Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




কিভাবে সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ প্রস্তুত করিবে-
প্রকৃত মন পরিবর্তনের জন্যে বিস্মৃত সত্যের প্রয়োজন

HOW TO PREPARE AN EVANGELISTIC SERMON –
FORGOTTEN TRUTHS NEEDED FOR REAL CONVERSIONS
(Bengali)

লেখক : ডঃ সি. এল. কেগান এবং ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. C. L. Cagan and Dr. R. L. Hymers, Jr.

2017 সালের, 14ই অক্টোবর, শনিবার সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Saturday Evening, October 14, 2017

‘‘সুসমাচার-প্রচারকের কার্য্য কর, তোমার পরিচর্য্যা সম্পন্ন কর’’ (II তীমথিয় 4:5)|


সম্রাট নিরোর তাড়নার অধীনে পৌলের হত্যা হওয়ার অতি স্বল্প সময় আগে প্রেরিত তীমথিকে এই বাক্যগুলি বলেছিলেন| তীমথি ছিলেন পৌলের শিষ্য| পৌল তাকে সেবাকাজ করার প্রশিক্ষণ দিয়েছিলেন| তীমথি ইফিয়াস শহরের মন্ডলীর পালক হয়েছিলেন| একজন পালক হওয়াই ছিল তীমথির মূল কাজ|

‘‘সুসমাচার প্রচারক ফিলিপ’’ (প্রেরিত 21:8) এর মতন একই ধরনের সেবাকাজ তীমথির ছিল না| ফিলিপ এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে ঘুরে বেড়াতেন| ফিলিপ শমরিয়তে গিয়েছিলেন এবং সেখানে খ্রীষ্টের প্রচার করেছিলেন (প্রেরিত 8:5)| এরপরে ফিলিপ মরুভূমিতে গিয়েছিলেন এবং ইথিওপীয়ার নপুংসকদের খ্রীষ্টের প্রতি পরিচালিত করেছিলেন (প্রেরিত 8:26-39)| তারপরে ফিলিপ অন্যান্য সব শহরে প্রচার করেছিলেন (প্রেরিত 8:40)| ফিলিপ ছিলেন একজন ভ্রাম্যমান সুসমাচার সংক্রান্ত প্রচারক| তীমথি স্থানীয় একটি মন্ডলীর পালক ছিলেন|

পৌল কেন তীমথিকে বলেছিলেন যে ‘‘সুসমাচার-প্রচারকের কার্য্য কর’’? কারণ প্রত্যেক পালককে একজন সুসমাচার প্রচারকের কাজ করার আহ্বান জানানো হয়! পৌল তীমথিকে বলেছিলেন ‘‘তোমার পরিচর্য্যা সম্পন্ন কর’’ (II তীমথিয় 4:5)| কি ছিল সেই পরিচর্য্যার কাজ? একজন সুসমাচার প্রচারকের কাজ সম্পন্ন করা! প্রত্যেক পালককে একজন সুসমাচার প্রচারকের কাজ করার আহ্বান জানানো হয়! যদি আপনি এটা না করেন, তবে ঈশ্বর আপনাকে যা করার আদেশ দিয়েছেন আপনি তা করছেন না!

প্রত্যেক পালকই নিজেদের মন্ডলীতে প্রচার করে থাকেন| সেটা হচ্ছে তার আহ্বান| এবং নিজেদের মন্ডলীতে প্রত্যেক পালকের অবশ্যই উচিৎ সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ প্রচার করা - এবং প্রায়শই তা প্রচার করা! যদি আপনি সুসমাচারকে সান্ডে স্কুলের ক্লাসে প্রচার করা হবে বলে ছেড়ে দেন যা বছরে মাত্র এক আধবার হয়ে থাকে, তবে আপনি একজন বিশ্বস্ত প্রচারক নন| আপনি সর্বসাকুল্যে যা করছেন সেটা যদি কেবল লোকদের শিক্ষাদান করা হয়, তবে আপনি বিশ্বস্ত প্রচারক নন| কেবলমাত্র বাইবেল শিক্ষা দেওয়া আপনার সেবাকাজ নয়| আপনাকে অবশ্যই একজন সুসমাচার প্রচারকের কাজ করতে হবে| আপনি অবশ্যই সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ প্রচার করুন, এবং নিয়মিতভাবেই তা করুন|

একটা সুসমাচার প্রচারমূলক ধর্ম্মোপদেশ কি হয়? একটা সুসমাচার প্রচারমূলক ধর্ম্মোপদেশের সরাসরি লক্ষ্য সমাবেশের মধ্যেকার হারানো মানুষদের প্রতি থাকে, প্রত্যেক সেবাকাজে সবসময় সেইরকম বহু মানুষ থাকেন, যদিও তাদের মধ্যে কয়েকজন প্রত্যেক সপ্তাহে মন্ডলীতে আসেন| সেই সমগ্র সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ পাপ বিষয়ক সত্য এবং খ্রীষ্টে পরিত্রানের বিষয় প্রচার করে থাকে - যাতে করে যারা এটা শোনেন সেই হারানো মানুষেরা যীশুতে বিশ্বাস স্থাপন করবেন এবং পরিত্রাণ লাভ করবেন| একটা সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ শাস্ত্রের বিভিন্ন পদগুলির ব্যাখ্যামূলক ধর্ম্মোপদেশ নয়| প্রচারের জন্যে একটি বা দুটি পদ তুলে নিন| সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ সব থেকে বেশি হলে একটি বা দুটি পদের উপরে আলোকপাত করে| অনেকগুলি পদের ব্যাখ্যা সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ নয়| স্পারজিয়নের সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ অধ্যয়ন করুন| সেগুলির একটাও সেইরকমের নয় যাকে আজকের দিনে আমরা ‘‘ব্যাখ্যামূলক’’ ধর্ম্মোপদেশ বলছি| প্রেরিতর বইতে একটা ছাড়া বাকি সবকয়টি ছিল সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ| প্রেরিতর গোটা বইটির মধ্যে একমাত্র একটা ‘‘ব্যাখ্যামূলক’’ ধর্ম্মোপদেশ রয়েছে! যখন আমরা সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ প্রচার করি তখন আমাদের উচিৎ প্রেরিত এবং স্পারজিয়নের উদাহরণ অনুসরণ করা!

বর্তমানে খুব অল্প সংখ্যক পালকই সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ প্রচার করে থাকেন| অনেকে সেগুলি আদৌ প্রচার করেন না| আজকের দিনে আমরা আমেরিকাতে কালে-ভদ্রে সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ শুনি| আর অন্যান্য দেশেও এইগুলি খুব বেশি আলাদা কিছু নয়| পালক তার নিজেদের লোকদের বাইবেল শিক্ষা দেন - অথবা তারা আরোগ্য লাভ, সাফল্য লাভ এবং কিভাবে আরও ভাল থাকা যায় তার উপরে প্রচার করেন - খ্রীষ্টের সুসমাচার ছাড়া অন্য সব কিছু প্রচার করেন! তারা বাইবেল মেনে চলছেন না, যা বলছে, ‘‘সুসমাচার-প্রচারকের কার্য্য কর|’’

আপনি হয়তো বলতে পারেন, ‘‘কিন্তু কিভাবে আমি একটা সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ প্রস্তুত করতে পারি? আমার কি করা উচিৎ?’’ সেইজন্যেই এই বিষয়ে আজকের এই বার্তা| একটা সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ কিভাবে প্রচার করতে হয় আমি সেটাই আপনাদের এখন বলতে চলেছি|

একটা সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ হল খ্রীষ্ট-কেন্দ্রিক ধর্ম্মোপদেশ| কি হয় একটা সুসমাচার প্রচার? সুসমাচার প্রচার করতে হলে আপনাকে অবশ্যই জানতে হয় যে সুসমাচার কি জিনিষ| প্রেরিত পৌল বলেছিলেন,

‘‘তোমাদিগকে সেই সুসমাচার জানাইতেছি...শাস্ত্রানুসারে খ্রীষ্ট আমাদের পাপের জন্য মরিলেন, ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন’’ (I করিন্থীয় 15:1, 3, 4)|

আবার প্রেরিত পৌল বলেছেন,

‘‘খ্রীষ্ট যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন’’ (I তীমথিয় 1:15)|

একটা সুসমাচারমূলক ধর্ম্মোপদেশের দুটি অংশ থাকে| প্রথম, মানুষের পাপের সমস্যা; এবং দ্বিতীয়, তাদের পাপ থেকে লোকদের উদ্ধার করতে খ্রীষ্ট কি করেছিলেন |

I. প্রথমত, আপনি অবশ্যই ব্যবস্থার প্রচার করুন - যা লোকদের পাপপূর্ণ অন্তরের কথা তাদের বলে দেয় |

একটা সুসমাচারমূলক ধর্ম্মোপদেশের প্রথম অংশে, আপনি অবশ্যই ব্যবস্থার প্রচার করবেন| কেন একজনের যীশুকে বিশ্বাস করা উচিৎ? এর কি কারণ? যীশু কেন ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন? বহু ধর্ম্মোপদেশ লোকদের বলে যীশুকে বিশ্বাস করতে যাতে তারা একটা উত্তমতর জীবন পেতে পারে, অথবা সুখী হতে পারে, অথবা ভালবাসা ও সহভাগিতা খুঁজে পেতে পারে| কিন্তু যীশুর ক্রুশের উপরে মৃত্যুবরণের কারণ তা নয়! কোন কোন ধর্ম্মোপদেশ লোকদের বলে যীশুকে বিশ্বাস করতে যাতে তারা স্বর্গে যেতে পারেন| কিন্তু সেটা একটা সুসমাচার বার্ত্তা হয় না যদি সেটা না বলে যে স্বর্গে যাওয়ার জন্যে কেন লোকদের যীশুর প্রয়োজন হয়| বাইবেল বলছে, ‘‘খ্রীষ্ট আমাদের পাপের জন্য মরিলেন|’’ বাইবেল বলছে, ‘‘খ্রীষ্ট যীশু পাপীদের পরিত্রাণ করিতে জগতে আসিয়াছেন|’’

যদি লোকেরা অনুভব না করেন যে তারা পাপী, তাহলে কেন তারা যীশুর কাছে আসবেন? তারা আসবেন না! তারা হয়তো একটা প্রার্থনা করতে পারেন| তারা হয়তো নিজেদের হাত তুলতে পারেন| একটা ধর্ম্মোপদেশের শেষে তারা হয়তো সামনে এগিয়ে আসতে পারেন| কিন্তু তারা পরিত্রাণ লাভ করবেন না! কেন? কারণ তাদের থেকে উদ্ধার করার মতন কিছুই নেই!

তারা যে পাপী সেটা লোকদের কিভাবে দেখাবেন? তাদের প্রতি ঈশ্বরের ব্যবস্থা প্রচারের দ্বারা| বাইবেল বলছে,

‘‘ব্যবস্থা খ্রীষ্টের কাছে আনিবার জন্য আমাদের পরিচালক দাস হইয়া উঠিল’’ (গালাতীয় 3:24)|

এই ব্যবস্থা লোকদের দেখায় যে তারা হলেন পাপী| তাদের হৃদয়ের সেই পাপের সম্বন্ধে সচেতন হলে, হয়তো তারা খ্রীষ্টের কাছে আসতে পারেন|

বহু পালক সেই ব্যবস্থার প্রচার করতে ভয় পান| তারা লোকদের রাগিয়ে দিতে ভয় পান| আয়ান এইচ. ম্যুরী এটাকে বলেছিলেন ‘‘সুসমাচার সংক্রান্ত প্রচারের মূল সমস্যা|’’ দ্য ওল্ড ইভানজেলিকালিজ্ম (ব্যানার অফ্ ট্রুথ, 2005; পড়ুন পৃষ্ঠা 3 থেকে 37), নামে তার লেখা একটি বইতে, ম্যুরী সঠিকভাবে আমাদের বলেছেন যে দিশাহারা লোকদের অসন্তুষ্ট করার ভয় হল প্রধান কারণ যে সুসমাচারমূলক প্রচার বর্তমানে এতটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে|

আপনি যাই করেন না কেন, ব্যক্তিগত পাপের বিরুদ্ধে প্রচার করবেন না| ‘‘এটা করুন| ওটা করবেন না|’’ এটা হল লোকদের প্রকৃত, বা নির্দ্দিষ্ট পাপের সম্বন্ধে কথা বলা| কিন্তু পাপ আরও অনেক গভীরে প্রবেশ করে| তা পাপীদের অন্তরে বাস করে| তাদের একটা পাপপূর্ণ হৃদয় থাকে, যা আদমের থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত| আর সেটাই কারণ যে দাউদ বলেছিলেন, ‘‘অপরাধে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ব্ভে ধারণ করিয়াছিলেন’’ (গীতসংহিতা 51:5)| সেই কারণে বাইবেল বলছে, ‘‘অন্তঃকরণ সর্ব্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য্য’’ (যিরমিয় 17:9)| এবং বাইবেল বলছে, ‘‘কেননা মাংসের [অপরিত্রাণপ্রাপ্ত] ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা’’ (রোমীয় 8:7)| সেই কারণে লোকেরা যা করেন সব মন্দ কাজ করেন| তারা যা করেন সেটা বেরিয়ে আসে তারা যেরকম হয় তার থেকেই| খ্রীষ্ট বলেছিলেন, ‘‘কেননা ভিতর হইতে, মনুষ্যদের অন্তঃকরণ হইতে, কুচিন্তা বাহির হয় - বেশ্যাগমন, চৌর্য্য, নরহত্যা...এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয়’’ (মার্ক 7:21, 23)| লোকেরা যা করেন তার তুলনায় অনেক গভীর হল তারা যেরকম হন| এমনকী যদি কেউ ভাল হওয়ার চেষ্টা করেন, তিনি কখনও নিজের হৃদয় পরিবর্তন করতে পারেন না, যেমন একটা ছাগল নিজেকে মেষে পরিণত করতে পারে না| খ্রীষ্ট বিশ্বাসী হওয়ার শিক্ষা লোকদের দিতে পারা যায় না| যেমন আমি এই ধর্ম্মোপদেশে ব্যাখ্যা করছি, সেভাবেই এদের প্রচারের মাঝে এনে ফেলতে হবে| ঈশ্বর মানুষের হৃদয় আর তার সঙ্গে মানুষের ক্রিয়াকর্মকে দোষী সাব্যস্ত করেন| বাইবেল বলছে, ‘‘সকলেই পাপের অধীনে’’ (রোমীয় 3:9)| মন পরিবর্তনের আগে প্রত্যেকেই পাপের ক্ষমতা এবং দন্ডের অধীনে থাকেন|

আপনাকে অবশ্যই ব্যবস্থার প্রচার করতে হয় যাতে করে লোকেরা দেখবেন এবং অনুভব করবেন যে তাদের হৃদয় পাপপূর্ণ| এখন, প্রত্যেকেই স্বীকার করে নেন যে কোন না কোন উপায়ে তারা হলেন পাপী| আমি কখনও এমন একজনের সঙ্গেও সাক্ষাৎ করিনি যিনি নিজেকে নিখুঁত বলে দাবী করেছেন| একজন লোক এক প্রচারককে বলেছিলেন, ‘‘আমি ধরে নিচ্ছি যে আমি [একজন পাপী], কিন্তু আমি সেইরকম নই যাকে আপনি মন্দ পাপী বলতে পারেন| আমি হচ্ছি, আমার মনে হয়, বরং উত্তম একজন| আমি যেটা সবচেয়ে ভাল জানি তাই করার চেষ্টা করে থাকি|’’ সেই মানুষটি পরিত্রাণ লাভের জন্যে প্রস্তুত ছিলেন না! তাকে পরিত্রাণ দেওয়ার আগে, তার দেখা দরকার যে তিনি একজন ‘‘মন্দ’’ পাপী| সেই কারণে আপনাকে অবশ্যই তাদের পাপপূর্ণ হৃদয়ের প্রতি প্রচার করতে হয়|

কেন তাদের খ্রীষ্টের সুসমাচারের প্রয়োজন, ঈশ্বরের ব্যবস্থা ছাড়া লোকেরা সেটা দেখতে পাননা| সেটাই কারণ যে আপনার সুসমাচার প্রচারের আগেই আপনাকে অবশ্যই ঈশ্বরের ব্যবস্থার প্রচার করতে হয়| বাইবেল বলছে, ‘‘ব্যবস্থা খ্রীষ্টের কাছে আনিবার জন্য আমাদের পরিচালক দাস হইয়া উঠিল’’ (গালাতীয় 3:24)| একজন স্কুলশিক্ষকের মতন, সেই ব্যবস্থা লোকদের দেখিয়ে দেয় যে তাদের কেন খ্রীষ্টের প্রয়োজন| সেই ব্যবস্থা সর্বপ্রথম| তারপরে সেই সুসমাচার| লুথার যা বলেছিলেন সেটা নিখুঁতভাবে সত্য| যদি আপনি শিখতে চান যে কিভাবে একটা সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ প্রচার করতে হয় তাহলে আপনার উচিৎ যে তিনি যা বলেছিলেন সেটা যত্নসহকারে অধ্যয়ন করা| লুথার বলেছিলেন,

যদি আপনি মন পরিবর্তন করিতে চাহিতেছেন, তাহা হইলে ইহা অপরিহার্য্য, যে আপনি [অস্থির] হইবেন, অর্থাৎ, আপনার নিকটে একটি বিপদসংকেত প্রাপ্ত এবং উদ্বিগ্নতাযুক্ত সচেতনতা থাকিবে| তখন, এই অবস্থা সৃষ্ট হইবার পরবর্তীতে, আপনাকে অবশ্যই আঁকড়াইয়া ধরিতে হইবে সেই সান্ত্বনা যাহা আপনার কৃত কোন একটি কার্য্য হইতে আসিতেছে না কিন্তু ঈশ্বরের কৃত কার্য্য হইতে আসিতেছে| তিনি তাঁর পুত্র যীশুকে এই জগতে প্রেরণ করিয়াছেন যাহাতে সন্ত্রস্ত পাপীদের প্রতি উচ্চকন্ঠে ঈশ্বরের করুণার প্রচার করা যায়| ইহাই হইতেছে পরিত্রাণ লাভের উপায় | অবশিষ্ট সকল উপায় ভ্রান্ত | (মার্টিন লুথার, টিএইচ.ডি., লুথার কি বলিতেছেন, কনকর্ডিয়া পাবলিশিং হাউস, 1994 পুনর্মুদ্রন, নম্বর 1014, পৃষ্ঠা 343)|

আমি বলেছি, ‘‘আপনাকে অবশ্যই ব্যবস্থার প্রচার করতে হবে যাতে করে লোকেরা তাদের অন্তর্মূখী পাপ দেখবেন এবং অনুভব করবেন|’’ আমি বলিনি যে, ‘‘আপনাকে অবশ্যই নরক সম্বন্ধে প্রচার করতে হবে|’’ হ্যাঁ, খ্রীষ্ট নরকের সম্বন্ধে বলেছেন| নরক হচ্ছে বাস্তব| কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে হবে যখন আপনি নরকের সম্বন্ধে প্রচার করবেন| নরকের বিষয়ে ভীতিগ্রস্ত হওয়ার দ্বারা কেউই পরিত্রাণ লাভ করতে পারেন না| তারা উত্তম মানুষ হওয়া চেষ্টা করতে পারেন| তারা খ্বুব ধার্মিক হতে পারেন| কিন্তু নরকের বিষয়ে ভীত হয়ে তারা কখনও কাউকে পরিত্রাণ লাভ করাতে পারেননি| খ্রীষ্ট আমাদের পাপের জন্যে মৃত্যুবরণ করেছিলেন| নরক হচ্ছে কেবলমাত্র পাপের একটা ফল| প্রকৃত সমস্যা হল পাপ, নরক নয়| আমরা দেখেছি যে নরকের উপরে দেওয়া একটা গোটা ধর্ম্মোপদেশ লোকদের মন পরিবর্তন করে না| একটা সুসমাচারমূলক ধর্ম্মোপদেশের প্রথম অংশটির উচিৎ লোকদের পাপ তাদের দৃষ্টিগোচর করানো - কেবলমাত্র ব্যক্তিগত পাপসমূহ নয়, কিন্তু তাদের হৃদয়ের সব পাপ|

লোকদের তাদের পাপ দৃষ্টিগোচর করাতে, আপনি অবশ্যই তাদের পাপপূর্ণ, বিদ্রোহী হৃদয়ের বিরুদ্ধে প্রচার করবেন| কিন্তু আপনি অবশ্যই সেখানে থেমে যাবেন না| ব্যবস্থা একজনকেও পরিত্রাণ দিতে পারে না| ব্যবস্থা শুধুমাত্র লোকদের তাদের পাপপূর্ণ হৃদয়কে তাদের দৃষ্টিগোচর করায়| বাইবেল বলছে, ‘‘ব্যবস্থার কার্য্য দ্বারা কোন প্রাণী তাঁহার সম্মুখে ধার্ম্মিক গণিত হইবে না, কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে’’ (রোমীয় 3:20)| বাইবেল বলছে যে লোকদের পরিত্রাণ হল ‘‘ব্যবস্থা যাহা করিতে পারে নাই’’ (রোমীয় 8:3)| কেবলমাত্র খ্রীষ্ট স্বয়ং পারেন পাপীদের হৃদয়ের পরিবর্তন ঘটাতে| একমাত্র খ্রীষ্টের রক্ত পাপ ধৌত করতে পারে| আর সেটাই আমাকে এখন দ্বিতীয় বিষয়ে নিয়ে আনছে|

II. দ্বিতীয়ত, আপনি অবশ্যই সুসমাচার প্রচার করবেন - যা লোকদের বলবে যে তাদের পাপ থেকে উদ্ধার করতে খ্রীষ্ট কি করেছিলেন |

আপনার সুসমাচারমূলক ধর্ম্মোপদেশের দ্বিতীয় অংশে, আপনি অবশ্যই সুসমাচার প্রচার করবেন| কিভাবে উত্তমতর হওয়া যায় সুসমাচার সেই বিষয়ক একটি শিক্ষা নয়| সুসমাচার মন্ডলী বিষয়ক, বা এমনকী স্বর্গ বিষয়ক একটা বার্ত্তা নয়| সুসমাচার হল এই যে ‘‘শাস্ত্রানুসারে খ্রীষ্ট আমাদের পাপের জন্য মরিলেন’’ (I করিন্থীয় 15:3)| সুসমাচার হল এই যে ‘‘খ্রীষ্ট যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন’’ (I তীমথিয় 1:15)|

সুসমাচার একটি বিন্যস্ত রীতি-নিয়ম নয়| সুসমাচার দেখায় যে ঈশ্বর পাপীদের এত ভালবাসেন যে খ্রীষ্ট তাদের জন্য মৃত্যুবরণ করতে জগতে এসেছিলেন| সুসমাচার ব্যবস্থার থেকে প্রণীত হয়নি| এটা হল বিশুদ্ধ ভালবাসা এবং অনুগ্রহ| যেমন লুথার বলেছিলেন,

সুসমাচার...আমাদের কি করিতে হয় বা কি এড়াইয়া চলিতে হয় সেই বিষয়ে প্রচার করে না| এটি কোন প্রয়োজনীয়তা স্থাপন করেনা কিন্তু ব্যবস্থার অভিমুখ বিপরীতে ঘুরাইয়া দেয়, সেই বিপরীতটি করিয়া থাকে, এবং বলে, ‘ইহাই ঈশ্বর আপনাদের জন্য করিয়াছেন; তিনি আপনাদের জন্য তাঁহার পুত্রকে মাংসে নির্ম্মান করিতে দিয়াছেন, আপনাদের নিমিত্ত তাহাকে মৃত্যুবরণ করাইয়াছেন’...সুসমাচার ইহা শিক্ষা দিতেছে যে... ঈশ্বর কর্তৃক আমাদের প্রতি কি প্রদত্ত হইয়াছে, এবং ইহার শিক্ষা নয় যে... আমরা কি করিব এবং ঈশ্বরকে কি দিব (“How Christians Should Regard Moses,” 1525) |

ক্রুশের উপরে এবং শূন্য কবরে খ্রীষ্ট যা করেছিলেন তার মাধ্যমে সুসমাচার একজন পাপীকে নতুন হৃদয়, এবং পাপের ক্ষমা প্রদান করে! যিনি যীশুকে বিশ্বাস করেন সেই ব্যক্তি হলেন

‘‘উহারা বিনামূল্যে তাঁহারই অনুগ্রহে, খ্রীষ্ট যীশুতে প্রাপ্য মুক্তির দ্বারা, ধার্ম্মিক গণিত হয়| তাঁহাকেই ঈশ্বর তাঁহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন’’ (রোমীয় 3:24, 25)|

বাইবেল বলছে যে ‘‘ঈশ্বর আমাদের প্রতি তাঁহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন [দেখিয়েছেন]; কারণ আমরা যখন পাপী ছিলাম, তখনও খ্রীষ্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন...এখন [আমরা] তাঁহার রক্তে ধার্ম্মিক গণিত হইয়াছি’’ (রোমীয় 5:8, 9)| পাপীদের স্থানে তাদের পাপের দেনা শোধ করতে খ্রীষ্ট মৃত্যুবরণ করেছিলেন| যেমন যিশাইয় বলেছিলেন, ‘‘আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাঁহার [খ্রীষ্টের] উপরে বর্ত্তাইয়াছেন’’ (যিশাইয় 53:6)| সুসমাচার হল যীশু খ্রীষ্টের দ্বারা বিনামূল্যে প্রদত্ত অনুগ্রহে পাপের ক্ষমা|

যখন আপনি সুসমাচার প্রচার করছেন, তখন কেবল খ্রীষ্টের মৃত্যুর প্রচার করবেন না| খ্রীষ্টের পুনরুত্থানের বিষয়টির প্রচারও করুন! এটা সুসমাচারের একটা অংশ যে ‘‘শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন’’ (I করিন্থীয় 15:4)| খ্রীষ্টের পুনরুত্থান অপরিহার্য্য| বাইবেল বলছে, ‘‘আর খ্রীষ্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহা হইলে তোমাদের বিশ্বাস অলীক, এখনও তোমরা আপন আপন পাপে রহিয়াছ’’ (I করিন্থীয় 15:17)| খ্রীষ্ট তাঁর কবরে মৃত অবস্থাতে ছিলেন না| পাপীদের একট নতুন হৃদয় দিতে তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন (দেখুন যিহিষ্কেল 11:19; 36:26, 27)|

কেবলমাত্র খ্রীষ্টের মৃত্যুর প্রচার করবেন না| খ্রীষ্টের রক্তের বিষয়টির প্রচারও করুন! স্মরণে রাখুন যে লোকেরা উদ্ধারপ্রাপ্ত হন ‘‘তাঁহার রক্তে বিশ্বাস দ্বারা’’ (রোমীয় 3:25)| আমরা ‘‘তাঁহার রক্তে যখন ধার্ম্মিক গণিত হইয়াছি’’ (রোমীয় 5:9)| এবং বাইবেল বলে, ‘‘রক্তসেচন ব্যতিরেকে পাপমোচন [ক্ষমা] হয় না’’ (ইব্রীয় 9:22)| এটা আমাকে অবাক করে দিচ্ছে যে যেখানে এতজন প্রচারক ডঃ জন্ ম্যাকআর্থারকে অনুসরণ করছেন যখন তিনি বলছেন যে পরিত্রাণের জন্যে খ্রীষ্টের রক্তের কোন দরকার নেই, এবং আজকের দিনে সেখানে খ্রীষ্টের রক্ত নেই| কিন্তু বিশ্বস্ত এবং উত্তম পালকেরা খ্রীষ্টের রক্তের প্রচার করেন! ডঃ মার্টিন লয়েড-জোন্স সঠিক ছিলেন যখন তিনি বলেছিলেন, ‘‘উদ্দীপনার যুগে...[মন্ডলী] রক্তের উপরেই তাহারা গর্ব বোধ করিত...সেখানে মাত্র একটিই পথ রহিয়াছে যাহার সাহায্যে আমরা সকল স্থানের তুলনায় পবিত্রতম [স্থানে] সাহসিকতার সহিত প্রবেশ করিতে পারি, আর উহা সম্ভব খ্রীষ্টের রক্তের দ্বারা’’ (উদ্দীপনা, ক্রসওয়ে বুক্স, 1992 সংস্করণ, পৃ. 48)| সেই রক্তের প্রচার করুন! সেই রক্তের প্রচার করুন! ‘‘এবং তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে’’ (I যোহন 1:7)|

সুসমাচার হল বিনামূল্যে খ্রীষ্টের মধ্যে ঈশ্বরের অনুগ্রহ প্রদান| একজন পাপী স্বয়ং নিজেকে উত্তম করতে পারেন না| সেখানে মাত্র একটিই জিনিষ রয়েছে যা সেই পাপী করতে পারেন| তিনি অবশ্যই যীশুকে বিশ্বাস করতে পারেন| খ্রীষ্টের বিষয়ে কেবলমাত্র একটা সত্য ঘটনায় বিশ্বাস স্থাপন তাকে পরিত্রাণ দেবে না| তাকে অবশ্যই যীশু স্বয়ংকে বিশ্বাস করতে হবে| প্রেরিত পৌল ফিলিপীয় কারারক্ষককে বলেছিলেন, ‘‘প্রভু যীশুতে [ গ্রীক শব্দ epi (এপি) = উপরে, তে ] বিশ্বাস কর, তাহাতে পরিত্রাণ পাইবে’’ (প্রেরিত 16:31)| যদি একজন পাপী যীশুতে বিশ্বাস স্থাপন করেন, তবে তিনি পরিত্রাণ লাভ করবেন| এবং সমস্ত পাপীদের অবশ্যই যা করতে হবে সেটা হল যীশুকে বিশ্বাস| বাকি সমস্ত কিছু যীশু করেন| তিনি পাপীদের নতুন জন্মের সঙ্গে একটা নতুন হৃদয় দান করেন (ইফিষীয় 2:5; যোহন 3:6, 7) এবং তিনি তাঁর নিজের রক্ত দিয়ে পাপীদের সমস্ত পাপ থেকে তাদের শুচি করেন (ইব্রীয় 9:14; প্রকাশিত বাক্য 1:5b; 5:9b)| ‘‘এখন শুধু তাঁকে বিশ্বাস কর, শুধু তাঁকে বিশ্বাস কর, শুধু তাঁকে বিশ্বাস কর| তিনি তোমাকে উদ্ধার করবেন, তিনি তোমাকে উদ্ধার করবেন, এখন তিনি তোমাকে উদ্ধার করবেন’’ (‘‘শুধু তাঁকে বিশ্বাস কর’’ জন্ এইচ. স্টকটোন, 1813-1877)|

আপনার ধর্ম্মোপদেশ প্রচারের শেষে, যীশুর উপরে বিশ্বাস স্থাপন করতে পাপীদের প্রতি আহ্বান জানান| তাদের অন্য একটি ঘরে যাওয়ার আমন্ত্রণ জানান যেখানে আপনি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলবেন| যখন তারা আপনার সঙ্গে কথা বলতে আসেন তখনও কিন্তু আপনার কাজ শেষ হয় না| ‘‘সামনে এগিয়ে আসা’’ আর যীশুকে বিশ্বাস করা এক জিনিষ নয়| ‘‘হাত তোলা’’ বা একটা ‘‘পাপীর প্রার্থনা’’ বলা এবং যীশুকে বিশ্বাস করা এক জিনিষ নয়| যীশুকে বিশ্বাস হল যীশুকে বিশ্বাস - আর অন্য কিছু নয়| সেই কারণে আপনার ধর্ম্মোপদেশের শেষে আপনার আমন্ত্রণে যারা সাড়া দিয়েছেন অবশ্যই তাদের সঙ্গে আপনার কথা বলা উচিৎ| আর তাছাড়া সেটাও হল কারণ যে সেইসঙ্গে আপনাকে কেন তাদের কথা যত্নসহকারে শুনতেও হবে| শোনার মাধ্যমে আপনি তাদের বিশ্বাস করা ভ্রান্ত ধারণাগুলি সম্বন্ধে জানতে পারবেন, এবং সেগুলিকে সংশোধন করে দিতে পারবেন| ব্যক্তিগতভাবে প্রত্যেকের সঙ্গে কথা বলুন এবং তাকে খ্রীষ্টের প্রতি চালিত করতে আপনার সর্বশ্রেষ্ঠ কাজটি করুন| কিন্তু সেটা হচ্ছে অন্য আর একটা বার্ত্তার অন্তর্ভূক্ত বিষয়| হৃদয়ের পাপ এবং খ্রীষ্টের রক্তের মাধ্যমে ক্ষমা প্রাপ্তির বিষয়ে যেমন আপনি প্রচার করছেন সেইসময়ে ঈশ্বর আপনাকে আশীর্ব্বাদ করুন|

ডঃ আর. এল. হেইমারস্, জুনিয়র দ্বারা লিখিত ধর্ম্মোপদেশ পড়ার জন্যে এখানে ক্লিক্ করুন| ষাট বছর ধরে ডঃ হেইমারস্ সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ প্রচার করে চলেছেন| তার সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ পড়ে আপনি অনেক কিছু শিখতে পারেন, “ধৌত এবং শুচি হও! - মন পরিবর্তনের আদর্শ তত্ত্ব” এটা পড়তে এখানে ক্লিক্ করুন| এটা আপনাকে দেখাবে যে একটা সুসমাচারমূলক ধর্ম্মোপদেশের মধ্যে কিভাবে ব্যবস্থা এবং সুসমাচার প্রচার করতে হয়|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।


খসড়া চিত্র

কিভাবে সুসমাচারমূলক ধর্ম্মোপদেশ প্রস্তুত করিবে-
প্রকৃত মন পরিবর্তনের জন্যে বিস্মৃত সত্যের প্রয়োজন

HOW TO PREPARE AN EVANGELISTIC SERMON –
FORGOTTEN TRUTHS NEEDED FOR REAL CONVERSIONS

লেখক : ডঃ সি. এল. কেগান এবং ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র

‘‘সুসমাচার-প্রচারকের কার্য্য কর, তোমার পরিচর্য্যা সম্পন্ন কর’’ (II তীমথিয় 4:5)|

(প্রেরিত 21:8; 8:5, 26-39, 40; I করিন্থীয় 15:1, 3, 4;
I তীমথিয় 1:15)

I.   প্রথমত, আপনি অবশ্যই ব্যবস্থার প্রচার করুন - যা লোকদের পাপপূর্ণ অন্তরের
কথা তাদের বলে দেয়, গালাতীয় 3:24; গীতসংহিতা 51:5; যিরমিয় 17:9;
রোমীয় 8:7; মার্ক 7:21, 23; রোমীয় 3:9, 20; 8:3 |

II.  দ্বিতীয়ত, আপনি অবশ্যই সুসমাচার প্রচার করবেন - যা লোকদের বলবে যে
তাদের পাপ থেকে উদ্ধার করতে খ্রীষ্ট কি করেছিলেন, I করিন্থীয় 15:3;
I তীমথিয় 1:15; রোমীয় 3:24, 25; 5:8, 9; যিশাইয় 53:6;
I করিন্থীয় 15:4,17; যিহিষ্কেল 11:19; 36:26, 27; ইব্রীয় 9:22;
I যোহন 1:7; প্রেরিত 16:31; ইফিষীয় 2:5; যোহন 3:6, 7;
ইব্রীয় 9:14; প্রকাশিত বাক্য 1:5b; 5:9b |