Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




পাপীদের জন্য রুটির যাচ্ঞা করুন

ASKING BREAD FOR SINNERS
(Bengali)

লেখক : ডঃ আর. এল. হাইমার্স, জুনিয়র।
by Dr. R. L. Hymers, Jr.

২০১৫ সালের, ২রা অগাষ্ট, সদাপ্রভুর দিনের সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেল্সের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাকল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, August 2, 2015

“অতএব তোমরা, মন্দ হইয়াও, যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জান: তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাঁহার কাছে যাচ্ঞা করে তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন” (লূক ১১:১৩)|

নীতিদৃষ্টান্ত হচ্ছে একটি গল্প যা আত্মিক সত্যকে ব্যাখ্যা করে| এই নীতিদৃষ্টান্তটি একটি সাধারন গল্প| শিষ্যদের মধ্যে থেকে একজন বলেছিলেন, “প্রভু, আমাদিগকে প্রার্থনা করিতে শিক্ষা দিউন” (লূক ১১:১)| যীশু তাদের দিয়েছিলেন প্রভুর প্রার্থনা (আমাদের পিতঃ)| এটা একটা প্রার্থনা যা আমি প্রতিদিন কমপক্ষে একবার করে আমার সমস্ত জীবন ধরে করে আসছি| কিন্তু তখন যীশু তাদের এই ছোট্ট, সরল নীতিদৃষ্টান্তটি দিয়েছিলেন|

খ্রীষ্ট এমন একটি লোকের কথা বলেছিলেন যার এক বন্ধু মধ্যরাত্রে তার কাছে এসে হাজির হয়েছিলেন, কিন্তু সেই লোকটির কাছে তখন কোন রুটি ছিল না| সেইজন্যে সেই লোকটি তার এক প্রতিবেশীর বাড়িতে গেলেন এবং তার কাছে তিনটি রুটি চাইলেন| সেই লোকটি তার প্রতিবেশীকে বলেছিলেন যে তার বাড়িতে তার এক বন্ধু এসেছেন যিনি বহু দূরের পথ অতিক্রম করে এসেছেন| “এবং তাহার সন্মুখে রাখিবার মতন আমার কিছুই নাই|” তার প্রতিবেশী সেই লোকটিকে চলে যেতে বলেছিলেন| সেই প্রতিবেশী এবং তার শিশুপুত্রেরা ইতিমধ্যেই শুয়ে পড়েছিলেন| তবুও সেই লোকটি বাইরের দরজার কড়া নাড়তেই থাকলেন| সবশেষে সেই প্রতিবেশী দরজা খুলে দিলেন এবং সেই লোকটিকে তার প্রয়োজনমতো রুটি দিলেন|

তখন যীশু এই নীতিদৃষ্টান্তের মূল কথাটি বলেছিলেন; যাকে লোকেরা গল্পের “নীতিবাক্য” বলে অভিহিত করে থাকেন, এইরকম বলার কারণ:

“আর আমি তোমাদিগকে বলিতেছি, যাচ্ঞা কর, তোমাদিগকে দেওয়া যাইবে; অন্বেষণ কর, পাইবে; দ্বারে আঘাত কর, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে” (লূক ১১:৯)|

মূল গ্রীক ভাষা অন্তর্ভূক্ত করছে ক্রমাগত যাচ্ঞা করা, অন্বেষণ, এবং আঘাত করা ইত্যাদি শব্দগুলিকে| ডঃ জন আর. রাইস বলেছেন যে এই পদটির এইভাবে ভাষান্তর করা যেতে পারত, “বারংবার যাচ্ঞা করিতে থাক, এবং ইহা তোমাকে দেওয়া যাইবে; বারংবার আঘাত করিতে থাক, এবং ইহা তোমার জন্য খুলিয়া দেওয়া যাইবে” (Prayer: Asking and Receiving, Sword of the Lord Publishers, 1970 edition, p. 94)|

তারপরে সেখানে দ্বিতীয় একটি নীতিদৃষ্টান্ত আছে| যখন সেই লোকটি ক্রমাগত দ্বারে আঘাত করছিল তখন সে কেবল “রুটি” চেয়েছিল| এই “রুটি” বলতে কী বোঝান হচ্ছে? ত্রয়োদশতম পদে এর উত্তর আছে, “স্বর্গস্থ পিতা যাহারা তাঁহার কাছে যাচ্ঞা করে তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন?” আমি জনি যে অন্যরকম প্রয়োগও আছে, কিন্তু আমি দৃঢ়নিশ্চিত যে মূল বক্তব্য হল এই – আমরা অবশ্যই যাচ্ঞা করব, অন্বেষণ করব, আঘাত করব যাতে ঈশ্বর পাপীদের পবিত্র আত্মা দেন, তাদের আলোকিত করেন, তাদের পাপের চেতনা দেন, এবং তাদের খ্রীষ্টের দিকে আকর্ষিত করেন| অতএব, আমি বিশ্বাস করি যে নীতিদৃষ্টান্তের “রুটি” হল পবিত্র আত্মা| ষষ্ঠ পদে সেই লোকটি রুটি যাচ্ঞা করে বলেছিল, “আমার এক বন্ধু পথে যাইতে যাইতে আমার নিকট আসিয়াছে, এবং তাহার সন্মুখে রাখিবার আমার কিছুই নাই|” পবিত্র আত্মার উপস্থিতি ব্যতীত, হারানো আত্মা যারা আমাদের এই সেবাকাজে যোগদান করেছেন তাদের দেওয়ার মত আমাদের কাছে কিছুই নাই|

সেই সময় আমার মনে আছে যখন আমি সতর্কতার সঙ্গে একটা প্রচার প্রস্তুত করেছিলাম| কিন্তু যখন আমি প্রচারের জন্য পুলপিটে গিয়েছিলাম আমার মনে হয়েছিল যেন আমি মুখ দিয়ে শুধু বাতাস বের করছি! প্রচারটিতে ভাল কিছু বিষয় ছিল, এবং সেগুলি হারানো পাপীদের সাহায্য করতে পারত| কিন্তু সেটার মধ্যে কোন শক্তি ছিল না| কেউ আশীর্ব্বাদপ্রাপ্ত হয়নি| আমি কি বলছি সেই বিষয়ে শেষের দিনের কিছু প্রচারক কোন ধারনা করতে পারছেন না| যখন তারা প্রচার করেন তখন কোন সময়েই কোনরকম বৈসাদৃশ্যের অভিজ্ঞতা তাদের থাকে না| এটা বড়ই দুঃখদায়ক, কারণ এর অর্থ হল যে তারা সম্পূর্ণভাবে পবিত্র আত্মার বিষয়ে অচেতন| এমনকী তারা বলতেও পারেন না যে তাদের প্রচারের সময়ে ঈশ্বরের আত্মা সেখানে উপস্থিত থাকেন কি না|

একবার আমি নিউ ওরলিনসের বৌরবন স্ট্রীটের একজন বিখ্যাত প্রচারকের প্রচার শোনার জন্য আমার হারানো বাবাকে নিয়ে গিয়েছিলাম| লোকেরা আমাকে বলেছিলেন যে সেই প্রচারক আমার বাবার কাছে পৌঁছাতে পারেন কারণ তিনি মজার মজার কথা বলে প্রচার করেন যা মধ্য বয়স্ক মানুষদের তার কথা শুনতে – এবং প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে| ঐ একবারই মাত্র আমি বাবার সঙ্গে কোন মন্ডলীতে গিয়েছিলাম| বৌরবন স্ট্রীট থেকে আগত সেই প্রচারক উঠে দাঁড়ালেন এবং মজার মজার কথা বলা শুরু করলেন| তিনি সেইসব বেশ ভালমতনই করতে পারছিলেন| সত্যিই বেশ ভাল! তার প্রচারের শেষে তিনি পরিত্রাত হওয়ার বিষয়ে একটি বা দুটি বাক্য বলেছিলেন| এরপরে তিনি এগিয়ে আসার এবং পরিত্রাত হওয়ার - আমন্ত্রণ জানিয়েছিলেন| আমার বাবা যাননি| যখন আমরা গাড়িতে বসলাম তার কয়েক মিনিট পরে বাবাকে জিজ্ঞাসা করলাম তিনি কী ভাবছেন| আমার বাবা উত্তর করলেন, “তিনি বব হোপের মতন ভাল নন|” (যারা এখন ছোট তাদের জানার জন্য বলছি – বব হোপ ছিলেন একজন বিখ্যাত কৌতুকাভিনেতা যিনি হাসি মজা করতেন)| বাবা যথার্থ বলেছিলেন, “তিনি বব হোপের মতন ভাল নন|”

বৌরবন স্ট্রীটের প্রচারকের বার্তা দানের সময়ে মন্ডলীতে উপস্থিত সব লোকেরা প্রায় সারাক্ষণই হাসত| আমি নিশ্চিত যে তিনি এটাকে একটা বড় সাফল্য বলে মনে করতেন| কিন্তু সেখানে পবিত্র আত্মা উপস্থিত থাকতেন না! আদৌ না! আমি তখনও এটা জানতাম, আর এখনও সেটাই জানি| আমার বাবা সেখানে গিয়েছিলেন কারণ আমি তাকে যেতে বলেছিলাম| হ্যাঁ, বাবা এসেছিলেন – কিন্তু পবিত্র আত্মা উপস্থিত হননি! আমার বাবা ছিলেন হারানো পাপী – কিন্তু ডাউনির কাছাকাছি বাইরে, সেই মন্ডলীতে তার জন্যে কোন “রুটি” ছিল না|

“আমার এক বন্ধু পথে যাইতে যাইতে আমার কাছে আসিয়াছেন, তাহার সন্মুখে রাখিবার আমার কিছুই নাই” (লূক ১১:৬)|

আমি যদি এখানে প্রচারের জন্য দাঁড়িয়ে থাকি এবং পবিত্র আত্মা এখানে উপস্থিত না থাকেন, কেউ সাহায্যপ্রাপ্ত হবেন না, কেউ পরিত্রাত হবেন না, একজনও যীশুর শিষ্য হতে পারবেন না| সেই কারণে যখন আমি এই প্রচারগুলি লিখি, আমি প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি অধ্যায়ের উপর প্রার্থনা করি| সেই কারণে আমি আপনাদের ধর্ম্মপোদেশগুলির জন্যে প্রার্থনা করতে বলছি আমাদের তিনটি প্রার্থনা সভাতেই| সেই কারণে আমরা বলছি যে আমি যখন প্রচার করি তখন যেন দুইজন প্রার্থনা বীর একসঙ্গে অন্য একটি ঘরে প্রার্থনা করেন| অন্যথায় পুলপিট থেকে দেওয়ার মত আমাদের কিছুই থাকে না – “[তাহাদের] সন্মুখে রাখিবার আমাদের কিছুই নাই|” শেষ দিনে অনেক মন্ডলীতেই এইরকম দুঃখদায়ক অবস্থা তৈরী হয়েছে! প্রার্থনা করুন যেন আমাদের মন্ডলীতে সেইরকমটি না ঘটে!

পাপীদের জন্য “রুটি” পাঠানোর নিমিত্ত কিভাবে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করা উচিৎ? পবিত্র আত্মার উপস্থিতির জন্য কিভাবে আমাদের প্রার্থনা করা উচিৎ? ৯ নং পদটির দিকে তাকান,

“আর আমি তোমাদিগকে বলিতেছি, যাচ্ঞা কর, তোমাদিগকে দেওয়া যাইবে; অন্বেষণ কর, পাইবে; দ্বারে আঘাত কর, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে” (লূক ১১:৯)|

ক্রমাগত যাচ্ঞা করুন! ক্রমাগত যাচ্ঞা করুন! ক্রমাগত যাচ্ঞা করুন! ছেড়ে দেবেন না| পরিত্যাগ করবেন না| ঈশ্বর যেন অগ্নিতে আপনার আত্মাকে আলোকিত করেন তার জন্য আগ্রহসহকারে প্রার্থনা করুন – এইভাবে আপনি পবিত্র আত্মার জন্য প্রার্থনা করতে পারেন – উপবাসী পাপীদের জন্য রুটি প্রদানের প্রার্থনা জানাতে পারেন!

এরপরেও, আমরা অবশ্যই প্রার্থনা করব যে ঈশ্বর যেন সহভাগিতা ব্যবহারের মাধ্যমে পাপীদের রুটি প্রদান করেন| মিসেস কুক, মিসেস লী, রবার্ট ল্যুইস, মিঃ ডিক্সন এবং অন্যান্যদের তৈরী করা একটি বিস্ময়কর খাদ্য, আমরা গ্রহণ করব| কিন্তু সেখানে যদি পবিত্র আত্মা উপস্থিত না থাকেন, তাহলে সকালের এবং সন্ধ্যার সেবার পরে আমাদের গৃহীত আহার লোকেদের সাহায্য করবে না| আমি একটি মন্ডলীর বিষয়ে জানি যেখানে সেবার পরে তারা আহার গ্রহণ করত| পালকের স্ত্রী অতি উত্তেজনার সঙ্গে আমাকে এই বিষয়ে বলেছিলেন| তিনি বলেছিলেন যে অনেক লোক সেই আহারের মাধ্যমেই মন্ডলীতে এসেছিলেন| আমি তাকে জিজ্ঞাসা করলাম, “আপনারা কী এখনও সেই আহার গ্রহণ করে চলেছেন?” তিনি উত্তর করেছিলেন, “না| মনে হচ্ছিল যেন সেটা লোকদের আর সাহায্য করছে না, সেই কারণে আমরা সেইগুলি গ্রহণ করা বন্ধ করে দিয়েছি|” আমি কিছু বলিনি, কিন্তু এর কারণটি আমি জানতাম| এরকম ছিল না যে সেই আহারটি লোকেদের আর সাহায্য করছিল না| এর প্রকৃত কারণ ছিল এই যে তারা আহারের জন্য প্রার্থনা করা বন্ধ করে দিয়েছিলেন! যখন পবিত্র আত্মা উপস্থিত নেই, তখন কেন হারানো পাপীরা একটি আহারে উপস্থিত হতে ইচ্ছুক হবেন? যদি পবিত্র আত্মা উপস্থিত না থাকেন তাহলে সেটা হয় সামান্য একটা আহার মাত্র! কেন তারা এইজন্যে মাথা ঘামাবেন? কেন তারা একটা বড়সড় ম্যাক খাবেন না? কেন তারা নিজের বাড়িতে বসে খাবেন না?

“আমার এক বন্ধু পথে যাইতে যাইতে আমার কাছে আসিয়াছেন, তাহার সন্মুখে রাখিবার আমার কিছুই নাই” (লূক ১১:৬)|

একজন পালক মনে করতেন যে আমাদের মন্ডলীর আহার খুব চমৎকার! কিন্তু তিনি ভেবেছিলেন যে এর সামান্য একটু পরিবর্তন করবেন – কারণ আমরা যেমন করতাম সেইধরনের প্রচুর খাদ্য প্রস্তুত করা খুব কষ্টসাধ্য ছিল| সেইজন্যে তিনি “সামান্য একটু” পরিবর্তন করেছিলেন| একটি পূর্ণ আহার পরিবেশন করার পরিবর্তে তিনি মন্ডলীর মহিলাদের দিয়ে ক্ষুধাবর্দ্ধক খাদ্য পরিবেশন করাতে চেয়েছিলেন| যখন আলফ্রেড হিচ্কক তার আতঙ্কজনক চলচ্চিত্র “সাইকো” মুক্তি দিতে চলেছেন সেসময়ে তিনি সমস্ত চলচ্চিত্র সম্রাটদের স্টুডিয়োতে আমন্ত্রণ জানিয়েছিলেন| তিনি তাদের বলেছিলেন যে “প্রকৃত আঙুল থেকে প্রস্তুত” – “ফিঙ্গার ফুড” - পরিবেশন করা হয়েছে! উপস্থিত একজন মহিলা আর্তনাদ করে ওঠেন এবং মাটিতে পড়ে যান!

নিমন্ত্রণবাড়িতে ক্ষুধাবর্দ্ধক খাদ্য পরিবেশন ঠিকই আছে, কিন্তু সকাল থেকে মন্ডলীর দীর্ঘ সময়ের সেবাকাজে যুক্ত হয়ে আছেন এমন একদল ক্ষুধার্ত যুবকদের ক্ষুধা নিবৃত্তির পক্ষে সেই খাদ্য মোটেও সাহায্য করে না| আমি বিশ্বাস করি যে সেই পালক নিজের ভুলটি দেখতে পেতেন যদি তিনি এবং তার লোকেরা এই বিষয়ে আন্তরিকভাবে প্রার্থনা করতেন| তাহলে আপনি দেখুন যে, যদি পবিত্র আত্মা সেখানে আমাদের সঙ্গে উপস্থিত না থাকেন তবে এমনকী যে আহার আমরা পরিবেশন করি তাতেও লোকেরা আশীর্ব্বাদপ্রাপ্ত হয় না| যদি ঈশ্বরের আত্মা এখানে না থাকেন – তাদের সামনে রাখার মত আমাদের কিছুই থাকে না!

“আমার এক বন্ধু পথে যাইতে যাইতে আমার কাছে আসিয়াছেন, তাহার সন্মুখে রাখিবার আমার কিছুই নাই” (লূক ১১:৬)|

প্রাচ্যদেশ ফেরত এক পালক আমাকে বলেছিলেন যে তার মন্ডলী সকালের সেবাকাজের পরে আহার পরিবেশন করে| তারপরে সমস্ত লোক আর একটি বাইবেল শিক্ষার ছোট অধিবেশনের জন্য প্রেক্ষাগৃহে ফিরে যান| সুতরাং, তিনি বলেছিলেন, যে তাদের রবিবারের সান্ধ্যকালীন সেবাকাজের প্রয়োজন হয় না| তিনি বলেছিলেন যে দুপুরের আহার গ্রহণ করার অব্যবহিত পরে আর একপ্রস্থ বাইবেল শিক্ষা গ্রহণ করার দ্বারা, প্রকৃতপক্ষে একটি সান্ধ্যকালীন সেবাকাজ চালানোর সমতুল্য ভাল কাজ করা হয়| তিনি গম্ভীরভাবে বলেছিলেন, “তাহারা যথার্থই যথেষ্ট পরিমানে বাইবেল শিক্ষা পায়!”

আমি ভেবে নিলাম, “হতভাগ্য এক মানুষ! আশ্চর্য্যের কিছুই নাই যে তিনি কোনদিনই একজন সফল পালক হয়ে উঠতে পারেননি!” একটি সান্ধ্যসভার উদ্দেশ্য এই নয় যে অবাধ্য “মন্ডলীর শিশু”দের মস্তিষ্কে আরও বেশি করে বাইবেলের পদ ঢুকিয়ে দেওয়া! তিনি কী সেটা দেখতে পাননি? সান্ধ্যকালীন সভা বর্জন করার দ্বারা, হারিয়ে যাওয়া লোকদের জন্য সুসমাচারমূলক সেবা দান করার নিমিত্ত তাদের ভিতরে নিয়ে আসার প্রতি তার নিজের লোকদের সামনে যে সুযোগ ছিল তিনি সেটা হারিয়েছেন! ঈশ্বর আমাদের সাহায্য করুন! যদি সেই পালক এবং তার লোকরা আন্তরিকভাবে এই বিষয়ে প্রার্থনা করতেন, আমি নিশ্চিত যে তারা যে বোকামি করছিলেন সেটা ঈশ্বর তাদের অবশ্যই দেখিয়ে দিতেন| হারানো লোকেরা ভিতরে আসেন না এবং পরিত্রাত হননা, কারণ পালককে পরিচালনা করার জন্য এবং লোকদের সক্রিয় করার জন্য পবিত্র আত্মা সেখানে উপস্থিত হননি! এই মন্দ দিনে ঈশ্বর আমাদের সাহায্য করুন!

“আমার এক বন্ধু পথে যাইতে যাইতে আমার কাছে আসিয়াছেন, তাহার সন্মুখে রাখিবার আমার কিছুই নাই” (লূক ১১:৬)|

শেষ দিনে, প্রচারকবর্গ এবং মন্ডলীর সদস্যগণ মনে হচ্ছে যেন এক অন্ধকারে হোঁচট খেয়ে বেড়াচ্ছেন! মন্ডলীতে আমরা যা কিছু করি তা অবশ্যই পরিপূর্ণভাবে প্রার্থনার মধ্যে দিয়ে করতে হবে| অন্যথায় আমাদের সম্বন্ধে এইরকম বলা হবে, “তোমার জীবন নামমাত্র, তুমি মৃত” (প্রকাশিত বাক্য ৩:১)| “তোমার একটা নাম আছে যে তুমি জীবিত – কিন্তু তুমি প্রকৃতই মৃত|” এটা যে কোন মন্ডলীর ক্ষেত্রে ঘটতে পারে – বিশেষ করে এই মন্দ সময়ে – শেষের দিনগুলিতে! যদি আমরা যা কিছু করছি তার মধ্যে দিয়ে পবিত্র আত্মার উপস্থিতির জন্য বিনতি না করি, তবে খুব দ্রুত আমরা সাদ্দিয়ার মন্ডলীর মতন মৃতকল্প হব!

“আমার এক বন্ধু পথে যাইতে যাইতে আমার কাছে আসিয়াছেন, তাহার সন্মুখে রাখিবার আমার কিছুই নাই” (লূক ১১:৬)|

আমি ভীত এই কারণে যে বর্তমানে আমাদের বেশির ভাগ মন্ডলীর ক্ষেত্রেই এইকথা সত্যি| যখন আমাদের লোকেরা ছুটিতে যান, তারা প্রায়ই ফিরে আসার পরে আমাকে বলেন যে তারা যে সমস্ত মন্ডলীতে যোগদান করেছিলেন সেগুলির বিষয়ে তারা হতাশ হয়েছেন| “গায়কের গান ছিল মৃত|” “প্রচারক ছিলেন বিরক্তিকর|” “লোকেরা ছিলেন অবন্ধুসুলভ|” “রবিবারে তাদের কোন সান্ধ্যকালীন সভা হত না|” “আমরা প্রার্থনা সভায় উপস্থিত হতাম বটে, কিন্তু সেখানে প্রকৃত কোন প্রার্থনা হত না – শুধু আর একটা বাইবেল অধ্যয়ণ হত এইমাত্র|” যদি আমাদের লোকেরাও ভাবতে শুরু করেন যে, তারা হারানো লোকদের প্রতি ঐরকম ব্যবহারই করবেন! এটা কোন আশ্চর্যের বিষয় নয় যে শেষের দিনগুলিতে মন্ডলীগুলি খুবই দূর্বল!

“আমার এক বন্ধু পথে যাইতে যাইতে আমার কাছে আসিয়াছেন, তাহার সন্মুখে রাখিবার আমার কিছুই নাই” (লূক ১১:৬)|

এখন, আমরা অবশ্যই গর্বিত হব না| অনুগ্রহ করে মনে রাখবেন যে আমরা ততবেশি উত্তম নই! আমাদের অবশ্যই নিজেদের দূর্বলতা স্বীকার করে নিতে হবে নচেৎ আমরা ঈশ্বরের শক্তি লাভ করতে পারব না| আমরা উপবাস এবং প্রার্থনা করতে শিখেছি – কারণ উপবাস হচ্ছে শয়তানীয় এবং দানবিক শক্তির উপরে শক্তিশালী ক্ষমতা প্রয়োগের দ্বারা বিজয় লাভ করার প্রয়োজনীয়তাগুলির মধ্যে একটি! (মার্ক ৯:২৯)| আমরা উপবাস এবং প্রার্থনা করেছি, এবং কিছু আশীর্ব্বাদ পেয়েছি| কিন্তু আমাদের অবশ্যই পরের শনিবারেও সেই উপবাস চালিয়ে যেতে হবে যতক্ষণ না বিকাল ৫:৩০ মিনিটে আমরা সবাই মিলে এখানে মন্ডলীতে একটি আহার গ্রহণ করি|

আজ সন্ধ্যায় আমি আপনাদের বলছি যে আমাদের সব সক্রিয়তার মধ্যে পবিত্র আত্মার উপস্থিতির জন্য প্রার্থনা করুন| ঈশ্বরের আত্মার উপস্থিতি ব্যতীত, হারানো পাপীদের “সন্মুখে রাখিবার মতন আমাদের কিছুই নাই!” অতএব আমরা যা করি তার মধ্যেই যেন পবিত্র আত্মা নেমে আসেন তার জন্যে আমাদের খুব বিশদে প্রার্থনা করতে হবে| পবিত্র আত্মা হলেন সেই “রুটি” যা আমাদের কাছে থাকতেই হবে, নয়ত পাপীরা ক্ষুধার্ত অবস্থাতেই আমাদের মন্ডলী থেকে দূরে চলে যাবেন – এবং পরিত্রাণ পাবেন না|

হ্যাঁ, ঈশ্বরের ক্রোধ থেকে পাপীদের রক্ষা করার জন্য যীশু ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন| হ্যাঁ, যীশু পাপীদের নতুন জন্ম দান করতে, এমনকী তাদের মধ্যে অনন্তজীবন দান করার জন্যে মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন! কিন্তু ঈশ্বরের আত্মার কার্য ব্যতীত এই বিষয়গুলি পাপীদের কাছে সত্য হয়ে উঠবে না| অতএব, সমস্ত সপ্তাহ ধরে, যখন আপনি প্রার্থনা করেন, সবসময়ে পাপীদের রুটির জন্য প্রার্থনা করুন| পাপীদের অন্ধকারাচ্ছন্ন মনকে আলোকিত করার জন্য, এবং তাদের মধ্যে পাপের চেতনার উপলব্ধি এবং প্রভু যীশু খ্রীষ্টের জন্য তাদের অন্তরে বিশাল চাহিদার উপলব্ধি আনার জন্য, আমাদের কৃত সেবাকাজে ঈশ্বর যেন সেই পবিত্র আত্মাকে প্রেরণ করেন তার জন্য প্রার্থনা করুন! এখন লূক ১১:১৩ পদটির দিকে দেখুন| এটা স্কোফিল্ড স্টাডি বাইবেলের ১০৯০ পৃষ্ঠায় আছে| আমি এটা পাঠ করার সময়ে অনুগ্রহ করে উঠে দাঁড়ান|

“অতএব তোমরা, মন্দ হইয়াও, যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জান: তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গস্থ পিতা যাহারা তাঁহার কাছে যাচ্ঞা করে তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন” (লূক ১১:১৩)|

এখন এই সপ্তাহের, বিশেষ করে শনিবারের প্রার্থনার বিষয়গুলির একটি তালিকা দেওয়া হল|


(১)  আপনার উপবাস (যতটা সম্ভব) গোপন করে রাখুন| লোকদের বলে বেড়াবেন না যে আপনি উপবাস করছেন|

(২)  বাইবেল পাঠে কিছুটা সময় দিন| প্রেরিত পুস্তকের কিছু অংশ পড়ুন (বিশেষ করে শুরুর দিকটি)|

(৩)  শনিবারের উপবাসকালে যিশাইয় ৫৮:৬ মুখস্থ করুন|

(৪)   প্রার্থনা করুন যেন ঈশ্বর আমাদের মন্ডলীতে দশজন অথবা তার চেয়েও বেশি নতুন যুবকদের এনে দেন যারা আমাদের সঙ্গে থাকবেন|

(৫)  আমাদের অপরিত্রাত যুবকদের মনপরিবর্তনের জন্য প্রার্থনা করুন| প্রার্থনা করুন ঈশ্বর যেন তাদের জন্য তাই করেন যেমন তিনি যিশাইয় ৫৮:৬ পদে বলেছেন|

(৬)  প্রার্থনা করুন যে আজকের দিনের (রবিবার) যিনি প্রথম সাক্ষাৎকারী তিনি পুনরায় আকর্ষিত হবেন পরের রবিবারেও| যদি সম্ভব হয় তো নাম ধরে ধরে তাদের জন্য প্রার্থনা করুন|

(৭)  পরের রবিবারে – সকালে এবং সন্ধ্যায় আমি কি প্রচার করবো তা ঈশ্বর যেন আমাকে দেখান তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন|

(৮)  প্রচুর পরিমাণে জল পান করুন| প্রত্যেক ঘন্টায় প্রায় এক গ্লাস| শুরুতে আপনি পান করতে পারেন বড় কাপের এক কাপ কফি যদি আপনার প্রতিদিন সেটা পান করার অভ্যাস থাকে তাহলে| নরম পানীয়, উদ্দীপক পানীয়, ইত্যাদি গ্রহণ করবেন না|

(৯)  যদি আপনার স্বাস্থ্য সম্বন্ধিত কোন প্রশ্ন থাকে তাহলে উপবাসের আগে একজন চিকিৎসকের সঙ্গে দেখা করুন| (আপনি আমাদের মন্ডলীর ডঃ ক্রেইগটন চ্যান অথবা ডঃ জুডিথ ক্যাগন’এর সঙ্গে দেখা করতে পারেন|) উপবাস করবেন না যদি আপনার সঙ্কটজনক কোন রোগ থাকে, যেমন বহুমূত্র বা উচ্চ রক্তচাপ| এই সমস্ত প্রার্থনার জন্য খালি শনিবারের দিনটি ব্যবহার করুন|

(১০) শুক্রবারের সন্ধ্যার খাবারের পর আপনার উপবাস শুরু করুন| শুক্রবারের রাতের খাবারের পর আর কিছু খাবেন না যতক্ষণ না শনিবার সন্ধ্যা ৫.৩০ মিনিটে আমাদের মন্ডলীতে একটি আহার গ্রহণ করা হয়|

(১১) মনে রাখবেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা প্রার্থনা করতে হবে তা হল আমাদের মন্ডলীর হারানো যুবকদের মন পরিবর্তনের জন্য প্রার্থনা - এবং নতুন যুবক যারা এই সময়কালের মধ্যে আসছেন, তাদের আমাদের সাথে স্থায়ীভাবে থাকার জন্য প্রার্থনা|

যদি এই প্রচার আপনাকে আশীর্বাদ দান করেছে তবে অনুগ্রহ করে ডঃ হাইমার্সকে
একট ই-মেল পাঠান এবং তাকে বলুন| অনুগ্রহ করে তাকে এটাও বলুন যে কোন
দেশ থেকে আপনি তাকে লিখছেন| ডঃ হাইমার্সের ই-মেল ঠিকানা হল
rlhymersjr@sbcglobal.net (এখানে ক্লিক করুন)| আপনি যে কোন ভাষায় ডঃ
হাইমার্সকে চিঠি লিখতে পারেন, কিন্তু যদি পারেন তো ইংরাজিতেই লিখুন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডাঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটের মাধ্যমে
www.realconversion.com এই সাইটে পড়তে পারেন। ক্লিক করুন “সংবাদের হস্তলিপি”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ আবেল প্রধুম্মে: লূক ১১:৫-১৩ |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“I Am Praying For You” (by S. O’Malley Clough, 1837-1910) |