এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|
এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|
যখনই আপনি ডঃ হেইমার্সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |
প্রহার, উপড়ানো, অপমান এবং থুথুTHE SMITING, PLUCKING, SHAME AND SPITTING লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র 2018 সালের, 25শে মার্চ, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের “আমি প্রহারকদের প্রতি আপন পৃষ্ঠ, যাহারা দাড়ি উপড়াইয়াছে, তাহাদের প্রতি আপন গাল পাতিয়া দিলাম, অপমান ও থুথু হইতে আপন মুখ আচ্ছাদন করিলাম না” (যিশাইয় 50:6)| |
যিশাইয়ার পুস্তকে এটা হল তৃতীয় দাসের অংশবিশেষ যা নিখুঁতভাবে খ্রীষ্টের দুঃখভোগের কথা তার ভাববাণীতে বলেছেন| এটা অন্যগুলির মধ্যে, সেই পাঠ্যাংশের বিষয়ে ছিল, যীশু যার উল্লেখ করেছিলেন সেইসময়ে যখন তিনি তাঁর শিষ্যদের বলেছিলেন, “দেখ, আমরা যিরূশালেমে যাইতেছি; আর ভাববাদিগণ দ্বারা যাহা যাহা লিখিত হইয়াছে, সে সমস্ত মনুষ্যপুত্ত্রে সিদ্ধ হইবে| কারণ তিনি পরজাতীয়দের হস্তে সমর্পিত হইবেন, এবং লোকেরা তাঁহাকে বিদ্রূপ করিবে, তাঁহার অপমান করিবে, তাঁহার গায়ে থুথু দিবে; এবং কোড়া প্রহার করিয়া তাঁহাকে বধ করিবে; পরে তৃতীয় দিবসে তিনি পুনরায় উঠিবেন” (লূক 18:31-33)| যিশাইয় 50:6 পদের লক্ষণীয় ভাববাণী যীশু ব্যাতীত অন্য কারও প্রসঙ্গে হতে পারে না| এটা আক্ষরিকভাবে প্রভু যীশু খ্রীষ্টের দ্বারাই পরিপূর্ণ হয়েছিল| “আমি প্রহারকদের প্রতি আপন পৃষ্ঠ, যাহারা দাড়ি উপড়াইয়াছে, তাহাদের প্রতি আপন গাল পাতিয়া দিলাম, অপমান ও থুথু হইতে আপন মুখ আচ্ছাদন করিলাম না” (যিশাইয় 50:6)| আজ রাত্রে আমি এই পাঠ্যাংশ থেকে তিনটি পরম সত্য বের করে আনব| I. প্রথমত, যীশু স্বয়ং নিজেকে সেইসব প্রহারকদের হাতে “প্রদান” করেছিলেন ! ডঃ স্ট্রং (নম্বর 5414) আমাদের বলছেন যে ইব্রীয় শব্দ “nâthan” এর মানে হল “প্রদান করা|” প্রকৃতপক্ষে, যীশু তাঁর পৃষ্ঠদেশ প্রহারকদের প্রতি “প্রদান” করেছিলেন| তিনি তাঁর গাল তাদের প্রতি “প্রদান” করেছিলেন যারা তাঁর দাড়ি উপড়েছিল| তিনি তাঁর মুখ “প্রদান” করেছিলেন “অপমান এবং থুথু” দিতে| যীশু বলেছিলেন, “আমি আপন প্রাণ সমর্পণ করি...কেহ আমা হইতে তাহা হরণ করে না, বরং আমি আপনা হইতেই তাহা সমর্পণ করি” (যোহন 10:17-18)| আবার, গেৎশিমানীর বাগানে, যখন তারা তাঁকে গ্রেপ্তার করতে এসেছিল, যীশু পিতরকে বলেছিলেন, “তুমি কি মনে কর যে, আমি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি এখনই আমার জন্য দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠাইয়া দিবেন না? কিন্তু তাহা করিলে কেমন করিয়া শাস্ত্রীয় এই বচন সকল পূর্ণ হইবে যে, এরূপ হওয়া আবশ্যক?” (মথি 26:53-54)| এমনকী যখন সৈন্যেরা তাঁকে গ্রেপ্তার করতে এসেছিল, তখন তা আটকাতে যীশু 72,000 স্বর্গদূত আহ্বান করতে পারতেন| কিন্তু ইচ্ছা করে তিনি সেইরকম করতে অস্বীকার করেছিলেন| হ্যাঁ, পরিত্রাতা “প্রহারকদের” প্রতি তার পৃষ্ঠদেশ এবং তাঁর গাল এবং তাঁর মুখমন্ডল “প্রদান” করেছিলেন| তিনি স্বয়ংকে সেই দুঃখভোগের প্রতি “প্রদান” করেছিলেন তাঁর এই পৃথিবীতে আসার উদ্দেশ্য পূর্ণ করতে, তাঁর লোকদের রক্ষা করতে, যারা তাঁর কাছে আসেন তাদের সকলকে মুক্তি দিতে| তিনি, “সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন” (I তীমথিয় 2:6)| তিনি, “আমাদের পাপসমূহের জন্য আপনাকে প্রদান করিলেন, যেন আমাদিগকে উপস্থিত মন্দযুগ হইতে উদ্ধার করেন” (গালাতীয় 1:4)| তিনি, “আমাদের নিমিত্তে আপনাকে প্রদান করিলেন, যেন মূল্য দিয়া আমাদিগকে সমস্ত অধর্ম্ম হইতে মুক্ত করেন” (তীত 2:14)| তিনি বলেছিলেন, “আমি আপন প্রাণ সমর্পণ করি...কেহ আমা হইতে তাহা হরণ করে না, বরং আমি আপনা হইতেই তাহা সমর্পণ করি” (যোহন 10:17-18)| তিনি নিজেকে প্রদান করেছিলেন অত্যাচারীত, অপমানিত এবং ক্রুশারোপিত কারণ তিনি আপনাকে ভালবাসেন! তিনি বলেছিলেন, “কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্র্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই” (যোহন 15:13)| যীশু স্বর্গের সিংহাসন থেকে নেমে এসেছিলেন এই উদ্দেশ্যে: যাতে তাঁর নিজের জীবন সেই অত্যাচার এবং সেই অপমানের প্রতি প্রদান করা যায়, যেন আমরা বেঁচে থাকতে পারি! ওহ, কি দারুন এক চিন্তাধারা! তিনি বলছেন, “আমি প্রহারকদের প্রতি আপন পৃষ্ঠ প্রদান করিয়াছি কারণ আমি আপনাকে ভালবাসি| যাহারা দাড়ি উপড়াইয়াছে, তাহাদের প্রতি আমি আপন গাল প্রদান করিয়াছি কারণ আমি জানিতাম ইহাই ছিল একমাত্র উপায় যাহাতে আমি আপনাকে উদ্ধার করিতে পারিতাম| শেষ বিচারের অপমানের হাত হইতে আপনার মুখ রক্ষা করিতে আমি অপমান ও থুথুর প্রতি নিজের মুখ প্রদান করিয়াছি!” তিনি সেই ভয়ঙ্করের অধীনে নিজের জীবন সমর্পণ করেছিলেন কারণ তিনি আপনাকে ভালবাসেন এবং তিনি আপনার বন্ধু! ‘‘যীশু পাপীর বন্ধু!’’ উঠে দাঁড়ান এবং গানটি করুন! যীশু পাপীর বন্ধু, “আমি প্রহারকদের প্রতি আপন পৃষ্ঠ, যাহারা দাড়ি উপড়াইয়াছে, তাহাদের প্রতি আপন গাল পাতিয়া দিলাম, অপমান ও থুথু হইতে আপন মুখ আচ্ছাদন করিলাম না” (যিশাইয় 50:6)| II. দ্বিতীয়ত, আপনার পাপের আত্মাকে আরোগ্য দিতে যীশু নিজেকে ঐ সব প্রহারকদের প্রতি “প্রদান” করেছিলেন ! তিনি “[তাঁহার] পৃষ্ঠদেশ প্রহারকদের প্রতি প্রদান করিয়াছিলেন|” হালকাভাবে বিষয়টি গ্রহণ করবেন না! বাইবেল বলছে, “তখন পীলাত যীশুকে লইয়া কোড়া প্রহার করাইলেন” (যোহন 19:1)| স্পারজিয়ন বলেছেন, পীলাত, সেই রাজ্যপাল, তাঁহাকে কোড়া প্রহার করিবার ন্যায় নিষ্ঠুর প্রণালীর প্রতি প্রদান করিয়াছিলেন...সেই চাবুক...ষাঁড়ের পেশীতন্তুর দ্বারা প্রস্তুত করা হইয়াছিল...ইহার মধ্যে হাড়়ের টুকরো সহ, মেষের নিতম্বাস্থি প্যাঁচানো থাকিত, যাহাতে ইহার প্রত্যেকটি আঘাত সেই হতভাগ্য কম্পিত মাংসপশীতে আরও অধিক সফলভাবে নিজের স্থান করিয়া লইতে পারে, যাহা বিভৎস আঘাতের ফলে পূর্বেই ছিন্নভিন্ন হইয়া থাকিত| কোড়া প্রহার ছিল এমন এক শাস্তি যাহা সাধারণত সাক্ষাৎ মৃত্যু অপেক্ষা অধিক মন্দ শাস্তি হিসাবে পরিগণিত হইত, এবং বাস্তবিকপক্ষে, ইহা সহ্য করিবার কালে, অথবা পরবর্তীতে শীঘ্রই অনেকের মৃত্যু হইত| আমাদের আশীর্ব্বাদিত পরিত্রাতা নিজের পৃষ্ঠদেশ প্রহারকদের প্রতি প্রদান করিয়াছিলেন, এবং [তাহারা] সেইস্থানে গভীর [ক্ষত] করিয়াছিল| ওহ দুঃখের কি প্রদর্শনী! উহার দিকে দৃষ্টি ধরিয়া রাখা কিভাবে আমরা সহ্য করিব? (C. H. Spurgeon, “The Shame and Spitting,” The Metropolitan Tabernacle Pulpit, Pilgrim Publications, 1972 reprint, volume XXV, p. 422) | “আমি প্রহারকদের প্রতি আপন পৃষ্ঠ, যাহারা দাড়ি উপড়াইয়াছে, তাহাদের প্রতি আপন গাল পাতিয়া দিলাম, অপমান ও থুথু হইতে আপন মুখ আচ্ছাদন করিলাম না” (যিশাইয় 50:6)| যীশু, কেন আপনি আপনার পৃষ্ঠদেশ প্রহারকদের প্রতি প্রদান করেছিলেন? আবার, ইনিই হলেন সেই যীশু যিনি আমাদের উত্তর করছেন, “তাঁহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল” (যিশাইয় 53:5)| তার পৃষ্ঠদেশের ‘‘ক্ষত’’ দিয়ে আমাদের আত্মা পাপ থেকে আরোগ্য লাভ করে! প্রেরিত পিতর ঐটা খুব স্পষ্ট করে দিয়েছেন যখন তিনি বলেছিলেন, “তিনি আমাদের ‘পাপভার তুলিয়া লইয়া’ আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্ম্মিকতার পক্ষে জীবিত হই; তাঁহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ” (I পিতর 2:24)| আমাদের আত্মা, যা পাপের দ্বারা ছিন্নভিন্ন ও ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেই ক্ষতের দ্বারা আরোগ্য লাভ করতে পারে যা যীশু বহন করেছিলেন! যখন তিনি তিবিরিয়া সাগরের তীরে অবস্থান করছিলেন তখন বিশাল জনতা তাঁর কাছে এসেছিল, “আর তিনি সকলকে সুস্থ করিলেন” (মথি 12:15)| যেমন তিনি তাদের সুস্থ করেছিলেন, তেমনিই তিনি আপনাদের পাপপূর্ণ হৃদয়কেও সুস্থ করতে পারেন, তা ‘‘সর্ব্বাপেক্ষা বঞ্চক’’ হলেও (যিরমিয় 17:9)| চার্লস ওয়েসলী, তার বিখ্যাত খ্রীষ্টমাস সঙ্গীত বা বড়দিনের গান ‘‘শোন স্বর্গদূতের রব’’ এর মধ্যে, বলেছেন যে খ্রীষ্ট ‘‘তাঁহার ডানায় ভর করিয়া আরোগ্যসহ উঠিয়াছেন...পৃথিবীর সন্তানদের জাগ্রত করিতে জন্ম লইয়াছেন, তাহাদের দ্বিতীয় জন্ম দিবার জন্যে জন্মগ্রহণ করিয়াছেন|’’ যীশুর কাছে আসুন এবং আপনার আত্মায় পাপের সব ক্ষত তাঁর ক্ষতের দ্বারা আরোগ্য লাভ করবে, এবং আপনার আবার নূতন করে জন্ম হবে! III. তৃতীয়ত, যীশু নিজেকে ঐসব প্রহারকদের হাতে ‘‘প্রদান’’ করেছিলেন আপনার মত, এক পাপীর পরিবর্ত হিসাবে ! “আমি প্রহারকদের প্রতি আপন পৃষ্ঠ, যাহারা দাড়ি উপড়াইয়াছে, তাহাদের প্রতি আপন গাল পাতিয়া দিলাম, অপমান ও থুথু হইতে আপন মুখ আচ্ছাদন করিলাম না” (যিশাইয় 50:6)| এর তুলনায় স্পষ্টতর আর কিছু হতে পারে না: “কিন্তু তিনি আমাদের অধর্ম্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাঁহার উপরে বর্ত্তিল এবং তাঁহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল| আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাঁহার উপরে বর্ত্তাইয়াছেন” (যিশাইয় 53:5-6)| যীশু এই সমস্ত অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছিলেন আপনার পরিবর্তে, আপনাকে নরকের অত্যাচারের হাত থেকে রক্ষা করতে! “তখন তাহারা তাঁহার মুখে থু থু দিল ও তাঁহাকে ঘুঁষি মারিল; এবং অন্যেরা তাহাদের হাতের খেজুর পাতা দিয়া তাঁহাকে মারিল” (মথি 26:67)| “তখন কেহ কেহ তাঁহার গায়ে থুথু দিতে লাগিল, এবং তাঁহার মুখ ঢাকিয়া তাঁহাকে ঘুঁষি মারিতে লাগিল, আর বলিতে লাগিল, ভাববাণী বল না? পরে পদাতিকগণ প্রহার করিতে করিতে তাঁহাকে গ্রহণ করিল” (মার্ক 14:65)| “আর তাহারা তাঁহার গাত্রে থুথু দিল ও সেই নল লইয়া তাঁহার মস্তকে আঘাত করিতে লাগিল” (মথি 27:30)| “আর তাঁহার মস্তকে নল দ্বারা আঘাত করিল, তাঁহার গায়ে থুথু দিল, ও হাঁটু পাতিয়া তাঁহাকে প্রণাম করিল” (মার্ক 15:19)| “আর যে লোকেরা যীশুকে ধরিয়াছিল, তাহারা তাঁহাকে বিদ্রূপ ও প্রহার করিতে লাগিল| আর তাঁহার চক্ষু ঢাকিয়া জিজ্ঞাসা করিল, ভাববাণী বল্ দেখি, কে তোকে মারিল? আর তাহারা নিন্দা করিয়া তাঁহার বিরুদ্ধে আরও অনেক কথা কহিতে লাগিল” (লূক 22:63-65)| “তখন পীলাত যীশুকে লইয়া কোড়া প্রহার করাইলেন” (যোহন 19:1)| “আমি প্রহারকদের প্রতি আপন পৃষ্ঠ, যাহারা দাড়ি উপড়াইয়াছে, তাহাদের প্রতি আপন গাল পাতিয়া দিলাম, অপমান ও থুথু হইতে আপন মুখ আচ্ছাদন করিলাম না” (যিশাইয় 50:6)| যোষেফ হার্ট এটা খুব সুন্দর করে বলেছিলেন, দেখ যীশু কত শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন, যীশু ঐসব দুঃখভোগের মধ্যে দিয়ে গিয়েছিলেন| আর তারপরে তারা তাঁর দুইহাত ও দুইপা একটা ক্রুশের সঙ্গে পেরেকবিদ্ধ করেছিল! আপনার পরিবর্ত হিসাবে তিনি ঐ সমস্ত আতঙ্ক ও যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছিলেন| আপনার পাপের দেনা শোধ করতে, এবং ঈশ্বরের কাছে আপনাকে নীরোগ ও শুচি করে আনতে, আপনার পরিবর্তে তিনি দুঃখভোগ করেছিলেন, এবং ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন! “কারণ খ্রীষ্টও এক বার পাপসমূহের জন্য দুঃখভোগ করিয়াছিলেন - সেই ধার্ম্মিক ব্যক্তি অধার্ম্মিকদের নিমিত্ত - যেন আমাদিগকে ঈশ্বরের নিকট লইয়া যান” (I পিতর 3:18)| ডঃ আইজ্যাক ওয়াটস বলেছিলেন, ঐ দেখ, তাঁহার শির ও হাত, তাঁর পায়ে কর দৃষ্টিপাত, আর উইলিয়াম উইলিয়ামস বলেছিলেন, মনুষ্য জাতির বিশাল অপরাধের বোঝা, এমি জাবালাগা একটি মন্ডলীতে জন্মগ্রহণ করেছিলেন| তিনি প্রত্যেক সেবাকাজে এগিয়ে আসতেন| কিন্তু সেটা তাকে এক খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত করেনি| অন্য সকলের মতন তিনিও ছিলেন স্বভাবে পাপী| তিনি তার পাপের সঙ্গে ও নিজের সঙ্গে সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন| কিন্তু একদিন তিনি আমার ধর্ম্মোপদেশের শেষে আমার দিকে এগিয়ে আসলেন| তিনি নতজানু হলেন এবং খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করলেন! তিনি কি বলেছিলেন শুনুন, “অতল এক সাগরের ন্যায় আমার পাপ বিস্তৃত হইয়াছিল| আমি আর ইহা সহিতে পারিতেছিলাম না| আমার নিকটে খ্রীষ্ট থাকিতেই হইবে! আমাকে তাঁহার রক্ত পাইতে হইবে! আমি নতজানু হইলাম এবং যীশু স্বয়ংকে বিশ্বাস করিলাম| আমার অনুভূতি, আমার মনবিকলন, এবং আমার নিশ্চয়তার আকাঙ্খার মূর্ত্তিসমূহ হইতে আমাকে মুক্ত করিতে ঈশ্বর সংগ্রাম করিয়াছিলেন| আমি উহাদের যাইতে দিলাম এবং পরিত্রাতার বাহুতে পতিত হইলাম| অপর একটি ভ্রান্ত মন পরিবর্তন অথবা নিজ অন্তরের প্রতি তাকাইবার এবং অনুভূতি যাচাই করিবার, যাহা আমি সর্বদা করিতাম, পরিবর্তে আমি বিশ্বাসে খ্রীষ্টের প্রতি তাকাইলাম| সেই জীবন্ত খ্রীষ্ট আমাকে উদ্ধার করিলেন| তাঁর বহুমূল্য রক্তে তিনি আমার সমস্ত পাপ ধৌত করিয়া দিলেন| তিনি আমার পাপের ভারী বোঝা দূরে সরাইয়া দিলেন| ঈশ্বরের সমস্ত ক্রোধ যীশু শোষন করিলেন যাহা আমাকে নরকে পাঠাইতে পারিত| তিনি আমাকে ক্ষমা করিয়াছিলেন এবং আমার সমস্ত পাপ মার্জনা করিয়াছিলেন| তাঁহার নিজের রক্ত দ্বারা আমার নথিতে ‘‘অপরাধহীন’’ শিলমোহর দেওয়া হইয়াছিল| তিনি আমার উকিল, আমার মুক্তিদাতা, আমার আদর্শ পুরুষ, এবং আমার প্রভু! প্রেরিত পৌলের সহিত একযোগে আমি কেবলমাত্র বলিতে পারি, ‘‘ঈশ্বরের ধন্যবাদ হউক তাঁহার অনির্ব্বচণীয় দানের জন্য - যীশু|’’ খ্রীষ্ট আপনার প্রতিকল্প| আপনার পাপের দেনা শোধ করতে - আপনার বদলে তিনি মৃত্যুবরণ করেছেন| মহান স্পারজিয়ন বলেছিলেন, ‘‘অন্যেরা পৃথক ধরণের কিছু প্রচার করিতে পারেন, কিন্তু যেমন এই পুলপিটের জন্য, ইহা সর্বদা খ্রীষ্টের প্রতিকল্পের বিষয় প্রতিধ্বনি করিবে!’’ তাঁর দুঃখভোগ এবং ক্রুশের উপরে মৃত্যুবরণের দ্বারা যীশু আপনার পাপ-ঋণ শোধ করেছেন! যীশুর কাছে আসুন এবং তিনি আপনার পাপ ক্ষমা করবেন এবং আপনার আত্মাকে উদ্ধার করবেন! আপনার সমস্ত হৃদয় দিয়ে আপনি বলতে পারেন, প্রভু, আমি আসিতেছি! যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন| (সংবাদের পরিসমাপ্তি) আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত: |
খসড়া চিত্র প্রহার, উপড়ানো, অপমান এবং থুথু THE SMITING, PLUCKING, SHAME AND SPITTING ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র “আমি প্রহারকদের প্রতি আপন পৃষ্ঠ, যাহারা দাড়ি উপড়াইয়াছে, তাহাদের প্রতি আপন গাল পাতিয়া দিলাম, অপমান ও থুথু হইতে আপন মুখ আচ্ছাদন করিলাম না” (যিশাইয় 50:6)| (লূক 18:31-33)
I. প্রথমত, যীশু স্বয়ং নিজেকে সেইসব প্রহারকদের হাতে “প্রদান” করেছিলেন!
II. দ্বিতীয়ত, আপনার পাপের আত্মাকে আরোগ্য দিতে যীশু নিজেকে ঐ সব প্রহারকেদের প্রতি “প্রদান” করেছিলেন! যোহন 19:1; যিশাইয় 53:5; I পিতর 2:24; মথি 12:15;
III. তৃতীয়ত, যীশু নিজেকে ঐসব প্রহারকদের হাতে “প্রদান” করেছিলেন আপনার মত,
|