Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




মহাউল্লাস

( বাইবেলের ভাববাণীর উপর 3 নং প্রচার )
THE RAPTURE
(SERMON #3 ON BIBLE PROPHECY)
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2017 সালের, 7ই মে, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, May 7, 2017

‘‘কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, এবং ঈশ্বরের তূরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রীষ্টে মরিয়াছে, তাহারা প্রথমে উঠিবে| পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব...’’ (I থিষলনীকীয় 4:16-17)|


বাইবেলে এটা একটা আশ্চর্য্যজনক প্রতিজ্ঞা! যীশু আবার আসছেন! ‘‘যীশু পুনরায় আসিতেছেন’’ এই বাক্যটি যখন শোনেন, তখন প্রত্যেক খ্রীষ্ট বিশ্বাসীর মন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠা উচিৎ! অনুগ্রহ করে আপনার বাইবেলে শাস্ত্রের এই অধ্যায়টি খুলে রাখুন|

বেশ কয়েক ঘন্টা যীশুকে পেরেকে বিদ্ধ করে রাখা হয়েছিল| শেষে তিনি উচ্চস্বরে চিৎকার করে বলেছিলেন, ‘‘পিত:, তোমার হস্তে আমার আত্মা সমপর্ণ করি’’ (লূক 23:46)| তিনি মারা গিয়েছিলেন| তারা তাঁর মৃতদেহটিকে একটা কবরের মধ্যে শায়িত করে রেখেছিল| তারা এর চারিদিক আটকে দিয়েছিল এবং তাঁর কবরটি পাহাড়া দেওয়ার জন্য রোমীয় সৈন্যদের আদেশ দিয়েছিল|

তৃতীয় দিনে তিনি মৃত্যু থেকে পুনরুজ্জীবিত হয়েছিলেন| কিন্তু যখন তিনি তাঁর শিষ্যদের সামনে উপস্থিত হয়েছিলেন,

‘‘তাহারা মহাভীত ও ত্রাসযুক্ত হইয়া মনে করিলেন, আত্মা দেখিতেছি’’
 (লূক 24:37)|

তখন যীশু তাদের প্রতি বলেছিলেন,

‘‘আমার হাত ও আমার পা দেখ, এ আমি স্বয়ং; আমাকে স্পর্শ কর, আর দেখ; কারণ আমার যেমন দেখিতেছ, আত্মার এরূপ অস্থি-মাংস নাই’’ (লূক 24:39)|

তখন তিনি তাদের যিরূশালেম নগরীর বাইরে অবস্থিত জৈতুন পর্ব্বতের কাছে নিয়ে গেলেন| তিনি তাদের বিশ্বের সর্বত্র সুসমাচার প্রচারের নির্দেশ দিলেন|

‘‘এই কথা বলিবার পর তিনি তাহাদের দৃষ্টিতে উর্দ্ধে নীত হইলেন, এবং একখানি মেঘ তাঁহাদের দৃষ্টিপথ হইতে তাঁহাকে গ্রহণ করিল| তিনি যাইতেছেন, আর তাঁহারা আকাশের দিকে একদৃষ্টে চাহিয়া আছেন, এমন সময়ে, দেখ, শুক্লবস্ত্র-পরিহিত দুই পুরুষ তাঁহাদের নিকট দাঁড়াইলেন; আর তাঁহারা কহিলেন, হে গালীলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন? এই যে যীশু তোমাদের নিকট হইতে স্বর্গে উর্দ্ধে নীত হইলেন, উহাঁকে যেরূপে স্বর্গে গমন করিতে দেখিলে, সেইরূপে উনি আগমন করিবেন’’ (প্রেরিত 1:9-11)|

‘‘এই যে যীশু’’ যাঁকে ‘‘স্বর্গে’’ নিয়ে যাওয়া হয়েছিল তিনি আবার ফিরে আসছেন| তিনি উপরে চলে গিয়েছিলেন! তিনি নীচে নেমে আসবেন! তিনি আবার ফিরে আসছেন!

তিনি পুনরায় আসিতেছেন, তিনি পুনরায় আসিতেছেন,
   মনুষ্যের ত্যাজ্য, সেই একই যীশু;
তিনি পুনরায় আসিতেছে
ন, তিনি পুনরায় আসিতেছেন,
   মহান গৌরব ও ক্ষমতার সহিত, তিনি পুনরায় আসিতেছেন!
(“He is Coming Again” by Mabel Johnston Camp, 1871-1937) |

বাইবেল আমাদের বলছে যে তিনি দুই ভাগে, দুটি ধাপে আমাদের কাছে আসবেন| তাঁর ফিরে আসার দ্বিতীয় ভাগটি হল যখন তিনি এই জগতে হাজার বছরের জন্য তাঁর রাজত্ব প্রতিষ্ঠা করতে জৈতুন পর্ব্বতে নেমে আসেন| কিন্তু আমাদের পাঠ্যংশটিতে তাঁর আগমনের প্রথম অংশটির কথাই শুধু বলা হয়েছে| আমাদের পাঠ্যাংশের অন্তর্গত I থিষলনীকীয় 4:16-17 পদগুলি আবার দেখুন| শাস্ত্রের ঐ অধ্যায় থেকে এই ঘটনাটির তিনটি বিষয় লক্ষ করুন|

I. প্রথমত, জগতের উপরে স্থিত বায়ুমন্ডলে প্রভু যীশু অবতরন করবেন |

I থিষলনীকীয় 4:16 পদটি লক্ষ করুন|

‘‘কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ...স্বর্গ হইতে নামিয়া আসিবেন’’
(I থিষলনীকীয় 4:16)|

ইনি হলেন ‘‘স্বয়ং’’ খ্রীষ্ট যিনি ‘‘স্বর্গ’’ থেকে নেমে আসেন| ইনি সেই পবিত্র আত্মা নন| আসলে, ইনি মোটেও কোন আত্মা নন| ইনি হলেন ‘‘যে যীশু তোমাদের নিকট হইতে স্বর্গে উর্দ্ধে নীত হইলেন [হইয়াছিলেন]...’’ (প্রেরিত 1:11)| সেই ‘‘একই যীশু’’ স্বর্গ থেকে নেমে আসবেন|

‘‘প্রভু স্বয়ং...স্বর্গ হইতে নামিয়া আসিবেন’’ (I থিষলনীকীয় 4:16)|

পুনরুত্থিত খ্রীষ্ট বলেছিলেন,

‘‘আমার হাত ও আমার পা দেখ, এ আমি স্বয়ং; আমাকে স্পর্শ কর, আর দেখ; কারণ আমার যেমন দেখিতেছ, আত্মার এরূপ অস্থি-মাংস নাই’’ (লূক 24:39)|

তিনি পুনরায় আসিতেছেন, তিনি পুনরায় আসিতেছেন,
   মনুষ্যের ত্যাজ্য, সেই একই যীশু;
তিনি পুনরায় আসিতেছে
ন, তিনি পুনরায় আসিতেছেন,
   মহান গৌরব ও ক্ষমতার সহিত, তিনি পুনরায় আসিতেছেন!
      (“He is Coming Again” by Mabel Johnston Camp, 1871-1937) |

যোহন 14:3 পদে যীশু বলেছেন,

‘‘আমি পুনর্ব্বার আসিব’’ (যোহন 14:3)|

এছাড়া আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের পাঠ্যাংশে তিনি পৃথিবীতে নেমে আসেন না| পৃথিবীতে তাঁর নেমে আসাটি হল সম্পূর্ণ এক পৃথক ঘটনা, একটা ঘটনা যা অনেক পরে ঘটবে| কিন্তু আমি আপনাদের লক্ষ করাতে চাই যে আমাদের পাঠ্যাংশে তিনি জগতে ফিরে আসেননি| 17 নং পদের দিকে দেখুন| উঠে দাঁড়ান এবং এটা পড়ুন|

‘‘পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব...’’ (I থিষলনীকীয় 4:17)|

আপনারা এখন বসতে পারেন|

খ্রীষ্ট ‘‘মহাউল্লাসে’’ আকাশে আসেন| তিনি তারপরে পৃথিবীতে নেমে আসেন| আক্ষরিকভাবে বাইবেল পাঠের মাধ্যমে এটা পরিস্কার যে এইগুলি পৃথক দুটি ঘটনা| প্রভু যীশু স্বর্গ থেকে নেমে আসেন, কিন্তু পৃথিবীর উপরিস্থানে, ‘‘বায়ুমন্ডলে’’ অবস্থান করেন| ‘‘রাপচার’’ শব্দটির মানে হল আকস্মিক প্রবল উচ্ছাসের মধ্যে পরিবাহিত হওয়া - আনন্দে নীত হওয়া! মহাকাশে বায়ু থাকে না, সেইজন্যে এরকম বলা হয় যে পৃথিবীর উপরিভাগে অবস্থিত বায়ুমন্ডলে প্রবেশের পরে তিনি থেমে যাবেন|

‘‘পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত...’’ (I থিষলনীকীয় 4:17)|

II. দ্বিতীয়ত, যারা খ্রীষ্টে মৃত তারা উঠবে |

16 নং পদে পাঠ্যাংশ বলছে,

‘‘কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, এবং ঈশ্বরের তূরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রীষ্টে মরিয়াছে, তাহারা প্রথমে উঠিবে...’’ (I থিষলনীকীয় 4:16)|

আপনারা বসতে পারেন| ‘‘যাহারা খ্রীষ্টে মরিয়াছে, তাহারা প্রথমে উঠিবে|’’ ড: জে. ভারনন ম্যাকগী বলেছিলেন,

তিনি ‘‘আনন্দধ্বনি’’ সহ স্বর্গ হইতে অবতরন করিবেন| উহা আজ্ঞার ধ্বনি| ইহা সেই একই ধ্বনি যাহা তিনি ব্যবহার করিয়াছিলেন যখন লাসারের কবরের সন্মুখে দাঁড়াইয়া তিনি বলিয়াছিলেন, ‘‘লাসার, বাহিরে আইস’’ (J. Vernon McGee, Th.D,. Thru the Bible, Thomas Nelson Publishers, 1983, volume V, p. 398) |

যীশু লাসারের কবরের কাছে এসেছিলেন আর বলেছিলেন,

‘‘তোমরা পাথরখান সরাইয়া ফেল| মৃত ব্যক্তির ভগিনী মার্থা তাঁহাকে কহিলেন, প্রভু, এখন উহাতে দুর্গন্ধ হইয়াছে, কেননা আজ চারি দিন| (যোহন 11:39)|

কিন্তু তারা যীশুর কথা মান্য করেছিলেন| তারা কবরের উপরে রাখা পাথরখানা সরিয়ে দিয়েছিলেন| আর যীশু,

‘‘উচ্চরবে ডাকিয়া বলিলেন, লাসার, বাহিরে আইস| তাহাতে, সেই মৃত ব্যক্তি বাহিরে আসিলেন’’ (যোহন 11:43-44)|

মহা উল্লাসের দিনে খ্রীষ্ট ঠিক এটাই করবেন| তিনি উচ্চরবে, প্রধান দূতের মতন গলার স্বরে, তূরীর মতন আওয়াজে আজ্ঞা দিবেন (ম্যাকগী, আইবিড)| যখন খ্রীষ্ট উচ্চরবে ডাকেন, যেমন লাসারের কবরের সামনে ডেকেছিলেন, তখন ‘‘যাহারা খ্রীষ্টে মরিয়াছে, তাহারা প্রথমে উঠিবে|’’ প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীদের মৃতদেহ তাদের কবর থেকে বের হয়ে আসবে এবং আকাশে খ্রীষ্টের সঙ্গে সাক্ষাতের জন্য উঠবে|

যখন জন কেগান ছোট ছিলেন তিনি জানতেন যে তিনি পরিত্রাণ পাননি - কিন্তু তার বাবা-মা দুজনেই প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী ছিলেন| যখন আমি মহাউল্লাসের বিষয়ে প্রচার করেছিলাম তা তাকে সেই রাত্রে উদ্বিগ্ন করে তুলেছিল| তিনি আমাকে বলেছেন যে তিনি বিছানা ছেড়ে উঠে যেতেন এবং বা-মায়ের শোবার ঘরে গিয়ে দেখতেন যে তাদের রূপান্তর হয়েছে কিনা এবং তারা তাকে বাড়িতে একলা ছেড়ে দিয়ে চলে গিয়েছেন কি না| সেটা ছিল একটা উত্তম ভীতি| এরকম ভয় করা ভাল যে আপনাকে একা একা ছেড়ে আসা হবে| এখনই যীশুকে বিশ্বাস করুন এবং দেখবেন সেই ভয় চলে যাবে! বাইবেল বলে,

‘‘তোমার মৃতেরা জীবিত হইবে, আমার শবসমূহ উঠিবে; হে ধূলি-নিবাসীরা, তোমরা জাগ্রত হও, আনন্দ গান কর; কেননা তোমার শিশির দীপ্তির শিশির তুল্য, এবং ভূমি প্রেতদিগকে ভূমিষ্ঠ করিবে’’ (যিশাইয় 26:19) |

ইয়োবের বইটি হচ্ছে পুরানো নিয়মের সবচেয়ে প্রাচীন বই| মোশি আদিপুস্তক লেখার অনেক আগেই এই বইটি লেখা হয়েছিল| ইয়োব এই মহা উল্লাসের বিষয়ে লিখেছিলেন|

‘‘আর আমার চর্ম্ম এইরূপে বিনষ্ট হইলে পর, তবু আমি মাংসবিহীন হইয়া ঈশ্বরকে দেখিব| আমি তাঁহাকে আপনার সপক্ষ দেখিব, আমারই চক্ষু দেখিবে, অন্যে নয়| বক্ষোমধ্যে আমার হৃদয় ক্ষীণ হইতেছে’’ (ইয়োব 19:26-27)|

এছাড়া প্রেরিত পৌলের দ্বারা মহা উল্লাসের বর্ণনা আগেও দেওয়া হয়েছে| তিনি বলেছিলেন,

‘‘এক মুহূর্ত্তের মধ্যে, চক্ষুর পলকে, শেষ তূরীধ্বনিতে হইব; কেননা তূরী বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে...’’ (I করিন্থীয় 15:52)|

আমাদের পাঠ্যাংশ বলছে,

‘‘যাহারা খ্রীষ্টে মরিয়াছে, তাহারা প্রথমে উঠিবে’’ (I থিষলনীকীয় 4:16)|

এখন, আপনারা হয়তো আশ্চর্য্য হবেন যে একটি দেহ যা বহুকাল আগেই মৃত হয়েছে, ইয়োবের ক্ষেত্রে একজন প্রকৃত বিশ্বাসীদের দেহ যা 3,520 বছরেরও বেশী সময় ধরে মৃত ছিল, কিভাবে উত্থাপিত হতে পারে| কিভাবে সেটা ঘটতে পারে? I করিন্থীয় 15:51 পদটিতে প্রেরিত পৌল একে বলছেন ‘‘একটা রহস্য,’’ মূল গ্রীক ভাষায় বলা হয় ‘‘musterion’’ (মাস্টেরিয়ন), একটা কিছু যা আমাদের মানব মন সম্পূর্ণভাবে বুঝতে পারে না| একদম অকপটে বলতে হলে, বলতে হয় এটা একটা অলৌকিক কাজ| আপনি নিশ্চয় ঈশ্বরে বিশ্বাস করেন, নাকি করেন না? ভাল, বাইবেলের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত অবধি আমাদের বলা হয়েছে যে ঈশ্বর অলৌকিক সব কাজ সম্পন্ন করেন| আর এটা হল ঈশ্বরের সর্বাধিক মহান অলৌকিক কাজগুলির মধ্যে একটি,

‘‘যাহারা খ্রীষ্টে মরিয়াছে, তাহারা প্রথমে উঠিবে’’ (I থিষলনীকীয় 4:16)|

আমরা এই সমস্ত স্বাভাবিক যুক্তিযুক্ততা দিয়ে বুঝতে পারি না, কিন্তু তবুও এইগুলি সত্যি|

‘‘যাহারা খ্রীষ্টে মরিয়াছে [মৃত খ্রীষ্ট বিশ্বাসীগণ], তাহারা প্রথমে উঠিবে’’
(I থিষলনীকীয় 4:16)|

III. তৃতীয়ত, জীবন্ত খ্রীষ্ট বিশ্বাসীদের তাদের সঙ্গে ওঠানো হবে |

17 নং পদটি দেখুন|

‘‘পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব. ..’’ (I থিষলনীকীয় 4:17)|

সেই সময়ে পৃথিবীতে জীবিত প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী যারা আছেন তাদেরকে ‘‘ওঠানো হবে’’ মৃত খ্রীষ্ট বিশ্বাসীদের সঙ্গে একসাথে ‘‘আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত|’’ প্রথমত, মৃত খ্রীষ্ট বিশ্বাসীদের ‘‘ওঠানো হবে,’’ আর তারপরে, দ্বিতীয়ত, প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী যারা জীবিত তাদের ‘‘ওঠানো হবে’’ আকাশে প্রভুর সঙ্গে সাক্ষাতের জন্য| বাইবেল আমাদের বলছে যে এই সবই ঘটে যাবে

‘‘এক মুহূর্ত্তের মধ্যে, চক্ষুর পলকে’’ (I করিন্থীয় 15:52)|

যত দ্রুত আপনি চোখের পলক ফেলতে পারেন ঠিক সেইটুকু সময়ের মধ্যে এগুলো সবই ঘটে যাবে| মৃত খ্রীষ্ট বিশ্বাসী এবং তার পরে জীবিত খ্রীষ্ট বিশ্বাসীগণ একসঙ্গে ‘‘মেঘযোগে নীত হইবেন...আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত|’’ বাইবেলে লিখিত কি আশ্চর্য্য এক প্রতিজ্ঞা! খ্রীষ্ট বিশ্বাসীদের জন্যে কি আশ্চর্য্যজনক এক আশা!

ওহ, আনন্দ! ওহ, উল্লাস! আমরা কি মৃত্যুবিহীন যাইব,
রোগ নাই, বিষন্নতা নাই, ভয় নাই এবং ক্রন্দন নাই|
আমাদের প্রভুর গৌরবের সহিত মেঘযোগে নীত হইব,
যখন যীশু ‘‘নিজের’’ করিয়া গ্রহণ করিবেন|
   (“Christ Returneth” by H. L. Turner, 1878) |

ড: ম্যাকগী বলেছেন, ‘‘নীত হওয়া’’ শব্দটি গ্রীক শব্দ ‘‘harpazō’’ থেকে অনুবাদিত হয়েছে, যার মানে হল ‘‘দ্রুততার সঙ্গে আঁকড়ে ধরা, কেড়ে নেওয়া, উঠিয়ে নেওয়া, অথবা তুলে নেওয়া’’ (আইবিড., পৃ. 399)| এরপরে ড: জে. ভারনন ম্যাকগী বলেছিলেন,

কি এক গৌরবময়, আশ্চর্য্যজনক সান্ত্বনা! মৃতগণের [খ্রীষ্ট বিশ্বাসীগণের] দেহ উঠানো হইবে| তাহার পরে যে কেহ ঐ সময়ে জীবিত থাকিবে তাহাদেরও উহাদের সহিত একযোগে উঠানো হইবে আকাশে প্রভুর সহিত মিলিত হইবার নিমিত্ত| যাহাতে আমরা চিরকালের নিমিত্ত প্রভুর সহিত থাকিব| বাস্তবিকে, যখন তিনি তাঁহার রাজ্য স্থাপন করিবেন সেই সময়ে আমরা তাঁহার সহিত রাজত্ব করিতে জগতে ফিরিয়া আসিব (আইবিড.)|

প্রত্যেক খ্রীষ্ট বিশ্বাসীদের জন্যে এক বিস্ময়কর ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে যখন আমাদের স্বর্গে গ্রহণ করার জন্য খ্রীষ্ট আকাশে ফিরে আসবেন!

সেই সমস্ত ঘটনার জন্যে আপনি কি প্রস্তুত? আপনি কি সজ্জিত? একমাত্র যারা এখন পরিত্রাণ পেয়েছেন তাদেরই তখন আকাশে প্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্যে উচ্চকৃত করা হবে| আপনি কি পরিত্রাণ লাভ করেছেন? আপনার পাপের দেনা শোধ করার জন্যে যীশু ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছেন| মৃত্যু থেকে তিনি পুনরুত্থিত হয়েছেন এবং আপনার সব পাপ ধুয়ে দেওয়ার জন্যে, আপনাকে শুচি করার জন্যে, তাঁর নিজের রক্ত স্বর্গে বহন করে নিয়ে গেছেন| কিন্তু আপনাকে অবশ্যই খ্রীষ্টের প্রতি আসক্ত হতে হবে, আর একমাত্র তাঁকেই বিশ্বাস করতে হবে| যদি আপনি সরল বিশ্বাসে যীশুর উপরে বিশ্বাস স্থাপন করেন, তিনি তাঁর রক্ত দিয়ে আপনার প্রত্যেকটি পাপ থেকে আপনাকে শুচি করবেন, এবং আপনি পরিত্রাণ লাভ করবেন, প্রস্তুত থাকবেন

‘‘আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব’’ (I থিষলনীকীয় 4:17)|

তখন আমাদের সঙ্গে আপনিও গাইতে পারেন,

ওহ, আনন্দ! ওহ, উল্লাস! আমরা কি মৃত্যুবিহীন যাইব,
রোগ নাই, বিষন্নতা নাই, ভয় নাই এবং ক্রন্দন নাই|
আমাদের প্রভুর গৌরবের সহিত মেঘযোগে নীত হইব,
যখন যীশু ‘‘নিজের’’ করিয়া গ্রহণ করিবেন|
হে প্রভু যীশু, আর কতক্ষণ, আর কতক্ষণ,
পূর্বে আমরা আনন্দের গান গাইতাম,
খ্রীষ্ট ফিরিয়া আসিতেছেন! হালেল্লুইয়া!
হালেল্লুইয়া! আমেন| হালেল্লুইয়া! আমেন|
   (“Christ Returneth” by H. L. Turner, 1878) |

আবার সুসমাচার শোনার জন্য, পরের সপ্তাহের শেষে এই মন্ডলীতে ফিরে আসার ব্যাপারে নিশ্চিত হন| যীশু আপনাকে ভালবাসেন! তাঁকে বিশ্বাস করুন আর ক্রুশের উপরে তিনি যে রক্ত ঝরিয়েছিলেন তা দিয়ে তিনি আপনার সমস্ত পাপ ধুয়ে দেবেন! আমেন!


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মি: নোহ সং: I করিন্থীয় 15:51-54 |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Jesus is Coming Again” (by John W. Peterson, 1921-2006) |


খসড়া চিত্র

মহাউল্লাস

( বাইবেলের ভাববাণীর উপর 3 নং প্রচার )
THE RAPTURE
(SERMON #3 ON BIBLE PROPHECY)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র|

‘‘কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, এবং ঈশ্বরের তূরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রীষ্টে মরিয়াছে, তাহারা প্রথমে উঠিবে| পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব...’’ (I থিষলনীকীয় 4:16-17)|

(লূক 24:37, 39; প্রেরিত 1:9-11)

I.    প্রথমত, জগতের উপরে স্থিত বায়ুমন্ডলে প্রভু যীশু অবতরন করবেন,
I থিষলনীকীয় 4:16a; প্রেরিত 1:11; লূক 24:39; যোহন 14:3;
cf. প্রকাশিত বাক্য 19:11-16; cf. মথি 24:27-31;
cf. সখরিয় 14:4-5; I থিষলনীকীয় 4:17 |

II.    দ্বিতীয়ত, যারা খ্রীষ্টে মৃত তারা উঠবে, I থিষলনীকীয় 4:16b;
যোহন 11:39, 43-44; যিশাইয় 26:19; ইয়োব 19:26-27;
I করিন্থীয় 15:52, 51 |

III.  তৃতীয়ত, জীবন্ত খ্রীষ্ট বিশ্বাসীদের তাদের সঙ্গে ওঠানো হবে,
I থিষলনীকীয় 4:17; I করিন্থীয় 15:52 |