Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




খ্রীষ্ট জন্মোৎসব মৃতের আলয়ে - 2016

CHRISTMAS IN HELL – 2016
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2016 সালের, 18ই ডিসেম্বর, সদাপ্রভুর দিনের সকালবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, December 18, 2016


আমি নিজেকে জিজ্ঞাসা করেছিলাম, ‘‘খ্রীষ্ট জন্মোৎসব মৃতের আলয়ে’’ এই ধর্ম্মোপদেশটি আমার প্রচার করা উচিৎ কি না| শয়তান বলেছে, ‘‘ওহঃ, না! খ্রীষ্ট জন্মোৎসবে প্রচারের পক্ষে এটা ভাল বিষয় নয়| বিষয়এটা খুব কঠোর|’’ যখনই সে বলেছিল যে আমি জানতাম আমি জানতাম আমাকে একটা দুর্বল সুসমাচারসংক্রান্ত মতবাদ প্রচার করতে প্রলোভিত করা হয়েছিল যার সম্মুখীন আমরা প্রত্যেকে হয়েছি| আমরা ইতিমধ্যেই তাদের দুর্বলতার প্রতি ঝুঁকেছি এবং আমাদের মধ্যে থেকে এটা প্রচার হওয়া দরকার| নির্মূল করা দরকার, অথবা ঈশ্বর আমাদের যেমন চাইছেন আমরা সেই যোদ্ধা হতে সক্ষম হব না| আমরা আমাদের সময়কার সুসমাচার সংক্রান্ত মতবাদের মাধ্যমে প্যালেস্টাইনদের উপর বিজয় লাভ করার পক্ষে খুব নম্র এবং দুর্বল হয়ে পড়ব|

আমি শয়তানকে খ্রীষ্ট জন্মোৎসবের সময়ে অথবা অন্য কোন সময়ে নরকের উপরে প্রচার করতে আমাদেরকে ভয় দেখাতে দেব না| বছরের সব সময়ে সেখানে নরক থাকে| তাহলে কেন এর উপরে খ্রীষ্ট জন্মোৎসবের সময়ে প্রচার করা হবে না? সেইজন্যে, আমি আপনাদের কাছে আমার শাস্ত্রীয় ধর্ম্মোপদেশ, ‘‘মৃতের আলয়ে খ্রীষ্ট জন্মোৎসব’’ প্রচার করছি| গত বত্রিশ বছর ধরে আমি বহুবার এই ধর্ম্মোপদেশ প্রচার করে চলেছি| আমাদের কাছে রয়েছেন এমন নারীসুলভ ছোট প্রচারকদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলেন এটা প্রচার না করতে| কিন্তু আপনি যদি খ্রীষ্ট জন্মোৎসবে নরকের বিষয়ে প্রচার না করেন, তবে খ্রীষ্ট জন্মোৎসবের অর্থ কি? খ্রীষ্ট জন্মোৎসবের কোন অর্থই থাকে না যদি না সেখানে একটা ভয়াবহ নরক হারানো পাপীদের জন্য অপেক্ষায় থাকে| আমাদেরকে খ্রীষ্টমাস বৃক্ষ এবং ঝিক্মিকে আলো দেওয়ার জন্য শিশু যীশু বেৎলেহেমে জন্মগ্রহণ করেননি| তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করার জন্যই বেৎলেহেমে জন্মেছিলেন, তিনি মৃত্যুবরণ করেছিলেন যাতে পাপীরা নরকের শিখা থেকে অনন্তকালের জন্য মুক্তি পেতে পারে| যেন তাঁর পবিত্র রক্তের দ্বারা পাপীরা তাদের পাপ থেকে শুচি হতে পারে! যখন আপনি নরককে খ্রীষ্ট জন্মোৎসবের বাইরে নিয়ে যান তখন তা পরজাতীয়দের ছুটি হওয়া ছাড়া আর কিছুই হয় না| সেইজন্যে, আজ সকালে আমি আমার শাস্ত্রীয় ধর্ম্মোপদেশ, ‘‘মৃতের আলয়ে খ্রীষ্ট জন্মোৎসব’’ প্রচার করব| এটা হচ্ছে আমার সর্বশেষ ধর্ম্মোপদেশ যা আমি চীনা মন্ডলীতে প্রচার করেছিলাম ডঃ তিমথী লিনের শিক্ষা থেকে তাদের সরে আসা এবং সেই দুর্বল, নীরস, কেবলমাত্র রবিবারের সকালের জন্য সীমাবদ্ধ লাওডিসিয়ানিজ্ম শুরু হওয়ার আগেই যা তারা এখনও সমর্থন করে চলেছে| ডঃ লিন যাদের উপরে ভার অর্পণ করেছিলেন সেই দুইজন নবীন প্রচারকের দ্বারা এই ধর্ম্মোপদেশ প্রত্যাখ্যাত হয়েছিল| তারা ধর্ম্মোপদেশটিকে অবজ্ঞা করেছিলেন যদিও 27জন যুবক চোখে জল নিয়ে এগিয়ে এসেছিলেন| এমনকি যদিও আমি অনেক আশাজনক মন পরিবর্তনের পক্ষে তাদেরকে পরামর্শ দিতে, দুই ঘন্টা সময় ব্যয় করেছিলাম| সেই প্রচারকেরা তখন ভ্রান্ত ছিলেন এবং তারা এখনও ভ্রান্ত, মন্ডলীটিও আর সেই মন্ডলী নেই যা ডঃ লিন প্রতিষ্ঠা করেছিলেন| এটা সেই একই মন্ডলী নয় যা তিনি তৈরী করেছিলেন কারণ সেই লোকেরা যারা এখানে প্রচার করছেন তারা কাপুরুষ, তারা ছোটদের আতঙ্কিত করেন, তারা সংকল্পহীন মানুষ, তারা পেশীশক্তিহীন, তাদের অস্থি অগ্নিহীন, এবং ঈশ্বরের থেকে কোন প্রকৃত বার্তা তাদের কাছে পৌঁছায় না| তারা সেই বৃদ্ধা মহিলাদের খুশী করতে প্রচার করেন যারা বিলের টাকা আদায় দেন| অনন্তকালীন নরক থেকে নবীন যুবকদের রক্ষা করার জন্য তারা প্রচার করেন না|

এখনও পর্যন্ত ‘‘খ্রীষ্ট জন্মোৎসব মৃতের আলয়ে’’ ধর্ম্মোপদেশটি আমার প্রচার করা প্রাচীনকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম্মোপদেশগুলির মধ্যে একটি বলে আমি বিবেচনা করি| কাজেই আমি সরাসরি এটা আপনাদেরকে দিতে চলেছি! কোন পশ্চাদ্ধাবক ছাড়াই! লূক 16:25 পদটি হচ্ছে আমার পাঠ্যাংশ| এটা স্কোফিল্ড স্টাডি বাইবেলের 1099 পৃষ্ঠাতে রয়েছে| উঠে দাঁড়ান এবং লূক 16:25 পদটির প্রথম দুটি শব্দের প্রতি মনোনিবেশ করুন|

‘‘বৎস, স্মরণ কর’’ (লূক 16:25)|

আপনারা বসতে পারেন|

সেই ধনী লোকটি মারা গেলেন এবং তাকে কবর দেওয়া হল| তারা আত্মা অবিলম্বে নরকের অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত হল, ‘‘আর পাতালে, যাতনার মধ্যে, সে চক্ষু তুলিল’’ (লূক 16:23)| ধনী লোকটি ‘‘বহুদূরে’’ স্বর্গে অব্রাহামকে দেখতে পেলেন| তিনি সামান্য পরিমানে জল ভিক্ষা করলেন যেন ‘‘আমার [তার] জিহ্বা শীতল করে, কেননা এই [সেই] অগ্নিশিখায় আমি [তিনি] যন্ত্রণা পাইতেছি’’ (লূক 16:24)| অব্রাহাম তাকে বললেন,

‘‘বৎস, স্মরণ কর; তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে; এখন সে এইস্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ’’ (লূক 16:25)|

প্রভু যীশু খ্রীষ্ট এই বিবরণটি দিয়েছেন| নরকের বিষয়ে হারানো পাপীদের সতর্ক করতে তিনি এটা বলেছিলেন|

স্পারজিওন সর্বকালের জন্য ছিলেন একজন বিখ্যাত ব্যাপটিষ্ট প্রচারক| স্পারজিওন বলেছিলেন যে তার মৃত্যুর পর লোকে নরকের বিষয়ে প্রচার করতে ভয় পাবে| উইলিয়াম বুথ ছিলেন স্যালভেশন আর্মির প্রতিষ্ঠাতা যা আগে ছিল| 19তম শতাব্দীর এই দুই মহান প্রচারকই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে 20তম শতাব্দীতে নরকের বিষয়ে কোন প্রচার হবে না| তারা ঠিক বলেছিলেন - এবং বর্তমানে এটা এমনকী আরও খারাপ হয়েছে! বুথকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিংশ শতাব্দীর বিপদ সম্বন্ধে তিনি কি ভাবছেন| তিনি বলেছিলেন, ‘‘নরকবিহীন স্বর্গ’’ (The War Cry, January 1901, p. 7) | বুথের ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছিল| বর্তমানে নরকের বিষয়ে প্রচার প্রায় শোনাই যায় না| কিন্তু এইরকম হওয়া উচিৎ নয়| ডঃ জে. আই. প্যাকার বিখ্যাত ঈশ্বরতত্ত্ববিদ ছিলেন| তিনি বলেছেন,

খ্রীষ্ট বিশ্বাসী সুসমাচার প্রচারকদের অবশ্যই নরকের বিষয়ে প্রচার করা [বলা] উচিৎ: ইহা তাহাদের কার্যের অংশ...যীশু এবং প্রেরিতদের হিসাব অনুসারে, শারিরীক মৃত্যুর পরেও ব্যক্তিগত জীবন চলিতেই থাকে, এবং জগতে খ্রীষ্টবিহীন যাহারা তাহাদের জন্য উন্নতি যাহা আসিবে উহা যতটা সম্ভব মন্দ এবং ভয়াবহ হইতে পারে, উহাই হইবে এবং সকলকেই এইরূপ বলিবার প্রয়োজন আছে (J. I. Packer, Ph.D., foreword to Whatever Happened to Hell? by John Blanchard, D.D., Evangelical Press, 2005 edition, p. 9) |

আমি একজন বৃদ্ধ মানুষ| আমি আর খুব বেশিদিন এখানে থাকব না| আমি মারা যাওয়ার পরে যারা এখানে প্রচার করবেন তারা হয়ত নরকের বিষয়ে প্রচার করতে ভয় পেতে পারেন| তারা হয়ত বিশ্বাস করবেন যে মিষ্টি কথার সাহায্যে হারানো পাপীদের শিক্ষাদানের মাধ্যমে আপনি তাদের উদ্ধার করতে পারেন| যেখানে আমি এখনও এখানে বর্তমান রয়েছি সেখানে আপনি এই বৃদ্ধ প্রচারকের কথা শুনলে ভাল করতেন!

আমার একমাত্র সমালোচনা হল যে ডঃ প্যাকার নরকের বিষয়ে প্রচারের দায়িত্ব কেবলমাত্র ‘‘খ্রীষ্ট বিশ্বাসী সুসমাচার প্রচারকদের’’ উপরেই অর্পণ করেছেন| কিন্তু প্রেরিত পৌল বলেছিলেন যে পালকরা অবশ্যই, ‘‘সুসমাচার-প্রচারকের কার্য্য কর’’ (II তীমথিয় 4:5)| এছাড়া পালকদের ‘‘অবশ্যই নরকের বিষয়ে প্রচার করা [বলা] উচিৎ; ইহা তাহাদের কার্য্যের অংশ’’ (Packer, ibid.)| আমি আশা করি এবং প্রার্থনা করি যে নবীন ব্যক্তিরা যারা আমাকে অনুসরণ করেন আমি যখন মারা যাব তখন তারা পাপ, নরক এবং বিচারের উপরে প্রচার করবেন যেমন আমি পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে করে এসেছি!

যীশু হলেন আমাদের আদর্শ, ‘‘তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাঁহার পদচিহ্নের অনুগমন কর’’ (I পিতর 2:21)| যীশু প্রায়ই নরকের উপরে প্রচার করতেন, এবং তিনি হলেন আমাদের আদর্শ| খ্রীষ্টের প্রতি বিশ্বস্ত থাকতে হলে, প্রত্যেক পালকের উচিৎ কোন কোন সময়ে নরকের উপরে প্রচার করা, স্পষ্টভাবে এবং অকপটভাবে, যেমন খ্রীষ্ট করেছিলেন যখন তিনি ‘‘সেই ধনী ব্যক্তি এবং লাসার’’এর উপরে প্রচার করতেন| খ্রীষ্ট বলেছিলেন যে সেই ধনী লোকটি মারা গেছিলেন এবং সরাসরি নরকে গেছিলেন যেখানে তাকে অগ্নিতে যাতনা ভোগ করতে হয়েছিল| লোকটি অব্রাহামের কাছে কয়েক ফোঁটা জল চেয়েছিলেন| অব্রাহাম বলেছিলেন,

‘‘বৎস, স্মরণ কর; তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে; এখন সে এইস্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ’’ (লূক 16:25)|

আমি এই পাঠ্যাংশের থেকে প্রথ দুটি শব্দ তুলে ধরলাম,

‘‘বৎস, স্মরণ কর’’ (লূক 16:25)|

এখন খ্রীষ্ট জন্মোৎসবের সময়| আমাদের মন্ডলীকে খুব সুন্দর করে সাজানো হয়েছে| আমরা খৄষ্ট জন্মোৎসবের সেই বহু প্রাচীন গানগুলি গাইছি| আজ রাত্রে আমরা একটা বিস্ময়কর খ্রীষ্ট জন্মোৎসবের ভোজ পেতে চলেছি| এছাড়াও পরবর্তী শনিবারের রাত্রি 8.00 টায়, খ্রীষ্ট জন্মোৎসবের প্রাক্কালে আমরা এই মন্ডলীতে একটা খ্রীষ্ট জন্মোৎসবের নৈশভোজে যোগদান করব| কিন্তু খ্রীষ্টের জন্ম উপলক্ষ্যে এই সমস্ত সুন্দর এবং অর্থপূর্ণ অনুষ্ঠান উদযাপনের সময়ে, আসুন আমরা যেন নরকের বিষয়টি ভুলে না যাই| পাপের ফল হল নরক| আপনাকে পাপ থেকে রক্ষা করতে যীশু ক্রুশের উপরে মৃত্যুবরণ করার জন্য জন্মগ্রহণ করেছিলেন, যাতে আপনাকে সেই ভয়াবহ অগ্নিকুন্ডে নিক্ষেপ না করা হয়| প্রেরিত পৌল বলেছিলেন,

‘‘খ্রীষ্ট যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন’’ (I তীমথিয় 1:15)|

প্রভুর স্বর্গদূত যোষেফকে বলেছিলেন,

‘‘এবং তুমি তাঁহার নাম যীশু রাখিবে; কারণ তিনিই আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন’’ (মথি 1:15)|

তাহলে এটাই কি যথাযথভাবে খ্রীষ্ট জন্মোৎসবের সর্বসাকুল্য অর্থ নয়? সেই সত্যটিই কি খ্রীষ্ট জন্মোৎসবের প্রকৃত বার্তা নয় যে যীশু স্বর্গ থেকে নেমে এসেছিলেন? যে তিনি ক্রুশের উপরে মৃত্যুবরণ করার জন্য নেমে এসেছিলেন, আপনার পাপের দেনা শোধ করতে, আপনার মতন পাপীকে নরকের বাইরে রাখতে?

কিন্তু আপনি খ্রীষ্ট জন্মোৎসবের আগেই মারা গেলে কি হবে? এখানে হয়তো আজ সকালে এমন একজন লোক রয়েছেন যিনি পরবর্তী কয়েকদিনের মধ্যেই মারা যাবেন| যদি তা আপনার প্রতি ঘটে যায়, তাহলে ডিসেম্বরের 25 তারিখে আপনি নরকে আপনার প্রথম খ্রীষ্ট জন্মোৎসবের দিনটি অতিবাহিত করবেন| এবং আপনার সম্বন্ধে সেইরকমই বলা হবে, যেমন সেই ধনী লোকটির প্রতি বলা হয়েছিল,

‘‘বৎস, স্মরণ কর’’ (লূক 16:25)|

আপনি যদি আপনার পাপের মধ্যেই চলতে থাকেন, হয়তো এই খ্রীষ্ট জন্মোৎসব নয়, কিন্তু কোন একদিন, সম্ভবত আপনার চিন্তার তুলনায় দ্রুত আগত একদিন, আপনি আপনার প্রথম খ্রীষ্ট জন্মোৎসব সেই অগ্নিতুল্য যাতনাময় স্থানে অতিবাহিত করবেন| নরকে যখন আপনি আপনার প্রথম খ্রীষ্ট জন্মোৎসবের দিনটি অতিবাহিত করবেন তখন আপনি কি স্মরণ করবেন?

I. প্রথমত, আপনি সেই সমস্ত ধর্ম্মোপদেশ স্মরণ করবেন যেগুলিকে আপনি অবজ্ঞা করেছিলেন |

আপনি স্মরণ করবেন যে কিভাবে আপনি আপনার মনকে অন্য পথে সরাতে শিখেছিলেন| কিভাবে আপনি ধর্ম্মোপদেশগুলিকে বিতাড়িত করেছিলেন| আপনি স্মরণ করবেন যে সেটা করার জন্য আপনাকে অনুশীলন করতে হয়েছিল| প্রথমে সেই ধর্ম্মোপদেশগুলি আপনাকে অস্থির করেছিল| সেগুলি আপনাকে অনন্তকালীন বিষয় সম্বন্ধে ভাবিয়ে তুলেছিল| কিন্তু, যেমন যেমন সময় অতিক্রান্ত হয়েছিল, আপনার হৃদয় থেকে সেই ধর্ম্মোপদেশগুলিকে ‘‘হরণ করিয়া লওয়া’’ শয়তানের পক্ষে সহজতর হয়েছিল (মথি 13:19 পদটি দেখুন)| যীশু বলেছেন,

‘‘পরে দিয়াবল আসিয়া তাহাদের হৃদয় হইতে সেই বাক্য হরণ করিয়া লয়, যেন তাহারা বিশ্বাস করিয়া পরিত্রাণ না পায়’’ (লূক 8:12)|

প্রথমে শয়তানের পক্ষে সেই কাজ করা কঠিন ছিল| কিন্তু যেমন যেমন মাস অতিবাহিত হতে লাগল আপনি এই শয়তানীয় কৌশলে এতটাই অভ্যস্ত হয়ে পড়লেন যে কোন কিছুই আর আপনাকে বিরক্ত করেনি, এবং প্রত্যেক ধর্ম্মোপদেশ দানের সময়ে আপনি মৃত্যু-নিদ্রায় নিদ্রিত থাকতে শুরু করে দিলেন| সবশেষে আপনার বিবেক এতটাই অনুভূতিহীন হয়ে গেল, এবং আপনার হৃদয় এতটাই নির্বিকার হয়ে গেল যে, যেমন খ্রীষ্ট বলেছিলেন,

‘‘তোমরা আমার বাক্য শুনিতে পার না’’ (লূক 16:25)|

শ্রবণের পক্ষে আপনি এত অচেতন হতে পারেন, ঈশ্বরের বাক্যের প্রতি এত বধির হতে পারেন যে, আপনার সম্পর্কে এটা বলা যেতে পারে, ‘‘ঈশ্বর [আপনাকে] ভ্রষ্ট মতিতে সমর্পণ করিলেন’’ (রোমীয় 1:28)|

‘‘বৎস, স্মরণ কর’’ (লূক 16:25)|

কন্যা, স্মরণ কর! নরকে গিয়ে আপনার অনেক ধর্ম্মোপদেশ মনে পড়বে| যখন আপনি সেই জ্বলন্ত গুহার মধ্যে আপনার প্রথম খ্রীষ্ট জন্মোৎসব পালন করবেন তখন কোন সন্দেহ নেই যে আপনি ঠিক এই ধর্ম্মোপদেশটি স্মরণ করবেন! যে ধর্ম্মোপদেশগুলি আপনি অবহেলা করেছিলেন সেগুলি আপনি নরকে গিয়ে স্মরণ করবেন| আপনি আর্তনাদ করে উঠবেন, ‘‘হে ঈশ্বর, আমি কেন সেই বৃদ্ধ প্রচারকের কথা শুনি নাই? হে ঈশ্বর, এখন অনেক দেরী হইয়া গিয়াছে! চিরতরে এবং চিরদিনের জন্য - খুব দেরী| আমি নরকে জ্বলিতেছি| কেন, ওঃ কেন, আমি সেই পুরানো-ঢঙের প্রচারকের কথা শুনি নাই যখন তিনি আমাকে সতর্ক করিয়াছিলেন?’’

II. দ্বিতীয়ত, ঈশ্বরের আত্মাকে আপনি অস্বীকার করেছিলেন তা আপনি স্মরণ করবেন |

নরকে আপনার প্রথম খ্রীষ্ট জন্মোৎসবে, আপনি সেই সময়টিকে স্মরণ করবেন যখন পবিত্র আত্মা আপনাকে আপনার পাপের জন্য চেতনা দিয়েছিলেন| যীশু বলেছেন,

‘‘আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, জগতকে দোষী করিবেন’’ (যোহন 16:8)|

যখন আপনি নরকে আপনার প্রথম খ্রীষ্ট জন্মোৎসব পালন করছেন, তখন আপনি স্মরণ করবেন যে কখন ঈশ্বরের আত্মা আপনার হৃদয়কে কোমল করেছিলেন| আপনি স্মরণ করবেন যে কখন তাঁর আত্মা আপনাকে ভীত করেছিলেন| আপনি সেটা স্মরণ করবেন যে কিভাবে আপনার চোখে জল এসেছিল| কিন্তু আপনি এটাও স্মরণ করবেন যে কিভাবে আপনি তাঁর চেতনাদানকারী কাজের বিরোধীতা করেছিলেন, কিভাবে আপনি খ্রীষ্টকে বাধা দিয়েছিলেন যতক্ষণ না পবিত্র আত্মা আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন, এবং ঈশ্বর আপনার সম্বন্ধে বলেছিলেন,

‘‘[সে] প্রতিমাগণে আসক্ত; তাহাকে থাকিতে দেও’’ (হোশেয় 4:17)|

যেভাবে ডঃ জন্ আর. রাইস এটা প্রয়োগ করেছিলেন,

পরে যত দুঃখের বিচারের সম্মুখীন, করুণা ছাড়া আপনি পুনরায় আহুত হইবেন
   আত্মা চলিয়া যাওয়া অবধি আপনি অপেক্ষা ও বিলম্ব করিয়াছেন,
মৃত্যু যখন আপনাকে আশাহত দেখিবে, তখন কলঙ্ক এবং শোক কি,
   আপনি অপেক্ষা ও বিলম্ব করিয়াছেন এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়াছেন!
      (“If You Linger Too Long” by Dr. John R. Rice, 1895-1980) |

‘‘বৎস, স্মরণ কর’’ (লূক 16:25)|

যখন আপনি নরকে আপনার প্রথম খ্রীষ্ট জন্মোৎসব পালন করেন তখন আপনি স্মরণ করবেন যে কিভাবে আপনি ঈশ্বরের আত্মার চেতনা দানের বিরোধীতা করেছিলেন, কিভাবে আপনি ‘‘আত্মার চলিয়া যাওয়া অবধি বিলম্ব এবং গড়িমসি করিয়াছিলেন’’ (Rice, ibid.) |

‘‘বৎস, স্মরণ কর’’ (লূক 16:25)|

কন্যা, স্মরণ কর! যখন যবনিকা পতন হয়, এবং আলো নিভে যায়, এবং আপনার আত্মা সেই অগ্নিশিখায় ডুবে যায় - বৎস, স্মরণ কর! কন্যা, স্মরণ কর! যে ধর্ম্মোপদেশগুলিকে আপনি অবহেলা করেছিলেন সেগুলি আপনি স্মরণ করবেন| ঈশ্বরের সেই আত্মাকে আপনি স্মরণ করবেন যাকে আপনি প্রত্যাখ্যান করেছিলেন|

III. তৃতীয়ত, আপনি সেই পরিত্রাতাকে স্মরণ করবেন যাকে আপনি অসম্মান করেছিলেন |

না! আপনি খ্রীষ্টকে সম্মান করেন সেকথা আমাকে বলবেন না! এই বিষয়ে মিথ্যা বলবেন না! তাঁর জন্য আপনার কাছে কোন সম্মান নেই! আদৌ একটুও না! বাইবেল বলছে যে আপনি খ্রীষ্টকে অবজ্ঞা এবং অস্বীকার করেছেন| বাইবেল বলে,

‘‘তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যাজ্য...লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে, তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাঁহাকে মান্য করি নাই’’ (যিশাইয় 53:3)|

যদি আপনি খ্রীষ্টকে সম্মান করতেন তাহলে আপনি তাঁর অন্বেষণ করতেন| যদি আপনি খ্রীষ্টকে সম্মান করতেন তবে আপনি তাঁহার নিকটে ‘‘[আপনার সমস্ত শক্তি দিয়ে] প্রবেশ করিতে প্রাণপণ করিতেন’’ (লূক 13:24)| কি ধরনের প্রাণপণ আপনি করেছেন? আপনি কি লুথারের মতন ঘন্টার পর ঘন্টা ধরে প্রার্থনা করেছেন? আপনি কি বানিয়ানের মতন আত্মার নিদারূণ যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন? হোয়াইটফিল্ডের মতন আপনিও কি সপ্তাহভর উপবাস করেছেন? আপনি কি ওয়েসলীর মতন করে নিজেকে পরিচালনা করেছেন? স্পারজিয়নের মতন আপনিও কি তুষারঝড়ের মধ্যে বাইরে বেড়িয়ে খ্রীষ্টের অন্বেষণ করেছেন? আমি বলছি আপনি মোটেই প্রাণপণ করেননি! এবং কোন একদিন, যখন আপনি নরকে থাকবেন, আপনি স্মরণ করবেন যে আপনি এতই অলস ছিলেন যে আপনি কখনও খ্রীষ্টের অন্বেষণে প্রাণপণ করেননি!

‘‘বৎস, স্মরণ কর’’ (লূক 16:25)|

কন্যা, স্মরণ কর! নরকে আপনি সেই সমস্ত স্মরণ করবেন! আপনি স্মরণ করবেন যে যীশু খ্রীষ্টের জন্য আপনার কাছে এত কম সম্মান ছিল যে আপনি আন্তরিকভাবে তাঁর সন্ধান করেননি| যীশু বলেছিলেন,

‘‘আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে; কারণ তোমরা সর্ব্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে’’ (যিরমিয় 29:13)|

বৎস, স্মরণ কর! কন্যা, স্মরণ কর! অনন্তকালীন অগ্নিশিখায় আপনারা স্মরণ করবে, কিভাবে আপনারা যীশুকে অসম্মান করেছিলেন, কিভাবে তাঁর উৎসর্গিত পরিত্রাণকে আপনারা প্রত্যাখ্যান করেছিলেন| আমি এই ধরনের প্রচার করার জন্য কিভাবে আমাকে ঘৃণা করেছিলেন| কিভাবে আপনি চাইতেন সেই সমস্ত সুদর্শন যুবকদের যারা তাদের প্রতি আপনাকে আকর্ষণ করতে আপনাকে পাপের জন্য অনুতপ্ত হওয়া এবং খ্রীষ্টের কাছে আসার আদেশ দান করার পরিবর্তে আপনাকে মধুর বাইবেল অধ্যয়ণ করাতেন! হ্যাঁ, আমি জানি, আমি মারা গেলে আপনাদের মধ্যে কেউ কেউ খুশী হবেন| কিন্তু আপনি নরকে যাবেন, এমনকি তখনও যখন আপনাকে সতর্ক করার জন্যে আমি এখানে থাকব না| মহান ডঃ জন্ আর. রাইসের কথা শুনুন,

তুমি খুব অসাড়ভাবে অপেক্ষা করছিলে, তাঁকে খুব হালকাভাবে পরিত্যাগ করেছিলে,
   তুমি অধিক ও ভয়ঙ্করভাবে পাপ করেছিলে, তোমার হৃদয় অতি মন্দ;
ওহ, যদি ঈশ্বর অধৈর্য্যভাবে অগ্রসর হন, মধুর আত্মা অসন্তুষ্ট হন;
   যদি তিনি আর তোমাকে না ডাকেন, যখন তিনি চলে যান বিচার তোমার|
তখন কত দুঃখদায়ী বিচারের সম্মুখীন হয়, করুণাছাড়া তুমি স্মরণ কর
   যে তুমি অপেক্ষা ও বিলম্ব করেছ আত্মা যাওয়া পর্য্যন্ত,
মৃত্যু যখন তোমায় আশাহত দেখে, তখন কলঙ্ক ও শোক কিসের,
   তুমি অপেক্ষা ও বিলম্ব করেছ এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করেছ!
      (“If You Linger Too Long” by Dr. John R. Rice, 1895-1980) |

যদি আপনি আমন্ত্রণে এগিয়ে আসেন, আমি চাই না যে আপনি নরকের বিষয়ে একটি শব্দও উচ্চারণ করুন| আমি চাই আপনি বলুন কেবল আপনার পাপের বিষয়ে, এবং খ্রীষ্টের বিষয়ে| একমাত্র যীশুই পারেন আপনার পাপ ক্ষমা করতে| একমাত্র যীশুই পারেন আপনার পাপকে তাঁর বহুমূল্য রক্তের দ্বারা ধুয়ে দূরে সরিয়ে দিতে| যীশুর কাছে আসুন এবং তাঁর দ্বারা আপনার সমস্ত পাপ থেকে উদ্ধার পান|

এটা কি ভয়ঙ্কর যে যখন আপনি সামনে এগিয়ে আসছেন তখন আপনি যীশুর বিষয়ে চিন্তা করছেন না| যদি আমি আমার ধর্ম্মোপদেশে ঈশ্বরের দূরদর্শিতার বিষয় উল্লেখ করি, তবে আপনি দূরদর্শিতার বিষয়ে বলেন| যদি আমি আমার ধর্ম্মোপদেশে মনোনয়নের বিষয় উল্লেখ করি, তবে আপনি মনোনয়নের বিষয়ে বলেন| যদি আমি আমার ধর্ম্মোপদেশে শয়তানের উল্লেখ করি, তবে আপনি শয়তানের বিষয়ে কথা বলেন| যদি আমি আদি পাপ অথবা সফল আহ্বানের বিষয় উল্লেখ করি, তবে সেগুলোই হয় সেই বিষয় যা আপনি বলেন| যদি আমি নরকের বিষয়ে প্রচার করি, তবে আপনিও সেটাই প্রচার করবেন!

যদিও আমার ধর্ম্মোপদেশগুলি সর্বদা যীশুকে কেন্দ্র করে হয়ে থাকে, তবুও আমরা যীশু খ্রীষ্ট স্বয়ং এর বিষয়ে আপনাকে দিয়ে বলাতে পারছি না| যীশুর বিষয়ে চিন্তা করার জন্য আপনাকে আমরা পাচ্ছি না| আপনি তাঁকে অবজ্ঞা এবং পরিত্যাগ করছেন (যিশাইয় 53:3)| তবুও অন্য কোন ব্যক্তি আপনাকে পাপ থেকে রক্ষা করতে পারেনা| যোষেফ হার্ট (1712-1768) বলেছিলেন, ‘‘কেহই নয় কিন্তু যীশু, কেহই নয় কিন্তু যীশু, আশাহীন পাপীর উত্তম করিতে পারেন’’ (‘‘Come Ye Sinners’’) |

গেৎসিমানীর বাগানে আপনার পাপ যীশুর উপরে স্থাপন করা হয়েছিল| সেই বাগানে তিনি আপনার পাপের ভারে চূর্ণ হয়ে যাচ্ছিলেন, যতক্ষণ না তিনি মাটিতে পড়ে যান এবং তাঁর শরীরের সমস্ত লোমকূপ দিয়ে রক্তের ফোঁটায় ঘাম বেরিয়ে আসে| তারা তাঁকে গ্রেপ্তার করেছিল এবং তাঁর মুখে ঘুসি মেরেছিল| তাঁর দাড়ি টেনে উপড়ে নিয়েছিল| পিলাত তাঁর পৃষ্ঠদেশে বেত্রাঘাত করতে বলেছিলেন যতক্ষণ না তাঁর পাঁজর থেকে চামড়া খসে ঝুলে পড়ে| তারা তাঁর হাত এবং তাঁর পা একটা ক্রুশের সঙ্গে পেরেকবিদ্ধ করে আটকে দিয়েছিল| একজন সৈন্য তাঁর কুক্ষিদেশে বল্লমের খোঁচা মেরেছিল, ‘‘তাহাতে অমনি রক্ত ও জল বাহির হইল’’ (যোহন 19:34)| আপনার পাপের দেনা শোধ করতে, তাঁর পবিত্র রক্তের সাহায্যে আপনাকে পাপ থেকে শুচি করতে যীশু এই সমস্ত আতঙ্ক, বেদনা এবং যাতনার মধ্যে দিয়ে গিয়েছিলেন! বাইবেল বলছে, ‘‘খ্রীষ্ট আমাদের পাপের জন্য মরিলেন’’ (I করিন্থীয় 15:3)|

ওহ, আপনার পাপগুলির বিষয়ে চিন্তা করুন! ওহ, যীশুর বিষয়ে চিন্তা করুন, যিনি দুঃখভোগ করেছিলেন, আপনার পাপ থেকে আপনাকে রক্ষা করতে রক্ত ঝরিয়েছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন| যীশুর বিষয়ে ভাবুন, যিনি একাই পারেন আপনাকে ক্ষমা করতে এবং আপনার সমস্ত পাপ থেকে আপনাকে শুচি করতে! আপনার পাপের কথা চিন্তা করুন! যীশুর কথা ভাবুন, যিনি একাই আপনাকে উদ্ধার করতে পারেন! যীশুর কাছে আসুন| এখনই তাঁর কাছে আসুন| ‘‘কেহই নয় কিন্তু যীশু, কেহই নয় কিন্তু যীশু, আশাহীন পাপীর উত্তম করিতে পারেন; কেহই নয় কিন্তু যীশু, কেহই নয় কিন্তু যীশু, আশাহীন পাপীর উত্তম করিতে পারেন|’’

যাʼচায় তব ব্যবস্থায় কর্মে মোর তা না কুলায়,
   ধর্মে উদ্যোগ যতই হোক অনুতাপে বুক ভাসুক,
তবু পাপের মোচন নাই;
তুমি ছাড়া, ত্রাতা নাই|
      (“Rock of Ages, Cleft For Me” by Augustus Toplady, 1740-1778) |

‘‘কেহই নয় কিন্তু যীশু, কেহই নয় কিন্তু যীশু, আশাহীন পাপীর উত্তম করিতে পারেন|’’ সরল বিশ্বাসে তাঁর কাছে আসুন! এক শতপতি ক্রুশের নীচে দাঁড়িয়ে তার পাপের জন্য যীশুকে মারা যেতে দেখছিলেন| তিনি তার হাঁটুর ভরে বসে পড়েছিলেন এবং খ্রীষ্টকে বিশ্বাস করেছিলেন| যে মানুষটি তাঁকে হত্যা করলেন তিনি মুহূর্তের মধ্যে যীশুর দ্বারা উদ্ধার পেলেন| যে মানুষটি তাঁকে হত্যা করেছিলেন তিনি চিৎকার করে কেঁদে বলেছিলেন, ‘‘সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন’’ (মার্ক 15:39)| কিংবদন্তী আমাদের বলছে যে এই লোকটি খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হয়েছিলেন| সেই মানুষটি যেমন করেছিলেন আপনিও কি সেইরকম এগিয়ে আসবেন এবং যীশুতে বিশ্বাস স্থাপন করবেন? যীশু আপনাকে ভালবাসেন এবং তিনি আপনাকে উদ্ধার করবেন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ আবেল প্রুধোম্মে: লূক 16:19-25 |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“If You Linger Too Long” (by Dr. John R. Rice, 1895-1980) |


খসড়া চিত্র

খ্রীষ্ট জন্মোৎসব মৃতের আলয়ে - 2016

CHRISTMAS IN HELL – 2016

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র

‘‘বৎস, স্মরণ কর’’ (লূক 16:25)|

(লূক 16:23, 24, 25; II তীমথিয় 4:5; I পিতর 1:21;
I তীমথিয় 1:15; মথি 1:21)

I.   প্রথমত, আপনি সেই সমস্ত ধর্ম্মোপদেশ স্মরণ করবেন যেগুলিকে আপনি অবজ্ঞা
 করেছিলেন, মথি 13:19; লূক 8:12; যোহন 8:43; রোমীয় 1:28 |

II.  দ্বিতীয়ত, ঈশ্বরের আত্মাকে আপনি অস্বীকার করেছিলেন তা আপনি স্মরণ করবেন,
 যোহন 16:8; হোশেয় 4:17 |

III. তৃতীয়ত, আপনি সেই পরিত্রাতাকে স্মরণ করবেন যাকে আপনি অসম্মান করেছিলেন,
যিশাইয় 53:3; লূক 13:24; যিরমিয় 29:13; যোহন 19:34; I করিন্থীয় 15:3; মার্ক 15:39 |