Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




যখন ঈশ্বর রক্ত দেখেন

WHEN GOD SEES THE BLOOD
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2017 সালের, 27শে অগাস্ট, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, August 27, 2017

‘‘তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব’’
(যাত্রাপুস্তক 12:13)|


দুর্ভিক্ষের সময়ে ইব্রীয় লোকেরা মিশরে চলে গিয়েছিলেন| প্রথমে তাদের শ্রদ্ধার চোখে দেখা হত, কারণ যাকোবের পুত্র, যোষেফ ছিলেন ফরৌণের অধীনস্থ একজন শাসক| ইস্রায়েলের সন্তানেরা বড় হচ্ছিল ও তাদের সংখ্যাো বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু সেখানে এক নতুন ফরৌণের উত্থান হয়েছিল যিনি যোষেফকে চিনতেন না| তিনি ভয় পেয়েছিলেন এই কারণে যে ইব্রীয়দের সংখ্যা এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে তারা একদিন বুঝি সমস্ত দেশটা অধিকার করে নেবে| আর সেইজন্যে সেই ফরৌণ তাদের ক্রীতদাস বানিয়ে রাখলেন| ইব্রীয়েরা ঈশ্বরের কাছে প্রার্থনাতে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন, আর ঈশ্বর মোশিকে পাঠালেন তাদের উদ্ধার করে আনার জন্যে| কিন্তু সেই ফরৌণ ছিলেন খুব কঠোর ও নিষ্ঠুর| তিনি ঈশ্বরের লোকদের যেতে দিলেন না| আর সেইজন্যে ঈশ্বর মিশরের উপরে নয়বার আঘাত হেনেছিলেন| প্রত্যেকবার যখনই আঘাত নেমে আসত মোশি সেই ফরৌণের সামনে আসতেন এবং বলতেন, "ইব্রীয়দের প্রভু ঈশ্বর বলিয়াছেন, আমার প্রজাদের যাইতে দেও|" কিন্তু ফরৌণ তা কখনও শুনতেন না| তার হৃদয় কঠিন হয়ে গেছিল| তখন ঈশ্বরের পক্ষে দশম আঘাত বা উৎপাত পাঠানোর সময় এসেছিল|

‘‘আর সদাপ্রভু মোশিকে বলিলেন, আমি ফরৌণের ও মিসরের উপরে আর এক উৎপাত আনিব, তৎপরে সে তোমাদিগকে এ স্থান হইতে ছাড়িয়া দিবে...’’ (যাত্রাপুস্তক 11:1)|

এবং মোশি আবার ফরৌণের প্রাসাদে এসেছিলেন, আর বলেছিলেন,

‘‘সদাপ্রভু এই কথা কহেন, আমি অর্দ্ধরাত্রে মিসরের মধ্য দিয়া গমন করিব; এবং মিসর দেশস্থিত সকল প্রথমজাত মরিবে...কেননা সেই রাত্রিতে আমি মিসর দেশের মধ্য দিয়া যাইব, এবং মিসর দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথমজাতকে আঘাত করিব’’ (যাত্রাপুস্তক 11:4-5; 12:12)|

কিন্তু তাঁর লোকেরা শাস্তি পাবে ঈশ্বর তা চাননি| তিনি মোশিকে বলেছিলেন যে প্রত্যেক পরিবার অবশ্যই একটি করে মেষশাবক নেবে এবং সেটা হত্যা করবে|

‘‘আর তাহারা তাহার কিঞ্চিৎ রক্ত লইবে,...গৃহের দ্বারের দুই বাজুতে ও কপালীতে তাহা লেপিয়া দিবে’’ (যাত্রাপুস্তক 12:7)|

এবার উঠে দাঁড়ান আর যাত্রাপুস্তক 12:12-13 পদদুটি জোরে জোরে পড়ুন|

‘‘কেননা সেই রাত্রিতে আমি মিসর দেশের মধ্য দিয়া যাইব, এবং মিসর দেশস্থ মনুষ্যের ও পশুর যাবতীয় প্রথমজাতকে আঘাত করিব, এবং...বিচার করিয়া দন্ড দিব; আমিই সদাপ্রভু| অতএব তোমরা যে যে গৃহে থাক, তোমাদের পক্ষে ঐ রক্ত চিহ্নস্বরূপে সেই সেই গৃহের উপরে থাকিবে; তাহাতে আমি যখন মিসর দেশকে আঘাত করিব, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না’’ (যাত্রাপুস্তক 12:12-13)|

প্রায় 1,500 বছর ধরে যিহূদিরা নিস্তারপর্ব্ব পালন করেছিলেন| মিশরের ক্রীতদাসত্ব থেকে উদ্ধার পাওয়ার স্মৃতিতে নিস্তারপর্ব্বের ঋতুতে তারা মেষশাবকের মাংসে তৈরী একধরনের বিশেষ খাবার এবং তাড়িশূন্য রুটি খেতেন আর শাস্ত্রের এই অধ্যায়টি পাঠ করতেন| "নিস্তারপর্ব্ব" নামটি আমাদের পাঠ্যাংশ থেকে এসেছে|

‘‘তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব’’ (যাত্রাপুস্তক 12: 13)|

আমি চাই এই পাঠ্যাংশটিকে আপনি তিনভাবে দেখুন| প্রথমত, রক্তের অর্থ| দ্বিতীয়ত, রক্তের কার্যকারীতা| আর, তৃতীয়ত, রক্তের প্রয়োগ|

I. প্রথমত, রক্তের অর্থ |

‘‘তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব’’

বর্তমানে আমাদের জন্যে এই পাঠ্যাংশের মধ্যে কোন কিছু আছে কি? হ্যাঁ, এটা অর্থে পরিপূর্ণ হয়ে আছে কারণ প্রথম নিস্তারপর্বে প্রবাহিত হয়েছিল যে রক্ত তা নির্দেশ করেছিল সেই রক্তকে, যা যীশু ঝরিয়েছিলেন - নিস্তার পর্বে| ওহ হ্যাঁ, সেটা ছিল নিস্তারপর্ব্ব যখন যীশু ক্রুশারোপিত হয়েছিলেন|

‘‘তাঁহার শিষ্যেরা তাঁহাকে বলিলেন, আমরা কোথায় গিয়া আপনার জন্য নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত করিব?’’ (মার্ক 14:12)|

আহার গ্রহণের জন্য তারা উপরের তলায় একটি ঘরে চলে গেছিলেন এবং পাঠ করেছিলেন, যাত্রাপুস্তক 12:13 পদটি,

‘‘তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব’’ (যাত্রাপুস্তক 12:13)|

প্রথমে যীশু তাদের তাড়ীশুন্য রুটি খেতে দিয়েছিলেন|

‘‘পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদপূর্ব্বক তাঁহাদিগকে দিলেন...আর তিনি তাঁহাদিগকে কহিলেন, ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাতিত হয়’’ (মার্ক 14:23-24)|

খ্রীষ্ট তাদের দেখাচ্ছিলেন যে যাত্রাপুস্তক 12:13 পদে লেখা দরজার বাজুতে লাগানো সেই রক্ত ছিল নতুন নিয়মের রক্তের একটা প্রতীক, যা তিনি পরের দিনে ক্রুশের উপরে ঝরাবেন|

‘‘তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব’’ (যাত্রাপুস্তক 12:13)|

এতে যে কোন রক্তের বিষয়ে বলেনি| এটা বলেছে ঈশ্বরের মেষশাবকের সেই রক্তের কথা

‘‘ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান’’ (যোহন 1:29)|

দুয়ারের বাজুতে লাগানো রক্ত আগে ছিল এবং সেই রক্ত চিত্রিত করেছিল যা পাপীদের ধ্বংসের হাত থেকে মুক্ত করে, এবং তাদের পালন করে

‘‘ঈশ্বরের সেই মন্ডলীকে পালন কর, যাহাকে তিনি নিজ রক্তের দ্বারা ক্রয় করিয়াছেন’’ (প্রেরিত 20:28)|

আপনি হয়ত জিজ্ঞাসা করতে পারেন যে সেই রক্তের এমন ক্ষমতা কি কারণে| স্পারজিওন বলেছিলেন,

যদি খ্রীষ্ট কেবলমাত্র একজন সাদামাটা মানুষ হইতেন...তাহা হইলে পরিত্রাণ করিবার ন্যায় সক্ষমতা তাঁহার রক্তের থাকিত না; কিন্তু খ্রীষ্ট ছিলেন "প্রকৃত ঈশ্বরের প্রকৃত ঈশ্বর;" সেই রক্ত যাহা খ্রীষ্ট প্রবাহিত করিয়াছিলেন তাহা ছিল ঈশ্বরের ন্যায় রক্ত| ইহা মানুষের রক্ত ছিল, কারণ তিনি আমাদের ন্যায় মানুষ ছিলেন; কিন্তু দেবত্ব এত বেশি করিয়া নরত্বের সহিত সম্বন্ধযুক্ত ছিল, যে ইহা হইতে রক্ত প্রাপ্ত করিল সেই কার্য্যক্ষমতা...অনন্তকালের সেই অবিরাম আশ্চর্য্য, যে মৃত্যুবরণ করিবার জন্যে ঈশ্বরেরও একজন মানুষ হওয়া উচিৎ| ওহ! যখন আমরা চিন্তা করি যে খ্রীষ্ট এই জগতের সৃষ্টিকর্তা ছিলেন, এবং তাঁহার সর্ব-বহনক্ষম স্কন্ধে তিনি জগত সংসার ঝুলাইয়া রাখিতেন, আমরা আশ্চর্য্য হইতে পারি না যে তাঁহার মৃত্যু হইতেছে মুক্তির শক্তি, এবং তাঁহার রক্ত পাপ হইতে শুচি করে...কারণ তিনি ঐশ্বরিক, তিনি "পরমভাবে তাহাদের উদ্ধার করিতে সক্ষম, যাহারা তাঁহার দ্বারা ঈশ্বরের নিকটে আসেন|" তাঁহার রক্ত হইতেছে সেই রক্ত যাহার দ্বারা আপনি ঈশ্বরের ক্রোধ হইতে মুক্তি পাইতে পারেন (সি. এইচ. স্পারজিওন, "দ্য ব্লাড," দ্য পার্ক স্ট্রীট পুলপিট, পিলগ্রিম প্রকাশনা, 1981 পুনঃমুদ্রন, সংস্করণ V, পিপি.27-28) |

‘‘তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব’’ (যাত্রাপুস্তক 12:13)|

দরজার বাজুতে লাগানো সেই রক্ত হল ঈশ্বরের মানুষ, খ্রীষ্ট যীশুর রক্তের প্রতীক|

‘‘কারণ আমাদের নিস্তারপর্ব্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রীষ্ট’’ (I করিন্থীয় 5:7)|

এবং এই হল রক্তের অর্থ!

II. দ্বিতীয়ত, রক্তের কার্য্যকারিতা |

‘‘তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব’’ (যাত্রাপুস্তক 12: 13)|

‘‘তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব|’’ আপনার উপরে কোন বিচারের দন্ড নেমে আসবে না| আপনার উপরে কোন অভিশাপ নেমে আসবে না - যদি আপনার কাছে সেই রক্ত থাকে|

‘‘কেননা সদাপ্রভু মিস্রীয়দিগকে আঘাত করিবার জন্য তোমাদের নিকট দিয়া গমন করিবেন, তাহাতে দ্বারের কপালীতে ও দুই বাজুতে সেই রক্ত দেখিলে সদাপ্রভু সেই দ্বার ছাড়িয়া অগ্রে যাইবেন, তোমাদের গৃহে সংহারকর্ত্তাকে প্রবেশ করিয়া আঘাত করিতে দিবেন না’’ (যাত্রাপুস্তক 12:23)|

সেই পুরুষ বা নারী যাদের কাছে সেই রক্ত আছে তাদের উপরে ঈশ্বর থেকে কোন বিচারের দন্ড নেমে আসতে পারে না|

‘‘আর এক আটি এসোব লইয়া ডাবরে স্থিত রক্তে ডুবাইয়া দ্বারের কপালীতে ও দুই বাজুতে ডাবরে স্থিত রক্তের কিঞ্চিৎ লাগাইয়া দিবে...’’ (যাত্রাপুস্তক 12:22)|

রক্ত লাগাতে হবে চৌকাঠে - দরজার সবথেকে উপরের কাঠটিতে| রক্ত লাগাতে হবে দরজার পাশের, দুটি কাঠেই| ডাবরের মধ্যে রক্ত লাগাতে হবে তলায়| উপরের দিকে| নিচের দিকে| দুই পাশে| এর গতিশীলতা খ্রীষ্টের ক্রুশের প্রতি নির্দেশ করছে!

ঐ দেখ, তাঁহার শির ও হাত,
তাঁহার পায়ে কর দৃষ্টিপাত,
তা’ হইতে প্রেম ও দুঃখচয়
মিশ্রিত হইয়া পতিত হয়|
(“When I Survey the Wondrous Cross” by Isaac Watts, 1674-1748) |

‘‘তোমরা ত জান, তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলীক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়ণীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা, মুক্ত হও নাই, কিন্তু নির্দ্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবকস্বরূপ খ্রীষ্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ’’ (I পিতর 1:18-19)|

মার্টিন লুথার প্রশ্ন করছেন,

এখন, কি হইতেছে সেই গুপ্তধন যাহা দ্বারা আমরা মুক্তিপ্রাপ্ত হইব? ইহা ক্ষয়ণীয় স্বর্ণ বা রৌপ্য নয় কিন্তু ঈশ্বরের পুত্র, খ্রীষ্টের সেই বহুমূল্য রক্ত| এই সম্পদ এত অধিক মূল্যবান এবং মহান যে কোন মানবীয় জ্ঞান অথবা যুক্তি ইহাকে দৃঢ়মুষ্ঠিতে ধারণ করিতে পারে না, এই পরিমাণেও যে সমগ্র বিশ্বের পাপের জন্যে এই নির্দোষ রক্তের একটি মাত্র ফোঁটাই প্রয়োজনের তুলনায় যথেষ্ট হইবে| ততসত্ত্বেও পিতা চাহিয়াছিলেন তাঁহার অনুগ্রহ এত প্রচুর পরিমাণে আমাদের উপরে অর্পন করিতে এবং আমাদের পরিত্রাণের জন্যে এত অধিক মূল্য প্রদান করিতে যে তিনি খ্রীষ্ট, তাঁহার পুত্রকে, অনুমতি দিয়াছিলেন আমাদের কারণে তাঁহার নিজের সমস্ত রক্ত ঝরাইতে এবং এইরূপে তিনি সমগ্র ধনরাশি আমাদের প্রদান করিয়াছেন (Luther, Exposition of I Peter 1:18-19) |

গেৎশিমানীর বাগানে খ্রীষ্টের রক্ত ঘর্ম্মীয় ফোঁটায় ভূমিতে পতিত হয়েছিল| পিলাতের হলঘরে যখন তাকে চাবুক মারা হচ্ছিল তখন চাবুকের রশির পাকে পাকে তাঁর রক্ত মুক্তভাবে বয়ে যাচ্ছিল| কাঁটার মুকুট তাঁর কপালে বিদ্ধ হয়েছিল আর রক্ত তাঁর চোখ বেয়ে নেমে আসছিল| তাঁর হাত ও পায়ে পেরেক বিদ্ধ করা হয়েছিল, এবং ক্রুশ থেকে অঝোরে রক্ত গড়িয়ে পড়ছিল| এরপরে, সৈন্যেরা তাঁর কুক্ষিদেশে আঘাত করেছিল,

‘‘তাহাতে অমনি রক্ত ও জল বাহির হইল’’ (যোহন 19:34)|

‘‘তিনি [ঈশ্বর] খ্রীষ্ট, তাঁহার পুত্রকে, অনুমতি দিয়াছিলেন আমাদের কারণে তাঁহার নিজের সমস্ত রক্ত ঝরাইতে এবং এইরূপে তিনি সমগ্র ধনরাশি আমাদের প্রদান করিয়াছেন’’ (লুথার, আইবিড.)|

এবং

‘‘তাঁহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে’’ (I যোহন 1:7)|

খ্রীষ্ট যীশুর রক্তের দ্বারা সমস্ত পাপ শুচি হয়েছিল! সমস্ত পাপ! সেখানে এমন কোন বড় পাপ নেই যে তাঁর রক্ত সেই পাপকে শুচি করতে পারে না! সেখানে কোন পাপ নেই যে রক্ত তা ধুয়ে দূরে সরিয়ে দিতে পারে না| মেরী মগ্দালনীর শরীরের সাতটি দিয়াবল এই রক্ত পারে বাইরে ছুঁড়ে ফেলে দিতে| এটা দিয়াবল আক্রান্ত উন্মত্ত মানুষকে মুক্ত করতে পারে| কুষ্ঠ রোগীর অনির্বচনীয় ক্ষতের নিরাময় করতে পারে| এমন কোন আত্মিক অসুখ নেই যা এ নিরাময় করতে পারে না| এর পক্ষে কোন বিষয়ই গুরুতর নয়, যতই ঘৃণিত বা জঘন্য হোক না কেন তা কোন ব্যাপার নয়, কারণ এ হল সম্পূর্ণ-কার্য্যকর খ্রীষ্টের রক্ত|

‘‘তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব’’ (যাত্রাপুস্তক 12:13)|

এবং সেটা রক্তের কার্য্যকারিতা দেখাচ্ছে!

III. তৃতীয়ত, রক্তের প্রয়োগ |

যদি মেষশাবককে শ্বাসরোধ করে বা বিষ প্রয়োগে মারা হত, তবে সংহারকর্ত্তা প্রতিটি গৃহের প্রথমজাতকে তাঁর বিচারে আঘাত করতেন| যদি মেষশাবকটিকে হত্যা করা হত এবং তার দেহটি দরজার কপালীতে ঝুলিয়ে রাখা হত, সংহারকর্ত্তা বিচারে আঘাত করতেন| তাদের বলতে দিন যারা বলছেন যে সেখানে কোন রক্ত নেই সেটা লক্ষ করুন| এটা একমাত্র মেষশাবকের মৃত্যুর বিষয় ছিল না, কিন্তু মেষশাবকের রক্ত হল বিষয় যা একে পৃথক করেছে| এটা সত্যি, মেষশাবককে মরতে হয়েছিল, আর তবুও ঈশ্বর বলেছিলেন,

‘‘তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব’’ (যাত্রাপুস্তক 12:13)|

কিন্তু একটা ডাবরে ফেলে রাখা রক্ত বিচার থেকে রক্ষা করতে পারত না| একে অবশ্যই প্রয়োগ করতে হবে| ওই এসোবের আটি নিন

‘‘ডাবরে স্থিত রক্তে ডুবাইয়া দ্বারের কপালীতে ও দুই বাজুতে... লাগাইয়া দিবে...’’ (যাত্রাপুস্তক 12:22)|

রক্তকে অবশ্যই লাগাতে হবে নয়তো এটি কার্য্যকরী হবে না| ওহ, পাপী, খ্রীষ্টের রক্ত গ্রহণ করুন ! যীশুর রক্তে পাপ থেকে ধৌত হন!

‘‘খ্রীষ্ট যীশু: তাঁহাকেই ঈশ্বর তাঁহার রক্তে বিশ্বাস দ্বারা প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করিয়াছেন’’ (রোমীয় 3:24-25)|

এটা খুবই অদ্ভুত যে NASV এর ভুল অনুবাদ করেছে, তথাকথিত একটা আক্ষরিক অনুবাদ করে দিয়েছে! আর যদিও NIV সঠিকভাবে এর অনুবাদ করেছে, "তাঁহার রক্তে বিশ্বাসের মাধ্যমে|" আমি আগে পিছে যাওয়া ঘৃণা করি| সেই কারণে আমি লেগে থাকছি পুরানো বিশ্বাসী KJV কে, যা আক্ষরিক অর্থে অনুবাদ করেছিল এবং যাকে বিশ্বাস করা যায়|

‘‘তাঁহার রক্তে বিশ্বাসের মাধ্যমে|’’

বিশ্বাসের লক্ষ্য হল খ্রীষ্ট যীশুর রক্ত| সেইভাবেই আপনি সংযোগ ঘটাতে পারেন| ঐভাবেই রক্ত আপনার প্রতি প্রযুক্ত হয়েছে - ‘‘তাঁহার রক্তে বিশ্বাসের মাধ্যমে|’’

"ওহ না," কিছু নতুন সুসমাচার সংক্রান্ত প্রচারকেরা হয়তো বলতে পারেন, "তাঁর রক্তে বিশ্বাস স্থাপনের দ্বারা আপনি পরিত্রাণ লাভ করেননি!" ঠিক আছে, আমি জানতে চাইব যে এছাড়া কিভাবে আপনাকে পরিত্রাণ দেওয়া যেতে পারে! "ঠিক আছে, যদি একজন মানুষ সেই রক্তের উপরে নির্ভর করে, সে বিনষ্ট হতে পারে|" কক্ষনো না! এটা হতে পারে না! যখন খ্রীষ্টের রক্তের উপরে বিশ্বাস স্থাপন করছেন তখন যদি তিনি আপনাকে বিনষ্ট হতে দেন তবে ঈশ্বর স্বয়ং নিজের প্রতি অবিশ্বস্ত হবেন!

‘‘কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য, পাপমোচনের নিমিত্ত, পাতিত হয়’’ (মথি 26:28)|

সেখানে এমন অনেক লোক আছেন যারা অনুভব করেন না যে রক্ত প্রযুক্ত হয়েছে| কিন্তু তাতে কিছু আসে যায় না, কারণ আমাদের পাঠ্যাংশ বলছে না যে আপনি হলেন এমন একজন যার রক্ত দেখার দরকার আছে| ওহ না! এতে বলছে,

‘‘তখন আমি সেই রক্ত দেখিলে, আমি তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব’’ (যাত্রাপুস্তক 12:13)|

ঈশ্বর হলেন সেই একজন যাঁর রক্ত দেখার দরকার রয়েছে| ঈশ্বর হলেন একমাত্র সেই একজন যাঁর দেখার বা অনুভব করার দরকার আছে সেই রক্ত যা আপনাকে সমস্ত পাপ থেকে শুচি করে| এটা বলছে না যে "যখন আপনি রক্ত দেখেন|" এটা বলছে না যে খ্রীষ্টের রক্তের দ্বারা শুচি হওয়ার বিষয়ে আপনাকে অবশ্যই সবকিছু বুঝতে হবে| এটা বলছে, "যখন আমি ইহা দেখি|" আপনার বিশ্বাস হয়তো খুব বেশি নাও হতে পারে| কিন্তু আপনি যদি যীশুর কাছে আসেন এবং তাঁর রক্তে বিশ্বাস স্থাপন করেন, ঈশ্বর তা দেখবেন| তিনিই হলেন একমাত্র সেই একজন যিনি গণনা করেন| এবং

‘‘তখন আমি সেই রক্ত দেখিলে, আমি তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব’’ (যাত্রাপুস্তক 12:13)|

ইব্রীয়েরা রক্ত দেখতে পাননি| তারা নিজেদের গৃহের অভ্যন্তরে ছিলেন| তারা দেখতে পাননি যে বাইরের দরজার চৌকাঠে এবং দুইধারের বাজুতে কি ছিল| কিন্তু ঈশ্বর সেখানে রক্ত দেখতে পেরেছিলেন| আর সেটাই ছিল একমাত্র শর্ত যার উপরে একজন পাপীর পরিত্রাণ নির্ভর করে - ঈশ্বর আপনার উপরে রক্তের প্রয়োগ হয়েছে কি না তা দেখে, আপনার দেখার উপরে নির্ভর করে নয়| তারপরে প্রার্থনায় ঈশ্বরের কাছে আসুন আর বলুন, "প্রভু, খ্রীষ্টের রক্তের কারণে আমাকে পরিত্রাণ করুন| যেভাবে আমার উচিৎ ছিল সেইমতো আমি ইহা দেখিতে পাইতেছি না, কিন্তু প্রভু, আপনি ইহা দেখিতেছেন, এবং আপনি বলিয়াছেন,

‘‘তখন আমি সেই রক্ত দেখিলে, আমি তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব’’ (যাত্রাপুস্তক 12:13)|

"প্রভু, আপনি রক্ত দেখিতেছেন| আপনি দেখিতেছেন যে আমি ইহার পরিত্রাণকারী ক্ষমতায় বিশ্বাস স্থাপন করিয়াছি| আমাকে ক্ষমা করুন এবং একমাত্র খ্রীষ্টের রক্তের খাতিরে আমাকে শুচি করুন|" এই প্রার্থনাকে আপনার হৃদয়ে অনুভবকারী প্রার্থনাতে পরিণত করুন এবং আকাঙ্খা করুন এবং খুব শীঘ্রই আপনাকে যীশুর রক্তে ধৌত করে শুচি করা হবে!


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে যে শাস্ত্রাংশ পঠিত হয়েছে: মার্ক 14:12-25 |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“When I See the Blood” (John Foote, 19th century) |


খসড়া চিত্র

যখন ঈশ্বর রক্ত দেখেন

WHEN GOD SEES THE BLOOD

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র

‘‘তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব’’
(যাত্রাপুস্তক 12:13)|

(যাত্রাপুস্তক 11:1, 4-5; 12:12, 7)

I.    প্রথমত, রক্তের অর্থ, মার্ক 14:12, 23-24; যোহন 1:29;
প্রেরিত 20:28; I করিন্থীয় 5:7 |

II.   দ্বিতীয়ত, রক্তের কার্য্যকারিতা, যাত্রাপুস্তক 12:23, 22;
I পিতর 1:18-19; যোহন 19:34; I যোহন 1:7 |

III.  তৃতীয়ত, রক্তের প্রয়োগ, রোমীয় 3:24-25; মথি 26:28 |