এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|
এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|
যখনই আপনি ডঃ হেইমার্সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |
আদমদ্বয় -বর্তমানে আমাদের মৃতপ্রায় মন্ডলীগুলিতে এইধরনের THE TWO ADAMS – লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র 2016 সালের, 4ঠা ডিসেম্বর, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের ‘‘আর সদাপ্রভু আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও; কিন্তু সদসদ্-জ্ঞানদায়ক যে বৃক্ষ, তাহার ফল ভোজন করিও না, কেননা যে দিন তাহার ফল খাইবে, সেই দিন মরিবেই মরিবে’’ (আদিপুস্তক 2:16-17)| |
ঈশ্বর ভূমির ধূলা থেকে প্রথম মানুষটি তৈরী করেছিলেন| একজন যুবক হয়ে আমি এই কথা কখনো বিশ্বাস করিনি| 1961 সালের সেপ্টেম্বরের চতুর্থ সপ্তাহ পর্যন্ত আমি বিবর্তনবাদ তত্ত্ব বিশ্বাস করতাম| ঐ বছরের 28শে সেপ্টেম্বর হঠাৎ আমার একটা পরিবর্তন হয়েছিল, একটা জীবন-পরিবর্তনকারী মন পরিবর্তন| সেই একটা সপ্তাহে সবকিছু পরিবর্তিত হয়েছিল| সেই পরিবর্তনগুলির মধ্যে সবথেকে গুরুত্ব পূর্ণ ছিল বাইবেলের উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন| সেই মুহূর্তের পর থেকে আমি অনুভব করেছিলাম যে মরমনসের বইএর মতন ভ্রান্ত, কোরানের মতন ভ্রান্ত, সেই বিবর্তনবাদ ছিল একটা ফাঁদ, কেবলমাত্র একটা কল্প-বিজ্ঞান| আমার মন পরিবর্তনে আমার মন ডারউইনের মতবাদের উপরে রক্ষিত বিশ্বাস থেকে সরে এসে বাইবেলের প্রতিটি ইব্রীয় এবং গ্রীক বাক্যের মৌখিক অনুপ্রেরণার প্রতি সম্পূর্ণ সমর্পিত হয়েছিল| এখন আমি নিজের আত্মায় জেনেছি যে ‘‘ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার...নিমিত্ত উপকারী’’ (II তীমথিয় 3:16)| যেহেতু শাস্ত্রের প্রতিটি শব্দ ঈশ্বর নিশ্বসিত ছিল (তিওফনিউস্টোস) ফলে বাইবেলে কোন সম্ভাব্য ত্রুটি ছিল না - কারণ এর প্রত্যেকটি বাক্য - আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত - সেই ব্যক্তিদের দেওয়া হয়েছিল যারা এই পবিত্র বইটি লিখেছিলেন! বাইবেল বলেছে, ‘‘আর সদাপ্রভু মৃত্তিকার ধূলিতে আদমকে [অর্থাৎ মনুষ্যকে] নির্ম্মাণ করিলেন, এবং তাহার নাসিকায় ফুঁ দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন; তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল’’ (আদিপুস্তক 2:7)| তখন আমি জানলাম যে প্রথম মানুষটিকে ঈশ্বর তৈরী করেছিলেন, এবং নিম্নতর জীবন গঠন থেকে অভিব্যক্ত হয়নি| আমি জেনেছিলাম যে মানুষের সৃষ্টির আদিপুস্তকীয় বিবরণ আক্ষরিক অর্থেই ছিল সত্যি আর এও জেনেছিলাম যে বিবর্তনবাদ হল একটা শয়তানীয় মিথ্যা| তারপরে ঈশ্বর মানুষটিকে রেখেছিলেন একটি সুন্দর বাগানে, সব ধরনের পুষ্টিকর এবং সুস্বাদু ফলে পরিপূর্ণ একটি বাগানে| এই সমস্ত স্বাস্থ্যকর গাছ, এবং ফলের অনেকগুলিই এখন আর বিদ্যমান নেই কারণ সেগুলি মহাপ্লাবনে নষ্ট হয়ে গিয়েছে| কিন্তু সেই বাগানের মাঝখানে খুব গুরুত্বপূর্ণ গাছ ছিল - জীবনদায়ক বৃক্ষ এবং সদসদ্ জ্ঞানদায়ক বৃক্ষ| ঈশ্বর আদমকে কেবল একটি নিয়ম পালন করতে দিয়েছিলেন, ‘‘কিন্তু সদসদ্-জ্ঞানদায়ক যে বৃক্ষ, তাহার ফল ভোজন করিও না, কেননা যে দিন তাহার ফল খাইবে, সেই দিন মরিবেই মরিবে’’ (আদিপুস্তক 2:17)| আদিপুস্তক 2:17 পদে ‘‘জ্ঞান’’ শব্দটি এসেছে মূল শব্দ ‘‘yada’’ থেকে| এর অর্থ ‘‘একজন পরিচিত বন্ধুর সঙ্গে, পরিচিত থাকা’’ (স্ট্রং)| যদি তারা সেই নিষিদ্ধ ফলটি গ্রহণ করতো তাহলে তারা এর প্রতি আসক্ত হয়ে পড়তো| একটা বিবাহ বহির্ভূত যৌন অভিজ্ঞতা চিরদিনের জন্য মনে থাকে কারণ যে লোক এটা করে সে এখন এর প্রতি আসক্ত হয়ে পড়েছে| নির্দ্দিষ্ট একটি ড্রাগ ব্যবহার করার একটি বা দুটি অভিজ্ঞতা কোন লোককে একটা অনুভূতি প্রদান করে যা আসক্তির দিকে পরিচালিত হয়| তার অপরাধশূন্যতা চিরকালের মতন অন্তর্হিত হয়| সদসদ্ জ্ঞানদায়ক বৃক্ষের ফল গ্রহণ মানুষের সরলতাকে চিরদিনের মতন ধ্বংস করবে, যার সমাপ্তি প্রথমে হবে আত্মিক মৃত্যুতে এবং সবশেষে দৈহিক মৃত্যুতে| দিয়াবল খুব ভাল করে সেটা জানত| সেই কারণে সে নিষিদ্ধ ফল খেতে মানুষটিকে প্রলোভিত করেছিল| সে জানতো যে মানুষটি তার অপরাধশূন্যতা হারাবে এবং চিরকালের জন্য একজন পাপীতে পরিণত হবে| এই প্রলোভন দেওয়ার ফলে মানুষটির বিবেকবোধ ধ্বংস হয়ে যাবে| সে চিরকালের জন্য পাপীতে পরিণত হবে| যে মুহূর্তে সে নিষিদ্ধ ফলটি খেয়েছিল তার বিবেক মৃত হয়েছিল| সে এখন ঈশ্বরের থেকে লুকিয়ে থাকবে| তার আত্মা হবে ‘‘অপরাধে এবং পাপে মৃত’’ (ইফিষীয় 2:1)| সে হবে ‘‘পাপে মৃত’’ (ইফিষীয় 2:5)| তার একটি জাগতিক মন তৈরী হবে এবং ঈশ্বরকে সে একজন শত্রু হিসাবে দেখবে (রোমীয় 8:7)| সে আত্মিকভাবে মৃত হবে শুধু তাই নয়, তার দেহ বয়ঃপ্রাপ্ত হবে এবং দেহের মৃত্যুতে তা সমাপ্ত হবে| একজন মৃত ব্যক্তি হিসাবে তার পক্ষে সম্ভব নয় ‘‘ঈশ্বরের আত্মিক বিষয়গুলি গ্রহণ করা’’... কারণ এখন ঈশ্বরের সত্য হবে ‘‘তাহার নিকট মূর্খতা’’ (I করিন্থীয় 2:14)| কিন্তু এমনকী আরও খারাপ যে, তার ধ্বংসপ্রাপ্ত স্বভাব এবং আত্মিক মৃত্যু তার সমস্ত বংশধরের দ্বারা, পৃথিবীতে অবস্থানকারী সকলের দ্বারা উত্তরাধিকার সূত্রে অর্জিত হবে, কারণ ‘‘আদমের অনাজ্ঞাবহতা দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল’’ (রোমীয় 5:19; KJV, ESV)| ‘‘অতএব যেমন এক [আদমের] অপরাধ দ্বারা সকল মনুষ্যের কাছে দন্ডাজ্ঞা পর্য্যন্ত ফল উপস্থিত হইল’’ (রোমীয় 5:18)| ‘‘আদমের আদি পাপের অর্থ হইল যে প্রত্যেকে জন্ম হইতেই পাপের সহিত সংযুক্ত হইয়াছে পাপপূর্ণতার চিহ্ন লইয়া...এই অন্তরিক পাপপূর্ণতা সমস্ত প্রকৃত পাপের মূল এবং উৎস; ইহা আদম হইতে আমাদের মধ্যে প্রেরিত [বা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত] হইয়াছে...আমরা পাপ করিতেছি সেই কারণে পাপী হই না, আমরা পাপী হইবার কারণেই পাপ করিতেছি, পাপের ক্রীতদাসত্ব করিবার স্বভাব লইয়া জন্মগ্রহণ করিয়াছি’’ (The Reformation Study Bible; note on page 781)| ‘‘মনুষ্য...পাপে মৃত তাই নিজ শক্তি দ্বারা নিজেকে পরিত্রাণ করিতে পারে না’’ (Westminster Confession, IX, 3)| আদমের পাপ তার সমস্ত সন্তানসন্ততিদের মধ্যে (সমগ্র মানবজাতির মধ্যে) প্রেরণ করা হয়েছিল| এই সত্যটি প্রমাণিত হয়েছে| এটা সেই সত্য ঘটনা দ্বারা প্রমাণিত যে আদমের প্রথম পুত্র ছিলেন কয়িন, যিনি তার নিজের ভাইকে হত্যা করেছিলেন (আদিপুস্তক 4:8 দেখুন)| তাহলে আপনি হলেন আদমের এক সন্তান| স্বভাবগতভাবেই আপনি হলেন একজন পাপী| আপনি যা করেন বা বলেন তার কিছুই আপনাকে উদ্দ্বার করতে পারে না| আপনি যাই করুন সেটা আপনাকে পরিত্রাণ পেতে সাহায্য করে না| স্বভাবগতভাবেই আপনি হলেন একজন পাপী| মন্ডলীতে আসা আপনাকে উদ্দ্বার করবে না| আপনার প্রার্থনা আপনাকে উদ্ধার করবে না| আপনি যতটা ভাল হতে পারেন তা হওয়া আপনাকে উদ্ধার করতে পারে না| কোন কিছুই নয় - আমি আবার বলি - কোন কিছুই নয় যা আপনি করেন বা বলেন তা আপনাকে উদ্ধার করতে পারে না| আপনি হলেন এক হারানো পাপী| এখনও অবধি আমার জানা নিকৃষ্টতম পাপীদের কয়েকজন হলেন প্রচারকেরা - সেই মানুষেরা যারা রোজ বাইবেল অধ্যয়ণ করেন| এখনও অবধি আমার জানা সবচেয়ে অবাধ্য পাপীদের কয়েকজন, খ্রীষ্ট বিশ্বাসী পিতামাতার থেকে জন্ম নিয়েছিলেন, কিন্তু তারা বিদ্রোহী হবেন বলেই বড় হয়েছিলেন, ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহী হতে, খ্রীষ্টের বিরুদ্ধে বিদ্রোহী হতে, তাদের পিতামাতার প্রতি বিদ্রোহী হতে আর মন্ডলীতে যা কিছু তারা শিখেছেন তার বিরুদ্ধে বিদ্রোহী হতে| হতে পারে তারা ভাল বাইবেল জানেন, কিন্তু তারা এর বিরুদ্ধে বিদ্রোহ করেন| তারা সেই পালকের বিরুদ্ধে বিদ্রোহ করেন যিনি বাইবেল প্রচার করেন| তারা বিদ্রোহ করেন কারণ তাদের হৃদয়ে তারা সত্যকে ঘৃণা করেন| আমি জানি সেই ‘‘মন্ডলীর সন্তান’’দের যারা দিয়াবলের মতনই শয়তান| মন্ডলীতে লালিত হওয়া মেয়েদের যারা তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য যুবকদের প্রলুব্ধ করেছে| গত রবিবারে তারা গান গেয়েছে যেন তারা সকলে ছিল ছোট্ট পরী, যখন আসলে তারা ছিল ঘৃণাযোগ্য পাপী| আমি জেনেছি সেই ‘‘মন্ডলীর সন্তান’’দের যারা ছিলেন সেই যুবকেরা যারা ঐ সব মেয়েদের সঙ্গে যৌন সংসর্গ করেছেন এবং তারপরে অপেক্ষাকৃত ছোটদের সামনে তাদের সেই পাপের কথা দম্ভভরে প্রকাশ করেন, যার ফলে ছোট ছোট ছেলেদের মনে সেগুলি গাঁথা হয়ে যায় যা তাদের নষ্ট করতে পারে| আপনি বলছেন, ‘‘আমি কখনও ঐরকম করিনি!’’ কিন্তু ঐরকম করার কথা আপনি ভেবেছিলেন| আপনি নিজের মনের ভিতরে নোংরা কাজ করেছিলেন, করেননি? যীশু বলেছেন যে সেটাই পাপ করার মতন যথেষ্ট! আপনি বলছেন আপনি ঈশ্বরকে ভালবাসেন, কিন্তু আপনি কি তাঁর বাধ্য? আপনি কি আপনার সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালবাসেন? আপনি কি প্রতিদিন বাইবেল পাঠ করতে ভালবাসেন? আপনি কি প্রত্যেকদিন প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটাতে ভালবাসেন? নাকি আপনি আপনার অবসর সময় কাটান ভিডিও গেম খেলে বা টিভিতে খেলা দেখে - কখনও সেই সময়টা প্রার্থনা করে বা বাইবেল পাঠ করে কাটানোর কথা ভাবেন না? আমি বলছি যে এটাতে বোঝা যাচ্ছে আপনি ঈশ্বরকে ভালবাসেন না - প্রকৃতপক্ষে না - আপনি শুধু ঈশ্বরকে ভালবাসার কথা বলেন| কিন্তু প্রকৃতপক্ষে আপনি ঈশ্বরকে অবজ্ঞা করেন| আপনি প্রকৃতপক্ষে ভালবাসেন একমাত্র নিজেকে| চিন্তা করুন! সেটাই কি সত্যি নয়? আপনি কি বাস্তবিকই একজন পাপী নন যিনি ঈশ্বরকে অবজ্ঞা করেন? আপনি কি পালকের ভয়ে ভীত নন? আপনি আমাকে ভয় পাচ্ছেন কেন? এটা নয় কি কারণ যে আমি আপনাকে ঈশ্বর এবং পাপের বিষয়ে ভাবিয়ে তুলি? এটাই নয় কি যে কেন আপনি আমার ভয়ে ভীত? কিভাবে ডেট্ করতে হয় এই বিষয়ে জন্ কেগানের ধর্ম্মোপদেশ কি আপনি সত্যি সত্যিই পছন্দ করেননি? আপনি সোজা হয়ে বসেছিলেন এবং গভীরভাবে তা শুনেছিলেন| আপনি সেরকম করেন না যখন আমি পাপ, মুক্তি এবং খ্রীষ্টের বিষয়ে প্রচার করি! খ্রীষ্টের বিষয়ে - আপনাকে পাপ থেকে রক্ষা করতে ক্রুশের উপরে তার মৃত্যুবরণ করার বিষয়ে আমার প্রচার শোনার চাইতে মনে হয় কারোর সঙ্গে ডেটিং করার চিন্তা আপনার কাছে অনেক বেশি আকর্ষণীয়| যদি এটা সেইরকম হয়, এবং আপনি জানেন যে আমি ঠিক বলছি, তাহলে এটা প্রমাণ করছে আপনার হৃদয়ে খ্রীষ্টের জন্য প্রকৃত ভালবাসা না নিয়ে আপনি একজন বিদ্রোহী পাপী| এটা স্বীকার করুন| আপনাকে স্বীকার এবং অনুভব করতে হবে যে আপনি একজন হারানো পাপী| আপনাকে এটা স্বীকার করতে হবে এচাড়া আপনার সেখানে আপনার কোন আশা নেই| আপনার জন্য আদৌ কোন আশা নেই! ‘‘যে আপনার অধর্ম্ম সকল ঢাকে, সে কৃতকার্য্য হইবে না; কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে, সে করুণা পাইবে’’ (হিতোপদেশ 28:13)| এখন আপনার পাপপূর্ণ হৃদয়ের গভীরের সমস্ত পাপাচার স্বীকার করুন, নয়তো আপনি অগ্নিহ্রদে চিরটাকাল কাটাবেন! এটাই সত্যি কথা| একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতন আমি আপনার সঙ্গে কথা বলছি| এটা মিষ্টি লিট্ল সানডে স্কুলের পাঠ নয়| এটা জোয়েল অস্টিনের ছোট্ট মধুর কথাবার্তা নয়| এটা জন্ ম্যাকআর্থারের পদ ধরে ধরে ব্যাখ্যা করা নয়| আপনাকে জাগানোর জন্য এটা একটা পুরানো ঢঙের সুন্দর ধর্ম্মোপদেশ| এটা প্রাচীন বিদ্যালয়ের একটা সুসমাচার প্রচারমূলক ধর্ম্মোপদেশ| এটা একটা ধর্ম্মোপদেশ যা ঈশ্বর ব্যবহার করতে পারেন আপনাকে সেই সত্যের প্রতি জাগ্রত করতে যে আপনার একটি পাপপূর্ণ হৃদয় আছে, একটা হৃদয় যা পাপে মৃত| প্রত্যেক প্রচারকের যেভাবে কথা বলা উচিৎ আমি সেভাবেই আপনার সঙ্গে কথা বলছি| আমি আপনার কাছে টাকা চাইছি না! আপনার টাকা নরকে যাক| আমি আপনার আত্মাকে চাইছি| আপনি যীশুর দ্বারা পরিত্রাণ পেয়েছেন আমি সেটা দেখতে চাই| আমি দেখতে চাই যীশু আপনার পাপপূর্ণ হৃদয়ের পরিবর্তন করেছেন, এটা বদলে দিয়েছেন এবং খ্রীষ্টের রক্তের দ্বারা একে শুচি করাচ্ছেন| সেটাই আমি চাই| এখন আপনি যা আছেন সেইরকম কপটাচারী থাকার পরিবর্তে আমি দেখতে চাই যে আপনি একজন সুখী খ্রীষ্ট বিশ্বাসীতে পরিবর্তিত হয়েছেন! একজন কপটাচারী হলেন সেই ব্যক্তি যিনি খ্রীষ্ট বিশ্বাসীর মতন দেখতে হন, কিন্তু তার অন্তরে একটা হৃদয় রয়েছে ‘‘মরা মানুষের অস্থি ও সর্ব্বপ্রকার অশুচিতায় ভরা...তদ্রূপ তোমরাও বাহিরে লোকদের কাছে ধার্ম্মিক বলিয়া দেখাইয়া থাক, কিন্তু ভিতরে তোমরা কাপট্য ও অধর্ম্মে পরিপূর্ণ’’ (মথি 23:27, 28)| এবং যেভাবে আপনি আছেন আপনি সেটাই পছন্দ করেন| আপনার হৃদয় এতই পাপপূর্ণ যে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন নিজেকে একজন খ্রীষ্ট বিশ্বাসীর মতন দেখাতে - কিন্তু আপনার হৃদয়ের প্রতি দেখুন! আপনার হৃদয় পাপাচার, কামনা এবং অবিশ্বাসে পরিপূর্ণ| কয়িনের হৃদয় যেমন ছিল আপনার হৃদয় তেমনই বিদ্রোহী| আদিপুস্তক 5:1, 3 পদগুলি প্রমাণ করে যে আদমের পাপ সমগ্র মানবজাতিকে ধ্বংস করেছিল| সেই কারণে আপনার হৃদয় পাপে মৃত| আদিপুস্তক 5:1 পদে আমরা দেখছি ‘‘যে দিন ঈশ্বর মনুষ্যের সৃষ্টি করিলেন, সেই দিনে ঈশ্বরের সাদৃশ্যেই তাঁহাকে নির্ম্মাণ করিলেন’’ (আদিপুস্তক 5:1)| কিন্তু আদম বিদ্রোহ করেছিলেন এবং পাপ করে তার অপরাধশূন্যতাকে দূরে সরিয়েছিলেন| তারপরে আমরা পড়ছি যে আদম ‘‘আপনার সাদৃশ্যে ও প্রতিমূর্ত্তিতে পুত্রের জন্ম দিলেন’’ (আদিপুস্তক 5:3)| যখন আদম অপরাধশূন্য ছিলেন এটা বলা হত যে ঈশ্বরের প্রতিমূর্ত্তিতে তাকে সৃষ্টি করা হয়েছিল - ঈশ্বরের মতই অপরাধশূন্য! কিন্তু পাপ করার পরে তিনি পিতা হয়েছিলেন ‘‘পুত্র আপনার সাদৃশ্যে’’ - পাপে দোষী, স্বভাবগতভাবে এক পাপী! (আদিপুস্তক 5:3)| এবং সেটাই হল সাদৃশ্য যা নিয়ে আপনি জন্মেছিলেন - আপনি স্বভাবগতভাবেই হচ্ছেন এক পাপী আদমের মতন যখন তিনি বিদ্রোহ করেছিলেন| আপনি হলেন স্বভাবগত পাপী| আপনার পিতামাতা স্বভাবগত পাপী| বিদ্যালয়ে বা কর্মস্থানে যাদের জানেন তাদের প্রত্যেকেই হলেন স্বভাবগত পাপী| সংশোধনের অযোগ্য পাপী যারা তাদের মন্দ হৃদয় পরিবর্তন করার জন্য একটাও কিছু করতে পারেন না| ‘‘কি?’’ আপনি বলেন, ‘‘আমার মায়ের হৃদয় পাপপূর্ণ?’’ হ্যাঁ! তার হৃদয় সেইরকমই বিদ্রোহী এবং পাপপূর্ণ যেমন তোমার, অথবা আদমের অন্য কোন সন্তানসন্ততিদের হৃদয়| সমগ্র মানবজাতি ধ্বংস হয়েছিল, এবং সকলের মৃত্যু হয়েছিল| এগুলি সবই হয়েছিল আদমের পাপের কারণে| লক্ষ করুন, তাকে সতর্ক করা হয়েছিল| লক্ষ করুন, তার অবাধ্য হওয়ার কোন কারণ ছিল না| লক্ষ করুন, তিনি ভালভাবে জানতেন যে তিনি মারা যাবেন এবং অন্য যেসব লোক যারা কখনও জন্মগ্রহণ করবেন তাদের প্রত্যেককেই ধ্বংস করবেন| লক্ষ করুন, আদম, যিনি ঐরকম নিষ্পাপ এক মানুষ ছিলেন - তিনিও পাপের দ্বারা রূপান্তরিত হয়ে অস্বাভাবিক মানুষে পরিণত হয়েছিলেন! প্রত্যেকটি বিবেকবান ব্যক্তি হিটলারকে ঘৃণা করেন কারণ তিনি ছয় মিলিয়ন যিহুদী হত্যা করেছিলেন| কিন্তু আদমের সঙ্গে তার তুলনা করা হলে দেখা যায় তিনি স্বর্গদূতের মতনই নিষ্পাপ ছিলেন| হিটলার ছয় মিলিয়ন লোক হত্যা করেছিলেন| কিন্তু আদম সমগ্র মানব জাতিকে হত্যা করেছিলেন! বিলিয়নের পর বিলিয়ন লোককে! আদম আপনার হৃদয় ধ্বংস করেছে| আদম আপনাকে একজন মন্ডলীতে গমনকারী কপটাচারী তৈরী করেছেন - তিনি আপনাকে একজন কপটাচারী বানিয়েছেন যে নিজের হৃদয় পরিবর্তন করতে পারে না - নরকগামী এক ভন্ড, এবং যে তার উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত স্বভাবের কারণে এবং একমাত্র ব্যক্তি যিনি তাকে রক্ষা করতে পারতেন - সেই যীশু, সেই সর্বশেষ আদমকে প্রত্যাখ্যান করার কারণে, সেইখানে যাওয়ার যোগ্য| প্রথম আদম আপনাকে দিয়েছিলেন একটি বিদ্রোহী এবং পাপপূর্ণ হৃদয়| সর্বশেষ আদম, খ্রীষ্ট, হলেন এক এবং একমাত্র ব্যক্তি যিনি আপনাকে একটি নূতন হৃদয় দিতে পারেন| একমাত্র খ্রীষ্ট পারেন আপনার পাথুরে হৃদয় দূরে সরিয়ে নিতে এবং বলেন ‘‘আমি তোমাদিগকে মাংসময় হৃদয় দিব’’ (যিহিষ্কেল 36:26)| এটাই হল পুনঃসৃষ্টি| এটাই হল পুনঃজন্ম| এখন আমরা কঠিন অংশে আসব| কিভাবে একজন লোক যারা তাদের হৃদয় পরিবর্তন করতে পারেন না কখনো উদ্ধারপ্রাপ্ত হয়েছেন? আপনাকে অবশ্যই পুনঃসৃষ্ট হতে হবে| পুনঃসৃষ্টি হচ্ছে একটা অতীব গুরুত্বপূর্ণ মতবাদ| আমি প্রচারকদের এখন এই বিষয়ে প্রচার করতে শুনি না| আশ্চর্য্যের কিছু নেই যে আমাদের মন্ডলীগুলির এখন মৃত্যু ঘটছে! ‘‘পুনঃসৃষ্টি’’ শব্দটি সম্পর্কস্থাপন করে ঈশ্বরের একটি ক্রিয়ার সঙ্গে যা হৃদয়ের পরিবর্তন ঘটায় এবং একে মৃত্যু থেকে জীবনে রূপান্তরিত করে| খ্রীষ্ট বলেছেন পুনঃসৃষ্ট হওয়া, ‘‘পুনরায় জন্ম হওয়া’’ একটা আত্মিক রূপান্তর, পবিত্র আত্মার একটি ক্রিয়ার দ্বারা নতুন হৃদয় সৃষ্টি করা, একটি ক্রিয়া যাতে একজন ব্যক্তি আদমের পুত্র থেকে ঈশ্বরের পুত্রে রূপান্তরিত হন| পুনঃসৃষ্টি হল ঈশ্বরের একাকী করা একটি ক্রিয়া, একটি ক্রিয়া যাতে তিনি, আদমের থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত, মৃত হৃদয়কে আবার জীবিত করান| নূতন জন্মের প্রয়োজন রয়েছে কারণ আপনি পুনঃসৃষ্ট হওয়ার আগে আপনার হৃদয় মৃত অবস্থায় রয়েছে| এখন অবধি যে সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য আমি একজন যুবকের থেকে পড়েছি তা হল জন্ কেগানের সাক্ষ্য| এটা এতটাই সঠিক যে যিনি এটা পড়েছিলেন এমন একজন লোক আমাকে বলেছিলেন এটা একটি পনের-বছর-বয়সী ছেলের লেখা হতে পারে না| এই লোকটি আমাকে দোষারোপ করে বলেছিলেন হয় এটা আমি নিজে লিখেছি, অথবা কমপক্ষে এটা সংশোধন করেছি এবং এতে কিছু যোগ করেছি| কিন্তু জন্ স্বয়ং এই মঞ্চে আমার সঙ্গে বসে রয়েছেন| তিনি আপনাকে নিশ্চিত করতে পারেন যে না আমি - না তার পিতা ডঃ কেগান, কেউই এটা লিখিনি অথবা কোনভাবে এর কোন পরিবর্তন করিনি| আমাদের মধ্যে এমন লোক আছেন যারা এটা শুধু পাঠ করে অথবা কেউ এটা পড়ছেন তা শুনেই পরিত্রাণ লাভ করেছেন| প্রথম আদমের মধ্যে মানব হৃদয়ের মৃত্যুকে অবশ্যই বিপরীতমুখী করতে হবে, সর্বশেষ আদম, খ্রীষ্টের দ্বারা একে অবশ্যই জীবিত করতে হবে| প্রেরিত পৌলের দ্বারা এটা খুব পরিস্কার করে বলা হয়েছে, ‘‘অতএব যেমন এক [আদমের] অপরাধ দ্বারা সকল মনুষ্যের কাছে দন্ডাজ্ঞা পর্য্যন্ত ফল উপস্থিত হইল, তেমনি ধার্ম্মিকতার [খ্রীষ্টের] একটি কার্য্যের...কারণ যেমন সেই এক মনুষ্যের [আদমের] অনাজ্ঞাবহতার দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল, তেমনি সেই আর এক ব্যক্তির [খ্রীষ্টের] আজ্ঞাবহতা দ্বারা অনেককে ধার্ম্মিক বলিয়া ধরা হইবে’’ (রোমীয় 5:18, 19)| আবার, প্রেরিত আদম এবং খ্রীষ্টের মধ্যে তুলনামূলক বৈষম্য প্রদর্শন করেছেন, ‘‘প্রথম ‘‘মনুষ্য’’ আদম ‘‘সজীব প্রাণী হইল;’’ শেষ আদম [খ্রীষ্ট] জীবনদায়ক আত্মা হইলেন’’ (I করিন্থীয় 15:45)| একমাত্র খ্রীষ্ট (সেই শেষ আদম) পাপীর মৃত হৃদয়ে জীবন ফেরাতে পারেন| খ্রীষ্ট পাপের ক্রীতদাসত্ব করা হৃদয়কে একটি নূতন হৃদয়ে বদলে দেন, একটা হৃদয় যা ঈশ্বরকে ভালবাসে| এই কাজ তখনি শুরু হয় যখন ঈশ্বরের আত্মা আপনার পাপপূর্ণ হৃদয়ের জন্য আপনাকে দোষী সাব্যস্ত করে (যোহন 16:8)| তারপরে ঈশ্বরের আত্মা আপনার প্রতি খ্রীষ্টকে প্রকাশ করেন (যোহন 16:14, 15)| শেষপর্য্যন্ত ঈশ্বর আপনাকে খ্রীষ্টের প্রতি আকর্ষণ করেন (যোহন 6:44)| পুনঃসৃষ্টির সেই তিনটি ধাপ জন্ কেগানের সাক্ষ্যে দেখানো হয়েছে| প্রথম অনুচ্ছেদে জন্ আদমের থেকে উত্তরাধিকারসূত্রে তার পাওয়া মন্দ হৃদয়ের বিষয়ে বলেছেন| দ্বিতীয় অনুচ্ছেদে, জন্ বলেছেন কিভাবে ঈশ্বর তাকে এত প্রবলভাবে অনুতপ্ত করিয়েছিলেন যাতে তিনি সেটার দ্বারা যন্ত্রণাগ্রস্ত হয়ে পড়েছিলেন| তিনি বলেছেন, ‘‘আমি নিজেকে, নিজের পাপকে এবং ইহা আমাকে কিরূপ অনুভব করাইত তাহার সবই ঘৃণা করিতে শুরু করিয়াছিলাম|’’ তৃতীয় অনুচ্ছেদে জন্ বলছেন কিভাবে তার পাপপূর্ণ হৃদয় আমার প্রচারকে ঘৃণা করেছিল, সেই বিষয়ে এবং তার খ্রীষ্টের প্রত্যাখ্যান করার বিষয়ে| এটা ছিল তার পাপপূর্ণ হৃদয় এবং ঈশ্বরের মধ্যেকার একটি দানবিক সংগ্রাম, এবং খ্রীষ্টের কাছে তার আসবার অক্ষমতা| চতুর্থ অনুচ্ছেদে জন্ আমাদের বলছেন পাপ থেকে তাকে উদ্ধার করার জন্য ক্রুশের উপরে খ্রীষ্টের দুঃখভোগের বিষয়ে তার নিজের চিন্তার কথা| এই চিন্তাভাবনা তার একগুঁয়ে ইচ্ছাকে ভগ্ন করেছিল এবং তিনি শেষপর্য্যন্ত খ্রীষ্টে বিশ্রাম নিয়েছিলেন| চূড়ান্তভাবে, তার মন পরিবর্তনের শেষে জন্ বলেছেন, ‘‘খ্রীষ্ট আমার জন্য তাঁর জীবন দিয়াছেন এবং এই কারণে আমি আমার সর্ব্বস্ব তাঁহাকে দিই...কারণ তিনি আমাকে পরিবর্তন করিয়াছেন|’’ আপনি বাজি ধরুন! তিনি এক নোংরা কিশোর ছিলেন! কিন্তু এখন তিনি ঈশ্বরের মানুষ! সামনের মাসে জন্ কেগান একজন ব্যাপটিষ্ট মিনিস্টার হওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়ার জন্য একটি থিয়োলজিক্যাল সেমিনারিতে যোগদান করবেন| আপনি যাই হোন না কেন - আপনার মৃত হৃদয় সমেত, আপনি হচ্ছেন একজন হারানো পাপী, হৃদয় মৃত কারণ আপনি আদমের পাপের শৃঙ্খলে বাঁধা রয়েছেন| যদি আপনি সেইরকম হন, যীশু খ্রীষ্টই আপনার একমাত্র আশা - কারণ একমাত্র তিনিই ‘‘পারেন বাতিলকৃত পাপের ক্ষমতা নষ্ট করতে এবং বন্দিকে মুক্ত করতে’’ যেমন চার্লস ওয়েস্লী বলেছেন| আপনার হৃদয় পরিবর্তন করার এবং তাঁর নিজের রক্তের দ্বারা তা শুচি করার ক্ষমতা সেখানে খ্রীষ্টের মধ্যে রয়েছে| তাঁকে বিশ্বাস করুন এবং তিনি আপনাকে উদ্ধার করবেন| যীশুর দ্বারা পাপ থেকে মুক্তি লাভ করার বিষয়ে যদি আপনি আমাদের সঙ্গে কথা বলতে চান, তাহলে অনুগ্রহ করে আসুন এবং ডঃ কেগান, জন্ কেগান, এবং আমার সঙ্গে কথা বলুন| আপনি আসুন এবং যখন মিঃ গ্রিফিথ "যীশুতে" গানটির তিনটি স্তবকই দুবার করে গাইছেন, তখন আমাদের সঙ্গে কথা বলুন| আমার সহস্র চেষ্টা বৃথা হইয়াছে যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন| (সংবাদের পরিসমাপ্তি) আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ নোহ সং: রোমীয় 5:17-19 | |