Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




এক উত্তম ব্যক্তি হারিয়ে গেলেন এবং এক মন্দ ব্যক্তি পরিত্রাণ পেলেন !

A GOOD MAN LOST AND A BAD MAN SAVED !
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2017 সালের, 5ই মার্চ, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, March 5, 2017

‘‘যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত, মনে করিত যে, তাহারাই ধার্ম্মিক, এবং অন্য সকলকে হেয়জ্ঞান করিত, এমন কএক জনকে তিনি এই দৃষ্টান্ত কহিলেন| দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্ম্মধামে গেল; একজন ফরীশী, আর এক জন করগ্রাহী| ফরীশী দাঁড়াইয়া আপনা আপনি এইরূপ প্রার্থনা করিল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি যে, আমি অন্য সকল লোকের-উপদ্রবী, অন্যায়ী ও ব্যভিচারীদের-মত কিম্বা ঐ করগ্রাহীর মত নহি; আমি সপ্তাহের মধ্যে দুইবার উপবাস করি, সমস্ত আয়ের দশমাংশ দান করি| কিন্তু করগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না, বরং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া কর| আমি তোমাদিগকে বলিতেছি, এই ব্যক্তি ধার্ম্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল, ঐ ব্যক্তি নয়; কেননা না যে কেহ আপনাকে উচ্চ করে, তাহাকে নত করা যাইবে; কিন্তু যে আপনাকে নত করে, তাহাকে উচ্চ করা যাইবে’’ (লূক 18:9-14)|


এটা হল একটা দৃষ্টান্ত| এটা হচ্ছে একটা গল্প যা যীশু বলেছিলেন একটা মহান সত্যের ব্যাখ্যা করতে| যীশু এই দৃষ্টান্তটি দিয়েছিলেন তাদের কাউকে যারা আত্মবিশ্বাসী ছিলেন, যারা তাদের নিজেদের ধার্ম্মিকতাকে বিশ্বাস করেছিলেন, যারা অন্যান্য সকলের প্রতি হীনদৃষ্টি দিয়েছিলেন|

ডঃ আর. এ. টোরী ছিলেন একজন বিখ্যাত সুসমাচার প্রচারক| তিনি প্রায়ই এই পদগুলি প্রচার করতেন| তিনি এই ধর্ম্মোপদেশকে বলতেন, ‘‘এক উত্তম ব্যক্তি হারিয়ে গেলেন এবং এক মন্দ ব্যক্তি উদ্ধার পেলেন|’’ ডঃ টোরী বলেছিলেন, ‘‘আপনাদের মধ্যে কেউ কেউ হয়ত ভাবছেন আমি এই বিষয়টিকে বিকৃত করেছি| এরকম হওয়া উচিৎ ছিল যে ‘এক উত্তম মানুষ উদ্ধার পেলেন এবং এক মন্দ মানুষ হারিয়ে গেলেন|’ কিন্তু আপনি ভুল করছেন| বিষয়টি পরিষ্কার, ‘এক উত্তম ব্যক্তি হারিয়ে গেলেন এবং এক মন্দ ব্যক্তি উদ্ধার পেলেন|’’’ খ্রীষ্ট আমাদের এই গল্পটি শুনিয়েছিলেন| খ্রীষ্ট একজন ভালো মানুষ আর একজন খারাপ মানুষের বিষয়ে বলেছিলেন| খ্রীষ্ট আমাদের বলেছিলেন ভাল মানুষটি হারিয়ে গিয়েছিলেন আর খারাপ মানুষটি উদ্ধার পেয়েছিলেন|

ফরীশীরা ভাল মানুষ ছিলেন| তারা ছিলেন ধার্ম্মিক| তারা উত্তম জীবনযাপন করতেন| সরাইওয়ালারা কর আদায় করতেন| তারা যতটা পারতেন কর আদায় করে ছাড়তেন| তারা দুর্বৃত্তদলের মতন ছিলেন| তারা বিশাল পরিমানে অর্থ দেওয়ার জন্য লোকদের উপরে চাপ দিতেন| ঐ সংগৃহীত অর্থের একটা নির্দ্দিষ্ট অংশ তারা রোমীয়দের ফিরিয়ে দিতেন| বাকিটা তারা নিজেদের কাছে রেখে দিতেন| যিহুদী লোকেরা তাদের ঘৃণা করতেন| তাদেরকে বিশ্বাসঘাতক, এবং খুব খারাপ লোক বলে মনে করা হত| পাপীদের মধ্যে সরাইওয়ালারা ছিলেন সবথেকে খারাপ| তারা ছিলেন অত্যাচারী এবং চোর| এই দৃষ্টান্তে যীশু সমগ্র মানবজাতিকে যথার্থই বিভক্ত করেছিলেন| তিনি তাদের দুইটি শ্রেণীতে ভাগ করেছেন - আত্ম ধার্ম্মিক লোকেরা, যারা হারিয়ে গিয়েছিলেন এবং বাকি সব লোক যারা নিজেদের পাপী বলে জেনেছিলেন এবং উদ্ধার পেয়েছিলেন| হারানো এবং উদ্ধারপ্রাপ্ত| নিন্দণীয় এবং নির্বাচিত| তুষ এবং গম| একদল যারা নরকের প্রশস্ত পথে, এবং আরেকদল যারা পরিত্রাণের সংকীর্ণ পথে চলেছেন| যীশু মানবজাতিকে দুভাগে ভাগ করেছিলেন, আর আজ রাত্রে এখানে উপস্থিত প্রত্যেকেই ঐ দুটি দলের যে কোন একটিতে রয়েছেন| আজ রাত্রে আপনি কোন দলটিতে আছেন? যীশু বলেছিলেন, ‘‘দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্ম্মধামে গেল; একজন ফরীশী, আর এক জন করগ্রাহী|’’ একজন ভাল মানুষ এবং একজন খারাপ মানুষ| এর মধ্যে আপনি কোন জন?

I. প্রথমত, সেই "উত্তম" ব্যক্তি যিনি হারিয়ে গিয়েছিলেন |

‘‘ফরীশী দাঁড়াইয়া আপনা আপনি এইরূপ প্রার্থনা করিল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি যে, আমি অন্য সকল লোকের-উপদ্রবী, অন্যায়ী ও ব্যভিচারীদের-মত কিম্বা ঐ করগ্রাহীর মত নহি; আমি সপ্তাহের মধ্যে দুইবার উপবাস করি, সমস্ত আয়ের দশমাংশ দান করি’’ (লূক 18:11-12)|

জগতের দৃষ্টিতে তিনি যথার্থই ছিলেন একজন ‘‘উত্তম’’ ব্যক্তি| তিনি ছিলেন একজন নৈতিক মানুষ| তিনি শুদ্ধ-জীবনযাপনের মানুষ ছিলেন| তিনি ধার্ম্মিক ছিলেন| তিনি উদার প্রকৃতির মানুষ ছিলেন| তিনি একজন শ্রদ্ধেয় মানুষ ছিলেন| পরিত্রাণ পাওয়ার আগে আমি যেরকম ছিলাম তিনি ঠিক সেইরকম ছিলেন| আমি আমার স্যুট পরতাম আর আমার কাকার বাড়ির বসার ঘরের মধ্যে দিয়ে হেঁটে যেতাম| অন্যেরা মাতাল অবস্থায় থাকত| তারা কোচের উপরে এবং মেঝেতে পড়ে ঘুমাতো| আমার বয়স ছিল প্রায় 18 বছর| আমি ভাবতাম, ‘‘আমি ওদের মতন হতে চাই না|’’ আমি ভাল ছেলে ছিলাম| আমি কোন মাদক নিতাম না| আমি মদ খেয়ে মাতাল হতাম না| আর আমি ইতিমধ্যেই ধূমপানের অভ্যাস ত্যাগ করেছিলাম| আমি ছিলাম ভাল ছেলে| একজন ব্যাপটিষ্ট সেবক হিসাবে আমি প্রচারের কাজে নিজেকে সমর্পণ করেছিলাম| আমি খুব ভাল ছিলাম| কিন্তু আমি তখনও অবধি হারিয়ে ছিলাম! অন্যান্য ছেলেরা যা করত সেগুলি করতাম না বলে আমি গর্বিত ছিলাম| আমি নিজেকে নিয়ে গর্ব করতাম| আমি ভাবতাম আমার মধ্যে কোন ভুল নেই| কিন্তু আমি তখনও নিজের বিষয়ে ভাল অনুভব করতাম না| আমি নিজেকে প্রশ্ন করতাম, ‘‘ঈশ্বর এর থেকে বেশি আর কি চাইছেন?’’ আমি মন্ডলীতে গিয়েছি| প্রত্যেক রবিবার সকালে এবং প্রত্যেক রবিবার রাত্রে আমি মন্ডলীতে গিয়েছি| প্রত্যেক রবিবারের সন্ধ্যাবেলায় শুনতাম রেডিওতে বিলি গ্রাহাম প্রচার করছেন| প্রতিটি রবিবারে আমি ইয়ুথ কয়ারে গান গাইতাম| একজন প্রচারক হওয়ার জন্যে, আমি আমার জীবন ঈশ্বরকে উৎসর্গ করেছি| তবুও আমার হৃদয়ের গভীরে আমার শান্তি ছিল না| বাইবেল বলছে, ‘‘আমার ঈশ্বর কহেন, দুষ্ট লোকদের কিছুই শান্তি নাই’’ (যিশাইয় 57:21)| এর চেয়ে বেশি ঈশ্বর আর কি চাইছেন? আমি সেই ফরীশীদের মতন ছিলাম!

তিনি স্বয়ং নিজেকে বিশ্বাস করেছিলেন| তিনি অন্যদের অবজ্ঞা করেছিলেন| তিনি নিজেকে একজন পাপী বলে স্বীকার করতেন না| তিনি তার পাপপূর্ণ হৃদয়কে স্বীকার করেননি| তিনি ঈশ্বরের পরিবর্তে ‘‘নিজের সঙ্গে’’ প্রার্থনা করতেন| তার নিজস্ব ধার্ম্মিকতার জন্য তিনি নিজেকেই অভিনন্দন জানিয়েছেন| আজ রাত্রে আপনারাও হুবহু সেইরকম! আপনারা মনে করছেন যে আপনারা যেভাবে রয়েছেন তাতে আপনারা যথেষ্ট ভাল| আপনারা নিজেদের প্রতারিত করেছেন| আপনারা শয়তানের কথা শুনেছেন| আপনারা শয়তানের দ্বারা প্রতারিত হয়েছেন| বাইরে থেকে দেখতে আপনারা হলেন সৎ এবং নীতিবান| কিন্তু আপনার অন্তর গভীরভাবে পাপপূর্ণ| বাইবেল বলছে আপনার ‘‘অন্তঃকরণ সর্ব্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য্য’’ (যিরমিয় 17:9)| যখন আমি এই বিষয়ে প্রচার করি, আপনি সেটা পছন্দ করেন না| তা আপনাকে উদ্বিগ্ন এবং অস্বস্তিকর অনুভূতিসম্পন্ন করে তোলে| আপনি নিজের অন্তঃকরণ যাচাই করে দেখতে চান না| আপনি ঈশ্বরের থেকে লুকিয়ে থাকতে চান, আদমের মতন| আপনি নিজের পাপকে আচ্ছাদিত করতে চান, আদমের মতন| আপনি অন্য লোকদের প্রতি দোষারোপ করতে চেয়েছেন, আদমের মতন| এবং আপনি ঈশ্বরের দ্বারা অভিশপ্ত হয়েছেন, আদমের মতন! আপনি দিশাহারা| ধর্ম্মে এবং নৈতিকতার দিক থেকে আপনারা দিশাহারা| আত্মপ্রতারণার মাঝে আপনার হারিয়ে গিয়েছেন| মিথ্যা আশার মাঝে আপনি হারিয়ে গিয়েছেন| আর যেমন সকলে মারা যান সেভাবে যদি আপনি মারা যান, আপনি অনন্তকাল ধরে দিশাহারা হয়ে থাকবেন|

অনন্তকাল, অনন্তকাল,
সমস্ত অনন্তকাল ধরে দিশাহারা|
অনন্তকাল, অনন্তকাল,
সমস্ত অনন্তকাল ধরে দিশাহারা!
   (“Eternity” by Elisha A. Hoffman, 1839-1929) |

আমি নিজেকে জিজ্ঞাসা করব, ‘‘ঈশ্বর আরও কত অধিক চান?’’ আমি যা করেছি তার কিছুই মনে হয় না যথেষ্ট! প্রত্যেকটি রাতে এবং দিনে আমি অস্বস্তি অনুভব করতাম - এবং আপনিও সেরকম অনুভব করছেন! এইভাবে আপনি কখনও সুখী অনুভব করবেন না! এইভাবে আপনি কখনও শান্তি পাবেন না! ‘‘আমার ঈশ্বর কহেন, দুষ্ট লোকদের কিছুই শান্তি নাই’’ (যিশাইয় 57:21)| আপনি হলেন সেই ধনী যুবক শাসকদের মতন| আপনি ঈশ্বরের ব্যবস্থা বাহ্যিকভাবে মান্য করেছেন, কিন্তু আপনি আপনার হৃদয়ের আভ্যন্তরীন পাপপূর্ণতার প্রতি কোন চিন্তাভাবনা করেননি| আপনি ঈশ্বরের ব্যবস্থার আধ্যাত্মিক অনুভূতি বুঝতে পারেননি| ঈশ্বরের ব্যবস্থা যা আপনার অন্তঃকরণের ক্ষুদ্রতম অভিলাষকেও দোষী সাব্যস্ত করে! আপনার নিজের মনে আপনি একজন ভাল মানুষ| কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আপনি হলেন এক অপদার্থ পাপী! আপনি যদি এই অবস্থাতে মারা যান তাহলে আপনি সরাসরি অনন্ত নরকের অগ্নিশিখায় পতিত হবেন!

অনন্তকাল, অনন্তকাল,
সমস্ত অনন্তকাল ধরে দিশাহারা|

কিন্তু আমি এই মানুষটির সম্পর্কে আরও একটি বিষয় আপনাকে দেখাতে চাই| তার প্রার্থনা বুঝিয়ে দিচ্ছে যে তিনি কিরকম প্রতারক ছিলেন; তিনি সম্পূর্ণ বঞ্চক ছিলেন| ঈশ্বরের সম্বন্ধে তার মোটেও কোন সচেতনতা ছিল না| তার ‘‘প্রার্থনা’’ ছিল কৃত্রিম আর নকল| একজন লোকের প্রার্থনা প্রায়ই বুঝিয়ে দেয় যে তারা কখনও মন পরিবর্তন করেননি| তাদের প্রার্থনায় তাদের কাছে একটা ভ্রান্ত স্বর থাকে| তাদের প্রার্থনা যান্ত্রিক হয়ে থাকে| সেগুলি হল ভন্ডামি| প্রকৃতপক্ষে সেগুলি মোটেও কোন প্রার্থনা নয়! সেগুলি সব ফাঁপা শব্দ যা আপনি অন্যদের প্রভাবিত করার জন্য - অথবা নিজেকে প্রতারিত করতে বলে থাকেন| এই লোকটি মোটেও যথাযথভাবে প্রার্থনা করতেন না! তিনি নিজের ‘‘উত্তমতার’’ জন্য নিজেকেই অভিনন্দন জানাতেন - ‘‘ঈশ্বর, আমি তোমায় ধন্যবাদ জানাই, যে আমি অন্য সকলের মতন নই|’’ কি পাগলামি! তিনি কি জানেন যে তার বাক্যগুলি যে কতটা মিথ্যা তা ঈশ্বর বুঝতে পারছেন? মিথ্যা সব বাক্য! তিনি কি আদৌ ঈশ্বরে যথাযথভাবে বিশ্বাস করেন? কোন বাস্তব অনুভূতিতে নয়| ঈশ্বর হলেন একমাত্র একটি ভাবমূলক ধারণা, কোন ব্যক্তিগত এবং বাস্তব ঈশ্বর নন - মোটেও সেই জীবন্ত ঈশ্বর নন! কিভাবে আমি তা জানবো? কারণ তিনি ‘‘দাঁড়াইয়া আপনা আপনি এইরূপ প্রার্থনা করিল’’ (লূক 18:11)| একে এমনকী এইভাবে অনুবাদ করা যেতে পারতো, ‘‘সে নিজের প্রতি প্রার্থনা করিল’’ (NIV, note a)| বাস্তবে, এই মানুষটি আদৌ ঈশ্বরের কাছে প্রার্থনা করেননি| তিনি কেবল নিজের ভালমানুষির বড়াই করে গেছেন| তিনি নিজের প্রতি প্রার্থনা করেছেন, ঈশ্বর প্রতি নয়! যদি আপনি আদৌ কখনো প্রার্থনা করেন, এইভাবেই কি করেন না? আপনি কি কোন কোন সময়ে অনুভব করেন না যে আপনি যে প্রার্থনা করছেন তা শোনার জন্যই কেবল আপনি প্রার্থনা করছেন? এই কি নয় যে আপনি প্রার্থনা সভাতে জোরে জোরে প্রার্থনা করতে ভয় পান? এই নয় কি যে কারণ আপনি জানেন অন্যেরা হয়তো মনে করছেন আপনার প্রার্থনাগুলি ভ্রান্ত? যে আপনি শুধু লোক দেখানো প্রার্থনা করে চলেছেন? এবং এটা কি দেখাচ্ছে না যে আপনি একজন দিশাহারা ব্যক্তি, একজন হারানো মানুষ যিনি ঈশ্বরের প্রতি যথাযথভাবে প্রার্থনা জানাতে পারছেন না? 14 নং পদে যীশু সাধারণভাবে আমাদের বলেছেন যে এই তথাকথিত ‘‘ভাল’’ লোকটি ‘‘সমর্থনযোগ্য’’ ছিলেন না| তিনি একজন পরিত্রাণপ্রাপ্ত মানুষ ছিলেন না! তিনি ছিলেন এক দিশাহারা মানুষ| তিনি ছিলেন একজন ধার্ম্মিক কিন্তু হারানো মানুষ| অনন্তকালের সীমাহীন যুগ ধরে তিনি নরকের দিকে চলেছিলেন!

অনন্তকাল, অনন্তকাল,
সমস্ত অনন্তকাল ধরে দিশাহারা|

সেই মানুষটি ছিলেন ভন্ড - আর আপনিও হলেন সেইরকম! তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করার ভাণ করতেন - আর আপনিও তাই করছেন! একদিন আপনার নিজস্ব ‘‘ভালমানুষি’’ আপনাকে সাহায্য করবে না| ভয়ানক কিছু একটা আপনাদের প্রতি ঘটবে, যেমন তা অন্যান্য সকলের ক্ষেত্রে ঘটেছে| কিন্তু সেই সন্ত্রাস এবং মর্মবেদনার দিনটিতে আপনাদের ভন্ডামী আপনাদের ভাল করবে না| বাইবেল বলে, ‘‘পামরগণ ত্রাসাপন্ন হইয়াছে’’ (যিশাইয় 33:14)| আপনারা মারা যাবেন এবং ঈশ্বরের সামনে দাঁড়াবেন, আর ঈশ্বর বলবেন, ‘‘আমি কখনও তোমাদিগকে জানি নাই; হে অধর্ম্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও’’ (মথি 7:23)| আপনাদের ভ্রান্ত ধর্ম্ম তখন আপনাদের ভাল করবে না| ঈশ্বর আপনাদের মতন সমস্ত ভন্ডদের নরকের আগুনে নিক্ষেপ করবেন| জগতের চোখে তিনি ছিলেন একজন ভালমানুষ| কিন্তু ঈশ্বরের চোখে তিনি ছিলেন একজন হারানো মানুষ! জগতের চোখে আপনি ভাল হতে পারেন| কিন্তু ঈশ্বরের চোখে আপনি হারিয়ে গিয়েছেন|

II. দ্বিতীয়ত, মন্দ ব্যক্তি যিনি পরিত্রাণ পেয়েছিলেন |

‘‘কিন্তু করগ্রাহী [কর সংগ্রাহক] দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না, বরং সে [বক্ষে করাঘাত করিতে করিতে] কহিল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া কর’’ (লূক 18:13)|

তিনি ভাল মানুষ ছিলেন না| তিনি নৈতিকতাসম্পন্ন মানুষ ছিলেন না| তিনি কতটা খারাপ ছিলেন তা তিনি দেখতেন না| পবিত্র আত্মা তাকে দেখিয়েছিলেন যে তিনি সত্যি সত্যিই একজন হারানো পাপী ছিলেন| তিনি অনুভব করতেন যে তিনি একমাত্র ঈশ্বরের থেকে শাস্তি পাওয়ার যোগ্য ছিলেন| তিনি সেই গীতিকারের মতন অনুভব করেছিলেন যিনি বলেছিলেন, ‘‘আমার পাপ সতত আমার সম্মুখে আছে’’ (গীতসংহিতা 51:3)| ডঃ জন গিল বলেছিলেন, ‘‘তিনি উর্দ্ধে দৃষ্টিপাত করিতে পারেন নাই; লজ্জায় তিনি লাল হইয়া গিয়াছিলেন; দুঃখ তাহাকে [তাহার মুখকে] অবনত করিয়াছিল; [ঈশ্বরের] ক্রোধের ভয় এবং অসন্তোষ, তাহাকে আবিষ্ট করিয়াছিল; [ঈশ্বরের অনুগ্রহের] অযোগ্য হিসাবে তিনি নিজের প্রতি দৃষ্টিপাত করিয়াছিলেন| তিনি তাহার বক্ষে করাঘাত করিয়াছিলেন...তাহার আত্মাকে...জাগ্রত এবং আন্দোলিত করিতে তিনি ইহা করিয়াছিলেন, ঈশ্বরকে আহ্বান করিবার জন্য...বলিতেছিলেন, ‘ঈশ্বর আমার প্রতি, একজন পাপীর প্রতি দয়া কর’! উহাই ছিল তাহার প্রার্থনা; সংক্ষিপ্ত, কিন্তু একটি পূর্ণ প্রার্থনা...যাহার মধ্যে একটি স্বীকারোক্তি বর্তমান আছে যে তিনি পাপী ছিলেন, আদমে স্থিত এক পাপী, এক পাপী যাহার মধ্যে আদমের নিকট হইতে [উত্তরাধিকারসূত্রে] প্রাপ্ত একটি পাপপূর্ণ স্বভাব বর্তমান, পাপে গঠিত এবং ভূমিষ্ঠ; এবং অভ্যাসগতভাবে এক পাপী, যিনি বহু যথার্থ পাপ করিয়াছেন; একজন অপরাধী ও কুৎসিত পাপী - ঈশ্বরের ক্রোধের, এবং অতলতম নরকের [অংশের] উপযুক্ত...সেই ঈশ্বর যাঁহার বিরুদ্ধে তিনি পাপ করিয়াছেন’’ (লূক 18:13 পদের উপরে টীকা)|

আর হতে পারে তবুও আপনি পাপের চেতনার মধ্যে দিয়ে গিয়েছেন এবং এখনও উদ্ধারপ্রাপ্ত হননি| অনুতাপে জর্জরিত লোকদের অশ্রুসিক্ত মুখ আমি দেখেছি| কিন্তু তারা কখনও পরিত্রাণ পাননি, এমনকী তাদের পাপের জন্য অঝোরে কান্নাকাটি করার এবং দুঃখ পাওয়ার পরেও| লোকদের অনেক কষ্ট পেতে এবং পাপে অনুতপ্ত হতে আমি দেখেছি| কিন্তু তারা কখনও মন পরিবর্তন করেননি| আমি শুনেছি লোকে বলছেন, ‘‘আমি অনুভব করেছি আমি পাপপূর্ণ এবং ভ্রান্ত|’’ বারে বারে জলভরা চোখে এইসব কথা তারা বলছেন সেটা আমি শুনেছি - কিন্তু তারা কখনও পরিত্রাণ পাননি! কিভাবে তা হতে পারে? আসুন যতটা সম্ভব পরিষ্কার করে বিষয়টি ব্যাখ্যা করি| পাপের জন্য অনুতাপ করা মানে পাপ থেকে পরিত্রাণ পাওয়া নয়| আপনি পাপের জন্য অনুতপ্ত হতে পারেন এবং তাও যীশুর দ্বারা পরিত্রাণপ্রাপ্ত হবেন না| আমি লোকদের দেখেছি বারে বারে চোখের জলে ভেঙ্গে পড়তে - কিন্তু তবুও তারা কখনও প্রভু যীশু খ্রীষ্টকে বিশ্বাস করেননি| ডঃ মার্টিন লয়েড জোন্স এটা বুঝেছিলেন| তিনি বলেছিলেন, ‘‘খ্রীষ্ট বিশ্বাসী হওয়া হইল একটি সংকট, একটি সংকটজনক ঘটনা, একটি মহা উত্থান, নতুন নিয়মে স্পষ্টতই যাহাকে নতুন জন্মগ্রহণ, অথবা একটি নতুন সৃষ্টি রূপে বর্ণনা করা হইয়াছে...উহার অতিরিক্ত, ইহাকে বর্ণনা করা হইয়াছে স্বয়ং ঈশ্বরের দ্বারা [কৃত] একটি অতিপ্রাকৃতিক কার্য্য হিসাবে, এমন কিছু যাহা এক মৃত আত্মাকে সঞ্জীবিত করিবার সহিত তুলনীয়...’’ এটা একটা সংকট যাতে ঈশ্বর আপনাকে দিয়ে আপনার পাপপূর্ণ হৃদয়েরর প্রতি ঘৃণা করান| এটা একটা সংকট যা ঈশ্বর আপনার অন্তরে সৃষ্টি করেন| এটা একমাত্র তখন হয় যখন অনুতাপ আপনাকে আরাম পাওয়ার জন্য আকাঙ্খিত করে| জন্ ব্যানিয়ান সাত বছর পাপের চেতনার অধীনে ছিলেন| সেগুলি ছিল এই পৃথিবীতেই সাত বছরের নরক| আমার অভিজ্ঞতা থেকে আমি জানি পাপের অনুতাপের মানে পাপ থেকে পরিত্রাণ পাওয়া নয়|

আধুনিক সুসমাচারমূলক প্রচারকেরা যখন কোন লোকের চোখে জল দেখেন, তারা মনে করেন যে তিনি পরিত্রাণ পেয়ে গেছেন! কিন্তু তখনও তারা নিদারুণ যন্ত্রণার অনুভূতিতে থাকেননি| কিন্তু যখন আপনি চোখের জল দেখেন আর অবিলম্বে তাদের খ্রীষ্টকে বিশ্বাস করতে বলেন তখন সাধারনত সেটা ঘটে না| তারা তখনও পর্যন্ত যথেষ্ট ভেঙ্গে পড়েননি যাতে তাদের পরিত্রাণ করতে খ্রীষ্টের প্রতি তারা আকাঙ্খিত হতে পারেন| সেই কারণে তারা প্রায়ই বলেন, ‘‘আর তারপরে আমি যীশুকে বিশ্বাস করেছিলাম|’’ তারা নিজেদের সম্বন্ধে লিখতে কাগজের একটা গোটা পাতা খরচ করে| কিন্তু প্রভু যীশু খ্রীষ্টের বিষয়ে তাদের খুব অল্প কিছুই বলার থাকে| তারপরে, বেশ কয়েক সপ্তাহ পরে যখন আমরা তাদের জিজ্ঞাসা করি, তারা বলে, ‘‘আমি বিশ্বাস করেছি যে যীশু আমার জন্য মারা গিয়েছেন|’’ ‘‘সেটা’’ দেখাচ্ছে যে তারা শুধু একটা মতবাদে বিশ্বাস করেছেন, যীশু স্বয়ং কে বিশ্বাস করেননি| একজন দিশাহারা পাপী কখনও স্বয়ং যীশুতে বিশ্বাস স্থাপন করবেন না| যতক্ষণ না আপনি খুব হতাশাগ্রস্ত হচ্ছেন| ততক্ষণ নয় যতক্ষণ আপনি দেখছেন অনুতাপের মানসিক বেদনা এবং যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার আর অন্য কোন পথ নেই| কোন কোন সময়ে এটা খুব তাড়াতাড়ি হয়ে থাকে| কিন্তু সাধারনভাবে আপনাকে বহু মিথ্যা মন পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়| একমাত্র তখনই প্রেরিতদের সঙ্গে একসাথে আপনিও বলেন, ‘‘দুর্ভাগ্য মনুষ্য আমি! [এই মৃত্যুর দেহ হইতে] কে আমাকে নিস্তার করিবে?’’ (রোমীয় 7:24)| একমাত্র তখনই আপনি ঈশ্বরের করুণার জন্য কাঁদবেন যেমন সেই করগ্রাহী করেছিলেন! একমাত্র তখনই ঈশ্বর আপনাকে উত্তর দিবেন এবং যীশুর প্রতি আপনাকে আকর্ষণ করবেন!

আধুনিক সুসমাচার প্রচারকারীগণ সবকিছু দ্রুত এবং সহজে করতে চান| আমরা সেটা গত বছরের উদ্দীপনার সময়ে দেখেছি| আপনাদের মধ্যে অনেকেই এই বলতে বলতে বেরিয়ে এসেছিলেন যে, ‘‘আর তখন আমি পরিত্রাণ পেতে যীশুকে বিশ্বাস করেছিলাম|’’ অথবা ‘‘তখন আমি বিশ্বাস করেছিলাম যে যীশু আমাকে উদ্ধার করেছেন|’’ প্রভু যীশু খ্রীষ্টকে প্রায় সম্পূর্ণভাবে বাদ দিয়েছিলেন| বাদ দিয়েছিলেন তার কারণ আপনি পাপের জন্য অনুতপ্ত হননি| আপনার হৃদয়ের অন্ধকারের জন্য অপরাধী| ঈশ্বরের বিরুদ্ধে আপনার শত্রুতার জন্য অপরাধী| সেই সত্য ঘটনার জন্য অপরাধী যে আপনি নিজেকে পরিবর্তন করতে পারছেন না| জন্ কেগান বলেছেন, ‘‘আমার যীশুর নিকটে আসিবার প্রয়োজন ছিল, কিন্তু আমি পারি নাই|’’ ‘‘দুর্ভাগ্য মনুষ্য আমি, কে আমাকে নিস্তার করিবে?’’ আমরা আপনাকে বলি যে আপনার খালি এই বিশ্বাস রয়েছে যে যীশু আপনাকে উদ্ধার করতে পারেন| আপনি সামান্য বিচলিত হন এবং তারপরে আপনি আত্মিক ঘুমের মধ্যে ফিরে যান| আর আপনাদের অধিকাংশই কখনও মন পরিবর্তন করেন না! আপনার অবশ্যই ফিরে যান এবং আবার দোষী সাব্যস্ত হওয়ার গোটা প্রক্রিয়াটির মধ্যে দিয়ে আসুন| মন পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার জীবনে কখনো ঘটে| একটা বাক্য দিয়ে আপনি যীশুর উপরে আপনার বিশ্বাস ব্যাখ্যা করতে পারেন না| অথবা একটা বাক্যের আধখানা দিয়ে, যেমন একটি মেয়ে করেছিল, একটি মেয়ে যে এখন ঘুমের জগতে ফিরে গেছে, এবং এখন তার পাপের অনুতাপ মোটেই আর নেই| আপনি যদি চোখে জল নিয়ে, পাপের অনুতাপের অধীনস্থ না হন, তাহলে কেন আপনি এগিয়ে আসছেন? আমরা কিছু করতে পারি বলে কি আপনি মনে করেন? মাত্র কয়েক মিনিটের মধ্যে সমগ্র অভিজ্ঞতা পাওয়ার জন্য আপনাকে প্রস্তুত করে দিতে কিছু একটা করব? যদিও আপনি 1,000 বার বেদীর কাছে এসেছেন তাও সেখানে কিছুই নেই যা আমরা আপনার জন্যে করতে পারি| সেখানে কিছুই নেই যা আমরা আপনাকে শেখাতে পারি| সেখানে কিছুই নেই যা আমরা আপনাকে সাহায্য করার জন্যে বলতে পারি! কেবলমাত্র ঈশ্বর আপনাকে সাহায্য করতে পারেন - এবং ঈশ্বর কখনও ভন্ডদের সাহায্য করেন না| গভীর অধ্যয়ণ এবং বিনিদ্র রজনী যাপন ব্যতীত আপনি কি কোন বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারী ডিগ্রী অর্জন করতে পারেন? অবশ্যই না! কিন্তু যীশুতে মন পরিবর্তন পিএইচ.ডি ডিগ্রীর তুলনায় সীমাহীনভাবে বেশী গুরুত্বপূর্ণ| একটি প্রকৃত মন পরিবর্তন হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ এক অভিজ্ঞতা যা আপনার জীবনে কদাচিৎ হবে| কিন্তু যতক্ষণ না আপনি দিশাহারা হয়েছেন বলে অনুভব করবেন ততক্ষণ আপনার মন পরিবর্তন হবে না| যতক্ষণ না আপনি আশাহীন হয়েছেন বলে বোধ করবেন ততক্ষণ আপনার মন পরিবর্তন হবে না| যতক্ষণ না আপনি আপনার অন্তর এবং জীবনের পাপকে ঘৃণা না করছেন ততক্ষণ আপনার মন পরিবর্তন হবে না| যতক্ষণ না আপনি কেঁদে উঠছেন, ‘‘হে ঈশ্বর আমার ন্যায় এক পাপীর প্রতি সদয় হও|’’ আসুন সকলে উঠে দাঁড়াই এবং আপনার গানের পাতার 10 নং গানটি করি| যোসেফ্ হার্টের (1712-1768) গানটি হল ‘‘আয় পাপী|’’

এখন, আমি আপনাদের অনুরোধ করব আজ রাত্রেই যীশুতে বিশ্বাস স্থাপন করুন| যদি আপনি পাপের চেতনার অধীনে থাকেন, যদি আপনি আশাহীন অনুভব করেন, যদি আপনি হারিয়ে গিয়েছেন বলে মনে করেন, তাহলে এখানে এই পুলপিটের কাছে নেমে আসুন এবং আমরা আপনার সঙ্গে যীশুর বিষয়ে কথা বলব| যীশু স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছিলেন| তাঁকে একটি ক্রুশের সঙ্গে পেরেকবিদ্ধ করা হয়েছিল এবং আপনার পরিবর্তে তিনি সেখানে মারা গিয়েছিলেন, আপনার পাপের দেনা শোধ করতে, বিচার এবং নরকের হাত থেকে আপনাকে মুক্তি দিতে| এবং যীশু মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন আর আবার স্বর্গে আরোহণ করেছিলেন| যখন আপনি তাঁকে বিশ্বাস করেন, তিনি আপনাকে আপনার পাপ থেকে উদ্ধার করেন| উঠে দাঁড়ান এবং গান করুন, ‘‘আয় পাপী|’’ এটা আপনার গানের পাতার 10 নং গান|

আয় পাপী, দীন ও জঘন্য, দুর্বল ও আহত, অসুস্থ ও ক্ষতপূর্ণ;
   পূর্ণ দরদে, প্রেম ও ক্ষমতায়, যীশু আপনাকে উদ্ধার করিতে প্রস্তুত:
আর সন্দেহ করিও না, তিনি সক্ষম, তিনি সক্ষম, তিনি ইচ্ছা করেন;
   আর সন্দেহ করিও না, তিনি সক্ষম, তিনি সক্ষম, তিনি ইচ্ছা করেন|

পরিশ্রান্ত ও ভারাক্রান্ত, আসুন, চূর্ণ ও ভগ্ন এবং পতিত;
   আপনার উত্তমতায় যদি অপেক্ষা করেন, আপনি কোনমতে আসিতে পারিবেন না:
ধার্ম্মিকতা নয়, ধার্ম্মিকতা নয়, যীশু আসিয়াছেন পাপীদের ডাকিতে;
   ধার্ম্মিকতা নয়, ধার্ম্মিকতা নয়, যীশু আসিয়াছেন পাপীদের ডাকিতে|

দেখ অধিষ্ঠিত পরিত্রাতা, তাঁহার রক্তের যোগ্যতার জন্য, বিনতি করিতেছেন;
   তাঁহার উপরে নিজেকে ছুঁড়িয়া দাও, বিশ্বাসে অন্যের অনধিকার না হউক;
কেহ নয় শুধু যীশু, কেহ নয় শুধু যীশু, আশাহীন পাপীর উত্তম করিতে পারেন;
   কেহ নয় শুধু যীশু, কেহ নয় শুধু যীশু, আশাহীন পাপীর উত্তম করিতে পারেন|
(“Come, Ye Sinners” by Joseph Hart, 1712-1768; altered by the Pastor)

|

যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Come, Ye Sinners” (Joseph Hart, 1712-1768) |


খসড়া চিত্র

এক উত্তম ব্যক্তি হারিয়ে গেলেন এবং এক মন্দ ব্যক্তি পরিত্রাণ পেলেন !

A GOOD MAN LOST AND A BAD MAN SAVED !

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র

‘‘যাহারা আপনাদের উপরে বিশ্বাস রাখিত, মনে করিত যে, তাহারাই ধার্ম্মিক, এবং অন্য সকলকে হেয়জ্ঞান করিত, এমন কএক জনকে তিনি এই দৃষ্টান্ত কহিলেন| দুই ব্যক্তি প্রার্থনা করিবার জন্য ধর্ম্মধামে গেল; একজন ফরীশী, আর এক জন করগ্রাহী| ফরীশী দাঁড়াইয়া আপনা আপনি এইরূপ প্রার্থনা করিল, হে ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি যে, আমি অন্য সকল লোকের-উপদ্রবী, অন্যায়ী ও ব্যভিচারীদের-মত কিম্বা ঐ করগ্রাহীর মত নহি; আমি সপ্তাহের মধ্যে দুইবার উপবাস করি, সমস্ত আয়ের দশমাংশ দান করি| কিন্তু করগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না, বরং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া কর| আমি তোমাদিগকে বলিতেছি, এই ব্যক্তি ধার্ম্মিক গণিত হইয়া নিজ গৃহে নামিয়া গেল, ঐ ব্যক্তি নয়; কেননা না যে কেহ আপনাকে উচ্চ করে, তাহাকে নত করা যাইবে; কিন্তু যে আপনাকে নত করে, তাহাকে উচ্চ করা যাইবে’’ (লূক 18:9-14)|

I.   প্রথমত, সেই "উত্তম" ব্যক্তি যিনি হারিয়ে গিয়েছিলেন, লূক 18:11-12;
যিশাইয় 57:21; যিরমিয় 17:9; যিশাইয় 33:14; মথি 7:23 |

II.  দ্বিতীয়ত, মন্দ ব্যক্তি যিনি পরিত্রাণ পেয়েছিলেন, লূক 18:13;
গীতসংহিতা 51:3; রোমীয় 7:24 |