Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




আর দ্বার রুদ্ধ হইল

AND THE DOOR WAS SHUT
(Bengali)

ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র দ্বারা লিখিত এবং
2017 সালের, 28শে মে, প্রভুর দিনের সকালবেলায়
লস্ এঞ্জেল্সের ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে
মি: জন শ্যমূয়েল কেগানের দ্বারা প্রচারিত
একটি ধর্ম্মোপদেশ
A sermon written by Dr. R. L. Hymers, Jr.
and preached by Mr. John Samuel Cagan
at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, May 28, 2017

‘‘আর দ্বার রুদ্ধ হইল’’ (মথি 25:10)|


যতদূর সম্ভব আপনাদের মধ্যে অনেকেই ভবিষ্যতের বিষয়ে অশঙ্কিত| আপনারা অশঙ্কিত, কারণ আপনারা জাগ্রত নন| আপনি তখন ঘুমাচ্ছেন, যখন আপনার জীবন আপনাকে অতিক্রম করে চলে যাচ্ছে| আপনি ধর্ম্মোপদেশের মধ্যেই ঘুমাচ্ছেন| পরামর্শদানের মধ্যেই আপনি ঘুমাচ্ছেন| সমস্ত জীবন ধরেই আপনি ঘুমাচ্ছেন| আপনি ঘুমিয়ে থাকবেন, শেষপর্যন্ত যতক্ষণ না আপনি একজন ক্রোধান্বিত ঈশ্বরের হাতে জাগরিত হন| আপনাকে অবশ্যই জাগরিত হতে হবে, এবং আপনার আত্মিক অবস্থা অনুভব করতে হবে| আপনাকে অবশ্যই ভীত হতে হবে| আপনাকে অবশ্যই আপনার আত্মার বাস্তবতার ঠিকানা দিতে হবে| আপনাকে অবশ্যই আতঙ্কিত হতে হবে| আপনাকে অবশ্যই প্রভুর আতঙ্কের অভিজ্ঞতা লাভ করতে হবে| আপনাকে অবশ্যই এতটাই ভীত হতে হবে, যাতে আপনি নিদ্রাহারা হয়ে যান| বাইবেল বলছে,

‘‘সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ’’ (হিতোপদেশ 1:7)|

খ্রীষ্টধর্মের ইতিহাসের সর্বত্র জীবিত এবং মৃতদের জন্যে খ্রীষ্টের আগমনের কথা বলা হয়েছে| একে রহস্য বলে বলা হয়েছে, কিন্তু এখন এটা প্রকাশিত হয়েছে, আর আপনি অশঙ্কিত চিত্ত হয়েছেন|

1. রহস্য (“musterion”), পূর্বে গোপন থাকা এক সত্য, যা নতুন নিয়মে প্রকাশিত হয়েছে| নতুন নিয়মে 11টি রহস্য প্রকাশ করা হয়েছে| মহাউল্লাস হল তাদের মধ্যে একটি|

2. আমরা সকলে নিদ্রাগত হব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত হব (I করিন্থীয় 15:51)|

3. এক মুহূর্ত্তের মধ্যে এই রূপান্তরীকৃত হবে (I করিন্থীয় 15:52)|

4. মৃতেরা অক্ষয় হয়ে উত্থাপিত হবে এবং আমরা রূপান্তরীকৃত হব (I করিন্থীয় 15:52)|

‘‘এবং কি হইব, তাহা এ পর্য্যন্ত প্রকাশিত হয় নাই| আমরা জানি, তিনি যখন প্রকাশিত হইবেন, তখন আমরা তাঁহার সমরূপ হইব; কারণ তিনি যেমন আছেন, তাঁহাকে তেমনি দেখিতে পাইব’’ (I যোহন 3:2)|

বাইবেল বলছে,

‘‘কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, এবং ঈশ্বরের তূরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রীষ্টে মরিয়াছে, তাহারা প্রথমে উঠিবে| পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব’’ (I থিষলনীকীয় 4:16-17)|

1. খ্রীষ্ট স্বর্গ থেকে নেমে আসবেন (I থিষলনীকীয় 4:16)|

2. তিনি সমস্ত পথ ধরে জগতে নেমে আসবেন না, ‘‘আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত’’ (I থিষলনীকীয় 4:17)|

3. যেমন খ্রীষ্ট আকাশে নেমে আসবেন সেখানে একটা ‘‘আনন্দধ্বনি’’ এবং তুরীবাদ্য থাকবে| (4:16)

4. ইতিমধ্যেই যেসব খ্রীষ্ট বিশ্বাসীরা মারা গিয়েছেন তারা পুনরুত্থিত হবেন এবং চোখের নিমেষে রূপান্তরিত হবেন - নীত হবেন (4:17a)|

5. তারপরে যাহারা জীবিত আছেন এমন প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীগণ আকাশে যীশুর সঙ্গে সাক্ষাতের জন্যে নীত হবেন (4:17b)|


বাইবেল সুবুদ্ধি এবং নির্বুদ্ধিসম্পন্না কুমারীর দৃষ্টান্ত দিচ্ছে| এই দৃষ্টান্তের একটা অর্থ এবং উদ্দেশ্য আছে| দৃষ্টান্তটি মহাউল্লাসের কথা বলছে| বাইবেল বলছে,

‘‘আর দ্বার রুদ্ধ হইল’’ (মথি 25:10)|

আজকের সকালে এই তিনটি বিষয় বিবেচনা করুন|


1. যদি আপনি অপরিত্রাণপ্রাপ্ত, তবে আপনাকে বাইরে রাখা হবে - মহাউল্লাসের কালে পিছনে রাখা হবে|

2. তার চিহ্ন সর্বত্র রয়েছে যে মহাউল্লাস যে কোন সময়ে আসতে পারে|

3. আপনি যখন মহাউল্লাসকে হেলায় হারান তখন আপনার মরে যেতে ইচ্ছা করবে|

I. প্রথমত, যদি আপনি অপরিত্রাণপ্রাপ্ত, তবে আপনাকে বাইরে রাখা হবে - মহাউল্লাসের কালে পিছনে রাখা হবে |

বাইবেল বলছে:

‘‘তাহারা ক্রয় করিতে যাইতেছে, ইতিমধ্যে বর আসিলেন; এবং যাহারা প্রস্তুত ছিল, তাহারা তাঁহার সঙ্গে বিবাহবাটিতে প্রবেশ করিল; আর দ্বার রুদ্ধ হইল’’ (মথি 25:10)|

নোহের সময়ে যা হয়েছিল সেটা হচ্ছে এর একটা প্রকৃষ্ট বর্ণনা :

‘‘ফলত: তাঁহার প্রতি ঈশ্বরের আজ্ঞানুসারে সমস্ত প্রাণীর স্ত্রীপুরুষ প্রবেশ করিল (জাহাজের ভিতরে)| পরে সদাপ্রভু তাঁহার পশ্চাৎ দ্বার বদ্ধ করিলেন’’ (আদিপুস্তক 7:16)|

আর সদাপ্রভু বলেছিলেন :

‘‘কেননা সাত দিনের পর আমি পৃথিবীতে চল্লিশ দিবারাত্র বৃষ্টি বর্ষাইয়া’’ (আদিপুস্তক 7:4)|

জলপ্লাবন আরম্ভ হওয়ার সাত দিন আগে থেকে ঈশ্বর জাহাজে প্রবেশের দরজা বন্ধ করে দিয়েছিলেন| বিচার ঘোষণার আগে মহাউল্লাসে, ঈশ্বরের দ্বার রুদ্ধ করে দেওয়ার এটা এক ধরনের নমুনা|

‘‘আর দ্বার রুদ্ধ হইল’’ (মথি 25:10)|

যদি আপনি পরিত্রাণ না পেয়ে থাকেন, তাহলে আপনাকে বাইরে রাখা হবে - মহাউল্লাসের কালে আপনাকে পিছনে রাখা হবে| সেইজন্যে আপনাকে এখনই নিজের আত্মার সঙ্গে অবশ্যই বোঝাপড়া করে নিতে হবে| এখন আপনাকে প্রচারে সাড়া দিতে হবে| এখন আপনাকে যীশুকে বিশ্বাস করতে হবে| যীশু বলেছিলেন:

‘‘সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই কি... অনেক পরাক্রম-কার্য্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনও তোমাদিগকে জানি নাই; হে অধর্ম্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও’’ (মথি 7:23)|

‘‘আপনাদের পরীক্ষা করিয়া দেখ, তোমরা বিশ্বাসে আছ কি না’’ (II করিন্থীয় 13:5)|

যদি আপনি মন পরিবর্তন না করে থাকেন, যদি আপনি আসলেই যীশুকে বিশ্বাস না করেন, যদি আপনি অনুভূতি এবং মতবাদে বিশ্বাস করেছেন, তাহলে আপনি মহাউল্লাসের জন্যে প্রস্তুত নন| আপনাকে পিছনে ফেলে রাখা হবে!

‘‘আর দ্বার রুদ্ধ হইল’’ (মথি 25:10)|

II. দ্বিতীয়ত, আপনার অনুভব করা উচিৎ যে সব চিহ্ন যথাস্থানে রয়েছে | আজ সকালে আপনাকে বাইরে রাখা হতে পারে |

1. 1948 সালে যিহূদী লোকেরা তাদের স্বদেশে ফিরে আসার মাধ্যমে, ইস্রায়েলের পুন:প্রতিষ্ঠা হয়েছিল (লূক 21:24; মথি 24:32-34; যিহিষ্কেল 37:21; 38:8)|

2. সমগ্র বিশ্ব-ব্যাপি খ্রীষ্ট বিশ্বাসী এবং যিহূদীদের তাড়না বৃদ্ধি (মথি 24:9-10; যিরমিয় 30:7; দানিয়েল 12:1)|

3. বিশ্ব-ব্যাপি দুর্ভিক্ষের বাড়-বাড়ন্ত, ভারসাম্যহীন বাস্তুসংস্থান, এইডসের মতন মারণ রোগের মহামারী, এবং ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি (মথি 24:7)|

4. খ্রীষ্টধর্মে ভ্রান্তশিক্ষার উত্থান (II থিষলনীকীয় 2:3; মথি 24:11-12)|

5. মহাপ্লাবনের আগে, নোহের সময়কালের প্রাদুর্ভূত অবস্থাতে মানবজাতির প্রত্যাবর্তন (মথি 24:37-40)|


বাইবেল নোহের সময়ের সঙ্গে খ্রীষ্টের প্রত্যাবর্তনের সময়ের তুলনা করে দেখিয়েছে|

1. নোহের সময়ে, তারা পরিত্রাণের বিষয়ে উদাসী ছিলেন| তারা অ-জাগরিত ছিলেন| তারা ঠিক আপনাদের মতন - না আছে ভয় আর না দোষের অনুভূতি|

2. নোহের দিনগুলির এইসব চিহ্ন এখানে রয়েছে| এবং আপনাকে পিছনে ফেলে রাখার ব্যবস্থা চলছে!


সে একটি শব্দ শুনেছে এবং মস্তক ফিরিয়েছে - তিনি চলে গেছেন|
আমি আশা করি আমরা সকলে প্রস্তুত হব|
দুইজন ব্যক্তি পাহাড়ে চড়ছিলেন,
একজন অদৃশ্য হলেন এবং অন্যজনকে ঠায় দাঁড় করিয়ে রাখা হল,
আমি আশা করি আমরা সকলে প্রস্তুত হব...
মন পরিবর্তনের সময় আপনার কাছে নেই|
পুত্র এসে গেছেন, আর আপনাকে পিছনে ফেলে রাখা হয়েছে|
   (“I Wish We’d All Been Ready,” Larry Norman, 1947-2008) |

‘‘আর দ্বার রুদ্ধ হইল’’ (মথি 25:10)|

কিন্তু মহাউল্লাস আপনাকে বাইরে রেখে দেবে তার জন্যে আপনার অপেক্ষা করার দরকার নেই| ঈশ্বর কর্তৃক আজ সকালেই হতে পারে আপনি চিরদিনের মতো বহিষ্কৃত হলেন| ঈশ্বর আপনাকে পরিত্যাগ করতে পারেন| ঈশ্বর আপনার মুক্তির দ্বার রুদ্ধ করে দিতে পারেন| সেটা অনুভব না করে, আপনি ক্ষমার অযোগ্য পাপ করতে পারেন| কখনো মুক্তি পাওয়ার সুযোগ আপনি হারাতে পারেন| যখন ঈশ্বর আপনার মুখের উপরে পরিত্রাণের দরজা বন্ধ করে দেন, তখন আর আপনার কোন আশা থাকে না| দ্বার রুদ্ধ হবে, এবং চিরকালের জন্য আপনি দিশাহারা হবেন|

III. তৃতীয়ত, আপনি যখন মহাউল্লাসকে হেলায় হারান আপনার মরে যেতে ইচ্ছা করবে - আর দ্বার রুদ্ধ থাকে |

আপনি হয়তো ভাববেন এইগুলো নিছক গল্প| আপনি নিজের মনকে এখন অন্যকিছুর প্রতি চলে যেতে দিতে পারেন| কিন্তু মহাউল্লাস হারালে আপনার ইচ্ছা হবে যেন মরে যাই| বাইবেল খুব সরলভাবে আমাদের বলছে:

‘‘তৎকালে মনুষ্যেরা মৃত্যুর অন্বেষণ করিবে...তাহারা মরিবার আকাঙ্খা করিবে...’’ (প্রকাশিত বাক্য 9:6)|

মহাউল্লাস হারানোর পরে আপনি ক্রমাগতভাবে আত্মহত্যার চিন্তা করতে থাকবেন| আপনার মরে যেতে ইচ্ছা করবে| কেন?

1. প্রকাশিত বাক্য 9:1-2 অনুযায়ী, অগাধলোকের কূপ থেকে বন্ধনমুক্ত দিয়াবলের দ্বারা আপনি নির্যাতিত হবেন| ড: জন আর. রাইসের লেখা থেকে এই সব দিয়াবলের বর্ণনা শুনুন:

‘‘আমাদের ইহাতে কোন সন্দেহ নাই যে এইস্থানে পঙ্গপাল হইতেছে দিয়াবল...নির্যাতন করিতে আসিয়াছে ‘সেই সব মনুষ্যদের যাহাদের ললাটে ঈশ্বরের মুদ্রাঙ্ক নাই|’ নরক হইতে আগত এই সব দিয়াবল, এই সব ‘পঙ্গপাল’ দ্বারা নির্যাতিত এবং যন্ত্রণাপীড়িত হইয়া, ‘তৎকালে মনুষ্যেরা মৃত্যুর অন্বেষণ করিবে...’

...এইস্থানে উল্লেখিত নির্যাতন হইতেছে, একটি উপদ্রুত ও মানসিক যন্ত্রণাদায়ক মন সহ, আত্মিক পীড়ন| এই সব পঙ্গপালদের চিত্র কল্পনাপ্রসূত, ভয়ঙ্কর এক স্বপ্নের ন্যায়, মানুষের সব ভয়ভীতি ও উপদ্রব এবং হৃদয়ভঙ্গের সমষ্টি স্বরূপ...তাহারা আত্মার (মনের) প্রতি নির্যাতন চালাইতেছে...মন্দ আত্মার নিকটে মানুষ নিজেকে সমর্পণ করিলে তাহার আত্মার ভয়াবহ ধ্বংসের বিষয়টি আপনি কি কল্পনা করিতে পারিতেছেন?’’ (John R. Rice, Behold, He Cometh! A Commentary on Revelation, Sword of the Lord, 1977, pp. 169-171) |

দিয়াবলের দ্বারা আপনি দিবারাত্রি নির্যাতিত হতে থাকবেন| আপনাকে সাহায্য করার জন্যে সেখানে কেউ থাকবে না, আপনাকে শান্ত করার মত সেই ওষুধ প্রোস্যাক বা অন্য কোন ওষুধ সেখানে থাকবে না| আমরা সেই মহাতাড়নার মধ্যে থাকব এবং ঐ জিনিষগুলি আপনার কাছে উপলব্ধ হবে না, যেহেতু লক্ষ লক্ষ সংখ্যাতে অন্যেরাও দিয়াবলের দ্বারা বিচার-বিবেচনাহীন হয়ে পড়বে| আপনি প্রায় উন্মাদ হয়ে পড়বেন| আপনি চাইবেন মরে যেতে| আপনি অনবরত আত্মহত্যার চিন্তা করতে থাকবেন| সেখানে আপনাকে সাহায্য করার মতন কেউ থাকবে না! আপনি খুব দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে ফেলেছেন| আপনাকে পিছনে ফেলে দেওয়া হবে|

‘‘আর দ্বার রুদ্ধ হইল’’ (মথি 25:10)|

2. সেই সব দিনে আপনি যদি খ্রীষ্ট বিশ্বাসী হতে চেষ্টা করতেন তো আপনাকে মৃত্যুদন্ড দেওয়া হত| বাইবেল বলছে, ‘‘আর যীশুর সাক্ষ্য ও ঈশ্বরের বাক্যের নিমিত্ত যাহারা কুঠার দ্বারা হত হইয়াছিল, এবং যাহারা সেই পশুকে ও তাহার প্রতিমাকে ভজনা করে নাই, আর আপন আপন ললাটে ও হস্তে তাহার ছাব ধারণ করে নাই’’ (প্রকাশিত বাক্য 20:4)|


আপনি অনুভব করবেন যে আপনি মহাতাড়নার মধ্যে রয়েছেন| তারা আপনার হাতে বা কপালে একটা মাইক্রোচিপ, বা সেই ধরনের কিছু একটা, ঢোকাতে চাইবে| আপনি মনে রাখবেন এটা আপনাকে খ্রীষ্টশত্রুদের উপাসক হিসাবে অভিশাপগ্রস্ত করবে| আপনি বলবেন, ‘‘না, আমি আমার দেহে ঐসব ঢোকাতে দিতে যাচ্ছি না|’’ কিন্তু এটা ছাড়া আপনি কোন কিছু কিনতেই পারবেন না| কোন কিছু কিনতে গেলেই আপনাকে আগে নিজের হাত ‘‘স্ক্যান’’ করাতে হবে| আপনাকে না খেয়ে থাকতে হবে| দোকান থেকে আপনি খাবার কিনতে পারবেন না! কেউ একজন আপনাকে ভিতরে টেনে নেবে| একজন খ্রীষ্ট বিশ্বাসী হওয়ার জন্যে, তারা আপনার মুন্ডচ্ছেদ করবে| একভাবে বা অন্যভাবে যেভাবেই হোক আপনি সবকিছু হারাতে চলেছেন, কারণ আপনাকে পিছনে ছেড়ে রাখা হয়েছিল!

‘‘আর দ্বার রুদ্ধ হইল’’ (মথি 25:10)|

3. আপনাকে গভীর বিচারের মধ্যে দিয়ে যেতে হবে| কেউ কেউ বলেন, ‘‘ভালই, আমি আমার হাতের চামড়ার নিচে ঐ মাইক্রোচিপটি তাদের বসাতে দেব| আমি ঠিকই থাকব| তারা আর আমার মাথা কেটে ফেলবে না|’’ কিন্তু যদি আপনি আপনার মাথা কাটার হাত থেকে বেঁচেও যান, তবু আপনাকে তখনও গভীর বিচারের মধ্যে দিয়ে যেতেই হবে!

(1) আপনার দেহে একটি নিদারুণ ক্ষত দেখা দেবে যা দিন রাত ধরে আপনাকে তীব্র ব্যাথা দিতে থাকবে (প্রকাশিত বাক্য 15:6)|

(2) সমুদ্রের সব জল আর সেইসঙ্গে পানীয় জল বিষাক্ত করে দেওয়া হবে| সব জল বিষাক্ত করা হবে| পানের যোগ্য কোন কিছুই আপনি পাবেন না| (প্রকাশিত বাক্য 16:3-4)|

(3) তাপ দিয়ে আপনাকে ঝলসে দেওয়া হবে| একটা উল্কাপিন্ড খসে পড়বে এবং আপনাকে ঝলসে দেবে| আপনার শরীর সাংঘাতিকভাবে পুড়ে যাবে| ততক্ষণে কোন ওষুধও থাকবে না| আপনার পোড়া শরীরের সব ক্ষত থেকে পূঁজ বের হতে থাকা অবস্থাতে আপনি চারিদিকে ঘুরে বেড়াবেন (প্রকাশিত বাক্য 16:8-9)|

(4) বিদ্যুৎ থাকবে না| রাত্রিবেলায় আপনি সম্পূর্ণ অন্ধকারে থাকবেন, ব্যাথাতে নিজের জিভ চিবাতে থাকবেন (প্রকাশিত বাক্য 16:10-11)|

(5) বিশ্বের সব সৈন্যদল এক জায়গাতে যুদ্ধের প্রস্তুতিতে জড়ো হবে| এটা আপনার মধ্যে এমনকি আরও বেশি অসোয়াস্তি ও দ্বিধা এনে দেবে - যেমন যুদ্ধ সর্বদা করে থাকে| আপনাদের অনেককেই - পুরুষ এবং মহিলা - আপনাদের ইচ্ছার বিরুদ্ধে মিলিটারিতে যোগদান করতে বাধ্য করা হবে| (প্রকাশিত বাক্য 16:12-16)|

(6) একটা বড় ভূমিকম্প হবে, আজ পর্যন্ত নিবন্ধিত যে কোন ভূমিকম্পের চেয়ে অনেক তীব্র| পৃথিবীপৃষ্ঠে তারপরে শিলাবৃষ্টির মতন উল্কাপাত হতে থাকবে| কোথায় লুকাবেন আপনি? ভূমিকম্পের ফলে সব দালানবাড়ি ধ্বংস হয়ে যাবে| কোথায় লুকাবেন আপনি? (প্রকাশিত বাক্য 16:17-21)|


আর মনে রাখবেন এর সমস্তই আপনার প্রতি ঘটবে কারণ আপনি আপনার মন পরিবর্তন থামিয়ে রেখেছেন| আপনি জেনেছেন যে আপনার পাপের দেনা শোধ করতে যীশু খ্রীষ্ট ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছেন| আপনি জেনেছেন যে তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন এবং স্বর্গে আরোহণ করেছেন, সর্বশক্তিমান ঈশ্বরের দক্ষিনে আছেন| আপনি জানেন যে আপনার পাপের ক্ষমা পেতে এবং তাঁর রক্তের দ্বারা সেগুলি ধৌত করে দূরে সরিয়ে দিতে আপনার ঈশ্বর পুত্রের প্রয়োজন হয়েছিল| আপনি এই সব বিষয়গুলি জানেন - কিন্তু আপনি সকলকে বোকা বানিয়েছেন| আপনি হেঁসেছেন খেলেছেন, আর অজুহাত খাড়া করেছেন| আপনাকে পিছনে ছেড়ে দেওয়া হয়েছিল !

‘‘আর দ্বার রুদ্ধ হইল’’ (মথি 25:10)|

ডঃ হেইমার্স, অনুগ্রহ করে আসুন এবং এই সেবা সমাপ্ত করুন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মি: নোহ সং: মথি 25:1-10 |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
‘‘I Wish We’d All Been Ready’’ (Larry Norman, 1947-2008) |


খসড়া চিত্র

আর দ্বার রুদ্ধ হইল

AND THE DOOR WAS SHUT

ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র দ্বারা লিখিত এবং
মি: জন শ্যমূয়েল কেগানের দ্বারা প্রচারিত একটি ধর্ম্মোপদেশ

‘‘আর দ্বার রুদ্ধ হইল’’ (মথি 25:10)|

I.      প্রথমত, যদি আপনি অপরিত্রাণপ্রাপ্ত, তবে আপনাকে বাইরে রাখা হবে -
মহাউল্লাসের কালে পিছনে রাখা হবে, মথি 25:10-13; মথি 7:21-23; II করিন্থীয় 13:5 |

II.    দ্বিতীয়ত, আপনার অনুভব করা উচিৎ যে সব চিহ্ন যথাস্থানে রয়েছে,
মথি 24:37-41 |

II.  তৃতীয়ত, আপনি যখন মহাউল্লাসকে হেলায় হারান আপনার মরে যেতে ইচ্ছা করবে, প্রকাশিত বাক্য 9:6; 9:1-12; 20:4; 16:1-21 |