Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




কালের চিহ্নসকল

SIGNS OF THE TIMES
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হাইমার্স, জুনিয়র|
by Dr. R. L. Hymers, Jr.

২০১৫ সালের, ২৭শে ডিসেম্বর, প্রভুর দিনের সকালবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Morning, December 27, 2015

‘‘তোমরা, আকাশের লক্ষণ বুঝিতে পার; কিন্তু কালের চিহ্ন সকল বুঝিতে পার না?’’ (মথি 16:3)|


খ্রীষ্টের সময়ে সদ্দূকী এবং ফরীশীরা প্রধান দুটি ধর্ম্মীয় দল ছিল| তারা স্বর্গ থেকে একটা বিশেষ ধরনের চিহ্নের দাবি রেখেছিলেন| কিন্তু তারা ইতিমধ্যেই একটার পর আর একটা চিহ্ন পেয়ে গিয়েছিলেন - খ্রীষ্ট তাদের মশীহা সেই প্রমান সমেত| তিনি পাঁচ হাজার লোককে খাইয়েছিলেন - আশ্চর্য্যজনকভাবে পাঁচটি রুটির টুকরো এবং দুটি মাছকে বহূগুণ করার দ্বারা (মথি 14:15-21)| গালীলি সাগরে, জলের উপর দিয়ে তিনি হেঁটেছিলেন (মথি 14:22-23)| তাঁকে স্পর্শ করেছিল এমন বহু লোককে তিনি সুস্থ করেছিলেন (মথি 14:36)| তিনি কনানীয় স্ত্রীলোকের মেয়েকে সুস্থ করেছিলেন (মথি 15:21-28)| তিনি বিরাট সংখ্যক লোককে সুস্থ করেছিলেন যারা ছিলেন অন্ধ, বোবা, বিকলাঙ্গ "এবং আরও অনেক লোক" (মথি 15:29-31)| তিনি দ্বিতীয় আশ্চর্য্যজনক এক উপায়ের মাধ্যমে চার হাজার লোককে খাইয়েছিলেন - সাতটি রুটি এবং "কিছু সংখ্যক মাছ"কে বহুগুণ বাড়িয়ে দিয়ে (মথি 15:32-39)|

চিহ্নের পর চিহ্নের পর চিহ্ন তাদের দেওয়া হয়েছে - এটা দেখিয়ে যে যীশু তাদের মশীহ ছিলেন| কিন্তু তবুও তারা এখন অন্য আর একটি চিহ্ন চাইছে| বিখ্যাত ইংরাজি টীকাকার, ম্যাথিউ হেনরী, বলেছিলেন যে তারা "স্বর্গের থেকে একটি চিহ্ন," চেয়েছিল এই কারনে নয় যে তারা তাঁকে বিশ্বাস করতে চায়নি| তারা "স্বর্গ থেকে একটা" চিহ্ন চেয়েছিল যাতে তারা ঈশ্বরকে নয়, বরং "বায়ুমন্ডলের ক্ষমতার অধীশ্বর" সেই শয়তানকে চিহ্নিত করতে পারে| তারা প্রমান করতে চেয়েছিল যে খ্রীষ্ট শয়তানের জন্য কাজ করেছিলেন, ঈশ্বরের জন্যে করেননি (Matthew Henry’s Commentary on the Whole Bible, Hendrickson Publishers, 1991 reprint, volume 5, p. 182)|

এবং খ্রীষ্ট তাদের বলেছিলেন,

"এই কালের দুষ্ট ও ব্যাভিচারী লোকেরা চিহ্নের অন্বেষণ করে: কিন্তু যোনার চিহ্ন ব্যতিরেকে, আর কোন চিহ্ন তাদের দেওয়া যাইবে না..." (মথি 16:4)|

ভাববাদী যোনার চিহ্ন ছিল খ্রীষ্টের মৃত্যু থেকে পুনরুত্থান|

"কারন যোনা যেমন তিন দিবা-রাত্র বৃহৎ মৎস্যের ["সামুদ্রিক দানব"এর] উদরে ছিলেন; তেমনি মনুষ্যপুত্রও তিন দিবারাত্র পৃথিবীর গর্ভে থাকিবেন" (মথি 12:40)|

যেমনভাবে যোনা সেই সামুদ্রিক মাছের পেটের মধ্যে থেকে পুনরুত্থিত হয়েছিলেন, সেইরকমভাবে খ্রীষ্টও সশরীরে কবর থেকে উঠবেন (cf. J. Vernon McGee, Th.D., Thru the Bible, Thomas Nelson Publishers, 1983, volume IV, p. 69; note on Matthew 12:40)| খ্রীষ্টের মৃতদেহের পুনরুত্থান ছিল একমাত্র সেই চিহ্ন যা তিনি তাদের দিয়েছিলেন|

এখন আমরা পাঠ্যাংশের বাক্যের মধ্যে চলে আসছি,

‘‘তোমরা, আকাশের লক্ষণ বুঝিতে পার; কিন্তু কালের চিহ্ন সকল বুঝিতে পার না?’’ (মথি 16:3)|

আকাশের দিকে তাকিয়ে তারা বলতে পারত যে পরের দিনের আবহাওয়া কেমন হবে| কিন্ত সেই চিহ্নগুলি, সেই আশ্চর্য্য ঘটনাগুলি, যা খ্রীষ্ট তাদের মধ্যে ঘটিয়েছিলেন সেগুলি বোঝার পক্ষে তারা আধ্যাত্মিকভাবে অতি অন্ধ ছিলেন|

এবং বর্তমানে এটা এইভাবেই চলছে| যেমন আমরা জানি যে আমাদের চারিদিকে চিহ্নস্বরূপ ঘটনাগুলি ঘটছে সেই সত্যের প্রতি নির্দেশ করে যে আমরা জগতের শেষ দিনের খুব কাছাকছি সময়ে ব্সবাস করছি| খ্রীষ্টের দ্বিতীয় আগমন এবং জগতের শেষ খুব দ্রুত এগিয়ে আসছে| শেষটি খুব কাছে| আশ্চর্য্যজনকভাবে, এই বিষয়ে আমরা বর্তমানে খুব কমই প্রচার করছি - কষ্টেসৃষ্টে হয়তো একটা! বহু বছর ধরে এটা একটা জনপ্রিয় বিষয় ছিল| বিলি গ্রাহাম তার ধর্মযুদ্ধের প্রতিটি প্রচার শেষ করতেন এই চিহ্ন বিষয়ক একটি প্রচার দিয়ে|

কিন্তু খুব কম সংখ্যক প্রচারক আজকাল এইরকম করেন| আমি তাদের সেই একই প্রশ্ন করি যা যীশু করেছিলেন,

"তোমরা কি কালের চিহ্ন সকল বুঝিতে পার না" (মথি 16:3)|

কেন আপনি কালের সব চিহ্নগুলি দেখতে পান না? কি সেই জিনিষ যা আপনাকে বুঝতে দেয় না যে আমাদের জগতের শেষ দিন খুব কাছে এসে গেছে? প্রত্যেকটি চিহ্ন নির্দেশ করে সেই সত্যের প্রতি যে সময় চলে গেছে| সমগ্র মানবজাতির জন্য শেষ খুব সন্নিকট|

"তোমরা কি কালের চিহ্ন সকল বুঝিতে পার না" (মথি 16:3)|

১| পাশ্চাত্য জগতে, এবং অন্য স্থানে, বর্তমানে শেষ সন্নিকটের প্রথম চিহ্ন হল পৌত্তলিকতার উত্থান এবং খ্রীষ্ট থেকে মুখ ফিরিয়ে নেওয়া |

ইউএসএ টুডে পত্রিকায় একটি প্রচ্ছদ প্রবন্ধ প্রকাশিত হয়েছিল যার শিরোনাম ছিল, "সমীক্ষা: বেশি সংখ্যায় আমেরিকানরা ধর্ম্ম থেকে সরে যাচ্ছে" (USA Today, March 7, 2002, pp. 1A, 1D, 7D)| ইউনাইটেড কিংডম এবং ইউরোপ এবং অন্য অনেক জায়গায় লোকে যেমন করছে সেইরকমভাবে এই ইউনাইটেড স্টেটসের লোকেরাও আধ্যাত্মিক খ্রীষ্টধর্ম ত্যাগ করছে| এখানে সাতটি রাজ্যের, শতকরা হিসাব পেশ করা হল, যারা বলছে যে তাদের "কোন ধর্ম্ম নাই":

ওয়াশিংটন         25%
ভারমন্ট             22%
কলোরাডো        21%
ওরিগন               21%
নেভাদা               20%
ওয়াওমিং             20%
ক্যালিফোরনিয়া 19%

প্রকৃতপক্ষে যা দেখা যাচ্ছে যে সেই পুরানো হিপ্পি - প্রকৃত রূপে - মন্ডলীতে থাকার পরিবর্তে সেখানে থেকে বের হয়ে এসেছে নিজেদের আরাধনা করার জন্যে, ঠিক সেইভাবে যেমন ইব্রীয় 10:25 পদে বাইবেল শিক্ষা দিয়েছে| তারা আরাধনা এবং সেবা করে "সৃষ্টিকর্ত্তার তুলনায় সৃষ্ট বস্তুর" (রোমীয় 1:25)| "আপনাদিগকে বিজ্ঞ বলিয়া তাহারা [বেশির ভাগ হিপ্পি প্রজন্ম]...মূর্খ হইয়াছে" (রোমীয় 1:22)|

খ্রীষ্ট আমাদের বলেছিলেন যে শেষের দিন যতই কাছে চলে আসবে ততই বেশি করে পাশ্চাত্য জগতের মধ্যে প্রকৃত খ্রীষ্টীয় ভালবাসা অন্তর্হিত হবে:

‘‘আর অধর্ম্মের বৃদ্ধি হওয়াতে, অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে [হইবে]’’ (মথি 24:12)|

বৃদ্ধ হিপ্পি প্রজন্ম হল ৫১ থেকে ৭১ বছর বয়সী| এই মাঝবয়সী হিপ্পিরা আপনাদের মতন যুবকদের মিথ্যা কথা বলে| তারা বলে থাকে যে আপনারা বাইরে বের হতে পারেন এবং প্রকৃতির সঙ্গে ভাব বিনিময় করতে পারেন এবং আপনাকে মন্ডলীতে যেতে হবে না| এই সমস্ত মাদকপূর্ণ-মস্তিষ্কের বৃদ্ধ হিপ্পিরা আপনাদের প্রতি মিথ্যাচরণ করেছে! এটা একটি মিথ্যা! এটা একটি মিথ্যা! এটা একটি মিথ্যা! "যদি আপনি মন্ডলীকে আপনার মায়ের মত করে না পান, তাহলে ঈশ্বরকে আপনি আপনার বাবার মতন করে পেতে পারেন না!" তাদের বলুন যে তৃতীয় শতাব্দীতে সাইপ্রিয়ান এই কথা বলে গিয়েছেন! (খ্রীষ্টাব্দ 200-258)| তাদের বলুন যে আমি সাইপ্রিয়ানের সঙ্গে সহমত! বিখ্যাত ধর্ম্মসংস্কারক জন কালভিন এই একই কথা বলেছিলেন! যদি আপনি স্থানীয় মন্ডলীকে আপনার মা হিসাবে না পান, তাহলে আপনি ঈশ্বরকেও আপনার পিতা হিসাবে পেতে পারেন না!

সাইপ্রিয়ান তার জীবনের শেষের দিকে মন পরিবর্তন করেছিলেন| তিনি আফ্রিকার কারথেজ শহরের বৃহত্তম মন্ডলীর পালক হিসাবে মনোনীত হয়েছিলেন| সমস্ত অগ্রগণ্য পালকদের সমান অধিকার প্রতিষ্ঠার জন্যে, তিনি রোমের বিশপের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন| মন্ডলীর শৃঙ্খলার বিষয়ে সাইপ্রিয়ানের জোড়ালো চিন্তা ভাবনার জন্য, রোমের পোপ, স্টিফেন তাকে সমাজচ্যুত করার হুমকি দিয়েছিলেন| রোমীয় তাড়নার বশবর্তী হয়ে বহু লোক সেই সময়ে মন্ডলী ত্যাগ করেছিল| সাইপ্রিয়ান যুক্তি দেখিয়েছিলেন যে মন্ডলী ছেড়ে চলে যাওয়া লোকেদের মধ্যে কঠোর অনুতাপের অনুভূতি ছাড়া তাদের আর মন্ডলীতে প্রবেশ করতে দেওয়া উচিৎ নয়| পোপ স্টিফেন যুক্তি দিয়েছিলেন যে যারা তাড়নার জন্য মন্ডলী ছেড়ে চলে গেছিলেন তাদের খুব সহজেই মন্ডলীতে আবার প্রবেশ করানো হোক| সাইপ্রিয়ান বলেছিলেন যে যদি তাদের আদৌ ফেরাতে হয়, তাহলেও তাদের সহজে ফিরিয়ে নেওয়া উচিৎ নয়| যখন রোমের পোপ সাইপ্রিয়ানকে সমাজচ্যুত করার ভয় দেখিয়েছিলেন, তখন পরজাতিদের হাতে নিহত হয়ে, শহীদ হওয়ার দ্বারা তিনি সমাজচ্যুত হওয়া থেকে রক্ষা পান| মন্ডলীর শৃঙ্খলা রক্ষার জন্য তার শক্তিশালী অবস্থানের জন্য তাকে স্মরণ করা হয়ে থাকে| এছাড়া সাইপ্রিয়ান অত্যন্ত ঘনিষ্ঠভাবে মন্ডলীকে স্থানীয় মন্ডলী হিসাবে সনাক্ত করেছিলেন, যাকে তিনি বলতেন "চাক্ষুষ মন্ডলী|" তিনি অনুভব করেছিলেন যে যারা তাড়নার জন্য চাক্ষুষ স্থানীয় মন্ডলী ত্যাগ করেছিলেন তাদের স্থানীয় মন্ডলীতে আবার ফেরত নেওয়ার আগে তাদের পরীক্ষা এবং অনুতাপের মধ্যে দিয়ে যাওয়া উচিৎ| এক অর্থে, এই বিষয়ে সাইপ্রিয়ান ছিলেন আদি প্রোটেস্টান্টদের মতন| যদি পোপ স্টিফেন তার কথা শুনতেন তাহলে বর্তমানের ক্যাথলিক মন্ডলীগুলি অনেক ছোট হত, কিন্তু এখন যেরকম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হত|

আমি দৃঢ়নিশ্চিত যে আমাদের নতুন প্রজন্মে কিছু ব্যাপটিস্ট প্রচারক দরকার যারা মন্ডলীর শৃঙ্খলার বিষয়ে এই আদি পালকের মতন কঠোর হবেন| এবং আমি সাইপ্রিয়ান ও জন কালভিনের কথা নিয়েই, বলছি, "মন্ডলী যাহার মাতা না হয়, তাহার পিতা ঈশ্বর হইতে পারেন না" (cf. J. D. Douglas, Who’s Who in Christian History, Tyndale House, 1992, pp. 186-187)| যে কোন লোককে বলুন যে আমি সাইপ্রিয়ানের সঙ্গে একমত| তিনি বিশ্বাসের জন্যে শহীদ হয়েছিলেন| আমি তার সঙ্গে একমত যে আপনাকে অবশ্যই আপনার স্থানীয় মন্ডলীর প্রতি বিশ্বস্ত থাকতে হবে| আমি তার এবং জন কালভিন, সেই ধর্ম্ম সংস্কারকের সঙ্গে একমত| সেই সমস্ত লোক যারা আপনাকে বলে যে আপনার মন্ডলী ত্যাগ করা উচিৎ তারা সকলে মিথ্যাবাদী| সেই সমস্ত লোক যারা আপনাকে বলে যে রবিবারে মন্ডলীতে উপস্থিত হওয়া ছাড়াই তারা খ্রীষ্ট বিশ্বাসী তারা সবাই মিথ্যাবাদী| স্থানীয় মন্ডলীতে সমর্পণ ছাড়া "খ্রীষ্টধর্ম্ম" হচ্ছে শেষের দিনের একটি চিহ্ন| এটা শয়তানের কাছ থেকে আসা একটি মিথ্যা!

"তোমরা কি কালের চিহ্ন সকল বুঝিতে পার না" (মথি 16:3)|

২| শেষ সন্নিকটের দ্বিতীয় চিহ্ন হল মাদক সেবন প্রযুক্ত মানসিক বিভ্রান্তি, সীমাহীন টেলিভিশন দেখা, ঘন্টার পর ঘন্টা ভিডিও গেম খেলা, "নেট সার্ফিং," এবং পর্ণোগ্রাফি দেখা |

বাইবেল বলছে যে শেষের দিনে নিজের কৃত পাপের দ্বারা লোক পশুরও অধম হয়ে পড়বে| বাইবেল বলে,

"কিন্তু ইহাও জানিও, শেষকালে বিষম সময় উপস্থিত হইবে| কেননা মনুষ্যেরা হইবে...অজিতেন্দ্রিয়, প্রচন্ড" (২য় তীমথীয় 3:1, 3)|

গ্রীক শব্দের অনুবাদ "বিষম" নতুন নিয়মের মধ্যে শুধুমাত্র আর অন্য একটি জায়গায় পাওয়া যায়, গাদারাতে অশুচি আত্মাবিশিষ্ট মানুষের ক্ষেত্রে| আমাদের বলা হয়েছে যে তিনি ছিলেন "বড় দুর্দ্দান্ত" (মথি 8:28)| সেখানে গ্রীক শব্দের অনুবাদ "দুর্দ্দান্ত" আর ২য় তীমথীয় 3:1 পদের মধ্যেকার "বিষম" শব্দ দুটি একই| শব্দটি হল "স্যালিপোস," এবং এটা বোঝাচ্ছে "বিপদজনক, প্রচন্ড, ভয়ঙ্কর" (স্ট্রংʼস)| ক্রমবর্দ্ধমান সংখ্যায় লোকেরা এইরকম হয়ে পড়বে - "বিপদজনক, প্রচন্ড এবং ভয়ঙ্কর|" আমরা প্রত্যেকদিন খবরে এইসব জিনিষ দেখি|

টেক্সাসের, ফোর্ট ওয়ার্থের সেই মহিলার সংবাদ প্রতিবেদনটির কথা আপনার কি মনে আছে? তিনি একজন সহকারী সেবিকা ছিলেন| তিনি "এক্সট্যাসি" নামের একটি মাদক সেবন করতেন| তিনি তার গাড়ি দিয়ে একটি লোককে ধাক্কা মেরেছিলেন এবং লোকটির মাথা গাড়ির ভাঙ্গা উইন্ডশীল্ডে গেঁথে থাকা অবস্থায় গাড়ি চালিয়ে তাকে নিজের বাড়ি পর্যন্ত টেনে এনেছিলেন| তিনি গাড়ি নিজের বাড়ির গ্যারাজে ঢুকিয়ে দেন এবং গ্যারাজের দরজা বন্ধ করে দেন| লোকটি তিনদিন ঐ উইন্ডশীল্ডে আটকানো অবস্থায় ছিল, যার ফলে রক্তক্ষয়ের কারণে ধীরে ধীরে সে মারা যায়| লোকটি মারা গেল কিনা সেটা দেখার জন্য দিনের মধ্যে অনেকবার করে মেয়েটি লোকটিকে দেখতে যেত| তিনদিন পরে অবশেষে লোকটি যখন মারা গেল, তখন সে তার মৃতদেহটি গাড়ির ট্রাঙ্কে ভরে একটি পার্কে নিয়ে গিয়ে ফেলে দেয়| টরেন্ট কাউন্টি, টেক্সাসের সরকারী উকিল ঘোষণা করেছিলেন, "নৃশংস বলাটাই যথেষ্ট নয়| হৃদয়হীন? অমানবিক? হতে পারে আমরা শুধু অমানবিকতার একটি নূতন ব্যাখ্যা করেছি" (Los Angeles Daily News, March 8, 2002, p. 1)| এটা মনে করে রাখা উচিৎ যে এই মহিলা ছিলেন একজন সহকারী সেবিকা| এটাও লক্ষ্য করা উচিৎ যে এই মহিলা নিজেকে একজন খ্রীষ্ট বিশ্বাসী বলে বিবেচনা করতেন| এখন আমরা পাচ্ছি ঠান্ডা মাথার হত্যাকারী যারা নিজেদের বলেন খ্রীষ্ট বিশ্বাসী! আপনি কি এটা বিশ্বাস করেন না! প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসী এই ধরনের কাজ করেন না!

অশুচি আত্মাবিষ্ট হওয়ার সম্ভাবনা ছাড়া আপনি কখনও "এক্সট্যাসি" বা অন্য কোন মাদক একবারের জন্য হলেও সেবন করতে পারেন না| অশুচি আত্মাবিষ্ট মানুষ হন প্রচন্ড, ভয়ঙ্কর এবং নিয়ন্ত্রনহীন| বর্তমানে রাস্তাঘাট অশুচি আত্মাবিষ্ট লোকজনে পরিপূর্ণ হয়ে আছে| দূরদর্শন এবং চলচ্চিত্র জগতের সর্বত্র তারা ছড়িয়ে আছে| সমস্ত চলচ্চিত্র ভ্যামপায়ার, জোম্বি, খুন, পীড়ন, রক্ত এবং হানাহানিতে পরিপূর্ণ| প্রত্যেক বছর এটা আরও খারাপ হচ্ছে! আমেরিকানরাও রক্তপিপাসু হয়ে পড়েছে প্রাচীনকালের রোমানদের মতন - যারা খ্রীষ্ট বিশ্বাসীদের সিংহের মুখে ছুঁড়ে ফেলে দিত - এবং খ্রীষ্ট বিশ্বাসীদের ছিড়ে ফেলা হচ্ছে সেটা দেখে কলিসিয়ামের ভিতরে উল্লাসে চিৎকার করত! একটা গোটা প্রজন্ম এখন শয়তানের দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে| যাতে আপনি স্থানীয় মন্ডলী ত্যাগ করেন তার জন্যে এই অশুচি আত্মাবিষ্ট লোকদের মধ্যে অনেকেই তারা যতটা পারে তার সবটাই করে থাকে| যারা ২০ বছর আগে আমাদের মন্ডলী ছেড়ে চলে গিয়েছিল এবং পরে ইন্টারনেটের মাধ্যমে আমাদের সমালোচনা করেছিল, তাদের মধ্যে অনেকেই এমন আচরন করেছিল, যেন তারা অশুচি আত্মাবিষ্ট| আমি দৃঢ়নিশ্চিত যে এদের মধ্যে কেউ কেউ সরাসরি শয়তানের নিয়ন্ত্রনে ছিলেন| তাদের আক্রমণ ঠেকানোর জন্য আমাদের তাদেরকে এফবিআই এর হাতে দিয়ে দেওয়া দরকার! তাদের কোন ঈশ্বর ভীতি ছিল না| কিন্তু এফবিআই তাদের থামিয়ে দিয়েছিল! প্রভুর প্রশংসা করুন! বাইবেল বলছে,

"এই কালের কুটীল [বিকৃতস্বভাব, কুটিল, বিপথগামী, Strong's] লোকদের হইতে আপনাদিগকে রক্ষা কর" (প্রেরিত 2:40)|

বর্তমানে বহু লোকের এইরকম মানসিক অস্থিরতা এবং শয়তানিক হিংস্রতা হচ্ছে একটা চিহ্ন যে শেষের দিন সন্নিকট|

"তোমরা কি কালের চিহ্ন সকল বুঝিতে পার না" (মথি 16:3)|

৩| শেষ সন্নিকটের তৃতীয় চিহ্ন হল জঙ্গী কার্যকলাপের বিশ্বব্যাপী উত্থান |

টাইম পত্রিকা বলছে:

একটি ১০ কিলোটনের [নিউক্লীয়ার] অস্ত্র নিউইয়র্ক শহরে ফাটতে চলেছে? এটা হয়নি| কিন্তু এটা হতে পারত|

১১ই সেপ্টেম্বরের ছয় মাস পরে, আর একটি আঘাত আসার আগে আমেরিকা বেপরোয়াভাবে একটি ভগ্ন ব্যবস্থাকে ঠিক করার কাজ করছিল [কাজে লেগেছিল]| যখন আমাদের গুপ্তচরেরা জাল শক্ত করার কাজ করছিলেন, টাইম পত্রিকার তদন্ত সেই সময়ে প্রশ্ন করে যে, আমরা কি পরবর্তী আক্রমণটিকে আটকাতে পারব? (মার্চ 11, 2002, পিপি. 24-25)|

টাইম পত্রিকা এই বিষয়ে নিশ্চিত হতে পারেনি যে আমরা নিজেদের রক্ষা করতে পারি| প্রবন্ধটি শেষ করা হয়েছিল এই বলে যে, "এখন আমরা আক্রমণাত্মক হয়েছি| সবার চাইতে বড় প্রশ্ন হল এই যে আমরা কী সঠিক সময়ে সেটা করতে পেরেছি" (ibid., p. 37)| টাইম পত্রিকা আমাদের বলে চলেছিল,

বিশেষজ্ঞরা বলেন জঙ্গীরা ইউ.এস. এর ক্ষতিসাধন করার উপায় বের করার জন্যে কাজ করছে, কিন্তু নিজেকে আক্রমণ থেকে রক্ষা করতে আমেরিকা যা করতে পারে তার সবটা এখনও অবধি সে করছে না|

[জঙ্গীরা তৈরী করছে] ইউরেনিয়াম-সমৃদ্ধ সমস্ত ব্যবস্থা যা বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে বিকিরণ ছড়িয়ে দেবে এবং আতঙ্ক সৃষ্টি করে (ibid., pp. 26-27)|

নিউইয়র্ক বা লস্ এঞ্জেল্স শহরে কি মুসলমান উগ্রবাদীরা থার্মোনিউক্লীয়ার বোমার বিস্ফোরণ ঘটাবে? টাইম পত্রিকা মনে করে তারা সম্ভবত সেটা করবে| ব্রিটিশ সংবাদ সংস্থা, রয়টারের, "তথ্য দেখাচ্ছে যে চুরি করা নিউক্লীয়ার বস্তুসমূহের দ্বারা পৃথিবী ধ্বংস হবে" এই শিরোনামে একটি ভীতিজনক সংবাদ পরিবেশনা আছে (March 6, 2002, www.reuters.com)|

স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডঃ লিউডমিলা জাইটসেভা বলেছিলেন, "এটা সত্য সত্যই খুবই ভীতিজনক|" আন্তর্জাতিক গবেষকেরা কিছু তথ্য সংগ্রহ করেছেন যাকে তারা বলেন পৃথিবীতে হারানো, চুরি যাওয়া, এবং ভুলক্রমে অন্যস্থানে স্থানান্তরিত হওয়া নিউক্লীয়ার বস্তুসমূহের সর্বাধিক সম্পূর্ণ ডেটাবেস - যার হিসাব কেউ করতে পারেনা এমন অস্ত্র-পদমর্যাদার ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামের দ্বারা যেটা পৃথিবীর ধ্বংসের প্রতি নির্দেশ করে| রয়টারের সংবাদ পরিষেবা বলেছে, "সত্যটি খুবই নিরুৎসাহজনক" (ibid)| এই মুহূর্তে ইরান আমেরিকা এবং ইস্রায়েলকে আক্রমণ করার জন্যে নিউক্লীয়ার অস্ত্রশস্ত্র তৈরী করছে| তাদের কে থামাবে? ওবামা অথবা হিলারি ক্লিনটন নন! তারা ইরানের সঙ্গে এক লেনদেন করেছে যেটা এই মুহূর্তে ইরানকে দিয়ে নিউক্লীয়ার অস্ত্র নির্মান করাচ্ছে! ঈশ্বর আমাদের সাহায্য করুন! এই ধরনের এক নেতৃত্ব নিয়ে আমরা এক বিপজ্জনক অবস্থার মধ্যে বর্তমানে আছি!

একটি থার্মোনিউক্লীয়ার আগুনঝড়ে কি সমগ্র বিশ্ব সশব্দে ধ্বংস হয়ে যাবে? বাইবেল বলছে:

"পরে চতুর্থ দূত সূর্য্যের উপরে আগুন বাটি ঢালিলেন; তাহাতে অগ্নি দ্বারা মনুষ্যদিগের তাপিত করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইল| তখন মনুষ্যেরা মহা উত্তাপে তাপিত হইল..." (প্রকাশিত বাক্য 16:8-9)|

কি হতো যদি ঈশ্বর ইরানকে সেইরকমের অগ্নিঝড় ছেড়ে দেওয়ার অনুমতি দিতেন? যদি লস্ এঞ্জেল্স একটা আতঙ্কজনক নিউক্লীয়ার অগ্নিশিখায় পুড়ে যেত, তাহলে আপনার কী হত? জগত যদি অগ্নিতে পরিপূর্ণ হয়ে যায় তাহলে আপনি কি করবেন? আমরা যখন নিউক্লীয়ার বোমার দ্বারা আক্রান্ত হব তখন আপনি কোথায় লুকাবেন?

বিলি গ্রাহাম তার যুবক থাকাকালীন অবস্থায় আসন্ন বিচারের অগ্নি সম্পর্কে এই বিবৃতি দিয়েছিলেন:

পৃথিবীর বিচারের বিষয়ে যখন ভাববাদীরা অগ্নির বিষয়ে বলেন, অথবা যখন পিতর শেষকালের অগ্নির বিষয়ে বলেন, তখন এটা এইরকমের নয় যে তিনি অগ্নির জ্বলনের বিষয়ে বলছেন| হতে পারে এটা ছিল সেই বিভাজনমূলক অগ্নি, অণুর বিভাজনের ফলে নিঃসরিত সেই নিউক্লীয় শক্তি...নিশ্চিতভাবে এটা হচ্ছে মন্দ জগতের প্রতি এক বিচারের অগ্নি (Billy Graham, World Aflame, Doubleday, 1965, pp. 246-247)|

যখন ঈশ্বরের বিচারের প্রকোপ অগ্নির দ্বারা লস্ এঞ্জেল্সের উপরে পড়বে, তখন পালানোর জন্য আপনি কি করবেন? যখন মুসলমান উগ্রবাদীরা আমাদের শহরগুলির উপরে "নোংরা" নিউক্লীয়ার বোমা ফাটাবে, এবং আক্ষরিক অর্থে সেটাকে নরকাবৃত করবে, তখন আপনি কোথায় লুকাবেন?

কোনও অপরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি সেই অগ্নির জন্যে প্রস্তুত থাকেন না যা ঈশ্বর শেষ দিনগুলিতে পৃথিবীতে পাঠাবেন| প্রস্তুত থাকার একটাই মাত্র উপায় হল এই ধরনের একটি বাইবেল-বিশ্বাসী মন্ডলীতে যোগদান করা এবং তাদের প্রত্যেকটি সেবাকাজে উপস্থিত থাকা| যেন আপনার জীবন এর উপরে নির্ভর করছে সেইরকমভাবে প্রচারগুলি শুনুন| তারপরে, নিশ্চিত হন, চরমভাবে নিশ্চিত থাকুন, যে আপনি পরিত্রাণ লাভ করেছেন - এবং আপনি মন্ডলীর শুধুমাত্র একজন হারানো সদস্য নন|

এই হল কারণ যে আপনার সরাসরি খ্রীষ্টের কাছে আসার প্রয়োজন, যিনি পাপপূর্ণ মানুষ এবং এক পবিত্র ঈশ্বরের সেই মধ্যস্থতাকারী| আপনার কৃত পাপের দেনা শোধ করার জন্য খ্রীষ্ট ক্রুশের উপরে এক ভয়ঙ্কর মৃত্যু বরণ করেছিলেন| তিনি সেই ক্রুশের উপরে নিজের রক্ত ঝরিয়েছিলেন যাতে আপনার পাপসমূহ ধৌত হতে পারে| তারপরে খ্রীষ্ট স্বশরীরে মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন এবং পুনরায় স্বর্গে আরোহন করেছিলেন, যেখানে তিনি এখন ঈশ্বরের ডানদিকে বসে আছেন| পরিত্রাত হওয়ার জন্যে আপনাকে অবশ্যই খ্রীষ্টের কাছে, স্বয়ং খ্রীষ্টের, কাছে আসতে হবে| উদ্ধার পাওয়ার জন্য আপনাকে অবশ্যই খ্রীষ্টের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে| এবং তারপরে নতুন নিয়মের এই ব্যাপটিষ্ট মন্ডলীর পূর্ণ সহভাগিতার মধ্যে আসুন এবং এর সদস্য হতে ব্যাপ্তাইস্ম গ্রহণ করুন| যখন আপনি মন পরিবর্তন করবেন একমাত্র তখনই আপনি নিরাপদে থাকবেন যখন বিচারের অগ্নি এই মন্দ শহরকে পোড়াবে| খ্রীষ্টকে বিশ্বাস করুন| এখনই এটা করুন - যখন সেখানে সময় আছে! আমেন!


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ আবেল প্রুধোম্মে: মথি 16:|-4 |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“In Times Like These” (Ruth Caye Jones, 1902-1972) |


খসড়া চিত্র

কালের চিহ্নসকল

SIGNS OF THE TIMES

লেখক : ডঃ আর. এল. হাইমার্স, জুনিয়র|

‘‘তোমরা, আকাশের লক্ষণ বুঝিতে পার; কিন্তু কালের চিহ্ন সকল বুঝিতে পার না?’’ (মথি 16:3)|

১| শেষের দিন যে সন্নিকট তার প্রথম চিহ্ন হল - বর্তমানে পাশ্চাত্য জগতে, এবং অন্য স্থানে, পৌত্তলিকতার উত্থান এবং খ্রীষ্ট থেকে মুখ ফিরিয়ে নেওয়া,
ইব্রীয় 10:25; রোমীয় 1:25, 22; মথি 24:12 |

২| শেষের দিন যে সন্নিকট তার দ্বিতীয় চিহ্ন হল - মাদক সেবন প্রযুক্ত মানসিক বিভ্রান্তি, সীমাহীন টেলিভিশন দেখা, ঘন্টার পর ঘন্টা ভিডিও গেম খেলা, "নেট সার্ফিং," এবং পর্ণোগ্রাফি দেখা, ২য় তীমথীয় 3:1, 3; মথি 8:28; প্রেরিত 2:40 |

৩| শেষের দিন যে সন্নিকট তার তৃতীয় চিহ্ন হল - জঙ্গী কার্যকলাপের বিশ্বব্যাপী উত্থান, প্রকাশিত বাক্য 16:8-9 |