এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|
এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|
যখনই আপনি ডঃ হেইমার্সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |
বিশ্বাসঘাতকতাপূর্ব্বক অর্পন এবং খ্রীষ্টের গ্রেপ্তারTHE BETRAYAL AND ARREST OF CHRIST (Bengali) লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র 2018 সালের, 25শে ফেব্রুয়ারি, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের "আর তুমি কি মনে কর যে, আমি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি এখনই আমার জন্য দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠাইয়া দিবেন না?" (মথি 26:53)| |
যীশু যখন গেৎশিমানীতে তৃতীয়বারের মত প্রার্থনা করেছিলেন, তিনি ঘুমন্ত শিষ্যদের কাছে এসেছিলেন এবং বলেছিলেন, "উঠ, আমরা যাই; এই দেখ, যে ব্যক্তি আমাকে সমর্পণ করিতেছে, সে নিকটে আসিয়াছে" (মথি 26:46)| তখন, সেই অন্ধকারের মধ্যে থেকে, প্রায় 300 এর বেশি সৈন্যের একটি দল সেখানে এগিয়ে আসছিল, "...প্রধান যাজকদের ও ফরীশীদের নিকট হইতে পদাতিকদিগকে প্রাপ্ত হইয়া মশাল, দীপ ও অস্ত্রশস্ত্রের সহিত সেখানে [এসেছিলেন] আসিল" (যোহন 18:3)| যিহূদা তাদের পরিচালনা করে সেখানে নিয়ে এসেছিলেন কারণ "সে সেই স্থান জ্ঞাত ছিল, কারণ যীশু অনেকবার আপন শিষ্যগণের সঙ্গে সেইস্থানে একত্র হইতেন" (যোহন 18:2)| যিহূদা যীশুর কাছে আসলেন এবং তাঁকে চুম্বন করলেন, যাতে করে যীশু কে সেটা সৈন্যদের চিনিয়ে দেওয়া যায়| তিনি একটি চুম্বন দিয়ে যীশুকে শত্রুর হাতে সমর্পণ করেছিলেন| যীশু সৈন্যদের প্রতি বলেছিলেন, "কাহার অন্বেষণ করিতেছ?" তারা বলেছিল, "নাসরতীয় যীশুর|" যীশু বলেছিলেন, "আমিই তিনি|" তিনি এই কথা বলার পরে সৈন্যেরা পরস্পর ঠেলাঠেলি করতে লাগল এবং "ভূমিতে পড়িল|" এটা পুত্র ঈশ্বর হিসাবে তাঁর ক্ষমতার প্রদর্শন ছিল| তারপরে যীশু উত্তর করেছিলেন, "আমি ত তোমাদিগকে বলিলাম যে, আমিই তিনি; অতএব তোমরা যদি আমার অন্বেষণ কর, তবে ইহাদিগকে যাইতে দেও" (যোহন 18:8)| সেই মুহূর্তে পিতর সক্রিয় হলেন, কোষ থেকে তার খড়্গ বের করলেন, আর সজোরে সেটিকে ঘোরাতে লাগলেন| সেই অন্ধকারের মধ্যে খড়্গচালনা করে, তিনি মহাযাজকের দাসকে আঘাত করে তার ডান দিকের কান কেটে ফেললেন| কিন্তু যীশু "তাহার কর্ণ স্পর্শ করিয়া তাহাকে সুস্থ করিলেন" (যোহন 22:51)| তখন যীশু পিতরকে এইরকম বলেছিলেন| "তোমার খড়্গ পুনরায় স্বস্থানে রাখ, কেননা যে সকল লোক খড়্গ ধারণ করে, তাহারা খড়্গ দ্বারা বিনষ্ট হইবে| আর তুমি কি মনে কর যে, আমি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি এখনই আমার জন্য দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠাইয়া দিবেন না?" (মথি 26:52-53)| এই পাঠ্যাংশ থেকে আমি দুটি সাধারণ শিক্ষার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই| I. প্রথমত, খ্রীষ্ট তাঁকে রক্ষা করতে সহস্র স্বর্গদূতের দল আহ্বান করতে পারতেন | 6000 সৈন্য দিয়ে একটি রোমীয় বাহিনী গঠিত হত| যীশু বলেছিলেন যে তিনি পিতা ঈশ্বরের কাছে যাচ্ঞা করতে পারতেন, এবং তিনি সেই মুহূর্তে দ্বাদশ বাহিনী স্বর্গদূতদের সেখানে পাঠাতে পারতেন| তিনি যদি এই সৈন্যদের হাত থেকে নিজেকে রক্ষা করতে চাইতেন, তিনি পিতা ঈশ্বরের কাছে যাচ্ঞা করতে পারতেন, আর 72,000 স্বর্গদূত সেইস্থানে উপলব্ধ হতো| ডঃ জন্ গিল নির্দেশ করেছেন যে "এককভাবে একজন স্বর্গদূত এক রাত্রিতে একশতপঁচাশি সহস্র মানুষ, হত্যা করিয়াছিল, 2 রাজাবলী 19:35| অতএব বর্তমানের বিপদ হইতে উদ্ধার পাইবার প্রবণতা খ্রীষ্টের থাকিলে, প্রতিরোধ করিতে তিনি পিতরের খড়্গের কোন প্রয়োজন বোধ করিতেন না" (Dr. John Gill, An Exposition of the New Testament, The Baptist Standard Bearer, 1989 reprint, volume I, p. 340) | খ্রীষ্টের বাক্য এবং ক্রিয়াকর্ম দেখায় যে সমগ্র পরিস্থিতির উপরে তিনি সম্পূর্ণ কর্তৃত্ব করছিলেন| যখন তিনি বলেছিলেন, "আমিই তিনি," ঈশ্বরের ক্ষমতার বলে সৈন্যেরা পিছিয়ে গিয়ে ভূমিতে পতিত হয়েছিল| যখন পিতর, মহা যাজকের দাস মল্কের কান কেটে ফেলেছিলেন, খ্রীষ্ট সদয়ভাবে সেই ক্ষত স্পর্শ করে তাকে সুস্থ করেছিলেন| আর এখন খ্রীষ্ট শান্তভাবে পিতরকে বলছেন যে ঈশ্বর হাজার হাজার শক্তিশালী স্বর্গদূতের ক্ষমতার দ্বারা তাঁকে উদ্ধার করতে পারতেন যদি তিনি সেইভাবে উদ্ধারপ্রাপ্তির জন্য প্রার্থনা করতেন| কিন্তু তিনি উদ্ধারপ্রাপ্ত হওয়ার জন্যে প্রার্থনা করেননি| বাগানে প্রার্থনারত অবস্থায় তাহারা যীশুর হস্ত বাঁধিয়ছিল, II. দ্বিতীয়ত, খ্রীষ্ট স্বেচ্ছায় ক্রুশে গিয়েছিলেন | আমরা অবশ্যই যেন কখনো চিন্তা না করি যে খ্রীষ্ট হঠাৎ করে গেৎশিমানীতে গ্রেপ্তার হয়েছিলেন| সেই রাত্রে গ্রেপ্তার হওয়ার অনেক আগে থেকেই তিনি জানতেন যে কি হতে চলেছে| কিছুদিন আগেই তিনি শিষ্যদের নিয়ে যিরূশালেম গিয়েছিলেন, আগামীতে কি হবে তা তিনি শিষ্যদের বলেছিলেন| তাঁর গ্রেপ্তারের কিছুদিন আগে, সেই সময়ে যীশু যা বলেছিলেন লূক তা লিপিবদ্ধ করেন, "দেখ, আমরা যিরূশালেমে যাইতেছি; আর ভাববাদিগণ দ্বারা যাহা যাহা লিখিত হইয়াছে, সে সমস্ত মনুষ্যপুত্ত্রে সিদ্ধ হইবে| কারণ তিনি পরজাতীয়দের হস্তে সমর্পিত হইবেন, এবং লোকেরা তাঁহাকে বিদ্রূপ করিবে, তাঁহার অপমান করিবে, তাঁহার গায়ে থুথু দিবে; এবং কোড়া প্রহার করিয়া তাঁহাকে বধ করিবে; পরে তৃতীয় দিবসে তিনি পুনরায় উঠিবেন" (লূক 18:31-33)| এতে দেখা যাচ্ছে যে যখন তারা যিরূশালেমে গেছিলেন তখন সেখানে কি কি হবে সেটা তিনি আগে থেকেই সঠিকভাবে জানতেন| কিন্তু তাও তিনি সেখানে গিয়েছিলেন| উদ্দেশ্যমূলকভাবে তিনি তাঁর দুঃখভোগ ও ক্রুশারোপনের মধ্যে দিয়ে গিয়েছিলেন, স্বাধীনভাবে ও স্বেচ্ছায়| দুইবার যীশু বলেছিলেন যে এই সময় পর্য্যন্ত, এবং এই উদ্দেশ্যের জন্য তিনি এসেছিলেন| তিনি শিষ্যদের বলেছিলেন, "এখন আমার প্রাণ উদ্বিগ্ন হইয়াছে; ইহাতে কি বলিব? পিতঃ, এই সময় হইতে আমাকে রক্ষা কর? কিন্তু ইহারই নিমিত্ত আমি এই সময় পর্য্যন্ত আসিয়াছি" (যোহন 12:27)| আবার, যখন তিনি রোমীয় শাসক, পন্তিয় পীলাতের সামনে দাঁড়িয়েছিলেন, তিনি বলেছিলেন, "আমি এই জন্যই জন্মগ্রহণ করিয়াছি ও এই জন্য জগতে আসিয়াছি" (যোহন 18:37)| খ্রীষ্ট স্বেচ্ছায় সৈন্যদের সঙ্গে ক্রুশে গিয়েছিলেন কারণ তিনি জানতেন যে তিনি সেই উদ্দেশ্যে জন্মগ্রহণ করেছেন - মানুষের পাপের দেনা শোধ করতে তাঁকে ক্রুশের উপরে মৃত্যুবরণ করতে হবে| তাঁর গ্রেপ্তারী কোন দূর্ঘটনা বা ভুলক্রমে হয়নি| তিনি জানতেন যে এটা তাঁর জীবনে আসতে চলেছে| "কিন্তু ইহারই নিমিত্ত আমি এই সময় পর্য্যন্ত আসিয়াছি" (যোহন 12:27)| "আমি এই জন্যই জন্মগ্রহণ করিয়াছি ও এই জন্য জগতে আসিয়াছি" (যোহন 18:37)| তাঁর জীবনের জন্যে ঈশ্বরের করা পরিকল্পনাকে মান্যতা দিয়ে, বেত্রাঘাত গ্রহণ করতে ও ক্রুশারোপিত হতে, খ্রীষ্ট স্বেচ্ছায় সৈন্যদের সঙ্গে গিয়েছিলেন| খ্রীষ্ট "কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন; এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন; মৃত্যু পর্য্যন্ত, এমন কি, ক্রুশীয় মৃত্যু পর্য্যন্ত আজ্ঞাবহ হইলেন" (ফিলিপীয় 2:7-8)| "যদিও তিনি পুত্ত্র ছিলেন, তথাপি যে সকল দুঃখভোগ করিয়াছিলেন, তদ্দ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করিলেন; এবং সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন" (ইব্রীয় 5:8-9)| যখন সৈন্যেরা তাঁকে গেৎশিমানীর বাগানে গ্রেপ্তার করলেন, তাঁর পিতা ঈশ্বরের প্রতি বাধ্যতাবশতঃ, তিনি নিঃশব্দে ও কোন প্রতিবাদ না করে সৈন্যদের সঙ্গে গিয়েছিলেন| "তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখভোগ স্বীকার করিলেন, তিনি মুখ খুলিলেন না; মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষী যেমন লোমচ্ছেদকদের সম্মুখে নীরব হয়, সেইরূপ তিনি মুখ খুলিলেন না" (যিশাইয় 53:7)| তাঁহার বহুমূল্য শিরে তাহারা কাঁটার মুকুট পরাইয়াছিল, ঈশ্বরের প্রতি বাধ্যতাবশতঃ, খ্রীষ্ট স্বেচ্ছায় ক্রুশের উপরে তাঁর দুঃখভোগের মধ্যে দিয়ে গিয়েছিলেন| "মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়" (যিশাইয় 53:7)| যদি খ্রীষ্ট সেই রাত্রে সৈন্যদের সঙ্গে "মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়" সেইভাবে না যেতেন তো আমাদের কি হত সেটা একবার ভাবুন| কি হত যদি তিনি স্বর্গদূতে পরিপূর্ণ সেই দলকে আহ্বান করতেন, আর ক্রুশ এড়িয়ে যেতেন? আপনার আর আমার কি হত? প্রথমত, প্রতিনিধি হিসাবে আমাদের পাপের মূল্য পরিশোধের জন্যে সেখানে ক্রুশের উপরে আমরা কাউকে পেতাম না| আমাদের কোন বিকল্প থাকতো না, পাপের জন্যে আমাদের পরিবর্তে মৃত্যুবরণ করতে কেউ থাকতেন না| সেটা আমাদের প্রকৃতই একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে ছেড়ে দিত| সেই অন্ধকার নরক কুন্ডে অনন্তকালের জন্য বাস করে আমাদেরকেই আমাদের নিজস্ব পাপের দেনা শোধ করতে হতো| দ্বিতীয়ত, "মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়" সেইভাবে খ্রীষ্ট যদি সৈন্যদের সঙ্গে না যেতেন, তবে আমরা এক পবিত্র ও শুধু ঈশ্বর এবং আমাদের মধ্যে মধ্যস্থতাকারী কোন ব্যক্তিকে পেতাম না| শেষ বিচারের সময়ে আমাদের হয়ে ওকালতি করার মতন কোন ব্যক্তি ছাড়াই আমাদের ঈশ্বরের সম্মুখীন হতে হতো| "কারণ একমাত্র ঈশ্বর আছেন; ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন, তিনি মনুষ্য, খ্রীষ্ট যীশু" (I তীমথিয় 2:5)| যখন সৈন্যেরা খ্রীষ্টকে গ্রেপ্তার করেছিল সেইসময়ে যদি তিনি সৈন্যদের সঙ্গে ক্রুশের কাছে না যেতেন, তাহলে আমাদের কোন মধ্যস্থ থাকতো না| এটা উল্লেখ করছে কোন এক ব্যক্তিকে যিনি কোন দুই দলের মধ্যেকার একটি দ্বন্দের মীমাংসা করার জন্যে হস্তক্ষেপ করেন| যীশু খ্রীষ্ট হলেন একমাত্র মধ্যস্থতাকারী ব্যক্তি যিনি ঈশ্বর ও পাপীদের মধ্যে শান্তি পুনঃস্থাপন করতে পারেন| একমাত্র সেই পুত্র ঈশ্বর পারেন পিতা ঈশ্বর ও পাপী মানুষদের একত্রিত করতে| যদি যীশু সেই সৈন্যদের সঙ্গে ক্রুশারোপিত হতে না যেতেন, তাহলে পবিত্র ঈশ্বরের সঙ্গে একটা শান্তিপূর্ণ সম্পর্কের মধ্যে আমাদের নিয়ে আসার জন্যে কেউ থাকতেন না| তৃতীয়ত, "মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়" সেইভাবে খ্রীষ্ট যদি সৈন্যদের সঙ্গে না যেতেন তাহলে আমরা অনন্তকালীন জীবনে প্রবেশ করতে সক্ষম থাকতাম না| বাইবেলের সবথেকে পরিচিত পদটি বলছে, "কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্ত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়" (যোহন 3:16)| যখন সৈন্যেরা খ্রীষ্টকে গ্রেপ্তার করেছিল সেইসময়ে যদি তিনি সৈন্যদের সঙ্গে ক্রুশের কাছে না যেতেন, তাহলে যোহন 3:16 পদটি সত্য হতো না, আর অনন্তজীবন লাভের বিষয়ে আর যাই হোক আপনার কোন আশা থাকতো না| চতুর্থত, "মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়," সেইভাবে খ্রীষ্ট যদি সৈন্যদের সঙ্গে না যেতেন, তাহলে আপনার পাপকে আপনাকে শুচি করতে - ক্রুশের উপরে তিনি যে রক্ত ঝরিয়েছিলেন তা পরের দিনে আপনার কাছে উপলব্ধ থাকতো না| যদি তিনি ঈশ্বরকে অমান্য করতেন, ক্রুশের থেকে পালিয়ে যেতেন, তাহলে আপনার পাপ ধৌত করে দূরে সরিয়ে দিতে আপনার কাছে ক্রুশারোপনের রক্ত থাকতো না| কিন্তু খ্রীষ্ট সেই রাত্রে গিয়েছিলেন সৈন্যদের সাথে, আপনার পাপের জন্যে ক্রুশারোপিত হতে| আর এখন প্রেরিত পৌল দৃঢ়তার সঙ্গে বলতে পারেন, "খ্রীষ্ট যীশু, ঈশ্বর তাঁহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন" (রোমীয় 3:24-25)| এক স্রোত আছে শোনিতে তায় পাপী ডুবিলে আপনি কি আসবেন আর খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করবেন? তিনি আপনার পাপের মূল্য পরিশোধ করবেন| ঈশ্বরের আনুকুল্যের মধ্যে আপনাকে নিয়ে এসে, তিনি আপনার মধ্যস্থ হবেন| আপনি অনন্তকালীন জীবন লাভ করবেন| ঈশ্বরের নথি থেকে আপনার সব পাপ মুছে নেওয়া হবে, খ্রীষ্টের বহুমূল্য রক্তের দ্বারা চিরকালের জন্যে ধৌত হবে| আমি অত্যন্ত আনন্দিত যে যীশু পিতা ঈশ্বরকে মান্য করেছিলেন এবং সেই রাত্রে সেই সৈন্যদের সঙ্গে গিয়েছিলেন যারা তাঁকে সেই বাগানে গ্রেপ্তার করেছিল| তিনি যদি তাদের সঙ্গে তাঁর অবমাননা, তাঁর দুঃখভোগ, আর ক্রুশের প্রতি না যেতেন, তাহলে আমি এই বহুমূল্য বিষয়গুলির একটিও আপনাকে দিতে পারতাম না| ক্রুদ্ধ জনতার কাছে তিনি সমর্পিত হন, করুণার ক্রন্দনের জন্য নহে| আর এখন আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কি ঈশ্বরের সেই মেষশাবককে বিশ্বাস করবেন যিনি জগতের সব পাপ দূরে সরিয়ে নিয়েছেন? আপনি এতদিন ধরে তাঁকে বাধাদান করে এসেছেন| অনেকবার আপনি পরিত্রাতার বিরুদ্ধে নিজের হৃদয় কঠিন করেছেন| আজ রাত্রে, আপনি কি তাঁর প্রতি নিজেকে সমর্পণ করবেন? ওহ, সেই নিষ্ঠুর সৈন্যদের মতন হবেন না যারা তাঁকে বিদ্রূপ করেছিল! যারা তাঁকে প্রত্যাখ্যান করেছিলেন সেই গর্বিত ও কঠিন হৃদয় যাজকদের মতন, যারা তাঁর মুখে থুথু দিয়েছিলেন এবং তাঁকে বিশ্বাস করতে অস্বীকার করেছিলেন সেই ফরীশীদের মতন হবেন না! আমি আপনার কাছে বিনতি করছি যে তাদের মতন আর হবেন না! যথেষ্ট সময় ধরে, যথেষ্টর চাইতেও বেশি সময় ধরে আপনি তাদের মতন হয়ে আছেন! সরল বিশ্বাসে যীশুকে আপনার হৃদয় সমর্পণ করুন| আপনি কি যীশুকে বিশ্বাস করবেন, "ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান"? (যোহন 1:29)| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন| (সংবাদের পরিসমাপ্তি) আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত: |
খসড়া চিত্র বিশ্বাসঘাতকতাপূর্ব্বক অর্পন এবং খ্রীষ্টের গ্রেপ্তার THE BETRAYAL AND ARREST OF CHRIST ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র "আর তুমি কি মনে কর যে, আমি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি এখনই আমার জন্য দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠাইয়া দিবেন না?" (মথি 26:53)| (মথি 26:46; যোহন 18:3, 2, 8; লূক 22:51) I. প্রথমত, খ্রীষ্ট তাঁকে রক্ষা করতে সহস্র স্বর্গদূতের দল আহ্বান করতে পারতেন,
II. দ্বিতীয়ত, খ্রীষ্ট স্বেচ্ছায় ক্রুশে গিয়েছিলেন, লূক 18:31-33; |