Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




খ্রীষ্টে একাকী !

IN CHRIST ALONE!
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2018 সালের, 22শে এপ্রিল, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে প্রচারিত একটি ধর্ম্মোপদেশ
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, April 22, 2018

“চল, আমরা সদাপ্রভুর কাছে ফিরিয়া যাই, কারণ তিনিই বিদীর্ণ করিয়াছেন, তিনি আমাদিগকে সুস্থও করিবেন; তিনি আঘাত করিয়াছেন, তিনি আমাদের ক্ষত বন্ধনও করিবেন| দুই দিনের পরে তিনি আমাদিগকে সঞ্জীবিত করিবেন, তৃতীয় দিনে উঠাইবেন, তাহাতে আমরা তাঁহার সাক্ষাতে বাঁচিয়া থাকিব” (হোশেয় 6:1, 2)|


এই পদগুলির অর্থ খুবই স্পষ্ট| এটা ছিল ইস্রায়েলের প্রতি ঈশ্বরের অন্তিম আহ্বান| খুব শীঘ্রই তারা অসরিয়দের দ্বারা অধিকৃত হবেন এবং তারপরে তাদের ব্যবিলনে নিয়ে যাওয়া হবে| তাদের প্রহার এবং বিদীর্ণ করার পরে তারা বলবেন, ‘‘চল, আমরা সদাপ্রভুর কাছে ফিরিয়া যাই|’’

হ্যাঁ, সেই ভাববাণী সম্পূর্ণ হয়েছিল, এবং ব্যাবিলীয়দের দ্বারা তাদের বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল| সেই ভাববাণী ভবিষ্যতের বিষয় বলছে| ভবিষ্যতে সদাপ্রভু তাদের সুস্থ করবেন| “তিনি আমাদিগকে উঠাইবেন, তাহাতে আমরা তাঁহার সাক্ষাতে বাঁচিয়া থাকিব|” ভবিষ্যতের সেই দিনে সদাপ্রভু ইস্রায়েল দেশে ফিরিয়ে আনার এবং তাদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন| আমাদের সময়ে সদাপ্রভু সেই ভাববাণী পরিপূর্ণ করতে শুরু করেছেন| 1948 সালে ইস্রায়েলকে একটি রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে| সেই সময় থেকে যিহূদী লোকেরা তাদের ঈশ্বর-প্রদত্ত দেশ ইস্রায়েলে ফিরে আসা শুরু করেছেন| শীঘ্রই তারা তাঁর সাক্ষাতে বসবাস করা শুরু করবেন, ‘‘আর এই প্রকারে সমস্ত ইস্রায়েল পরিত্রাণ পাইবে’’ (রোমীয় 11:26)| এটাই হচ্ছে এই পদগুলির ব্যাখ্যা|

কিন্তু এখানে আরও কিছু কথা আছে| কেউ কেউ বলেছেন, ‘‘সেখানে মাত্র একটিই ব্যাখ্যা কিন্তু অনেকগুলি প্রয়োগ রয়েছে|’’ এখানে এই পদসমূহের দুটি প্রয়োগ দেওয়া হল|

I. প্রথম, পাঠ্যাংশটি খ্রীষ্ট বিশ্বাসীদের প্রতি প্রযুক্ত হয়েছে |

খ্রীষ্ট বিশ্বাসীদের প্রতি প্রয়োগের দ্বারা এই অধ্যায়টি কিছু বলছে| ব্যাখ্যা ছাড়াই কিছু সংখ্যক খ্রীষ্ট বিশ্বাসী প্রভুকে অনুসরণ করেন| তারা তাদের খ্রীষ্ট বিশ্বাসীর জীবনে খুবই দৃঢ়| কিন্তু আমাদের অধিকাংশ খ্রীষ্ট বিশ্বাসীগণ সময় সময়ে শীতল হয়ে পড়েছেন| কাজেই ঈশ্বর আমাদের কাছে কষ্ট ও দুর্দশা পাঠিয়ে থাকেন| তিনি চান সমস্যা এবং পরীক্ষা আমাদের বিদীর্ণ ও প্রহার করুক| ঈশ্বর আপনার মনের শান্তি কেড়ে নিয়েছেন| ঈশ্বর আপনাকে হতাশ এবং ভারাক্রান্ত হৃদয় অনুভব করান| এমনকী যদিও আজ রাত্রে আপনি এই মন্ডলীতে বসে আছেন| ঈশ্বর কেন আপনার প্রতি এই সমস্ত ঘটতে দেন? এটা হয়তো ভাল হবে যে আপনার করার জন্য তাঁর কাছে নতুন কিছু একটা রয়েছে| এটা হতে পারে যে আগামি বছরে একটা নতুন মন্ডলী গঠন করতে আমাকে সাহায্য করার জন্যে ঈশ্বর হয়তো আপনাকে প্রস্তুত করছেন| অথবা তিনি হয়তো এই মন্ডলীতে নতুন দায়িত্ব গ্রহণের জন্যে আপনাকে প্রস্তুত করছেন| মানুষ হিসাবে, আমরা পরিবর্তন চাই না| সুতরাং আমরা যতক্ষণে না স্বেচ্ছায় বিভিন্ন দায়িত্ব গ্রহণ করছি ততক্ষণ ঈশ্বর আমাদের বিদীর্ণ করেন এবং আমাদের প্রহার করেন| তাঁর রাজ্যে আমাদের আরও বেশী উপযোগী করে তুলতে তিনি সমস্ত প্রতিমা বিদীর্ণ করেন যার প্রতি আমরা সংযুক্ত ছিলাম| ডঃ টোজার বলেছিলেন, ‘‘কোন ব্যক্তিকে গভীর আঘাত না করিয়া ঈশ্বর তাহাকে অনেক আশীর্ব্বাদ করিতে পারেন কি না তাহা খুব সন্দেহজনক|’’ যদি আপনি মন পরিবর্তন করেছেন, ঈশ্বর আপনাকে ধ্বংস করতে যাবেন না| কিন্তু তিনি আপনাকে নাড়িয়ে দেন| সম্ভবত তিনি আপনাকে উদ্দীপনার সময় ব্যবহার করতে চলেছেন!

“দুই দিনের পরে তিনি আমাদিগকে সঞ্জীবিত করিবেন, তৃতীয় দিনে উঠাইবেন, তাহাতে আমরা তাঁহার সাক্ষাতে বাঁচিয়া থাকিব|”

আমি বিশ্বাস করি যে একট নতুন মন্ডলীর গঠন আপনাদের কয়েকজনকে শক্তিশালী খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হতে সাহায্য করবে| যখন শিশুরা বয়ঃসন্ধিতে পৌঁছায় তারা প্রায়ই তাদের হাত ও পায়ে ব্যাথা অনুভব করে| তারা এটাকে ‘‘বৃদ্ধির যন্ত্রণা’’ বলে থাকে| অধীর হবেন না| দুইদিন পরেই তিনি আপনাদের সঞ্জীবিত করবেন এবং আপনাদের আরও বেশী বিশ্বাস এবং আরও বেশী জীবন দেবেন! যা কিছু তিনি বিদীর্ণ করেন, তাঁর প্রিয়তম পুত্রকে দিয়ে তার থেকেও অনেক বেশী তিনি পুনঃস্থাপন করবেন! জন্ নিউটন ‘‘আশ্চর্য্য দয়া’’ গানটি লিখেছিলেন| তাছাড়া তিনি নিচের এই কবিতাটিও লিখেছিলেন|

আমি যাচ্ঞা করি প্রভু যেন আমি বৃদ্ধি পাই
বিশ্বাসে, প্রেমে, এবং প্রতিটি দয়ায়;
তাঁহার পরিত্রাণকে যেন অধিকরূপে জানি,
এবং অধিক আন্তরিকভাবে, তাঁর মুখের, অন্বেষণ করি|

তিনি যিনি আমাকে এই ধরণের প্রার্থনা করতে শিখিয়েছিলেন,
এবং তিনি, আমার বিশ্বাসে, প্রার্থনার উত্তর দিয়াছিলেন!
কিন্তু ইহা এমনভাবে হইয়া আসিতেছিল,
যেন আমাকে প্রায় হতাশাপ্রতি তাড়িয়ে নিয়ে যাইতেছিল|

কিছু অনুকূল দন্ডের প্রতি আমার আশা ছিল,
তৎক্ষণাৎ তিনি আমার বিনতির উত্তর দিলেন;
তাঁর প্রেমের দ্বারা শক্তি বাধ্য হয়েছিল,
আমার পাপ দমন করতে, এবং আমাকে বিশ্রাম দিতে|

ইহার পরিবর্তে, তিনি আমাকে অনুভব করতে সৃজন করেছেন
আমার হৃদয়ের গুপ্ত মন্দগুলিকে;
এবং দেখ নরকের ক্রোধী শক্তি
আমার আত্মার প্রতিটি অংশে আঘাত করে|

ঈশ্বর কি বলেছিলেন এরপরে তিনি আমাদের সেটা বলছেন,

এইসব আভ্যন্তরীন পরীক্ষাতে আমি নিযুক্ত,
আত্মার অহংকার ও গর্ব্ব হইতে, তিনি মুক্ত করেন;
এবং তোমার জগতের আনন্দের প্রণালী ভগ্ন করেন,
তুমি হয়ত আমাতে তোমার সবই পাইয়াছ|
(“I Asked the Lord that I Might Grow,” John Newton, 1725-1807) |

II. দ্বিতীয়, পাঠ্যাংশটি অপরিত্রাণ প্রাপ্তদের প্রতি প্রযুক্ত হয়েছে |

আজ সন্ধ্যায় আমার প্রধান উদ্দেশ্য হল দ্বিতীয় একটা প্রয়োগ আপনাদের সামনে রাখা, আপনাদের এই দেখাতে যে যদি আপনি এখনও অবধি মন পরিবর্তন না করে থাকেন তাহলে এটা কিভাবে আপনাকে বলছে! ঈশ্বর আপনাকে বলছেন,

“চল, আমরা সদাপ্রভুর কাছে ফিরিয়া যাই, কারণ তিনিই বিদীর্ণ করিয়াছেন, তিনি আমাদিগকে সুস্থও করিবেন; তিনি আঘাত করিয়াছেন, তিনি আমাদের ক্ষত বন্ধনও করিবেন| দুই দিনের পরে তিনি আমাদিগকে সঞ্জীবিত করিবেন, তৃতীয় দিনে উঠাইবেন, তাহাতে আমরা তাঁহার সাক্ষাতে বাঁচিয়া থাকিব” (হোশেয় 6:1, 2)|

মন পরিবর্তন যন্ত্রণাদায়ক হয়| এটা যন্ত্রণাদায়ক কেননা আপনি মন পরিবর্তন করতে চাইছেন না| আপনি হয়ত বলছেন যে আপনি মন পরিবর্তন করতে চান - কিন্তু তা সত্য নয়| এমনকী আপনি হয়ত চিন্তা করতে পারেন যে আপনি মন পরিবর্তন করতে চান - কিন্তু কোনভাবেই সেটা সত্য নয়! বাইবেল বলছে, ‘‘ঈশ্বরের অন্বেষণ করে, এমন কেহই সেখানে নাই’’ (রোমীয় 3:11)| তাহলে কেন কিছু লোক ঈশ্বরের অন্বেষণ শুরু করেন? যোহন 16:8 পদে এর উত্তর রয়েছে, যা আমাদের বলছে যে সেই পবিত্র আত্মা ‘‘পাপের সম্বন্ধে, জগৎকে দোষী করিবেন|’’ ‘‘দোষী’’ শব্দটি এসেছে গ্রীক শব্দ “elengkho” (এলেনখো) থেকে - ‘‘দোষী সাব্যস্ত করা,’’ ‘‘ভুল কিছু বলা,’’ ‘‘তিরস্কার,’’ ‘‘যুক্তি দেখিয়ে বোঝানো|’’

তারা হলেন দিশাহারা পাপী একথা বললে একজনও সেটা উপভোগ করেন না| কিন্তু সুসমাচার সংক্রান্ত প্রচারে এটা করা প্রয়োজনীয়| যে কারণে আপনি এখনও মন পরিবর্তন করেননি তা হল যে আপনি আপনার পাপ অনুভব করতে পারেননি| সেই কারণে, ঈশ্বরকে তাঁর আত্মা নামিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে, বেশী করে প্রার্থনা অবশ্যই করতে হবে, যাতে দিশাহারা লোকদের বিদীর্ণ করা যায়, এবং প্রহার করা যায়, এবং যুক্তি দ্বারা বোঝানো যায়, এবং তিরস্কার করা যায়, এবং তাদের স্বার্থপরতা ও সর্ব্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী হওয়া সম্বন্ধে তাদেরকে দোষী সাব্যস্ত করা যায়| আপনার অন্তরের এত বেশী বিরোধীতা এবং পাপ বহন করে কিভাবে আপনি শেষ বিচারের সময় ঈশ্বরের সামনে দাঁড়াবেন? কিভাবে আপনি এই ধরণের ধর্ম্মোপদেশ শুনতে পারছেন এবং তারপরে দোতালার সহভাগিতা কক্ষে সান্ধ্যভোজন সারতে গিয়ে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে হাসাহাসি করতে পারছেন? একটিও ধর্ম্মোপদেশ প্রতিদিন পাঠ না করে এবং ভিডিওগুলির একটিও না দেখে কিভাবে আপনি গোটা সপ্তাহ অতিবাহিত করতে পারছেন? আপনাকে অবশ্যই ঈশ্বর, সেই প্রকৃত ঈশ্বর যিনি আপনার শীতল চিন্তাধারা এবং কঠিনীভূত হৃদয়ের জন্য অসন্তুষ্ট ও ক্রোধী হন, তাঁকে ভয় পেতে হবে!!! বিষয়টি খুব গম্ভীর! সমগ্র জগতে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই| নরকের অগ্নিশিখা আপনার জন্য অপেক্ষা করে রয়েছে, আর প্রচারের ঠিক পরেই আপনি বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা করছেন! ঐরকমভাবে চললে সেখানে আপনার জন্য কোন আশা নেই!

জন্ কেগান কি বলেছিলেন শুনুন, ‘‘আমার মন পরিবর্তনের পূর্বে আমি মরিয়া যাইতেছি বলিয়া অনুভব করিতাম| আমি ঘুমাইতাম না| আমি হাসিতে পারিতাম না| আমি শান্তি খুঁজিয়া পাইতাম না... আমি এত যন্ত্রণা অনুভব করা বন্ধ করিতে পারি নাই| আমি সম্পূর্ণভাবে নিঃশেষিত হইয়াছিলাম| আমি এই সমস্ত বিষয়ে অত্যন্ত ক্লান্ত হইয়া পড়িয়াছিলাম| আমি নিজেকে ঘৃণা করিতে, আমার পাপ এবং উহা আমাকে কিরূপ অনুভব করাইত তাহা ঘৃণা করিতে শুরু করিয়াছিলাম... আমার পাপ অন্তহীনভাবে মন্দ হইতে মন্দ হইতেছিল| আমি উহা আর সহ্য করিতে পারিতেছিলাম না| আমি জানিতাম যে আমাকে নরকে যাইবার ন্যায় দোষী সাব্যস্ত করিতে ঈশ্বর ন্যায়নিষ্ঠ ছিলেন| সংগ্রাম করিতে করিতে আমি অতি ক্লান্ত হইয়া পড়িয়াছিলাম| আমার যাহা ছিল তাহার সবকিছুতেই আমি অতিশয় ক্লান্ত হইয়া পড়িয়াছিলাম... আমি তখনও যীশুকে পাই নাই... আমি ‘চেষ্টা করিতেছিলাম’ পরিত্রাণ লাভ করিতে| আমি ‘চেষ্টা করিতেছিলাম’ খ্রীষ্টকে বিশ্বাস করিতে এবং আমি পারি নাই| আমি খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হইবার সিদ্ধান্ত লইতে পারি নাই, এবং ইহা আমাকে অতিশয় আশাহীন অনুভব করাইয়াছিল|

ইহার পরিবর্তে, তিনি আমাকে অনুভব করতে সৃজন করেছেন
আমার হৃদয়ের গুপ্ত মন্দগুলিকে;
এবং দেখ নরকের ক্রোধী শক্তি
আমার আত্মার প্রতিটি অংশে আঘাত করে|

আমি অনুভব করিতে পারিতেছিলাম যে আমার পাপ আমাকে নীচে নরকের দিকে ঠেলিয়া দিতেছে, তাহা সত্ত্বেও আমি অনুভব করিতে পারিতেছিলাম যে আমার অনমনীয়তা বলপূর্বক আমার অশ্রুজল দূরে সরাইয়া দিতেছে... আমি বাধ্য হইয়াছিলাম সমস্ত কিছু মরিতে দিতে!’’

কিভাবে এটা জন্ এর প্রতি ঘটেছিল? সঠিক শব্দ বলার শিক্ষা না নেওয়ার জন্য! হে ঈশ্বর, না! শব্দ তাকে কখনও সাহায্য করতে পারত না! একটি ‘‘অনুভূতি’’ পাওয়ার দ্বারাও নয়| হে, ঈশ্বর না! কোন অনুভূতি তাকে সাহায্য করতে পারত না|

প্রভু ‘‘বিদীর্ণ করিয়াছেন| তিনি আঘাত করিয়াছেন!’’ তিনি জন্ এর হৃদয় ভগ্ন করিয়াছেন! তিনি জন্’কে আঘাত করিয়া অবনত করিয়াছেন!

প্রকৃত মন পরিবর্তন হল যন্ত্রনাদায়ক! আপনি সর্ব্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে সংগ্রাম করছেন! আপনি এসব নিয়ে নিজের মত করে প্রতারণা করতে পারেন না| এসব নিয়ে আপনি আপনার মত কথা বলতে পারেন না! এর থেকে আপনি নিজের মত করে শিক্ষা নিতে পারেন না!!!

এইসব আভ্যন্তরীন পরীক্ষাতে আমি নিযুক্ত,
আত্মার অহংকার ও গর্ব্ব হইতে, তিনি মুক্ত করেন;
এবং তোমার জগতের আনন্দের প্রণালী ভগ্ন করেন,
তুমি হয়ত আমাতে তোমার সবই পাইয়াছ|

‘‘পুত্ত্রকে চুম্বন কর, পাছে তিনি ক্রুদ্ধ হন ও তোমরা পথে বিনষ্ট হও, কারণ ক্ষণমাত্রে তাঁহার ক্রোধ প্রজ্জ্বলিত হইবে| ধন্য তাহারা সকলে, যাহারা তাঁহার শরণাপন্ন’’ (গীতসংহিতা 2:12)|

এমি জাবালগাʼর কথা শুনুন, ‘‘আমার পাপের সহিত সংশ্লিষ্ট থাকিবার কারণে আমি আমার আত্ম-করুণায় অতিশয় জড়াইয়া পড়িয়াছিলাম...আপনার হৃদয়ের কালিমা এবং অদ্ভুতদর্শন মূর্তি দেখিতে কিরূপ লাগে তাহার সম্পূর্ণ বর্ণনা আমি করিতে পারিতেছি না| ইহাতে আমি হতাশাগ্রস্ত ও লজ্জিত হইয়াছিলাম যাহা আমি জানি ঈশ্বর দেখিয়াছেন| সর্ব্বদর্শী সেই ঈশ্বরের সম্মুখে আমি ছিলাম এক নীচ প্রাণী| মন্ডলীতে আমি যাহা কিছু করিয়াছি তাহার শিকড় স্বার্থপরতার পাপের মধ্যে প্রোথিত ছিল| শুদ্ধ খ্রীষ্ট বিশ্বাসীদের মধ্যে এক নোংরা কুষ্ঠি বলিয়া আমি নিজেকে অনুভব করিতাম| কিন্তু তাহা সত্ত্বেও আমি খ্রীষ্টে বিশ্বাস করি নাই| যীশু ছিলেন কেবলমাত্র একটি শব্দ...কেহ একজন যিনি বহুদূরে ছিলেন...আমি একটি সুন্দর অনুভূতির অন্বেষণে ছিলাম...আমি পরিত্রাণ লাভ করিয়াছি উহার প্রমাণ দিতে এক ধরণের অভিজ্ঞতার অন্বেষণে ছিলাম...সর্ব্বশক্তিমান ঈশ্বরের সহিত খেলা করিবার জন্য ডঃ হেইমার্স হারানোদের তিরস্কার করিতেছিলেন| ভয়ে কম্পিত হইয়া, আমি নিজের আসনে বসিয়াছিলাম| আমি জানিতাম যে আমিই ছিলাম ঐ ব্যক্তি| তাহার পর ডঃ হেইমার্স পাঠ্যাংশ হইতে বিবৃত করিলেন,

‘চল, আমরা সদাপ্রভুর কাছে ফিরিয়া যাই, কারণ তিনিই বিদীর্ণ করিয়াছেন, তিনি আমাদিগকে সুস্থও করিবেন; তিনি আঘাত করিয়াছেন, তিনি আমাদের ক্ষত বন্ধনও করিবেন| দুই দিনের পরে তিনি আমাদিগকে সঞ্জীবিত করিবেন, তৃতীয় দিনে উঠাইবেন, তাহাতে আমরা তাঁহার সাক্ষাতে বাঁচিয়া থাকিব’ (হোশেয় 6:1, 2)|ʼʼ

এমি বলেছিলেন, ‘‘আমার পাপ অতল সমুদ্রের ন্যায় বিস্তৃত হইয়াছিল| আমি ইহা আর বহন করিতে পারিতেছিলাম না| আমার অবশ্যই যীশুর প্রয়োজন ছিল! আমার অবশ্যই তাঁহার রক্তের প্রয়োজন ছিল!’’

প্রভু ‘‘বিদীর্ণ করিয়াছেন| তিনি আঘাত করিয়াছেন!’’ তিনি এমি’র হৃদয় ভগ্ন করিয়াছেন! তিনি এমি’কে আঘাত করিয়া অবনত করিয়াছেন!

প্রকৃত মন পরিবর্তন হল যন্ত্রনাদায়ক! আপনি সর্ব্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে সংগ্রাম করছেন! আপনি এসবের সঙ্গে নিজের মত করে প্রতারণা করতে পারেন না! এসব নিয়ে আপনি আপনার মত করে কথা বলতে পারেন না! এসব নিয়ে আপনি আপনার মত করে হাসতে পারেন না!!!

এই সবের জন্য আপনি কি অসুস্থ হননি? আপনি কি ভীত হননি? ধর্ম নিয়ে আপনি কি গলা পর্যন্ত অসুস্থ হননি? হে ঈশ্বর, অগ্নিশিখা থেকে তাদের রক্ষা করুন!

‘‘পুত্ত্রকে চুম্বন কর, পাছে তিনি ক্রুদ্ধ হন ও তোমরা পথে বিনষ্ট হও, কারণ ক্ষণমাত্রে তাঁহার ক্রোধ প্রজ্জ্বলিত হইবে| ধন্য তাহারা সকলে, যাহারা তাঁহার শরণাপন্ন’’ (গীতসংহিতা 2:12)|

আপনি কি প্রভুর হাতে বিদীর্ণ হয়েছেন? আপনি তাঁর হাতে আহত হয়েছেন? আপনি কি অনুভব করেছেন যে আপনার দুঃখ ও যন্ত্রণা ছিল একটা চিহ্ন যে ঈশ্বর আপনাকে ভালবাসেননি? আপনি কি কোন যন্ত্রণা অনুভব করেছিলেন যার সম্বন্ধে আপনি কাউকে কিছু বলতে পারেননি? আপনিও কি নিজেকে সেইরকমের একাকী এবং ঈশ্বর-পরিত্যক্ত বলে অনুভব করেন যেমন খ্রীষ্ট গেৎশিমানির বাগানে অনুভব করেছিলেন? আপনি কি নিজের অন্তরে বলেছিলেন - ‘‘কেন ঈশ্বর আমাকে পরিত্যাগ করিয়াছেন?’’ দিয়াবল ফিসফিস করে বলছে, ‘‘কেন এগিয়ে যাচ্ছেন? আপনার সম্পর্কে কেউই যত্নশীল নয়| কেউ আপনাকে ভালবাসে না|’’ আমি আপনার কাছে বিনতী করছি, ‘‘দিয়াবলের কথা শুনবেন না!’’

শোনার জন্য আমিই হলাম সঠিক ব্যক্তি| আমার জীবনে আমি কমপক্ষে ছয়বার এইসব তাড়নার মধ্যে দিয়ে গিয়েছি| আমার মন পরিবর্তনের আগে একবার, এবং অন্য সময়ে পাঁচবার|

“চল, আমরা সদাপ্রভুর কাছে ফিরিয়া যাই, কারণ তিনিই বিদীর্ণ করিয়াছেন, তিনি আমাদিগকে সুস্থও করিবেন; তিনি আঘাত করিয়াছেন, তিনি আমাদের ক্ষত বন্ধনও করিবেন| দুই দিনের পরে তিনি আমাদিগকে সঞ্জীবিত করিবেন, তৃতীয় দিনে উঠাইবেন, তাহাতে আমরা তাঁহার সাক্ষাতে বাঁচিয়া থাকিব” (হোশেয় 6:1, 2)|

প্রত্যেকবার যখন আমি এই সব তাড়নার মধ্যে দিয়ে গিয়েছি, সেটা ঈশ্বরের জন্য আমাকে আরও বেশী কিছু করতে প্রস্তুত করেছিল| প্রত্যেকবারেই যন্ত্রণা এত গভীর ছিল যে আমি ভেবেছিলাম এর কখনও উপশম হবে না| এবং যীশু আমাকে বলছেন,

এইসব আভ্যন্তরীন পরীক্ষাতে আমি নিযুক্ত,
আত্মার অহংকার ও গর্ব্ব হইতে, তিনি মুক্ত করেন;
এবং তোমার জগতের আনন্দের প্রণালী ভগ্ন করেন,
তুমি হয়ত আমাতে তোমার সবই পাইয়াছ|

প্রথমবারটি ছিল যখন আমি মন পরিবর্তন করেছিলাম| সবথেকে সাম্প্রতিক সময়টি ছিল যখন আমি ক্যানসারে আক্রান্ত হয়েছিলাম| তারা বলেছিলেন, ‘‘আপনার ক্যানসার হয়েছে|’’ তারা আমাকে ওষুধে ভরে দিয়েছিলেন| প্রান্তরে একাকী মোশির মতন আমি নিজেকে অনুভব করেছিলাম| রাত্রির মধ্যভাগে, আমি বার বার কান্নায় ভেঙ্গে পড়ছিলাম! আমি ভেবেছিলাম যে আমি শেষ হয়ে গিয়েছি| আমি বিদীর্ণ হয়েছি| আপনার কিরকম অনুভূতি হয় তা আমি জানি| আত্মার গভীর রাত্রির মধ্যে দিয়ে আমি যতবার গিয়েছি, প্রত্যেকবার ঈশ্বর আমাকে নতুন কিছুর জন্য প্রস্তুত করাচ্ছিলেন| এইবারে তিনি আমাকে একটা নতুন মন্ডলী স্থাপনের জন্য প্রস্তুত করিয়েছেন|

প্রিয় বন্ধু, ঈশ্বর আপনাকে পরিত্যাগ করেননি| হ্যাঁ, তিনি আপনাকে বিদীর্ণ করেছেন - কিন্তু তিনি আপনাকে সুস্থ করবেন! হ্যাঁ, তিনি আপনাকে আহত করেছেন - কিন্তু তিনি আপনার ক্ষত বেঁধে দেবেন! তিনি আপনাকে প্রহার ও বিদীর্ণ করেন একটা উদ্দেশ্য সাধনের জন্য - আপনাকে জানতে সক্ষম করার জন্য যে একমাত্র খ্রীষ্টই পারেন আপনাকে আশা দিতে! আপনাকে জানতে সক্ষম করতে যে একমাত্র খ্রীষ্টেই শান্তি পাওয়া যায়! আপনাকে জানতে সক্ষম করতে যে একমাত্র খ্রীষ্টেই আনন্দ পাওয়া যায়! আপনাকে জানতে সক্ষম করতে যে আপনার পাপের দেনা শোধ করতে তিনি মৃত্যুবরণ করেছিলেন! আপনাকে জানতে সক্ষম করতে যে আপনাকে নতুন জীবন দান করতে তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন!

খ্রীষ্টে একাকী আমার আশা পাওয়া যায়; তিনি আমার জ্যোতি, আমার শক্তি, আমার গান;
   এই কোনের প্রস্তর, এই দৃঢ়ভূমি, প্রচন্ড অনাবৃষ্টি ও ঝড়ের মধ্যেও অটল|
প্রেমের কি উচ্চতা, শান্তির কি গভীরতা, যখন ভয় নিস্ক্রিয়, যখন কঠোর চেষ্টা বিরত!
   আমার সান্ত্বনা, আমার সর্বস্ব - আমি দাঁড়াইয়া আছি এখানে খ্রীষ্টের প্রেমে|

খ্রীষ্টে একাকী, ঈশ্বরের পূর্ণতা অসহায় পুত্রে, যিনি মাংসে গ্রহণ করিলেন!
   এই প্রেমের দান ও ধার্ম্মিকতা, একজনের দ্বারা অবজ্ঞাত তিনি উদ্ধার করতে এসেছিলেন|
এখনও ঐ ক্রুশের উপর যেমন যীশু মরেছিলেন, ঈশ্বরের ক্রোধ পরিতৃপ্ত ছিল;
   প্রতিটি পাপ তাঁহার উপরে বর্ত্তাইয়াছিল - এখানে খ্রীষ্টের মৃত্যুতে আমি জীবিত|

কবরে তাঁহার দেহ শায়িত, জগতের জ্যোতি অন্ধকারের দ্বারা বিদ্ধ;
   তারপর গৌরবের দিনে বিস্ময়ের বিস্ফোরণ, কবর হইতে তিনি পুনরায় উঠিলেন!
এবং যেমন তিনি বিজয়ে দাঁড়াইলেন, পাপের অভিশাপ আমার উপর হইতে বন্ধন হারাইল;
   আমি তাঁহার, তিনি আমার - খ্রীষ্টের বহুমূল্য রক্তের দ্বারা ক্রীত|
(“In Christ Alone,” Keith Getty/Stuart Townend, 2001) |


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“In Christ Alone” (Keith Getty/Stuart Townend, 2001) |


খসড়া চিত্র

খ্রীষ্টে একাকী !

IN CHRIST ALONE!

ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র

“চল, আমরা সদাপ্রভুর কাছে ফিরিয়া যাই, কারণ তিনিই বিদীর্ণ করিয়াছেন, তিনি আমাদিগকে সুস্থও করিবেন; তিনি আঘাত করিয়াছেন, তিনি আমাদের ক্ষত বন্ধনও করিবেন| দুই দিনের পরে তিনি আমাদিগকে সঞ্জীবিত করিবেন, তৃতীয় দিনে উঠাইবেন, তাহাতে আমরা তাঁহার সাক্ষাতে বাঁচিয়া থাকিব” (হোশেয় 6:1, 2)|

(রোমীয় 11:26)

I.    প্রথম, পাঠ্যাংশটি খ্রীষ্ট বিশ্বাসীদের প্রতি প্রযুক্ত হয়েছে |

II.   দ্বিতীয়, পাঠ্যাংশটি অপরিত্রাণ প্রাপ্তদের প্রতি প্রযুক্ত হয়েছে,
রোমীয় 3:11; যোহন 16:8; গীতসংহিতা 2:12 |