এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|
এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|
যখনই আপনি ডঃ হেইমার্সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |
স্থানীয় মন্ডলীর গুরুত্বTHE IMPORTANCE OF THE LOCAL CHURCH লেখক : ডঃ আর. এল. হাইমার্স, জুনিয়র। ২০১৫ সালের, ৩০শে অগাষ্ট, সদাপ্রভুর দিনের সকালবেলায় লস্ এঞ্জেল্সের “আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন” (প্রেরিত ২:৪৭)| |
হয়ত কিছু লোক বলেন যে আমি স্থানীয় মন্ডলীর বিষয়ে খুব বেশি করে বলে থাকি| কিন্তু আমি সেরকম মনে করি না| আমি মনে করি স্থানীয় মন্ডলীর উপরে সেই পুরানো-পন্থী ব্যপটিষ্টদের দখলদারীই এই প্রজন্মের সঠিক প্রয়োজন| মন্ডলীর বৃদ্ধির উপরে নানান বিভ্রান্তিকর ধারনার কথা আমরা শুনেছি যেগুলো আমাদের কোন সাহায্য করেনি| স্থানীয় মন্ডলীতে সেই পুরানো দিনের ব্যাপটিষ্ট শিক্ষার কাছেই আমাদের ফিরে যাওয়ার প্রয়োজন হয়েছিল| এছাড়া অন্য কোন কিছুই এই স্বধর্ম্মত্যাগ এবং বিভ্রান্তির দিনগুলিতে আমাদের স্থায়ীত্ব দিতে পারে না| “আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন” (প্রেরিত ২:৪৭)| এই পদটি কোন জিনিষের কথা বলছে? এই পদটি কোন জিনিষের কথা বলছে না সেটাই আমি আপনাদের প্রথমে বলব| এটা বিশেষ কোন একটি সম্প্রদায়ের বিষয়ে বলছে না| যে মন্ডলীর কথা এখানে বলা হয়েছে তা কোন মেথডিষ্ট সম্প্রদায়ের, অথবা কোন প্রেসাবাইটেরিয়ান সম্প্রদায়ের, অথবা কোন ক্যাথলিক সম্প্রদায়ের মন্ডলী নয়| যখন এই পদটি লেখা হয়েছিল তখন কোন সম্প্রদায়ের অস্তিত্ত্ব ছিল না! দ্বিতীয়ত, এই পদ মন্ডলী গৃহের বিষয়ে কোন কথা বলছে না| সেই প্রথম শতাব্দীতে সেখানে কোন মন্ডলী গৃহ ছিল না| নতুন নিয়ম পাঠ করুন এবং যথেষ্ট দ্রুত আপনি সেটা দেখতে পাবেন| আজকের দিনে, যখন লোকেরা কোন মন্ডলীর বিষয়ে আলোচনা করে, তারা প্রায়ই মন্ডলীর দালানের বিষয়ে বলে থাকে| তারা বলে, “সেই চার্চটা কি সুন্দর দেখতে তাই না?” তারা চার্চের দালানটির কথা বোঝায়| কিন্তু যখন এই পদটি লেখা হয়েছিল সেই সময়ে সেখানে মন্ডলীগুলির কোন গৃহ ছিল না| এটা মন্ডলী গৃহের বিষয়ে কোন কথা বলতেই পারে না| প্রথম শতাব্দীতে লোকেরা খ্রীষ্টিয় সেবা পরিচালনার জন্য নিজেদের বাড়িতে মিলিত হত! সেই কারণে বাইবেল থেকে উদ্ধৃত অংশটিতে মন্ডলী গৃহের উল্লেখ থাকতে পারে না! তৃতীয়ত, এতে কোন “সার্বভৌম মন্ডলীর” কথা বলা হছে না| এই পদটিতে সেই বিষয়ের কোন চিন্তা ভাবনাই ছিল না| পদটি সাধারনভাবে বলছে প্রকৃত মানুষদের কথা, যারা প্রকৃতপক্ষে একসাথে মিলিত হত, একটি প্রকৃত স্থানে, একটি স্থানীয় মন্ডলীতে! একে জানা যেত “যিরূশালেমস্থ মন্ডলী” এই নামে (প্রেরিত ৮:১)| “আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন” (প্রেরিত ২:৪৭)| পদটিতে এইরকম বোঝানো হচ্ছে না যে লোকেদের যুক্ত করা হচ্ছিল একটা সম্প্রদায়ের সঙ্গে, অথবা একটি “মন্ডলী” গৃহের সঙ্গে, অথবা এই যে তাদের একত্রিত করা হচ্ছিল সেই “সার্বভৌম মন্ডলীতে|” না! এই পদটি যা বলছে তা অতি সাধারন অর্থেই বলছে| প্রভু তাদের যিরূশালেমে অবস্থিত মন্ডলীতে যুক্ত করেছিলেন “আর যাহারা পরিত্রাণ পাইতেছিলেন”! পদটি যা বলছে সেটাই বোঝাচ্ছে! পদটি যা বলছে সেটাই বোঝাচ্ছে! “চার্চ” শব্দটি হল গ্রীক শব্দ “ইকক্লেশিয়া”র ইংরাজি অনুবাদ| অব্যয় পদ “ইক” (বাহির) এবং ক্রিয়াপদ “কলীয়” (আহ্বান করা) যুক্ত করে গঠিত, এটা একটা যৌগিক শব্দ, যার আক্ষরিক অর্থ হল “বাহিরে আহুত ব্যক্তি” (cf. The Criswell Study Bible, note on Ephesians 5:23)| ডঃ ডব্লিউ. এ. ক্রিস্ওয়েল নির্দেশ করেছেন যে, “একটি ‘মন্ডলী’ হচ্ছে লোকেদের একটি দল, যাদের খ্রীষ্টের প্রতি বিশ্বাস স্থাপনের উদ্দেশ্যে পাপ এবং অবিশ্বাসের জগতের বাইরে ডাকা হয়েছে, বিশ্বাসীদের ব্যাপ্তিস্মের মাধ্যমে যাদের সেই বিশ্বাসের সাক্ষ্য দেওয়া হয়েছে এবং যাদের একসঙ্গে বেঁধে ফেলা হয়েছে একটি স্বেচ্ছাসেবী সহভাগিতার বন্ধনে” (ibid.)| এটা একটা সুন্দর সংজ্ঞা| মন্ডলী হল একদল লোক যারা পরিত্রাত হয়েছে এবং একসাথে মিলিত হয়েছে একটি সহভাগিতাপূর্ণ দল গঠন করতে| এটাই হল সেই বিষয় যা প্রেরিত ২:৪৭ পদটিতে বলা হচ্ছে! “আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন” (প্রেরিত ২:৪৭)| সেটাই হল কারণ যে আমি প্রায়ই বলি, “কেন একাকী হবেন? গৃহে আসুন – মন্ডলীতে আসুন! কেন হারিয়ে যাবেন? যীশুর গৃহে আসুন এবং পরিত্রাত হন|” মন্ডলীতে আসুন এর সাথে একই সঙ্গে খ্রীষ্টের কাছে আসুন বলে আমি কী বিভ্রান্তির সৃষ্টি করছি? আদৌ না! অমি বারংবার বলতেই থাকি যে খ্রীষ্টের কাছে আসা এবং মন্ডলীতে আসা এই দুইটি সম্পূর্ণ আলাদা জিনিষ| যদি আপনি খ্রীষ্টের কাছে আসা ব্যতীত মন্ডলীতে আসেন তবে আপনি নরকে যাবেন! কেবলমাত্র খ্রীষ্ট আপনাকে উদ্ধার করতে পারেন! আমি প্রায়ই প্রেরিত ১৬:৩১ পদের উল্লেখ করি যা হল, “প্রভু যীশুতে বিশ্বাস কর, তাহাতে পরিত্রাণ পাইবে|” আমরা খুব স্পষ্ট করে এটা বুঝিয়ে দিই| পরিত্রাণ এবং মন্ডলীর সদস্যতা হচ্ছে দুটি সম্পূর্ণ আলাদা বিষয়| কেন একাকী হবেন? গৃহে আসুন – মন্ডলীতে! কেন হারিয়ে যাবেন? গৃহে আসুন – খ্রীষ্টের কাছে! সেই নীতিবাক্য যা আমরা ব্যবহার করি তা খুব পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে পরিত্রাণ এবং মন্ডলীর সদস্যতা হচ্ছে দুটি পৃথক জিনিষ| “আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন” (প্রেরিত ২:৪৭)| এই হচ্ছে সেই তিনটি সরল বিষয় যার সম্বন্ধে আজ সকালে আমি বলব : ১| প্রথম, মন্ডলীতে আসুন আপনার একাকীত্ব দূর হবে | আপনাকে এটা বুঝতে হবে যে অমি কাকে এই কথা বলছি| আমি এইসব বলছি আপনাকে ! এই বাক্যগুলি প্রতিটি শব্দ ধরে ধরে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে – পৃথিবীর সর্বত্র জুড়ে – ৩২টি ভাষায়| যারা এটা পড়ছেন তাদের মধ্যে এমন লোকও থাকতে পারেন যারা একাকীত্ব অনুভব করছেন না| আমি তা জানি না| আমি এটা জানি যে বর্তমানে বেশির ভাগ যুবক একাকীত্ব অনুভব করেন| আমাদের মন্ডলী যথেষ্ট পরিমানে সুসমাচার প্রচার করে থাকে – বিশেষ করে লস্ এঞ্জেলস এলাকার মধ্যে অবস্থিত, বিভিন্ন ধর্মনিরপেক্ষ মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে, যেখানে অনেক যুবক একসঙ্গে ভীড় করে থাকেন| যার ফলে আমাদের এই মন্ডলী আজ সকালে মহাবিদ্যালয় ও বিদ্যালয়ে পাঠরত বাচ্চাদের দ্বারা পরিপূর্ণ রয়েছে – এবং আমি আপনাকে বলছি! আমি জানি যে আপনি একাকী যেমন আমি ছিলাম এই মন্ডলীতে আসার আগে অবধি| সমস্ত যুবকেরা হন একাকী – এবং আপনিও সেইরকম – কমপক্ষে কিছুটা সময়ের জন্য হলেও| আর আমি এটা আপনাদের বলছি যে ঈশ্বর চান না যে আপনি নিঃসঙ্গ থাকুন| এদনের উদ্যানে ঈশ্বর বলেছিলেন, “মনুষ্যের একাকী থাকা ভাল নয়” (আদিপুস্তক ২:১৮)| ঈশ্বর আদম থেকে হবাকে সৃষ্টি করেছিলেন যেন আদম একা না হয়ে যান (cf. আদিপুস্তক ২:১৮, ২১-২২)| ঈশ্বর মানুষকে একা থাকতে দিতে চাইতেন না| এবং ঈশ্বর আপনাকেও চাননা যে আপনি একাকী হয়ে পড়ুন| সব কারণগুলির মধ্যে এটা হচ্ছে একটা কারণ যে ঈশ্বর স্থানীয়ভাবে নতুন নিয়মের ব্যাপটিষ্ট মন্ডলী সৃষ্টি করেছিলেন – যাতে আপনি একাকী না হয়ে পড়েন| “আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন” (প্রেরিত ২:৪৭)| মাত্র কয়েক সপ্তাহ ধরে আমাদের সঙ্গে ছিলেন এমন একজন চীনদেশীয় মেয়ে আমাকে এই ইমেলটি পাঠিয়েছেন| তার ইংরাজি এখনও সেরকম শুদ্ধ হয়নি, কিন্তু সে তার অন্তর থেকে এইসব লিখেছে| ডঃ হেইমারস্, আপনার প্রচার বিস্ময়কর! আপনি আমাকে খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করতে এবং পরিত্রাত হতে শিখিয়েছেন! আপনি আমাকে সেই সত্য জানতে প্রস্তুত করে দিয়েছেন! আমি আরো বেশি করে আপনার প্রচার শুনতে চাই! আমি চিরকাল এই মন্ডলীতে আসতে চাই! আমাদের মন্ডলীর জন্যে আমি চোখের জলে প্রার্থনা করি, আমি প্রার্থনা করি যে পবিত্র আত্মা আমাদের মন্ডলীতে নেমে আসবেন! আমি আপনার জন্য এটাও প্রার্থনা করি যে আপনি যেন প্রচারে ক্রমশঃ উত্তম থেকে অতিউত্তম হতে পারেন!!! এই মন্ডলী বাস্তবিকপক্ষেই আমার দ্বিতীয় গৃহ! প্রকৃতপক্ষে এটা আমার প্রধান গৃহ হবে! সেই গৃহ যা আমি বহুদিন ধরে খুঁজে চলেছি! কাজেই, আমরা বলছি, “কেন একাকী হয়ে যাচ্ছেন? গৃহে আসুন – এই মন্ডলীতে!” সেই মেয়েটি আমার কথা শুনেছিল এবং মন্ডলীর দরজা খোলা থাকলে প্রত্যেকবারই সে আসে! এই কথা বলে কি আমরা ভুল করছি? কেউ কেউ হয়ত বলতে পারেন, “এই বাচ্চাদের এইসব কথা বলবেন না| তারা ভুল কারণে মন্ডলীতে চলে আসতে পারে|” ভাল বলেছেন, মন্ডলীতে আদৌ না আসার চাইতে বরং আমি অপনাকে ভুল কারণেই এখানে পেতে চাই ! আপনি যদি নিয়মিত আসতে থাকেন তবে হয়তো আপনি খুব ভালভাবে পরিত্রাত হবেন ! তারপরে না হয় আপনি সঠিক কারণের জন্য আসবেন! আপনি নিঃসঙ্গ এই কারণে মন্ডলীতে আসাটা যদি “ভুল কারণ” হয়, তাহলে আমি স্বয়ং ভুল কারণের জন্যেই মন্ডলীতে এসেছিলাম| আমার যখন তের বছর বয়স ছিল তখন আমার পাশের বাড়ির লোকজন আমাকে মন্ডলীতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন| আমি এসেছিলাম কারণ আমি একাকী ছিলাম| আমি নিয়মিতভাবে আসতে থেকেছিলাম কারণ আমি একাকী ছিলাম| পরে আমি মন পরিবর্তন করেছিলাম| এই সবের মধ্যে ভুল কি হয়েছে? এই সবের মধ্যে কোনকিছুই ভুল নয় ! আসুন আমরা এই মন্ডলীকে একটি আনন্দময় স্থানে পরিণত করি! আসুন আমরা এই স্থানকে জগতের মধ্যে সবচেয়ে আনন্দমুখর স্থানে পরিণত করি! আসুন মহান সুসমাচারের গান এবং স্তবকীর্তন করি! আসুন পুরানো কালের সুসমাচারের ধর্ম্মোপদেশ প্রচার করি – এবং উচ্চস্বরে বলি “আমেন!” আসুন একসাথে বসি এবং রাত্রিভোজন করি (দিবাভোজন নয়! দিবাভোজন হল একটা কিছু খাওয়া যা আপনি ব্যাগের মধ্যে বহন করেন!)| আসুন সেরে ফেলি “মন্ডলীর প্রাঙ্গনে রাত্রিভোজন,” যেমন পুরানো দিনের লোকেরা করতেন! আসুন আমরা প্রাচীন-প্রথানুযায়ী সহভাগিতা করি| আসুন আমরা সেই গানটি গাই, “গৃহে ভোজনে আসুন|” আপনার গানের পাতার সর্বশেষ গানটির তৃতীয় স্তবক! গানটি করুন! বড় নগরের লোকে মনে হয় ঠিক যত্ন করে না; অষ্টাদশ এবং উনবিংশ শতাব্দীতে পুরানো কালের সুসমাচার প্রচারকারী সমাবেশগুলিতে অনেক যুবক আসতেন “মন্ডলী প্রাঙ্গনে রাত্রিভোজন”এর জন্য – যখন ঈশ্বর তাঁর শক্তি সেখানে প্রেরণ করতেন এবং সেই সমস্ত বাচ্চারা যারা রাত্রিভোজনের জন্য এসেছিল তারা থাকতেন এবং শুনতেন একজন প্রচারক বারবার পুলপিটে আঘাত করছেন আর তার হাতের বাইবেলটিকে শূন্যে আন্দোলিত করছেন – এবং উচ্চস্বরে খ্রীষ্টের সুসমাচার পাঠ করছেন| বর্তমানে আমাদের এইরকমটা দরকার! “বাহির হইয়া রাজপথে রাজপথে ও বেড়ায় বেড়ায় যাও, এবং আসিবার জন্য লোকেদের পীড়াপীড়ি কর” (লূক ১৪:২৩)| হ্যাঁ, মন্ডলীতে আসাটা আপনার একাকীত্বের উপশম ঘটাবে| কেন একাকী হবেন? গৃহে আসুন – মন্ডলীতে! পুনরায় সমবেত সঙ্গীতটি করুন! গৃহে মন্ডলীর প্রতি আসুন এবং আহার করুন, সুমধুর সহভাগিতায় একত্রিত হন; ২| কিন্তু, দ্বিতীয়ত, মন্ডলীতে আসা আপনাকে পরিত্রাণ দিবে না | একজন প্রাচীন সুসমাচার প্রচারক প্রায়ই বলতেন, “গ্যারাজে যাওয়া আপনাকে যতটা না মিস্ত্রি করে তোলে মন্ডলীতে যাওয়া আপনাকে তার থেকে বেশি খ্রীষ্ট বিশ্বাসী করে তুলবে না|” তিনি ঠিক বলেছিলেন| তিনি সেই সমস্ত লোকেদের সঙ্গে কথা বলছিলেন যারা চিন্তা করতেন যে তারা পরিত্রাত হয়েছেন যেহেতু প্রত্যেক রবিবারে তারা মন্ডলীতে যেতেন| কিন্তু আজকের দিনে তাদের মতন লোক এই লস্ এঞ্জেলস্এ খুব বেশি একটা নেই| আমাদের এই শহরে একেবারে হাতে গোনা কিছু “আধুনিক” লোক এখনও সেইরকম চিন্তা করেন| বর্তমানে তাদের কাছে পরিত্রাণের অন্যরকম মিথ্যা আশা আছে| কিন্তু আজ সকালে এখানে এই সমাবেশে তেমন কেউ থাকতে পারেন যিনি, মন্ডলীর হারানো বাচ্চার মতন ভাবছেন | আপনি আপনার অন্তর থেকে বলতে পারেন যে, “আমি এখন নিয়মিত মন্ডলীতে আসছি| আমি ঠিক আছি|” ওহ, না! আপনি অবশ্যই এইরকম ভাববেন না! গ্যারাজে যাওয়া আপনাকে যতটা না মিস্ত্রি করে তোলে মন্ডলীতে যাওয়া আপনাকে তার থেকে বেশি খ্রীষ্ট বিশ্বাসী করে তুলবে না! কেউ একজন আমাকে এটা বলতে শুনেছিলেন এবং বলেছিলেন, “তাহলে আমি আর মন্ডলীতে আসব না|” এটা হল একটা ধারনা যা শয়তানের কাছ থেকে আসে! মন্ডলীতে সামিল হওয়া আপনাকে উদ্ধার করে না – কিন্তু মন্ডলীতে সামিল হওয়াটা আপনাকে সুসমাচার প্রচারের মধ্যে প্রবেশ করাবে, এবং আরও সম্ভাবনাময় করে তুলবে যে আপনি পরিত্রাত হবেন! আপনাকে মন্ডলীতে সুসমাচার প্রচার শোনার জন্য আসতেই হবে! খ্রীষ্ট বলেছিলেন, “তোমার নতুন জন্ম হওয়া আবশ্যক” (যোহন ৩:৭)| পরিত্রাত হতে চাইলে আপনাকে অবশ্যই নতুন জন্মের অভিজ্ঞতা লাভ করতে হবে| কেবলমাত্র অনুগ্রহের দ্বারাই পরিত্রাণ হয়ে থাকে| কোন মানবোচিত কাজ আপনাকে পরিত্রাণ করতে পারে না – এমনকী আপনার মন্ডলীতে আসাটাও| মন পরিবর্তনের একমাত্র পথ হল সরাসরি ঈশ্বর পুত্র, যীশু খ্রীষ্টের কাছে আসা| যীশু বলেছিলেন, “হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকট আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব” (মথি ১১:২৮)| কেবলমাত্র অনুগ্রহের দ্বারা, কেবলমাত্র খ্রীষ্টে বিশ্বাসের মাধ্যমে পরিত্রাণ হয় | আপনাকে অবশ্যই যীশুর কাছে আসতে হবে এবং সমস্ত হৃদয় দিয়ে তাঁর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, “কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্ম্মিকতার জন্য” (রোমীয় ১০:১০)| যীশুর কাছে আসার দ্বারা আপনি মন পরিবর্তন করেন| শুধুমাত্র মন্ডলীর উপস্থিতি আপনাকে পরিত্রাণ দেবে না| আমাদের পাঠ্যাংশ বলে, “আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন” (প্রেরিত ২:৪৭)| আপনি “মন্ডলীতে সংযুক্ত হইয়াছেন” শুধু প্রকৃতপক্ষে পরিত্রাত হওয়ার দ্বারা| এবং আপনি পরিত্রাত হয়েছেন কেবলমাত্র যীশুতে বিশ্বাস স্থাপনের দ্বারা| “প্রভু যীশুতে বিশ্বাস কর, তাহাতে পরিত্রাণ পাইবে” (প্রেরিত ১৬:৩১)| “Come Home to Dinner” এর সমবেত সঙ্গীত এবং তৃতীয় স্তবকটি গান| বড় নগরের লোকে মনে হয় ঠিক যত্ন করে না; ৩| তৃতীয়ত, মন্ডলীতে আসা আপনাকে সুসমাচার প্রচারের মধ্যে প্রবেশ করাবে | প্রেরিত পৌল বলেছিলেন, “আর যাঁহার কথা শুনে নাই কেমন করিয়া তাঁহাতে বিশ্বাস করিবে? আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে?” (রোমীয় ১০:১৪)| এটা ছিল পিতরের প্রচার যে ঈশ্বর সাধারনত পঞ্চসপ্তমীর দিনে লোকেদের উদ্ধার করতেন (প্রেরিত ২:৩৭-৪১)| তারপরে তাদেরকে মন্ডলীতে সংযুক্ত করা হত (প্রেরিত ২:৪১,৪৭)| “কমবেশ তিন হাজার লোক তাঁহাদের সহিত সংযুক্ত হইল” (প্রেরিত ২:৪১)| পিতরের প্রচারের মাধ্যমে পরিত্রাত হওয়ার দ্বারা তারা মন্ডলীতে সংযুক্ত হয়েছিল| আমি সুসমাচার প্রচারে বিশ্বাস করি! এই মন্ডলীতে আমি প্রত্যেক রবিবারে দুইবার করে সুসমাচার প্রচার করি| আমি জানি যে সুসমাচার প্রচার করাটা এখন বেশির ভাগ মন্ডলীতেই প্রথার বাইরে করে দেওয়া হয়েছে| কিন্তু আমি “চলতি প্রথায়” থাকবার বিষয়টিকে নূন্যতম গ্রাহ্য করে থাকি ! আমাকে প্রচার করতে হবে আপনাদের মতন যুবকদের পরিত্রাত হওয়ার জন্য ! আমি মনে করি না যে আমরা কখনও একটি উদ্দীপনা দেখতে পাব যদি না আমরা প্রত্যেক রবিবারে দেওয়া আমাদের সেবাতে সেই প্রাচীন কালের সুসমাচার প্রচারকে ফিরিয়ে না আনি! করিন্থীয় মন্ডলীর প্রতি পৌল বলেছিলেন, “আমরা ক্রুশে হত খ্রীষ্টকে প্রচার করি” (১ম করিন্থীয় ১:২৩)| অন্যেরা হয়তো লোকদের মনোরঞ্জন করার জন্য একটা গল্প বলতে পারেন| অন্য কেউ কেউ হয়তো শাস্ত্রের দীর্ঘ ব্যাখ্যান করতে পারেন| কেউ একজন হয়তো ১৫ মিনিটের একটি “প্রেরণামূলক বার্তা” দিতে পারেন| “কিন্তু আমরা ক্রুশে হত খ্রীষ্টকে প্রচার করি” (১ম করিন্থীয় ১:২৩)| এখানে এই ব্যাপটিষ্ট ট্যাবারনাকালে আমরা এখনও “ক্রুশে হত খ্রীষ্টের প্রচার করি” (১ম করিন্থীয় ১:২৩)| “কিন্তু আমরা ক্রুশে হত খ্রীষ্টকে প্রচার করি|” অন্যেরা কি করছেন তাতে কিচ্ছু যায় আসে না, আমরা প্রত্যেক রবিবারে সুসমাচার প্রচার এইরকমভাবেই চালিয়ে যাব! এটা কী লোকদের ক্ষুদ্রমনাঃ করবে? এটা নিশ্চিতভাবে আমাদের লোকেদের ক্ষুদ্রমনাঃ করেনি! এই মন্ডলীতে এখনও অবধি আমার জানা কয়েকজন নিখুঁত খ্রীষ্ট বিশ্বাসী আছেন| তাদের মধ্যে বেশির ভাগই মন পরিবর্তন করেছিলেন, রবিবারের সকালে ও রবিবারের রাত্রে করা আমার প্রচারের মাধ্যমে| রবিবারের সকালে এবং রবিবারের রাত্রে, আমার সুসমাচার প্রচারের দ্বারা তাদের প্রতিপালিত করা হয়েছিল| রবিবারের সকালে এবং রবিবারের রাত্রে, আমার প্রচারিত সুসমাচারের দ্বারা, তারা অসাধারন খ্রীষ্ট বিশ্বাসী হয়ে উঠেছিল | আমাদের ডিকন, মিঃ গ্রিফিত পরিত্রাত হয়েছিলেন, আমার সুসমাচার প্রচারের দ্বারা – এবং তিনি ঈশ্বরের একজন অসাধারন মানুষ| আমাদের সহকারী পালক, ডঃ চেন পরিত্রাত হয়েছিলেন, আমার প্রচারিত সুসমাচারের অধীনে, এবং তিনি হলেন ঈশ্বরের এক অসাধারন মানুষ| ডঃ কেগান, আমাদের সহকারী পালক, তার মন পরিবর্তনের অল্প কিছুদিন পরেই এখানে এসেছিলেন, এবং প্রত্যেক রবিবারের সকালে এবং রবিবারের রাত্রে আমার প্রচারিত সুসমাচার শুনতে শুনতে ৩৮টি বছর কাটিয়ে দিয়েছেন| সর্বোত্তম খ্রীষ্ট বিশ্বাসীদের মধ্যে তিনি হচ্ছেন একজন যাদের সঙ্গে কচ্চিৎ কখনও আপনার সাক্ষাৎ হবে| ডঃ কেগান এবং মিঃ প্রুধোম্মে ছাড়া, আমাদের মন্ডলীর দলনেতাদের প্রত্যেকেই আমার সুসমাচারের প্রভাবে পরিত্রাত হয়েছিলেন| খ্রীষ্ট বিশ্বাসীর সমস্ত জীবন ধরে তারা, রবিবারের সকালে এবং রবিবারের রাত্রের সুসমাচার প্রচার ছাড়া, আর কিছুই শোনেনি| তারা অপরিসীম খ্রীষ্ট বিশ্বাসী| প্রাচীন প্রথানুসারে প্রচারিত সুসমাচারের প্রভাবে তারা প্রবল খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত হয়েছে! না, সুসমাচার প্রচার আপনাকে ক্ষুদ্রমনাঃ করে তোলে না – যদি না সেটা ক্ষুদ্রমনাঃ সুসমাচার প্রচার হয় ! ডঃ মার্টিন লয়েড-জোন্স তার লন্ডনের বিখ্যাত মন্ডলীতে প্রত্যেক রবিবারের রাত্রে প্রচার করতেন – এবং প্রায়ই রবিবারের সকালেও| বিংশ শতাব্দীর বিখ্যাত প্রচারকদের মধ্যে তিনি একজন বলে মনে করা হয়| খুব বেশিদিন হবে না আমি তার সুসমাচার প্রচারগুলির মধ্যের একটি প্রচারের টেপ শুনেছিলাম| সেটা ছিল এক পরম অসাধারন প্রচার! বৈদ্যুতিক ধাক্কা খাওয়ার মতন! সেই ধরনের সুসমাচার প্রচার কেবল আপনার মন পরিবর্তনের জন্য ঈশ্বর কর্তৃক ব্যবহৃত হবে তাই নয় – এটি আপনাকে এক প্রবল খ্রীষ্ট বিশ্বাসীতে পরিণত করে দেবে| সুসমাচার প্রচার, ঠিক যেমন বাইবেলের সময়ে করতো, সেরকমভাবেই আপনাকে উদ্ধার করবে এবং পরিণত করবে এক খ্রীষ্ট বিশ্বাসীতে| একটি ছাড়া, প্রেরিতের পুস্তকের প্রত্যেকটি প্রচার, ছিল সুসমাচার প্রচার| প্রেরিত পৌল বলেছেন, “আমি মনে স্থির করিয়াছিলাম তোমাদের মধ্যে আর কিছুই জানিব না, কেবল যীশু খ্রীষ্টকে, এবং তাঁহাকে ক্রুশে হত বলিয়াই জানিব” (১ম করিন্থীয় ২:২)| হ্যাঁ, মন্ডলী গৃহতে আসুন| কিন্তু প্রচারও শুনুন এবং যীশুর কাছে আসুন| অনুতাপ করুন এবং যীশুতে বিশ্বাস স্থাপন করুন| তাঁর রক্ত আপনাকে সমস্ত পাপ থেকে শুচী করবে! আপনার পাপের দেনা শোধ করার জন্য তিনি ক্রুশের উপর মৃত্যুবরণ করেছিলেন| আপনাকে অনন্ত জীবন দান করার জন্য তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন! তাঁর কাছে আসুন এবং তাঁকে বিশ্বাস করুন – এবং পরিত্রাত হন! যেমন পঞ্চসপ্তমীর দিনে লোকেরা করতেন, তেমনই আমার প্রচার শুনুন, যীশু খ্রীষ্ট আপনাকেও উদ্ধার করবেন! আপনার গানের পাতার শেষ গানটি করুন, “Come Home to Dinner.” গৃহে যীশুর নিকট আসুন, মেজ প্রসারিত; ডঃ চেন, অনুগ্রহ করে আমাদের প্রার্থনায় পরিচালিত করুন|
যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে অনুগ্রহ করে ডঃ হাইমার্সকে (সংবাদের পরিসমাপ্তি) আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ আবেল প্রুধোম্মে: প্রেরিত ২:৪১-৪৭ | |
খসড়া চিত্র স্থানীয় মন্ডলীর গুরুত্ব THE IMPORTANCE OF THE LOCAL CHURCH লেখক : ডঃ আর এল হাইমার্স, জুনিয়র। “আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন” (প্রেরিত ২:৪৭)| (প্রেরিত ৮:১; ইফিষীয় ৫:২৩; প্রেরিত ১৬:৩১) ১| প্রথমত, মন্ডলীতে আসুন আপনার একাকীত্ব দূর হবে, আদিপুস্তক ২:১৮; লূক ১৪:২৩ | ২| দ্বিতীয়ত, মন্ডলীতে আসা আপনাকে পরিত্রাণ দিবে না, যোহন ৩:৭; মথি ১১:২৮; রোমীয় ১০:১০; প্রেরিত ১৬:৩১ | ৩| তৃতীয়, মন্ডলীতে আসা আপনাকে সুসমাচারের মধ্যে প্রবেশ করাবে, রোমীয় ১০:১৪; প্রেরিত ২:৪১; ১ম করিন্থীয় ১:২৩; ২:২ | |