Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




ক্ষমার অযোগ্য পাপ -
অনুশীলন # 1 প্রণালীগত ঈশ্বরতত্ত্ব

THE UNPARDONABLE SIN –
LESSON #1 IN SYSTEMATIC THEOLOGY
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2017 সালের, 25শে ফেব্রুয়ারী, শনিবারের সন্ধ্যায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই শিক্ষা দেওয়া হয়েছিল
A lesson given at the Baptist Tabernacle of Los Angeles
Saturday Evening, February 25, 2017


‘‘এই কারণ আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হইবে না| আর যে কেহ মনুষ্যপুত্রের বিরুদ্ধে কোন কথা কহে, সে ক্ষমা পাইবে; কিন্তু যে কেহ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা কহে, সে ক্ষমা পাইবে না, ইহকালেও নয়, পরকালেও নয়’’ (মথি 12:31-32)|

I. প্রথমত, ক্ষমার অযোগ্য পাপ কি ?

দ্য রিফরমেশন স্টাডি বাইবেল (লিগোনিয়ার মিনিস্ট্রী, 2005) বলছে,

"ক্ষমার অযোগ্য পাপ...হচ্ছে 'পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা করা|' এই নিন্দা হচ্ছে কথা বলার দ্বারা সম্পাদিত একটি ক্রিয়া, যা মনের চিন্তা ভাবনার, একটি অভিব্যক্তি হিসাবে বোঝা যায়| এই বিশেষ অংশটিতে যীশুর বিরোধীরা বলছিলেন যে তাদের মধ্যে ভাল কাজ করার ক্ষমতা ঈশ্বর থেকে আসেনি বরং এসেছে দিয়াবলের থেকে| যীশু এই নিন্দা এবং অন্যান্য পাপের মধ্যেকার প্রভেদ চিহ্নিত করেছিলেন, কথা বলার অন্যান্য পাপ এবং অন্য সাধারণ পাপ উভয়ের মধ্যেই| যেমন বাইবেল শিক্ষা দেয়, ঈশ্বর অজাচার, খুন, মিথ্যা বলা, এবং এমনকী মন্ডলীর প্রতি পৌলের তাড়না, যা পৌল করেছিলেন সেইসময়ে যখন তিনি ঈশ্বরের লোকদের বিরুদ্ধে 'ভয়প্রদর্শন ও হত্যার নিশ্বাস টানিতেছিলেন' (প্রেরিত 9:1)|

যে বিষয়টি ক্ষমার অযোগ্য পাপকে অন্য পাপ থেকে এতটা আলাদা করে দিচ্ছে তা হল পবিত্র আত্মার সঙ্গে এর সম্পর্ক| পাপীদের মন আলোকময় করতে (ইফিষীয় 1:17-18), সুসমাচার প্রকাশ করতে এবং শিক্ষা দিতে (যোহন 14:26), অনুতাপ করতে এবং [খ্রীষ্টে] বিশ্বাস স্থাপনে আত্মাকে প্ররোচিত করতে এটি হচ্ছে পবিত্র আত্মার কাজ| আত্মা শুধুমাত্র ঈশ্বরের বাক্যগুলি ব্যাখ্যা করেন না, কিন্তু তিনি মনকে উন্মুক্ত করেন যাতে তা গৃহীত হয়... যখন তাঁর প্রভাব ইচ্ছাকৃতভাবে এবং জেনেশুনে প্রত্যাখ্যান করা হয়, আলোকের বিরুদ্ধে, তখন স্বেচ্ছায় অবহিত অপকারেচ্ছার আচরণ হিসাবে সেই অপরিবর্তণীয় পাপ করা হতে পারে| এর প্রতিক্রিয়ায় সেখানে ঈশ্বর থেকে হৃদয় কঠিনতা পায় যা অনুতাপ এবং বিশ্বাসকে বাতিল করে (ইব্রীয় 3:12, 13)| এই ক্ষেত্রে ঈশ্বর মানুষের ইচ্ছার সিদ্ধান্তকে স্থায়ী হওয়ার অনুমোদন দেন| ঈশ্বর হালকা চালে অথবা কারণ ছাড়া এরকম করেন না, কিন্তু তাঁর ভালবাসার বিরুদ্ধে একটি অপরাধ করার প্রতি উত্তরে করে থাকেন|

ক্ষমার অযোগ্য পাপের বিষয়ে অন্যান্য আরও যেসব পদে বলা হয়েছে সেগুলি হল ইব্রীয় 6:4-6; 10:26-29; এবং I যোহন 5:16, 17 | এইগুলি এই পাপের সম্ভাবনার দিকটি দেখায়...যীশু বলেছিলেন, 'সমস্ত পাপ' এবং 'যাহা কিছু নিন্দাযুক্ত' ক্ষমা করা হবে, একমাত্র এই পাপ ব্যতীত" - ক্ষমার অযোগ্য পাপ!

ডঃ হেনরী সি. থিইসেন, তার ইন্ট্রোডাক্টরী লেক্চারস ইন সিস্টেমেটিক থিয়োলজি (এয়ার্ডম্যান্স, 1949) নামের বইতে বলেছেন,

"চূড়ান্ত অনমনীয় হওয়ার [কঠিন হওয়ার] পাপ| যে মাত্রায় অপরাধ করলে আত্মা নিজে নিজেই কঠিন হয়ে পড়ে এবং ঈশ্বরের অনুগ্রহের বহুবিধ নৈবেদ্য গ্রহণে অক্ষম হয়, তাই এখানে অপরাধের মাত্রা নির্ধারণ করছে| চূড়ান্ত অনমণীয়তা [কঠিনতা] হচ্ছে পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ এবং ক্ষমার অযোগ্য, কারণ এর মাধ্যমে সেই আত্মা ঐশ্বরিক অনুপ্রেরণা গ্রহণে সক্ষম হওয়া থেকে বিরত হয়েছে" (পৃ. 270)|

II. দ্বিতীয়ত, ক্ষমার অযোগ্য পাপের উদাহরণসমূহ |

1. কয়িন, আদিপুস্তক 4:3-7, 11-12, 16 |

2. নোহের সময়ের লোকেরা, আদিপুস্তক 7:16 - "সদাপ্রভু তাহার পশ্চাৎ দ্বার বদ্ধ করিলেন|"
(দেখুন মথি 24:37-38; দেখুন II পিতর 2:5)

3. সদোমের লোকেরা, আদিপুস্তক 19:12-15, 24, 26 |

4. ফৌরান, যাত্রাপুস্তক 7:14; 7:22, 8:15; 8:19; 8:32; 9:35; 10:17-20; 11:10 |

5. এষৌ, ইব্রীয় 12:16-17 |

6. কাদেশ-ব্যারনে ইস্রায়েল লোকেরা, ইব্রীয় 3:7; 8, 10-12 |

7. লোকেরা যারা আলোকিত হয়েছিলেন, ইব্রীয় 6:4-6 |

8. ধনী যুবক শাসক, মথি 19:22; রোমীয় 1:28-32 |

9. যিহুদা, মথি 27:3-5 |


ফিরে এসেছেন এবং মন পরিবর্তন করেছেন সেরকম একজনও অপব্যয়ী পুত্র অথবা কন্যা আমাদের কখনই ছিল না| অধিকন্তু, আমরা কখনও এমন একজনকেও পাইনি, যিনি মন্ডলী ত্যাগ করেছিলেন, এবং পরে মন পরিবর্তন করেছিলেন| আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারি না, কিন্তু এটা মনে হয় যে তাদের অধিকাংশই ক্ষমার অযোগ্য পাপ করেছেন, ইব্রীয় 6:4-6 |


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।