এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|
এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|
যখনই আপনি ডঃ হেইমার্সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |
স্পারজিয়নের “সমস্ত ঈশ্বরতত্ত্বের সারাংশ”SPURGEON’S “SUBSTANCE OF ALL THEOLOGY” লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র |
স্পারজিয়ন মাত্র 27 বছর বয়সী ছিলেন| কিন্তু ইতিমধ্যেই লন্ডন শহরে তিনি খুব বিখ্যাত প্রচারক হয়ে পড়েছিলেন| প্রত্যেক রবিবার সকালে তিনি 30,000 লোকদের প্রতি প্রচার করতেন| সেই বিখ্যাত যুবক প্রচারক, 1861 সালের 25শে জুন, মঙ্গলবার, স্বয়োনসি শহরে গিয়েছিলেন| সেদিন বৃষ্টি পড়ছিল| সেইজন্যে লোকদের বলা হয়েছিল তিনি দুই জায়গাতে প্রচার করবেন| দিনের বেলাতেই বৃষ্টি ছেড়ে গেল| সেইদিন সন্ধ্যায় এই খ্যাতনামা প্রচারক খোলা জায়গাতে লোকদের এক বিশাল সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন| এটাই হল সেই প্রচার যার সঙ্গে কিছু বিষয় যুক্ত করে নিয়ে আমি আজ প্রচার করছি| অনুগ্রহ করে আমাদের পাঠ্যাংশ, যোহন 6:37 পদ দেখুন| “পিতা যে সমস্ত আমাকে দেন, সে সমস্ত আমারই কাছে আসিবে; এবং যে আমার কাছে আসিবে, তাহাকে আমি কোনমতে বাহিরে ফেলিয়া দিব না” (যোহন 6:37)| এখানে এটা হল একটা পাঠ্যাংশ যার উপরে কেউ হাজার হাজার ধর্ম্মোপদেশ প্রচার করতে পারেন| সমগ্র জীবনের পাঠ্যাংশ হিসাবে আমরা এই পদের দুটি বিষয় যেন গ্রহণ করতে পারি - এবং এর মধ্যে নিহিত মহান সত্য থেকে যেন কখনও পরিশ্রান্ত না হই| বর্তমানে অনেক কালভিনিষ্টিক প্রচারক রয়েছেন যারা খুব ভাল বলতে পারবেন এই প্রথম অংশের উপরে, “পিতা যে সমস্ত আমাকে দেন, সে সমস্ত আমারই কাছে আসিবে...” অপরপক্ষে সেখানে বহু ভাল আরমিনিয়ান প্রচারক রয়েছেন যারা পাঠ্যাংশের দ্বিতীয় অর্দ্ধাংশের প্রচার করতে পারতেন, “এবং যে আমার কাছে আসিবে, তাহাকে আমি কোনমতে বাহিরে ফেলিয়া দিব না|” কিন্তু তারা প্রথম অর্দ্ধাংশের উপরে জোর করে কিছু বলতে পারেন না, “পিতা যে সমস্ত আমাকে দেন, সে সমস্ত আমারই কাছে আসিবে...” প্রচারকদের দুই দলেই তারা রয়েছেন যারা উভয় দিকটি দেখতে পান না| তারা এক চোখে পাঠ্যাংশটিকে দেখেন| তারা সেই সব দেখতে পাবেন না যে সমস্ত হয়তো দেখতে পাওয়া যেত যদি তারা দুইচোখ খুলতেন| আজ রাত্রে এখন আমি আমার শ্রেষ্ঠ ক্ষমতার ব্যবহারে এই পাঠ্যাংশের দুই অর্দ্ধের উপরেই বলার চেষ্টা করব - এবং এতদানুসারে যীশু আমাদের যা যা শোনাতে চান তার সবই প্রচার করব| I. প্রথম, ভিত্তি যার উপরে পরিত্রাণ স্থাপিত | “পিতা যে সমস্ত আমাকে দেন, সে সমস্ত আমারই কাছে আসিবে|” আমরা যা কিছু করি তার উপরে পরিত্রাণ স্থাপিত নয়| পিতা ঈশ্বর যা কিছু করেন তার উপরে এটা স্থাপিত হয়| পিতা তাঁর পুত্র, প্রভু যীশু খ্রীষ্টকে কিছু লোক দেন| এবং পুত্র বলছেন, “পিতা যে সমস্ত আমাকে দেন, সে সমস্ত আমারই কাছে আসিবে|” এর মানে হল যে প্রত্যেক লোক যারা যীশুর কাছে আসেন তারা হলেন সেই লোক যাকে পিতা যীশুকে দেন| আর যে কারণে তারা যীশুর কাছে আসেন তা হল যে পিতা এই আসার বিষয়টি তাদের হৃদয়ে স্থাপন করেছেন| একজন ব্যক্তি পরিত্রাণ লাভ করেন, এবং অন্য আর একজন দিশাহারা হন, তার কারণটি ঈশ্বরের মধ্যে খুঁজে পাওয়া যায় - পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি যা কিছু করেছেন বা করেননি, তার মধ্যে নয়| এমন কোন কিছুর মধ্যে নয় যা পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি অনুভব করেছে, বা করেননি| কিন্তু তার স্বয়ং এর বাইরের কোন কিছুর মধ্যে - এমনকী ঈশ্বরের সার্ব্বভৌম অনুগ্রহের মধ্যেও| ঈশ্বরের ক্ষমতার সেই সব দিনে, পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তিকে যীশুর কাছে আসার জন্য ইচ্ছুক করানো হত| বাইবেলে অবশ্যই এই বিষয়টির ব্যাখ্যা থাকা দরকার| বাইবেল বলছে, “কিন্তু যত লোক তাঁহাকে গ্রহণ করিল, সেই সকলকে, যাহারা তাঁহার নামে বিশ্বাস করে তাহাদিগকে, তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন| তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত” (যোহন 1:12, 13)| আবার, বাইবেল বলছে, “অতএব যে ইচ্ছা করে, বা যে দৌড়ে, তাহা হইতে এটী হয় না, কিন্তু দয়াকারী ঈশ্বর হইতে হয়” (রোমীয় 9:16)| প্রত্যেক ব্যক্তি যারা স্বর্গে থাকেন, সেখানে আছেন কারণ ঈশ্বর তাকে খ্রীষ্টের প্রতি আকর্ষণ করেছিলেন| এবং প্রত্যেক ব্যক্তি যারা স্বর্গের পথে চলেছেন তারা এখন সেখানে যাচ্ছেন কারণ ঈশ্বর একাকী তাদের "একজনের পক্ষে অন্য জনের বিপক্ষে করিয়াছেন" (I করিন্থীয় 4:7)| সব মানুষ, স্বভাবে, যীশুর কাছে আসার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন| "সকলেই পাপের অধীন...একজনও নাই, বুঝে, এমন কেহই নাই, ঈশ্বরের অন্বেষণ করে, এমন কেহই নাই| সকলেই বিপথে গিয়াছে" (রোমীয় 3:9, 11, 12)| যীশুর কাছে না আসার জন্যে লোকেরা নানা রকমের অজুহাত দেন| "তাহারা সকলেই একমত হইয়া ক্ষমাভিক্ষা করিতে লাগিল" (লূক 14:18)| কেউ কেউ বলেন যে তারা যীশুর কাছে আসছেন না কারণ তারা তাঁকে দেখতে পান না| অন্যেরা বলেন যে তারা যীশুর কাছে আসছেন না কারণ তারা তাঁকে অনুভব করতে পারছেন না| তবুও অন্যেরা যা বলছেন সেইসব বাক্য শুনে কেউ কেউ তা নকল করার দ্বারা যীশুর কাছে আসার চেষ্টা করে চলেছেন| যীশুর কাছে আসা প্রত্যাখ্যান করার জন্যে তারা সকলেই অজুহাত খাড়া করান| কিন্তু ঈশ্বর, তাঁর সার্বভৌম অনুগ্রহে, তাদের কারোর মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করেন| যীশুর কাছে আসতে ইচ্ছুক ও সক্ষম করাতে ঈশ্বর কোন কোন পুরুষ এবং মহিলাকে আকর্ষণ করেন| “পিতা যে সমস্ত আমাকে দেন, সে সমস্ত আমারই কাছে আসিবে|” তারা “তোমার বিক্রম দিনে, তোমার প্রজাগণ স্বেচ্ছায় দত্ত উপহার হইবে” (গীতসংহিতা 110:3)| ঈশ্বর, তাঁর পবিত্র আত্মার ক্ষমতায়, কিছু লোককে খ্রীষ্টের প্রতি আকর্ষণ করেন| “আমরা প্রেম করি, কারণ তিনিই প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন” (I যোহন 4:19)| সেটাই, হচ্ছে নির্বাচন, আমার বন্ধু। দীর্ঘদিন যাবৎ আমি এটা বিশ্বাস করিনি| তা সত্ত্বেও কিভাবে আমি পরিত্রাণ পেয়েছিলাম তা ভেবে আমি সর্বদা বিস্মিত হয়েছি| হান্টিংটন পার্কের প্রথম ব্যাপটিস্ট মন্ডলীর একটা সানডে স্কুলে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল| আমার জ্ঞান অনুযায়ী সেই বিশাল শ্রেণীর মধ্যে একমাত্র আমি এখনও মন্ডলীতে রয়েছি| যতদূর আমি জানি, আমিই একমাত্র একজন যে পরিত্রাণ লাভ করেছিল| কিভাবে সেটা সম্ভব হয়েছিল? আমি একটা ভয়ঙ্কর পশ্চাদপট থেকে এসেছিলাম| আমার মন্ডলীতে উপস্থিত হওয়া নিয়ে আমাকে বিদ্রূপ ও উপহাস করা হত| আমাকে মোটেও কোন উৎসাহ দেওয়া হয়নি| এবং তা সত্ত্বেও আমার অন্তরে আমি জেনেছিলাম যে যীশু ছাড়া সেখানে আমার কোন আশা ছিল না| কিভাবে আমি সেটা জেনেছিলাম? আমার আত্মজীবনী, সমস্ত ভয়ের বিরুদ্ধে পড়ুন| সেখানে আমার জন্য কোন আশার আলো ছিল না| এবং তা সত্ত্বেও আমি এখানে, ষাট বছর পরে, এখনও পরিত্রাণের প্রচার করে চলেছি! আমার শ্রেণীতে আমি অন্তত আর কাউকে জানি না যিনি এমনকী খ্রীষ্ট বিশ্বাসী হয়েছেন, এবং নিশ্চিতভাবে তাদের কেউই সুসমাচার প্রচার করে ষাট বছর অতিবাহিত করেননি| কিভাবে সেটা সম্ভব হতে পারে? ডঃ কেগানের দিকে দেখুন| একজন নিরীশ্বরবাদী হিসাবে তিনি প্রতিপালিত হয়েছিলেন| কেউ তাকে সাহায্য করেনি| কেউ তার পরিচর্যা করেনি| তবুও তিনি হলেন আমার জানা সুন্দরতম খ্রীষ্ট বিশ্বাসীদের একজন| কিভাবে সেটা সম্ভব হতে পারে? মিসেস সালাজারের দিকে দেখুন| মন্ডলীতে আসার জন্যে তার স্বামী তাকে মারতেন| তার সন্তানেরা মন্ডলী ত্যাগ করেছিল এবং ঈশ্বরের কাছে অপদার্থে পরিণত হয়েছিল| তা সত্ত্বেও মিসেস সালাজার একাই কষ্ট স্বীকার করেছিলেন| আর তা সত্ত্বেও তিনি আনন্দে পরিপূর্ণ মহিলা| মন্ডলীতে যুবকদের সাহায্য করে তিনি নিজের জীবন অতিবাহিত করছেন| কিভাবে এটা হতে পারে? এরন ইয়ান্সীর দিকে দেখুন! তিনি ছাড়া তার পরিবারের আর একজনও খ্রীষ্ট বিশ্বাসী নন| তা সত্ত্বেও এরন হলেন আমার এই পর্যন্ত জানা সুন্দরতম খ্রীষ্ট বিশ্বাসীদের একজন| কিভাবে এটা হতে পারে? মিসেস উইনি চানের দিকে দেখুন| যীশুর জন্যে তিনি সব সময়ে পশ্চাদপটে থেকে শান্তভাবে কাজ করে যাচ্ছেন| মন্ডলীর অন্য মেয়েদের তুলনায় সুসমাচার প্রচার থেকে তিনি আরও বেশী নাম সংগ্রহ করছেন| কোন জিনিষটি তাকে এগিয়ে নিয়ে চলেছে? কিভাবে এটা হতে পারে? জন্ স্যামূয়েল কেগানের দিকে দেখুন| তিনি মহান মন্ডলী ভাঙ্গনের মধ্যে দিয়ে গিয়েছিলেন| তার সব বন্ধুরা চলে গিয়েছিলেন| তবুও প্রত্যেক রবিবার সকালে তিনি এখানে প্রচার করছেন| তবুও একজন প্রচারক হওয়ার জন্য জন্ কেগান সেমিনারিতে পড়াশোনা করছেন| কিভাবে এটা হতে পারে? মিসেস হেইমারসের দিকে দেখুন| অতি বিস্ময়করভাবে প্রথমবার আমার সুসমাচার প্রচার শোনার পরে তিনি উদ্ধার পেয়েছিলন| স্বার্থপরতা এবং পাপের জীবনের জন্যে তার সব বন্ধুরা মন্ডলী ছেড়ে চলে গিয়েছিলেন| কিন্তু ঈশ্বরের শক্তিশালী এক মহিলা হিসাবে মিসেস হেইমারস সেই সবের মধ্য দিয়ে এসেছেন! কিভাবে এটা হতে পারে? এই সব লোকদের মন পরিবর্তন, এবং খ্রীষ্ট ও মন্ডলীর প্রতি তাদের অগাধ বিশ্বাসকে ব্যাখ্যা করার আর কোন রাস্তা আমি খুঁজে পাচ্ছি না| নির্বাচনই হল একমাত্র উত্তর! কুলপতি ইয়োবের সঙ্গে একসাথে তিনি বলতে পারেন, “যদিও তিনি আমাকে বধ করেন, তথাপি আমি তাঁহার অপেক্ষা করিব” (ইয়োব 13:15)| আমার এই পর্যন্ত জানা সর্বশ্রেষ্ঠ খ্রীষ্ট বিশ্বাসী ছিলেন পালক রিচার্ড উরমব্রান্ট| তার কাহিনী পড়ুন, খ্রীষ্টের জন্যে যাতনা| যখন আপনি এটা পড়বেন, আপনি আমার সঙ্গে একমত হবেন, যে ঈশ্বরের দৃষ্টিতে তিনি ছিলেন বিলি গ্রাহাম, পোপ জন পল II, অথবা 20তম শতাব্দীর অন্য যেকোন যাজকদের তুলনায় মহান| 14 বছর ধরে একটি কম্যুনিষ্ট কারাগারে মৃত্যু অবধি তার উপরে অত্যাচার করা হয়েছিল, মৃত্যু অবধি প্রহার করা হয়েছিল, পাগল হওয়ার কাছাকাছি সময় অবধি অনাহারে রাখা হয়েছিল| কুলপতি ইয়োবের সঙ্গে একসাথে তিনিও বলতে পারেন, “যদিও তিনি আমাকে বধ করেন, তথাপি আমি তাঁহার অপেক্ষা করিব” (ইয়োব 13:15)| কিভাবে এটা হতে পারে যে যা তাকে মনোনীত করেছিল এবং যীশু খ্রীষ্টের কাছে আকর্ষণ করেছিল সেটা যদি ঈশ্বরের সার্বভৌম অনুগ্রহ না হয়েছে? কিভাবে এটা হতে পারে যদি খ্রীষ্টের বাক্য সত্য না হয়? কারণ যীশু স্বয়ং বলেছেন, “তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ, এমন নয়, কিন্তু আমিই তোমাদিগকে মনোনীত করিয়াছি” (যোহন 15:16)| “পিতা যে সমস্ত আমাকে দেন, সে সমস্ত আমারই কাছে আসিবে|” II. দ্বিতীয়ত, সকলের অনন্তকালীন পরিত্রাণ যারা যীশুর প্রতি প্রদত্ত হয়েছেন | “পিতা যে সমস্ত আমাকে দেন, সে সমস্ত আমারই কাছে আসিবে|” এটা অনন্তকালের নিমিত্ত অটল, এবং এতই অটল যে মানুষ বা দিয়াবলের দ্বারা এর পরিবর্তন ঘটান যায় না| এমনকী অতি খ্রীষ্টবিরোধী নিজেও সক্ষম হবেন না খ্রীষ্টের কাছে আসা থেকে বিরত করতে, এমনকী একজনকেও, যাদের নাম লেখা রয়েছে "জগতপত্তনের সময়াবধি হত মেষশাবকের জীবন পুস্তকে" (প্রকাশিত বাক্য 13:8)| তাদের মধ্যে প্রত্যেক শেষজনকে ঠিক সময়ে পবিত্র আত্মার দ্বারা আকর্ষণ করা হবে, এবং যীশুর কাছে আনা হবে, এবং খ্রীষ্টের মূল্যবান রক্তের মাধ্যমে ঈশ্বরের দ্বারা তাকে নিরাপদ রাখা হবে, এবং তাঁর মেষশাবক সমেত তাকে স্বর্গে আনা হবে, গৌরবের উচ্চ শৃঙ্গে! শুনুন! “পিতা যে সমস্ত আমাকে দেন, সে সমস্ত আমারই কাছে আসিবে|” পিতা যাদের যীশুর প্রতি প্রদান করেছেন তাদের একজনও বিনষ্ট হবে না| যদি এমনকী একজনও হারিয়ে যেতেন, তবে পাঠ্যাংশে বলতে হত "প্রায় সকলেই" বা "একজন ছাড়া বাকি সকলে|" কিন্তু এটা বলছে "সকলে" কোন ব্যতিক্রম ছাড়াই| যদি খ্রীষ্টের মুকুট থেকে একটা রত্ন হারিয়ে যেত, তাহলে খ্রীষ্টের মুকুট সর্ব-গৌরবে পূর্ণ হত না| যদি খ্রীষ্টের দেহের একটা অঙ্গকে বিনষ্ট হতে হত, খ্রীষ্টের দেহ সম্পূর্ণ হত না| “পিতা যে সমস্ত আমাকে দেন, সে সমস্ত আমারই কাছে আসিবে|” "কিন্তু ধরা যাক তাহারা আসিবে না|" আমি সেরকম কোন কিছু ধরতে পারি না| কারণ খ্রীষ্ট বলছেন তাহারা "আসিবে|" ঈশ্বরের ক্ষমতার দিনে তাদের ইচ্ছুক করানো হবে| যদিও মানুষ হল এক স্বাধীন প্রতিনিধি, তবুও ঈশ্বর তাকে আনত করতে পারেন, স্বেচ্ছায়, যীশুর কাছে আসতে| মানুষের সৃষ্টি কে করেছেন? ঈশ্বর! ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন? ঈশ্বরের সার্বভৌম সিংহাসনে কি আমরা মানুষকে বসাতে পারি? কে হবেন প্রভু, এবং তার পথ গ্রহণ করবেন? ঈশ্বর অথবা মানুষ? ঈশ্বরের ইচ্ছা, যা বলছে যে তারা "আসিবে," জানে যে কিভাবে তাদের আসতে বাধ্য করাতে হয়| আমরা এখন পড়ছি যে শতশত কট্টর মুসলিমরা এখন যীশুর কাছে আসছেন| দিয়াবল-অনুপ্রাণিত ধর্ম এষৌ এর সন্তানদের অন্ধ করে দেওয়া ইস্তক এখন আরও বেশী করে মুসলমানেরা যীশুর কাছে আসছেন| “পিতা যে সমস্ত আমাকে দেন, সে সমস্ত আমারই কাছে আসিবে|” সেখানে অনেক উপায় রয়েছে যা ঈশ্বর ব্যবহার করছেন, এমনকী ইরানে, এমনকী চীন দেশে, এমনকী সমুদ্রের দ্বীপগুলিতে, এমনকী শয়তানের অধীনস্ত কারাগারগুলিতেও| এমনকী ফিন্নির ভ্রান্ত মতবাদও সর্বশক্তিমান ঈশ্বরের সার্বভৌম অনুগ্রহের উপরে বিজয়লাভ করতে পারেনি! এই হল শাস্ত্রের মতবাদ! এই হল ঈশ্বরের মতবাদ! এই হল সেই মতবাদ যা ঈশ্বর বার বার উদ্দীপনায় ব্যবহার করেছেন| হিপ্পিদের ড্রাগ এবং যৌন স্বাধীনতাও দশ হাজারের বেশী শয়তানের সন্তানদের টেনে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করানোর আন্দোলন থেকে যীশুকে থামাতে পারেনি! এবং তিনি এটা আবার করতে পারেন! “পিতা যে সমস্ত আমাকে দেন, সে সমস্ত আমারই কাছে আসিবে|” কিন্তু মনে করুন যে ঈশ্বরের মনোনীত এমন কেউ হলেন যিনি এত কঠিন হয়ে পড়েছেন যে তার আর কোন আশাই নেই? তখন কি হবে? যদি তিনি মনোনীত হয়েছেন তাহলে সেই ব্যক্তিকে ঈশ্বরের অনুগ্রহের দ্বারা আবদ্ধ করা হবে| আশ্রুজল তার দুই গাল বেয়ে নেমে আসবে, এবং তাকে যীশুর কাছে আসতে ইচ্ছুক করে তোলা হবে এবং উদ্ধার করা হবে| 8 বছরের কাজের দ্বারা আমি পরিত্রাণ হারিয়ে ছিলাম| যদি ঈশ্বর আমার ইচ্ছাকে আনত করতে, এবং আমাকে যীশুর কাছে আনতে পেরে থাকেন, তিনি অন্য যে কাউকে আনতে পারেন! আশার আওতার বাইরে সেখানে কোন মনোনীত আত্মা নেই, মনোনীত একজনও নেই যাকে ঈশ্বর, এমনকী নরকের দরজা থেকেও যীশুর প্রতি আকর্ষণ করতে পারেন না! ঈশ্বর তাঁর বাহু উন্মুক্ত করতে পারেন, তাঁর হাত স্থাপন করতে পারেন, এবং সেই জ্বলন্ত কাষ্ঠখন্ড "অগ্নি থেকে উদ্ধৃত" করতে পারেন (সখরিয় 3:2)| III. তৃতীয়ত, পাঠ্যাংশের দ্বিতীয় অংশটি শুনুন | “পিতা যে সমস্ত আমাকে দেন, সে সমস্ত আমারই কাছে আসিবে; এবং যে আমার কাছে আসিবে, তাহাকে আমি কোনমতে বাহিরে ফেলিয়া দিব না” (যোহন 6:37)| এখানে কোন ভুল নেই| ভুল লোক আসতে পারেন না| যদি কোন দিশাহারা পাপী যীশুর কাছে আসেন, নিশ্চিতভাবে তিনি হন সেই সঠিক একজন| কেউ কেউ বলেন, "ধরা যাক আমি ভুল পথে আসলাম|" ভুল পথে আপনি যীশুর কাছে আসতে পারেন না| যীশু বলেছিলেন, "পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আকর্ষণ না করিলে কেহ আমার নিকটে আসিতে পারে না" (যোহন 6:44, 65)| যদি আপনি আদৌ যীশুর কাছে এসে থাকেন, তাহলে সেই আসার ক্ষমতা পিতার দ্বারা আপনাকে দেওয়া হয়েছে| যদি আপনি যীশুর কাছে আসেন, তিনি আপনাকে কোনভাবেই বাইরে ফেলে দেবেন না| সেখানে যীশুর জন্যে সম্ভাব্য কোন কারণ নেই যে তিনি কোন পাপীকে বাইরে ফেলে দেবেন যারা তাঁর কাছে এসেছেন| যীশু বলেছেন, “হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব” (মথি 11:28)| এটা তাঁর আমন্ত্রণ এবং তাঁর প্রতিশ্রুতি, দুইই| স্পারজিয়ন কেবলমাত্র 27 বছর বয়সী ছিলেন| সেই যুবক প্রচারক তার ধর্ম্মোপদেশ এই বাক্যগুলি দিয়ে শেষ করেছিলেন: এটাই যীশু খ্রীষ্ট আপনাদের প্রত্যেককে বলছেন - এটাই হল সুসমাচারের আমন্ত্রণ: "আসুন, আসুন, যীশুর নিকটে আসুন, আপনি যেমন আছেন সেইভাবেই আসুন|" আপনি বলছেন, "কিন্তু আমার আরও অনুভূতি পাওয়া প্রয়োজন|" "না, আপনি যেমন আছেন ঠিক সেভাবেই আসুন|" "কিন্তু আমাকে বাড়ি যেতে ও প্রার্থনা করতে দিন|" "না, না, আপনি যেমন আছেন ঠিক সেভাবেই যীশুর নিকটে আসুন|" যদি আপনি যীশু স্বয়ংকে বিশ্বাস করেন, তিনি আপনাকে উদ্ধার করবেন| ওহ, আমি প্রার্থনা করছি যে আপনি তাঁকে বিশ্বাস করবার সাহস দেখাবেন| যদি কেউ বাধা দিয়ে বলেন, "আপনি এমন একজন জঘণ্য পাপী," উত্তর করুন, "হ্যাঁ, এটা সত্যি, আমি তাই; কিন্তু যীশু স্বয়ং আমাকে আসতে বলেছেন|" তুমি দীন, হতভাগ্য, পাপী, পাপীগণ, যীশুকে বিশ্বাস করুন, এবং যদি যীশুকে বিশ্বাস করে আপনি বিনষ্ট হন, আমি আপনার সঙ্গে নিশ্চয়ই বিনষ্ট হব| কিন্তু সেটা কখনও হতে পারে না; যারা যীশুকে বিশ্বাস করেন তারা কখনও বিনষ্ট হবেন না| যীশুর কাছে আসুন, এবং তিনি আপনাকে বাইরে ফেলে দেবেন না| এটা চিহ্নিত করার চেষ্টা করবেন না| কেবল তাঁকে বিশ্বাস করুন, এবং আপনি কখনও বিনষ্ট হবেন না, কারণ তিনি আপনাকে ভালবাসেন| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন| (সংবাদের পরিসমাপ্তি) আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা সংবাদের আগে পঠিত শাস্ত্রাংশ: যোহন 6:35-39 | |
খসড়া চিত্র স্পারজিয়নের “সমস্ত ঈশ্বরতত্ত্বের সারাংশ” SPURGEON’S “SUBSTANCE OF ALL THEOLOGY” ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র দ্বারা প্রচারিত “পিতা যে সমস্ত আমাকে দেন, সে সমস্ত আমারই কাছে আসিবে; এবং যে আমার কাছে আসিবে, তাহাকে আমি কোনমতে বাহিরে ফেলিয়া দিব না” (যোহন 6:37)| I. প্রথমত, ভিত্তি যার উপরে পরিত্রাণ স্থাপিত, যোহন 6:37ক; যোহন 1:12, 13;
II. দ্বিতীয়ত, সকলের অনন্তকালীন পরিত্রাণ যারা যীশুর প্রতি প্রদত্ত হয়েছেন,
III. তৃতীয়ত, পাঠ্যাংশের দ্বিতীয় অংশ, যোহন 6:37খ; মথি 11:28 | |