এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|
এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|
যখনই আপনি ডঃ হেইমার্সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |
থিষলনীকীয় খ্রীষ্ট বিশ্বাসীরা আপনার আদর্শ হোক!MAKE THE THESSALONIAN CHRISTIANS লেখক : ডঃ আর. এল. হাইমার্স, জুনিয়র| ২০১৫ সালের, ২৭শে ডিসেম্বর, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের ‘‘পৌল, সীল, ও তীমথিয়, পিতা ঈশ্বরে ও প্রভু যীশু খ্রীষ্টে স্থিত থিষলনীকীয়দের মন্ডলী সমীপে: অনুগ্রহ, ও শান্তি, তোমাদের প্রতি, বর্ত্তুক’’ (১ম থিষলনীকীয় 1:1)| |
কিছুক্ষণ আগেই মিঃ প্রুধোম্মে ১ম থিষলনীকীয়ের প্রথম অধ্যায়টি থেকে পাঠ করেছেন| সেটা আমাদের সামনে প্রাচীন মন্ডলীর একটা চিত্র উপস্থাপিত করছে যা সেইসময়ে থিষলনীকা নামের একটি শহরে অবস্থিত ছিল| প্রেরিত পৌল এই পত্রটি লিখেছিলেন প্রায় ৫০ খ্রীষ্টাব্দে| এটা ছিল পৌলের লেখা প্রথম পত্র| তিনি এই পত্রটি যে মন্ডলীর প্রতি লিখেছিলেন সেটা ছিল মাত্র কয়েক মাসের পুরানো| প্রেরিত ১৭ অধ্যায় অনুসারে পৌল তিনটি বিশ্রামবারে তাদের সঙ্গে ছিলেন| অতি সত্বর তাকে একদল অবিশ্বাসী যিহুদী জনতার দ্বারা শহর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল যারা সকলে পৌল এবং সীলের বিরুদ্ধে প্রচার করেছিলেন - এই বলে যে, ‘‘এই যে লোকেরা জগৎ-সংসারকে লন্ডভন্ড করিয়া ফেলিয়াছে ইহারা এই স্থানেও [এখানে] উপস্থিত হইল’’ (প্রেরিত 17:6)| তারা বলেছিল যে সেখানে যীশু নামের আর একজন রাজা আছেন, এই ধরনের কথা বলার দ্বারা মন্ডলীর নেতা যাসোন, সিজারের ব্যবস্থা অমান্য করেছেন| তারা যাসোন এবং অন্যান্য খ্রীষ্ট বিশ্বাসীদের গ্রেপ্তার করেছিল, আর তারপরে তাদের ছেড়ে দিয়েছিল| ৩ নং অধ্যায়ের, ২ নং পদে পৌল ‘‘তোমাদিগকে সুস্থির করিতে, তাহাদিগকে আশ্বাস দিতে’’ (১ম থিষলনীকীয় 3:2) তীমথিকে পাঠানোর প্রতিজ্ঞা করেছিলেন| এখন আমরা ১ম থিষলনীকীয়ের প্রথম অধ্যায়ের প্রতি মনোযোগ দেব| আমরা সেখানে একটি অসাধারনরূপে শক্তিশালী ছোট্ট মন্ডলী দেখব, যদিও তাদের কাছে পৌল কেবলমাত্র তিন সপ্তাহের জন্যে ছিলেন, এবং যদিও তাদের মন্ডলী মাত্র এক বছরের পুরানো ছিল| এটা ছিল একটি বিস্ময়কর মন্ডলী, একটি আদর্শ মন্ডলী যাকে অনুসরণ করার জন্য আমাদের যথাসাধ্য করা উচিৎ| ১ম অধ্যায়ে আটটি ধাপের কথা বলা আছে যেগুলিকে আমাদের মন্ডলীর অনুসরণ করা উচিৎ| ১| প্রথমত, তারা ঈশ্বর এবং খ্রীষ্ট দুইয়েতেই ছিল | ‘‘পৌল, সীল, ও তীমথিয়, পিতা ঈশ্বরে ও প্রভু যীশু খ্রীষ্টে স্থিত থিষলনীকীয়দের মন্ডলী সমীপে: অনুগ্রহ, ও শান্তি, তোমাদের প্রতি, বর্ত্তুক’’ (১ম থিষলনীকীয় 1:1)| সীলভানাস হচ্ছে সীলের অন্য আর একটি নাম| যদিও তারা পরজাতীয় প্রতিমা পূজক ছিলেন, কিন্তু এখন তারা ‘‘পিতা ঈশ্বরে,’’ ‘‘প্রভু যীশু খ্রীষ্টে|’’ এই মন্ডলীর সম্বন্ধে পৌল সেই কথাই বলেছিলেন| এইভাবেই আপনি মন্ডলীতে ‘‘যোগ’’ দিয়েছিলেন| মন্ডলীর তালিকায় আপনার নাম নথিভূক্ত করার দ্বারা এটা হয়নি| এটা হয়েছে ‘‘ঈশ্বরে’’ এবং ‘‘খ্রীষ্টে’’ অবস্থান করার জন্য| এটাই হল কারণ যা আপনাকে মন্ডলীর প্রকৃত সদস্যে পরিনত করেছে| যীশু এর জন্যে প্রার্থনা করেছিলেন যখন তিনি বলেছিলেন, ‘‘যেন তাহার সকলে এক হয়; পিতা, যেমন, তুমি আমাতে, ও আমি তোমাতে, তেমনি তাহারাও যেন আমাদিগতে থাকে" (যোহন 17:21)| মন্ডলীর সঙ্গে যুক্ত হতে হলে, আপনাকে অবশ্যই যীশুতে এবং পিতা ঈশ্বরে যুক্ত হতে হবে! অন্য আর কোন পথ নেই| আপনি হয় খ্রীষ্টের ‘‘মধ্যে’’ অথবা খ্রীষ্টের ‘‘বাইরে’’ থাকবেন| সেই কারণেই আমরা আপনাকে বলি যে আপনি খ্রীষ্টের কাছে আসুন, খ্রীষ্টের উপরে বিশ্বাস স্থাপন করুন, খ্রীষ্টের উপরে বিশ্রাম করুন| যখন সেইরকমটা ঘটবে তখন আপনি আমাদের মন্ডলীর একজন সদস্য হবেন| আমাদের মন্ডলীতে যোগদান করার জন্য সেখানে আর অন্য কোন পথ নেই| যীশু বলেছিলেন, ‘‘তোমার নূতন জন্ম হওয়া আবশ্যক’’ (যোহন 3:7)| মন্ডলীতে ‘‘আসা’’ আর ‘‘প্রভু যীশু খ্রীষ্টে স্থিত’’ (১ম থিষলনীকীয় 1:1) হওয়া এক জিনিষ নয়| কোন প্রকৃত মন্ডলী একমাত্র সেই সমস্ত লোকদের নিয়ে গঠিত হয় যারা সত্যিকারেই ‘‘প্রভু যীশু খ্রীষ্টে স্থিত|’’ বাদবাকি সকলেই কেবল মন্ডলী পরিদর্শন করেন, কিন্তু প্রকৃতভাবে তারা মন্ডলীর অংশ নয়| এটা খানিকটা নোহের জাহাজের মতন| নোহ তার জাহাজ তৈরী করতে বছরের পর বছর সময় ব্যয় করেছিলেন| অনেক লোক সেই বিশাল জাহাজ দেখার জন্যে আসত| সম্ভবত তারা জাহাজের বাইরে চারিদিকে ঘুরে ঘুরে দেখত, এমনকি তাদের মধ্যে কেউ কেউ এর ভিতরেও দেখার জন্যে প্রবেশ করত, এবং তারপরে তারা সকলেই চলে যেত| কিন্তু যখন সেই মহাপ্লাবন এসেছিল তখন তারা জাহাজের ‘‘মধ্যে’’ ছিল না| সেইজন্যে তারা সেই মহাপ্লাবনে ডুবে গিয়েছিল| যীশু বলেছেন, ‘‘বাস্তবিক নোহের [নোহ] সময়ে যেরূপ হইয়াছিল, মনুষ্যপুত্রের আগমনেও তদ্রূপ ঘটিবে’’ (মথি 24:37)| যখন ঈশ্বরের বিচার এই পৃথিবীর উপরে নেমে আসবে তখন আপনি হবেন আশাহীন যদি না আপনি ‘‘প্রভু যীশু খ্রীষ্টে স্থিত’’ থাকেন ঠিক যেমন থিষলনীকা শহরের সেই মন্ডলীর লোকেরা ছিলেন| ২| দ্বিতীয়ত, আমাদের প্রভু যীশু খ্রীষ্টে তাদের বিশ্বাস, প্রেম এবং আশা ছিল | ৩ নং পদের দিকে দেখুন| ‘‘আমরা তোমাদের বিশ্বাসের কার্য্য, প্রেমের পরিশ্রম, ও আমাদের প্রভু যীশু খ্রীষ্ট বিষয়ক প্রত্যাশার ধৈর্য্য, আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে অবিরত স্মরণ করিয়া থাকি’’ (১ম থিষলনীকীয় 1:3)| প্রেরিত সীল স্মরণে রেখেছিলেন যে থিষলনীকা শহরের সেই মন্ডলীর খ্রীষ্ট বিশ্বাসীরা খ্রীষ্ট বিশ্বাসের প্রতি প্রেমবশতঃ কাজ করেছিলেন| তাদের কাজ ছিল খ্রীষ্টের প্রতি তাদের বিশ্বাসের ফল| তারা যে কাজ করেছিল সেটা ছিল তাদের ‘‘প্রেমের পরিশ্রম|’’ তাছাড়া তাদের ছিল ধৈর্য্য, অথবা সহনশীলতা, যা তাদের ‘‘আমাদের প্রভু যীশু খ্রীষ্ট বিষয়ক প্রত্যাশার’’ দ্বারা অনুপ্রাণিত ছিল| ১ম করিন্থীয় ১৩ নং পদে পৌল বলেছেন, ‘‘আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম [খ্রীষ্ট বিশ্বাসীর প্রেম] এই তিনটি আছে; আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ’’ (১ম করিন্থীয় 13:13)| আমরা দেখেছি যে লোকেরা খ্রীষ্টে বিশ্বাস, প্রেম, এবং প্রত্যাশা ছাড়াই মন্ডলীতে আসতে পারেন| কিন্তু তারা দীর্ঘদিন ধরে মন্ডলীতে টিকে থাকবেন না| তারা মন্ডলীতে আসেন কেবলমাত্র বন্ধুদের পাওয়ার জন্যে| তারা অন্যদের সঙ্গে মন্ডলীতে শুধু মজা এবং সহভাগিতা উপভোগ করতে আসেন| কিন্তু তারপরে, ‘‘[পরীক্ষার] [একটি] সময়ে সরিয়া পড়ে’’ (লূক 8:13)| নতুন বছরের প্রথম ভাগে এইরকম হামেশাই হয়ে থাকে| খ্রীষ্ট জন্মোৎসবের সময়ে এবং নতুন বছরে মন্ডলীতে অনুষ্ঠিত পার্টিতে তারা প্রচুর মজা করে থাকে| কিন্তু তারপরে জানুয়ারী আসে| কিছু মজা শেষ হয়ে যায়| তখন তারা আর সেইরকম আমোদপ্রমোদ উপভোগের অনুভূতি পায় না যেগুলি তারা খ্রীষ্ট জন্মোৎসবের সময়ে করেছিল| সেই কারণে তারা ‘‘সরিয়া পড়ে|’’ এতে বোঝা যায় যে তারা মন্ডলীতে আসত শুধুমাত্র খেলতে এবং মজা করতে| খ্রীষ্টের সঙ্গে তাদের কোন সম্পর্ক ছিল না| তারা কখনোই ‘‘প্রভু যীশু খ্রীষ্টে স্থিত’’ ছিল না| সেই কারণে তারা সরে পড়ে এবং কখনোই তারা পরিত্রাণ পায়না| তারা কখনোই থিষলনীকা’র মন্ডলীতে থাকা লোকেদের মতন হতে পারেনি! আমি আশা করি আপনার ক্ষেত্রে এইরকম ঘটবে না! ৩| তৃতীয়ত, তারা ঈশ্বরের দ্বারা মনোনীত হয়েছিলেন | চতুর্থ পদের দিকে দেখুন| ‘‘হে ভ্রাতৃগণ, ঈশ্বরের প্রেমপাত্রগণ, আমরা জানি তোমরা মনোনীত লোক’’ (১ম থিষলনীকীয় 1:4)| পৌল তাদের ‘‘ভ্রাতৃগণ’’ (ভাইয়েরা) বলেন কারণ তারা ঈশ্বরের দ্বারা পরিত্রাণের জন্যে মনোনীত হয়েছিলেন| ২য় থিষলনীকীয় 2:13 পদে পৌল আরও একবার তাদের মনোনয়ন সম্বন্ধে বলেছেন, যেখানে তিনি বলেছিলেন, ‘‘ঈশ্বর আদি হইতে তোমাদিগকে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন|’’ শুরু থেকেই ঈশ্বর কিছু ব্যক্তিকে পরিত্রাণের জন্যে মনোনীত করে রাখেন| আমরা তাঁকে মনোনীত করিনা| তিনিই আমাদের মনোনীত করেন| ইফিষীয়তে, পৌল বলেছেন, ‘‘তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রীষ্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন’’ (ইফিষীয় 1:4)| যীশু স্বয়ং বলেছিলেন, ‘‘তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমিই তোমাদিগকে মনোনীত করিয়াছি’’ (যোহন 15:16)| এটা একটা রহস্য, এমন কোন একটা বিষয় নয় যা আমাদের স্বাভাবিক মন সম্পূর্ণভাবে বুঝতে পারে| কিন্তু এটা চরমভাবে সত্যি| সাতান্ন বছর আগে আমাকে প্রচার করার জন্যে ডাকা হয়েছিল| সেই মন্ডলীতে অনেক যুবক ছিলেন যারা ভাল খ্রীষ্ট বিশ্বাসীদের পরিবার থেকে এসেছিলেন| কিন্তু যদিও তারা ভাল খ্রীষ্ট বিশ্বাসী পরিবার থেকে এসেছিলেন, তবুও তারা কখনো পরিত্রাণ পায়নি, এবং শেষ পর্যন্ত মন্ডলী থেকে সরে পড়েছিল| সমস্ত রকমের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, তারা পরিত্রাণ পাওয়ার জন্যে ঈশ্বরের দ্বারা মনোনীত হয়নি| তবুও বিবাহ-বিচ্ছেদের ফলে ভেঙ্গে যাওয়া একটি পরিবার থেকে আসা একটি হতভাগ্য বালক, আমি সেখানে ছিলাম| শুধু এটাই নয় যে আমি সরে পরিনি - কিন্তু আমি এখানে আছি, সাতান্ন বছর পরেও, সুসমাচার প্রচার করে চলেছি| কিভাবে আমি এর ব্যাখ্যা করব? আমি এর কোন ব্যাখ্যা দিতে পারছি না| আমি কেবল যীশুর উদ্ধৃতি দিতে পারি, ‘‘তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমিই তোমাদিগকে মনোনীত করিয়াছি|’’ এবং যেহেতু তিনি আমাকে মনোনীত করেছেন, সেহেতু পালিয়ে না গিয়ে, অনেক কঠিন সময় এবং বহু দুঃখ অতিক্রম করতে আমাকে সক্ষম করা হয়েছে! থিষলনিকা শহরের মন্ডলীর খ্রীষ্ট বিশ্বাসীদের ক্ষেত্রেও এই জিনিষটি খুব সত্যি ছিল| ‘‘হে ভ্রাতৃগণ, ঈশ্বরের প্রেমপাত্রগণ, আমরা জানি তোমরা মনোনীত লোক|’’ আমাকে আরও একটা কথা বলতে দিন| আপনি যদি মনোনীতদের মধ্যে একজন না হন, তাহলে আপনাকে উদ্ধার করার জন্য আমরা কিছুই করতে পারি না| এছাড়া, নিজেকে পরিত্রাণ করার জন্যেও আপনি কিছুই করতে পারেন না! সেই কারণেই কখন পরিত্রাত না হয়ে বছরের পর বছর ধরে কোন কোন লোক সুসমাচার শুনে যেতে পারে| তাদের শোনার কান নেই, অথবা যীশুকে বিশ্বাস করার মতন হৃদয় নেই| তারা কখন "ইহা পায়" না| ফিলিপ চেন বলেছিলেন যে তার মন ক্রমাগত বৃত্তাকারে ঘুরপাক খেয়ে চলছে, কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তার চিন্তা করতে চেষ্টা করছে| সেই সময়ে এক রবিবারের সকালে, ঈশ্বর তার হৃদয় মুক্ত করেছিলেন এবং তিনি যীশুতে বিশ্বাস স্থাপন করেছিলেন| কিন্তু যারা মনোনীত হননি তাদের কাছে এই রকমের কোন মূহুর্ত কখনোই আসে না| তাদের মন ক্রমাগত বৃত্তাকারে ঘুরে চলছে, চেষ্টা করে চলছে এই সমস্ত চিন্তা করার - যতদিন না তারা শেষ পর্যন্ত মারা যাচ্ছে এবং নরকের অগ্নিশিখায় নিমজ্জিত হচ্ছে| মনোনয়ন আপনার পছন্দ করার মতন কোন জিনিষ নয়| মনোনয়ন হল ‘‘ঈশ্বরের,’’ যা ৪ নং পদে বলা হয়েছে| ৪| চতুর্থত, তারা শুধু বাক্য শোনার দ্বারাই নয়, কিন্তু শক্তির দ্বারাও সুসমাচার গ্রহণ করেছিলেন | ৫ নং পদের দিকে দেখুন| ‘‘কেননা আমাদের সুসমাচার তোমাদের কাছে কোন বাক্য নয়, কিন্তু শক্তিতে, ও পবিত্র আত্মায়, ও অতিশয় নিশ্চয়তায় উপস্থিত হইয়াছিল; তোমরা ত জান আমরা তোমাদের কাছে তোমাদের নিমিত্ত কি প্রকার লোক হইয়াছিলাম’’ (১ম থিষলনীকীয় 1:5)| এখানে পৌল এটাকে ‘‘আমাদের সুসমাচার’’ বলে অভিহিত করছেন কারণ এটা তার, এবং তার বন্ধু, সীলের দ্বারা প্রচারিত হয়েছিল| অন্য জায়গায় তিনি এটাকে ‘‘ঈশ্বরের সুসমাচার’’ (রোমীয় 1:1) এবং ‘‘খ্রীষ্টের সুসমাচার’’ (১ম থিষলনীকীয় 3:2) বলেও অভিহিত করেছেন| থিষলনীয়দের কাছে সুসমাচার এসেছিল শক্তির সঙ্গে| ১ম করিন্থীয়তে পৌল বলেছেন, ‘‘আর আমার বাক্য ও আমার প্রচার জ্ঞানের প্ররোচক বাক্যযুক্ত ছিল না, বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শনযুক্ত ছিল’’ (১ম করিন্থীয় 2:4)| ডঃ মার্টিন লয়েড-জোন্স বলেছিলেন, ‘‘প্রেরিত...মনুষ্য দান অথবা প্রণালী অথবা পরিকল্পনার উপর নির্ভরশীল ছিলেন না| ইহা ছিল ‘আত্মার অথবা শক্তির প্রদর্শন’’’ (Unsearchable Riches in Christ, p. 56)| থিষলনীকা শহরের লোকেরা নোট নেওয়ার জন্য, বাইবেল খুলে চলে আসেনি! সেটা সুসমাচার সংক্রান্ত প্রচারের পথ নয়| এটা সুসমাচার সংক্রান্ত প্রচারের একটি প্রতিবন্ধকতা| যেমন নাকি ওভারহেড প্রোজেক্টর| যেমন নাকি আধুনিক অনুবাদ| আমি তাদের পেনসিল ছুঁড়ে ফেলে দিতাম, তাদের ওভারহেড প্রজেক্টর বন্ধ করে দিতাম, এবং সেই মহান পুরানো কিং জেম্স বাইবেল থেকে অভিষেকের সঙ্গে প্রচার করতাম| আমাদের প্রয়োজন আছে সেই পবিত্র আত্মার উপরে নির্ভর করার, আধুনিক প্রতারণাপূর্ণ কৌশলের উপরে নির্ভর করার নয়! পবিত্র আত্মার শক্তির সঙ্গে থিষলনীকার এই সমস্ত লোকেদের প্রতি প্রচার করা হয়েছিল এবং তারপরে তারা গভীরভাবে উদ্ধারপ্রাপ্ত হয়েছিলেন| কিভাবে পরিত্রাণ পাবেন সেটা আমি আপনাদের শেখাতে পারি না| সেই কারণে আমরা ক্রমাগতভাবে ঈশ্বরের উপস্থিতির জন্যে, এবং পবিত্র আত্মার অবস্থানের জন্যে প্রার্থনা করে চলি| একমাত্র তিনিই পারেন আপনার সামনে এই সত্যকে উন্মোচিত করতে এবং আপনাকে খ্রীষ্টের প্রতি আকর্ষণ করতে| পবিত্র আত্মার প্রচারের দ্বারাই এই সমস্ত লোকেরা পরিত্রাণ পেয়েছিলেন, বেশির ভাগ পুলপিটে আমরা আজকের দিনে যেমন ধূলিকণার মতন শুকনো বাইবেল শিক্ষা পাই তার দ্বারা নয়! সেখানে বাক্যের দূর্ভিক্ষ লেগে গেছে কারণ আমাদের প্রচারে সেইরকম ঈশ্বরের আত্মার শক্তি নাই, যেমন তাদের প্রচারে ছিল| ৫| পঞ্চমত, তাড়নার মধ্যে দিয়ে যাওয়ার দ্বারা তারা পৌল এবং সীলের আদর্শ অনুসরণ করেছিলেন | অনুগ্রহ করে ৬ নং পদের দিকে দেখুন| ‘‘আর তোমরা বহু ক্লেশের মধ্যে, পবিত্র আত্মার আনন্দে বাক্যটী গ্রহণ করিয়া, আমাদের ও প্রভুরও, অনুকারী হইয়াছ’’ (১ম থিষলনীকীয় 1:6)| তারা পৌল এবং সীলের, এবং খ্রীষ্টের অনুসরণকারী (অথবা অনুকারী) হয়েছিল - ‘‘বহু ক্লেশ’’ (অথবা চরম যন্ত্রণা) সত্ত্বেও| এবং তাদের সেই দুঃখভোগের মধ্যেও, পবিত্র আত্মার দ্বারা প্রদত্ত একটা আনন্দ ছিল| প্রেরিত পিতর বলেছিলেন, ‘‘প্রিয়েরা, তোমাদের পরীক্ষার্থে যে আগুন তোমাদের মধ্যে জ্বলিতেছে, ইহা বিজাতীয় ঘটনা বলিয়া আশ্চর্য্য জ্ঞান করিও না: বরং যে পরিমাণে খ্রীষ্টের দুঃখভোগের সহভাগী হইতেছ, সেই পরিমাণে আনন্দ কর; যেন, তাঁহার প্রতাপের প্রকাশ কালে, উল্লাস সহকারে আনন্দ করিতে পার’’ (১ম পিতর 4:12-13)| ডঃ থমাস হেলী বলেছিলেন, ‘‘নূতন নিয়ম অনুসারে, ধৈর্য্য সহকারে খ্রীষ্টের জন্যে দুঃখভোগ সহ্য করা হইল আনন্দপূর্ণ একটি সুযোগ (প্রেরিত 5:41; ১ম পিতর 4:13)| যে মন্ডলী আনন্দের সহিত তাড়না সহ্য করিতেছে, সেই মন্ডলী একটি শক্তিশালী মন্ডলী [হইয়া থাকে] এবং ইহার সাক্ষ্য ক্ষমতাপন্ন হয়’’ (Thomas Hale, M.D., The Applied New Testament Commentary, Kingsway Publications, 1997; comment on I Thessalonians 1:6)| একটা ভয়ানক মন্ডলী বিভাজন অতিক্রম করার মাধ্যমে আমাদের নিজেদের মন্ডলী শক্তিশালী হয়েছিল| সেই কারণে আমাদের ‘‘পবিত্র আত্মায় আনন্দ অপরিসীম|’’ আমরা কতটাই না আনন্দপূর্ণ সেটা দেখে প্রচারকেরা যারা আমাদের সাক্ষাৎ করতে আসেন তারা খুবই আশ্চর্য্যান্বিত হন! থিষলনীকার মন্ডলী যেমন করেছিল, সেইরকমভাবে নিদারুণ যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়ার দ্বারা আমরা সেই পথের সন্ধান পেয়েছিলাম! একজন শক্তিশালী খ্রীষ্ট বিশ্বাসী হতে গেলে পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়াটাই হচ্ছে একমাত্র পথ| শুধুমাত্র বাইবেল অধ্যয়ণ অটল খ্রীষ্ট বিশ্বাসী উৎপন্ন করে না| সমস্যার মধ্যে দিয়ে দুঃখভোগ করাটাই আমাদের শক্তিশালী করে| সেখানে আর অন্য কোন পথ নেই! প্রেরিত পৌল আন্তয়মিয়ার নূতন খ্রীষ্ট বিশ্বাসীদের বলেছিলেন, ‘‘অনেক ক্লেশের অনেক কষ্টের মধ্যে দিয়ে [বহু দূর্দশা] আমাদিগকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে’’ (প্রেরিত 14:22)| কষ্ট, পীড়ন, এবং কঠোর যন্ত্রণা শুধুমাত্র অটল খ্রীষ্ট বিশ্বাসী উৎপন্ন করে তাই নয় - এইগুলি গম থেকে ভুষিও আলাদা করে দেয়| কাজেই যখন এমনকী সামান্য পীড়ণ উপস্থিত হয়, সেই সমস্ত লোকেরা যারা অপরিত্রাণপ্রাপ্ত তারা মন্ডলী ত্যাগ করে এবং জাগতিকতার প্রতি ফিরে যায় - যেমন আমরা সচরাচর দেখে আসছি| কিন্তু যারা সমস্যার মধ্যে দিয়ে যান তারা মহান খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হন, যেমন মিসেস্ শালজার, মিঃ প্রুধোম্মে, মিসেস বিবোউট, ডঃ কেগান, মিঃ গ্রিফিত, আমার নিজের স্ত্রী, ডঃ চেন, এবং আমাদের মন্ডলীর আরও অনেকে - ‘‘সেই ৩৯’’ জন লোকের সকলেই যারা আমাদের মন্ডলীকে ভাঙ্গন থেকে রক্ষা করেছিলেন যা আমরা সহ্য করেছিলাম| যদি আপনি তাদের মতন হতে চান, তাহলে আপনাকে অবশ্যই কোন না কোন কঠোর ক্লেশের মধ্যে দিয়ে যেতে হবে! শক্তিশালী খ্রীষ্ট বিশ্বাসী তৈরী করার জন্যে ঈশ্বর কঠোর ক্লেশ ব্যবহার করেন! একটি বিখ্যাত পুরানো দিনের গান এই সমস্ত কথাগুলি বলছে, যখন অগ্নিময় পরীক্ষার মধ্যে যাই তোমার পথ পড়িয়া থাকিবে, আমি জানি এটা আমার নিজের জীবনের জন্যে সত্যি| পালক হওয়ার জন্য আমাকে যে সমস্ত পরীক্ষা এবং তাড়ণার মধ্যে দিয়ে যেতে হয়েছিল সেইগুলিই ছিল আমার প্রকৃত সেমিনারী| এইগুলি সবই ছিল পরীক্ষার মাধ্যমে পাওয়া যা আমি পালক হতে গিয়ে শিখেছিলাম! ক্রুশের বিদ্যালয়ের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, যা আমাদের আশ্চর্য্যজনক মন্ডলীতে সেই সমস্ত মহান খ্রীষ্ট বিশ্বাসীদের সৃজন করেছে! ৬| ষষ্ঠত, অন্য খ্রীষ্ট বিশ্বাসীদের কাছে তারা আদর্শে পরিণত হয়েছিল | ৭ নং পদের দিকে দেখুন, ‘‘এইরূপে মাকিদনিয়া ও আখায়াস্থ সমস্ত বিশ্বাসী লোকের আদর্শ হইয়াছ’’ (১ম থিষলনীকীয় 1:7)| ডঃ থমাস হেলী বলেছিলেন, কারণ এই সকল থিষলনীকীয় খ্রীষ্ট বিশ্বাসীরা আনন্দের সহিত এমন তাড়ণা সহ্য করিয়াছিলেন এবং বিশ্বস্থভাবে খ্রীষ্টের অনুকারী হইয়াছিলেন যে, তাহারা গ্রীসের উত্তরাঞ্চলের একটি রাজ্য, মাকিদনিয়াতে বসবাসকারী অন্যান্যদের [খ্রীষ্ট বিশ্বাসীদের] নিকট একটি আদর্শে [অনুকরণীয় ব্যক্তিত্ব], একটি উদাহরণে, পরিণত হইয়াছিলেন| এই থিষলনীকীয় খ্রীষ্ট বিশ্বাসীরা আমাদের জন্যও আদর্শ হউক! তাহার পরে...আমরাও অন্যান্যদের সন্মুখে আদর্শস্বরূপ হইব (ibid.; note on I Thessalonians 1:7)| ৭| সপ্তমত, তারা আত্মা জয়কারী ছিলেন | ৮ নং পদের দিকে দেখুন, ‘‘কেননা তোমাদের হইতে প্রভুর বাক্য ধ্বনিত হইয়াছে কেবল মাকিদনিয়াতে ও আখায়াতে নয়, কিন্তু ঈশ্বরের প্রতি তোমাদের যে বিশ্বাস তাহার বার্ত্তা সর্ব্বত্র ব্যপ্ত হইয়াছে; এই জন্য আমাদের কিছু বলিবার প্রয়োজন নাই’’ (১ম থিষলনীকীয় 1:8)| তারা নিজেদের চতুর্দিকে সুসমাচার ‘‘ধ্বনিত’’ করেছিলেন| তারা আত্মা জয় করেছিলেন এবং তাদের মন্ডলীতে নিয়ে এসেছিলেন| তারা ছিলেন মিশন-মনস্ক আত্মা-জয়কারী| কথা প্রসঙ্গে বলছি, এই কাজ করতে গিয়ে তাদের বছরের পর বছর ধরে বাইবেল অধ্যয়ণ করার প্রয়োজন হয়নি| ডঃ হেলী বলেছিলেন, ‘‘মনে রাখিবেন, পৌল যখন এই পত্রখানি লিখিয়াছিলেন তখন এই মন্ডলী এক বছরেরও কম পুরানো অবস্থায় ছিল| ইহা খুব ছোট্ট, তাড়িত একটি মন্ডলী ছিল| তাহা সত্ত্বেও, তাহাদের বিশ্বাসের কথা সর্ব্বত্র জানা গিয়াছিল’’ (ibid.; note on I Thessalonians 1:8)| দ্রুত এক শক্তিশালী খ্রীষ্ট বিশ্বাসী হওয়ার উপায়গুলির মধ্যে সবচাইতে ভাল হচ্ছে এখনই আত্মা-জয়কারী হওয়া, এই মুহূর্তে! সুসমাচার প্রচার থেকে যারা বেশ নাম অর্জন করেন তারা খুব দ্রুত ক্ষমতাশালী হয়ে পড়েন| কিন্তু যারা মন্ডলীতে কেবলমাত্র হাজিরা দেন তাদের কখনোই পরিণত খ্রীষ্ট বিশ্বাসী হতে দেখা যায় না| আপনাদের মধ্যে কারও কারও এই সম্বন্ধে চিন্তা করার দরকার আছে! এটা কি আপনারও সমস্যা? আমি এমন কোন প্রকৃত ক্ষমতাশালী খ্রীষ্ট বিশ্বাসী কখনোই দেখিনি যিনি আত্মা-জয়কারী নন - এমন একজন যিনি হারানো লোকেদের মন্ডলীতে আসতে এবং পরিত্রাণ পেতে সাহায্য করেন না| যদি সুসমাচার প্রচারে আপনি আগ্রহী না হন, আমি বিশ্বাস করি যে আপনি কখনোই একজন ক্ষমতাশালী খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হতে পারবেন না| ৫৭ বছরেরও বেশি সময় ধরে সেবাকার্য্য চালানোর পরে এই হচ্ছে আমার মতামত| ৮| অষ্টমত, তারা এই সমস্ত করতে পারে কারণ তারা খ্রীষ্টের প্রতি মন পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করেছে | ৯ এবং ১০ নং পদের দিকে দেখুন, ‘‘কারণ তাহারা আপনারা আমাদের বিষয়ে এই বার্ত্তা প্রচার করিয়া থাকে যে তোমাদের নিকটে আমরা কিরূপে উপস্থিত হইয়াছিলাম, আর তোমরা কিরূপে প্রতিমাগণ হইতে ঈশ্বরের দিকে ফিরিয়া আসিয়াছ যেন জীবন্ত সত্য ঈশ্বরের সেবা করিতে পার; এবং যাঁহাকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়া্ছেন, যিনি আগামী ক্রোধ হইতে আমাদের উদ্ধারকর্ত্তা, যেন স্বর্গ হইতে তাঁহার সেই পুত্রের, অর্থাৎ যীশুর অপেক্ষা করিতে পার’’ (১ম থিষলনীকীয় 1:9-10)| সেই জীবন্ত এবং সত্য ঈশ্বরের সেবা করার জন্যে, তারা প্রতিমার দিক থেকে ঈশ্বরের দিকে মুখ ফিরিয়েছিল| মন পরিবর্তন করার জন্য, আপনাকে অবশ্যই নিজের জীবনের পাপের দিক থেকে মুখ ঘুরিয়ে নিতে হবে| কিন্তু সেটাই সব নয়| আপনাকে অবশ্যই আপনার পাপ থেকে ফিরে খ্রীষ্টের দিকে আসতে হবে, কারণ যীশু বলেছেন, ‘‘আমা দিয়া না আসিলে, কেহ পিতার নিকটে আইসে না’’ (যোহন 14:6)| যদি আপনি স্বার্থপর এবং পাপপূর্ণ জীবন থেকে খ্রীষ্টের প্রতি ফিরে আসতে অস্বীকার করেন, তাহলে আপনি কখনোই পরিত্রাণ পাবেন না, এমনকী যদি আপনার জীবনের বাকি সময়টির জন্য আপনি এই মন্ডলীতে উপস্থিত থাকেন তবুও! তাঁর পবিত্র রক্তের দ্বারা আপনার কৃত পাপ থেকে নিজেকে ধৌত করার জন্য আপনাকে অবশ্যই যীশুর প্রতি ফিরতে এবং তাঁর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে! তখন শুধুমাত্র খ্রীষ্টের উপরেই আপনার আশা স্থাপিত হবে, এবং আপনি আশা এবং আনন্দের সঙ্গে খ্রীষ্টের দ্বিতীয় আগমনের দিকে তাকিয়ে থাকবেন! কিভাবে আমি প্রার্থনা করব যাতে আপনি এই প্রচারের ছাপানো কপিগুলি সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে যাবেন এবং সেটা পড়বেন - একবার নয়, কিন্তু অনেকবার! কিভাবে আমি প্রার্থনা করব যাতে আপনি থিষলনীকা শহরের মন্ডলীর সেই লোকদের মতন মহান খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হন! আমেন| ডঃ চেন, অনুগ্রহ করে আমাদের প্রার্থনায় পরিচালিত করুন| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন| (সংবাদের পরিসমাপ্তি) আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ আবেল প্রুধোম্মে: ১ম থিষলনীকীয় 1:1-10 | |
খসড়া চিত্র থিষলনীকীয় খ্রীষ্ট বিশ্বাসীরা আপনার আদর্শ হোক! MAKE THE THESSALONIAN CHRISTIANS লেখক : ডঃ আর. এল. হাইমার্স, জুনিয়র| ‘‘পৌল, সীল, ও তীমথিয়, পিতা ঈশ্বরে ও প্রভু যীশু খ্রীষ্টে স্থিত থিষলনীকীয়দের মন্ডলী সমীপে: অনুগ্রহ, ও শান্তি, তোমাদের প্রতি, বর্ত্তুক’’ (১ম থিষলনীকীয় 1:1)| (প্রেরিত 17:6; ১ম থিষলনীকীয় 3:2) ১| প্রথমত, তারা ঈশ্বর এবং খ্রীষ্ট দুইয়েতেই ছিল, ১ম থিষলনীকীয় 1:1; ২| দ্বিতীয়ত, আমাদের প্রভু যীশু খ্রীষ্টে তাদের বিশ্বাস, প্রেম এবং আশা ছিল, ৩| তৃতীয়ত, তারা ঈশ্বরের দ্বারা মনোনীত হয়েছিলেন, ১ম থিষলনীকীয় 1:4; ৪| চতুর্থত, তারা শুধু বাক্য শোনার দ্বারাই নয়, কিন্তু শক্তির দ্বারাও, সুসমাচার গ্রহণ করেছিলেন, ১ম থিষলনীকীয় 1:5; রোমীয় 1:1; ১ম থিষলনীকীয় 3:2;
৫| পঞ্চমত, তাড়নার মধ্যে দিয়ে যাওয়ার দ্বারা তারা পৌল এবং সীলের আদর্শ অনুসরণ করেছিলেন, ১ম থিষলনীকীয় 1:6; ১ম পিতর 4:12-13; ৬| ষষ্ঠত, অন্য খ্রীষ্ট বিশ্বাসীদের কাছে তারা আদর্শে পরিণত হয়েছিল, ৭| সপ্তমত, তারা আত্মা জয়কারী ছিলেন, ১ম থিষলনীকীয় 1:8 | ৮| অষ্টমত, তারা এই সমস্ত করতে পারে কারণ তারা খ্রীষ্টের প্রতি মন পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করেছে, ১ম থিষলনীকীয় 1:9-10; যোহন 14:6 | |