এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|
এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|
যখনই আপনি ডঃ হেইমার্সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |
বিনষ্টদের উদ্ধার করRESCUE THE PERISHING লেখক : ডঃ আর. এল. হাইমার্স, জুনিয়র| 2016 সালের, 14ই ফেব্রুয়ারী, প্রভুর দিনের সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের ‘‘আর তুমিও একবার ফিরিলে [মন পরিবর্তন করিলে] পর, তোমার ভ্রাতৃগণকে সুস্থির করিও’’ (লূক 22:32)| |
NIV, এবং বেশির ভাগ অন্যান্য অনুবাদ, এটা আলাদা রকমভাবে উপস্থাপিত করছে| তারা বলছে, ‘‘যখন তুমি একবার ফিরিলে পর, তোমার ভ্রাতৃগণকে সুস্থির করিও’’ (NIV)| আজ সকালে আমি আপনাদের বলেছিলাম যে নতুন নিয়মের একজন বিখ্যাত পন্ডিত সেগুলির সঙ্গে একমত হননি| আমি আপনাদের বলেছি যে ডঃ মারকুস্ বোক্মুহেল বলেছিলেন, ‘‘‘যখন আপনি পুনরায় ফিরিয়াছিলেন [অথবা ফিরিলে পর]’ কথাটির পশ্চাতে, গ্রীকে কোন সমর্থন নাই, যদিও ইহা বহু অনুবাদকের দ্বারা সমর্থিত হইয়াছে’’ (Markus Bockmuehl, Ph.D., Simon Peter in Scripture and Memory, Baker Academic, 2012, p. 156)| ডঃ বোক্মুহেল দেখাতে চেয়েছেন যে এখানে গ্রীক “epistrephō” শব্দটির অর্থ হলো ‘‘মন পরিবর্তন’’ যা লুকের সুসমাচারে লেখা রয়েছে (ibid.)| ডঃ বোক্মুহেল হলেন ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বাইবেলীয় এবং প্রাচীন খ্রীষ্ট ধর্ম অধ্যয়ণ বিষয়ক অধ্যাপক| তিনি নির্দেশ করছেন যে পিতরের মন পরিবর্তন করা হয়েছিল যখন তিনি পাপের চেতনার মধ্যে দিয়ে গিয়েছিলেন এবং উদিত খ্রীষ্টের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন| সবসময়ে সেটাই ছিল আমার দর্শন, কিন্তু অক্সফোর্ডের একজন পন্ডিতের দ্বারা এটা সমর্থিত হয়েছে তা দেখে আমি খুশি হয়েছি! আরো একবার, KJV সঠিক হলো এবং সমস্ত আধুনিক অনুবাদ ভ্রান্ত হলো| আধুনিক অনুবাদকেরা কেন ভ্রান্ত হলেন? এটা এই কারণে যে তারা "মন পরিবর্তন" ব্যাপারটি বুঝতেন না| তারা এটাকে "সিদ্ধান্ত" হিসাবে ভাবতেন| কিন্তু পুরানো দিনের KJV অনুবাদকরা প্রকৃত মন পরিবর্তনের বিষয়টি জানতেন - কাজেই তারা “epistrephō” শদটির সঠিক অনুবাদ করেছিল - "মন পরিবর্তন" হিসাবে| ‘‘আর তুমিও একবার ফিরিলে পর [মন পরিবর্তন করিলে পর], তোমার ভ্রাতৃগণকে সুস্থির করিও’’ (লূক 22:32)| এটা একটা বিখ্যাত পাঠ্যাংশ, আর আমি এর থেকে দুটি ধাপ বের করে দিচ্ছি| I. প্রথমত, খ্রীষ্ট প্রকৃত মন পরিবর্তনের বিষয়ে বলেছেন যা পিতরের সম্ভবত হয়েছিল | মন পরিবর্তনের প্রথম অংশটি হলো অপরাধী হিসাবে প্রতিপন্ন করার প্রতি ঈশ্বরের আত্মার কাজ| ‘‘আর তিনি আসিয়া, পাপের সম্বন্ধে, ধার্ম্মিকতার সম্বন্ধে, ও বিচারের সম্বন্ধে জগতকে দোষী করিবেন’’ (যোহন 16:8)| পিউরিটান লেখক উইলিয়াম গাথরি (1620-1665) বলেছিলেন, ‘‘সাধারনভাবে প্রভু অবমানিত হীন কাজের দ্বারা আত্মায় নিজ পথ প্রস্তুত করিয়াছিলেন, এবং একজন মানুষের পাপ ও তাহার দূর্দশাকে তাহার নিকটে প্রকাশ করিয়াছিলেন, এবং উহার সহিত তাহাকে এমন অনুশীলন করাইয়াছিলেন, যেন তিনি চিকিৎসক খ্রীষ্ট যীশুর আকাঙ্খী হন’’ (William Guthrie, The Christian’s Great Interest, The Banner of Truth Trust, 1969 reprint, page 193) | খ্রীষ্টের ক্রুশারোপনের আগের দিনের রাত্রে পিতরের ক্ষেত্রেও এইরকম হয়েছিল| ‘‘আর তুমি একবার ফিরিলে পর...’’ এই বাক্যটি দেখায় যে পিতরের মন তখনও পরিবর্তিত হয়নি, যদিও তিনি প্রায় তিন বছর ধরে খ্রীষ্টকে অনুসরণ করে আসছিলেন| সেই রাত্রিতে, যে রাত্রিকে অনেকে ‘‘পূণ্য শুক্রবার’’ বলে থাকেন, অবশেষে পিতরকে দেখানো হয়েছিল যে তিনি এক গর্বিত এবং আত্ম-ধার্মিক পাপী ছিলেন| তিনি দেখাতেন যেন তিনি যীশুকে তার সমস্ত অন্তঃকরণ দিয়ে ভালবাসছেন| কিন্তু যখন তিনি পরীক্ষিত হয়েছিলেন তখন প্রভুকে চিনতে তিনি অস্বীকার করেছিলেন| একজন যুবতী বলে উঠেছিলেন যে তিনি যীশুর অনুসরণকারীদের একজন ছিলেন| আর পিতর তখন খ্রীষ্টকে অস্বীকার করেছিলেন| অন্য আর একজন যুবতী বলেছিলেন, ‘‘এই ব্যক্তি সেই নাসরতীয় যীশুর সঙ্গে ছিল’’ (মথি 26:71)| পিতর অভিশাপ দিয়েছিলেন এবং শপথ করে বলেছিলেন, ‘‘আমি এই ব্যক্তিকে চিনি না’’ (26:12)| বাস্তবিকপক্ষে পিতর বলেছিলেন, ‘‘যদি আমি মিথ্যা বলিতেছি, আমাকে অভিশাপগ্রস্ত করা হউক’’ (থমাস হ্যালে)| যীশু পিতরকে বলেছিলেন যে কুকুড়া ডেকে ওঠার আগে পিতর তাঁকে তিনবার অস্বীকার করবে| ঠিক সেই সময়ে একটি কুকুড়া ডেকে উঠেছিল! ‘‘আর পিতর বাহিরে গিয়া অত্যন্ত রোদন করিলেন’’ (লূক 22:62)| গ্রীক ভাষায় ‘‘ওয়েপ্ট’’ শব্দটির অর্থ হলো ‘‘উচ্চ বিলাপযুক্ত ক্রন্দন, ফোঁপাইয়া ক্রন্দন’’ (স্ট্রং)| ‘‘বিটার্লি’’ এই শব্দটি গ্রীক ভাষায় হল “pikrōs.” এর অর্থ হলো ‘‘প্রচন্ড তীব্রভাবে’’ (স্ট্রং)| আমি বলছি না যে যারা সুসমাচার সংক্রান্ত অনুতাপের অভিজ্ঞতা লাভ করছেন তারা প্রত্যেকেই অতি তীব্রভাবে আর্তনাদ করে কাঁদুক| কিন্তু যারাই অনুতাপের অধীন হয়েছেন সাধারনত তাদের চোখে আমরা জল দেখে থাকি| এবং প্রকৃত শাস্ত্রসম্মত উদ্দীপনায় প্রায়শই যারা অনুতাপের অধীন তারা আর্তনাদ এবং প্রচন্ড তীব্রভাবে ক্রন্দন করেন| চীনদেশে হওয়া মহা উদ্দীপনার ভিডিও আমি দেখেছি যেখানে একসঙ্গে ডজনখানেক লোককে দেখা গেছে, পাপের অনুতাপের অধীনস্থ হয়ে প্রচন্ড তীব্রভাবে কাঁদছেন| 1823 সালে ইংল্যান্ডের কর্নিশ উদ্দীপনার সময়ে, উইলিয়াম কারভোস্সো হারানো লোকদের বিষয়ে বলেছিলেন ‘‘আত্মার মর্মবেদনায় তাহাদের হাঁটু ভাঙ্গিয়া যাইতেছিল, এবং তাহাদের আত্মার মুক্তির জন্য তাহারা ঈশ্বরের নিকট নিদারুণ যন্ত্রনা অনুভব করিতেছিলেন’’ (Paul E. Cook, Fire From Heaven, p. 87)| যখন ঈশ্বর উদ্দীপনা প্রেরণ করেন, আজকের দিনে চীনদেশ এবং তৃতীয় বিশ্বের অন্যান্য দেশগুলিতে তখন হামেশাই এইরকম ঘটতে দেখা যায়| এমনকি এখানে, আমাদের এই ঈশ্বরবিহীন এবং জড়বাদী দেশ আমেরিকাতেও, 1960 সালের শেষের দিকের একটি উদ্দীপনায় আমি শতাধিক যুবককে পাপের গভীর অনুতাপের অধীনস্থ হয়ে কাঁদতে দেখেছি| এমনকি এখনও, আমাদের এই মন্ডলীতে, যারা পাপের অধীনস্থ হয়ে আমাদের অনুসন্ধান কক্ষে প্রবেশ করছেন তাদের চোখে জল এসে যায়| সব থেকে অনুপযোগী, খুব শান্ত অন্তর্মূখী লোকেরা প্রায়ই এইরকম হন যারা সব থেকে বেশি কাঁদেন, যখন ঈশ্বরের আত্মা তাদের পাপকে গভীর মনোবেদনার সঙ্গে দেখতে তাদের বাধ্য করেন| লক্ষ্য করুন - তারা নিজেদের জন্য দুঃখিত হন না| যদি আপনি নিজের জন্য দুঃখিত হন তাহলে আপনার মন পরিবর্তন হবে না| এটা অবশ্যই হবে আপনার পাপের জন্য দুঃখবোধ| এটা নতুন কোন জিনিষ নয়| পিতর একমাত্র একজন ব্যক্তিই ছিলেন না যিনি তার মন পরিবর্তনের আগেই পাপের চেতনার মধ্যে দিয়ে গিয়েছিলেন| পেরিত পৌলও এই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলেন| পৌলের এতটাই অনুশোচনা হয়েছিল যে তিনি বলতে পেরেছিলেন, ‘‘দুর্ভাগ্য মনুষ্য আমি! এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে?’’ (রোমীয় 7:24)| এমনকি পঞ্চসপ্তমীর দিনেও তিন হাজার লোকের পাপের চেতনা হয়েছিল| ‘‘তাহাদের হৃদয়ে যেন কোন শেল বিদ্ধ হইল, এবং তাহারা পিতরকে ও অন্য প্রেরিতদিগকে বলিতে লাগিল, ভ্রাতৃগণ, আমরা কি করিব?’’ (প্রেরিত 2:37)| পুরানো সময়কার টীকাকার ম্যাথুউ হেনরী বলেছিলেন, ‘‘পাপীগণ, যখন তাহাদের চক্ষু্দ্বয় উন্মীলিত করেন, তখন তাহারা পাপের জন্য তাহাদের হৃদয়ে শেলবিদ্ধ করা ভিন্ন অন্য কিছুই করিতে পারেন না...যাহারা নিজেদের পাপের জন্য দুঃখিত, উহার জন্য লজ্জিত, উহার ফলাফলের জন্য ভীত, তাহারা হৃদয়ে শেলবিদ্ধ হইয়া থাকে... ‘আমার জন্য আমার সমস্ত ভাল মতামত এবং আমার নিশ্চয়তা আমাকে অকৃতকার্য্য করে’’’ (Matthew Henry’s Commentary on the Whole Bible; note on Acts 2:37)| লোকেরা কাঁদতেন যখন তারা ঈশ্বর প্রদত্ত অনুতাপের মধ্যে দিয়ে যেতেন| একজন পাপপূর্ণ মহিলা যীশুর পিছনে ক্রন্দনরত অবস্থায় দাঁড়িয়ে ছিলেন| ‘‘এবং তিনি তাহাকে বলিয়াছিলেন, তোমার পাপসকল ক্ষমা হইয়াছে’’ (লূক 7:48)| পুরানো কালে এই প্রত্যাশা ছিল যে মন পরিবর্তনকারীগণ পাপের গভীর অনুতাপের সঙ্গে যীশুর কাছে আসবে| কেবলমাত্র পিতর বা পৌল নন, কিন্তু সেইসঙ্গে বেশির ভাগ অন্যেরাও আসবেন| অগাস্টাইনের মন পরিবর্তনের বিষয়ে পড়ুন| লুথারের মন পরিবর্তনের বিষয়ে পড়ুন| জন্ ব্যনিয়ান, জর্জ হোয়াইটফিল্ড, জন্ ওয়েস্লী, হোয়েল হ্যারিস্, স্পারজিয়ন, 1949-52 সালের মধ্যে ল্যুইস্ দ্বীপপুঞ্জের যুবকদের মন পরিবর্তনের বিষয়ে পড়ুন| একই মানসিকতাসম্পন্ন সকলেই পাপের গভীর অনুশোচনা দিয়ে শুরু করেছিলেন| আমি শুনেছিলাম যে একটি মেয়ে খ্রীষ্টকে বিশ্বাস করার আগে বলেছিল, ‘‘আমি নিজের উপরে নিজেই খুব বিরক্ত ছিলাম|’’ এখন শুনুন জন্ ওয়েস্লীর মন পরিবর্তনের বিষয়ে কাউন্ট জিন্জেনডর্ফকে লেখা পিটার বোহেলারের চিঠিটি| তিনি সক্রিয় হইয়া উঠিলেন এবং বলিলেন, ‘‘আসুন আমরা 456 নং গানটি গাই, ‘আমার আত্মা তোমার সম্মুখে শূলে অবনত|’’’ গান গাহিবার কালে তিনি বারংবার নিজের চক্ষু হইতে অশ্রু মুছিতেছিলেন, এবং তৎপরে অবিলম্বে আমাকে তাহার শয়নকক্ষে ডাকিয়াছিলেন এবং স্বীকার করিয়াছিলেন যে আমি বিশ্বাস [রক্ষার] বিষয়ে তাহাকে যাহা বলিয়াছিলাম সেইগুলির সত্যতা সম্বন্ধে তিনি এখন দৃঢ়নিশ্চিত এবং তিনি আর ইহার উপরে বিতর্ক করিবেন না, কিন্তু তিনি এখনও পর্যন্ত এই অনুগ্রহ পান নাই| তাহা হইলে কিভাবে তিনি এই ধরনের বিশ্বাস রক্ষা করিয়াছিলেন? তিনি অন্যান্য সকলের ন্যায় বিশাল কোন পাপ করেন নাই| আমি প্রত্যুত্তর করিয়াছিলাম যে পরিত্রাতাকে বিশ্বাস না করাতেই যথেষ্ট পাপ হইয়াছে, এবং যতক্ষণ না তিনি খ্রীষ্টকে খুঁজিয়া পান, ততক্ষণ তাঁর অন্বেষণ করিতে তাহাকে আমি উৎসাহিত করিয়াছিলাম| আমি তাহার জন্য প্রার্থনা করিতে প্রবলভাবে চালিত হইয়াছিলাম এবং এই পাপীর প্রতি দয়া করিবার জন্য উদ্ধারকের প্রতি মিনতি করিয়াছিলাম| প্রার্থনা করিবার পরে ওয়েস্লী বলিয়াছিলেন যে বিশ্বাস রক্ষা করিবার উপহার যখন তাহার হইবে, তখন অন্য কোন বিষয়ে তিনি আর প্রচার করিবেন না... আমি আন্তরিকভাবে তাহার নিকটে যাচ্ঞা করিয়াছিলাম যে ঈশ্বরের অনুগ্রহ দূরে এবং ভবিষ্যতে রহিয়াছে বলিয়া যেন তিনি মনে না করেন, কিন্তু যেন বিশ্বাস করেন যে ইহা বর্তমানে রহিয়াছে, তাহার নিকটে, যেন যীশুর হৃদয় উন্মুক্ত রহিয়াছে এবং তাহার জন্য তাঁহার প্রেম অতি মহান| তিনি প্রবলভাবে ক্রন্দন করিয়াছিলেন এবং আমাকে তাহার সহিত প্রার্থনা করিতে বলিয়াছিলেন| আমি যথাযথভাবে বলিতে পারি যে জন্ ওয়েস্লী ছিলেন এক হতভাগ্য, ভগ্নহৃদয় পাপী, যিনি লালায়িত শ্রেষ্ঠতর ধার্মিকতার প্রতি তাহা অপেক্ষাও, যাহা তিনি সেই অবধি ছিলেন, এমনকি যীশু খ্রীষ্টের ধার্মিকতা অপেক্ষাও| সন্ধ্যাকালে তিনি I করিন্থীয় 1:23, 24 পদসকল প্রচার করিয়াছিলেন, ‘‘আমরা খ্রীষ্টের ক্রুশারোপন প্রচার করিতেছি...’’ চার হাজারেরও বেশি শ্রোতা তাহার সম্মুখে থাকিত এবং তিনি এমনভাবে বলিতেন যে তাহার সকলেই চমৎকৃত হইত...তাহার প্রথম শব্দসকল ছিল এইরূপ যে, ‘‘ক্রুশারোপিত যীশুর বিষয়ে আপনাদের নিকট প্রচার করিবার পক্ষে আমি অকপটভাবে নিজেকে অযোগ্য বলিয়া স্বীকার করিতেছি|’’ এই সমাচার প্রচারের দ্বারা বহু লোক জাগরিত হইয়াছিল (quoted in John Greenfield, When the Spirit Came: The Moravian Revival, Strategic Press, no date, p. 28)| দুই গাল বেয়ে অশ্রুধারা নেমে আসছে এই অবস্থায়, ঐ যে জন্ ওয়েস্লী দাঁড়িয়ে আছেন, খ্রীষ্টের দ্বারা পরিত্রাণ প্রচার করে চলেছেন - তার নিজের মন পরিবর্তনের আগে! পঞ্চাশ বছরেরও বেশি সময় পরে, যখন তিনি মারা যাচ্ছিলেন, তখন তারা তাকে বারংবার ফিস্ফিস্ করে বলতে শুনেছিল, আমি পাপীদের অগ্রগণ্য, এই হচ্ছে পিতরের অভিজ্ঞতা যা তিনি যীশু গ্রেফতার হওয়ার রাত্রে লাভ করেছিলেন| ডঃ থমাস হ্যালে এই ছোট্ট গল্পটি বলেছিলেন, একজন প্রাচীন লেখকের দ্বারা ইহা বলা হইয়াছিল যে তাহার জীবনের অবশিষ্ট দিনগুলির জন্য, যখন পিতর একটি কুকুড়াকে ডাকিতে শুনিয়াছিলেন, তিনি ক্রন্দন করিয়াছিলেন, কারণ সেই রাত্রের কথা তিনি স্মরণ করিয়াছিলেন যেই রাত্রে তিনি তার প্রভুকে অস্বীকার করিয়াছিলেন (Thomas Hale, M.D., The Applied New Testament Commentary, Kingsway Publications, 1997, p. 286; note on Mark 14:72)| II. দ্বিতীয়ত, মন পরিবর্তনের পরে পিতর কি করবেন সেই বিষয়ে খ্রীষ্ট বলেছিলেন | ‘‘আর তুমি একবার ফিরিলে [মন পরিবর্তন করিলে] পর, তোমার ভ্রাতৃগণকে সুস্থির করিও’’ (লূক 22:32)| ডঃ জে. ভারন্ন ম্যাকগী বলেছিলেন, ‘‘পিতর পরে তাহার ভ্রাতৃগণকে সুস্থির করিতে সক্ষম হইয়াছিলেন| যে ব্যক্তি পরীক্ষিত হইয়াছেন তিনিই হইতেছেন সেই ব্যক্তি যিনি প্রকৃতপক্ষে অন্যকে সাহায্য করিতে সক্ষম’’ (Thru the Bible; note on Luke 22:32)| যিনি পাপের চেতনার মধ্য দিয়ে গিয়েছেন তিনিই হন সেই ব্যক্তি যিনি পারেন অন্যকে সাহায্য করতে যারা পাপের চেতনা লাভ করেছে| যীশুর দ্বারা পরিত্রাত হয়েছেন যে ব্যক্তি তিনিই যীশুর দ্বারা পরিত্রাণ লাভের জন্যে অন্যকে সাহায্য করতে পারেন| সেই ব্যক্তি যিনি জানেন যে তিনি নিজে কতটা দূর্বল তিনিই পারেন একমাত্র অন্যকে সাহায্য করতে যারা দূর্বল| আমি সর্বদা জন্ ওয়েস্লীকে পছন্দ করে এসেছি| তাকে পছন্দ করার কারণগুলির মধ্যে একটি হচ্ছে এই যে, আমার মতন, তিনিও ভেবেছিলেন যে একটি কঠোর জীবনযাপনের মাধ্যমে তিনি পরিত্রাত হতে পারেন| আমি যা ভাবতাম সেটা হুবহু সেইরকম ছিল| এক মোরাভিয়ান মিশনারি, পিটার বোহেলারকে, তিনি বলেছিলেন যে তার উদ্ধারকারী বিশ্বাস ছিল না| বোহেলার বলেছিলেন যে ওয়েস্লী ভাবতেন, ‘‘কিভাবে তিনি এই বিশ্বাস অর্জন করিবেন? তিনি অন্যের ন্যায় পাইকারী হারে পাপ করেন নাই|’’ ওয়েস্লীর এটাই ছিল প্রতিবন্ধক, এবং আমার এটাই ছিল| বোহেলার তাকে বলেছিলেন যীশুকে বিশ্বাস না করাটাই হচ্ছে যথেষ্ট পাপ ছিল| ‘‘তিনি প্রবলভাবে ক্রন্দন করিয়াছিলেন এবং তাহার জন্য আমাকে প্রার্থনা করিতে বলিয়াছিলেন|’’ যীশুর দ্বারা পরিত্রাত হওয়ার পরে, জন্ ওয়েস্লী হারানো পাপীদের সাহায্য করার জন্যে এবং ভ্রাতাদের সুস্থির করার জন্যে তার অবশিষ্ট জীবন ব্যয় করেছিলেন| তার অবশিষ্ট জীবনে, তিনি ঘোড়ার পিঠে চড়ে প্রত্যেক বছরে 4,500 মাইল ভ্রমন করেছিলেন, এবং প্রতিদিন দুটি বা তার বেশি সংখ্যায় ধর্মোপদেশ প্রচার করেছিলেন! কিছুক্ষণ আগে মিঃ গ্রিফিত যে গানটি গাইলেন সেটা ওয়েস্লীর দ্বারা আরও ভাল করে লেখা যেতে পারত| ধ্বংসিতদের উদ্ধার কর, মৃত্যুযাত্রীর যত্ন লও, আমার সঙ্গে সমস্বরে গানটি করুন! ধ্বংসিতদের উদ্ধার কর, মৃত্যুযাত্রীর যত্ন লও, ‘‘পরে তুমিও একবার ফিরিলে [মন পরিবর্তন করিলে] পর, তোমার ভ্রাতৃগণকে সুস্থির করিও’’ (লূক 22:32)| কিভাবে আমরা বলতে পারবো যে কখন কোন একজন প্রকৃতভাবে মন পরিবর্তন করেছেন? কিভাবে আপনি বলতে পারবেন যে তারা প্রকৃতই পরিত্রাণ পেয়েছেন কি না? ‘‘পরে তুমিও একবার ফিরিলে [মন পরিবর্তন করিলে] পর, তোমার ভ্রাতৃগণকে সুস্থির করিও|’’ যখন আপনি মন পরিবর্তন করেন তখন খ্রীষ্ট আপনার সমস্ত ইচ্ছার পরিবর্তন ঘটান| আপনি আগে যা যা ভালবাসতেন সেগুলিকে আপনি এখন ভ্রাতৃগণের তুলনায় কম ভালবাসবেন| আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে মন্ডলীকে ভালবাসবেন| আপনি আপনার সমগ্র আত্মার সঙ্গে প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীদের ভালবাসবেন| তাদের শক্তিশালী করার জন্য এবং সাহায্য করার জন্য আপনি যা করতে পারেন তার সবই আপনি করতে চাইবেন| আপনি তাদের জন্যে প্রার্থনা করবেন এবং তাদের সাহায্য করবেন এবং যীশুর যেমন আছে সেইরকম একটি হৃদয় দিয়ে তাদের ভালবাসবেন| প্রেরিত যোহন এটা খুব স্পষ্ট করে দিয়েছেন| তিনি বলেছেন, ‘‘আমরা জানি যে মৃত্যু হইতে জীবনে উত্তীর্ণ হইয়াছি, কারণ ভ্রাতৃগণকে প্রেম করি| যে কেহ প্রেম না করে সে মৃত্যুর মধ্যে থাকে’’ (I যোহন 3:14)| আর একটা উপায় যাতে বলা যায় যে আপনি মন পরিবর্তন করেছেন| সেটা হলো এই যে, আপনি মন্ডলীর ভাই এবং বোনদের প্রকৃতই ভালবাসবেন এবং তাদের সাহায্য করার জন্যে সব কিছু করবেন| দেখুন লারা এবং কারেন এবং অন্য নতুন মেয়েরা কিভাবে মিসেস হাইমার্সকে সাহায্য করছেন! আমরা সাহায্য করতে পারছি না কিন্তু জানি যে তারা মন পরিবর্তন করেছে! কিন্তু সেখানে আর একটি উপায় আছে বলার যে আপনি মন পরিবর্তন করেছেন| আপনার বাইবেলে লূক 14 নং পদটি খুলুন| এটা স্কোফিল্ড স্টাডি বাইবেলের 1096 পৃষ্ঠায় আছে| এটা হল সেই বিখ্যাত মহাভোজের একটি গল্প| সেই ‘‘মনুষ্য’’ যিনি মহাভোজ তৈরী করেছিলেন তিন হলেন খ্রীষ্ট| যে দাসদের তিনি নিমন্ত্রণ করার জন্য বাইরে পাঠিয়েছিলেন তারা ছিল প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী| এখন দেখুন যে প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীদের খ্রীষ্ট কি বলছেন| এটা 23 নং পদে লেখা আছে| উঠে দাঁড়ান এবং উচ্চস্বরে এটা পাঠ করুন| ‘‘তখন প্রভু দাসকে কহিলেন, বাহির হইয়া রাজপথে রাজপথে ও বেড়ায় বেড়ায় যাও, এবং আসিবার জন্য লোকদিগকে পীড়াপীড়ি কর, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়’’ (লূক 14:23)| আপনারা এখন বসতে পারেন| একটা পেনসিল বা কলম নিন এবং ‘‘বাহির হইয়া রাজপথে রাজপথে ও বেড়ায় বেড়ায় যাও, এবং আসিবার জন্য লোকদিগকে পীড়াপীড়ি কর, যেন আমার গৃহ পরিপূর্ণ হয়’’ (লূক 14:23) বাক্যটির নীচে দাগ দিন| যেটা আমরা করতে পারি প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে, প্রত্যেক শনিবার রাত্রে, এবং প্রত্যেক রবিবার বিকালে| আত্মা জয় করার জন্যে আমরা প্রত্যেককে পাঠাই| কিন্তু আমি দেখছি যে সেখানে কিছু লোক আছেন যারা দাঁড়িয়ে থাকেন এবং গল্প করেন, অথবা সময় পূরণ করার জন্যে অন্য কিছু করেন| সেইজন্যে তারা কখনোই আমাদের কাছে অন্বেষণ করার মত কোন নাম নিয়ে আসেন না, অথবা খুব অল্প কয়েকটি নাম নিয়ে আসেন| যারা নাম নিয়ে আসেন না তাদের ব্যাপারটি কিরকম? এই দুটি জিনিষের মধ্যে একটা: হয় তারা হারিয়ে গিয়েছেন, অথবা তারা পশ্চাদ্পসরণ করেছেন| ভাল খ্রীষ্ট বিশ্বাসীরা হারানো লোকদের পিছনে ঘোরেন| সেই অপরিত্রাণপ্রাপ্ত এবং পশ্চাদ্পসরণকারী লোকেরা বোকার মতন চারিদিকে ঘুরে বেড়ায় এবং সময় নষ্ট করে| যদি আপনি এই ধরনের পশ্চাদ্পসরণকারীদের মধ্যে একজন হন তো, লক্ষ্য রাখুন! যদি আপনি অনুতাপ না করেন তাহলে আপনি আপনার পরিত্রাণের আনন্দ হারাবেন| যীশু আপনাকে বলছেন, ‘‘অতএব স্মরণ কর কোথা হইতে পতিত হইয়াছ, এবং মন ফিরাও, ও প্রথম কর্ম্মসকল কর’’ (প্রকাশিত বাক্য 2:5)| ‘‘প্রথম কর্ম্মসকল কর|’’ আত্মা জয়ের কাজে ফিরে যান| নাম নিয়ে আসুন| সাধারনত যেভাবে আপনি কাজ করেন সেভাবে প্রথম কাজগুলি করুন| কিন্তু আপনাদের মধ্যে কয়েকজন আছেন যারা এই কাজটি কখনো করেন নি| আপনি কখনো এই কাজটি করতে চাননি, এবং আপনি বর্তমানে এটা করছেন না| আপনার চোখ দুটিতে কাঁচ পরানো এবং আপনার মুখমন্ডল কঠিন হয়ে গেছে| আর আপনি ভাবছেন, ‘‘ঐ কাজ করার জন্যে তিনি কখনো আমাকে পাবেন না!’’ কেন নয়? ভাল, পরিস্কারভাবে এটা দেখা যাচ্ছে যে আপনি পরিত্রাণপ্রাপ্ত নন| যখন খ্রীষ্টের বাধ্য হওয়ার কোন অভিপ্রায় আপনার নেই তখন আপনি আমাদের জন্যে অপেক্ষা করে বসে আছেন যে কখন আমরা আপনাকে ‘‘শিক্ষা’’ দেব যে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়| খ্রীষ্ট বলছেন, ‘‘আসিবার জন্য তাহাদিগকে পীড়াপীড়ি কর’’ - কিন্ত আপনি বলছেন, ‘‘না! আমি খ্রীষ্টের বাধ্য হইব না!’’ অভাগা বালক! অভাগা বালিকা! সেই উপায়ে আপনারা কখনও যীশুতে শান্তি এবং আনন্দ পাবেন না! এই বিশাল শহরে শʼয়ে শʼয়ে হারানো এবং একাকী যুবক আছেন| তাদেরকে আরও ভাল কোন পথ প্রদর্শন করতে, কেউ একজন তাদের প্রতি সদয় হবে, তাদের প্রতি আগ্রহ প্রকাশ করবে বলে তারা অপেক্ষা করছেন| কিন্তু আপনি যদি নিজে স্বয়ং হারানো অবস্থায় থাকেন তাহলে আপনি তাদের সাহায্য করতে পারেন না| তাদের জন্যে, আমি আপনার কাছে বিনতি করছি যেন আপনি অনুতাপ করেন এবং যীশুকে বিশ্বাস স্থাপন করেন| বিশ্বাসে যীশুর কাছে আসুন| তাঁর কাজের যত্ন নিতে নিজের জীবন ন্যস্ত করুন| তিনি আপনাকে উদ্ধার করবেন| তিনি তাঁর রক্তের দ্বারা আপনাকে সমস্ত পাপ থেকে শুচি করবেন| এবং হারানো লোকদের ফিরিয়ে আনতে এবং ভাইদের সাহায্য করতে তিনি আপনাকে বাইরে প্রেরণ করবেন! ‘‘আর তুমি একবার ফিরিলে [মন পরিবর্তন করিলে] পর, তোমার ভ্রাতৃগণকে সুস্থির করিও’’ (লূক 22:32)| অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং আপনার গানের পাতার ছয় নম্বর গানটি করুন| শুন! মেষপালকের রব আমি শুনি, ডঃ চেন, অনুগ্রহ করে আমাদের প্রার্থনায় পরিচালনা করুন| আমেন| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন| (সংবাদের পরিসমাপ্তি) আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ আবেল প্রুধোম্মে: লূক 22:31-34 | |
খসড়া চিত্র বিনষ্টদের উদ্ধার কর RESCUE THE PERISHING লেখক : ডঃ আর. এল. হাইমার্স, জুনিয়র| ‘‘আর তুমিও একবার ফিরিলে [মন পরিবর্তন করিলে] পর, তোমার ভ্রাতৃগণকে সুস্থির করিও’’ (লূক 22:32)| I. প্রথমত, খ্রীষ্ট প্রকৃত মন পরিবর্তনের বিষয়ে বলেছেন যা পিতরের সম্ভবত হয়েছিল, II. দ্বিতীয়ত, মন পরিবর্তনের পরে পিতর কি করবেন সেই বিষয়ে খ্রীষ্ট বলেছিলেন,
|