Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




আব্রাহাম এবং ইসহাকের জীবন থেকে শিক্ষা

(আদি পুস্তকের উপর ৮৫ তম প্রচার)
LIFE LESSONS FROM ABRAHAM AND ISAAC
(SERMON #85 ON THE BOOK OF GENESIS)
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হাইমার্স, জুনিয়র|
by Dr. R. L. Hymers, Jr.

২০১৫ সালের, ২৯শে নভেম্বর, প্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাক্ল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord's Day Evening, November 29, 2015

‘‘তখন তিনি তাহাদিগকে কহিলেন, হে অবোধেরা, এবং ভাববাদিগণ যে সমস্ত কথা বলিয়াছেন: পরে তিনি মোশি হইতে ও সমুদয় ভাববাদী হইতে আরম্ভ করিয়া সমুদয় শাস্ত্রে তাঁহার নিজের বিষয়ে যে সকল কথা আছে, তাহা তাঁহাদিগকে বুঝাইয়া দিলেন|’’ (লূক ২৪:২৫, ২৭)|


মোশি এবং সমস্ত ভাববাদীরা তাঁর সম্পর্কে যা বলেছিলেন খ্রীষ্ট তাঁর শিষ্যদের সেইসমস্ত বলেছিলেন। পুরানো নিয়মে খ্রীষ্টের অনেক প্রতিকৃতি দিয়েছে| সেগুলি সবই হল বাক্য অনুসারে প্রদত্ত যীশুর, এবং ঈশ্বরের প্রতিকৃতি| ইতিহাসের প্রচারিত সমস্ত শ্রেষ্ঠ প্রচার হয়েছিল প্রেরিত পুস্তকের সময় থেকেই - নূতন নিয়ম লেখার আগেই| তারা কি প্রচার করতেন? তারা পুরানো নিয়ম থেকে ঈশ্বর এবং খ্রীষ্ট সম্বন্ধে প্রচার করতেন! আমার শোনা সর্বশ্রেষ্ঠ প্রচারের মধ্যে যা ছিল তার সবই ছিল পুরানো নিয়ম থেকে| আমার দীর্ঘদিনের পালক ড: তিমথী লিন ছিলেন একজন বিখ্যাত পুরানো পুরানো নিয়মের পন্ডিত| পঞ্চাশ বছর পরে, আমি এখনও মনে করতে পারি যিরমিয় ১:১০ পদের উপরে তার প্রচার, এবং দানিয়েল ১০:১৩, ২০, ২১, মালাখি ৪:৬, এবং আদিপুস্তক ৩:২১ পদগুলির উপরে তার প্রচার| আমার শোনা সর্বশ্রেষ্ঠ প্রচারগুলির মধ্যে একটি ছিল ডঃ আর. জি. লি’এর প্রচার ‘‘Payday Someday’’ - যা ছিল আহব এবং ঈযাবলের বিচারের উপরে একটি প্রচার - যেটা প্রচার করা হয়েছিল পুরানো নিয়মের প্রথম রাজাবলী বই থেকে| এবং ব্যক্তিগতভাবে আমি কখনও ভুলতে পারব না আমার শোনা যিহিষ্কেল ৩৭ থেকে ৩৯ পদের উপরে ডঃ এম. আর. ডিহানের ধারাবাহিক প্রচার| তাছাড়া আমি ডঃ ডব্লিউ. এ. ক্রিস্ওয়েলের পাঁচঘন্টার প্রচার, ‘‘The Scarlet Thread Through the Bible,’’ এই প্রচারের রেকর্ড করা অংশের খানিকটা শুনেছিলাম, যেটা ১৯৬১ সালের নতুন বছরের প্রাক্কালে, টেক্সাসের, ডালাস শহরের বিখ্যাত প্রথম ব্যাপটিষ্ট মন্ডলীতে প্রচারিত হয়েছিল| যদি আপনার কাছে কখনও পাঁচ ঘন্টা সময় থাকে, তাহলে আপনি www.wacriswell.org ওয়েবসাইটে গিয়ে এর রেকর্ডিং শুনতে পারেন| সেই শক্তিশালী প্রচারের অর্ধেকেরও বেশিটাই হচ্ছে সম্পূর্ণ পুরানো নিয়মের একটি ব্যাখ্যা! দশ বছর ধরে প্রায় প্রতিদিনই আমি ডঃ জে. ভারন্ন ম্যাকগীর প্রচার শুনে এসেছি, যেহেতু তিনি রেডিওতে সম্পূর্ণ পুরানো নিয়মের শিক্ষা দিতেন| এই সমস্ত বিখ্যাত ঈশ্বরের মানুষদের কাছ থেকে আমি শিখেছিলাম পুরানো নিয়মকে বিশ্বাস করতে এবং ভালবাসতে| আর আমি এটাও শিখেছিলাম যে পুরানো নিয়মের প্রায় প্রত্যেকটি পাতাতেই যীশু খ্রীষ্টের বিষয়ে আগে থেকেই লেখা আছে| কখনো কখনো তার কথা আগেই বলা হয়েছে বিশেষ কোন বাক্যের মধ্যে, যথা, ‘‘দেখ, এক কন্যা গর্ভবতী হইয়া, পুত্র প্রসব করিবে, ও তাঁহার নাম ইমানূয়েল রাখিবে’’ (যিশাইয় ৭:১৪)| অন্য কোন সময়ে তাঁর সম্বন্ধে বলা হয়েছিল চিত্রের বা প্রতীকের মাধ্যমে| যেমন আমরা আজকের সকালে দেখেছি, পুরানো নিয়মে প্রতীক হল কোন ব্যক্তি, স্থান অথবা বিষয়স্বরূপ যা নতুন নিয়মের কোন ব্যক্তি, স্থান অথবা বিষয়ের প্রতিকৃতি অঙ্কন করে|

আদিপুস্তকের ২২তম অধ্যায় হচ্ছে পিতা ঈশ্বর, এবং পুত্র খ্রীষ্টের এক সমৃদ্ধ স্বরূপ| আমি চাই যে আপনারা বাইবেলের সেই জায়গাটি খুলুন| এটা স্কোফিল্ড স্টাডি বাইবেলের ৩২ এবং ৩৩ পৃষ্ঠায় রয়েছে| অনুগ্রহ করে এই প্রচার চলাকালীন সবসময়ে বাইবেলের ঐ অংশটি খুলে রাখুন|

পুরানো নিয়মের মধ্যে আদিপুস্তকের ২২ অধ্যায় হল খ্রীষ্টের চরিত্র এবং ভূমিকা বিষয়ক সর্বশ্রেষ্ঠ বিদ্যা| গীতসংহিতা ২২ এবং যিশাইয় ৫৩ পদের মধ্যে আমরা পড়েছি, খ্রীষ্টের ভাববাণী আমাদের পাপের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল| কিন্তু আদিপুস্তক ২২ অধ্যায়ে আমরা পরিষ্কারভাবে শিখেছি যে যীশু খ্রীষ্ট ছিলেন সেই প্রতিস্থাপিত আত্মাহুতি| এবং আমাদের সামনে পিতা ঈশ্বর ও পাপে নিমজ্জিত মানুষের একটি চিত্র দেওয়া হয়েছে| আমি সেই মহান অধ্যায়টি বেশ কয়েকবার পড়েছি, এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই অধ্যায়টি

প্রকৃত খ্রীষ্ট বিশ্বাসীর স্বরূপ হিসাবে আব্রাহামের প্রতিকৃতি,
পিতা ঈশ্বরের স্বরূপ হিসাবে আব্রাহামের প্রতিকৃতি|

আর এটা হচ্ছে

খ্রীষ্টের স্বরূপ হিসাবে, তার পুত্র ইস্হাকের প্রতিকৃতি,
এবং ঠিক একইভাবে, হারানো পাপীর স্বরূপ হিসাবে ইস্হাকের প্রতিকৃতি|

এখানে এখন সেই সমস্ত প্রতিকৃতি অথবা স্বরূপগুলি দেওয়া হল|

১| প্রথমত, অধ্যায়টি খ্রীষ্ট বিশ্বাসীদের পরীক্ষা চিত্রিত করে |

আদিপুস্তক ২২:১, ২ দেখুন,

‘‘এই সকল ঘটনার পরে, ঈশ্বর অব্রাহামের পরীক্ষা করিলেন, তিনি তাহাকে কহিলেন, হে অব্রাহাম: তিনি উত্তর করিলেন, দেখুন, এই আমি| তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালবাস, সেই ইস্হাককে লইয়া মোরিয়া দেশে যাও; এবং তথাকার যে এক পর্ব্বতের কথা আমি তোমাকে বলিব তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান কর’’ (আদিপুস্তক ২২:১, ২)|

বাক্য অনুবাদিত ‘‘পরীক্ষা’’ হল খুব কঠিন| NASV তে এটি অনুবাদিত হয়েছে ‘‘অভিক্ষণ’’ হিসাবে| ডঃ রাইরী বলেছিলেন, ‘‘ঈশ্বর মন্দ বিষয়ের দ্বারা কাহাকেও পরীক্ষা করেন না (যাকোব ১:১৩), কিন্তু...তিনি আমাদের অভীক্ষণ, চেষ্টা, বা বিশুদ্ধ করিয়া থাকেন, যেমন তিনি অব্রাহামের ক্ষেত্রে করিয়াছিলেন’’ (রাইরী স্টাডি বাইবেল ; আদিপুস্তক ২২:১ পদের উপরে প্রদত্ত টীকা)| আমার মনে আছে বহু বছর আগে NASV এর হবহু অনুবাদ দেওয়ার জন্য, এবং ডঃ রাইরীর দেওয়া ব্যাখ্যা উল্লেখ করার জন্য আমি ভীষণভাবে তিরষ্কৃত হয়েছিলাম| কিন্তু আমি সেই সময় ঠিক কাজই করেছিলাম, এবং প্রায় পঞ্চাশ বছর পরে, আজ রাত্রেও ঠিক কাজই করছি| যাকোব ১:১৩ পদটি আমাদের বলছে যে ঈশ্বর কখনও আমাদের পাপের প্রতি পরীক্ষা করেন না| কিন্তু আদিপুস্তক ২২:১ পদটি দেখায় যে আমাদের খ্রীষ্টীয় জীবনের মধ্যেই ঈশ্বর আমাদের অভীক্ষণ করেন| এখানে, অব্রাহাম হলেন খ্রীষ্ট বিশ্বাসের প্রতীক, যিনি অভীক্ষিত হয়েছিলেন, যেমন কিনা আমরা সকলেই অভীক্ষিত হই|

স্কোফিল্ডের টীকা সঠিকভাবে বলছে, ‘‘অব্রাহামের আধ্যাত্মিক অভিজ্ঞতা চিহ্নিত করা গিয়াছিল চারটি গুরুত্বপূর্ণ সঙ্কটের দ্বারা, যাহাদের প্রত্যেকটির সহিত স্বাভাবিকভাবে প্রিয় কোন একটি জিনিষের সমর্পণ বা ত্যাগ অন্তর্ভূক্ত ছিল|’’ এইগুলি ছিল,

১| অব্রাহামকে তার নিজের দেশ এবং আত্মীয়স্বজনদের ছেড়ে চলে যেতে হয়েছিল (আদিপুস্তক ১২:১)| আমি দৃঢ়নিশ্চিত যে এই পরিস্থিতিতে অব্রাহাম কখনও উদ্ধার পেতেন না যদি না তিনি ঈশ্বরের বাধ্য হতেন| অনেক বিখ্যাত লোক (বিশেষ করে যুবকেরা) কখনও পরিত্রাণ পাওয়ার অভিজ্ঞতা অর্জন করেননি কারণ তারা তাদের জাগতিক বন্ধুবান্ধবদের পরিত্যাগ করেননি| তারা তাদের সঙ্গেই লেগে থাকত - আর সেইজন্য তারা কখনও পরিত্রাণ পাননি|

২| অব্রাহাম পরিত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তার ভ্রাতুষ্পুত্র লোটকে, যিনি তার অত্যন্ত ঘনিষ্ঠ, এবং একজন সম্ভাব্য উত্তরাধিকারীও ছিলেন, আদিপুস্তক ১৩:১-৮|

৩| অব্রাহামকে তার অন্য আর এক পুত্র, ইশ্মায়েলের জন্য করা পরিকল্পনা ত্যাগ করতে হয়েছিল, আদিপুস্তক ১৭:১৭, ১৮|

৪| অব্রাহামকে নিজের পুত্রকে বিসর্জন দিতে হয়েছিল যাকে তিনি হৃদয়ের গভীর থেকে ভালবাসতেন, আদিপুস্তক ২২:১, ২|

‘‘তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালবাস, সেই ইস্হাককে লইয়া মোরিয়া দেশে যাও; এবং তথাকার যে এক পর্ব্বতের কথা আমি তোমাকে বলিব তাহার উপরে তাহাকে হোমার্থে বলিদান কর’’ (আদিপুস্তক ২২:১, ২)|

ইস্হাককে পরিত্যাগ কর! ইস্হাককে পরিত্যাগ কর! ইস্হাককে পরিত্যাগ কর! কেননা, অব্রাহাম তার সমস্ত জীবন ধরে এই বালকটির জন্যে অপেক্ষা করেছিলেন! এবং ঈশ্বর এখন বলছেন তাকে হোমার্থে বলিদান কর! এটাই হচ্ছে অভীক্ষণ! ঈশ্বর আপনাকে বলছেন, ‘‘আপনি আমার জন্য কী পরিত্যাগ করিবেন?’’

আমি একজন বিদেশি মিশনারী হতে চেয়েছিলাম| এবং তখন ঈশ্বর সেটা কেড়ে নিয়েছিলেন| আমি ১,০০০ এরও বেশি সদস্য বিশিষ্ট একটি মন্ডলী প্রতিষ্ঠা করেছিলাম, এবং ঈশ্বর সেটাও কেড়ে নিয়েছিলেন|

যদিও মনে হয় রাস্তা সরল ও সঙ্কীর্ণ,
   আমার সমস্ত দাবি বেগে ধাবিত;
আমার আকাঙ্খা, পরিকল্পনা ও ইচ্ছা,
   আমার পদতলে ভস্মে শোয়ানো|
(“I Will Praise Him” by Mrs. Margaret J. Harris, 1865-1919) |

আপনি কী আপনার সকলই উৎসর্গ করার জন্য বেদীতে স্থাপন করেছেন?
   আপনার হৃদয় কী আত্মার নিয়ন্ত্রণে?
আপনি শুধুমাত্র আশীর্ব্বাদপ্রাপ্ত এবং শান্তিপ্রাপ্ত এবং সুন্দর বিশ্রামপ্রাপ্ত হতে পারেন,
   যেমনি আপনি তাঁকে আপনার দেহ ও আত্মা দ্বারা স্বীকার করেন|
(“Is Your All on the Altar?” by Elisha A. Hoffman, 1839-1929) |

ইতিহাসে উল্লিখিত সমস্ত বিশ্বস্ত খ্রীষ্ট বিশ্বাসীদের তাদের পরিকল্পনা এবং আশা পরিত্যাগ করতে হয়েছিল| ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য তাদের প্রত্যেককে উৎসর্গের মধ্যে দিয়ে যেতে হয়েছিল|

জন্ ক্রিসোস্টম সম্রাট ইউডোক্সিয়ার দ্বারা নির্বাসিত হয়েছিলেন|
   মার্টিন লুথার ক্যাথলিক মন্ডলীর দ্বারা বহিষ্কৃত হয়েছিলেন|
      রিচার্ড ব্যাক্সটার লন্ডন টাওয়ারে বন্দী অবস্থায় ছিলেন|
         জন্ ব্যানিয়ানকে বারো বছরের জন্য কারাগারে পাঠানো হয়েছিল|
            জন্ ওয়েসলীকে এঙ্গলিক্যান মন্ডলী থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল|
               জর্জ হোয়াইটফিল্ড লন্ডনের সমস্ত মন্ডলী থেকে বিতাড়িত হয়েছিলেন|
                  জোনাথান এডওয়ার্ড তার নিজের মন্ডলী থেকে বিতাড়িত হয়েছিলেন|
                     স্পারজিউন ব্যাপটিষ্ট ইউনিয়ন উৎখাত করেছিল|
                        জে. গ্রেশাম ম্যাকহেনকে প্রেসবাইটেরিয়ান মন্ডলী অধিকারচ্যূত
                           হয়েছিলেন|
                              জন্ আর. রাইসকে সাউদার্ণ ব্যাপটিষ্টরা বহিষ্কার করেছিল|
                                 অউকা ইন্ডিয়ানদের দ্বারা জিম ইল্লিয়টকে খুন করা হয়েছিল|
                                    রিচার্ড উমব্রান্টকে ১৪ বছরের জন্য জেলে রাখা হয়েছিল|
                                       প্রেরিত পৌলকে বেত্রাঘাত করা হয়েছিল, এবং পাথর
                                          ছুঁড়ে মারা হয়েছিল, কারাদন্ড দেওয়া হয়েছিল, এবং
                                             তার শিরশ্ছেদ করা হয়েছিল|

যোহন ছাড়া বাকি সমস্ত প্রেরিতগণ দন্ডপ্রাপ্ত হয়েছিলেন| খ্রীষ্টকে অস্বীকার করার পরিবর্তে তারা ভয়ঙ্কর মৃত্যুবরণ করেছিলেন| পুরানো দিনের খ্রীষ্ট বিশ্বাসীদের কলোসিয়ামের ভিতরে ফেলে দেওয়া হতো যেখানে বিপুল সংখ্যক পরজাতীয় উল্লসিত জনতার চোখের সামনে তাদের দেহ সিংহ এবং ভাল্লুকের দ্বারা ছিন্নভিন্ন করে দেওয়া হত| মিত্রশক্তি জার্মানীকে স্বাধীন করার কয়েকদিন আগেই নাৎসীরা ডয়েট্রিশ বনহফারকে তার গলায় একটি পিয়ানোর তার বেঁধে ঝুলিয়ে দিয়ে হত্যা করেছিল| বিলি গ্রাহামের ধর্মযুদ্ধের "সিদ্ধান্তবাদ"কে সমর্থন না করার জন্য ডঃ মার্টিন লয়েড-জোন্সকে সমালোচিত এবং সমাজ থেকে একঘরে হতে হয়েছিল| যে লেখাটি সেমিনারীতে উদারনীতিকে উন্মুক্ত করেছিল সেই "দ্য ব্যাটল ফর দ্য বাইবেল," লেখার জন্যে ডঃ হ্যারল্ড লিন্ডসেল আক্রান্ত এবং একঘরে হয়েছিলেন| সাউদার্ণ ব্যাপটিষ্ট সেমিনারীতে বাইবেলের উপরে আক্রমণ প্রচার করার জন্যে, ডঃ বিল পাউয়েল একাকী নির্বাসিত অবস্থায় মারা গিয়েছিলেন| আজকের দিনে মুসলমানদের দ্বারা বর্তমানে হাজার হাজার খ্রীষ্ট বিশ্বাসীদের শিরশ্ছেদন করা হয়েছে|

ঈশ্বর অব্রাহামকে তার পুত্র, ইস্হাককে দেওয়ার আগে অব্রাহাম ১০০ বছর ধরে অপেক্ষা করেছিলেন| তারপরে ঈশ্বর তাকে পরীক্ষা করেছিলেন এই বলে যে তুমি যাকে সর্বাধিক ভালবাসো তাকে হত্যা কর, এবং মোরিয়া পর্ব্বতে তাকে হোমার্থে উৎসর্গ কর| প্রত্যেক উৎকৃষ্ট খ্রীষ্ট বিশ্বাসীকেই তার প্রিয় কোন একটা কিছু পরিত্যাগ করেছিলেন, নতুবা তিনি তার প্রতি ঈশ্বর প্রেরিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি| প্রত্যেকটি উত্তম খ্রীষ্ট বিশ্বাসী জানেন সেই কথা যা মিসেস হ্যারী বোঝাতে চেয়েছিলেন যখন তিনি এই কথাগুলি লিখেছিলেন,

যদিও মনে হয় রাস্তা সরল ও সঙ্কীর্ণ,
   আমার সমস্ত দাবি বেগে ধাবিত;
আমার আকাঙ্খা, পরিকল্পনা ও ইচ্ছা,
   আমার পদতলে ভস্মে শোয়ানো|

তারা সকলেই জানতো যে মিঃ হফ্ম্যান কি বোঝাতে চেয়েছিলেন যখন তিনি সেই অন্তর্ভেদী প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন,

আপনি কী আপনার সকলই উৎসর্গ করার জন্য বেদীতে স্থাপন করেছেন?
   আপনার হৃদয় কী আত্মার নিয়ন্ত্রণে?
আপনি শুধুমাত্র আশীর্ব্বাদপ্রাপ্ত এবং শান্তিপ্রাপ্ত এবং সুন্দর বিশ্রামপ্রাপ্ত হতে পারেন,
   যেমনি আপনি তাঁকে আপনার দেহ ও আত্মা দ্বারা স্বীকার করেন|

২| দ্বিতীয়ত, অব্রাহাম পিতা ঈশ্বরের প্রতিকৃতি |

যদিও ভাববাদীরা সম্ভবত প্রতীক নন, কিন্তু অব্রাহাম তাঁর একমাত্র পুত্রকে দুঃখভোগ করতে এবং ক্রুশের উপরে মৃত্যুবরণ করতে পাঠিয়ে, নিশ্চিতভাবে পিতা ঈশ্বরের প্রতিকৃতি| নিশ্চিতভাবে আদিপুস্তক ২২:২ আমাদের সামনে পিতা ঈশ্বরের হৃদয়ের একটি চিত্র রাখছে| তিনি তার পুত্রকে, যাকে তিনি ভালবাসেন, নিয়ে চলেছেন কালভেরী পর্ব্বতে, যেটা মোরিয়া পর্ব্বতের অনুরূপ একই শৈলশ্রেনীতে অবস্থিত, এবং মানব জাতির পাপের দেনা শোধ করার জন্য সেখানে তিনি তাকে উৎসর্গ করছেন|

আদিপুস্তক ২২:৯ দেখুন, দ্বিতীয় অর্দ্ধটি| অব্রাহাম ‘‘আপন পুত্র ইস্হাককে বাঁধিয়া, বেদীতে কাষ্ঠের উপরে রাখিলেন|’’ সেই পৃষ্ঠার নিচে লেখা স্কোফিল্ডের টীকা বলছে, ‘‘অব্রাহাম, পিতার স্বরূপ, যিনি ‘নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাঁহাকে সমর্পণ করিলেন’ [রোমীয় ৮:৩২]|’’ আমরা কী যোহন ৩:১৬ পদটি এতবার শুনেছি যে আমরা আর এর বিষয়ে খুব একটা চিন্তা করি না?

‘‘কারণ ঈশ্বর জগতকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্রকে দান করিলেন...’’ (যোহন ৩:১৬)|

যখন আপনি আদিপুস্তক ২২:২ এর দিকে আবার দৃষ্টি নিবদ্ধ করছেন তখন যোহন ৩:১৬ পদের কথাও চিন্তা করুন,

‘‘এখন তোমার পুত্রকে নাও, তোমার অদ্বিতীয় পুত্রকে...যাহাকে তুমি ভালবাস...এবং তথায় তাহার বলিদান কর’’ (আদিপুস্তক ২২:২)|

ডঃ জে. ভারন্ন ম্যাকগী বলেছিলেন, ‘‘শেষ তিন ঘন্টা সময় ধরিয়া, সেই ক্রুশ যজ্ঞ বেদীতে পরিনত হইয়াছিল যাহার উপরে ঈশ্বরের মেষশাবক যিনি জগতের সমস্ত পাপ গ্রহণ করিয়াছিলেন তাঁহাকে উৎসর্গ করা হইয়াছিল| ক্রুশের উপরে পিতা এবং পুত্রের মধ্যে চুক্তি সম্পাদিত হইয়াছিল...এইস্থানেও সেই অনুরূপ চিত্র: এস্থানে কেবল অব্রাহাম এবং ইস্হাক রহিয়াছেন’’ (Thru the Bible, vol. 1, p. 91)|

ডঃ এম. আর. ডিহান বলেছিলেন, ‘‘পিতা [ঈশ্বর] এবং তাঁর পুত্র যীশু খ্রীষ্টের মধ্যে শেষের সেই কয়েক ঘন্টার নিদারুন যন্ত্রণার সময়ে কি ঘটিয়াছিল তাহা আমরা কখনই উপলব্ধি করিতে সক্ষম হইব না| ইহা ছিল পিতা এবং পুত্রের মধ্যকার চুক্তি সম্পাদন| কোন মনুষ্য চক্ষু সেই দৃশ্য দেখিতে পায় নাই [কেননা সমস্ত চরাচর অন্ধকারে পরিপূর্ণ ছিল]...যখন সেই চূড়ান্ত সন্ধিক্ষণ আসিয়াছিল এবং চূড়ান্ত বলিদান সম্পাদিত হইয়াছিল, ঈশ্বর [অন্ধকার পাঠাইয়াছিলেন]...যতক্ষণ না চূড়ান্তভাবে সর্ব্বোচ্চ সীমায় চরম মানসিক যন্ত্রণাদায়ক ক্রন্দন [ক্রুশের উপর হইতে যীশুর ক্রন্দন] আসিয়াছিল, ‘ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ?’’’ (M. R. DeHaan, M.D., Portraits of Christ in Genesis, Zondervan Publishing House, 1966, p. 137)|

অবশ্যই ইস্হাকের আসন্ন মৃত্যুর ঘটনা দ্বারা অব্রাহামের হৃদয় বিদীর্ণ হয়েছিল| এবং, একেবারে একইরকম নিশ্চিত যে, ঈশ্বরের হৃদয়ও বিদীর্ণ হয়েছিল যখন তিনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং তাঁর পুত্র যীশুকে তাঁর জন্যে ক্রন্দনরত অবস্থায় অন্ধকারের মধ্যে রেখে চলে গিয়েছিলেন, ‘‘কারণ তিনি জগতকে এমন প্রেম করিলেন যে, তাঁহার একমাত্র পুত্রকে দান করিলেন’’ - পাপ এবং নরক থেকে আপনাকে এবং আমাকে রক্ষা করার জন্য| নিশ্চয়ই ঈশ্বর ক্রুশের উপরে তাঁর জন্যে তাঁর পুত্রের কান্না্র স্বর শুনতে পেয়েছিলেন, ‘‘ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ?’’ নিশ্চয়ই পিতা ঈশ্বরের অশ্রু বয়ে চলেছিল যখন তিনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন যখন যীশু আমাদের পাপ সেই ক্রুশের উপরে একাই বহন করে নিয়ে যাচ্ছিলেন!

৩| তৃতীয়ত, ইস্হাক যীশুর প্রতিকৃতি |

স্কোফিল্ডের টীকা বলছে, ‘‘ইস্হাক, ঈশ্বরের স্বরূপ, ‘মৃত্যু পর্য্যন্ত আজ্ঞাবহ হইলেন’ (ফিলিপিয় ২:৫-৮)|’’

‘‘আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া, আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্য্যন্ত, এমন কি ক্রুশীয় মৃত্যু পর্য্যন্ত আজ্ঞাবহ হইলেন’’ (ফিলিপিয় ২:৮)|

এখন ৬ নং পদটির দিকে দেখুন,

‘‘তখন অব্রাহাম হোমের কাষ্ঠ লইয়া, আপন পুত্র ইস্হাকের স্কন্ধে দিলেন’’ (আদিপুস্তক ২২:৬)|

খ্রীষ্ট তাঁর ক্রুশ বহন করছেন এটা তার প্রতীক,

‘‘এবং তিনি [যীশু] আপনি ক্রুশ বহন করিতে করিতে সেই স্থানে গেলেন...ইব্রীয় ভাষায় সেই স্থানকে গলগথ বলে: তথায় তাহারা তাঁহাকে ক্রুশে দিল’’ (যোহন ১৯:১৭, ১৮)|

এখন ৭ এবং ৮ নং পদের দিকে দেখুন,

‘‘আর ইস্হাক আপন পিতা অব্রাহামকে, কহিলেন, হে আমার পিত: তিনি কহিলেন, হে বৎস, দেখ এই আমি| তখন তিনি কহিলেন, এই দেখুন অগ্নি ও কাষ্ঠ: কিন্তু হোমের নিমিত্তে মেষশাবক কোথায়? অব্রাহাম কহিলেন, বৎস, ঈশ্বর আপনি হোমের জন্য মেষশাবক যোগাবেন: পরে উভয়ে একসঙ্গে চলিয়া গেলেন’’ (আদিপুস্তক ২২:৭, ৮)|

ইস্হাক বলেছিলেন, ‘‘এই দেখুন অগ্নি ও কাষ্ঠ: কিন্তু হোমের নিমিত্তে মেষশাবক কোথায়?’’ অব্রাহাম বলেছিলেন, ‘‘আমার বৎস, ঈশ্বর আপনি হোমের জন্য মেষশাবক যোগাবেন|’’ এখন ৯ নং পদের দিকে দেখুন,

‘‘ঈশ্বরের নির্দ্দিষ্ট স্থানে উপস্থিত হইলে; অব্রাহাম সেখানে যজ্ঞবেদী নির্ম্মান করিয়া, কাষ্ঠ সাজাইলেন, পরে আপন পুত্র ইস্হাককে বাঁধিয়া, বেদীতে কাষ্ঠের উপরে রাখিলেন’’ (আদিপুস্তক ২২:৯)|

এটা যীশুকে চিত্রিত করছে, যেহেতু যিশাইয় আমাদের বলছেন,

‘‘মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষী যেমন লোমচ্ছেদকদের সন্মুখে নীরব হয়, সেইরূপ তিনি মুখ খুলিলেন না’’ (যিশাইয় ৫৩:৭)|

ডঃ ম্যাকগী দেখিয়েছিলেন যে ইস্হাক প্রায় ৩৩ বছর বয়সী ছিলেন| তিনি আদিপুস্তকের সম্পূর্ণ বর্ণনা অতি যত্ন সহকারে অধ্যয়ণ করার পরে এই সংখ্যাটি পেয়েছিলেন| তার পিতাকে ইস্হাক অতি বিনীতভাবে নিজেকে বাঁধতে এবং কাঠের উপরে শোয়াতে দিয়েছিলেন| এখন ১০ নং পদের দিকে দেখুন,

‘‘পরে অব্রাহাম হস্ত বিস্তার করিয়া, আপন পুত্রকে বধ করনার্থে খড়্গ গ্রহণ করিলেন’’ (আদিপুস্তক ২২:১০)|

যদিও অব্রাহাম বুঝতে পারেননি যে তিনি কি করছিলেন, কিন্তু ঈশ্বর তাকে যা বলেন সেটা পালন করতে তিনি অনেক আগেই শিখেছিলেন| এবং, এই কাজ করার মাধ্যমে, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন| ১২ নং পদটি দেখুন,

‘‘তখন তিনি বলিলেন, যুবকের প্রতি হস্ত বিস্তার করিও না, উহার প্রতি কিছুই করিও না: কেননা এখন আমি বুঝিলাম, তুমি ঈশ্বরকে ভয় কর, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতেও অসম্মত নও’’ (আদিপুস্তক ২২:১০)|

ডঃ ম্যাকগী বলেছিলেন, ‘‘ঈশ্বর অব্রাহামের পরীক্ষা লইয়াছিলেন| আমি বিশ্বাস করি কোন ব্যক্তি যাহাকে ঈশ্বর আহ্বান করিয়াছেন...কোন ব্যক্তি যাহাকে ঈশ্বর ব্যবহার করিয়াছেন তাহাদের সকলকেই তিনি পরীক্ষা করেন...আমাদের বিশ্বাসকে শক্তিশালী করিবার জন্যে, আমাদের স্থায়ী করিবার জন্যে, এবং আমাদেরকে তাঁর সেবার যোগ্য করিয়া তুলিবার জন্যে’’ (ibid., আদিপুস্তক ২২:১২ পদের উপরে টীকা)| মিসেস হ্যারিসের গানটি আবার শুনুন,

যদিও মনে হয় রাস্তা সরল ও সঙ্কীর্ণ,
   আমার সমস্ত দাবি বেগে ধাবিত;
আমার আকাঙ্খা, পরিকল্পনা ও ইচ্ছা,
   আমার পদতলে ভস্মে শোয়ানো|

কিন্তু তিনি আরও গেয়েছিলেন,

তখন ঈশ্বরের অগ্নি বেদীর উপর
   আমার হৃদয়ে দীপ্ত স্তির ছিল;
আমি কখনো তাঁহার ধন্যবাদ থেকে বিরত হব না,
   গৌরব, গৌরব তাঁর নামের!
আমি তাঁর ধন্যবাদ করবো! আমি তাঁর ধন্যবাদ করবো!
   পাপীর বলির জন্য মেষশাবকের ধন্যবাদ হোক;
তোমার সমস্ত লোক, তাঁকে ধন্যবাদ দিন,
   কারণ প্রতিটি কলঙ্ক তাঁর রক্ত ধৌত করতে পারে|

আমি মনে করি যে সেটাই ছিল তার সাক্ষ্য| সে যা দাবী করেছিল তা সমস্তই বেগে ধাবিত হয়েছিল| তার সমস্ত উচ্চাকাঙ্খা, পরিকল্পনা এবং সমস্ত ইচ্ছা তার পদতলে ভস্মের মধ্যে শোয়ানো ছিল| ‘‘তাহার পর’’ - ওহ, তাহাই হইল উত্তম! ‘‘তাহার পরে ঈশ্বরের অগ্নি আমার হৃদয় বেদীতে দীপ্ত হইয়াছিল; আমি কখনও তাঁহার ধন্যবাদ করা হইতে বিরত হইব না! গৌরব হউক, তাঁহার নামের গৌরব হউক!’’ যেমন মিঃ হফ্ম্যান বলেছিলেন, ‘‘আপনি একমাত্র আশীর্ব্বাদ পাইতে পারেন এবং শান্তি পাইতে পারেন এবং সুন্দর বিশ্রাম পাইতে পারেন, যেমনি আপনি তাঁকে আপনার দেহ ও আত্মা দ্বারা স্বীকার করেন|’’

এখন সেই সমস্ত বিশ্বাসী লোকদের কথা চিন্তা করুন যারা আমাদের মন্ডলীকে অর্থনৈতিক ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন| তাদের প্রত্যেককেই ঈশ্বর প্রেরিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছিল| অন্যেরা সকলে মন্ডলী বিভাজনের সময়েই সরে পড়েছিল| কিন্তু সমস্ত বিশ্বাসী লোকেরা থেকে গিয়েছিল, যদিও তাদের এখানে থাকার জন্য অনেক মূল্য দিতে হয়েছিল এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছিল| আমার মনে আছে মিসেস সালাজারকে কি মূল্য দিতে হয়েছিল| আমি জানি মিঃ প্রধোম্মকে কী মূল্য দিতে হয়েছিল| আমি জানি আমার স্ত্রীকে এর জন্যে কি মূল্য দিতে হয়েছিল, ডঃ চান, ডঃ কেগান, মিসেস কেগান, মিসেস বেবআউট, এবং অন্য সকলকে এর জন্যে কি মূল্য দিতে হয়েছিল| তারা বলতে পারেন, ‘‘আমি যাহা দাবী করিয়াছিলাম তাহা সকলই বেগে ধাবিত হইয়াছিল; আমার সকল উচ্চাকাঙ্খা, আমার সকল পরিকল্পনা এবং ইচ্ছা আমার পদতলে ভস্মে শোয়ানো|’’ ফাদার অব্রাহামের প্রতি সেরকমটাই ঘটেছিল, যখন তিনি যে পুত্রকে নিজের জীবনের চাইতেও বেশি ভালবাসতেন তাকে বধ করার জন্যে খড়্গ উত্তোলন করেছিলেন! তার সমস্ত উচ্চাকাঙ্খা, পরিকল্পনা এবং ইচ্ছা তার পদতলে ভস্মে শোয়ানো! আর সেটাই হল যে কিভাবে তিনি এবং বাকি সকল লোক সেই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিলেন| আপনি কী আশ্চর্যান্বিত হন যে কেন মিসেস সালজার এই ধরনের এক সন্ত হয়েছেন? তার সমস্ত উচ্চাকাঙ্খা, পরিকল্পনা এবং ইচ্ছা তার পদতলে ভস্মে শোয়ানো!

শুধুমাত্র বাইবেল পাঠ করার দ্বারা আপনি একজন বড় মাপের খ্রীষ্ট বিশ্বাসী হন না| আপনার সমস্ত উচ্চাকাঙ্খা, পরিকল্পনা এবং ইচ্ছাকে ঈশ্বরের প্রতি সমর্পণ করার দ্বারাই আপনি বড় খ্রীষ্ট বিশ্বাসী হন! যেভাবে অব্রাহাম হয়েছিলেন সেভাবেই আপনি এক মহান খ্রীষ্ট বিশ্বাসী হতে পারেন! সেখানে আর অন্য কোন পথ নেই! অনুগ্রহ করে উঠে দাঁড়ান এবং ৪ নং গানটি করুন, ‘‘যীশু, আমি আমার ক্রুশ লইয়াছি,’’

যীশু, আমি আমার ক্রুশ নিয়েছি, সব ছেড়ে তোমায় অনুসরণ করেছি;
   আমি নিঃস্ব, অবজ্ঞাত, পরিত্যাক্ত, তুমিই, এখন থেকে, আমার সব হবে:
যা আমি খুঁজেছি, আশা করেছি, এবং জেনেছি, ধ্বংস হোক প্রত্যেক আসক্ত আকাঙ্খা;
   তবুও আমার অবস্থা কত উন্নত, ঈশ্বর এবং স্বর্গ এখনও আমার নিজের!

জগৎ আমাকে অবজ্ঞা করুক এবং ছেড়ে যাক, তারা আমার পরিত্রাতাকেও, ছেড়েছে;
   মনুষ্য হৃদয় আমাকে প্রবঞ্চনার দৃষ্টিতে দেখে; তুমি দেখনা, মনুষ্যদের মতন, অসত্য;
এবং, যখন তুমি আমার প্রতি স্মিতহাস্য হাসবে, প্রজ্ঞা, প্রেম এবং শক্তির ঈশ্বর,
   শত্রুরা ঘৃণা করবে, আর বন্ধুরা ত্যাগ করবে; তোমার মুখ দেখাও, আর সবই হয় উজ্জ্বল|

মানুষেরা আমাকে হয়তো কষ্ট আর অসুবিধা দিবে তাও, ʼআমি কিন্তু তোমার বক্ষে ঝাঁপ দিব;
   ক্লান্ত কঠিন জীবন হয়তো আমাকে চাপ দেয়; স্বর্গ আমার জন্য আনবে সুন্দর বিশ্রাম|
ওহ দুর্দশায় এটা আমাকে আঘাত করেনা, যখন তোমার প্রেম আমার প্রতি আসে;
   ওহ আনন্দে আমাকে এটা মুগ্ধ করেনা, ঐ আনন্দ তোমার সঙ্গে বিশুদ্ধে পরিনত হবে|

অনুগ্রহ থেকে গৌরব তোমাতে তাড়িত, বিশ্বাসের দ্বারা বাহুযুক্ত, আর প্রার্থনার দ্বারা পক্ষযুক্ত;
   তোমার সামনে স্বর্গের অনন্ত দিন, ঈশ্বরের নিজহস্ত সেখানে তোমাকে পরিচালনা করবে|
শীঘ্র তোমার পার্থিব কাজ বন্ধ হবে, দ্রুত অতিক্রান্ত হবে তোমার যাত্রার দিন,
   আশা এই যে আনন্দ উপভোগে পরিবর্তিত হবে, বিশ্বাস দৃষ্ট হবে, আর প্রার্থনা প্রশংসা হবে|
    (“Jesus, I My Cross Have Taken” by Henry F. Lyte, 1793-1847) |

আপনারা এখন বসতে পারেন|

ওহ, আমি আদৌ এইভাবে প্রচারের পরিকল্পনা করিনি! আমি এই প্রচার লেখার একটা সুন্দর রূপরেখা লিখেছিলাম| এটা লিখতে আমার গোটা শুক্রবার ব্যয় হয়ে গেছিল| সবার শেষে, আমার সুন্দর রূপরেখাটি হয়েছিল এইরকম ‘‘দ্রুতবেগে ধাবিত, এবং আমার পদতলে ভস্মে শায়িত হউন!’’ আসুন এটাকেই থাকতে দিন! তবুও আমি বিশ্বাস করি যে এটা অব্রাহাম এবং ইস্হাকের বার্তা প্রদান করছে, যদি আমি আমার প্রচারের সুন্দর রূপরেখাকে অনুসরণ করতাম সম্ভবতঃ তার তুলনায় ভালভাবে!

ডঃ ডিহান বলেছিলেন, ‘‘এইস্থানে আদর্শ তত্ত্বের পরিবর্তন হইয়াছে এবং আমাদের কাছে একটি দ্বিগুণ উদাহরণ রহিয়াছে| ইস্হাক এতদিন শুধু খ্রীষ্টের স্বরূপ হইতে পারিয়াছেন কিন্তু আর নহে, কেননা ইস্হাক স্বয়ং [একজন পাপী ছিলেন যার] এর প্রয়োজন ছিল একজন বিকল্পের যাহাকে অবশ্যই তাহার পরিবর্তে বধ করিতে হইত| এবং সেই কারণে চিত্রটি পরিবর্তিত হইয়া খ্রীষ্টের প্রতিচ্ছবি হিসাবে ইস্হাকের পরিবর্তে, একটি মেষশাবকের পরিবর্তে ইস্হাকের প্রতিচ্ছবিতে পরিনত হইয়াছিল’’ (ibid., p. 141)| এখন ১৩ নং পদটি দেখুন,

‘‘তখন অব্রাহাম চক্ষু তুলিয়া, চাহিলেন, আর দেখ তাহার পশ্চাৎদিকে একটি মেষ তাহার শৃঙ্গ ঝোপে বদ্ধ: পরে অব্রাহাম গিয়া সেই মেষটি লইয়া, আপন পুত্রের পরিবর্তে হোমার্থ বলিদান করিলেন’’ (আদিপুস্তক ২২:১৩)|

এই উক্তির প্রতি লক্ষ্য করুন, ‘‘তাহার পুত্রের পরিবর্তে [অথবা জায়গায়]|’’ এটা হল পাপীর পরিবর্তে, খ্রীষ্টের মৃত্যুবরণের একটি প্রতিস্থাপিত চিত্র| ইস্হাকের পরিবর্তে মেষশাবকের বলিদান হচ্ছে যথার্থই যীশুর একটি চিত্র যাকে ক্রুশের উপর বলিদান করা হচ্ছে, আপনার পাপের দেনা পরিশোধ করার জন্য আপনার পরিবর্তে, যীশু, ‘‘যিনি আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন [ক্রুশের উপরে],’’ ১ম পিতর ২:২৪ |

আমি আপনাকে যীশুর উপরে বিশ্বাস স্থাপন করতে বলছি| যে মুহূর্তে আপনি তাঁকে বিশ্বাস করবেন, সেই মুহূর্তেই ক্রুশের উপরে তাঁর মৃত্যু আপনার পাপের সমস্ত দেনা শোধ করবে| এবং যে রক্ত তিনি ক্রুশের উপরে বইয়েছেন তা আপনাকে সমস্ত পাপ থেকে শুচী করবে - সেই মুহূর্তে যখন আপনি সমস্ত হৃদয় দিয়ে তাঁকে বিশ্বাস করবেন| শুধু তাঁকে বিশ্বাস করুন| শুধু তাঁকে বিশ্বাস করুন| এখন শুধু তাঁকে বিশ্বাস করুন| তিনি আপনাকে রক্ষা করবেন| তিনি আপনাকে রক্ষা করবেন| এখন তিনি আপনাকে রক্ষা করবেন| আমেন|


যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তাহলে ডঃ হাইমার্স আপনার কাছ থেকে কিছু শুনতে চান| যখন আপনি ডঃ হাইমার্সকে চিঠি লিখবেন তখন অবশ্যই তাকে জানাবেন যে কোন দেশ থেকে আপনি তাকে লিখছেন নয়ত তিনি আপনার ই-মেলের জবাব দিতে সক্ষম হবেন না| যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে ডঃ হাইমার্সকে একট ই-মেল পাঠান এবং তাকে সেইকথা জানান, কিন্তু কোন দেশ থেকে আপনি লিখছেন চিঠিতে সেটা অবশ্যই অন্তর্ভূক্ত করবেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন) | আপনি যে কোন ভাষায় ডঃ হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন| যদি আপনি ডঃ হাইমার্সকে ডাক-ব্যবস্থার মাধ্যমে চিঠি পাঠাতে চান, তবে তার ঠিকানা হল P.O. Box 15308, Los Angeles, CA 90015 | আপনি তাকে (818)352-0452 নম্বরে ফোন করতে পারেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটে www.sermonsfortheworld.com ওয়েবসাইটে গিয়ে পড়তে পারেন| ক্লিক করুন “প্রচার পান্ডুলিপি|”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ আবেল প্রুধোম্মে: আদিপুস্তক ২২:১-১৪ |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“Is Your All on the Altar?” (by Elisha A. Hoffman, 1839-1929) |


খসড়া চিত্র

আব্রাহাম এবং ইসহাকের জীবন থেকে শিক্ষা

(আদি পুস্তকের উপর ৮৫ তম প্রচার)
LIFE LESSONS FROM ABRAHAM AND ISAAC
(SERMON #85 ON THE BOOK OF GENESIS)

লেখক : ডঃ আর. এল. হাইমার্স, জুনিয়র|

‘‘তখন তিনি তাহাদিগকে কহিলেন, হে অবোধেরা, এবং ভাববাদিগণ যে সমস্ত কথা বলিয়াছেন: পরে তিনি মোশি হইতে ও সমুদয় ভাববাদী হইতে আরম্ভ করিয়া সমুদয় শাস্ত্রে তাঁহার নিজের বিষয়ে যে সকল কথা আছে, তাহা তাঁহাদিগকে বুঝাইয়া দিলেন|’’ (লূক ২৪:২৫, ২৭)|

(যিশাইয় ৭:১৪)

১| প্রথমত, অধ্যায়টি খ্রীষ্ট বিশ্বাসীদের পরীক্ষা চিত্রিত করে, আদিপুস্তক ২২:১, ২;
যাকোব ১:১৩; আদিপুস্তক ১২:১; ১৩:১-৮; ১৭:১৭, ১৮; ২২:১,২ |

২| দ্বিতীয়ত, অব্রাহাম পিতা ঈশ্বরের প্রতিকৃতি, আদিপুস্তক ২২:৯; রোমীয় ৮:৩২;
যোহন ৩:১৬; আদিপুস্তক ২২:২ |

৩| তৃতীয়ত, ইস্হাক যীশুর প্রতিকৃতি, ফিলিপিয় ২:৮; আদিপুস্তক ২২:৬;
যোহন ১৯:১৭, ১৮; আদিপুস্তক ২২:৭, ৮, ৯; যিশাইয় ৫৩:৭;
আদিপুস্তক ২২:১০, ১২, ১৩; ১ম পিতর ২:২৪ |