Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




অবজ্ঞাত কিন্তু মনোহর !

DESPISED BUT LOVELY!
(Bengali)

ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র দ্বারা লিখিত
এবং 2018 সালের, 13ই মে, প্রভুর দিনের সকালে
লস্ এঞ্জেল্সের ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে
রেভাঃ জন্ শমূয়েল কেগান এর দ্বারা
প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
and preached by Rev. John Samuel Cagan
at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Morning, May 13, 2018

‘‘তিনি সর্ব্বোতভাবে মনোহর’’ (পরমগীত 5:16)|


পরমগীত থেকে আমি কখনও একটিও ধর্ম্মোপদেশ প্রচার করিনি| স্পারজিয়নের ধর্ম্মোপদেশের সম্পূর্ণ সূচিপত্রের দিকে তাকিয়ে, আমি দেখেছি যে প্রচারের যুবরাজ তার লন্ডনের সেবাকাজের সময়ে পরমগীতের উপরে 63টি ধর্ম্মোপদেশ প্রচার করেছিলেন| সেইজন্যে আমি আজকে এই পাঠ্যাংশে এসেছি|

‘‘তিনি সর্ব্বোতভাবে মনোহর|’’
‘‘তিনি সর্ব্বোতভাবে মনোহর|’’
‘‘তিনি সর্ব্বোতভাবে মনোহর|’’

ডঃ ম্যাকগী বলেছিলেন, ‘‘যিহূদিরা পরমগীতকে শাস্ত্রের অন্দরমহল বলিতেন| সেইজন্য, প্রত্যেককে ইহার পবিত্র পরিবেষ্টনের মধ্যে প্রবেশের অনুমতি দেওয়া হইত না| এখানে যেখানে আপনি মহান ঈশ্বরের গুপ্ত স্থানে বাস করিতেছেন...যদি প্রভু যীশুর অর্থ আপনার নিকটে মহান একটি সম্পর্ক হয় এবং আপনি তাঁহাকে ভালবাসেন, তাহা হইলে এই ক্ষুদ্র পুস্তকটিও আপনার নিকটে একটি মহান সম্পর্ক হইবে| পরমগীত হইতেছে কাব্যধর্মী এবং ব্যবহারিক| এই স্থানে ঈশ্বর কাব্যধর্মী সঙ্গীতের মধ্য দিয়া তাঁহার লোকদের প্রতি কিছু বলিতেছেন যাহা একটি কাহিনী প্রকাশ করিতেছে| যখন আমরা এই পুস্তকের দিকে অগ্রসর হইব আমাদের নিজেদের পদদ্বয় হইতে আত্মিক পাদুকা খুলিয়া ফেলিবার প্রয়োজন হইবে| আমরা এক পবিত্র ভূমির উপরে দাঁড়াইয়া আছি| পরমগীত হইতেছে এক ভঙ্গুর পুষ্পের ন্যায় যাহার সহিত কোমল আচরণ প্রয়োজন| এই পুস্তকে চারটি পৃথক এবং গুরুত্বপূর্ণ অর্থ লক্ষ্য করা গিয়াছে’’ (J. Vernon McGee, Th.D., Thru the Bible, Thomas Nelson Publishers, 1982, volume III, p. 143) |

প্রথমত, পরমগীত হল স্বামী এবং স্ত্রী এর মধ্যকার ভালবাসার একটি চিত্র| দ্বিতীয়ত, এটা ইস্রায়েলের জন্যে ঈশ্বরের ভালবাসার একটি চিত্র| প্রাচীন কালের রাব্বিরা এই দুটি ব্যাখ্যা দিয়েছিলেন| কিন্তু খ্রীষ্ট বিশ্বাসীদের জন্যে সেখানে আরও দুটি প্রয়োগ রয়েছে| তৃতীয়ত, এটা হল খ্রীষ্ট এবং তাঁর মন্ডলীর মধ্যকার ভালবাসার একটা চিত্র| চতুর্থত, এটা স্বতন্ত্র খ্রীষ্ট বিশ্বাসীর জন্য ঈশ্বরের ভালবাসা, এবং খ্রীষ্টের সঙ্গে আত্মার আলাপচারিতার একটি চিত্র অঙ্কন করছে| ঈশ্বরের অনেক মহান সাধক এই অভিজ্ঞতা অর্জন করেছেন| পরমগীত ছিল স্কটিশ প্রচারক রবার্ট ম্যুরে ম্যাকচেইনির খুব প্রিয় বই ছিল, যিনি তার সেবাকাজ চলাকালে উদ্দীপনার শক্তিশালী তরঙ্গ প্রত্যক্ষ করেছিলেন| ম্যাকচেইনি সম্বন্ধে বলা হত, "তিনি তাহার ললাটে অনন্তকালীন মুদ্রাঙ্কের সহিত প্রচার করিতেন," যদিও যখন মারা যান তার বয়স ছিল মাত্র 29 বছর| বাইবেলে তার প্রিয় বই ছিল পরমগীত| যখন রবার্ট ম্যাকচেইনি পরমগীত থেকে প্রচার করতেন, বলিষ্ঠ লোকেরা নতজানু হয়ে কাঁদতেন এবং কঠিন হয়ে যাওয়া পাপীরা খ্রীষ্টের প্রতি তাদের হৃদয় আনত করতেন| এছাড়া এটা মহান স্কটিশ প্রচারক স্যামূয়েল রাদারফোর্ড (1600-1661), ডি. এল. মুডি (1837-1899) এবং হ্যারী আয়রনসাইড (1876-1951) দেরও খুব প্রিয় বাইবেল বই ছিল এবং যেমন আমি বলেছি, স্পারজিয়ন পরমগীত থেকে 63টি ধর্ম্মোপদেশ প্রচার করেছিলেন| লুইস দ্বীপপুঞ্জে উদ্দীপনা এসেছিল যখন ডানকান ক্যাম্পবেল পরমগীত থেকে প্রচার করেছিলেন|

এখন, তাহলে, আমরা আমাদের পাঠ্যাংশে আসছি| কনে তার স্বামীর সম্বন্ধে বলেছিলেন, "তিনি সর্ব্বোতভাবে মনোহর|" এতদানুসারে, এছাড়া, প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী সাধুগণ যীশু সম্বন্ধে বলছেন, "তিনি সর্ব্বোতভাবে মনোহর|" আমি যখন এই পদের উপরে প্রচারের বিবেচনা করেছি আমি ভেবেছিলাম, যেমন স্পারজিয়ন ভেবেছিলেন, "ইহা অতি উচ্চ মানের, আমি ইহাতে পৌঁছাইতে পারি না|" এই ধরণের গভীর পাঠ্যাংশ কোন কোন সময়ে আমাকে বিস্ময়াভিভূত করে দেয়| কিন্তু যদি আমি এর সব অর্থ বের করতে নাও পারি, আজ সকালে আমি কমপক্ষে এর কিছুটা বের করার চেষ্টা করব| সারাজীবনের জন্য জগতের সব গৌরব অন্বেষণ করার তুলনায় যীশুর প্রতি সংক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করা, অপেক্ষাকৃত ভাল কারণ তিনি একাই "সর্ব্বোতভাবে মনোহর|" কয়েক মুহূর্তের জন্য আমাকে যীশুর দুটি বৈসাদৃশ্যমূলক উদ্দেশ্য আপনাকে বলতে দিন - জগতের সম্বন্ধে এবং প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীদের সম্বন্ধে|

I. প্রথম, হারানো জগৎ মনে করে না যে যীশু আদৌ মনোহর |

আপনি কি লক্ষ করছেন যে বর্তমানে কিভাবে জগৎ তাঁকে রুদ্ধ করছে? মনে হচ্ছে যেন তারা এমনকী তাঁর নাম পর্যন্ত শুনতে চাইছেন না| আমি শুনেছি যে ইউনাইটেড স্টেটস বিমান বাহিনীর যাজকদের আর যীশুর নামে প্রার্থনা করার অনুমতি দেওয়া হচ্ছে না| সামাজিক অনুষ্ঠানে যখন পালকদের প্রার্থনার অনুরোধ জানানো হ্য়, তাদের এখন বিশেষভাবে বলে দেওয়া হয় যেন তারা যীশুর নামে প্রার্থনা শেষ না করেন| যীশুর নাম অপছন্দ করার এই বিষয়টি নতুন নয়, কিন্তু প্রতি বছরই এটা আরও তীব্র হচ্ছে| অনেকদিন আগে মোশন পিকচার্সের প্রথম দিককার দিনগুলিতে, যখনই খ্রীষ্ট বিশ্বাসীদের প্রার্থনারত দেখানো হত, তখনই স্টুডিওর ক্ষমতাশালী লোকেরা প্রার্থনাকারীদের সর্বদা, "যীশুর নামে, আমেন" বলাতে বাধা দিতেন| আমার মনে হয় সেইসব ক্ষমতাশালী লোকেরা ভাবতেন যে তারা যখন যীশুর নাম মুছে দেবেন আমরা তা লক্ষ করবো না| কিন্তু যেহেতু আমরা সব সময়ে "যীশুʼর নামে" বলে প্রার্থনা শেষ করেছি, আমরা সেই ব্যাপারটি লক্ষ করেছি এবং এটা আমাদের অনুভব করিয়েছিল যে তারা যীশুকে কতটা ঘৃণা করতেন|

পরিত্রাতার প্রতি তাদের ঘৃণা এমনকী আরও বেশী করে দৃষ্টিগোচর হয়েছিল যখন পরিত্রাতাকে একজন যৌন-উন্মাদ মূর্খ হিসাবে চিত্রিত করে তারা সেই ঈশ্বর-নিন্দা মুখর চলচ্চিত্র, "দ্য লাস্ট টেম্পটেশন অফ্ খ্রাইষ্ট," নির্মাণে তৃপ্ত হয়েছিলেন| যখন আমাদের পালক ডঃ হেইমার্স পড়লেন যে ঐ ছবিটি মুক্তি পেতে চলেছে তিনি তার বসার ঘরের চেয়ারে বসে ছবিটির বিষয়ে ভাবছিলেন| এবং সেইসময়ে ঈশ্বর তাকে বলেছিলেন, "তুমি কি তাদের এইসব করে পালিয়ে যেতে দেবে?" ডঃ হেইমার্স বলেছিলেন, "পিতা, আমি কিছুই করতে পারি না|" আর ঈশ্বর বলেছিলেন, "যদি তুমি না কর, আর কেউই করবে না|" এবং সেইজন্যে আমরা গিয়েছিলাম এবং যীশুর পক্ষ সমর্থন করেছিলাম| সন্ধ্যাবেলার প্রত্যেকটি সংবাদ চ্যানেলে আমাদের প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয়েছিল| নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রীট জার্নালের প্রথম পাতায় তারা খবরটি বের করেছিল| তারা এটা নাইট লাইন, ট্যুনাইট শো, ক্রসফায়ারʼএ প্রকাশ করেছিলেন, আর এমনকী টিভি গাইডে আমাদের বিক্ষোভ সম্পর্কিত একটা ছবি ও রিপোর্টও প্রকাশিত হয়েছিল! এটা আন্তর্জাতিকভাবে ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, গ্রীস, অস্ট্রেলিয়া, এবং ইস্রায়েলে জানানো হয়েছিল, যখন ডঃ হেইমারসের এক বন্ধু ফোন করে তাকে বলেছিলেন যে খবরটি জেরুশালেম পোস্ট পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয়েছে| থমাস আর. লিন্ডলফ এর লেখা একটি বই আছে যার শিরোনাম হল "হলিউড আন্ডার সিজ" (2008, The University Press of Kentucky) | এর সামনের মলাটে একটা রঙিন ছবি দেওয়া আছে, যাতে দেখা যাচ্ছে আমার বাবা ডঃ কেগান, আমাদের মন্ডলীর প্রায় 125 জন লোকের সঙ্গে ঐ নোংরা, ঈশ্বর-নিন্দা মুখর চলচ্চিত্রটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সাইনবোর্ড ধরে আছেন| মুখ্য সাইনবোর্ড, প্রায় তিরিশ ফুট লম্বা, বলছে, "ওয়াসারম্যান - যীশুর কাজে ক্ষান্ত হও!" লিউ ওয়াসারম্যান ছিলেন সেই লোক যিনি ঐ চলচ্চিত্রটির প্রযোজনা করেছিলেন| ঐ বইয়ের তেরটি বিভিন্ন জায়গাতে ডঃ হেইমারসের উল্লেখ করা হয়েছে| তারা কেবল যীশুকে ঘৃণা করেছেন তাই নয়, কিন্তু পরিত্রাতার পক্ষ সমর্থনের সাহস দেখানোর জন্যে, তারা এমনকী ডঃ হেইমার্স ও আমার বাবা, এবং আমাদের মন্ডলীকেও ঘৃণা করেছেন! বইটার নাম হল "হলিউড আন্ডার সিজ|" এটা ভাবুন, 125 জন সামান্য ব্যাপটিষ্ট গোটা হলিউডকে "অবরোধের অধীন" করে দিল! চলচ্চিত্র শিল্পের সেই বিশাল ও ক্ষমতাবান লোকদের শহরের মধ্যবর্তী একটা মন্ডলীর থেকে আসা সামান্য কয়েক ডজন ব্যাপটিষ্ট "অবরোধের অধীন" করে দিল! কিন্তু হলিউড এবং নিউ ইয়র্কের, বেভারলি হিলসের অভিজাত শ্রেণী প্রভু যীশু খ্রীষ্টকে কতটা ঘৃণা করেন, ডঃ হেইমার্স তা জানেন| বিল মাহের থেকে জর্জ ক্লুনে, এন্ডারসন ক্যুপার থেকে উল্ফ ব্লিত্‌জার - ঈশ্বরের পুত্রকে অবজ্ঞা এবং অস্বীকার করেছিলেন| এবং আমি মনে করি না এটা শেষ হবে যতক্ষণ মন্ডলীর বিরুদ্ধে উন্মুক্ত তাড়না চলতে থাকবে, এবং আমি বিশ্বাস করি আপনাদের জীবনকালে আপনারা এটা দেখবেন|

সব চাইতে খারাপ, বর্তমানে আমাদের মন্ডলীর অনেকগুলিতে যীশুকে পিছনের পর্দায় রাখা হচ্ছে| এমনকী তাঁর বন্ধুদের ঘরেও তিনি আমন্ত্রিত নন! ডঃ মাইকেল হার্টন তার শক্তিশালী এবং মর্মভেদী বই, খ্রীষ্টবিহীন খ্রীষ্টধর্ম্ম (Baker Books, 2008) এর মধ্যে ঐ বিষয়ে লিখেছেন| মলাটের উপরে এতে বলা হয়েছে, "হার্টন যুক্তি দিয়াছেন যে যেখানে আমরা এখনও খ্রীষ্টবিহীন খ্রীষ্টধর্ম্মে পৌঁছাই নাই, আমরা সকলেই আমাদের পথে ভালই রহিয়াছি| যদিও আমরা মিনতিপূর্বক খ্রীষ্টের নাম আহ্বান করিতেছি, তাহা সত্ত্বেও খ্রীষ্ট এবং খ্রীষ্ট কেন্দ্রিক সুসমাচার প্রায়শই পার্শ্বে ঠেলিয়া দিতেছি|" কিন্তু বর্তমানে এত খারাপভাবে যে যীশুর সঙ্গে আচরণ করা হচ্ছে তার জন্যে আমাদের বিস্মিত হওয়া মোটেও উচিৎ নয়| বাইবেল বলছে,

‘‘কারণ তিনি তাঁহার সম্মুখে চারার ন্যায়, এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন; তাঁহার এমন রূপ কি শোভা নাই যে, তাঁহার প্রতি দৃষ্টি করি, এবং এমন আকৃতি নাই যে, তাঁহাকে ভালবাসি| তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যাজ্য, ব্যাথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন; লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে, তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাঁহাকে মান্য করি নাই’’ (যিশাইয় 53:2-3)|

সেটাই হচ্ছে পদ্ধতি যাতে সাধারণ মানুষ, একটা অপরিত্রাণ প্রাপ্ত অবস্থাতে, যীশুকে দেখেন| সেখানে "তাঁহার এমন রূপ কি শোভা নাই যে, তাঁহার প্রতি দৃষ্টি করি" এবং সেইজন্যে তারা তাঁকে "অবজ্ঞা ও প্রত্যাখান" করেন| এই পদ্ধতিতে এটা ডঃ হেইমার্সের ক্ষেত্রেও ঘটেছিল| যখন তিনি ছোট্ট এক বালক ছিলেন তিনি একটা ক্যাথলিক মন্ডলীতে প্রায় প্রত্যেকদিনই ঘুরে বেড়াতেন| বহু আগে 1940 সাল নাগাদ তারা সব সময়ে নিজেদের দরজা খুলে রাখতেন| এবং তিনি ভেতরে যেতেন কারণ সেটা নিরিবিলি ও শান্তিপূর্ণ একটি জায়গা ছিল| সেই মন্ডলীতে যীশু ক্রুশ বহন করছেন, তাঁর মুখমন্ডল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, এমন একটি মানুষ-সমান মাপের, পূর্ণাবয়ব যীশুর মূর্তি ছিল| ডঃ হেইমার্স যীশুকে এক বিষাদময় চরিত্র, এক শহিদ হিসাবে দেখেছিলেন, যিনি তাঁর শত্রুদের ঘৃণা ব্যাতীত অন্য কোন কারণে মারা যাননি| ডঃ হেইমারসের কুড়ি বছর বয়সে, 1961 সালের, 28শে সেপ্টেম্বর তিনি মন পরিবর্তন করার বেশ কিছুদিন আগে পর্যন্ত, যীশুর সেই দৃশ্য তার সঙ্গে সঙ্গেই চলছিল| তখনও পর্যন্ত ডঃ হেইমার্স যীশুকে ভয়ানকভাবে ভুল বোঝাবুঝির শিকার হওয়া, এক বিষাদময় চরিত্র হিসাবেই ভেবেছিলেন, যিনি ক্রুশের উপরে নির্দ্দিষ্ট কোন কারণ ছাড়াই পেরেকবিদ্ধ হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন| কিন্তু যেদিন ডঃ হেইমার্স মন পরিবর্তন করেছিলেন, সেইদিন তিনি তাঁকে প্রথমবারের মত দেখেন এক জীবন্ত, পুনরুত্থিত পরিত্রাতা হিসাবে, যিনি মৃত্যুর উপরে বিজয়লাভ করেছেন এবং স্বর্গে ঈশ্বরের ডান পাশে জীবিত বসে আছেন, যিনি তার পাপ থেকে তাকে উদ্ধার করবেন এবং তার জীবন রূপান্তরিত করবেন| সেইদিন সকালে যখন তিনি যীশুকে দেখেছিলেন, প্রথমবারের মত খ্রীষ্ট ছিলেন সর্ব্বোতভাবে মনোহর!

II. দ্বিতীয়, প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীরা দেখেন যে তিনি সর্ব্বোতভাবে মনোহর |

আমি জানি যীশু নাম সুমধুর নাম,
   এবং তিনি তেমনিই যেমন তাঁহার মনোহর নাম,
এবং ঐ কারণে কেন আমি তাঁহাকে অতি প্রেম করি;
   ওহ, যীশু আমি জানি যীশু নাম সুমধুর নাম|
(“Jesus is the Sweetest Name I Know” by Lela Long, 1924) |

এটা হয়তো আপনার কাছে আকস্মিকভাবে হতে পারে, যেমন আমাদের পালকের হয়েছিল| অথবা তিনি কত মনোহর তা আপনি হয়তো ক্রমে ক্রমে দেখতে পারেন, যতক্ষণে আপনি তাঁর সামনে নতজানু হচ্ছেন এবং তাঁকে আপনার পরিত্রাতা ও ঈশ্বর হিসাবে বিশ্বাস করছেন| যে মুহূর্তে ডঃ হেইমার্স যীশুকে বিশ্বাস করলেন তিনি চার্লস ওয়েসলীর সঙ্গে একসাথে গাইতে পারলেন,

আমার শৃঙ্খল পড়ে গেল, আমার হৃদয় মুক্ত হল;
   আমি উঠলাম, এগিয়ে চললাম, ও তাঁকে অনুসরণ করলাম|
আশ্চর্য্য প্রেম! ইহা কিভাবে হতে পারে
   তুমি আমার ঈশ্বর, আমার জন্য মরিয়াছ?
(“And Can It Be?” by Charles Wesley, 1707-1788) |

প্রকৃতপক্ষে, তারা ঐ গানটি সেদিন সকালে করছিলেন যেদিন যীশু ডঃ হেইমার্‌সকে উদ্ধার করেছিলেন!

আমার দীর্ঘ বন্দীত্বে আত্মা শায়িত,
   দৃঢ়ভাবে পাপে বন্দী এবং প্রকৃতির রাত্রি;
তোমার চোখের আলোর রশ্মি পরিব্যপ্ত,
   সুদৃঢ় উজ্জ্বল আলোকে, আমি উঠিলাম;
আমার শৃঙ্খল পড়ে গেল, আমার হৃদয় মুক্ত হল;
   আমি উঠলাম, এগিয়ে চললাম, ও তাঁকে অনুসরণ করলাম|
আশ্চর্য্য প্রেম! ইহা কিভাবে হতে পারে
   তুমি আমার ঈশ্বর, আমার জন্য মরিয়াছ?

সেই মুহূর্তে আমাদের পালক ম্যাকচেইনি বা স্পারজিয়নের সাথে একসঙ্গে চিৎকার করে বলতে পারতেন, "তিনি সর্ব্বোতভাবে মনোহর!" তিনি তার সর্বশক্তি দিয়ে সেই প্রাচীন জার্মান গানটি করতে পারতেন,

প্রভু যীশু সুন্দরতম, সমস্ত প্রকৃতির কর্তা,
   ও তুমিই ঈশ্বর এবং মনুষ্য পুত্র!
তোমার ইচ্ছা স্বস্নেহে পালণ করি, তোমার ইচ্ছা শ্রদ্ধা করি,
   তুমি, আমার আত্মার গৌরব, আনন্দ এবং মুকুট!

সুন্দর পরিত্রাতা! জাতির প্রভু!
   ঈশ্বর পুত্র এবং মনুষ্য পুত্র!
গৌরব ও সম্মান, প্রশংসা, ভক্তি,
   এখন এবং অনন্তকালের জন্য তোমার!
(“Fairest Lord Jesus,” 17th century German hymn,
      translated by Joseph A. Seiss, 1823-1904) |

"তিনি সর্ব্বোতভাবে মনোহর|"

এই হলেন যীশু,

‘‘ইনিই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্ত্তি, সমুদয় সৃষ্টির প্রথম জাত; কেননা তাঁহাতেই সকলই সৃষ্ট হইয়াছে; স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সিংহাসন হউক, কি প্রভুত্ব হউক, কি আধিপত্য হউক, কি কর্ত্তৃত্ব হউক, সকলই তাঁহার দ্বারা ও তাঁহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে; আর তিনিই সকলের অগ্রে আছেন, ও তাঁহাতেই সকলের স্থিতি হইতেছে| আর তিনিই দেহের অর্থাৎ মন্ডলীর মস্তক তিনি আদি, মৃতগণের মধ্য হইতে প্রথমজাত, যেন সর্ব্ববিষয়ে তিনি অগ্রগণ্য হন| কারণ [ঈশ্বরের] এই হিতসঙ্কল্প হইল, যেন সমস্ত পূর্ণতা তাঁহাতেই বাস করে, এবং তাঁহার ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করিয়া, তাঁহার দ্বারা যেন আপনার সহিত কি স্বর্গস্থিত, কি মর্ত্ত্যস্থিত, সকলই সম্মিলিত করেন, তাঁহার দ্বারাই করেন| আর পূর্ব্বে দুষ্ক্রিয়াতে বহিঃস্থ ও শত্রু ছিলে যে তোমরা, তোমাদিগকে তিনি এখন খ্রীষ্টের মাংসময় দেহে মৃত্যু দ্বারা সম্মিলিত করিলেন, যেন পবিত্র, নিষ্কলঙ্ক ও নির্দ্দোষ করিয়া আপনার সাক্ষাতে উপস্থিত করেন’’ (কলসীয় 1:15-22)|

হালেল্লুইয়া! ঐ হলেন যীশু! "হ্যাঁ, তিনি সর্ব্বোতভাবে মনোহর!" তাঁকে অবজ্ঞা ও প্রত্যাখ্যান করা থেকে ফিরে এসে আমরা কৃতজ্ঞতাসূচক প্রশংসায় তাঁর পদতলে আশ্রয় নিই - কারণ আমাদের রক্ষা করতে তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন, এবং আমাদের নতুন জীবন দিতে মৃত্যু থেকে তিনি পুনরুত্থিত হয়েছিলেন! হালেল্লুইয়া! "তিনি হলেন সর্ব্বোতভাবে মনোহর!" "হ্যাঁ, তিনি হলেন সর্ব্বোতভাবে মনোহর!"

আমি জানি যীশু নাম সুমধুর নাম,
   এবং তিনি তেমনিই যেমন তাঁহার মনোহর নাম,
এবং ঐ কারণে কেন আমি তাঁহাকে অতি প্রেম করি;
   ওহ, যীশু আমি জানি যীশু নাম সুমধুর নাম|

আসুন সেইভাবে যেমন এসেছিলেন সেই দুষ্ট মহিলা যিনি "তাঁহার চরণ চুম্বন করিয়াছিলেন" (লূক 7:38)| এবং যীশু তাকে বলেছিলেন, "তোমার পাপ সকল ক্ষমা হইয়াছে" (লূক 7:48)| "পুত্ত্রকে চুম্বন কর|" বাইবেল সেইরকমই করতে বলছে! "পুত্ত্রকে চুম্বন কর...ধন্য তাহারা সকলে, যাহারা তাঁহার শরণাপন্ন" (গীত সংহিতা 2:12)| আজ সকালে আপনি কি ঈশ্বরের পুত্রকে চুম্বন করবেন, এবং আপনার বিশ্বাস তাঁর উপরে স্থাপন করবেন? "ঈশ্বরের পুত্রকে চুম্বন করুন?" আপনি বলছেন| হ্যাঁ! হ্যাঁ! বিশ্বাসে তাকে চুম্বন করুন এবং তাঁতে বিশ্বাস স্থাপন করুন, কারণ তিনি সর্ব্বোতভাবে মনোহর! স্পারজিয়ন বলেছিলেন,

     যীশুর নিকটে আসিতে হইলে আপনার ভীত হইবার প্রয়োজন নাই, কারণ "তিনি সর্ব্বোতভাবে মনোহর|" ইহা এই বলিতেছে না যে তিনি সর্ব্বতোভাবে ভয়ঙ্কর - উহা তাঁহার সম্বন্ধে আপনার ভুল ধারণা; ইহা বলিতেছে না যে তিনি কতকটা মনোহর, এবং কোন কোন সময়ে নির্দ্দিষ্ট ধরণের পাপীদের গ্রহণ করতে ইচ্ছুক; কিন্তু "তিনি সর্ব্বোতভাবে মনোহর," এবং সেইজন্যে তিনি সর্বদা অতিমন্দদের [পাপীদের] স্বাগত জানাইতে প্রস্তুত থাকেন| তাঁহার নামের বিষয়ে চিন্তা করুন| ইনি হইতেছেন যীশু, সেই পরিত্রাতা| উহা কি একটি মনোহর নাম নয়? তাঁহার কার্যের বিষয়ে চিন্তা করুন| যাহারা হারাইয়া গিয়াছেন তাহাদের তিনি অন্বেষণ এবং উদ্ধার করিতে আসিয়াছেন| ইহাই তাঁহার পেশা| উহা কি মনোহর নয়? তিনি কি করিয়াছেন সেই বিষয়ে চিন্তা করুন| তাঁহার রক্তের সাহায্যে তিনি আমাদের আত্মা মুক্ত করিয়াছেন| উহা কি মনোহর নয়? তিনি কি করিতেছেন তাহা চিন্তা করুন| পাপীদের জন্য তিনি ঈশ্বরের সিংহাসনের সম্মুখে [প্রার্থনা] করিতেছেন... ইহা কি মনোহর নয়? [যেভাবেই আপনি তাঁহার প্রতি দেখেন] যীশু সেই পাপীদের নিকট আকর্ষনীয় যাহাদের নিকট যীশুর প্রয়োজন রহিয়াছে| তাহা হইলে, আসুন, আসুন এবং স্বাগত জানান, সেখানে কিছুই নাই যাহা আপনাকে দূরে রাখিতে পারে, সেখানে সবকিছু আপনাকে [আহ্বান করিতেছে] আসিবার জন্য| যেদিন আমি খ্রীষ্টের প্রচার করিয়াছি এবং তাঁহাকে উচ্চকৃত করিয়াছি, সেই নির্দ্দিষ্ট বিশ্রাম দিনটিই হউক সেই দিন, যখন আর কখনও তাঁহাকে ত্যাগ না করিতে, কিন্তু চিরকাল এবং চিরকালের জন্য তাঁহার জন্য হইতে, যেদিন আপনি তাঁহার দ্বারা আকর্ষিত হন| আমেন| (C. H. Spurgeon, “Altogether Lovely,” The Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, 1977 reprint, volume 17, pages 407-408)|

"হ্যাঁ, তিনি সর্ব্বোতভাবে মনোহর|" এবং তিনি আপনাকে তাঁর কাছে আসার এবং তাঁকে বিশ্বাস করার, এবং সর্বকালের ও অনন্তকালের জন্য, পাপ থেকে উদ্ধার লাভ করার আহ্বান জানাচ্ছেন - কারণ তিনি আপনাকে সেরকমই ভালবাসেন! কারণ তিনি আপনাকে সেই রকম ভালবাসেন! কারণ তিনি আপনাকে সেই রকম ভালবাসেন! তাঁর কাছে আসুন - কারণ তিনি আপনাকে সেই রকম ভালবাসেন! তিনি আপনাকে ফিরিয়ে দেবেন না - কারণ তিনি আপনাকে সেই রকম ভালবাসেন!

আমার দাসত্ববন্ধন, দুঃখ, এবং অন্ধকারের বাইরে,
   যীশু, আমি আসছি, যীশু, আমি আসছি;
তোমার মুক্তি, আনন্দ, এবং জ্যোতিতে,
   যীশু, আমি তোমার কাছে আসছি;
তোমার স্বাস্থ্যে আমার অসুস্থতা বাইরে,
   তোমার সম্পদে আমার চাওয়া বাইরে,
তোমার নিজের মধ্যে আমার পাপের বাইরে,
   যীশু, আমি তোমার কাছে আসছি|

এখন ঐ গানটির আর একটি পদ শুনুন,

ভীতি এবং কবরের আতঙ্কের বাইরে,
   যীশু, আমি আসছি, যীশু, আমি আসছি;
তোমার গৃহের জ্যোতিতে এবং আনন্দে,
   যীশু, আমি তোমার কাছে আসছি;
অবর্ণিত ধ্বংসের গভীরতার বাইরে,
   তোমার আশ্রয়ের অধীনে শান্তিতে,
দেখ তাঁহার চিরকালের গৌরবময় মুখ,
   যীশু, আমি তোমার কাছে আসছি|
(“Jesus, I Come” by William T. Sleeper, 1819-1904) |

যীশু আপনাকে ভালবাসেন| আজকের সকালে যীশুর কাছে আসুন| তাঁকে বিশ্বাস করুন| আপনি তাঁকে "সর্ব্বোতভাবে মনোহর" দেখতে পাবেন| তাঁর রক্ত আপনার সব পাপ ধুয়ে দূরে সরিয়ে দেবে| যীশুকে বিশ্বাস করার বিষয়ে যদি আপনি আমাদের সঙ্গে কথা বলবেন বলে মনে করে, তবে যখন আমাদের বাকিরা মধ্যাহ্নভোজের জন্য উপরের তলায় গিয়েছেন, আপনি আসুন আর সামনের দুটি সারিতে বসুন| আমেন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Fairest Lord Jesus” (translated from German by Joseph A. Seiss, 1823-1904) |


খসড়া চিত্র

অবজ্ঞাত কিন্তু মনোহর !

DESPISED BUT LOVELY!

ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র দ্বারা লিখিত
এবং রেভাঃ জন্ শমূয়েল কেগান এর দ্বারা
প্রচারিত একটি ধর্ম্মোপদেশ

“তিনি সর্ব্বোতভাবে মনোহর” (পরমগীত 5:16) |

I.   প্রথম, হারানো জগৎ মনে করে না যে যীশু আদৌ মনোহর,
যিশাইয় 53:2-3 |

II.  দ্বিতীয়, প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীরা দেখেন যে তিনি সর্ব্বোতভাবে মনোহর,
কলসীয় 1:15-22; লূক 7:38, 48; গীতসংহিতা 2:12 |