Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




অনির্বচণীয় দান

THE UNSPEAKABLE GIFT
(Bengali)

লেখক : ডঃ আর এল হাইমার্স, জুনিয়র।
By Dr. R. L. Hymers, Jr.

২০১৫ সালের, ২৫শে জানুয়ারী, সদাপ্রভুর একটি দিনে সন্ধ্যাবেলায় লস্ এঞ্জেলসের
ব্যাপটিষ্ট ট্যাবারন্যাকল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, January 25, 2015

“ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তাঁহার ধন্যবাদ হউক”
(২য় করিন্থীয় ৯:১৫)|

১৯৯৪ সালের মধ্যরাতে এক ভূমিকম্পে আমার বাড়িটা ঝনঝন শব্দে কেঁপে উঠেছিল| সেটা আমাকে বাধ্য করেছিল ভাবতে যে আমাদের বাড়িতে যে জিনিষগুলি আছে তার দামের বিষয়ে| আমি বাড়িতে আগুন লাগার কথা ভেবেছিলাম| আগুন লেগে বাড়িটা পুড়ে গেলে কী হত? কী হতো যদি আমি পালাবার জন্য কেবল তিন বা চার মিনিট সময় পেতাম? আমার সঙ্গে তখন কী নিয়ে যেতাম? তখন আমি ভেবেছিলাম, আমি আমার শোওয়ার ঘরে ছুটে গিয়ে ড্রয়ার খুলতাম, এবং আমার ছেলেদের মাথার প্রথমবারের ছাঁটা চুলের গোছাটা নিতাম, এবং ড্রেসারের উপর থেকে বাচ্চাদের তামার জুতাজোড়া নিতাম| আমার হাতে যদি আরও এক মিনিট সময় বাকি থাকত, আমি আমার মা ও আমার বাচ্চাদের একসাথে তোলা ছবিটা নিতাম| আর কয়েক সেকেন্ডের মধ্যে আমি খুঁজে নিতাম, প্যাকেট করে বাক্সবন্দী অবস্থায় থাকা আমার স্ত্রীর বিয়ের পোষাকটি, এবং আঁকড়ে ধরতাম মন্দার যুগের কয়েকটি মাটির পাত্র যেগুলি ছিল ১৯৩৪ সালে আমার মার পাওয়া তার বিয়ের উপহার|

ঐসব জিনিষগুলির দাম কত হত? প্রায় কিছুই না| আপনি হয়ত ২৫ ডলার মত পেতে পারতেন ঐ পুরানো বিয়ের পোষাকটির জন্য| টাকাপয়্সার দিক থেকে বাকি জিনিষগুলির কোন দামই নেই| কিন্তু আমার কাছে সেগুলি ছিল অমূল্য! মহৎ দানগুলি একান্তভাবে আমাদের হৃদয়ে, এবং আমাদের মনের মধ্যে থাকে|

আমার ঠাকুমা মারা যাওয়ার পরে তারা আমাকে জানিয়েছিল যে ঠাকুমার বাড়ি পরের দিনই পরিষ্কার করতে হবে| সেখানে যেতে আমার কিছু সমস্যা হয়েছিল| আমি বাড়িটিতে দৌড়ে গিয়েছিলাম এবং শুধু একটাই জিনিষ নিয়েছিলাম – একটা পুরানো পাত্র যার মধ্যে একটা আঙুর গাছ বড় হয়ে উঠছিল| এটা ছিল সামান্য একটা জিনিষ যা তিনি পছন্দ করতেন, আর আমি শুধু সেই সামান্য জিনিষটিই নিয়েছিলাম| আমি যখন এই প্রচারটি লিখছিলাম তখন আমার টেবিলের উপরে রাখা সেই আঙুর গাছটিকে আমি দেখছিলাম| বিগত প্রায় ষাট বছর ধরে আমি যেখানেই যেতাম সেখানেই আমি ঐ লতাগাছটিকে আমার সঙ্গে রাখতাম| এর দাম দুই ডলারও হবে না, কিন্তু আমি একমাত্র সেই জিনিষটিকেই ঠাকুমার বাসা থেকে নিয়েছিলাম এক পনের বছরের বালক হিসাবে| সেটার দাম ২ ডলারও ছিল না, কিন্ত সেটা আমার কাছে অমূল্য ছিল! মহৎ দানগুলি একান্তভাবে আমাদের হৃদয়ে, এবং আমাদের মনের মধ্যে থাকে|

যখন আমার খুড়তুতো ভাই জনি এবং তার স্ত্রী মারা যায়, আমি গাড়ি নিয়ে তাদের বাড়িতে গিয়েছিলাম| বাড়িটা বিক্রী হয়ে গেছিল এবং বাড়িতে যে সমস্ত জিনিষপত্র ছিল সেগুলি পরের দিনই চলে যাবে| সামনের ঘরের মেঝের উপরে সব জিনিষপত্র জড় করে রাখা ছিল| কেউ একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, “আপনি কি এর মধ্যে কোন কিছু চান?” আমি বলেছিলাম, “হ্যাঁ, আমি ঐ প্লাইউডের টুকরো যার উপরে কয়েকটা হাঁসের ছবি খোদাই করা আছে সেটা পছন্দ করি|” তারা সেটা আমাকে দিয়ে দিয়েছিল এবং আমি বিষন্ন মনে সেখান থেকে ফিরে এসেছিলাম| আজ পর্যন্ত সেই প্লাইউডটা আমার ছেলের শোওয়ার ঘরের দেওয়ালে ঝুলছে| এটা সেই বাড়ি থেকে এসেছে যেখানে আমি তের বছরের বালক হিসাবে বসবাস করতাম| এটার দাম হয়ত ২৫ ডলারও হবে না, কিন্তু আমার কাছে এটা হল অমূল্য! মহৎ দানগুলি একান্তভাবে আমাদের হৃদয়ে, এবং আমাদের মনের মধ্যে থাকে|

যখন আমার মায়ের বাড়ি বিক্রী করা হয়েছিল, তারা আমাকে ডেকেছিল আর বলেছিল, “যদি আপনি কোন কিছু চান, তবে আপনাকে সেটা আজকেই নিয়ে যেতে হবে, আজই হল শেষ দিন|” ইতিমধ্যেই তখন দুপুর অতিক্রান্ত হয়ে গেছিল| আমি জানি না কেন তারা আরও এক বা দুইদিন আগে আমাকে ডাকেনি! আমি ছুটে গিয়েছিলাম আর একটা ট্রাক ভাড়া করে এনেছিলাম| আমি তার পুরানো পিয়ানো, একজোড়া প্লাস্টারের তৈরী হাঁস, এবং প্লাস্টার দিয়ে তৈরী দুটি পুরানো আবক্ষ মূর্ত্তি – যার মধ্যে একটি মূর্ত্তি ছিল এক ইন্দো-আমেরিকান বালকের এবং অন্যটি স্পেন দেশীয় এক রাখাল বালকের| সেই সবকটি জিনিষের দাম ছিল ২০০ ডলারেরও কম| কিন্তু সেগুলো আপনি আমার কাছ থেকে ১০,০০০ ডলার দিয়েও কিনতে পারতেন না| আমার কাছে সেগুলো ছিল অমূল্য| হ্যাঁ, মহৎ দানগুলি একান্তভাবে আমাদের হৃদয়ে, এবং আমাদের মনের মধ্যে থাকে|

একটা পুরানো বিয়ের পোষাক, দুটি চুলের গোছা, মাটির পাত্রে বেড়ে ওঠা একটা আঙুর গাছ, কয়েক টুকরো পুরানো মাটির পাত্র, একটা ভাঙ্গা পিয়ানো, দুটি আঁচড়ানো ও বিবর্ণ আবক্ষ মূর্ত্তি – জগতের কাছে এগুলো আবর্জনার স্তুপ – কিন্তু আমার কাছে সেগুলো হল সৌভাগ্যের চেয়েও মূল্যবান! আমি আপনাদের কাছে বর্ণনা করতে পারতাম না, বা ব্যাখ্যা করতে পারছি না, সেগুলির মূল্য এবং সেগুলির উৎকর্ষতা| আপনি দেখুন, মহৎ দানগুলি একান্তভাবে আমাদের হৃদয়ে এবং আমাদের মনের মধ্যে থাকে|

উচ্চ বিদ্যালয়ে আমার মাইক নামের এক বন্ধু ছিল| আমি বিদ্যালয় ছেড়ে চলে যাওয়ার পর সে হতাশ হয়ে পড়েছিল এবং আত্মহত্যা করেছিল| আমি তার মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম| আমি তার মাকে বললাম যে মাইক আমার বন্ধু ছিল| তিনি তখন চেষ্টা করেছিলেন মাইকের দামী টাইপ-রাইটার আমাকে দিয়ে দিতে, এবং চেষ্টা করেছিলেন তার পোষাকগুলি আমাকে দিতে| একমাত্র সন্তানের আকস্মিক মৃত্যুতে মাইকের মা নিদারুণ বেদনা ও দুঃখ পেয়েছিলেন| যদি তিনি ধনী হতেন, আমি নিশ্চিত যে তিনি হয়ত বলতেন, “বিভারলি পাহাড়ে আমার একটা বাড়ি আছে| ব্যাঙ্কে আমার ১০ মিলিয়ন ডলার আছে| আমার একটা অমূল্য হীরার নেকলেস্ আছে| কিন্তু আমি এগুলো সমস্তই দিয়ে দেব যদি আমি আবার আমার ছেলেকে ফিরে পাই|” আপনি দেখুন, মহৎ দানগুলি একান্তভাবে আমাদের হৃদয়ে এবং আমাদের মনের মধ্যে থাকে|

যখন আমি প্রেরিত পৌলের লেখা, আমাদের পাঠ্যপুস্তকটি পড়ি, তখন আমার মনে হয় যে তিনি যা বোঝাতে চেয়েছিলেন আমি সেটা জানি,

“ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তাঁহার ধন্যবাদ হউক” (২য় করিন্থীয় ৯:১৫)|

গ্রীক শব্দ anĕkdiēgētōs এর অনুবাদ হল “আনস্পিকেবল” বা অনির্বচনীয়| এর অর্থ হল “যাহা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করিতে পারা যায় না, যাহা অবর্ণনীয়” (জেমস স্ট্রং)| এর মানে হচ্ছে যা “প্রকাশ করা যায় না” (জর্জ রিকার বেরী)| এটা একটা দানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে যা আপনি বাক্যের দ্বারা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে, বা বর্ণনা করতে, বা প্রকাশ করতে পারেন না| এটা প্রভু যীশু খ্রীষ্টের কথা বলছে – যিনি হলেন পাপপূর্ণ, হারানো জগতের প্রতি ঈশ্বরের ভালবাসার দান! ইনি হলেন যীশু, ঈশ্বরের সেই পুত্র! এই পরিভাষা অনুসারে সেই বিষয়ে চিন্তা করুন|

১| প্রথম, ঈশ্বরের দান খ্রীষ্ট এই জগতকে এক বিশেষ স্থানে পরিনত করেছেন |

যখন ঈশ্বর যীশুকে আমাদের কাছে পাঠিয়েছিলেন, তখন এই ছোট্ট জগতটি এক অনুপম স্থানে পরিনত হয়েছিল| এই বিশাল বিশ্বব্রহ্মান্ডে আর কোন অসন্ধানযোগ্য অঞ্চল নাই যা কিনা এই পৃথিবীর মতন| পৃথিবী হল পরম অনুপম| অগণিত নক্ষত্র এবং গ্রহগুলির মধ্যে, আর একটিও আমাদের পৃথিবীর মত নয়| কিন্তু সৌর পরিবারের অন্য যে কোন গ্রহের থেকে কেন আমাদের পৃথিবী সম্পূর্ণ ভিন্ন রকমের?

যদি আপনি বলেন, “পৃথিবী হচ্ছে ভিন্ন এই কারণে যে এখানে জীবন আছে,” অবিশ্বাসীরা বলবেন, “না|” তিনি বলবেন যে সেখানে অন্য অনেক জগৎ এবং অন্য অনেক গ্রহ আছে যেখানে জীবন আছে| আপনি এই বিষয়ে বিতর্ক করতে পারেন না| আপনি বলতে পারেন যে এটা সত্যি নয়, কিন্তু আপনি সেটা প্রমাণ করতে পারেন না| অন্য গ্রহগুলিতে জীবন থাকতে পারে| জীবন থাকাটাই কারণ নয় যা আমাদের গ্রহকে ভিন্ন করে| চূড়ান্ত বিশ্লেষণে পাওয়া যায় যে, যা আমাদের পৃথিবীকে অনুপম এবং বিশেষ করেছে সেটা হল এই সত্য ঘটনা যে যীশু এখানে এসেছিলেন| ঈশ্বর যেখানে বাস করতেন সেই অদৃশ্য জগৎ থেকে, অন্য কোন মাত্রা থেকে, তৃতীয় স্বর্গ থেকে, যীশু নেমে এসেছিলেন এবং আমাদের সঙ্গে বসবাস করেছিলেন| বাইবেল বলছে,

“কিন্তু কাল সম্পূর্ণ হইলে, ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন, তিনি স্ত্রীজাত, ব্যবস্থার অধীনে জাত হইলেন” (গালাতীয় ৪:৪)|

যখন সময় এসেছিল, “ঈশ্বর আপন পুত্রকে প্রেরণ করিলেন|” তিনি যীশুকে আপনার কাছে পাঠিয়েছিলেন| গ্রীক শব্দটি হচ্ছে ĕxapðstellō (দূরে পাঠানো, নিজের কাছ থেকে পাঠানো, বাইরে পাঠানো)| কোথা থেকে যীশুকে পাঠানো হয়েছিল? কার কাছ থেকে তাঁকে পাঠানো হয়েছিল? তাঁকে বাইরে কোথায় পাঠানো হয়েছিল? তাঁকে বাইরে পাঠানো হয়েছিল, ঈশ্বরের কাছ থেকে পাঠানো হয়েছিল, স্বর্গের বাইরে পাঠানো হয়েছিল! তাঁকে প্রেরণ করা হয়েছিল এক মহিলা, কুমারী মরিয়মের গর্ভে| তাঁকে তৃতীয় স্বর্গ থেকে বাইরে আমাদের এই জগতে পাঠানো হয়েছিল| সেটাই হল কারণ যা আমাদের জগতকে আলাদা করেছে! সেটাই হল কারণ যা আমাদের জগতকে করেছে অনুপম! যীশু এখানে এসেছিলেন, এই ছোট্ট গ্রহতে, আমাদের এই ছোট্ট পৃথিবীতে| এই বিশ্বব্রহ্মান্ডের, নক্ষত্ররাজির এবং বিশ্বের সেই মহান নিয়ন্ত্রকের পুত্র, সেই যীশুকে প্রেরণ করা হয়েছিল এই গ্রহে এবং অন্য কারও কাছে নয়! “ঈশ্বর তাঁর পুত্রকে প্রেরণ করিয়াছিলেন” এই ছোট্ট দ্বীপটিতে, পৃথিবী নামের এই ছোট্ট গ্রহে – এবং অন্য কারও কাছে নয়! ঈশ্বর তাঁর পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, আর সেটাই কারণ যা আমাদের গ্রহকে করে তুলেছে ঈশ্বরের অগাধ এবং অন্তবিহীন বিশ্বের অন্য সকলের থেকে আলাদা! খ্রীষ্ট এখানে এসেছিলেন! আর সেই কারণটি আমাদের আলাদা করেছে অন্য সকলের চাইতে! “ঈশ্বর তাঁর পুত্রকে প্রেরণ করিয়াছিলেন,” এবং তিনি “মাংসে মূর্ত্তিমান হইলেন, এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, (আর আমরা তাঁহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত একজাতের মহিমা,) তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ” (যোহন ১:১৪)| উইলিয়াম বুথ প্রতিষ্ঠা করেছিলেন স্যালভেশন আর্মির, যেটা আগে ছিল| তার নাতি এই সুন্দর গানটি রচনা করেছিলেন,

তাঁর গৌরব হইতে আগত,
   চিরকালীন কাহিনী,
আমার ঈশ্বর এবং পরিত্রাতা এসেছিলেন,
   এবং যীশু ছিল তাঁর নাম|
যাবপাত্রে জন্ম,
   নিজেই তিনি এক অপরিচিত,
দুঃখার্ত, অশ্রুসিক্ত এবং যন্ত্রণাক্লিষ্ট এক ব্যক্তি|
   (“Down From His Glory” by William E. Booth-Clibborn, 1893-1969;
      grandson of William Booth, founder of the Salvation Army).

ক্যালিফোরনিয়ার, অরেঞ্জ কাউন্টির অনেক ভিতরে, ওরবা লিন্ডা শহরে, একটা ছোট সাদা রঙের বাড়ি আছে| এর প্রথম তলায় মাত্র ২টি ছোট ঘর আর একটা রান্নাঘর, এবং চিলেকোঠায় একটা খুব ছোট্ট ঘর আছে| তবুও অন্ততঃ হাজার খানেক লোক গত কয়েক বছর ধরে ঐ বাড়ির সামনের ঘর ও রান্নাঘরের মধ্যে দিয়ে হেঁটে গেছে| আমি নিজেও ঐ ছোট বাড়িটিতে কমপক্ষে ৪০ বার গিয়েছি, অতিথিদের সঙ্গে নিয়ে সেটা তাদের দেখানোর জন্য| কেন সেখানে অত বেশি লোক আসত? ঐ ছোট্ট বাড়িটায় কি এমন ছিল যে এত লোক আকর্ষিত হত? এটা এই কারণে যে সেখানে কেউ একজন জন্মগ্রহণ করেছিলেন| একতলার ঐ ছোট শয়নকক্ষে, ইউনাইটেড স্টেটসের ৩৭তম রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেছিলেন| সেটাই হল কারণ যা ঐ বাড়িটিকে বিশিষ্ট করে তুলেছিল! সেটা হল এই কারণে যে সেখানে কারো জন্ম হয়েছিল! যখন সেই রাষ্ট্রপতি মারা গিয়েছিলেন, পাঁচজন জীবিত রাষ্ট্রপতি চার হাজারেরও বেশি লোকের সাথে সেখানে বসেছিলেন, যখন বিলি গ্রাহাম সমাধি বিষয়ক প্রচার করছিলেন, সেই ছোট্ট বাড়িটির সামনে, এই কারণে যে সেখানে কেউ একজন জন্মগ্রহণ করেছিলেন| একজন রাষ্ট্রপতি সেখানে জন্ম নিয়েছিলেন| আর পৃথিবীকে আলাদা করা হয়েছিল এক অনুপম স্থান হিসাবে, বিশ্বব্রহ্মান্ডের মধ্যে একটি বিশেষ স্থান, কারণ যীশু খ্রীষ্ট নেমে এসেছিলেন এবং এখানে জন্মগ্রহণ করেছিলেন! এই স্থানে! এই গ্রহে!

“ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তাঁহার ধন্যবাদ হউক” (২য় করিন্থীয় ৯:১৫)|

২| দ্বিতীয়, ঈশ্বরের দান খ্রীষ্ট এই জগতকে পবিত্র করে তুলেছিলেন |

সেই মহাপ্লাবনের পর, ঈশ্বর আদি পিতা নোহকে বলেছিলেন,

“যে কেহ মনুষ্যের রক্তপাত করিবে, মনুষ্য কর্তৃক তাহার রক্তপাত করা যাইবে: কেননা ঈশ্বর আপন প্রতিমূর্ত্তিতে মনুষ্যকে নির্মান করিয়াছেন” (আদিপুস্তক ৯:৬)|

মানুষ ঈশ্বরের প্রতিমূর্ত্তিতে গঠিত| মানুষ ঈশ্বরের প্রতিচ্ছবি বহন করে| সেইজন্য ঈশ্বর নিজে তাদের জন্য মারাত্মক শাস্তির ব্যবস্থা করেছিলেন যারা অন্য মানুষকে খুন করে তার জীবন ছিনিয়ে নেয়| মানুষের জীবন চিরকাল পবিত্রীকৃত হয়ে এসেছে খ্রীষ্টের, ঈশ্বরের সেই পুত্রের দানের কারণে| এবং সেই কারণেই আমরা প্রত্যেক বছর জানুয়ারী মাসের একটি রবিবারকে আলাদা করে রাখি “জীবনধারনের অধিকারের রবিবার” হিসাবে| গত রবিবারেও আমরা সেই স্মৃতিরক্ষামূলক অনুষ্ঠান পালন করেছি, যেটা ছিল রো ভি. ওডির বিয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী, যেখানে অল্প কয়েকজন কালো পোষাক পরিহিত বৃদ্ধ লোক বলেছিল যে একজন মহিলার পক্ষে তার শিশুসন্তানকে হত্যা করা আইনসিদ্ধ| সেই সময় থেকে ৫৭ মিলিয়ন শিশুকে গর্ভপাতের মাধ্যমে হত্যা করা হয়েছিল| ঈশ্বর আমাদের সাহায্য করুন!

গত রবিবারের সকালে আমি আমার প্রচারে এইসব কথা বলেছিলাম| যখন আমি এটা বলছিলাম, তখন একজন মহিলা ও তার মেয়ে দৃঢ়ভাবে সোজা উঠে দাঁড়ান এবং মন্ডলীর বাইরে চলে যান| আমি আন্দাজ করতে পারছি যে এই কারণেই বেশির ভাগ প্রচারকেরা কখনও গর্ভপাতের বিষয়ে কোন প্রচার করেন না| কিন্ত সেটা খুবই লজ্জাজনক, কারণ প্রত্যেক মহিলা যারা গর্ভপাত করেছেন তাদের সকলেরই যীশুর রক্তে শুচি হওয়ার প্রয়োজন আছে| আমি মনে করি যে সেই যুবতী মহিলা এখানে থাকতে পারতেন তার প্রতি যীশুর যে প্রেম আছে সেই বিষয়ে শোনার জন্য! যীশুর রক্তে শুচি হওয়া ব্যতিরেকে, একজন মহিলার নীতিবোধ তার অবশিষ্ট জীবন ধরে সর্বদা তাকে যন্ত্রণা দেবে| এবং অনন্তকাল ধরে তিনি এর দ্বারা তাড়িত হতে থাকবেন| “আমি আমার শিশুসন্তানকে হত্যা করেছি! আমি আমার শিশুসন্তানকে হত্যা করেছি! হে ঈশ্বর, আমি আমার শিশুসন্তানকে হত্যা করেছি!” সেই চিন্তা একজন মহিলাকে এইভাবেই সদাসর্বদা এবং অনন্তকাল ধরে তাড়া করে বেড়াবে| জাগতিক জীবনধারায় অভ্যস্ত, আপনার মহাবিদ্যালয়ের অধ্যাপক আপনাকে এইসব কথা বলবেন না! একজন জাগতিক বোকা মানসিক রোগের চিকিৎসক আপনাকে এটা বলবে না| কিন্তু আপনার হৃদয় এবং আপনার নিজস্ব নীতিবোধ আপনাকে সেটা চিরকাল ধরে বলবে যদি আপনার গর্ভপাত হয়ে থাকে! “হে, ঈশ্বর! আমি আমার শিশুসন্তানকে হত্যা করেছি!” সেই জাগতিক ঈশ্বর-অস্বীকারকারীগণ আলোচনা করেন একজন মহিলার “নির্বাচনের অধিকার”এর বিষয়ে| কিন্তু তারা একজন বালিকাকে কখনও বলেন না অন্তহীন সেই দুঃস্বপ্ন বা বিভীষিকার বিষয়ে যা সে তার জীবনের বাকি সময়গুলির জন্য দেখতে থাকবে! কেন? কারণ মানুষের জীবন হল পবিত্র, সেই কারণে! মানুষ ঈশ্বরের প্রতিমূর্ত্তিতে সৃষ্ট, সেই কারণে!

অন্য কোন একদিন আমি জেনেছিলাম যে সেই সুন্দর গান, “ঈশ্বরের প্রেম”এর দ্বিতীয় স্তবকটি, ছিল পাগলা গারদের একজন হতভাগ্য পাগলের লেখা| সেই সহবাসিন্দা মারা যাওয়ার পরে, অন্যেরা সেই লোকটির ছোট বাসকক্ষের দেওয়ালে এই বাক্যগুলি লেখা আছে সেটা দেখতে পান,

যখন শুভ্র সময় চলিয়া যাইবে, এবং জাগতিক সিংহাসন ও রাজত্ব পতিত হইবে,
   যখন মনুষ্যেরা যাহারা এখানে অস্বীকার করে প্রার্থনা করিতে, শৈলসকল, পাহাড়সকল ও পর্বতমালা আহ্বান করিবে,
ঈশ্বরের প্রেম এত নিশ্চিত, নিশ্চল দীর্ঘস্থায়ী হইবে, সমস্ত সীমাহীন এবং শক্তিশালী;
   আদমের বংশের প্রতি অনুগ্রহ – সাধু এবং স্বর্গদূতের গান|
ওহ ঈশ্বরের প্রেম, কত গভীর এবং শুদ্ধ! কত সীমাহীন এবং শক্তিশালী!
   ইহা চিরকাল স্থায়ী, সাধু এবং স্বর্গদূতের গান|
(“The Love of God” by Frederick M. Lehman, 1868-1953;
      second stanza anonymous).

খ্রীষ্ট যীশুর মধ্যে ঈশ্বরের দান চিরকাল মানুষের জীবনকে ভক্তি করেছে এবং পবিত্র বলে গণ্য করেছে, এমনকী সেই হতভাগ্য দূর্দশাগ্রস্ত ব্যক্তির জীবনকেও যিনি উন্মাদগ্রস্ত ও কান্ডজ্ঞানহীন অবস্থায় পাগলা-গারদের ছোট্ট ঘরের মধ্যে মারা গিয়েছিলেন| মানুষ হিসাবে তিনি ছিলেন ঈশ্বরের দৃষ্টিতে মহামূল্যবান| ঈশ্বর তাকে ভালবেসেছিলেন এবং যীশুকে পাঠিয়েছিলেন তার জন্য মৃত্যুবরণ করতে এবং তার আত্মাকে উদ্ধার করতে! “ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তাঁহার ধন্যবাদ হউক” (২য় করিন্থীয় ৯:১৫)|

৩| তৃতীয়, ঈশ্বরের দান খ্রীষ্ট আমাদের পাপের ক্ষমা এবং আমাদের আত্মার পরিত্রাণ সম্ভব করেছে |

আবার শুনুন শাস্ত্রাংশের সেই মহান অধ্যায়টি যা এই প্রচারের আগে মিঃ প্রধ্যূম্মে পাঠ করেছিলেন,

“যখন আমরা শক্তিহীন ছিলাম, তখন খ্রীষ্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের নিমিত্ত মরিলেন| বস্তুতঃ ধার্মিকের নিমিত্ত প্রায় কেহই প্রাণ দিবে না: সজ্জনের নিমিত্ত হয়তো কেহ সাহস করিয়া প্রাণ দিলেও দিতে পারে| কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাঁহার প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ, আমরা যখন পাপী ছিলাম, তখনও খ্রীষ্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন| সুতরাং সম্প্রতি, তাঁহার রক্তে যখন ধার্ম্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চয়ই তাঁহার দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব” (রোমীয় ৫:৬-৯)|

যখন যীশু ক্রুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন তখন তিনি আমাদের পাপের সমস্ত দেনা শোধ করে দিয়েছিলেন| “যখন আমরা শক্তিহীন ছিলাম, তখন খ্রীষ্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের নিমিত্ত মরিলেন” (রোমীয় ৫:৬)| আমরা সকলে ঈশ্বরকে সন্তুষ্ট করতে এবং আমাদের আত্মাকে রক্ষা করার পক্ষে যথেষ্ট শক্তিশালী ছিলাম না| আমরা সকলেই ঈশ্বরবিহীনভাবে ছিলাম| কিন্তু “খ্রীষ্ট মৃত্যুবরণ করেছিলেন ঈশ্বরবিহীনদের জন্য|” সেটাই হল ঈশ্বরের বর্ণনাতীত দান!

আমরা সবাই পাপী ছিলাম| কিন্তু “আমরা যখন পাপী ছিলাম, তখনও খ্রীষ্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন” (রোমীয় ৫:৮)| সেটাই হল ঈশ্বরের বর্ণনাতীত দান!

“সম্প্রতি, তাঁহার রক্তে যখন ধার্ম্মিক গণিত হইয়াছি, তখন আরও কত অধিক নিশ্চয়ই তাঁহার দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব” (রোমীয় ৫:৯)| আমাদের পরিবর্তে তাঁর মৃত্যু – সেটাই হচ্ছে ঈশ্বরের বর্ণনাতীত দান! আমাদের সমস্ত পাপের প্রতিপাদন, এবং তাঁর রক্তের দ্বারা শোধন – সেটাই হল ঈশ্বরের অনির্বচণীয় দান!

আর ঈশ্বর আমাদের যা করতে বলেন তা হল আমাদের পাপের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে হবে এবং তাঁর পুত্র, সেই প্রভু যীশুতে বিশ্বাস করতে হবে| যে মুহুর্তে আপনি যীশুতে বিশ্বাস করা শুরু করবেন আপনি সেই মুহুর্তে পরিত্রাত হবেন! সেটাই হচ্ছে প্রত্যেকের জন্য ঈশ্বরের বর্ণনাতীত দান যারা যীশুতে বিশ্বাস করেন!

মুক্ত! মুক্ত! আমার সমস্ত পাপের ক্ষমা হইয়াছে, আমার সব অপরাধ চলিয়া গিয়াছে!
মুক্ত! মুক্ত! আমি ক্রুশারোপিত একজনের রক্তের দ্বারা মুক্ত!
      (“Saved by the Blood” by S. J. Henderson, 19th century).

যীশু তাঁর বহুমূল্য রক্ত প্রদান করিয়াছেন প্রচুর আশীর্বাদ প্রদান করিতে;
টকটকে লাল প্লাবনে এখন ডুব দাও যাহা তোমাকে ধৌত করিবে তুষার-তুল্য শুভ্রে|
শুধু তাঁহাকে বিশ্বাস কর, শুধু তাঁহাতে বিশ্বাস কর, এখন শুধু তাঁহাতে বিশ্বাস কর;
তিনি তোমাকে রক্ষা করিবেন, তিনি তোমাকে রক্ষা করিবেন, এখন তিনি তোমাকে রক্ষা করিবেন|
      (“Only Trust Him” by John H. Stockton, 1813-1877).

যীশুর প্রতি “বিশ্বাস” স্থাপন কর কথাটির অর্থ কী? এর অর্থ হল আপনি নিজেকে তাঁর হাতে সমর্পণ করুন, যেমন করে আপনি একজন ভাল চিকিৎসকের উপর নির্ভর করেন| যখন আমি সাত বছর বয়সের বালক ছিলাম, তখন ডাঃ প্রাট আমার মাকে বলেছিলেন যে আমার টনসিলগুলি কেটে ফেলতে হবে| আমি খুব আতঙ্কিত হয়েছিলাম যখন আমার মা আমাকে বলেন যে আমাকে “ঘুম পাড়িয়ে দেওয়া হবে|” আমি এই ব্যাপারে ভীত হয়েছিলাম| আমি ভয় পাচ্ছিলাম আমাকে “ঘুম পাড়ান হবে” বলে| সর্বোপরি, আমি মাত্র সাত বছর বয়সের এক বালক ছিলাম| যতক্ষণে আমরা হাসপাতালে পৌঁছিয়েছিলাম, ততক্ষণে আমার হৃদপিন্ড দ্রুতলয়ে স্পন্দিত হচ্ছিল এবং আমি ভয়ে কাঁপছিলাম| আমি জানতাম না যে যখন তারা আমাকে “ঘুম পাড়িয়ে দেবে” তখন আমার কি হবে| সম্পূর্ণ সাদা পোষাক পরিহিত, এক বিশাল, ভীতদর্শন নার্স এসেছিল, এবং আমাকে প্রস্তুত করে দিয়েছিল| আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি প্রায় লাফ দিয়ে উঠে দৌড় দিয়ে পালিয়ে যাচ্ছিলাম! কিন্তু তখন ডাঃ প্রাট ভিতরে চলে এসেছিলেন| আমি তাকে আমার ছোটবেলা থেকেই জানি| আমি যখন জন্মেছিলাম তিনি প্রসবে সাহায্য করেছিলেন, আর তখন থেকেই তিনি আমাদের পারিবারিক চিকিৎসক ছিলেন| তিনি খুব সুন্দর প্রকৃতির এক বৃদ্ধ মানুষ ছিলেন| আমি তাকে ভালবাসতাম| আর আমি তাকে বিশ্বাস করেছিলাম| তিনি বলেছিলেন, “রবার্ট, কোন চিন্তা করো না| এই কাজটা কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে|” আমার হৃদপিন্ড লাফালাফি বন্ধ করল কারণ আমি ডাঃ প্রাটকে বিশ্বাস করেছিলাম| এক মুহুর্তের মধ্যেই আমাকে “ঘুম পাড়িয়ে” দেওয়া হল| পরের কোন এক মুহুর্তে, ডাঃ প্রাটের সহাস্য মুখ দেখার জন্য আমি জেগে উঠেছিলাম| ডাঃ প্রাট বলেছিলেন, “রবার্ট, সব কাজ হয়ে গিয়েছে| একটু পরেই তুমি বাড়ি চলে যেতে পার|” আমি সেই ভালমানুষ, বৃদ্ধ চিকিৎসককে বিশ্বাস করেছিলাম| আমি চাই যে আপনি যীশুর সঙ্গে এইরকমটাই করুন|

শুধু তাঁহাকে বিশ্বাস কর, শুধু তাঁহাতে বিশ্বাস কর, এখন শুধু তাঁহাতে বিশ্বাস কর;
তিনি তোমাকে রক্ষা করিবেন, তিনি তোমাকে রক্ষা করিবেন, এখন তিনি তোমাকে রক্ষা করিবেন|

ডঃ চান, অনুগ্রহ করে আমাদের প্রার্থনায় পরিচালিত করুন| আমেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডাঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটের মাধ্যমে
www.realconversion.com এই সাইটে পড়তে পারেন। ক্লিক করুন “সংবাদের হস্তলিপি”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মিঃ আবেল প্রধুম্মে: রোমীয় ৫:৬-৯ |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মিঃ বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“The Love of God” (by Frederick M. Lehman, 1868-1953).


খসড়া চিত্র

অনির্বচণীয় দান

THE UNSPEAKABLE GIFT

লেখক : ডঃ আর এল হাইমার্স, জুনিয়র।

“ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তাঁহার ধন্যবাদ হউক”
(২য় করিন্থীয় ৯:১৫)|

১| প্রথম, ঈশ্বরের দান খ্রীষ্ট এই জগতকে এক বিশেষ স্থানে পরিনত করেছেন,
গালাতীয় ৪:৪; যোহন ১:১৪ |

২| দ্বিতীয়, ঈশ্বরের দান খ্রীষ্ট এই জগতকে পবিত্র করে তুলেছিলেন, আদিপুস্তক ৯:৬ |

৩| তৃতীয়, ঈশ্বরের দান খ্রীষ্ট আমাদের পাপের ক্ষমা এবং আমাদের আত্মার পরিত্রাণ সম্ভব করেছে, রোমীয় ৫:৬-৯ |