষ্ঠিত, লূক 21:24; যিহিষ্কেল 37:12; 38:8 |

      2. খ্রীষ্ট বিশ্বাসী এবং যিহূদিদের বৃদ্ধিপ্রাপ্ত তাড়নার একটি “চিহ্ন”, মথি 24:9 |

      3. শেষ-সময়ের ধর্ম্মভ্রষ্টতার উত্থান, II থিষলনীকীয় 2:3; মথি 24:11, 12; I তীমথিয় 4:1, 2 |

II. দ্বিতীয়, প্রয়োগ, I থিষলনীকীয় 1:5, 9, 10 |