এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|
এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|
যখনই আপনি ডঃ হেইমার্সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |
নির্বাচনELECTION লেখক : ডঃ আর এল হাইমার্স, জুনিয়র। ২০১৫ সালের, ১লা ফেব্রুয়ারী, সদাপ্রভুর একটি দিনে সকালবেলায় লস্ এঞ্জেলসের “ইহা শুনিয়া, পরজাতীয়েরা আহ্লাদিত হইল, ও প্রভুর বাক্যের গৌরব করিতে লাগিল: এবং যত লোক অনন্ত জীবনের জন্য নিরূপিত হইয়াছিল তাহারা বিশ্বাস করিল” (প্রেরিত ১৩:৪৮)| |
পৌল ও তার সঙ্গীগণ তাদের ভ্রমণে রোমের পিসিদিয়ার আন্তিয়খিয়াতে এসেছিলেন| তারা একটি সমাজগৃহে গিয়েছিলেন| সমাজগৃহের নেত্রীবর্গ পৌলকে উপদেশ প্রচারের জন্য আমন্ত্রণ করেন| যখন যিহুদী নেতারা ঐ পথে আন্তিয়খিয়াতে আসলেন, তখন তারা রীতিগতভাবে তাদের জিজ্ঞাসা করেন কিছু বলতে| তারা ধর্ম্মীয় কেন্দ্র শহর যিরুশালেমে কি ঘটছিল সেই বিষয়ে কিছু কথা শুনতে চাইছিলেন| এটা পৌলকে প্রচারের জন্য একটা বড় সুযোগ করে দিয়েছিল| পৌল দাঁড়ালেন এবং প্রচার শুরু করলেন| তিনি ইস্রায়েল জাতির ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করতে লাগলেন| তিনি যীশুর আগমনের বিষয়, ক্রুশের উপরে তাঁর মৃত্যুর বিষয়, এবং মৃত্যু থেকে তাঁর পুনরুত্থানের বিষয়ে বললেন| যখন পৌল কথা শেষ করলেন, তখন যিহুদীদের মধ্যের কয়েকজন এবং অনেক পরজাতি যারা যিহুদী বিশ্বাসে পরিবর্তিত হয়েছিল তারা সুসমাচার শোনার জন্য অধিক কৌতুহলী হলেন| পরবর্তী বিশ্রামের দিন প্রায় সমস্ত নগর সমবেত হল পৌলের প্রচারিত পরিত্রাণের শুভ-সংবাদ সুসমাচার শোনার জন্য| “ইহা শুনিয়া, পরজাতীয়েরা আহ্লাদিত হইল, ও প্রভুর বাক্যের গৌরব করিতে লাগিল: এবং যত লোক অনন্ত জীবনের জন্য নিরূপিত হইয়াছিল তাহারা বিশ্বাস করিল” (প্রেরিত ১৩:৪৮)| আক্ষরিক অর্থে, “যত লোক অনন্ত জীবনের জন্য নিরূপিত হইয়াছিল তাহারা বিশ্বাস করিল|” আগে থেকেই ঈশ্বর এদের মধ্যে কয়েকজনকে মনোনীত করেছিলেন| এখন ঈশ্বর বিশ্বাসে তাদের খ্রীষ্টের প্রতি আকর্ষণ করেছেন| লূক ভাববাচ্য ব্যবহার করেছিলেন “নিযুক্ত করা হইয়াছিল” – “নিরূপিত করা হইয়াছিল” এইরকম দেখানোর জন্য যে ঈশ্বর একাই এই কাজ করছিলেন| শুধুমাত্র ঈশ্বর অনন্ত জীবন প্রদান করেন| পাপীদের উদ্ধারের জন্য ঈশ্বরের সার্বভৌম কাজের বিষয়ে স্বচ্ছতম বিবৃতিগুলির মধ্যে এটা একটা বিবৃতি| ঈশ্বর তাদেরই মনোনীত করেন যাদের তিনি উদ্ধার করবেন| তিনি তাদের আহ্বান করেন| তিনি তাদের আকর্ষণ করেন| তিনি তাদের পরিবর্তিত করেন| “যত লোক অনন্ত জীবনের জন্য নিরূপিত [মনোনীত] হইয়াছিল তাহারা বিশ্বাস করিল|” ডঃ ডব্লিউ. এ. ক্রিসওয়েল আমাদের পাঠ্যাংশের বিষয়ে বলেছেন, যাহারা অনন্ত জীবনের প্রতি মনোনীত হন নাই তাহারা বিশ্বাস করেন নাই| তাহারা যাহারা নির্বাচিত হইয়াছিল তাহারা বিশ্বাস করিয়াছিল (নির্বাচন: ঈশ্বরের সার্বভৌম উদ্দেশ্য সাধন”)| এটা তার মতনই সহজ! নির্বাচন বা নিরূপনের তত্ত্ব হল একটি বাইবেল তত্ত্ব| এটা বাইবেলের মধ্যে সর্বত্র রয়েছে| দূর্নীতি, কদাচার এবং জঘণ্য পাপের পৃথিবীতে বসবাসকারী নোহের বিষয়ে আমরা পড়ে থাকি| “কিন্তু ঈশ্বরের দৄষ্টিতে নোহ অনুগ্রহ প্রাপ্ত হইয়াছিলেন” (আদিপুস্তক ৬:৮)| নোহ এবং তার পরিবার মহাপ্লাবন থেকে উদ্ধার পেয়েছিলেন কারণ ঈশ্বর তাদের মনোনীত করেছিলেন এবং অনুগ্রহের দ্বারা উদ্ধার করেছিলেন| সেটাই হল নিরূপন! আমরা অব্রাহামের বিষয়ে পড়েছি, যাকে পুরানো বিশ্বের মহান প্রতিমা পূজার দেশ, কলদীয়ের উর থেকে আহ্বান করা হয়েছিল| ঈশ্বর অব্রাহামকে সেই প্রতিমা পূজার দেশ কলদীয় থেকে আহ্বান করেছিলেন এবং তাকে উদ্ধার করেছিলেন এবং তার দ্বারা এক মহান জাতি প্রতিষ্ঠা করেছিলেন| এটাই হল নিরূপন! নির্মম পাপের শহর সদোমে বসবাসকারী লোটের বিষয়ে আমরা পড়েছি| শহরটি দন্ডপ্রাপ্ত হয়েছিল| লোট শহর ছেড়ে চলে যেতে চাননি, “কিন্তু তিনি ইতস্তত করিতে লাগিলেন; তাহাতে তাহার প্রতি সদাপ্রভুর স্নেহ প্রযুক্ত সেই ব্যক্তিরা তাহার ও তাহার স্ত্রীর ও কন্যা দুইটির হস্ত ধরিয়া নগরের বাহিরে লইয়া রাখিলেন” (আদিপুস্তক ১৯:১৬)| এটাই হল নিরূপণ! “কিন্তু তাহার স্ত্রী তাহার পিছন হইতে পশ্চাৎদিকে দৃষ্টি করিল, আর লবন স্তম্ভ হইয়া গেল” (আদিপুস্তক ১৯:২৬)| লোটের স্ত্রীর সঙ্গে এমন ঘটনা কেন ঘটেছিল? তিনি নিরূপিতদের একজন ছিলেন না| সেই কারণে তিনি বিনাশপ্রাপ্ত হয়েছিলেন! মিশরে ইস্রায়েলের সন্তানদের ক্রীতদাস হয়ে থাকার বিষয়ে, আমরা পড়েছি| ঈশ্বর মোশিকে তাদের উদ্ধারের জন্য পাঠিয়েছিলেন| প্রান্তরের জ্বলন্ত ঝোপে, ঈশ্বর মোশির প্রতি বলেছিলেন, “আর মিস্রীয়দের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করিবার জন্য, এবং সেই দেশ হইতে উঠাইয়া লইয়া উত্তম ও প্রশস্ত এক দেশে, অর্থাৎ কনাণীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয় লোকেরা যেস্থানে থাকে, সেই দুগ্ধমধুপ্রবাহী দেশে তাহাদিগকে আনিবার জন্য নামিয়া আসিয়াছি” (যাত্রাপুস্তক ৩:৮)| সেটাই হল নিরূপণ! এবং সেটাই পুরানো নিয়মের শাস্ত্রাংশের মধ্যে সর্বত্র বার বার শিক্ষা দেওয়া হয়েছে| ভাববাদী যিশাইয়র সময়ে ইস্রায়েল জাতি প্রতিমাপূজা এবং মন্দতায় পূর্ণ হয়ে গিয়েছিল| সেই সময়ে, সেই ভাববাদী বলেছিলেন, “বাহিনীগণের সদাপ্রভু যদি আমাদের জন্য যৎকিঞ্চিত অবশিষ্ট না রাখিতেন, তবে আমরা সদোমের সদৃশ হইতাম, ঘমোরার তুল্য হইতাম” (যিশাইয় ১:৯)| শুধুমাত্র অবশিষ্টরা পরিত্রাণ পাইবে| এটাও হল নিরূপণ! নতুন নিয়মে আমরা আবার ঈশ্বরের সার্বভৌম, নিরূপিত অনুগ্রহের কথা পড়েছি| রোমীয় পুস্তকে আমরা পড়েছি, “তদ্রূপ এই বর্তমান কালেও অনুগ্রহের নির্বাচন অনুসারে অবশিষ্ট এক অংশ রহিয়াছে…তবে কী? ইস্রায়েল যাহার অন্বেষণ করে তাহা পায় নাই; কিন্তু নির্বাচিতেরা তাহা পাইয়াছে, অন্য সকলে কঠিনীভূত হইয়াছে” (রোমীয় ১১:৫, ৭)| ইফিষীয় পত্রে আমরা পড়েছি, “তিনি আমাদিগকে যীশু খ্রীষ্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্র তার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণও করিয়াছিলেন, ইহা তিনি নিজ ইচ্ছার সহিত সঙ্কল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন…ফলতঃ তিনি আমাদিগকে আপন ইচ্ছার নিগূঢ় তত্ত্ব জ্ঞাত করিয়াছেন, তাঁহার সেই হিতসঙ্কল্প অনুসারে যাহা তিনি কালের পূর্ণতার বিধান লক্ষ্য করিয়া তাঁহাতে পূর্বেই সঙ্কল্প করিয়াছিলেন: তাহা এই স্বর্গস্থ, ও পৃথিবীস্থ সমস্তই, খ্রীষ্টেই সংগ্রহ করা যাইবে; তাঁহাতেই করা যাইবে: যাঁহাতে আমরা ঈশ্বরের অধিকারস্বরূপও হইয়াছি, বাস্তবিক যিনি সকলই আপন ইচ্ছার মন্ত্রণানুসারে সাধন করেন তাঁহার সঙ্কল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম” (ইফিষীয় ১:৫, ৯-১১)| দ্বিতীয় থিষলনীকীয় পত্রে আমরা পরি, “কিন্তু হে ভ্রাতৃগণ প্রভুর প্রিয়তমেরা, আমরা তোমাদের নিমিত্ত সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ দিতে বাধ্য, কেননা ঈশ্বর আদি হইতে তোমাদিগকে পরিত্রাণের জন্য মনোনীত করিয়াছেন পবিত্রতা প্রদানে ও সত্যের বিশ্বাসে: এবং সেই অভিপ্রায়ে আমাদের সুসমাচার দ্বারা তোমাদিগকে আহ্বানও করিয়াছেন, যেন তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রতাপ লাভ করিতে পার” (২ থিষলনীকীয় ২:১৩-১৪)| ঈশ্বর তার লোকেদের মনোনীত, আহ্বান, এবং নিরূপণ করেন| কোন রাজনীতিবিদ কি বলছেন, অথবা দেশের কোন আদালত কি বলছে, অথবা কোন মুসলমান জঙ্গি কি বলছেন সেটা কোন বিষয় নয়, ঈশ্বর ইস্রায়েল দেশকে অব্রাহাম এবং তার বংশের প্রতি অনন্তকালের জন্য প্রতিজ্ঞা করেছেন| ঐ দেশ তাদের নিজস্ব| এটা হয়েছে ঈশ্বরের নিরূপিত উদ্দেশ্যের কারণে যে ইস্রায়েলকে ছাড় দেওয়া হয়েছিল এবং যে দেশ ঈশ্বর তাদের দিয়েছিলেন সেখানে আবার তারা ফিরে গিয়েছিল| আর কোন জাতি বা জঙ্গিগোষ্ঠী সেই দেশ তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে সক্ষম হবে না| এটা হল নিরূপণ! কিছু লোক বলেন আপনি যদি নিরূপণে বিশ্বাস করেন তবে আপনি আত্মা জয় করতে পারবেন না| আমি অনুমান করি যে তারা কয়েকজন ক্যালভীন মতাবলম্বীদের দেখেছে যারা আত্মা জয় করে না| কিন্তু ডঃ মার্টিন লয়েড-জোনস্ বলেছেন যে তারা প্রকৃত ক্যালভীন মতাবলম্বী নয়, তাদের কাছে কেবল তাদের নিজেদের বিশ্বাস আছে “দর্শনশাস্ত্র” হিসাবে| যে সমস্ত মানুষেরা প্রকৃতভাবে নিরূপণে বিশ্বাস করেছেন তারা যুগ যুগ ধরে সবথেকে গুরুত্বপূর্ণ আত্মা জয়কারী ব্যক্তি হিসাবে পরিগণিত হয়েছেন – সেই মহান সুসমাচার প্রচারক, হোয়াইটফিল্ড; পথ-প্রবর্তক মিশনারি, উইলিয়াম কেরী; প্রথম আমেরিকান মিশনারি, এডোনিয়ান জাডসন্; আফ্রিকাতে খ্রীষ্টের বাণী-প্রচারক, ডঃ ডেভিড লিভিংস্টোন; সর্বকালের মহান ব্যপটিষ্ট প্রচারক, সি. এইচ. স্পারজিওন – এই সমস্ত ব্যক্তিরা সকলেই নিরূপণে বিশ্বাস করতেন! ৪০ বছর আগে এই এপ্রিল মাসেই আমি এই মন্ডলীটি শুরু করেছিলাম| আমি সবসময়ে নিরূপণে বিশ্বাস করতাম না| আমি মনে করতাম যে এগুলি সবই আমার নিজের উপর নির্ভর করত| সুসমাচার প্রচারের সেই বোঝা বহন করতে গিয়ে সেটা আমাকে প্রায় ভেঙ্গে ফেলেছিল! কিন্তু যখন আমি, ঈশ্বরের নিরূপিত অনুগ্রহের এই মহান সত্যকে দেখতে শুরু করলাম, তখন সুসমাচারমূলক কাজ আমার কাছে অতি উপভোগ্য হয়ে উঠল, যেটা আমি আশা করি আপনিও উপভোগ করেন! আপনি অকৃতকার্য হতে পারেন না! আমরা এই বিশাল ও মন্দ শহরের রাস্তাঘাটে এবং সুবিশাল বাজারগুলিতে যাই – এবং আপনার মানবিক জ্ঞানবুদ্ধি হয়ত বলবে, “আপনি এটা করতে পারবেন না| এরকম করা যায় না! প্রত্যেকটি লোক যাদের আপনি মন্ডলীতে নিয়ে আসছেন তারা সবাই মন্ডলী ছেড়ে চলে যাবে!” কিন্তু সেই কন্ঠস্বর হল শয়তানের! ঈশ্বরের বাক্য বলছে, “যতলোক অনন্ত জীবনের জন্য নিরূপিত হইয়াছিল তাহারা বিশ্বাস করিল” (প্রেরিত ১৩:৪৮)| আমরা অকৄতকার্য হতে পারি না! সেই নিরূপণ আসবে এবং থাকবে! সেই নিরূপণ উদ্ধারপ্রাপ্ত হবে! বাইরে যান এবং তাদের নিয়ে আসুন! এই কাজ করুন! এই কাজ করুন! এই কাজ করুন! এবং খ্রীষ্ট তাদের মধ্যে গৌরবান্বিত হবেন! নির্বাচিত ব্যক্তি পরিত্রাণ পাবেন! “তাহাদিগকে ভিতরে আনুন|” এই গানটি করুন! তাহাদিগকে ভিতরে আনুন, তাহাদিগকে ভিতরে আনুন, শয়তান বলবে, “সেখানে কখনও উদ্দীপনা হইবে না! আপনি ইহা পূর্বেও চেষ্টা করিয়াছিলেন! ইহা কখনও ঘটিবে না!” কিন্তু ঈশ্বরের নিরূপিত উদ্দেশ্যে এইরকম ঘটতে পারে! এবং আমি বিশ্বাস করি যে এইরকম ঘটবে! আমরা যা করতে পারি না ঈশ্বর সেটা করতে পারেন! প্রভু, একটি উদ্দীপনা প্রেরণ করুন! এই গানটি করুন! প্রভু, একটি উদ্দীপনা পাঠান, কিন্তু বাইবেলের মধ্যে একটা ভয়ঙ্কর সতর্কবাণী রয়েছে যা আজকের দিনে আমাদের জন্য প্রযোজ্য| সেটা হল এইরকম, “নির্বাচিতেরা ইহা পাইয়াছে, অন্য সকলে কঠিনীভূত হইয়াছে” (রোমীয় ১১:৭)| “ইহা” পরিত্রাণের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং এই পদটি আমাদের মন্ডলীতে আমাদের প্রতি প্রযোজ্য| নির্বাচিতেরা এটা পায় কেন? ভাল প্রশ্ন, কারণ ঈশ্বর তাদের কান দিয়েছেন শোনার জন্য, এবং চোখ দিয়েছেন দেখার জন্য| তারা যত্নসহকারে প্রচারগুলি শোনে| তারা নিজেদের পাপগুলিকে দেখে| তারা খ্রীষ্টে বিশ্বাস করে| এই ব্যাপারটি এইরকমই সরল| “এবং অবশিষ্টেরা কঠিনীভূত হইয়াছে|” আমি আশা করছি যে এই কথাটি আপনার ক্ষেত্রে সত্যি নয়, কিন্তু আমার আশঙ্কা যে সেটা হতেও পারে| “নির্বাচিতেরা ইহা পাইয়াছে, অন্য সকলে কঠিনীভূত হইয়াছে|” আপনি দেখুন, “অবশিষ্টরা” আগে এইসবই শুনেছিল, এবং, সেইজন্য, তারা এর প্রতি তাদের মনকে রুদ্ধ করে রেখেছিল| তারা ইতিমধ্যেই দেখে নিয়েছিল পালক উর্মব্রান্ডের, খ্রীষ্টের জন্য অত্যাচারিত হওয়ার ক্ষতচিহ্নগুলির ভিডিও, যে ক্ষতগুলি গনগনে লাল করা শিকের থেকে সৃষ্টি হয়েছিল| তারা সেগুলি আগে দেখেছিল| আর যেহেতু তারা সেটা ইতিমধ্যেই দেখে নিয়েছিল, তাদের মন এগুলির প্রতি রুদ্ধ হয়ে গিয়েছিল| পালক উর্মব্রান্ড কি বলছেন, সেই বিষয়ে তারা শোনেনা এবং তারা সেসব চিন্তা করে না! তারা এরমধ্যেই ডঃ চেনকে অনেকবার - বলতে শুনেছেন| আর সেইজন্য, তার অন্তরের চরম অতীব সহজ সরলতা, এবং স্বচ্ছ সততা, তার প্রচারের আন্তরিকতা তাদের মনকে স্পর্শ করতে পারেনি| তারা ইতিমধ্যেই শুনেছিল তার প্রচার প্রার্থনা, সেইজন্য তিনি কি বলছেন তার প্রতি তাদের মন রুদ্ধ হয়ে গিয়েছিল| তারা আমাকে অনেক, অনেকবার - প্রচার করতে শুনেছিলেন| এবং সেইজন্য, আমার বজ্রগম্ভীর কন্ঠস্বর তাদের প্রতিবন্ধকের দেওয়ালকে কখনও ভেদ করতে পারেনি| তারা ইতিমধ্যেই অনুষ্ঠানে আমার ঘোষণা ও মিনতি শুনে ফেলেছিলেন| আর সেইজন্য, আমার প্রচার, তাদের মনকে স্পর্শ করে না| আমি যা প্রচার করি তার প্রতি তাদের মন রুদ্ধ হয়ে থাকে| কিন্তু নির্বাচিতেরা সেইরকম হয় না| যখন তারা সেই ভিডিওটিতে পালক উর্মব্রান্ডের কথা শোনেন, তারা সম্ভ্রম ও বিষ্ময়ে অভিভূত হয়ে পড়েন| তারা তার কথা শুনতে থাকত যেন তিনি ছিলেন সেই প্রেরিত পৌলের মতন, রোমের এক অন্ধকারাচ্ছন্ন কারাগার এবং শিকল থেকে সবেমাত্র মুক্ত| তারা ডঃ চেন এর কথা শুনত যেন তিনি হচ্ছেন ডাক্তার লূকের মতন এক ব্যক্তি, যিনি সবেমাত্র ঈশ্বরের সামনে থেকে এসেছেন| তারা আমার বজ্রগম্ভীর কন্ঠের প্রচার শুনত যেন আমি ছিলাম লুথারের মতন, প্রচার করতাম ঈশ্বরের নিয়মের সন্ত্রাসের বিষয়ে, এবং খ্রীষ্টের রক্তমোক্ষণরত ক্ষতের মধ্যে সান্ত্বনা দেখতে পাওয়ার বিষয়ে| “নির্বাচিতেরা ইহা পাইয়াছে, অন্য সকলে কঠিনীভূত হইয়াছে” (রোমীয় ১১:৭)| পালক উর্মব্রান্ডকে নির্জন জায়গায় আটকে রাখার আগে তিনি ঐ কম্যুনিষ্ট কনসেনট্রেশন শিবিরের অন্যান্য বন্দীদের সঙ্গে কথা বলতে পারতেন| একজন লোক, তার নাম ছিল স্টানকু, তাকে বলেছিলেন, “[জর্জ] বার্ণাড শ একদা পরামর্শ দিয়াছিলেন যে লোকেরা শিশু অবস্থায় খ্রীষ্ট ধর্ম্মের একমাত্রা ঔষধ সেবনের ফলে এতবেশি সংযুক্ত হইয়াছিল যে তাহারা প্রায়ই প্রকৃত বিষয়টিকেই ধরিয়া ফেলিত (Richard Wurmbrand, In God’s Underground, Living Sacrifice Book Co., 2004 reprint, page 120)| আপনার ক্ষেত্রেও কি সেরকম ঘটেছে? আপনি কি কখনও সংযুক্ত হয়েছেন? আপনি কি খুব বেশি পরিমানে সেই অল্প মাত্রার খ্রীষ্ট ধর্ম্মের ওষুধ গ্রহণ করেছিলেন যাতে আপনি প্রকৃত বিষয়টা ধরতে পারছেন না? প্রকৃত মন পরিবর্তনের অভিজ্ঞতা অনুভব করার জন্য আপনাকে অবশ্যই এক নতুন চোখ দিয়ে সবকিছু দেখতে হবে এবং নতুন কান দিয়ে সবকিছু শুনতে হবে| যেসব সত্যের বিষয়ে আপনি বাইবেলে পড়ছেন সেগুলিকে অবশ্যই আপনার কাছে মূল্যবান হয়ে উঠতে হবে| আপনার আত্মার মূল্য, আপনার হৃদয়ের পাপ, খ্রীষ্ট ব্যতিরেকে বীভৎসতাময় চিরস্থায়ীত্ব – এইসব বিষয়গুলি আপনার আত্মাকে এক নতুন উপায়ে দৄঢ়ভাবে আঁকড়ে ধরবে, আর তা না হলে সেখানে কোন পরিত্রাণ হবে না| ডঃ কেগান এবং আমি এমন লোকেদের দেখেছি যারা পরিত্রাণ পাবে বলে আমাদের মনে হতনা, তারা হঠাৎ করে তাদের পাপ এবং মন্দ হৃদয়ের মুখোমুখি সংগ্রামে লিপ্ত হয়ে পড়েছিল| আমরা দেখেছিলাম যে তারা তাদের কৃত পাপের জন্য কাঁদছে| আমরা দেখেছিলাম তারা খ্রীষ্টকে বিশ্বাস করছে| আমরা তাদের দেখেছি এই জগতসীমার উর্দ্ধে উঠে বিশ্বাসের দ্বারা আধ্যাত্মিক রাজ্যে খ্রীষ্টের প্রতিদ্বন্দীরূপে অবতীর্ণ হতে| আমরা যুক্তি দিয়ে এই আকস্মিক বিশ্বাস, এই ঐশ্বরিক-মানবিক প্রতিদ্বন্দীতার ব্যাখ্যা করতে পারি না| যা আমরা বলেছিলাম বা করেছিলাম সেইরকম বিশেষ কোন কিছুর দ্বারা এটা উৎপন্ন হয়নি| আমরা তাদের সেই একই কথা বলেছিলাম যা তারা এর আগে বহুবার শুনেছিল| কিন্তু হঠাৎ করে ঈশ্বর তাদের হৃদয়ে কথা বলা শুরু করেছিলেন| তারা তাদের পাপপূর্ণ স্বভাবের বিকৃতি অনুভব করতে পেরেছিল| তারা বিশ্বাসে খ্রীষ্টের কাছে ছুটে গিয়েছিল| তারা তাদের পাপ থেকে তাঁর রক্তের দ্বারা ধৌত ও শুচি হয়েছিল| তারা ঈশ্বরের জন্য জন্মপ্রাপ্ত হয়েছিল| তারা এখন খ্রীষ্ট যীশুর মধ্যে আছেন| এই হল মন পরিবর্তনের অলৌকিকতা| এই হচ্ছে পরিত্রাণের বিষ্ময়| এটাই হল কারণ যে কেন খ্রীষ্ট পৄথিবীতে অবতীর্ণ হয়েছিলেন ক্রুশের উপর মৃত্যুবরণ করতে| এটাই কারণ যে কেন তিনি তাঁর রক্ত ঝরিয়েছিলেন – যাতে আপনার পাপ ধৌত করা যেতে পারে চিরকালের জন্য! এই কারণে তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন – আপনাকে জীবন দান করার জন্য| “নির্বাচিতেরা ইহা পাইয়াছে, অন্য সকলে কঠিনীভূত হইয়াছে” (রোমীয় ১১:৭)| “হে পালক,” কেউ বলতে পারেন, “আমি অন্ধ হইতে চাহি নাই| আমি নির্বাচিতের মধ্যে একজন হইতে চাই|” তারপর বলেন “তোমরা যে আহুত ও মনোনীত তাহা নিশ্চয় করিতে অধিক যত্ন কর!” (২য় পিতর ১:১০)| ঈশ্বরের আত্মাকে অস্বীকার করবেন না, যিনি আপনার ভিতরে প্রবেশ করছেন এবং প্রকাশ করছেন আপনার দূষিত এবং প্রতারণাপূর্ণ হৃদয়| ঈশ্বরের আত্মাকে বাধা দিবেন না কারণ তিনি আপনাকে খ্রীষ্টের দিকে আকর্ষণ করেন| তাঁর রক্তের প্রবাহের নিচে ডুবে থাকুন| আমার মা তার জীবনকালে অনেকবার মন্ডলীর মধ্যে ঢুকেছিলেন আবার বের হয়ে এসেছিলেন| তবুও সুসমাচারের বিষয়ে তার মন ছিল কুয়াশাচ্ছন্ন এবং অস্বচ্ছ| তিনি ভাল করে এটা ধরতে পারেননি| এটা তার মনে হত বিস্ময়কর বা অচেনা এবং বিদেশি| তিনি হারিয়ে গিয়েছিলেন| এরপর একদিন তিনি আমার দুই ছেলেকে আমার বাড়ির পিছনের বাগানে গান গাইতে শুনেছিলেন| তাদের বয়স তখন ছিল মাত্র সাত বছর| আমার মা শুনেছিলেন যে তারা গাইছে, মেষশাবকের রক্তে তুমি কি ধৌত হয়েছিলে? সেই দিন একটু পরে আমার মা আমার কাছে এই বিষয়ে মন্তব্য করেছিলেন| মা বলেছিলেন, “ছোট ছেলেদের গাইবার পক্ষে এটা কি অদ্ভূত একটা গান, ‘তুমি কি রক্তে ধৌত হয়েছিলে?’ কি অদ্ভূত একটা গান!” তা সত্ত্বেও, তার অল্প কিছুক্ষণ পরে, গানটি মায়ের কাছে আর অদ্ভূত মনে হচ্ছিল না| তিনি খ্রীষ্টের কাছে এসেছিলেন আর মন পরিবর্তন করেছিলেন| মা আমাকে বলেছিলেন, “রবার্ট, যীশু সত্যিই প্রকৃত| যখন তিনি আমার কাছে এসেছিলেন, তখন তাঁর সুগন্ধ ছিল খুব পরিষ্কার ও সতেজ|” আমি এর আগে কখনও কাউকে এইরকম বলতে শুনিনি| আমি কখনও কোথাও এইরকম পড়িনি| মা ছাড়া আর এমন একজনকেও আমি জানি না যার ঠিক এই একইরকমের মন পরিবর্তনের অভিজ্ঞতা হয়েছে| তবুও সেটা ছিল আমার মায়ের অভিজ্ঞতা, যখন তিনি বিশ্বাসে যীশু খ্রীষ্টের কাছে এসেছিলেন| তিনি “মেষশাবকের রক্তে ধৌত হয়েছিলেন!” আপনি অবশ্যই আশা করবেন না যে হবহু সেই একইরকমের অভিজ্ঞতা আপনার প্রতিও ঘটুক – কিন্তু যখন আপনি সরল বিশ্বাসে খ্রীষ্টের কাছে আসেন, আপনিও, ঈশ্বরের, মেষশাবকের রক্তে ধৌত হবেন, যা জগতের পাপভার অপসারন করে| এমনকী যদিও হুবহু আমার মায়ের মতন অভিজ্ঞতা আপনার নেই, যীশু প্রতিজ্ঞা করেন, “আর তোমরা আমার অন্বেষণ করিয়া, আমাকে পাইবে, কারণ তোমরা সর্ব্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে” (যিরমিয় ২৯:১৩)| যখন আপনি যীশুতে বিশ্বাস করবেন, আপনিও, একজন নির্বাচিত, হিসাবে প্রকাশিত হবেন! ডঃ চেন, অনুগ্রহ করে প্রার্থনা করুন যেন আজ কোন একজন যীশুতে বিশ্বাস করেন| (সংবাদের পরিসমাপ্তি) আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ আবেল প্রধুম্মে: প্রেরিত ১৩:৪৪-৪৮ | |