এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|
এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|
যখনই আপনি ডঃ হেইমার্সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |
স্যান্ডিম্যান মতবাদের বিরুদ্ধে লড়াই(যুদ্ধ ঘোষণার একটি ধারাবাহিকের তিন নম্বর) লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র 2017 সালের, 22শে জানুয়ারী, প্রভুর দিনের সকালবেলায় লস্ এঞ্জেল্সের ‘‘তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাক, কারণ তোমরা মনে করিয়া থাক যে, তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে; আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়; আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিবার ইচ্ছা কর না’’ (যোহন 5:39, 40)| |
আপনি যদি ঈশ্বরতত্ত্বের ছাত্র না হন তবে সম্ভবত স্যান্ডিম্যানিয়ানিজ্ম শব্দটি জানেন না| এ হল আত্মা-রোধক ভ্রান্ত শিক্ষা| এটা সুসমাচারের প্রচার ধ্বংস করে দিয়েছে| লক্ষ লক্ষ লোককে এটা নরকের অনন্তকালীন অগ্নিশিখার দিকে ঠেলে দিয়েছে| রবার্ট স্যান্ডিম্যানের (1718-1771) মাধ্যমে স্যান্ডিম্যানের মতবাদ জনপ্রিয়তা অর্জন করেছিল| এর প্রধান শিক্ষা হল এই যে যখন আপনি বাইবেলে খ্রীষ্টের সম্বন্ধে যা বলছে তা নিজের মনের মধ্যে স্বীকার করে নেন তখনই আপনি পরিত্রাণ পেয়ে যান| স্যান্ডিম্যানের মতবাদ বলছে যে আমাদের পাপের জন্য খ্রীষ্ট মৃত্যু বরণ করেছিলেন এবং মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন সেটা যারা বিশ্বাস করেছেন তাদের প্রত্যেকেই উদ্ধার পেয়েছেন - বলছে যে প্রত্যেকেই যারা বাইবেলের ঐ বিষয়গুলিতে বিশ্বাস করেন তাদের সকলেই উদ্ধার পান| বর্তমানে স্যান্ডিম্যানের মতবাদ আমাদের মন্ডলীগুলির প্রধান ত্রুটি| এটি লক্ষ লক্ষ লোককে নরকে পাঠায়| আমাদের মন্ডলীতেও এমন অনেক লোক রয়েছেন যারা এই প্রাণঘাতী ভ্রান্ত মতবাদে বিশ্বাস করেন! যদিও আমি ক্রমাগত এর বিরুদ্ধে প্রচার করে চলেছি, তাও আমি কি বলছি সেটা তারা শোনেন না| তারা স্যান্ডিম্যানের সেই প্রাণঘাতী মতবাদকেই বিশ্বাস করে চলেছেন| গত বছরে আমাদের মন্ডলীতে যে ছয়জন লোক ভেবেছিলেন যে তারা উদ্ধার পেয়ে গেছেন তারা সেই মতবাদে বিশ্বাসী| তারা হারানো অবস্থাতেই থেকে গেছেন এবং নরকের দিকে এগিয়ে যাচ্ছেন কারণ তারা এই মতবাদ বিশ্বাস করেন (see “Sandemanianism” in The Puritans: Their Origins and Successors by Dr. Martyn Lloyd-Jones, Banner of Truth, 1996 edition, pp. 170-190)| তারা বলছেন খ্রীষ্টের মৃত্যু সম্বন্ধে বাইবেলে যা বলা হয়েছে তা যদি আপনি বিশ্বাস করেন তাহলেই আপনি পরিত্রাণ লাভ করেন| সেই হল তাদের অবস্থান| ডঃ লয়েড জোন্স বলেছিলেন, ‘‘এই মুহূর্তে আমাদের নিকট ইহা একটি মূল সমস্যা’’ (আইবিড., পৃ. 177)| আমাদের নিজেদের মন্ডলীতে গত বছরে কমপক্ষে ছয়জন লোক যারা নিজেদের উদ্ধারপ্রাপ্ত বলে ধরে নিয়েছিলেন তারা হারানো অবস্থাতেই থেকে গেছেন কারণ খ্রীষ্ট স্বয়ংকে বিশ্বাস করার পরিবর্তে খ্রীষ্ট সম্বন্ধে বাইবেলে যা বলা হয়েছে তারা সেটা বিশ্বাস করেন| তারা মনে করছেন যে যীশু ক্রুশের উপরে মারা গিয়েছিলেন সেই কথা বিশ্বাস করে তারা পরিত্রাণ পেয়েছেন| খ্রীষ্টের মৃত্যু সম্বন্ধে বাইবেল যা বলে সেগুলি তারা বিশ্বাস করেন| কিন্তু বাইবেল যা বলে তা বিশ্বাস করে কেউ পরিত্রাণ পায় না| এই প্রচারে আমি তার প্রমাণ দেব| I. প্রথমত, স্যান্ডিম্যানিয়ানিজ্ম স্বয়ং যীশুর দ্বারা সংশোধিত হয়েছিল | যীশু ফরিসীদের সঙ্গে কথা বলছিলেন| এই যিহুদীরা নিজেদের পরিত্রাণের দৃষ্টিভঙ্গীতে ছিলেন স্যান্ডিম্যানবাদী| যীশু বলেছিলেন, ‘‘[তোমরা] শাস্ত্র অনুসন্ধান করিয়া থাক, কারণ তোমরা মনে করিয়া থাক যে, তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে; আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়; আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিবার ইচ্ছা কর না’’ (যোহন 5:39, 40)| এই সমস্ত লোকেরা মনে করেছিলেন যে তারা বাইবেল অধ্যয়ণ এবং বাইবেলে বিশ্বাস স্থাপন করে পরিত্রাণ লাভ করবেন| ম্যাথু হেনরী বলেছিলেন, ‘‘শাস্ত্রসমূহ পাঠ এবং অধ্যয়ণ করিবার দ্বারা তাহারা [অনন্তকালীন জীবন] অন্বেষণ করিয়াছিল| তাহাদের মধ্যে ইহা প্রবাদ বাক্য ছিল যে, ‘যাহার মধ্যে ব্যবস্থার [শাস্ত্রের] বাক্য রহিয়াছে তাহার অনন্ত জীবন রহিয়াছে|’ তাহারা মনে করিত যে তাহারা স্বর্গের বিষয়ে নিশ্চিত থাকিবে যদি তাহারা অন্তর হইতে...শাস্ত্রের অধ্যায়সমূহ বলিতে পারে’’ (Matthew Henry’s Commentary on the Whole Bible)| ডঃ ফ্রাঙ্ক গেবিলেইন বলেছিলেন যে তারা ভাবতেন বাইবেলের প্রতি তাদের বিশ্বাস ‘‘তাহাদের জন্য জীবন আনিয়া দেবে’’ (The Expositor’s Bible Commentary)| তারা শাস্ত্রটি বিশ্বাস করেছিল, কিন্তু যীশুর কাছে আসেনি| এই হল স্যান্ডিম্যানি মতবাদের ত্রুটি| ডঃ লয়েড জোন্স বলেছিলেন, ‘‘আপনি আপনার মন হইতে বাইবেলের সকল বাক্য স্বীকার করুন, এবং উহাই হইতেছে সেই সকল বিষয় যাহা প্রয়োজনীয়’’ (আইবিড., পৃ. 175)| ‘‘তাহারা মনে করে যে যীশুর বিষয়ে বাইবেল কি বলিতেছে উহাতে বিশ্বাস করাই তাহাদের রক্ষা করিবে’’ (আইবিড.)| আমাদের মন্ডলীতে হাজার হাজার শিশুদের এই প্রাণঘাতী মতবাদ শেখানো হচ্ছে| শাস্ত্রের পদগুলি মুখস্থ করতে শেখানো হচ্ছে| তখন তারা ‘‘তাহাদের হাত তুলিতেছে’’ - এবং তাদের ব্যাপ্তিস্ম দেওয়া হচ্ছে! তারা আদৌ খ্রীষ্টের কাছে আসছে না! যোহন 3:16 পদের বাক্যটি শুধু তাদের বিশ্বাস করতে হয় এবং একটি প্রার্থনার বাক্য অস্ফুটস্বরে বলতে হয়| স্যান্ডিম্যানিয়ানিজ্মের এই ভ্রান্ত মতবাদের দ্বারা আমাদের মন্ডলী লক্ষ লক্ষ মন্ডলীকে (এবং প্রাপ্তবয়স্ককে) নরকের দিকে পাঠাচ্ছে| যীশু বলেছিলেন, ‘‘[তোমরা] শাস্ত্র অনুসন্ধান করিয়া থাক, কারণ তোমরা মনে করিয়া থাক যে, তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে; আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়; আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিবার ইচ্ছা কর না’’ (যোহন 5:39, 40)| এখানে আমাদের নিজস্ব মন্ডলীর পাঁচজন লোকের কথা বলা হল যারা সেইরকমের| এক চীন দেশীয় যুবক বলেছিলেন তিনি পরিত্রাণ পেয়েছেন কারণ তিনি বিশ্বাস করেছিলেন ‘‘যে যীশু তার জন্যই মারা গিয়েছিলেন|’’ তিনি মনে করতেন যীশুর বিষয়ে বাইবেল যা বলেছে সেটা বিশ্বাস করা আর খ্রীষ্টের কাছে আসা একই ব্যাপার! কাজেই তিনি হারানো অবস্থায় স্যান্ডিম্যানিয়ানিজ্মের মধ্যেই থেকে গেছেন| একজন যুবতী মহিলা বলেছিলেন, ‘‘যীশুই হলেন সেই একমাত্র একজন যিনি আমাকে রক্ষা করতে পারেন|’’ যীশুর সম্বন্ধে বাইবেল যা বলছে তা তিনি বিশ্বাস করেছিলেন, কিন্তু যীশু স্বয়ং এর কাছে তিনি আসবেন না| সেই মহিলা নিজে থেকে যীশুর কাছে আসেননি কারণ তার হৃদয়ে দিয়াবলের কথা শোনা তিনি বন্ধ করেননি যে তাকে এই মন্ডলী ত্যাগ করার কথা সমানে বলে যাচ্ছে| সেই মহিলা এই ধরনের পাপপূর্ণ চিন্তাভাবনা বর্জন করবেন না| তিনি বিশ্বাস করেন যে যীশু হলেন একমাত্র পরিত্রাতা, কিন্তু হারানো লোকদের শয়তানীয় উপদেশ থেকে তিনি ঘুরে দাঁড়াবেন না| সেইজন্যে তিনি এক হারানো স্যান্ডিম্যানিয় হয়ে রয়েছেন যিনি বাইবেলে বিশ্বাস করেন, কিন্তু যীশু স্বয়ংকে বিশ্বাস করবেন না| যীশুর বিষয়ে বাইবেল যা বলে তা তিনি বিশ্বাস করেন| কিন্তু তিনি নিজে থেকে যীশু স্বয়ং এর কাছে আসেন না| যেহেতু সেই মহিলা নিজের পাপ থেকে ফিরে আসবেন না, সেহেতু তিনি যীশুর রক্তের দ্বারা নিজের পাপ থেকে শুচি হতে যীশু স্বয়ং এর কাছে আসবেন না| তিনি এক হারানো স্যান্ডিম্যানিয় হয়ে আছেন| স্পেন দেশীয় এক যুবক বলেছিলেন যীশুকে বিশ্বাস করা আর খ্রীষ্ট ক্রুশের উপরে মারা গিয়েছিলেন সেটা বিশ্বাস করা একই ব্যাপার| আবার, বাইবেল যা বলছে এই যুবক সেটা বিশ্বাস করেন, কারণ তিনি স্যান্ডিম্যানিয়ানিজ্মের মধ্যে আটকে রয়েছেন| বাইবেলে বিশ্বাস করা, যে তার জন্যে যীশু ক্রুশের উপরে মারা গিয়েছেন আর যীশু স্বয়ংকে বিশ্বাস করা সমান নয়| কাজেই তিনি এক হারানো স্যান্ডিম্যানিয় হয়ে আছেন| আর একজন চীন দেশীয় যুবক একই কথা বলেছিলেন| তিনি বলেছিলেন যে যীশুকে বিশ্বাস করা আর এটা বিশ্বাস করা একই ব্যাপার যে যীশু তার জন্যে প্রাণত্যাগ করেছিলেন| যীশুর সম্বন্ধে বাইবেল যা বলছে তা তিনি বিশ্বাস করেন, কিন্তু যীশু স্বয়ংকে বিশ্বাস করবেন না| তিনিও এক হারানো স্যান্ডিম্যানিয় হয়ে আছেন| অন্য আর একটি চীন দেশীয় মেয়ে বলেছিলেন যে যীশুকে বিশ্বাস করা আর যীশু তার জন্যে মারা গিয়েছেন তা বিশ্বাস করা একই ব্যাপার| তিনি জানতেন যে এইসব ভুল, কিন্তু যখন ডঃ কেগান তাকে প্রশ্ন করেছিলেন যে সেগুলি একই কিনা তাতে তিনি খুব ‘‘অপ্রস্তুত’’ হয়ে পড়লেন| তিনি ‘‘অপ্রস্তুত’’ হয়েছিলেন কারণ, তার অন্তঃকরণ থেকে, তিনি কখনও যীশুকে বিশ্বাস করেননি| সর্বসাকুল্যে তিনি যা করেছিলেন তা হল বাইবেলের একটি বা দুটি পদে বিশ্বাস স্থাপন| তিনি ‘‘অপ্রস্তুত’’ হয়েছিলেন কারণ তিনি কখনও যীশু স্বয়ংকে বিশ্বাস করেননি, কেবলমাত্র বাইবেলের একটি মতবাদে নির্ভর করেছেন| তিনিও হলেন এক হারানো স্যান্ডিম্যানিয়| আপনি বিশ্বাস করেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হচ্ছেন| কিন্তু আপনি তার সঙ্গে সাক্ষাৎ করেননি! এই বিশ্বাস করা যে তিনি প্রেসিডেন্ট আর তার কাছে আসা একই কথা নয়| যীশুর বিষয়ে বাইবেল যা বলছে তা বিশ্বাস করা এবং যীশু স্বয়ংকে বিশ্বাস করা এই দুটির মধ্যে একটা স্বতন্ত্র প্রভেদ রয়েছে| সেটা খুব সামান্য প্রভেদ বলে মনে হতে পারে - কিন্তু তা নয়| যদি আপনি যীশু স্বয়ংকে বিশ্বাস না করেছেন তবে আপনি নরকে যাবেন! যীশু বলেছিলেন, ‘‘আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিবার ইচ্ছা কর না’’ (যোহন 5:40)| একটি বাইবেল পদে অথবা একটি বাইবেল মতবাদে বিশ্বাস করা কাউকে অনন্তকালীন নরকের আগুন থেকে রক্ষা করবে না! কেন লোকেরা ক্রমাগত এইসব করেই চলেছেন? এর কারণ তাদের পাপের চেতনা নেই! যদি আপনি পাপের চেতনার অধীন হয়ে থাকেন, যেমন জন্ কেগান হয়েছিলেন, আপনি অনুভব করবেন যে আপনি যা করছেন তার কিছুই আপনাকে রক্ষা করতে পারবে না - যা করছেন তার কিছুই! আর তা অন্তর্ভুক্ত করছে সেই বিশ্বাসকে যে যীশু আপনাকে রক্ষা করতে পারেন! কোন কিছুই নয় কিন্তু যীশু স্বয়ং আপনাকে সন্তুষ্ট করবেন যদি আপনি আপনার পাপের চেতনা পেয়ে থাকেন! আপনি বলবেন, ‘‘কি মোর পাপ পারে ধুইতে? কেবলমাত্র যীশুর রক্ত|’’ ‘‘আমি আসিতেছি, প্রভু, এখনই তোমার নিকট আসিতেছি| কালভেরীতে প্রবাহিত রক্ত দিয়া আমায় ধৌত কর, শুচি কর|’’ II. দ্বিতীয়ত, স্যান্ডিম্যানিয়ানিজ্ম দিয়াবলদের একটি মতবাদ | ‘‘তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাক, কারণ তোমরা মনে করিয়া থাক যে, তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে; আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়; আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিবার ইচ্ছা কর না’’(যোহন 5:39, 40)| সেই ফরীশীরা কেন বাইবেল অন্বেষণ করেছিলেন, আর যীশুর কাছে আসেননি? এর কারণ তারা শয়তানের দিয়াবলীয় ক্ষমতার অধীনস্ত হয়ে ছিলেন! এই সব একই ধরনের মানুষদের যীশু বলেছিলেন, ‘‘তোমরা কেন আমার কথা বুঝ না? কারণ এই যে, আমার বাক্য শুনিতে পার না| তোমরা আপনাদের পিতা দিয়াবলের...’’ (যোহন 8:43, 44)| আপনারা আমার কথা শুনতে পারেন না যখন আমি বলি যে যীশুর সম্বন্ধে বাইবেল কি বলেছে তাতে স্থাপিত বিশ্বাস আর যীশুতে স্থাপিত বিশ্বাস সমতুল্য নয়| সেই সাধারণ চিন্তাধারাটি আপনারা বুঝতে পারেন না কারণ আপনারা দিয়াবলের নিয়ন্ত্রনাধীন হয়ে রয়েছেন| যীশু এইরকম বলেছিলেন| তিনি বলেছিলেন, ‘‘তোমরা আমার বাক্য শুনিতে পার না| তোমরা আপনাদের পিতা দিয়াবলের’’ (যোহন 8:43, 44)| আপনারা দিয়াবলের অধীনে আছেন| দিয়াবল আপনাদের দেবতা| দিয়াবল আপনার মনকে অন্ধ করে রেখেছে| কারণ দিয়াবল চায় না যে আপনি যীশুকে বিশ্বাস করুন এবং পরিত্রাণ লাভ করুন| প্রেরিত পৌল বলেছিলেন, ‘‘কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, তবে যাহারা বিনাশ পাইতেছে, তাহাদেরই কাছে আবৃত থাকে| তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে...’’(II করিন্থীয় 4:3, 4)| দিয়াবল কি উপায়ে আপনাকে অন্ধ করে রাখে? দিয়াবল কিভাবে এই ক্ষমতা আপনার উপরে ধরে রেখেছে যাতে আপনি যীশুর কাছে আসবেন না? 1. বহু চীন দেশীয় যুবক তাদের অপরিত্রাণপ্রাপ্ত বৌদ্ধ ধর্মাবলম্বী পিতামাতাদের দ্বারা অন্ধ এবং দিয়াবলের শৃঙ্খলে আবদ্ধ হয়ে রয়েছেন| এই সব পিতামাতাগণ আপনাকে পরিত্রাণ লাভ করা থেকে বিরত করতে তাদের শয়্তানীয় ক্ষমতা ব্যবহার করেন| কিন্তু যীশু বলেছেন, ‘‘যে কেহ পিতা কি মাতাকে আমা হইতে অধিক ভাল বাসে, সে আমার যোগ্য নয়,’’ মথি 10:37| কয়েক দিনের মধ্যেই চীনা নববর্ষ হতে চলেছে| আপনাদের অপরিত্রাণপ্রাপ্ত পিতামাতাদের কেউ কেউ ইচ্ছাকৃতভাবে মন্ডলীর সঙ্গে একই সময়ে একটি নৈশভোজের পরিকল্পনা করবেন| আপনি তাদের অবশ্যই এখন বলবেন, আজকেই, যে যদি তারা শনিবারের রাত্রের প্রার্থনা সভার সময়ে অথবা রবিবারের দুটি সেবাকাজের সময়ে ভোজের পরিকল্পনা করেন তাহলে আপনি তাদের সঙ্গে থাকবেন না - আর তারপরে আপনার প্রতিজ্ঞা রক্ষা করবেন এবং তাতে তারা আপনার উপরে যতই রাগ করুন না কেন, আপনি মন্ডলীতে উপস্থিত হবেন| অপরিত্রাণপ্রাপ্ত বৌদ্ধ পিতামাতার রাগের কারণে শয়তানের মুঠিতে ধরা দেবেন না| ‘‘কিন্তু,’’ আপনি বলছেন, ‘‘তারা আমার উপরে রাগ এবং চিৎকার করবেন!’’ তাদের রাগতে আর চিৎকার করতে দিন! শেষ বিচারে ঈশ্বর আপনাকে প্রত্যাখ্যান করছেন তা শোনার চাইতে এখন তাদের শয়তানীয় চিৎকার শোনাও অপেক্ষাকৃত ভাল| ঈশ্বরের বিরুদ্ধে তাদের পাপপূর্ণ বিরুদ্ধাচরণ ভেঙ্গে বেড়িয়ে আসুন! শয়তানের শিকল ভেঙ্গে বেড়িয়ে আসুন| 2. আপনাদের মধ্যে অনেককেই অন্ধ করে রাখা হয়েছে এবং দিয়াবলের শিকলে বেঁধে রাখা হয়েছে কারণ আপনাদের গোপন পাপ আছে| 3. আপনাদের মধ্যে অনেককেই অন্ধ করে রাখা হয়েছে এবং দিয়াবলের শিকলে বেঁধে রাখা হয়েছে কারণ আপনি স্বীকার করবেন না যে আপনার হৃদয় মন্দ| বাইবেল বলছে, ‘‘অন্তঃকরণ সর্ব্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য্য’’ (যিরমিয় 17:9)| জর্জ হোয়াইটফিল্ড (1714-1770) বলেছিলেন, ‘‘আপনি কত দৃঢ়ভাবে অস্বীকার করিতেছেন উহা কোন বিষয় নয়, যখন আপনাকে জাগ্রত করা হইল, আপনি দেখিবেন যে আপনার জীবনে সেই পাপ আপনার কলুষিত অন্তঃকরণ হইতে আসিয়াছে...তিনি দেখেন যে তিনি [নিজ হৃদয়ে] এত বিষাক্ত এবং বিরুদ্ধাচারী যে এমনকী তিনি যদি তাহার সমগ্র জীবনে একটিও বহির্মূখী পাপ না করিয়া থাকেন তাহা হইলেও তাহাকে নরক ভোগের আদেশ দেওয়া, ঈশ্বরের পক্ষে সঠিক সিদ্ধান্ত হইবে|’’ জুলী বলেছিলেন, ‘‘পবিত্র আত্মা আমাকে দেখাইয়াছিলেন যে প্রকৃতপক্ষে আমি একজন উত্তম ব্যক্তি ছিলাম না...আমি ভয়ানক এক মহিলা ছিলাম এবং ছিলাম অতি স্বার্থপর আর অহংকারী, এবং আমি এই বিষয়ে অত্যধিক লজ্জা অনুভব করিয়াছিলাম যে...আমার [হৃদয়ের গভীরে] এই আমি কে...আমি পাপপূর্ণ এবং ভ্রান্ত বলিয়া অনুভব করিয়াছিলাম|’’ বাহ্যিকভাবে তিনি একজন ভাল মেয়ে ছিলেন, কিন্তু তার একটি পাপপূর্ণ অন্তঃকরণ ছিল| তিনি বলেছিলেন, ‘‘আমি নিজে উত্তম হইবার ভাণ করিতাম, যেখানে আমার গভীরে [আমার অন্তঃকরণে] আমি প্রকৃতই তাহা ছিলাম না...আমি জানিতাম যে নিজেকে রক্ষা করিবার পক্ষে আমি যথেষ্ট ভাল ছিলাম না...আমার মুখমন্ডল অশ্রু দ্বারা সিক্ত হইত|’’ তিনি তার সমগ্র জীবন ধরে একটি সুসমাচার প্রচারমূলক মন্ডলীতে ছিলেন, কিন্তু এখন তিনি তার অন্তঃকরণে ভয়ানক পাপের অনুভূতি পাচ্ছেন| তিনি বলেছিলেন যে তার জীবনে বাইবেল কোন প্রভাব বিস্তার করেনি যতক্ষণ না তিনি তার অন্তঃকরণে পাপ অনুভব করেছিলেন; যতক্ষণ না তিনি পাপের চেতনার অধীনে এসেছিলেন, আর যীশুর রক্ত তার পাপ ধুয়ে দিয়েছিল ততক্ষণ এর কোন অর্থ তার কাছে ছিল না| তার কাছে ততক্ষণ এর কোন অর্থ ছিল না যতক্ষণ না তিনি অনুভব করেছিলেন যে তার হৃদয় কতখানি ভয়ানক। সুসমাচার সংক্রান্ত মন্ডলীতে স্যান্ডিম্যানিয়ানিজ্ম তাকে বাইবেলের বাক্যের বিষয়ে শিক্ষা দিয়েছিল, কিন্তু তা তার জীবনে কোন প্রভাব বিস্তার করেনি যতক্ষণ না তার নিজ অন্তঃকরণের পাপের সম্বন্ধে ঈশ্বর তাকে দোষী সাব্যস্ত করেছিলেন| III. তৃতীয়ত, স্যান্ডিম্যানিয়ানিজ্ম অনেক বাহ্যিকভাবে ভাল লোককে নরকে পাঠিয়েছে | আপনি বলছেন, ‘‘আমি কখনও সেই ধরনের ভয়ঙ্কর কিছু করব না যেমন অন্য লোকেরা করে থাকেন| আমি নির্মল জীবন যাপন করি| প্রত্যেক রবিবারে আমি মন্ডলীতে যাই| আমি ভাল লোক|’’ কিন্তু আমি অবশ্যই আপনাকে সতর্ক করব যে আপনি কত ভাল তা কোন ব্যাপার নয়, প্রায়ই প্রার্থনা করেন এবং বাইবেল পাঠ করেন সেটা কোন বিষয় নয়, যীশুর সম্বন্ধে বাইবেল কি বলছে তা আপনি বিশ্বাস করেন সেটাও কোন বিষয় নয় - আপনি মন্দ লোকদের সঙ্গেই নরকে যাবেন যদি আপনি যীশু স্বয়ং কে বিশ্বাস না করেন| আপনাকে রক্ষা করার জন্য যীশু খ্রীষ্ট ক্রুশের উপরে মারা গিয়েছিলেন তাতে বিশ্বাস করা আপনাকে রক্ষা করবে না! প্রেরিত কি বলছেন সেটা শুনুন, ‘‘পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছ, সে সকল খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করিতে পারে’’ (II তীমথিয় 3:15)| এই বিশ্বাস রাখা যে আপনার জন্য খ্রীষ্ট ক্রুশের উপরে মারা গিয়েছিলেন আপনাকে উদ্ধার করে না| এটা কেবলমাত্র একটা মতবাদভিত্তিক বিশ্বাস| বাইবেল দেওয়া হয়েছিল আপনাকে ‘‘মুক্তিতে...যা খ্রীষ্ট যীশুর মধ্যেই রয়েছে’’ পরিচালিত করতে| যদি আপনি যীশুকে বিশ্বাস না করেন আপনি পরিত্রাণ পাবেন না সে আপনি বাইবেলের কতখানি বিশ্বাস করেন সেটা কোন ব্যাপার নয়| বাইবেলের উদ্দেশ্য হল যীশু খ্রীষ্ট স্বয়ং এর প্রতি আপনাকে পরিচালনা করা! ডঃ এ. ডব্লিউ. টোজার স্যান্ডিম্যানিয়ানিজ্মের ত্রুটির প্রতি গভীর অন্তর্দৃষ্টি হেনেছিলেন তার একটি প্রবন্ধে যার নাম ‘‘বাইবেল শিক্ষা অথবা আত্মা শিক্ষা?’’ ডঃ টোজার বলেছেন, ‘‘মন্ডলীগুলি তাহাদের সন্তানদের বাইবেল শিক্ষাদান করে [এবং] এখনও তাহাদের মধ্যে একটিও জীবন্ত খ্রীষ্টধর্মের উত্থান ঘটাইতে পারে নাই...তাহাদের ধার্ম্মিক জীবন সঠিক এবং যুক্তিসম্মতভাবে নৈতিক, কিন্তু সম্পূর্ণভাবে যান্ত্রিক| ইহাদের [যুবকদের] কপটাচারী বলিয়া ত্যাগ করা যায় না| তাহাদের মধ্যে অনেকেই এই সকল বিষয়ে [অতি] আন্তরিক| তাহারা সাধারণভাবে অন্ধ...বিশ্বাসের বাহিরের খোলসটি লইয়া থাকিতে তাহাদের বাধ্য করা হইতেছে, যেস্থানে সকল সময়ে তাহাদের হৃদয় আত্মিক বাস্তবতা লাভের ক্ষুধা ভোগ করিতেছে এবং তাহার জানিতেছে না যে তাহাদের ত্রুটি কোথায়...যীশু খ্রীষ্ট হইতেছেন সেই সত্য, এবং তাহাকে মাত্র [বাইবেলের] কয়েকটি বাক্যের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না|’’ আপনি কি কখনও নোহ সং এর মতন অনুভূতি পেয়েছেন? নোহ বলেছিলেন, ‘‘আমি জানিতাম যে ঈশ্বরের নিকটে আমি সঠিক নহি| আমি ডঃ কেগানের সহিত কথা বলিতে গিয়াছিলাম এবং আমার পাপ, আমার অজ্ঞতা এবং প্রতারণাপূর্ণ হৃদয়ের বিষয়ে সচেতন হইয়াছিলাম| পবিত্র আত্মা আমাকে দেখাইয়াছিলেন যে কতটা অসহায় পাপী আমি ছিলাম| আমার পাপের দ্বারা আমি অতীব বিরক্ত, এবং ঈশ্বরের অনুগ্রহ লাভের অযোগ্য হইয়াছিলাম...ডঃ হেইমার্স প্রচার করিতেছিলেন এবং তিনি বলিয়াছিলেন, ‘যথার্থ বিশ্বাস পরিত্রাণ দেয় না| যীশু পরিত্রাণ দেন!’ আমি সেই সত্যের বিষয়ে অন্ধ ছিলাম যে সেইস্থানে যীশু সর্ব্বদা বিরাজ করিতেছিলেন| আমার কেবলমাত্র প্রয়োজন হইয়াছিল তাঁহাকে বিশ্বাস করিবার| ডঃ হেইমার্স আমাকে জিজ্ঞাসা করিয়াছিলেন আমি যীশুকে বিশ্বাস করি কি না, এবং আমি বলিয়াছিলাম ‘হ্যাঁ|’ ডঃ হেইমার্স গান করিতেছিলেন, ‘যদিও সহ্স্রাধিক আসিয়াছে, তবুও সেখানে একজনের জন্যই ঘর ছিল, সেখানে ক্রুশের নিকটে আপনার জন্য ঘর আছে|’ আমি আমার সমস্ত অপরাধ এবং পাপ লইয়া যীশুর নিকটে আসিয়াছিলাম, এবং যীশু আমাকে ফিরাইয়া দেন নাই| সেই মুহূর্তে আমি তাঁহার উপরে নির্ভর করিয়াছিলাম! কি অপরূপ ক্ষমাদানকারী এক পরিত্রাতা! আমার নিজেকে ধূলিকণার ন্যায় নগন্য মনে হইতেছিল, কিন্তু যীশু আমাকে টানিয়া তুলিয়াছিলেন এবং পরিত্রাণ দিয়াছিলেন| আমার জন্য যীশু ক্রুশের উপরে রক্ত ঝরাইতেছেন, আমার পাপসমূহের দেনা শোধ করিবার জন্য, এবং আমার জন্য তাঁহার সেই প্রেম, আমি সর্ব্বদা স্মরণে রাখিব|’’ যে নবীন যুবক এই কথাগুলি লিখেছিলেন তিনি হলেন নোহ সং| নিজে একজন পালক হওয়ার জন্য তিনি অধ্যয়ণের প্রস্তুতি নিচ্ছেন| তার বাবা আমাদের সব ধর্ম্মোপদেশগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের ভিডিওতে চীনা ভাষায় অনুবাদ করেন| কয়েক সপ্তাহের মধ্যে নোহ চীন এবং ইন্দোনেশিয়াতে প্রচার করতে যাচ্ছেন! আমার বন্ধু, আপনি কি ‘‘সেই’’ যীশুতে বিশ্বাস করা বন্ধ করবেন যিনি পরিত্রাণ করেন? আপনি কি সরাসরিভাবে যীশুর কাছে আসবেন এবং কেবলমাত্র তাঁকেই বিশ্বাস করবেন? যা আপনি করেছেন সেই প্রত্যেকটি পাপ তাঁর শেষ বিচারের বই থেকে তিনি ধুয়ে দেবেন| তাঁর রক্তের দ্বারা তিনি আপনাকে শুচি করবেন| তিনি আপনাকে উদ্ধার করবেন| তিনি আপনাকে উদ্ধার করবেন| তিনি আপনাকে এখনই উদ্ধার করবেন! আমেন| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন| (সংবাদের পরিসমাপ্তি) আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ আবেল প্রুধোম্মে: যোহন 5:39-46 | |
খসড়া চিত্র স্যান্ডিম্যান মতবাদের বিরুদ্ধে লড়াই (যুদ্ধ ঘোষণার একটি ধারাবাহিকের তিন নম্বর) লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র ‘‘তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাক, কারণ তোমরা মনে করিয়া থাক যে, তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে; আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়; আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিবার ইচ্ছা কর না’’ (যোহন 5:39, 40)| I. প্রথমত, স্যান্ডিম্যানিয়ানিজ্ম স্বয়ং যীশুর দ্বারা সংশোধিত হয়েছিল, II. দ্বিতীয়ত, স্যান্ডিম্যানিয়ানিজ্ম দিয়াবলদের একটি মতবাদ, যোহন 8:43, 44;
III. তৃতীয়ত, স্যান্ডিম্যানিয়ানিজ্ম অনেক বাহ্যিকভাবে ভাল লোককে নরকে
|