Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




যীশুর প্রতি দৃষ্টি রাখি

LOOKING UNTO JESUS
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2017 সালের, 11ই জুন, প্রভুর দিনের সকালবেলা লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, June 11, 2017

‘‘বিশ্বাসের আদিকর্ত্তা ও সিদ্ধিকর্ত্তা যীশুর প্রতি দৃষ্টি রাখি; তিনিই আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন, এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন’’ (ইব্রীয় 12:2)|


এই পদটি খ্রীষ্টের সুসমাচার ব্যাখ্যা করছে| প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীরা কি বিশ্বাস করেন তার একটি সহজ বিবৃতি হিসাবে এর চাইতে আর কোন স্পষ্টতর পদ সমগ্র বাইবেলের মধ্যে রয়েছে বলে আমি ভাবতে পারি না যা আপনাকে বলা যেতে পারে|

এখন, আপনি খুব যত্নসহকারে এই ধর্ম্মোপদেশটি শুনুন, যেহেতু আমি এই পদটির অংশ আলাদা করে তুলে ধরব এবং যতটা সম্ভব পারি যত্ন নিয়ে আপনাকে ব্যাখ্যা করে শোনাব| এই পাঠ্যাংশ যেন আপনার হৃদয় উন্মুক্ত করে দেয় যাতে তা খ্রীষ্টের আলোয় উদ্ভাসিত হয়, যেখানে এখন অন্ধকার এবং বিভ্রান্তি বিরাজ করছে|

একজন লোক মন্ডলীতে যেতে পারেন এবং তাও মহা অন্ধকারের মধ্যে থাকেন| একজন লোক অনেক বাইবেল শিক্ষা করতে পারেন এবং তাও বিভ্রান্ত হতে পারেন, এবং তারা যা পড়ছেন সেই বিষয়ে তাদের বোধগম্যতা অন্ধকারাচ্ছন্ন হতে পারে| এই আমার প্রার্থনা যে যখন আমি প্রচার করছি সেই সময়ে ঈশ্বর স্বয়ং মুক্ত করবেন ‘‘যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়’’ (ইফিষীয় 1:18)| যেখানে একমাত্র ঈশ্বরই সেই কাজ করেন সেখানে এই পদের কিছুটা সত্যকে হজম করতে আপনি কি সক্ষম হতে পারেন|

এই পাঠ্যাংশটি আমাদের তিনটি মৌলিক সত্যের কথা বলছে :


1. যীশু আপনার জন্যে কি করেছেন|

2. কেন যীশু আপনার জন্যে তা করেছেন|

3. কিভাবে এর উপকারিতা গ্রহণ করা যায়|

I. প্রথমত, যীশু আপনার জন্যে কি করেছেন |

‘‘যীশুর প্রতি দৃষ্টি রাখি (যিনি)...ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন’’ (ইব্রীয় 12:2)|

‘‘সহ্য’’ শব্দের এর তুল্য গ্রীক শব্দের অর্থ হলো ‘‘ধৈর্য্যপূর্বক দু:খ সহ্য করা’’ (স্ট্রং) | পাপের শাস্তির হাত থেকে আপনাকে রক্ষা করতে যীশু ধৈর্যসহকারে অসীম দু:খভোগ এবং তাড়নার মধ্যে দিয়ে গিয়েছিলেন| যেমন পোলী বলেছিলেন :

(খ্রীষ্ট) ক্রুশ, ইহার সহিত (সংযুক্ত সমস্ত দু:খসহ), তাহার আত্মায় দু:খ, তাহার শরীরে অত্যাচারের যন্ত্রণা, (প্রহারের) যন্ত্রণা, বেত্রাঘাত, কন্টক বিদ্ধ করা, বেত্রাঘাতের দ্বারা তাহার মাংস খুলিয়া লওয়া, পেরেকের দ্বারা হস্ত ও পদ ছিদ্র করা (গর্ত করিয়া দেওয়া), হয় পরহিংসা অথবা দিয়াবল বা মনুষ্যের ক্রোধের কারণে তাহার উপরে আরোপিত হইতে পারিত এইরূপ সমস্ত মন্দ সহ্য করিয়াছিলেন; তিনি তাহার বোঝার ভার লইয়া না ক্লান্ত, না সংকুচিত অথবা অজ্ঞান হইয়াছিলেন| কি অজেয় নম্রতা এবং অপ্রতিরোধী বীরত্বপূর্ণ সহিষ্ণুতার সহিত তিনি সেইগুলি অতিক্রম করিয়াছিলেন যাহা তাহার সম্পর্কে পূর্বেই ব্যক্ত করা হইয়াছিল (যিশাইয় 53 পদে)! (ম্যাথু পোলী, ইব্রীয় 12:2 পদের উপরে মন্তব্য)|

তখন, তারপরেও, খ্রীষ্ট ‘‘অপমান তুচ্ছ’’ করে ক্রুশের দিকে এগিয়ে গিয়েছিলেন (ইব্রীয় 12:2)| ‘‘তুচ্ছ’’ করার অর্থ ‘‘সামান্য মাত্রায় চিন্তা করা’’ অথবা ‘‘একটু কিছু চিন্তা করা’’ ( ভাইন ) | তিনি যে মহা দু:খের মধ্যে দিয়ে গিয়েছিলেন সেই সম্বন্ধে যীশু খুব সামান্য চিন্তা করেছিলেন কারণ তিনি আপনাকে রক্ষা করার এবং ঈশ্বরকে গৌরবান্বিত করার চিন্তায় মগ্ন ছিলেন| ‘‘অপমান তুচ্ছ করিলেন|’’ এখনে অপমানের অর্থ হল ‘‘মর্যাদাহানি’’ ( স্ট্রং ) | আপনার কৃত পাপের শাস্তি থেকে আপনাকে রক্ষা করতে যীশুকে তাঁর মর্যাদা হারাতে হয়েছিল| আপনার পরিবর্তে তিনি অপমানিত হতে বাধ্য হয়েছিলেন, যাতে শেষ বিচারের সময় আপনাকে অপমানিত হতে না হয়|

প্রহারিত হওয়ার দ্বারা যীশু অপমানিত হয়েছিলেন| তাঁর গায়ে থুতু ছেটানো এবং একগোছা দাড়ি উপড়ে নেওয়ার দ্বারা যীশু অপমানিত হয়েছিলেন| ‘‘ওকে ক্রুশবিদ্ধ কর! ওকে ক্রুশবিদ্ধ কর!’’ বলে একদল ক্রুদ্ধ জনতার চিৎকারের দ্বারা তিনি অপমানিত হয়েছিলেন| তাঁর সমস্ত পোষাক ছিঁড়ে ফেলা এবং নগ্ন অবস্থায় তাঁকে ক্রুশে ঝোলানোর দ্বারা, তিনি অপমানিত হয়েছিলেন|

আপনার পরিবর্তে, তিনি অপমানিত, লজ্জিত হয়েছিলেন|

‘‘কারণ খ্রীষ্টও একবার পাপসমূহের জন্যে দু:খভোগ করিয়াছিলেন - সেই ধার্ম্মিক ব্যক্তি অধার্ম্মিকদের নিমিত্ত’’ (I পিতর 3:18)|

‘‘আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাঁহার উপরে বর্ত্তাইয়াছেন’’ (যিশাইয় 53:6)|

আপনার পাপের জন্যে যে শাস্তি আপনার গ্রহণ করা উচিৎ ছিল সেই শাস্তি যীশু গ্রহণ করেছিলেন| যীশুকে আপনার জায়গায় শাস্তি দেওয়া হয়েছিল|

যীশুকে আপনার জায়গায় অপমানিত হতে হয়েছিল| কোন সময়ে আপনি করেছেন এমন প্রত্যেকটি পাপ শেষ বিচারের দিনে ঈশ্বরের দ্বারা পাঠ করা হবে| সমগ্র জগতের সামনে সেগুলি আপনাকে লজ্জিত করবে| কিন্তু আপনি যদি যীশুতে বিশ্বাস স্থাপন করেন, তিনি আপনার পরিবর্তে অপমানিত হবেন| আপনার পরিবর্তে নগ্ন হয়ে এবং আপনার পাপের জন্যে অপমানিত হয়ে, যীশু আপনার জায়গায় দাঁড়ান, ক্রুশের উপরে - যদি আপনি তাঁতে বিশ্বাস স্থাপন করেন!

ঐ ক্রুশের উপরে যীশু খ্রীষ্টের ‘‘প্রতিনিধিস্বরূপ প্রায়শ্চিত্ত’’র শিক্ষা বাইবেল আমাদের দেয়! ড: পি. বি. ফিটজওয়াটার বলেছিলেন :

তাঁহার বলিদান প্রতিনিধিস্বরূপ ছিল, যাহার অর্থ কাহারও, পক্ষে অথবা প্রতিনিধি হিসাবে, কাজ করা (Christian Theology, Eerdmans, 1948, p. 426) |

ইংরাজি শব্দ ‘‘প্রতিনিধিস্বরূপ’’ এর মানে হল ‘‘এক ব্যক্তির স্থান অন্যের দ্বারা গ্রহণ করা’’ (Webster’s New Collegiate Dictionary, 1960) |

আর যীশু খ্রীষ্ট হুবহু সেটাই আপনার জন্যে করেছিলেন! ‘‘এক ব্যক্তির (আপনার) স্থান অন্যের (খ্রীষ্ট) দ্বারা গ্রহণ করা|’’ আপনার কৃত পাপের জন্য আপনার পাওয়ার যোগ্য শাস্তি তিনি গ্রহণ করেছিলেন|

বাইবেল বলছে :

‘‘খ্রীষ্টও ‘অনেকের পাপভার তুলিয়া লইবার’ নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন’’ (ইব্রীয় 9:28)|

‘‘শাস্ত্রানুসারে খ্রীষ্ট আমাদের পাপের জন্য মরিলেন’’ (I করিন্থীয় 15:3)|

আপনি পাপ করার জন্যে আপনার প্রাপ্য শাস্তি খ্রীষ্ট ভোগ করেছেন| তিনি তার মূল্য চুকিয়েছেন|

আমার বিপিতা ছিলেন একজন শক্তপোক্ত বৃদ্ধ নৌ-সেনা| একবার তিনি টুলে বসে থাকা একজন ক্লান্ত পুলিশকে লাথি মেরে ফেলে দিয়েছিলেন| তারা তাকে জেলে ভরে দিয়েছিল| তাকে জামিনে ছাড়িয়ে আনার জন্যে আমার মা মাঝরাতে এড গ্যালিককে ডেকেছিলেন| এড জেলে গিয়েছিলেন এবং তার হয়ে জামিন দিয়েছিলেন| তারা তখন আমার বিপিতাকে ছেড়ে দিয়েছিল| তিনি যেমন জেল থেকে বের হয়েছিলেন, এড’কে দেখেছিলেন, আর প্রশ্ন করেছিলেন, ‘‘তুমি এখানে কি করছ?’’

যীশু কি করেছিলেন এই ঘটনাটি আমাকে তা স্মরণ করিয়ে দেয়| আপনার পাপের জন্যে নরকে আপনার শাস্তি পাওয়ার হাত থেকে আপনাকে বের করে আনতে তিনি জামিন প্রদান করেছিলেন| আমরাও ক্রুশের দিকে তাকাই আর বলি, ‘‘আপনি এখানে কি করছেন?’’ এর উত্তর হল - তিনি আপনার জামিন প্রদান করছেন - ঈশ্বরের নরকের জেলখানা থেকে আপনাকে বের করে আনতে! যীশুর উপরে আপনার বিশ্বাস এখনই স্থাপন করুন!

II. দ্বিতীয়ত, কেন যীশু আপনার জন্যে তা করেছেন |

‘‘তিনিই আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত’’ (ইব্রীয় 12:2)|

যীশু স্বেচ্ছাকৃতভাবে ক্রুশে গিয়েছিলেন| যে কোন সময়ে নিজেকে মুক্ত করার পক্ষে তিনি যথেষ্ট শক্তিশালী ছিলেন| তার পরিবর্তে, ‘‘মেষশাবক যেমন হত হইবার জন্যে নীত হয়’’ সেইভাবে নীত হলেন (যিশাইয় 53:7)| আপনার পাপের দেনা শোধ করতে কেন তিনি নম্রভাবে ক্রুশের প্রতি গিয়েছিলেন? তিনি ‘‘আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত’’ তা করেছিলেন (ইব্রীয় 12:2)|

প্রথমত, সেখানে স্বর্গে প্রবেশ করার একটা আনন্দ ছিল| খ্রীষ্ট জানতেন যে যখন তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করবেন তার অনতিবিলম্বে তিনি স্বর্গে প্রবেশ করবেন| তাঁর পাশেই থাকা মৃত্যুপথযাত্রী সেই দস্যুকে তিনি বলেছিলেন, ‘‘অদ্যই তুমি পরমদেশে আমার সঙ্গে উপস্থিত হইবে’’ (লূক 23:43)|

তারপরে, তিনি আপনাকে স্বর্গে প্রবেশ করতে দেখার আনন্দের প্রত্যাশাও করেছেন| য্খন যীশু মন পরিবর্তিত দস্যুকে দেখেছিলেন তিনি কি ধরনের আনন্দ অনুভব করেছিলেন! আর কি ধরনের আনন্দ তিনি পাবেন যখন আপনাকে স্বর্গে প্রবেশ করতে দেখবেন!

গতকাল আমি বেশ কয়েকজন মানুষ দেখেছি যাদের আমি যীশুতে পরিচালিত করেছিলাম| তাদের মধ্যে একজন এখন হচ্ছেন ডিকনদের চেয়ারম্যান| আর একজন হলেন পালকদের সহকারী| এই সব মানুষদের দেখে আমার প্রভূত আনন্দ হয়েছিল, যাদের আমি প্রায় চল্লিশ বছর আগে খ্রীষ্টের প্রতি চালনা করেছিলাম| এছাড়া এটা সেই আনন্দের একটা অংশও বটে যার অভিজ্ঞতা পাওয়ার আশা খ্রীষ্ট স্বর্গে বসেও করেছিলেন| এবং সেটাই হচ্ছে কারণ যে খ্রীষ্ট স্বেচ্ছাকৃতভাবে তাঁকে ক্রুশবিদ্ধ করতে দিয়েছিলেন - ‘‘অনেক পুত্ত্রকে প্রতাপে আনয়ন’’ করার জন্যে (ইব্রীয় 2:10)|

সেই কারণেই যীশু আমাদের ‘‘বিশ্বাসের আদিকর্ত্তা ও সিদ্ধিকর্ত্তা|’’ তিনি আমাদের মধ্যে বিশ্বাস উৎপন্ন করেন এবং আমাদের নিখুঁত করেন এবং আমাদের রক্ষা করেন| পরিত্রাণ সম্পূর্ণ খ্রীষ্টে!

III. তৃতীয়ত, কিভাবে আপনি এর ফল গ্রহণ করেন |

‘‘যীশুর প্রতি দৃষ্টি রাখি... ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন’’ (ইব্রীয় 12:2)|

প্রেরিতদের পুস্তকে প্রেরিতেরা এমন একটি সুসমাচার খুব কমই প্রচার করেছেন, যার মধ্যে ঈশ্বরের দক্ষিণদিকে অবস্থানের জন্যে খ্রীষ্টের স্বর্গারোহনের বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি| আমি দৃঢ় নিশ্চিত যে আমাদের সময়ে, আমাদেরও প্রয়োজন রয়েছে স্বর্গারোহনের বিষয়ে প্রচার করার, ঠিক যেমন প্রেরিতবর্গেরা করতেন সেইভাবে| এই হল সেই কারণগুলি যা আমার মনে হচ্ছে:

1. পিতার দক্ষিণে উপবিষ্ট থাকার জন্য খ্রীষ্টের স্বর্গারোহনের বিষয়ে প্রচার স্ফটিক-স্বচ্ছ করছে যে খ্রীষ্ট এবং পিতা হলেন দুইজন স্বতন্ত্র - পৃথক - ব্যক্তি| ত্রিত্বের বাইবেল বিষয়ক মতবাদ বর্তমানে অস্বচ্ছ হয়ে পড়েছে| এইটা না জেনেই অনেকে এই অতি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ত্রিত্ববাদ বিরোধী হয়ে পড়ছেন|

2. ত্রিত্বের মধ্যে যখন পিতা ঈশ্বর এবং পুত্র যীশুকে পৃথকভাবে দেখানো যায় না তখন মিলনসাধন, ক্ষমালাভ, এবং সততা প্রতিপাদনের মহান বাইবেল সংক্রান্ত মতবাদ বাস্তবক্ষেত্রে না হলেও হারিয়ে যায়| খ্রীষ্টের মধ্যস্থতা সংক্রান্ত কাজ স্বর্গারোহন দ্বারা নাটকীয়ভাবে ব্যাখ্যা করা হয়েছে|

3. স্বর্গারোহনের প্রচার দ্বারা সিদ্ধান্তমূলক মতবাদের প্রতিকার করা হয়েছিল| স্বর্গারোহনকারী খ্রীষ্টের প্রতি লোকদের ফিরিয়ে নিয়ে আসা সমস্ত সিদ্ধান্তবাদের প্রতিকার করেছিল|


বেশ কিছুদিন আগে আমি শুনেছিলাম একজন প্রচারক ফরীশী ও করগ্রাহীদের (লূক 18:9-14) উপরে এক বুদ্ধিদীপ্ত ধর্ম্মোপদেশ দিয়েছিলেন| ‘‘পাপীর প্রার্থনা’’ বলা, সামনে এগিয়ে যাওয়া, মন্ডলীতে উপস্থিত থাকা, ইত্যাদির মাধ্যমে পরিত্রাণ লাভ করা যায় না, তা দেখিয়ে দিয়ে তিনি প্রায় সমস্ত ধরনের সিদ্ধান্তবাদের ধারণাকে উন্মুক্ত করে দিয়েছিলেন| তারপরে তিনি বলেছিলেন, ‘‘আপনাকে অবশ্যই যীশুকে বিশ্বাস করতে হবে|’’ আমি মনে করেছিলাম, ‘‘নিখুঁত!’’ কিন্তু তারপরেই তিনি বললেন, ‘‘যীশুকে বিশ্বাস করার অর্থ হল আপনি বিশ্বাস করেন যে আপনার পাপের দেনা শোধ করার জন্যে তিনি মৃত্যুবরণ করেছিলেন|’’ আমি ভাবলাম, ‘‘ওহ, না! তিনি এই মতবাদটিকে বিশ্বাস করার সঙ্গে, যীশু স্বয়ংকে বিশ্বাস করার ব্যাপারটি গুলিয়ে ফেলেছেন!’’ কিভাবে আমি আশা করি এই প্রচারক হারানো পাপীদের উর্দ্ধে - স্বর্গারোহিত খ্রীষ্টের প্রতি - একমাত্র স্বর্গের প্রতি - ঈশ্বরের দক্ষিণেউপবিষ্ট খ্রীষ্টের প্রতি দৃষ্টি রাখার কথা বলে অন্যদিক থেকে উৎকৃষ্ট তার এই ধর্ম্মোপদেশটি শেষ করেছেন!

‘‘যীশুর প্রতি দৃষ্টি রাখি (যিনি)... ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন’’ (ইব্রীয় 12:2)|

এই হল সেই স্থান যেখানে দৃষ্টি রাখতে হয়! ইনিই হলেন সেই যাঁকে বিশ্বাস করতে হয়! এই হল সেই উপায় যে কিভাবে পরিত্রাণ পেতে হয়!

‘‘প্রভু যীশুতে বিশ্বাস কর, তাহাতে পরিত্রাণ পাইবে’’ (প্রেরিত 16:31)|

আমার ভ্রাতা, দেখ এবং বাঁচ, তাহাতে বাঁচিবে!
এখন যীশুর প্রতি দেখ এবং বাঁচিবে!
তাঁহার বাক্যে ইহা লিখা আছে, হালেল্লুইয়া!
ইহা একমাত্র তুমি ‘‘দেখ এবং বাঁচ|’’
   (“Look and Live,” William A. Ogden, 1841-1897) |

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ নোহ সং: যোহন 12:28-32 |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Look and Live” (William A. Ogden, 1841-1897) |


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ নোহ সং: যোহন 12:28-32 |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Look and Live” (William A. Ogden, 1841-1897) |


খসড়া চিত্র

যীশুর প্রতি দৃষ্টি রাখি

LOOKING UNTO JESUS

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র|

‘‘বিশ্বাসের আদিকর্ত্তা ও সিদ্ধিকর্ত্তা যীশুর প্রতি দৃষ্টি রাখি; তিনিই আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন, এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন’’ (ইব্রীয় 12:2)|

I.   প্রথমত, যীশু আপনার জন্যে কি করেছেন - ‘‘ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন,’’ I পিতর 3:18; যিশাইয় 53:6; ইব্রীয় 9:28; I করিন্থীয় 15:3 |

II.  দ্বিতীয়ত, কেন যীশু আপনার জন্যে তা করেছেন - ‘‘তিনিই আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত,’’ যিশাইয় 53:7 |
1. স্বর্গে প্রবেশ করার আনন্দ, লূক 23:42 |
2. আপনাকে স্বর্গে প্রবেশ করতে দেখার আনন্দ, ইব্রীয় 2:10 |

III. তৃতীয়ত, কিভাবে আপনি এর ফল গ্রহণ করেন - ‘‘যীশুর প্রতি দৃষ্টি রাখি...ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন,’’ প্রেরিত 16:31 |