Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




তোমরা কেমন করিয়া বিচারে নরকদন্ড এড়াইবে ?

HOW CAN YOU ESCAPE
THE DAMNATION OF HELL?
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হেইমার্স, জুনিয়র
by Dr. R. L. Hymers, Jr.

2016 সালের, 8ই মে, প্রভুর দিনের সকালবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Morning, May 8, 2016

‘‘তোমরা কেমন করিয়া বিচারে নরকদন্ড এড়াইবে?’’ (মথি 23:33)|


আমি খ্রীষ্টীয় পরিবারে প্রতিপালিত হইনি| শিশু হিসাবে আমি অনেকবার নিজেই ক্যাথলিক জমায়েতে যেতাম| কিন্তু যখন আমার বয়্স তের বছর হয়েছিল তখন আমাকে প্রতিবেশীদের দ্বারা একটি ব্যাপটিষ্ট মন্ডলীতে নিয়ে যাওয়া হয়েছিল| সেটা অনেকদিন আগের কথা, সেই 1954 সালে| অতদিন আগে প্রচারকরা, এমনকী বিখ্যাত সমস্ত প্রচারকরা নরকের বিষয়ে বলছেন, সেটা শোনা খুব স্বাভাবিক ব্যাপার ছিল| ডঃ ডব্লিউ. এ. ক্রিস্ওয়েল, ডঃ আর. জি. লি, এবং ডঃ বিলি গ্রাহামের মতন বহু বিখ্যাত সাউদার্ণ ব্যাপটিষ্ট প্রচারকরা, আমার যুবা বয়সের সেই সব দিনে, নরকের অনন্ত দন্ডের বিষয়ে অগ্নিসদৃশ ধর্ম্মোপদেশ প্রচার করতেন|

কিন্তু সেটা ছিল প্রায় ষাট বছরেরও বেশি আগেকার কথা! বর্তমানে আমি একজন প্রচারককেও জানি না যিনি নরকের বিষয়ে লোকদের সাবধান করে, শক্তিশালী ধর্ম্মোপদেশ প্রচার করেন| বাস্তবিক পক্ষে তাদের মধ্যে কেউ কদাচিৎ কখনো প্রচার করেন| ওহ, তারা একে প্রচার বলছে! কিন্তু তারা ভুল বলছে! তারা এখন যা করছেন তা হলো একটি ছোট্ট বক্তৃতা দিচ্ছেন যাকে তারা বলছেন ‘‘ব্যাখ্যামূলক’’ ধর্ম্মোপদেশ| সেগুলি ব্যাখ্যামূলক - কিন্তু সেগুলি প্রচার নয়| তাদের গলার স্বরে কোন করুণ রস অথবা আবেগ থাকে না| তারা শুধু আলাপচারীতার সুরে, শাস্ত্রের পদগুলির একটার পর আর একটা, অলসভাবে ব্যাখ্যা করে যান| কিন্তু আমি কখনো স্বর্গের বিষয়েও শক্তিশালী কোন প্রচার শুনিনি! এবং আমি প্রায়শ্চিত্তের উপরে, ক্রুশের উপরে, রক্তের উপরে কোন প্রচার, বা অন্য মতবাদ-সংক্রান্ত কোন শক্তিশালী প্রচার কখনও শুনিনি| বর্তমানে প্রচারে দূর্ভিক্ষ চলছে| আপনাদের আত্মার অনন্ত ভবিষ্যৎ সম্বন্ধে যারা প্রকৃতই উদ্বিগ্ন সেই সমস্ত মানুষের কাছ থেকে আপনাদের প্রজন্ম কখনও শোনেনি দৃঢ়, আবেগপূর্ণ শক্তিশালী কোন প্রচার|

রবার্ট ম্যুরে ম্যাকসাইনী যখন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মারা যান তখন তিনি মাত্র উনত্রিশ বছরের ছিলেন| কিন্তু কি অসাধারন এক প্রচারক ছিলেন তিনি! যদিও তিনি 1843 সালে মারা গিয়েছিলেন, তবুও লোকে তার প্রচারের কথা এখনও বলে| তিনি 23 বছর বয়সে প্রচার করা শুরু করেছিলেন, এবং 29 বছর বয়সে তিনি মারা যান| কেন তারা এখনও তার কথা স্মরণ করে? রবার্ট ম্যাকসাইনী মাত্র ছয় বছর প্রচার করেছিলেন, কিন্তু খুব অল্প সংখ্যক প্রচারকই তাদের প্রজন্মের মধ্যে ঐরকমের প্রভাব বিস্তার করতে পেরেছিলেন যা তিনি করেছিলেন| ইংরাজি বলা জগতের প্রচারকদের প্রত্যেকেই তার নাম জানেন কারণ ঈশ্বর তার মন্ডলীতে প্রকৃত উদ্দীপনার শক্তিশালী তরঙ্গ প্রেরণ করেছিলেন| তার সেই গোপন রহস্যটি কি ছিল? এই যুবক ছিলেন পবিত্র আত্মার উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল, গভীর প্রার্থনার মানুষ| তিনি প্রার্থনা করতেন, ‘‘প্রভু, একজন পরিত্রাত পাপী যেমন হইতে পারে সেরূপ আমাকে পবিত্র করুন|’’ তার প্রচার শুনেছিলেন এমন একজন সুসমাচার প্রচারক বলেছিলেন, ‘‘তিনি তাহার ললাটে অনন্তকালীন সীলমোহরসহ প্রচার করিয়াছিলেন| আমি কম্পিত হইয়াছিলাম, এবং কখনও অনুভব করি নাই যে ঈশ্বর এত নিকটে|’’

ওহ, কিভাবে আমি প্রার্থনা করব যে ঈশ্বর আজকের দিনে যুবকদের জাগ্রত করবেন রবার্ট ম্যুরে ম্যাকসাইনীর মতন ‘‘তাদের ললাটে অনন্তকালীন সীলমোহরসহ’’ প্রচার করতে!!! আজ সকালে আমি আপনাদের বলতে চলেছি ম্যাকসাইনীর বিখ্যাত ধর্ম্মোপদেশ ‘‘অনন্তকালীন দন্ড’’র থেকে কিছু উদ্ধৃতাংশ| যীশুকে বিশ্বাস করার প্রতি এটি আপনাকে পরিচালিত করুক এবং আগত ক্রোধ থেকে মুক্ত করুক!

এই ধর্ম্মোপদেশের জন্য আমি ম্যাকসাইনীর ব্যবহৃত পাঠ্যাংশের থেকে আলাদা একটি পাঠ্যাংশ ব্যবহার করছি, কিন্তু এটাও সেই একই বার্তা বহন করছে,

‘‘তোমরা কেমন করিয়া বিচারে নরকদন্ড এড়াইবে?’’ (মথি 23:33)|

ফরিসীদের বিরুদ্ধে দেওয়া খ্রীষ্টের মহান ধর্ম্মোপদেশ থেকে এই পাঠ্যাংশটি নেওয়া হয়েছে| আমাদের সদাপ্রভুর সময়ে তারা ছিলেন বাইবেল শিক্ষক| তিনি তাদের কপট বলতেন (23:14)| তিনি তাদের বলতেন ‘‘মূঢ় এবং অন্ধ’’ (23:17)| তিনি বলতেন, ‘‘সর্পেরা, কালসর্পের বংশেরা, তোমরা কেমন করিয়া বিচারে নরকদন্ড এড়াইবে?’’

I. প্রথমত, বাইবেলের সেই মানুষদের কথা শুনুন যারা নরকের বিষয়ে বলেছেন |

দাউদ ঈশ্বরের একজন মনের মতন মানুষ ছিলেন| মানুষ এবং ঈশ্বরের প্রতি ভালবাসায় তিনি পরিপূর্ণ ছিলেন| শুনুন যে তিনি নরকের বিষয়ে তাদেরকে কি বলছেন যারা খ্রীষ্টকে বিশ্বাস করতে অস্বীকার করেছিলেন| দাউদ বলেছিলেন,

‘‘দুষ্টেরা পাতালে ফিরিয়া যাইবে, যে জাতিরা ঈশ্বরকে ভুলিয়া যায় তাহারাও যাইবে’’ (গীতসংহিতা 9:17)|

এবং দাউদ বলেছিলেন,

‘‘তিনি [ঈশ্বর] দুষ্টদের উপরে পাঁশ বর্ষণ করিবেন, অগ্নি, গন্ধক ও উত্তপ্ত বায়ু’’ (গীতসংহিতা 11:6)|

প্রেরিত পৌল খ্রীষ্টের ভালবাসা দ্বারা পরিপূর্ণ ছিলেন, এবং পাপীদের জন্যে তার অগাধ ভালবাসা ছিল| পৌল কখনও ‘‘নরক’’ শব্দটির উল্লেখ করেননি| এতে মনে হয় যেন তার উল্লেখ করার পক্ষে এটা খুব ভয়ঙ্কর একটা শব্দ ছিল| তবুও তিনি কি বলেছিলেন সেটা শুনুন,

‘‘ক্লেশ পাইতেছ যে তোমরা, তোমাদিগকে আমাদের সহিত বিশ্রাম দিবেন, [ইহা তখনই হইবে] যখন প্রভু যীশু স্বর্গ হইতে আপনার পরাক্রমের দূতগণের সহিত জ্বলন্ত অগ্নিবেষ্টনে প্রকাশিত হইবেন, এবং যাহারা ঈশ্বরকে জানে না ও যাহারা আমাদের প্রভু যীশুর সুসমাচারের আজ্ঞাবহ হয় না, তাহাদিগকে সমুচিত দন্ড দিবেন| তাহারা প্রভুর মুখ হইতে ও তাঁহার শক্তির প্রতাপ হইতে অনন্তকালস্থায়ী বিনাশরূপ দন্ড ভোগ করিবে’’ (II থিষলনীকীয় 1:7-9)|

খ্রীষ্টের প্রিয় শিষ্য, যোহন ছিলেন ভালবাসায় পরিপূর্ণ এক মানুষ| তবুও তিনি নরকের বিষয়ে বলেছিলেন| সাতবার তিনি নরককে ‘‘পাতাল’’ বলে অভিহিত করেছেন - সেই গর্তে হারানো পাপীরা অনন্তকালের জন্য নিমজ্জিত হবেন| যোহন নরককে বলেছেন ‘‘অগ্নিময় হ্রদ’’ (প্রকাশিত বাক্য 20:14)| বাইবেলে একে প্রায় সময়েই ‘‘নরক’’ বলে উল্লেখ করা হয়েছে| কিন্তু একে ‘‘অগ্নিময় হ্রদ’’ নামে অভিহিত করাটা যোহনের প্রতি ছেড়ে দেওয়া হয়েছিল|

প্রভু যীশু স্বয়ং| তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছিলেন, এবং ‘‘ঈশ্বর হলেন প্রেম|’’ তাঁর সমস্ত সেবাকাজ পাপীদের প্রতি তাঁর ভালবাসা প্রদর্শন করে - তবুও তিনি নরকের সম্বন্ধে বলেছিলেন| প্রভু যীশু খ্রীষ্টের কথা শুনুন| তিনি বলেছিলেন,

‘‘সর্পেরা, কালসর্পের বংশেরা, তোমরা কেমন করিয়া বিচারে নরকদন্ড এড়াইবে?’’ (মথি 23:33)|

আবার, খ্রীষ্ট বলেছিলেন,

‘‘আমার নিকট হইতে দূর হও, তোমরা অভিশাপগ্রস্ত, অনন্ত অগ্নি প্রস্তুত’’ (মথি 25:41)|

আবার, খ্রীষ্ট বলেছেন,

‘‘যে অবিশ্বাস করে তাহার দন্ডাজ্ঞা করা যাইবে’’ (মার্ক 16:16)|

ঐ সমস্ত বাক্যগুলির চাইতে সরলতর আর কোন কিছু কি হয় যা যীশুর ঠোঁট থেকে উচ্চারিত হতে পারে?

II. দ্বিতীয়ত, দাউদ, এবং পৌল, এবং যোহন ও যীশু এত সহজভাবে নরকের বিষয়ে কেন বলেছিলেন ?

কারণ এটা সত্যি| যীশু বলেছিলেন, ‘‘যদি ইহা এমন না হত, তবে আমি তোমাদের বলিতাম|’’ যখন যীশু পৃথিবীতে এসেছিলেন, তিনি প্রেমের সঙ্গে এসেছিলেন| এটা সেই ভালবাসার ফলস্বরূপ যে যীশু এসেছিলেন নরকের বিষয়ে হারানো পাপীদের সতর্ক করতে| এটা সেই ভালবাসার ফলস্বরূপ যে তিনি হারানো পাপীদের বলেছিলেন যে তিনি তাদের পরিত্রাণ করতে এসেছেন যাতে তারা নরকের আগুন এড়াতে পারে| এবং যীশু যা করেছিলেন প্রচারকদেরও অবশ্যই সেই একই জিনিষ করতে হবে| এটা সত্যি! এটা সত্যি! এটা সত্যি!

কেউ কেউ হয়ত বলতে পারেন, ‘‘আমি এটা বিশ্বাস করছি না|’’ কিভাবে কোন বিষয়ের পরিবর্তন হয়? হ্যারী ট্রুম্যান নামের একজন বৃদ্ধ বিশ্বাস করতেন না যে সেন্ট হেলেন পর্বত একদিন আগ্নেয়গিরিতে বিদীর্ণ হয়ে যাবে| বাকি সমস্ত লোক সেটা বিশ্বাস করেছিল এবং সেই এলাকা পরিত্যাগ করেছিল| কিন্তু ট্রুম্যান বলেছিলেন, ‘‘আমি এটা বিশ্বাস করি না|’’ সুতরাং তিনি সেই বিশাল পর্বতের পাশে অবস্থিত তার নিজের বাড়িতে থেকে গিয়েছিলেন| তার অবিশ্বাস কি তাকে রক্ষা করেছিল? ওহ, না! যখন সেই আগ্নেয়গিরি লাভা উৎক্ষেপন শুরু করেছিল সেগুলি তাকে এবং তার বাড়িটিকে চিরদিনের জন্যে ধ্বংস করে দিয়েছিল| পরে কেউ তার কোন চিহ্নই আর খুঁজে পায়নি| তিনি বলেছিলেন, ‘‘আমি এটা বিশ্বাস করি না|’’ কিন্তু তার অবিশ্বাস তাকে রক্ষা করেনি - এবং এমনকী আপনার অবিশ্বাসও আপনাকে নরকের অগ্নিশিখা থেকে রক্ষা করবে না! এটা সত্যি! এটা সত্যি! এটা সত্যি!

কেন দাউদ, এবং পৌল, এবং যোহন, এবং যীশু নরকের সম্বন্ধে বলেছিলেন তার আর একটি কারণ হল যে হারানো পাপীদের প্রতি তাদের মহৎ প্রেম ছিল| আমাদের সর্বোৎকৃষ্ট বন্ধুরা, মন্ডলীতে আমাদের নিকটতম বন্ধুরা, আমাদের সব সময়ে সত্যি কথাই বলবেন| যীশু হলেন সেই সর্বোৎকৃষ্ট বন্ধু যাকে আপনি চিরকাল পাবেন| একটি পুরানো গান এই কথাটি খুব ভালভাবে ব্যক্ত করেছে, ‘‘যীশু মোদের কেমন বন্ধু, বহন করেন পাপ ও তাপের ভার!’’ যীশু হলেন সেই সর্বোৎকৃষ্ট বন্ধু যাকে আপনি চিরকাল পাবেন| এবং ইনি হলেন আপনার সর্বোৎকৃষ্ট বন্ধু যীশু যিনি বলেছিলেন, ‘‘তোমরা কেমন করিয়া বিচারে নরকদন্ড এড়াইবে?’’ (মথি 23:33)|

রবার্ট ম্যাকসাইনী বলেছিলেন, ‘‘গতকাল যখন আমি মাঠের মধ্যে হাঁটিতেছিলাম, তখন সেই ভাবনাটি আমার মনে অভিভূতকারী শক্তি লইয়া উপস্থিত হইয়াছিল যে, আমি যাহাদের নিকট প্রচার করিয়াছি তাহাদের প্রত্যেককেই হয় স্বর্গে অথবা নরকে প্রেরণ করা হইবে| সেই কারণে, আমি অবশ্যই আপনাকে সতর্ক করিতেছি| আমার অবশ্যই নরকের বিষয়ে আপনাকে বলা উচিৎ|’’ প্রত্যেক প্রকৃত এবং বিশ্বস্ত প্রচারকেরই এইরকম হওয়া উচিৎ| একজন পালক যিনি কখনও নরকের সম্বন্ধে বলেন না তিনি ভাল মানুষ নন| সেইরকম একজন পালককে কখনও বিশ্বাস করবেন না যিনি নরকের বিষয়ে প্রচার করেন না| যদি তিনি তা না করেন, তাহলে তার অর্থ এই যে তিনি আপনার আত্মার বিষয়ে যত্নশীল নন! যীশু সরলভাবে বলেছিলেন, ‘‘তোমরা কেমন করিয়া বিচারে নরকদন্ড এড়াইবে?’’ (মথি 23:33)|

III. তৃতীয়ত, বাইবেলের নরক অনন্তকালীন |

জিহোবার সাক্ষ্যগুলি বলছে নরক অনন্তকালীন নয়| আপনি কি সেগুলো বিশ্বাস করতে পারেন? মাত্র কয়েকদিন আগেই গায়ক ‘‘প্রিন্স’’ মারা গিয়েছেন| তিনি ছিলেন জিহোবার এক সাক্ষ্য| যখন তিনি এডস্ অসুখে আক্রান্ত হয়েছিলেন তখন তারা তাকে বলেছিল ওষুধ না খেতে| সুতরাং তিনি মারা যান এবং নরকে প্রবেশ করেন কারণ ওই সমস্ত দুষ্ট ধর্মবিশ্বাসের শিক্ষাগুলিতে বিশ্বাস করেছিলেন|

রব বেল ছিলেন উদারপন্থী, বাইবেল অস্বীকারকারী ফ্যুলার থিয়োলজিক্যাল সেমিনারীর একজন স্নাতক| বেল বলেছিলেন নরক অনন্তকালীন নয়| আপনি কি তাকে বিশ্বাস করতে পারেন? তিনি বলেছিলেন যে বাইবেলে অনেক ভুল কথা লেখা আছে| একজন মানুষ যিনি বলেন যে খ্রীষ্ট যখন অনন্তকালীন নরকের সম্বন্ধে বলেছিলেন তখন ভুল বলেছিলেন তাহলে হয় তিনি মিথ্যাবাদী নয়ত ভ্রান্ত শিক্ষক| লক্ষাধিক লোক এই সমস্ত ভ্রান্ত শিক্ষক এবং ধর্ম্মভ্রষ্ট নেতাদের কথায় সান্ত্বনা পায়| কিন্তু এটা হচ্ছে ভ্রান্ত সান্ত্বনা| যীশু, ঈশ্বরের সেই পুত্র, সরলভাবে বলেছিলেন, ‘‘অনির্ব্বান অগ্নি’’ (মার্ক 9:44)| যীশু খ্রীষ্ট এটা মার্কের নবম অধ্যায়ে তিনবার বলেছিলেন! ‘‘সেই অনির্ব্বান অগ্নিতে|’’ ‘‘সেই অনির্ব্বান অগ্নিতে|’’ ‘‘সেই অনির্ব্বান অগ্নিতে|’’ সেই কথাটিই যীশু খ্রীষ্ট মার্ক, নবম অধ্যায়ে বলেছিলেন| এবং প্রেরিত যোহন বলেছিলেন, ‘‘তাহাদের যাতনার ধূম যুগপর্য্যায়ের যুগে যুগে উঠে’’ (প্রকাশিত বাক্য 14:11)| যীশু স্বয়ং বলেছিলেন, ‘‘ইহারা অনন্ত দন্ডে প্রবেশ করিবে’’ (মথি 25:46)|

IV. চতুর্থত, আপনি কিভাবে নরক এড়াবেন ?

আমাদের পাঠাংশে, যীশু বলেছিলেন যে, ‘‘তোমরা কেমন করিয়া বিচারে নরকদন্ড এড়াইবে?’’ (মথি 23:33)|

আপনি এই মন্ডলীতে ফিরে আসতে অস্বীকার করার দ্বারা এটা এড়াতে পারবেন না| কেউ কেউ হয়ত বলতে পারেন যে, ‘‘ডঃ হেইমারস যা প্রচার করছেন সেটা শোনার জন্যে আমি কখনও সেখানে আর ফিরে যাচ্ছি না! তিনি আমাকে ভীত করেছেন! আমি আর কখনও সেই মন্ডলীতে ফিরে যাচ্ছি না|’’ আমি জানি যে সেখানে কয়েকজন যুবক থাকেন যারা এইরকম বলেন| কিন্তু আমি আপনাকে মিথ্যা বলার পরিবর্তে আপনাকে হারানোর ঝুঁকি নেব! আমি নরকের সম্বন্ধে আপনাদের কাছে অনেকগুলি অধ্যায়ের কথা বলেছি| আমি আপনাদের সেই নবীন প্রচারক, রবার্ট ম্যাকসাইনীর চিন্তাধারার কথা বলেছি| লোকে তাকে বলত, ‘‘বালক প্রচারক|’’ যদিও তিনি মাত্র ছয় বছর প্রচার করেছিলেন, যখন তিনি কুড়ি বছর বয়সী ছিলেন, তাও সেইসময়ে যে প্রচারকরা জীবিত ছিলেন তাদের মধ্যে এই নবীন যুবককে একজন শ্রেষ্ঠ প্রেসবাইটেরিয়ান প্রচারক হিসাবে বিবেচনা করা হত| ‘‘তিনি [ললাটে] অনন্তকালীন সীলমোহরসহ প্রচার করেছিলেন|’’ এমনকী আপনি যদি আমাকে পছন্দ নাও করেন, তবুও আমি প্রার্থনা করি যে সেই মহৎ এবং ঐশ্বরিক নবীন প্রচারক যা বলেছিলেন সেগুলি আপনি বিশ্বাস করবেন|

আর তারপরে, আপনি যদি অনুতাপ করতে অস্বীকার করেন এবং যীশুকে বিশ্বাস না করে এখানে রবিবারের পর রবিবার এসে বসে থাকেন তাহলেও আপনি নরক এড়াতে পারবেন না| আপনি কি মনে করেন যে শুধু এখানে হাজির হলেই আপনি পরিত্রাণ পেতে পারবেন? আপনি কি মনে করেন যে মন্ডলীতে অর্থ দেওয়ার মাধ্যমে আপনি পরিত্রাণ পেতে পারবেন? আপনি কি মনে করছেন যে সমবেত সঙ্গীত গেয়ে, টেবিল পরিষ্কার করে, বা গাড়ির উপরে নজরদারি করে, বা অন্য কোন কাজ করে আপনি পরিত্রাণ পেতে পারেন? যদি তাই ভেবে থাকেন, তাহলে আপনি স্বয়ং দিয়াবলের ফাঁদে পড়েছেন! বাইবেল পরিষ্কারভাবে বলছে যে আপনি ফাঁদে পড়েছেন! বাইবেল বলছে, ‘‘অনুগ্রহের দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ...ইহা ঈশ্বরের দান: কর্ম্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে’’ (ইফিষীয় 2:8, 9)| বাইবেল বলছে, ‘‘আমাদের কৃত ধর্ম্মকর্ম্মহেতু নয়, কিন্তু আপনার দয়ানুসারে তিনি আমাদের পরিত্রাণ করিলেন...আমাদের ত্রাণকর্ত্তা যীশু খ্রীষ্টের দ্বারা’’ (তীত 3:5, 6)|

আবার, আপনি কি মনে করেন যে কোন পাপের চেতনা ছাড়াই অনুসন্ধান কক্ষে বার বার ঘুরে ফিরে আসার মাধ্যমে আপনি পরিত্রাণ পেতে পারেন? আমি জানি যে আজ সকালে আপনাদের মধ্যে অনেকেই আসবেন কারণ আপনারা নরকের ভয়ে ভীত| কিন্তু আমরা দেখেছি সেই সমস্ত লোক কখনই পরিত্রাত হন না কারণ তারা নরকের ভয়ে ভীত থাকেন| অন্তত, আমি কখনও এরকম একজনকেও দেখিনি! কখনও না, এই 58 বছরের সেবাকালের মধ্যে! একজনও না! আপনি অনুসন্ধান কক্ষে আসতে পারেন কারণ আপনি নরককে ভয় পান| কিন্তু আপনি পরিত্রাত হবেন না!

আপনি অবশ্যই নিজের পাপের কথা চিন্তা করুন| শুধুমাত্র নিজে যে পাপগুলি করেছেন তার কথাই নয়, কিন্তু হৃদয়ের পাপের কথাও ভাবুন! আপনাকে অবশ্যই নিজের পাপপূর্ণ হৃদয়, আপনার বিদ্রোহসমূহ, মন্দ চিন্তা ভাবনা এবং আভ্যন্তরীন পাপের উপরে বীতশ্রদ্ধ হতে হবে| যারা নরকের ভয়ে ভীত যীশু তাদের রক্ষা করতে আসেননি| না! ‘‘খ্রীষ্ট যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন’’ - এবং অন্য কাউকেই নয়! (I তীমথিয় 1:15)|

আপনার পাপসমূহের দেনা শোধ করার জন্য খ্রীষ্ট ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন! আপনাকে পাপ থেকে শুচি করার জন্য খ্রীষ্ট ক্রুশের উপরে রক্ত ঝরিয়েছিলেন! আপনাকে পাপের উপরে বিজয়লাভের শক্তি দেওয়ার জন্য খ্রীষ্ট মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন এবং স্বর্গে আরোহন করেছিলেন! সেটাই হচ্ছে অনুসন্ধান কক্ষে আসার একমাত্র উত্তম কারণ! আপনার পাপ! আপনার পাপ! আপনার পাপ! অনুতাপ করুন এবং যীশুর উপরে বিশ্বাস স্থাপন করুন এবং তিনি আপনাকে আপনার পাপ থেকে উদ্ধার করবেন! অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং গীতসংহিতা 139:23, 24 গানটি করুন| এটা আপনার গানের পাতার 7 নং গান|

‘‘হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান কর, আমার অন্তঃকরণ জ্ঞাত হও:
আমার পরীক্ষা কর আর আমার চিন্তা সকল জ্ঞাত হও:
আমার অন্তঃকরণ জ্ঞাত হও;
আমার পরীক্ষা কর আর আমার চিন্তা সকল জ্ঞাত হও;
আর দেখ আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কি না,
এবং সনাতন পথে আমাকে গমন করাও|’’

আমেন| আপনার দুই চোখ বন্ধ করুন| যদি আপনি আপনার পাপের বিষয়ে, এবং যীশুর রক্তের দ্বারা শুচি হওয়ার বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে চান, তাহলে এখন অনুগ্রহ করে ডঃ কেগান, জন কেগান, এবং নোহ সং কে অনুসরণ করে এই অডিটোরিয়ামের পিছনে যান| তারা আপনাকে অন্য আর একটি ঘরে নিয়ে যাবেন যেখানে আমরা প্রার্থনা করতে পারব এবং আপনার পাপের বিষয়ে, এবং যীশুর রক্তের দ্বারা আপনাকে পাপ থেকে শুচি করার বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে পারব| আমেন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ আবেল প্রুধোম্মে: প্রকাশিত বাক্য 14:9-11 |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Where Will You Spend Eternity?” (by Elisha A. Hoffman, 1839-1929)/
“Search Me, O God” (Psalm 139:23-24) |


খসড়া চিত্র

তোমরা কেমন করিয়া বিচারে নরকদন্ড এড়াইবে ?

HOW CAN YOU ESCAPE THE DAMNATION OF HELL?

লেখক : ডঃ আর. এল. হাইমার্স, জুনিয়র|

‘‘তোমরা কেমন করিয়া বিচারে নরকদন্ড এড়াইবে?’’ (মথি 23:33)|

(মথি 23:14, 17)

I.      প্রথমত, বাইবেলের মানুষদের কথা শুনুন যারা নরকের বিষয়ে বলেছেন,
গীতসংহিতা 9:17; গীতসংহিতা 11:6; II থিষলনীকীয় 1:7-9; প্রকাশিত বাক্য 20:14;
মথি 23:33, 41; মার্ক 16:16 |

II.     দ্বিতীয়ত, দাউদ, এবং পৌল, এবং যোহন ও যীশু এত সহজভাবে নরকের বিষয়ে কেন বলেছিলেন, মথি 23:33 |

III.    তৃতীয়ত, বাইবেলের নরক অনন্তকালীন, মার্ক 9:44; প্রকাশিত বাক্য 14:11; মথি 25:46 |

IV.    চতুর্থত, আপনি কিভাবে নরক এড়াবেন? ইফিষীয় 2:8, 9; তীত 3:5, 6; I তীমথিয় 1:15