এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|
এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|
যখনই আপনি ডঃ হেইমার্সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |
একটি নরকের বছর - একটি উদ্দীপনার বছর !A YEAR OF HELL – A YEAR OF REVIVAL! লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র 2017 সালের, 1লা জানুয়ারী, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের ‘‘আহা, তুমি আকাশমন্ডল বিদীর্ণ করিয়া নামিয়া আইস, পর্ব্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হউক’’ (যিশাইয় 64:1)| |
আজ রাত্রে আমরা শাস্ত্রের এই মহান পদের প্রতি মনোযোগ দিচ্ছি| আমি কৃতজ্ঞ যে গত বছরে ঈশ্বর আমাদের অনেক প্রার্থনার উত্তর দিয়েছেন| তবুও জন্ কেগান বছরটিকে ‘‘একটি নরকের বছর’’ বলেছেন| আমি তার সঙ্গে অসম্মত হচ্ছি না| তিনি আংশিকভাবে সঠিক বলেছেন| কোন কোন দিক থেকে এটা ছিল একটা নরকের বছর| কিন্তু এটা একটা আশীর্বাদের বছরও ছিল| অনেক দিন থেকে জন্ খুব ক্লান্ত ছিলেন যাতে তিনি একে নরকের বছর বলেছিলেন| যখন আমরা ক্লান্ত হয়ে যাই তখন আমরা খারাপ জিনিষগুলির কথা স্মরণ করি| কিন্তু যখন বিশ্রাম নিয়ে নিই তখন আমরা আশীর্বাদের কথা স্মরণ করি| আমরা সবাই ঐরকমই| আমরা মানুষ| আমাদের মেজাজ আগু-পিছু করে| তার অত্যন্ত ক্লান্তির মধ্যে, জন্ মুহূর্তের জন্য ভুলে গেছিলেন সুন্দরী জুলিকে, সেই মেয়েটিকে যার সঙ্গে গত বছরের খ্রীষ্টিয় দিনগুলিতে তিনি কত না মজা করেছিলেন| তিনি ভুলে গেছিলেন তার সঙ্গে ডিজনিল্যান্ডে যাওয়ার দিনটিকে| সান্টা মনিকার সমুদ্রতীরে তাদের খালি পায়ে দৌড়ানোর সেই রাতটিকে তিনি ভুলে গেছিলেন| একসঙ্গে প্রার্থনা করার সময়ে পাওয়া আনন্দের মুহূর্তগুলির কথা তিনি ভুলে গেছিলেন| গভীর রাত্রে, আমার বাড়িতে আরন, জ্যাক এবং নোহের সঙ্গে প্রার্থনার মহান সময়ের কথা তিনি ভুলে গেছিলেন| তিনি ভুলে গেছিলেন আমাদের ইচ্ছাগুলির পারস্পরিক সংগ্রামের বিষয়টিকে, একটি সংগ্রাম যা পারস্পরিক শ্রদ্ধাতে মিশে গিয়েছিল, যার পরে আমাদেরকে ভ্রাতৃপ্রতিম বন্ধুত্বে মিলিত করেছিল যা চিরকালের জন্য স্থায়ী হবে বলে আমি বিশ্বাস করি| তিনি ভুলে গেছিলেন যে তিনি আমাকে বলেছিলেন, ‘‘আমার পিতামহদের কাউকেই আমি কখনো দেখিনি| ডঃ হেইমার্স, আপনি হলেন পিতামহতুল্য ব্যক্তিদের মধ্যে আমার নিকটতম একজন যাকে আমি কখনো পাব| আমার জীবনে বিনিয়োগ করার জন্য আপনাকে ধন্যবাদ| আমি আপনাকে সমর্থন করি এবং আমি আপনাকে বিশ্বাস করি...ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন! ডঃ হেইমার্স, আপনি এটা করতে পারেন! - জন্ শমূয়েল কেগান|’’ জন্ হলেন ঈশ্বরের একজন মহাপরাক্রমী ব্যক্তি| প্রভুর সৈন্যবাহিনীর একজন সৈনিক হিসাবে আমি তাকে পূর্ণ মর্যাদায় তুলে ধরছি| কিন্তু তিনি হলেন মানুষ, আমাদের সকলের মতনই একজন| যখন আমরা পরিশ্রান্ত তখন আমরা শুধু খারাপ জিনিষগুলির কথাই মনে করি| কিন্তু যখন আমরা বিশ্রাম পাই এবং পুনরুদ্দীপিত হই, তখন আমাদের মনে পড়ে বছরটি আমাদের জন্য কত ভাল ছিল - এবং মনে পড়ে প্রার্থনা ও সহভাগিতার সেই বিস্ময়কর সময়কে, এবং সেই অসাধারন শক্তি ও ভালবাসাকে যা 2016 তে ঈশ্বর আমাদের দিয়েছিলেন - যখন ঈশ্বর আমাদের উত্তর করেছিলেন যেহেতু আমরা প্রার্থনা করেছিলাম, ‘‘আহা, তুমি আকাশমন্ডল বিদীর্ণ করিয়া নামিয়া আইস, পর্ব্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হউক’’ (যিশাইয় 64:1)| কোন কোন সময়ে এটা ‘‘একটা নরকের বছর’’ ছিল বলে আমি নিজেও অনুভব করতাম| যখন আমার মেজাজ খারাপ থাকত, আমি অনুভব করতাম যেন আমি জীবনের উপরে নিজের আকর্ষণ হারাচ্ছি| আমি কানায় ভেঙ্গে পড়তাম এবং ভাবতাম আমি প্রায় মরতে চলেছি - এবং আমাদের মন্ডলী সম্পর্কে আমার এমন ভয় ছিল যে সেই যন্ত্রনা আমার মন ভেঙ্গে দিয়েছিল| ক্যানসারের জন্য আমার যে চিকিৎসা তারা করিয়েছিলেন তা আমার ‘‘মনের আন্দোলন’’কে আতঙ্কজনক অবস্থার মধ্যে দিয়ে যেতে বাধ্য করেছিল| কোন কোন সময়ে আমি খুব গভীর বিষণ্ণতার মধ্যে ডুবে যেতাম| আক্ষরিক অর্থে গত বছরে আমি বারে বারে শয়তানীয় শক্তির দ্বারা আক্রান্ত হয়েছিলাম| সেই সময়ে যদি এরন ইয়ান্সি সেখানে আমার জন্য না থাকতেন তাহলে আমি এটা করতে পারতাম বলে আমি মনে করি না| এরনের মতন একজন ঘনিষ্ঠ বন্ধু থাকা ছিল ঈশ্বরের দান! খ্রীষ্টিনি নুগইয়েন এবং মিসেস লী এর মতন প্রার্থনার যোদ্ধা সঙ্গে থাকাটা ছিল ঈশ্বরের কাছ থেকে পাওয়া উপহার! হ্যাঁ, 2016 তে সেখানে ভাল বিষয়ও ছিল| আমাদের যুবকদের মধ্যে অনেকেই আমাকে ঘৃণা করে আসছিলেন| এখন তারা আমাকে ভালবাসেন! যখন তারা স্মিত হাসির সঙ্গে বলে, ‘‘আমি আপনাকে ভালবাসি, পালক’’ তখন সেটা আমার হৃদয়কে দিয়ে আনন্দের সঙ্গে গান করিয়ে নেয়| তখন আমি আমার সুন্দরী স্ত্রীর পাঠানো একটি কার্ড দেখি| তিনি লিখেছেন, প্রিয় রবার্ট, ঈশ্বরের প্রতি তোমার বাধ্যতা এবং বিশ্বাসের কারণে আমি যীশুকে জানতে পেরেছি| তুমি ছাড়া আমাদের অন্য কেউ এখানে থাকবে না...রবার্ট, আমার সমস্ত হৃদয় এবং আত্মা দিয়ে আমি তোমাকে ভালবাসি| সর্বদা ভালবাসি, এলিনা| যখন আমি তার মধুর বাক্যগুলি পড়ি আমার হৃদয় আনন্দে গান গেয়ে ওঠে! ‘‘ওহ ঈশ্বর, এলিনার জন্য তোমাকে ধন্যবাদ! আমাকে এমন একজন বিশ্বস্ত, এবং ভালবাসার যোগ্য মেয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ!’’ তার ভালবাসা, তার সমর্থন এবং তার সব প্রার্থনা ছাড়া আমার খারাপ সময়ে আমি এটা করতে পারতাম না| এবং আমার প্রথম নাতনি, শিশু হান্নার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই| সে প্রথমে আমার সম্বন্ধে, একজন খুব বৃদ্ধ টাকমাথা মানুষের বিষয়ে একটু ভীত ছিল! কিন্তু খ্রীষ্টমাসের প্রাক্কালে সে হামাগুড়ি দিয়ে উল্টে গেছিল এবং আমি তাকে কোলে নিয়েছিলাম - আর সে আমার নাকে চুমু খেয়েছিল| আমি যতদিন বাঁচব সেই চুমুটির কথা কখনও ভুলবো না! যখন আমরা 2016 সালের দিকে তাকাই তখন আসুন ঈশ্বর আমাদের জন্য কি করেছেন তা যেন আমরা ভুলে না যাই! এরকম অনুভব করা গেছিল যেন মন্ডলী মারা যাচ্ছে, আমি মারা যাচ্ছি, সেখানে ভবিষ্যতে আমাদের জীবনে কোন আশা নেই| কিন্তু তারপরে, যখন মনে হয়েছিল সব হারিয়ে গেছে, ঈশ্বর আমাদের প্রার্থনা করতে শুনলেন, ‘‘আহা, তুমি আকাশমন্ডল বিদীর্ণ করিয়া নামিয়া আইস, পর্ব্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হউক’’ (যিশাইয় 64:1)| এবং ঈশ্বর আমাদের উত্তর দিলেন! আমি একটা ‘‘নতুন’’ ব্যাপটিষ্ট ট্যাবারনাক্লের ছক কষলাম| আমি প্রচার করলাম ‘‘উত্থিত হন, যুবকবৃন্দ|’’ এবং যখন আমরা গান গাইছিলাম, কাঁদছিলাম এবং আমাদের মধ্যে ঈশ্বরের আগমনের জন্য প্রার্থনা করছিলাম তখন যুবক এবং যুবতীরা ঐকান্তিক আগ্রহে প্রার্থনা করা শুরু করেছিলেন| এবং তিনি নেমে এসেছিলেন| এটা শুরু হয়েছিল যখন ডঃ কেগান তার 90 বছরের বৃদ্ধা মাকে খ্রীষ্টের দিকে পরিচালিত করেছিলেন| খ্রীষ্টিনি নুগইয়েনকে প্রার্থনার পরিচালনভার দেওয়া হয়েছিল| মিসেস শিরলে লী কে প্রার্থনার পরিচালনভার দেওয়া হয়েছিল| এবং উদ্দীপনার আগুন আমাদের মধ্যে নেমে এসেছিল| কয়েক সপ্তাহের মধ্যে 28জন লোক পাপের চেতনা লাভ করেছিলেন এবং পরে আশ্বান্বিতভাবে তারা মন পরিবর্তন করেছিলেন, এবং সেই রক্তে শুচি হয়েছিলেন যা খ্রীষ্ট আমাদের জন্য ক্রুশের উপরে ঝরিয়েছিলেন| তখন আমরা ভেবেছিলাম সেই উদ্দীপনা শেষ হয়েছে| কিন্তু আমরা ভ্রান্ত ছিলাম| ঈশ্বর এখনও আমাদের সঙ্গে আছেন! প্রায় প্রত্যেক রবিবারে আমরা কমপক্ষে একটি করে নতুন আশাপূর্ণ মন পরিবর্তন পেয়েছি| 25শে ডিসেম্বর - খ্রীষ্ট জন্মোৎসব দিনের, সন্ধ্যার সভায় ডঃ চেন আচমকা এমন উৎফুল্লতার সাথে প্রচার করেছিলেন যে একটি সভাতেই চার ব্যক্তি পাপের চেতনা লাভ করেছিলেন এবং আশাজনকভাবে পরিত্রাণ পেয়েছিলেন! এখানে সেই 28 জন লোকের একটি তালিকা দেওয়া হল যারা 2016 সালে আশাপূর্ণভাবে মন পরিবর্তন করেছিলেন| জুডি লী আমার বন্ধুরা, ঈশ্বর আমাদের ছেড়ে দেননি! তিনি বার বার আমাদের মন্ডলীতে নেমে এসেছেন, অগাস্টে, সেপ্টেম্বরে, অক্টোবরে, নভেম্বরে - এবং খালি ডিসেম্বরেই নয়জন লোক আশান্বিতভাবে মন পরিবর্তন করেছেন| এক বছরে আঠাশ জন লোক! উঠে দাঁড়ান এবং ঈশ্বরের মহিমাকীর্তনকারী গানটি করুন! ঈশ্বরের প্রশংসা হোক, যা হতে সমস্ত আশীর্বাদ প্রবাহিত হয়; মহিলারা এই গানটি করুন! এখন আপনারা পুরুষরা গানটি করুন! এখন যত উচু গলায় সম্ভব সকলে মিলে আসুন আমরা গানটি করি! এবার আমাদের উদ্দীপনার মূল গান, ‘‘আমার সকল দর্শন পূর্ণ কর’’ গানটি করুন| স্মৃতি থেকে গানটি করুন, বা দেখে দেখে করুন| এটা আপনার গানের পাতার 4 নম্বর গান| এখন গানটি করুন! পরিত্রাতা, প্রার্থনা করি, আমার সকল দর্শন পূর্ণ কর, ভাই ও বোনেরা, আমি বিশ্বাস করি যে 2017 সালে উদ্দীপনার সবথেকে বড় অংশটি ঈশ্বরের থেকে আমাদের কাছে নেমে আসবে| এর জন্যে প্রত্যেকদিন প্রার্থনা করুন| ঈশ্বরের উপস্থিতি আগামি বছরে আরও বেশি করে পাওয়ার জন্য কোন কোন সময়ে উপবাস এবং প্রার্থনা করুন| এখন বাইবেলে I করিন্থীয় 9:24 পদটি খুলুন| এটা স্কোফিল্ড স্টাডি বাইবেলের 1219 পৃষ্ঠায় আছে| এই ধর্ম্মোপদেশের বাকি অংশটি ডঃ কেগান লিখেছেন, ‘‘তোমরা কি জান না যে, দৌড়ের স্থলে যাহারা দৌড়ে, তাহারা সকলে দৌড়ে, কিন্তু কেবল একজন পুরস্কার পায়? তোমরা এরূপে দৌড়, যেন পুরস্কার পাও’’ (I করিন্থীয় 9:24)| আপনারা বসতে পারেন| এবার বাইবেল বন্ধ করুন এবং মন দিয়ে শুনুন| পৌল খ্রীষ্টিয় জীবনকে খেলাধূলায় দৌড়ের সঙ্গে তুলনা করেছেন| তিনি বলেছেন, ‘‘তোমরা এরূপে দৌড়, যেন [পুরস্কার] পাও’’ (I করিন্থীয় 9:24)| এরপরে পৌল বলেছেন, ‘‘তাহার ক্ষয়ণীয় মুকুট পাইবার জন্য তাহা করে, কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি’’ (I করিন্থীয় 9:25)| খ্রীষ্ট বিশ্বাসীর পুরস্কার কোন পদক নয়| এটা আরও কিছু বেশি| এই পুরস্কার হল যীশু খ্রীষ্টের কাছ থেকে পাওয়া পুরস্কার যখন তিনি তাঁর রাজ্য স্থাপন করতে আসেন! পৌল বলেছিলেন একজন খেলোয়ার ‘‘সর্ব্ববিষয়ে ইন্দ্রিয়দমন [আত্ম-সংযম] করে’’ (v. 25)| একজন খেলোয়ার মোটা হয় না| সে অলস হয় না| সে তার সময় অপচয় করে না| প্রেরিত পৌল হলেন সেই ধরনের| তিনি বলেছিলেন, ‘‘অতএব আমি...দৌড়িতেছি যে বিনালক্ষ্যে নয়; এরূপে মুষ্টিযুদ্ধ করিতেছি যে শূন্যে আঘাত করিতেছি না’’ (v. 26)| তিনি শূন্যে ঘুষি ছোঁড়া এক আনাড়ি মুষ্টিযোদ্ধার মতন ছিলেন না| এবং পৌল অতি আত্ম-প্রত্যয়ী ছিলেন না| তিনি জানতেন তিনি অকৃতকার্য হতে পারেন| তিনি বলেছিলেন, ‘‘পাছে...লোকদের কাছে প্রচার করিবার পর আমি আপনি কোন ক্রমে অগ্রাহ্য হইয়া পড়ি’’ (v. 27)| পৌল জানতেন তিনি কি চাইছেন| তিনি তার সমস্ত কর্মদক্ষতা তাতে অর্পন করেন| তিনি তার নিজস্ব জীবনযাপন করেছিলেন যা আমাদেরও করার জন্য তিনি বলে গেছেন| ‘‘তোমরা এরূপে দৌড়, যেন পুরস্কার পাও’’ (I করিন্থীয় 9:24)| ‘‘তোমরা এরূপে দৌড়, যেন [পুরস্কার] পাও|’’ আজ রাত্রে আমি চারটি উপায়ে এই পাঠ্যাংশটি প্রয়োগ করব| I. প্রথমত, পাঠ্যাংশটি এই শীত এবং বসন্তকালের প্রতি প্রযুক্ত হয়েছে | আমরা সুন্দরভাবে ‘‘ছুটির দিনগুলি’’ পালন করেছি| খ্রীষ্ট জন্মোৎসবে আমাদের ভোজসভা হয়েছে| খ্রীষ্টোৎসবের প্রাক্-সন্ধ্যায় আমরা আমাদের পরিত্রাতার জন্ম স্মরণ করেছি| খ্রীষ্ট জন্মোৎসবের দিনে আমরা আবার মিলিত হয়েছি| ডঃ চেন একটি সিংহের মতন প্রচার করেছিলেন| চারজন লোক পরিত্রাণ পেয়েছিলেন! আমরা প্রভুর ভোজ উদ্যাপন করেছি| গত রাত্রে, নতুন বছরের প্রাক্কালে, সারগিও ও ইয়াসমিনের বিয়ে হয়েছে| আজ নতুন বছরের দিন| কিন্তু ‘‘ছুটির দিন’’ চিরকাল স্থায়ী হয় না| এখন এটা জানুয়ারী মাস| পরের সপ্তাহান্তে আর কোন ছুটির দিন হবে না| সেটা হবে শীতকাল| ঠান্ডা পড়বে| বৃষ্টি হবে| এটা আর তেমন উত্তেজক হবে না| আপনি কি পারবেন সামলাতে? নাকি আপনি পশ্চাদ্পদ হবেন আর মন্ডলী ত্যাগ করে চলে যাবেন? আমাদের পাঠ্যাংশ বলছে, ‘‘তোমরা এরূপে দৌড়, যেন পুরস্কার পাও|’’ পুরস্কারের দিকে আপনার মন দিন! কি ঘটছে কোন বিষয় নয় এই মন্ডলীতেই থাকুন! আপনার মনকে খ্রীষ্ট এবং মন্ডলীর উপরে নিবদ্ধ রাখুন| আপনি জানেন, প্রতি বছর শীতকাল আসে| মহাপ্লাবনের পরে ঈশ্বর নোহকে বলেছিলেন, ‘‘যাবৎ পৃথিবী থাকিবে, তাবৎ শষ্য বপনের ও শষ্য ছেদনের সময়, এবং শীত ও উত্তাপ, এবং গ্রীষ্মকাল ও হেমন্তকাল , এবং দিবা ও রাত্রি, এই সকলের নিবৃত্তি হইবে না’’ (আদিপুস্তক 8:22)| শীতকাল প্রতি বছরই আসবে| আপনি কি পারবেন সামলাতে? ‘‘তোমরা এরূপে দৌড়, যেন পুরস্কার পাও|’’ শীতের পরে বসন্ত আসে| বসন্তের নিজস্ব একটা প্রলোভন আছে| আমি একে বলি ‘‘আমেরিকাবাসীদের আনন্দদান যন্ত্র|’’ সপ্তাহান্তে সেখানে তিনদিন ছুটি হয়| লোকেরা লা ভেগাস, সানফ্রান্সিসকো, বা অন্য কোথাও চলে যায়| দুর্বল-মনের লোকেরা মন্ডলী ত্যাগ করে| সেখানে ‘‘বসন্তকালীন-ছুটি’’ রয়েছে| লোকের বাইরে যেতে চায়| সেখানে কিছু সামাজিক অনুষ্ঠান থাকে| সেখানে পারিবারিক অনুষ্ঠান থাকে| যৌন অপরাধ এবং মাদক দ্রব্যের চাইতে আমেরিকাবাসীদের আনন্দদায়ক যন্ত্র অনেক বেশি আত্মাকে হত্যা করেছে| আপনি একজন খেলোয়াড়ের মতন সংগ্রাম চালাবেন? নাকি আপনি পশ্চাদ্পদ হবেন? আপনি কি একজন খেলোয়াড়ের মতন লড়াই করবেন? সব সময়ে আপনি কি মন্ডলীতে থাকবেন? আপনি শয়তানের প্রলোভনের সাথে লড়াই করবেন এবং মন্ডলীতে থাকবেন? নাকি আপনি দুর্বল হয়ে পড়বেন এবং মন্ডলী ছেড়ে চলে যাবেন? যখন আপনি দিয়াবলের দ্বারা প্রলোভিত হবেন তখন আপনি মন্ডলী ত্যাগ করবেন আর পাপের উদ্দেশ্যে ফিরে যাবেন? ‘‘তোমরা এরূপে দৌড়, যেন পুরস্কার পাও|’’ যদি আপনি খ্রীষ্ট এবং মন্ডলীর প্রতি নজর দেন তবে 2017 সালে আমরা একটা মহান বছর পেতে পারি| এটা ওটা করতে গিয়ে আপনার সময় নষ্ট করবেন না| সময় যতক্ষণ না চলে যায় একটার পর আর একটা বিষয়ের দ্বারা বিক্ষিপ্ত চিত্ত হবেন না! আসুন 2017 আমাদের একটা মহান বছর হোক! প্রার্থনায় দিয়াবলের সঙ্গে লড়াই করুন| সর্বদা মন্ডলীতে আসতে থাকুন| খ্রীষ্টের জন্য খেলোয়াড়দের মতন পুরস্কারটি জিতুন! এবং কোন সমস্যা ও সঙ্কটের কারণ হবেন না| সিদ্ধান্ত নিন যে আপনি আমাদের মন্ডলীতে কোন সমস্যার কারণ হবেন না| প্রেরিতের পুস্তকের খ্রীষ্ট বিশ্বাসীদের মতন ‘‘একতাবদ্ধ’’ হন! যদি আমরা খেলোয়াড়সুলভ দৃষ্টিভঙ্গীতে নজর করি - এবং কোন কিছুকেই আমাদের আকর্ষণ করতে না দিই - তবে আমরা একটা মহান বছর পেতে পারি! সমগ্র শীত এবং বসন্তকালব্যাপী খ্রীষ্ট ও মন্ডলীর উপরে নজর নিবদ্ধ রাখুন| একজন খেলোয়াড়ের মতন থাকুন| ‘‘তোমরা এরূপে দৌড়, যেন পুরস্কার পাও’’ - এবং বিজয় লাভ কর! ‘‘অগ্রসর হও, আজি খ্রীষ্ট সেনা সব|’’ উঠে দাঁড়ান এবং সমবেত সঙ্গীতটি করুন! অগ্রসর হও, আজি খ্রীষ্ট সেনা সব, II. দ্বিতীয়ত, পাঠ্যাংশটি উদ্দীপনার প্রতি প্রযুক্ত হয়েছে | চল্লিশ বছরেরও বেশি সময়ে প্রথমবারের জন্য - গত বছরে ঈশ্বর আমাদের মন্ডলীতে উদ্দীপনা নিয়ে এসেছিলেন| ঈশ্বর সেই সভাগুলিতে নেমে এসেছিলেন| তাঁর পবিত্র আত্মা আমাদের মাঝে উপস্থিত ছিলেন| কয়েক রাতের মধ্যে অনেক লোক পরিত্রাণ পেয়েছিলেন| তাদের কয়েকটি ক্ষেত্রে যা অসম্ভব বলে মনে করা গেছিল| তারা অনেক প্রচার শুনে থাকবেন| আমি তাদের বহুবার পরামর্শ দিয়েছি| তারা কঠিন ও শীতল থেকেছিল| কিন্তু যখন ঈশ্বর নেমে এসেছিলেন তখন একটার পর একটা বিস্ময়কর মন পরিবর্তন হয়েছিল! সেখানে সর্বশ্রেষ্ঠ উপহার ছিল স্বয়ং ঈশ্বরের উপস্থিতি| আমরা জীবন্ত খ্রীষ্ট ধর্মের অনুভূতি লাভ করেছিলাম| ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন| হে প্রভু - আপনি এমনকি আরও বৃহত্তর উদ্দীপনা পাঠাবেন তার জন্যে আমরা আর কতদিন অপেক্ষা করবো! আমাদের মন্ডলী প্রত্যেক বৃহস্পতিবার এবং শনিবারে প্রার্থনায় মিলিত হয়| আপনাদের অনেকেই উদ্দীপনার জন্য প্রার্থনা করতে ছোট ছোট দলে প্রার্থনায় মিলিত হন| উদ্দীপনার প্রচার চালাতে আমাকে পথ দেখানোর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই| আমাদের একটি প্রার্থনার মন্ডলী গঠন করতে আমাকে পরিচালনা করার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই| যা আমি জেনেছি তাতে, এই সমস্ত দুর্লভ ধন আমেরিকার কোথাও খুঁজে পাওয়া যায় না| যদি আপনি ছোট দলে প্রার্থনা করছেন তবে আপনার প্রায় সব প্রার্থনাকে উদ্দীপনা এবং আত্মা জয়ের উপরে কেন্দ্রীভূত করুন| ঐ দুটি বিষয় বজায় রাখুন| ঐ দুটিই হল সেই বিষয় যা আমাদের দরকার - ঈশ্বরের উপস্থিতি এবং সুসমাচার সংক্রান্ত প্রচারে অনেক নতুন মানুষ| একটি বৃহত্তর উদ্দীপনার জন্য আমাদের অবশ্যই বহুদিন অপেক্ষা করতে হয়! এখন আমরা ঈশ্বরের উপস্থিতি যতটা উপলব্ধি করেছি এবং উদ্দীপনায় কাজ করছি, আমরা আরও বেশি চাই| কিন্তু আমি অবশ্যই আপনাদের সতর্ক করব| মনে করবেন না যে কিভাবে একটা উদ্দীপনা ঘটাতে হয় তা এখন আমরা জেনে গেছি | মনে করবেন না, যে ‘‘এখন আমরা এটা জেনে ফেলেছি| কি করতে হয় তা আমরা জানি| আসুন আর একটা উদ্দীপনা ঘটান যাক|’’ যদি আপনি সেইরকম মনে করেন, আমরা আর কখনও আরও বেশি উদ্দীপনা পাব না| ঈশ্বর কোন যন্ত্র নন| তিনি হলেন ব্যক্তি| তিনি হলেন এক সার্বভৌম ও সর্বশক্তিমান ঈশ্বর| তিনি উদ্দেশ্যসাধক হতে পারেন না - এমনকি প্রার্থনার দ্বারাও| উদ্দীপনা কোন জাদু নয়| এটা সেইরকম কিছু নয় যে আমরা কাজের দ্বারা বা এমনকি প্রার্থনার দ্বারা তা ঘটাতে পারি| সেই শয়তানগ্রস্ত ভ্রান্ত ভাববাদী চার্লস ফিনে শিখিয়েছিলেন যে একটি মন্ডলী উদ্দীপনা ঘটাতে পারে - কিন্তু তিনি ভ্রান্ত ছিলেন | ঈশ্বর হলেন উদ্দীপনার রচয়িতা| উদ্দীপনা ঈশ্বর প্রেরণ করেন যখন তিনি মনোনীত করেন| স্মরণ করুন গত গ্রীষ্মে কিভাবে উদ্দীপনা শুরু হয়েছিল| হ্যাঁ, লোকেরা প্রার্থনা করেছিল| কিন্তু যখন ঈশ্বর নেমে এসেছিলেন সেখানে তখন কোন প্রার্থনা চলছিল না| কোন ধর্ম্মোপদেশ প্রচারিত হচ্ছিল না| যখন লোকেরা যিশাইয়া 64:1-3 পদগুলি আবৃত্তি করছিলেন, আকস্মিক আর বিস্ময়করভাবে, ঈশ্বর সেখানে নেমে এসেছিলেন| তিনি এসেছিলেন আকস্মিক এবং সার্বভৌমভাবে| আর কোন কোন সভায় ঈশ্বর নেমে আসেননি | বারে বারে, যখন লোকেরা আশা করেছে এবং ধরে নিয়েছে যে উদ্দীপনা নিজে থেকেই আসবে, ঈশ্বর উপস্থিত থাকেননি| ঈশ্বরের আত্মার অনুপস্থিতিতে সেই সভাগুলি ছিল মৃত এবং শূন্য| কোন কোন সময়ে যখন ঈশ্বর সেখানে থাকতেন না আমাকে সময়ের আগেই সভাটি বন্ধ করে দিতে হত| ঈশ্বরের উপস্থিতি হারানো খুব সহজ| সবসময়ে শয়তান এখানে রয়েছে| কিন্তু ঈশ্বর অনুপস্থিত থাকতে পারেন| সেখানে ঈশ্বর আসবেন না যেখানে তাঁকে নিদারুণভাবে চাওয়া হচ্ছে না| আমরা যদি ‘‘ছুটির দিনগুলি’’ এবং এই জীবনের বিষয়গুলি নিয়েই সন্তুষ্ট থাকি, তাহলে ঈশ্বর আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন না| ঈশ্বর আমাদের সঙ্গে থাকুন তা যদি আমরা না চাই, তিনি আমাদের সঙ্গে থাকবেন না | কিন্তু তিনি আমাদের সঙ্গে এখনও রয়েছেন| গতকাল মধ্যরাতে আমি এই ধর্ম্মোপদেশটির উপরে কাজ করছিলাম| ফোন বেজে উঠেছিল| উডি ফোন করেছিলেন, কাঁদছিলেন এবং পাপের চেতনায় আর্তনাদ করছিলেন| আমি ডঃ চেনকে ঘুম থেকে ওঠালাম এবং তিনি উডির ঘরে গেলেন| আজ ভোর দুটোর সময়ে উডি মন পরিবর্তন করেছেন - বছরের শেষ দিনটির ভোর 2টার সময়ে আমরা আমাদের 29তম মন পরিবর্তনটি লাভ করলাম! ঈশ্বরের মহিমাকীর্তনের জন্য উঠে দাঁড়ান! কিন্তু কখনও ধরে নেবেন না - গ্রহণযোগ্য বলে ধরে নেবেন না - যে ঈশ্বর আমাদের সঙ্গে থাকতে বাধ্য | কখনো ভাববেন না যে ঈশ্বর উদ্দীপনা পাঠাতে বাধ্য | শিমশোনের মতন হবেন না যিনি ‘‘অন্যান্য সময়ের ন্যায় বাহিরে গিয়া গা ঝাড়া দিব’’ এবং ‘‘সদাপ্রভু যে তাহাকে ত্যাগ করিয়াছেন, তাহা তিনি বুঝিলেন না’’ (বিচারকর্ত্তৃগণের বিবরণ 16:20)| সেই ইস্রায়েলীয়দের মতন হবেন না যারা ঈশ্বরের থেকে পাওয়া একটি অলৌকিক কাজের মাধ্যমে যিরিহো জয় করেছিলেন, এবং তারপর অয় এর মতন অপেক্ষাকৃত ছোট নগর জয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন| তারা বলেছিলেন, ‘‘যে স্থানে সকল লোক না গেলেও হয়...কেননা তথাকার লোক অল্প...কিন্তু তাহারা অয়ের লোকদের সন্মুখ হইতে পলায়ন করিল’’ (যিহোশূয়ের পুস্তক 7:3, 4)| আমাদের পাঠ্যাংশ বলছে, ‘‘তোমরা এরূপে দৌড়, যেন পুরস্কার পাও|’’ গীতসংহিতা বলছে, ‘‘যাহারা সজল নয়নে বীজ বপন করে, তাহারা আনন্দগান-সহ শষ্য কাটিবে’’ (গীতসংহিতা 126:5)| এতে বলছে না যে, ‘‘যাহারা জ্ঞানের সহিত বীজ বপন করে, তাহারা আনন্দগান-সহ শষ্য কাটিবে|’’ বলা হচ্ছে না যে, ‘‘যাহারা আত্মবিশ্বাসের সহিত বীজ বপন করে, তাহারা আনন্দগান-সহ শষ্য কাটিবে|’’ না, যারা সজল নয়নে বীজ বপন করবে তারাই আনন্দগানে শষ্য কাটবে| আসুন উদ্দীপনার জন্য আরও বেশি করে প্রার্থনা করি, এটা জেনে যে ক্ষমতা একমাত্র ঈশ্বরের অধীনে| যতক্ষণ না ঈশ্বর নেমে আসছেন প্রার্থনা করে যান - কিন্তু হে ঈশ্বর, দিয়াবলের বিরুদ্ধে যুদ্ধ চালাতে আমাদের সাহায্য করুন, প্রার্থনায় যুদ্ধ করতে আমাদের সাহায্য করুন যতক্ষণ না আরও শক্তিশালী একটি উদ্দীপনায় আপনি নেমে আসেন! আপনি আবার নেমে আসুন তার জন্যে আমরা প্রার্থনা করছি! আমরা প্রার্থনা করি, নেমে আসুন! উদ্দীপনায় নেমে আসুন! ‘‘অগ্রসর হও, আজি খ্রীষ্ট সেনা সব!’’ উঠে দাঁড়ান এবং সমবেত সঙ্গীতটি করুন| অগ্রসর হও, আজি খ্রীষ্ট সেনা সব, III. তৃতীয়ত, আত্মা জয়ের প্রতি পাঠ্যাংশটি প্রযুক্ত | অভ্যন্তরীণভাবে দেখা খুব সহজ - অভ্যন্তরে - সেই লোকদের দিকে যারা ইতিমধ্যেই মন্ডলীতে আছেন| কোন কোন সময়ে এইরকম করাটা ঠিক| কিন্তু এখন সেই সময় উপস্থিত যখন আমাদের সেই হারানো লোকদের পিছনে ছুটতে হবে যারা এখানে নেই | আমাদের অবশ্যই আত্মা জয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে হবে! আরও বেশি নাম এবং ফোন নম্বর পাওয়ার জন্য আমাদের অবশ্যই খেলোড়ারসুলভ লড়াই চালাতে হবে| আরও বেশি করে হারানো লোকদের ভিতরে আনতে আমাদের খেলোড়ারদের মতন লড়াই করতে হবে| তাদের ভিতরে আনতে যদি আপনি যুদ্ধ না করেন, তাহলে ঈশ্বর আমাদের উদ্দীপনা পাঠানো বজায় রাখবেন না| আমার আরও কিছু বলার আছে, কিন্তু আমাকে এখানেই থেমে যেতে হচ্ছে| ডঃ চেন উডিকে পাওয়ার জন্য যুদ্ধ করেছিলেন| তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন| উডির জন্য তিনি দিনরাত প্রার্থনা করেছিলেন| তারপরে উডি কাঁদতে কাঁদতে আমাকে ফোন করেছিলেন| আমি ডঃ চেনকে ডাকলাম, ঘুম থেকে ওঠালাম, আর তিনি ভোর দুʼটার সময়ে উডিকে খ্রীষ্টের প্রতি পরিচালিত করলেন, বছরের শেষ দিনটিতে! যীশু বলেছেন, ‘‘কারণ যাহা হারাইয়া গিয়াছিল, তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন’’ (লূক 19:10)| আবার, খ্রীষ্ট বলেছেন, ‘‘আসিবার জন্য লোকদিগকে পীড়াপীড়ি কর, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়’’ (লূক 14:23)| মৃত্যু থেকে তিনি পুনরুত্থিত হওয়ার পরে যীশু বলেছিলেন, ‘‘অতএব তোমরা গিয়া, সমুদয় জাতিকে [শিষ্য কর]’’ (মথি 28:19)| ডঃ জন্ আর. রাইস বলেছিলেন, ‘‘আত্মা জয় হইতেছে সুস্পষ্টরূপে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় যাহা খ্রীষ্ট বিশ্বাসীদের মন এবং প্রচেষ্টা দখল করিতে পারে’’ (The Golden Path to Successful Personal Soul Winning, Sword of the Lord Publishers, 1961, p. 55) | এবং তিনি ঠিক বলেছিলেন! কখনো ভুলবেন না যে আত্মা জয় হল মন্ডলীর প্রধান কাজ ! এই শহরের হারানো যুবকদের ভিতরে আনতে যুদ্ধ করুন! যারা এখন এখানে নেই সেই লোকদের আরও বেশি করে ভিতরে আনতে যুদ্ধ করুন! উডিকে জয় করতে এবং তার পরিত্রাণ পেতে ডঃ চেন যা করেছিলেন সেইরকম যুদ্ধ করুন! কলেজ এবং মলগুলিতে যান এবং লোকদের নাম এবং ফোন নম্বর নিয়ে আসুন| সুসমাচার শোনার জন্য তাদের মন্ডলীতে নিয়ে আসুন| আমাদের প্রত্যেকটি সাক্ষাতে কমপক্ষে একটি নাম সংগ্রহ করুন| তাদের ভালবাসুন এবং যত্ন করুন যেমন ডঃ চেন উডির জন্য করেছিলেন| যখন তারা আসেন তাদের সম্বন্ধে জানুন| তাদের এখানে রাখার জন্য আপনি যতটা পারেন তার প্রত্যেকটি করুন যতক্ষণ না তারা মন পরিবর্তন করছেন - আর তারপর থেকে তারা এখানেই থাকবেন আমাদের সঙ্গে, কারণ তারা মন পরিবর্তন করেছেন! আমাদের পাঠ্যাংশ বলছে, ‘‘তোমরা এরূপে দৌড়, যেন পুরস্কার পাও|’’ পৌল বলেছিলেন, ‘‘অতএব আমি...দৌড়িতেছি যে বিনালক্ষ্যে নয়; এরূপে মুষ্টিযুদ্ধ করিতেছি যে শূন্যে আঘাত করিতেছি না’’ (I করিন্থীয় 9:25)| পৌল উৎসাহশূন্যভাবে কাজ করেননি| তিনি তার সময় নষ্ট করেননি| যেন ‘‘শূন্যে আঘাত করিতেছি’’ সেভাবে নয়, তিনি আত্মা জয়ের প্রতি নিজের মনকে নিবদ্ধ করেছিলেন| আত্মা জয়ের এই হল পথ! এইভাবেই ডঃ চেন ঊডিকে খ্রীষ্টের প্রতি জয় করেছিলেন| তাদের ভিতরে আনুন| ডঃ চেনের উদাহরণ অনুসরণ করুন! আসুন আমরা আমাদের সময় এবং কর্মদক্ষতাকে আত্মাজয়ে নিবদ্ধ করি! এই বছরে আসুন লোকদের ভিতরে আনি | খালি নিজের বন্ধুবান্ধব আর নিজের বিষয়ে চিন্তা করবেন না| শুধু ডেটিং এর কথা ভাববেন না| হারানো মানুষদের ভিতরে নিয়ে আসাকেই নিজের প্রধান কাজ বলে ধরে নিন| আসুন আমরা হারানোদের জয় করার দিকে দৃষ্টি নিবদ্ধ করি| লেজার রশ্মির মতন দৃষ্টিপাত করুন| উৎসাহহীনভাবে, ‘‘অনিশ্চিতভাবে, যেন শূন্যে আঘাত করিতেছি’’ সেভাবে কিছু করবেন না| যেন সঙ্গে অন্য কিছুও রয়েছে আর আপনার প্রধান নজর অন্য বিষয়গুলির দিকে, এভাবে কাজটি করবেন না| সেইভাবে আমরা মানুষদের ভিতরে আনতে পারব না| আমাদের পাঠ্যাংশ বলছে, ‘‘তোমরা এরূপে দৌড়, যেন পুরস্কার পাও|’’ আসুন প্রার্থনায় সেই দিয়াবলের বিরুদ্ধে যুদ্ধ করি যাতে করে আমরা আরও বেশি যুবকদের ভিতরে আনতে পারি! ‘‘অগ্রসর হও, আজি খ্রীষ্ট সেনা সব|’’ উঠে দাঁড়ান এবং সমবেত সঙ্গীতটি আবার করুন| অগ্রসর হও, আজি খ্রীষ্ট সেনা সব, IV. চতুর্থত, পাঠ্যাংশটি আপনাদের প্রতি প্রযুক্ত যারা এখনও হারানো | আপনাদের মধ্যে যারা এখনও মন পরিবর্তন করেননি আমি তাদের উদ্দেশ্যে অবশ্যই কয়েকটি কথা বলব| আমাদের পাঠ্যাংশ বলছে, ‘‘তোমরা এরূপে দৌড়, যেন পুরস্কার পাও|’’ আপনাদের প্রতি এর একটা প্রয়োগ রয়েছে| আমাদের পাঠ্যাংশ বলছে, ‘‘তোমরা এরূপে দৌড়, যেন পুরস্কার পাও|’’ যখন আমি প্রচার করছি সেখানে শুধুই বসে থাকবেন না! খ্রীষ্ট বলেছিলেন, ‘‘প্রবেশ করিতে প্রাণপণ কর’’ পরিত্রাণের সঙ্কীর্ণ দ্বার দিয়ে, যা হলেন স্বয়ং খ্রীষ্ট (লূক 13:24)| আপনি কি প্রাণপণ করছেন? আপনি কি আদৌ প্রাণপণ করছেন? ‘‘প্রবেশ করিতে প্রাণপণ কর’’ সেই একই বিষয়ে বলা হচ্ছে, ‘‘তোমরা এরূপে দৌড়, যেন পুরস্কার পাও|’’ যদি আপনি আপনার আত্মার বিষয়ে আন্তরিক হন, তবে ঈশ্বর আপনাকে খ্রীষ্টের প্রতি আকর্ষণ করবেন| কিন্তু যদি আপনি পরিত্রাণের জন্য প্রাণপণ না করেন, তাহলে উদ্ধার পাওয়ার আশা করবেন না। খ্রীষ্টের মধ্যে প্রবেশ করতে যদি আপনি প্রাণপণ না করেন তাহলে আপনি কখনো পরিত্রাণ পাবেন না! এবং আপনার পরিত্রাণ ‘‘পাওয়া’’ হবে না| আপনি এটা পাবেন না| আপনার পাপের চেতনা ছাড়া, আপনি যদি যান্ত্রিকভাবে একটি আমন্ত্রণে সাড়া দেন, তবে আপনি পরিত্রাণ পাবেন না| আপনি যদি প্রত্যেকদিন ঘন্টার পর ঘন্টা ভিডিও গেম খেলায় মগ্ন থাকেন, তাহলে আপনার কখনো মন পরিবর্তন হবে না| আপনি যদি আপনার কম্প্যুটারে পর্ণোগ্রাফি দেখা চালিয়ে যেতে থাকেন, তাহলে আপনার কখনো মন পরিবর্তন হবে না| ঈশ্বর আপনাকে দেখছেন এবং জানেন আপনি আন্তরিক নন| আপনি যদি নিজের সম্বন্ধে খালি দুঃখ অনুভব করেন, তাহলে আপনার কখনো পরিত্রাণ লাভ হবে না| যিহূদা এবং কয়িন শুধুমাত্র নিজেদের জন্য দুঃখিত হয়েছিলেন| তারা দুজনেই নরকে গিয়েছিলেন| যদি আপনি আপনার নিজের সমস্যা, অনুভূতি এবং উদ্বেগ বিষয়ক চিন্তা করতে থাকেন, আর আপনার পাপের বিষয়ে চিন্তা না করেন, তাহলে কখনো আপনার পরিত্রাণ লাভ হবে না| যীশু মানসিক রোগের ডাক্তার নন| আপনার সমস্যা, অনুভূতি এবং উদ্বেগের সমাধান করতে তিনি মারা যাননি| আপনাকে একটা নিশ্চয়তার প্রতিশ্রুতি দেওয়ার জন্যে তিনি মারা যাননি| তিনি মৃত্যুবরণ করেছিলেন আপনার পাপের দেনা শোধ করতে যাতে ঈশ্বর আপনাকে শাস্তি না দেন| সেটাই কারণ যে ‘‘খ্রীষ্ট আমাদের পাপের জন্য মরিলেন’’ (I করিন্থীয় 15:3)| যদি আপনি প্রকৃতই আপনার পাপের দ্বারা অসুস্থ না থাকেন - এমনকি যদি আপনি এই বিষয়ে কয়েকটি বাক্যও উচ্চারণ করে থাকেন - তবে খ্রীষ্টের মৃত্যু আপনাকে উদ্ধার করবে না| আপনার পাপের দেনা শোধ করতে খ্রীষ্ট ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন| আপনার পাপ ধুয়ে দূরে সরিয়ে দিতে তিনি রক্ত ঝরিয়েছিলেন| আপনাকে জীবন দিতে তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন| আপনি যদি তাঁকে বিশ্বাস করেন তাহলে তিনি আপনার পাপ ক্ষমা করবেন| আপনার জীবনের জন্য যুদ্ধ করুন| আপনার পাপের বিষয়ে ভাবতে নিজের উপরে জোর খাটান| খ্রীষ্টের কাছে আসতে আপনার জীবনের জন্য যুদ্ধ করুন এবং আপনার পাপ থেকে মুক্তি পান! উঠে দাঁড়ান এবং আপনার গানের পাতার চার নম্বর গানটি করুন| ‘‘আমার সকল দর্শন পূর্ণ কর’’ গানটির প্রথম এবং শেষ স্তবকটি গান| এটা গানের পাতার চার নম্বর গান| পরিত্রাতা, প্রার্থনা করি, আমার সকল দর্শন পূর্ণ কর, আপনাকে পাপ থেকে রক্ষা করার জন্য ক্রুশের উপরে ক্ষরিত খ্রীষ্টের রক্তের দ্বারা, আপনার পাপ থেকে উদ্ধার পেতে যদি আপনি আমার সঙ্গে, অথবা জন্ কেগান, অথবা ডঃ কেগানের সঙ্গে কথা বলতে চান তাহলে এখানে নেমে আসুন| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন| (সংবাদের পরিসমাপ্তি) আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত: |
খসড়া চিত্র একটি নরকের বছর - একটি উদ্দীপনার বছর ! A YEAR OF HELL – A YEAR OF REVIVAL! লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র ‘‘আহা, তুমি আকাশমন্ডল বিদীর্ণ করিয়া নামিয়া আইস, পর্ব্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হউক’’ (যিশাইয় 64:1)| ‘‘তোমরা কি জান না যে, দৌড়ের স্থলে যাহারা দৌড়ে, তাহারা সকলে দৌড়ে, কিন্তু কেবল একজন পুরস্কার পায়? তোমরা এরূপে দৌড়, যেন পুরস্কার পাও’’ (I করিন্থীয় 9:24)| (I করিন্থীয় 9:25, 26, 27) I. প্রথমত, পাঠ্যাংশটি এই শীত এবং বসন্তকালের প্রতি প্রযুক্ত হয়েছে, II. দ্বিতীয়ত, পাঠ্যাংশটি উদ্দীপনার প্রতি প্রযুক্ত হয়েছে, বিচারকর্ত্তৃগণের বিবরণ 16:20; যিহোশূয়ের পুস্তক 7:3, 4; গীতসংহিতা 126:5 | III. তৃতীয়ত, আত্মা জয়ের প্রতি পাঠ্যাংশটি প্রযুক্ত, লূক 19:10; 14:23; IV. চতুর্থত, পাঠ্যাংশটি আপনাদের প্রতি প্রযুক্ত যারা এখনও হারানো, লূক 13:24;
|