Print Sermon

এই ওয়েবসাইটের উদ্দেশ্য হল ধর্ম্মোপদেশের পান্ডুলিপি এবং ধর্ম্মোপদেশের ভিডিওগুলি বিশ্বব্যাপী পালক ও মিশনারিদের বিনামূল্যে সরবরাহ করা, বিশেষ করে তৃতীয় বিশ্বে, যেখানে ধর্ম্মতত্ত্বমূলক সেমিনারী বা বাইবেল স্কুল থাকলেও খুব কম রয়েছে|

এই সমস্ত ধর্ম্মোপদেশের পান্ডুলিপি ও ভিডিওগুলি www.sermonsfortheworld.com ওয়েবসাইটের মাধ্যমে এখন প্রতি বছর 221টি দেশের প্রায় 1,500,000 কম্প্যুটারে যায়| আরও শত শত লোক ইউটিউবের ভিডিওর মাধ্যমে এগুলি দেখেন, কিন্তু কিছুক্ষণ পরেই তারা ইউটিউব ছেড়ে বেরিয়ে যান এবং আমাদের ওয়েবসাইটে চলে আসেন| ইউটিউব আমাদের ওয়েবসাইটে লোক এনে দেয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি প্রতি মাসে 46টি ভাষায় প্রায় 120,000 কম্প্যুটারে প্রচারিত হয়| ধর্ম্মোপদেশের পান্ডুলিপিগুলি গ্রন্থসত্ত্ব দ্বারা সংরক্ষিত নয়, কাজেই প্রচারকগণ আমাদের অনুমতি ছাড়াই এইগুলি ব্যবহার করতে পারেন| মুসলিম এবং হিন্দু রাষ্ট্রসমেত, সমগ্র পৃথিবীতে সুসমাচার ছড়িয়ে দেওয়ার এই মহান কাজে সাহায্য করার জন্য কিভাবে আপনি একটি মাসিক অনুদান প্রদান করতে পারেন তা জানতে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন|

যখনই আপনি ডঃ হেইমার্‌সকে লিখবেন সর্বদা তাকে জানাবেন যে আপনি কোন দেশে বাস করেন, অথবা তিনি আপনাকে উত্তর দিতে পারবেন না| ডঃ হেইমার্‌সের ই-মেল ঠিকানা হল rlhymersjr@sbcglobal.net |




উদ্দীপনায় পবিত্র আত্মা যীশুকে মহিমান্বিত করবেন!

(উদ্দীপনা সভার ৬ষ্ঠ প্রচার)
THE HOLY SPIRIT GLORIFYING JESUS IN REVIVAL!
(SERMON NUMBER 6 ON REVIVAL)
(Bengali)

লেখক : ডঃ আর এল হাইমার্স, জে আর।
by Dr. R. L. Hymers, Jr.

২০১৪ সালের, ২৪শে অগাষ্ট, সদাপ্রভুর দিনে সন্ধ্যায় লস্ এঞ্জেলসের ব্যাপটিষ্ট ট্যাবারন্যাকল মন্ডলীতে এই ধর্ম্মোপদেশটি প্রচারিত হয়েছিল
A sermon preached at the Baptist Tabernacle of Los Angeles
Lord’s Day Evening, August 24, 2014

“তিনি আমাকে মহিমান্বিত করিবেন: কেননা যাহা আমার তাহাই লইয়া, তোমাদিগকে জানাইবেন” (যোহন ১৬:১৪)|


কখনো কখনো লোকে আমাকে জিজ্ঞাসা করেন কিভাবে আপনি বলতে পারেন একটি মন্ডলী বা ধর্ম্মীয় দল ঠিক অথবা ভুল| আমি আপনাকে সেই নিয়ম দিতে যাচ্ছি যা আমি সমগ্র জীবন ধরে ব্যবহার করে আসছি| যে আত্মা খ্রীষ্টকে মহিমান্বিত করে না সেই আত্মা ঈশ্বরের নয়| সেটাই মূল বিষয়! ঐভাবেই আপনি ভুলের আত্মা এবং সত্যের আত্মার মধ্যে পার্থক্যের বিষয় বলতে পারেন!

কিছু কারণে আমি ভুলের আত্মার এবং সত্যের আত্মার মধ্যে পার্থক্যের বিষয় সব সময়ে বলতে সক্ষম হয়েছি| নিঃশর্তভাবে ঈশ্বর দ্বারা মনোনয়নের মধ্যেই এর মূল নিহিত আছে – কারণ আমি ভ্রান্ত মতাবলম্বী ব্যক্তিদের এবং ভন্ড বিশ্বাসে বিশ্বাসীদের মধ্যে বেড়ে উঠেছি! তাও আমি জানি, এমনকি আমি পরিত্রাণ পাওয়ার আগে থেকেই, যে এর পরীক্ষা হল এই যে তারা যীশু সম্বন্ধে কি বলছেন| তারা কী যীশুকে মহিমান্বিত করছেন নাকি করছেন না?

যীশু পবিত্র আত্মার বিষয়ে এই কথা বলেন – “তিনি আমাকে মহিমান্বিত করিবেন|” দূর্ভাগ্যবশতঃ “মহিমান্বিত” শব্দটি কথ্য ইংরাজি থেকে অন্তর্হিত হয়ে গেছে| গ্রীক অনুবাদিত “মহিমান্বিত” শব্দের অর্থ হল “শ্রদ্ধা করা, সম্মান করা, প্রশংসা করা|” পবিত্র আত্মা সম্বন্ধে যীশু বলেন – “তিনি আমার প্রশংসা করিবেন এবং শ্রদ্ধা করিবেন, আর আমার সম্মান করিবেন|”

কোন দল এটা করছে না সেটা দেখার জন্য আপনাকে তুলনামূলক ধর্ম্ম বিষয়ের ছাত্র হতে হবে না! বিভিন্ন ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী ব্যক্তিবর্গ বলেন যে যীশু হলেন এক সৃষ্টিসত্তা অথবা ক্ষুদ্রতম আত্মা| কোরান বলে তিনি একজন খাঁটি ভাববাদী| মরম্নস্রা তাঁকে এক সৄষ্টিসত্তা, শয়্তানের ভাই হিসাবে দেখায়| ঈশ্বরতান্ত্রিক উদারপন্থীরা বলেন তিনি একজন শিক্ষক ছাড়া, আর কিছুই নয়| এই সমস্ত বিপথগামীরা কেউই যীশুকে জগতের সৃষ্টিকর্ত্তা, পবিত্র ত্রিত্ত্বের দ্বিতীয় ব্যক্তিত্ব, মানুষের পরিত্রাতা হিসাবে আরাধনা করে না! প্রত্যেক ভ্রান্তবিশ্বাসে বিশ্বাসীদল, প্রত্যেক মিথ্যা ধর্ম্ম, প্রত্যেক ধর্ম্মভ্রষ্ট খ্রীষ্ট বিশ্বাসী যীশুকে প্রকৃতপক্ষে তিনি যা, তা মনে না করে তার চেয়ে নিম্নমানের ভাষায় প্রকাশ করে| এই বাস্তব জগতের সমস্ত “আত্মার” মধ্যে, একমাত্র পবিত্র আত্মা যীশুকে যোগ্য হিসাবে তাঁর প্রাপ্য সম্মান করেন, প্রশংসা এবং শ্রদ্ধা করেন| সুতরাং, আমি অবশ্যই আবার বলব যে, কোন আত্মা যদি যীশুকে বর্তমানে এবং অনন্তকালের জন্য মহিমান্বিত না করেন, তবে সেই আত্মা ঈশ্বরের আত্মা নয়| এমনকি যারা যীশুকে ঈশ্বর বলে দাবি করেন, কিন্তু পবিত্র আত্মাকে যীশুর চেয়ে বেশি করে মহিমান্বিত করেন, তারা বিপজ্জনকভাবে ঈশ্বরতাত্ত্বিক ভুল এবং আত্মার নরক ভোগের মতন ভ্রান্ত শিক্ষার সম্মুখীন হচ্ছে! কারণ প্রভু যীশু খ্রীষ্ট নিজে আমাদের বলেছেন,

“তিনি আমাকে মহিমান্বিত করিবেন: কেননা যাহা আমার তাহাই লইয়া, তোমাদিগকে জানাইবেন” (যোহন ১৬:১৪)|

যীশু এসেছেন আমাদেরকে পিতার কাছে নিয়ে যাওয়ার জন্য| কিন্তু পবিত্র আত্মা এসেছেন আমাদেরকে যীশুর কাছে নিয়ে যাওয়ার জন্য| সেই কারণেই আপনার কাছে পবিত্র আত্মা থাকতে হবে| তিনি একজন যিনি আপনাকে যীশুর কাছে আমন্ত্রণ করছেন, এবং যীশু হলেন একজন যিনি আপনাকে পিতার সঙ্গে সংযুক্ত করবেন| একজন পাপীর পরিত্রাণের জন্য পবিত্র ত্রিত্বের তিনটি ব্যক্তিত্বের সমান প্রয়োজন| পিতা আগেই স্থির করে রেখেছেন যে আপনি পরিত্রাণ পাবেন| পুত্র আপনার পাপের জন্য ক্রুশের উপর প্রায়শ্চিত্ত করেছেন| পবিত্র আত্মা আপনার কাছে পুত্রকে প্রকাশ করেছেন, এবং তাঁর রক্তে ধৌত করার জন্য আপনাকে আকর্ষণ করেছেন!

প্রশংসা কর ঈশ্বরের যাহা হইতে সমস্ত আশীর্বাদ প্রবাহিত হয়;
নিম্নের সমস্ত সৃষ্ট বস্তু তাঁহার প্রশংসা কর;
প্রশংসা কর উর্দ্ধে, সমস্ত স্বর্গীয় কাহিনী;
পিতার প্রশংসা কর, পুত্র, এবং পবিত্র আত্মার| আমেন|
      (“The Doxology” by Thomas Ken, 1637-1711).

পিতার গৌরব হোক, এবং পুত্রের, এবং পবিত্র আত্মার,
যেমন সৃষ্টিতে ছিল, এখন আছে এবং অনন্তকাল থাকবে,
জগৎ অন্তহীন| আমেন, আমেন|
      (“Gloria Patri,” source unknown, early 2nd century).

“তিনি আমাকে মহিমান্বিত করিবেন: কেননা যাহা আমার তাহাই লইয়া, তোমাদিগকে জানাইবেন” (যোহন ১৬:১৪)|

দেখুন ত্রিত্বের তিনটি ব্যক্তিত্ব একসঙ্গে কেমন আশ্চর্যভাবে কাজ করে! পিতা পুত্রকে মহিমান্বিত করছেন| পবিত্র আত্মা প্রভু যীশুকে মহিমান্বিত করছেন| পবিত্র আত্মা এবং প্রভু যীশু খ্রীষ্ট একসঙ্গে পিতাকে মহিমান্বিত করেন! এই তিন ব্যক্তিত্ব অস্তিত্বে এক, সত্তায় সংযুক্ত, এবং হারানো পাপীর পরিত্রাণের জন্য সংঘবদ্ধ!

আজ রাত্রে আমরা পবিত্র আত্মার কাজের প্রতি দৃষ্টি রাখব| তিনি শুধুমাত্র একটা ক্ষমতা বা একটি প্রভাব নন| তিনি হলেন ঈশ্বর| আমরা অবশ্যই তাঁর বিষয়ে পবিত্র আত্মা বা ঈশ্বর এই হিসাবেই কথা বলব| তাঁকে ছাড়া আমরা কখনোই যীশুকে প্রকৃতভাবে জানতে পারি না| আমি চাই যে আপনারা পবিত্র আত্মা কি করেন সেই বিষয়ে চিন্তা করুন| যীশু বলেন, “তিনি আমাকে মহিমান্বিত করিবেন: কেননা যাহা আমার তাহাই লইয়া, তোমাদিগকে জানাইবেন|” ডঃ জন আর. রাইস বলেন, এই পদ সম্বন্ধে যে, পবিত্র আত্মা “এসেছেন যীশুর বিষয়ে কথা বলতে এবং এসেছেন প্রভু যীশুকে প্রকাশ করতে” (The Son of God, A Commentary on John, Sword of the Lord Publishers, 1976, p. 321; note on John 16:14)|

পবিত্র আত্মা এসেছেন যীশুকে আমাদের কাছে প্রকাশ করতে| প্রচারক হিসাবে আমাদের প্রধান বিষয় এটাই হওয়া উচিৎ| প্রভু যীশুকে জানবার জন্য আমরা যেন অবশ্যই পবিত্র আত্মার সঙ্গে কাজ করি! অনেক কিছু না জেনেই আমরা স্বর্গে প্রবেশ করতে পারি| বাইবেলের ভাববাদীর বিষয়ে, অথবা পৈশাচী বিদ্যার বিষয়ে, বা বিজ্ঞান বিষয়ে, অথবা রাজনীতির বিষয়ে বিশেষ কিছু না জেনেই আমরা পরিত্রাণ পেতে পারি| কিন্তু যীশু খ্রীষ্টকে না জেনে আমরা কখনোই স্বর্গে প্রবেশ করতে পারি না! আমি পছন্দ করি জন ওয়েসলীর কথা যা তিনি তার পূর্বকালীন প্রচারকদের প্রতি বলেছিলেন যেটা হল, “অন্য সব কিছুকেই একলা ছেড়ে দিন| আপনাকে আহ্বান করা হয়েছে আত্মা জয়ের জন্য|” আমেন! যদি আমাদের প্রচারের কেন্দ্রবিন্দু যীশু খ্রীষ্ট কেন্দ্রিক হয় তবে পবিত্র আত্মা আমাদের প্রচারে সাহায্য করবেন! সেই কারণে প্রেরিত পৌল বলেন, “আমরা ক্রুশে হত খ্রীষ্টকে প্রচার করি…খ্রীষ্ট ঈশ্বরেরই পরাক্রম, এবং ঈশ্বরেরই জ্ঞানস্বরূপ” (১ম করিন্থীয় ১:২৩,২৪)| “যে ব্যক্তি শ্লাঘা করে, সে প্রভুতেই শ্লাঘা করুক” (১ম করিন্থীয় ১:৩১)| মিঃ গ্রিফিত এইমাত্র সেই সুন্দর পুরানো জার্মান গানটি গাইলেন, “যখন প্রভাতের আকাশ চক্‌চক্ করে,”

যখন প্রভাতের আকাশ চক্চক্ করে, আমার হৃদয় উচ্চরবে জাগরিত হয়:
যীশু খ্রীষ্ট প্রশংসিত হউক;
কার্য করার ন্যায় অথবা যীশুর কাছে প্রার্থনায়:
যীশু খ্রীষ্ট প্রশংসিত হউক|

তাহাই হউক, যখন জীবন হইল আমার, আমার [প্রশংসার গান] ঐশ্বরিক,
যীশু খ্রীষ্ট প্রশংসিত হউক;
তাহাই হউক অনন্তকালীন গীত, সমস্ত যুগ ধরিয়া:
যীশু খ্রীষ্ট প্রশংসিত হউক|
      (“When Morning Gilds the Skies,” from the German,
           translated by Edward Caswell, 1814-1878;
           altered by the Pastor).

তখন, সত্যিই, পবিত্র আত্মা সাধারন লোকেদের কাছে যীশুকে প্রকাশ করেন| “কেননা যাহা আমার তাহাই লইয়া, তোমাদিগকে জানাইবেন|” হ্যাঁ, “তোমার প্রতি”! তিনি তাদের কাছে আসবেন যাদের কোন প্রশিক্ষণ নাই, যারা কখনো কোন বাইবেল স্কুলে বা সেমিনারীতে যায় নি! আমি জানি এমন লোকেদের যারা উচ্চমানের প্রশিক্ষণ প্রাপ্ত, কিন্তু তারা ব্যক্তিগতভাবে যীশুকে জানে না!

প্রকৃত মন পরিবর্তনে, পবিত্র আত্মা, দরিদ্র এবং অশিক্ষিত লোকেদের, যীশুর প্রতি আকর্ষণ করেন| মন পরিবর্তনে, লোকেরা একজন একজন করে আকর্ষিত হয়ে থাকেন যীশুর প্রতি| কিন্তু উদ্দীপনায় একসঙ্গে অনেক লোক যীশুর প্রতি আকর্ষিত হন, অতি অল্প সময়ের মধ্যে!

পবিত্র আত্মা বারোজন দরিদ্র মৎস্যধারীকে গ্রহণ করেছিলেন, এবং একই সময়ে তাদের কাছে যীশুকে প্রকাশ করেছিলেন| তারাই প্রেরিত ছিলেন| কিন্তু পঞ্চসপ্তমীর দিনে, পবিত্র আত্মা তিন হাজার লোককে যীশুর কাছে আকর্ষণ করেছিলেন! আসুন, আমরা প্রার্থনা করি যেন দশ অথবা পনেরো জন লোক যারা আমাদের মন্ডলীতে আসছেন তারা যীশুর প্রতি আকর্ষিত হন, এবং পবিত্র আত্মার দ্বারা, যীশু তাদের কাছে যেন প্রকাশিত হন! খ্রীষ্টের যা কিছু আছে তা গ্রহণ করে তিনি যেন খ্রীষ্টকে মহিমান্বিত করেন আর তোমাদেরকে যেন সেগুলি জানান| তখন আপনি সক্ষম হবেন গান গাইতে,

কার্য করার ন্যায় অথবা যীশুর কাছে প্রার্থনায় পুন:স্থাপন করি:
যীশু খ্রীষ্ট প্রশংসিত হউক|

এছাড়া, পবিত্র আত্মা যীশুকে পরিত্রাতা রূপে প্রকাশ করেন| সেটা এমন কিছু ছিল যে আমার বুঝতে খুবই সমস্যা হয়েছিল| আমি বিশ্বাস করতে পারি না যে আমি কখনো পরিত্রাণের সুসমাচার শুনি নি| কিন্তু আমার মন ছিল মেঘাচ্ছন্ন| আমার চিন্তায় ছিল যে যীশু একজন শহীদ| যারা তাঁকে ক্রুশবিদ্ধ করেছিলেন তাদের প্রতি আমি ক্রুদ্ধ ছিলাম| কেন তারা এই রকমের এক মহান ও ভাল ব্যক্তিকে হত্যা করেছিলো? আমি ভাবতাম যে যীশু অব্রাহাম লিঙ্কনের আগের রূপ ছিলেন| যীশু ছিলেন এক মহান এবং ভাল ব্যক্তি যাকে হত্যা করা হয়েছিল কারণ তিনি ভাল ছিলেন| প্রকৃতভাবে গুড ফ্রাইডে বা পূণ্য শুক্রবার যে দিন যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়, সেই দিন লিঙ্কনকে গুলি করে হত্যা করা হয়| অতএব, সেইভাবেই আমি যীশুর বিষয়ে চিন্তা করতাম| তিনি এক মহান শিক্ষক, এবং পাপহীন ব্যক্তি ছিলেন| আমি বলতে পারি যে তিনি “পরিত্রাতা,” কিন্তু আমি জানতাম না যে এর অর্থ কি| অবিশ্বাসী যিহুদীদের ন্যায় যে পৌল বলেছিলেন, যখন আমার হৃদয়ে “আবরণ” থাকে, পরিত্রাতা আমার মন থেকে লুক্কায়িত হয় (২য় করিন্থীয় ৩:১৫)| আমি ভাল কাজের দ্বারা এবং নিজেকে আরো বেশি করে উৎসর্গের মাধ্যমে, ভাল খ্রীষ্ট বিশ্বাসী হওয়ার চেষ্টা করে আসছি| অমি স্মরণ করি “আজ রাত্রে” দেখানো জ্যাক পারের সঙ্গে ডঃ টম ডুল এর পরস্পর সাক্ষাৎকারের দৃশ্য| তিনি লাওস এবং ভিয়েতনামের একজন ক্যাথলিক চিকিৎসক মিশনারী ছিলেন| ভিয়েতনামের পাহাড়ে কমিউনিষ্ট এবং খ্রীষ্ট বিশ্বাসীদের বিষয়ে তিনি একটি বই লিখেছিলেন যার নাম “The Night They Burned the Mountain” [ “যে রাত্রে তারা পর্বত জ্বালিয়েছিল”]| আমি স্বতন্ত্রভাবে স্মরণ করে চিন্তা করি, “তাহাই আমি করিতে চাই| আমি একজন মিশনারী হইতে চাই| আমি মিশনারী হিসাবে যীশুকে অনুসরন করিতে চাই আর তখন আমি খ্রীষ্ট বিশ্বাসী হইব|” আমি আমার মন থেকে এটাকে কখনো বার করে দিতে পারব না| কোন মহান লোকহিতকর কাজ করে যীশুকে অনুসরনের মাধ্যমে আমি খ্রীষ্ট বিশ্বাসী হতে চাই! আমি সর্বতোভাবে যীশু সম্বন্ধে অন্ধ ছিলাম| আমি নিশ্চিত ছিলাম যে যীশুর উদাহরন অনুসরণের মাধ্যমে নিজেকে উদ্ধার করতে পারব| প্রেরিত পৌল আমার কাছে সঠিকভাবে বর্ণনা করেছেন যখন তিনি বলেন,

“কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, যাহারা বিনাশ পাইতেছে তাহাদেরই কাছে আবৃত থাকে” (২য় করিন্থীয় ৪:৩)|

আজকের দিনে আমি বিস্ময়াভিভূত হয়ে যাই যদি চিন্তা করি যে আমি কত অন্ধ ছিলাম! কিন্তু পবিত্র আত্মা আবরণকে তুলে নিয়েছেন, এবং তাঁর জ্যোতিকে উজ্জ্বল করেছেন, এবং আমি যীশুকে পরিত্রাতা রূপে দেখেছি! শুধু তখনই সুসমাচার আমার কাছে অর্থবহ হল!

“তিনি আমাকে মহিমান্বিত করিবেন: কেননা যাহা আমার তাহাই লইয়া, তোমাদিগকে জানাইবেন” (যোহন ১৬:১৪)|

আর শেষ পর্যন্ত, পবিত্র আত্মা আমাদের যীশুর ক্ষমা এবং করুণাকে দেখালেন| আমার মতন পাপীর প্রতি খ্রীষ্টের ক্ষমা এবং করুণার বিষয়ে আমি কখনোই চিন্তা করতে পারি না, যদি পবিত্র আত্মা তাঁর ভালবাসায় খ্রীষ্টকে আমার কাছে প্রকাশ না করতেন| সেই সময় আমি প্রথম তাঁর রক্তের গুরুত্ব দেখলাম| তার আগে, আমার কাছে এটা ছিল এক শহিদের রক্ত, লিঙ্কনের রক্তের মতন, বা ডঃ কিং এর রক্ত, অথবা একজন শহিদ মিশনারীর রক্ত| কিন্তু যখন আমি পবিত্র আত্মার দ্বারা আলোকিত হলাম, তখন আমি আমার হৃদয় দিয়ে জানলাম,

“কারণ প্রাণের গুণে রক্তই প্রায়শ্চিত্ত সাধক” (লেবীয় পু: ১৭:১১)|

“কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পতিত হয়” (মথি ২৬:২৮)|

যখন আমি পরিত্রাণ পেয়েছিলাম, আমি তৎক্ষণাৎ খ্রীষ্টের গৌরবময় রক্তকে দেখেছিলাম| আমি তাঁর রক্তে স্নান করেছিলাম! প্রতিটি দিনই আমার কাছে মনে হত “পূণ্য শুক্রবার” কারণ আমি চলতাম এবং বাস করতাম এবং গান গাইতাম যীশু খ্রীষ্টের রক্তের বিষয়ে! আমার গলায় যতক্ষণ না ব্যাথা হতো ততক্ষণ আমি পুরানো সুসমাচারের গান গাইতাম!

ক্রুশে যেখানে আমার পরিত্রাতা মরিলেন,
পাপ হইতে নির্মলের জন্য আমি কাঁদি,
সেখানে আমার হৃদয় যেখানে আমি রক্তকে প্রয়োগ করি;
তাঁহার নামের গৌরব হউক! তাঁহার নামের গৌরব হউক, তাঁহার নামের গৌরব হউক,
সেখানে আমার হৃদয় যেখানে আমি রক্তকে প্রয়োগ করি; তাঁহার নামের গৌরব হউক!

ওহ, বহুমূল্য স্রোত যাহা আমাকে পাপ হইতে মুক্ত করে,
আমি এতই আনন্দিত যে আমি তাহাতে প্রবেশ করিয়াছি;
সেখানে যীশু আমাকে উদ্ধার করেন এবং আমাকে শুদ্ধ রাখেন;
তাঁহার নামের গৌরব হউক! তাঁহার নামের গৌরব হউক, তাঁহার নামের গৌরব হউক,
সেখানে আমার হৃদয় যেখানে আমি রক্তকে প্রয়োগ করি; তাঁহার নামের গৌরব হউক!
            (“Glory to His Name” by Elisha A. Hoffman, 1839-1929).

“তিনি আমাকে মহিমান্বিত করিবেন: কেননা যাহা আমার তাহাই লইয়া, তোমাদিগকে জানাইবেন” (যোহন ১৬:১৪)|

ওহ, আমি কেমন করে প্রার্থনা করব যে পবিত্র আত্মা আপনাদের পরিত্রাতার রক্তকে দেখাবে! যখন আপনি এটা দেখবেন তখন আপনি এই বিষয়ে চিন্তা করা কখনই বন্ধ করবেন না! যখন ঈশ্বরের আত্মা সেটা আপনাকে দেখাবেন তখন কখনই আপনি খ্রীষ্টের রক্তের বিষয়ে গান গাওয়া বন্ধ করবেন না! হালেল্লূইয়া! যেই মুহূর্তে আপনি পরিত্রাতার উপর বিশ্বাস করবেন সেই মুহূর্তেই আপনি সক্ষম হবেন এই গান গাইতে,

আছে বল, বল, অদ্ভূত কার্যবল শোনিতে শোনিতে হত মেষশাবকের শোনিতে;
আছে বল, বল, অদ্ভূত কার্যবল শোনিতে শোনিতে হত মেষশাবকের বহুমূল্য শোনিতে|
            (“There is Power in the Blood” by Lewis E. Jones, 1865-1936).

আমি জানি যীশুর রক্তের বিষয়ে এই সমস্ত আলোচনা যারা অপরিত্রাণ প্রাপ্ত তাদের কাছে অদ্ভূত, অচেনা এবং এমনকি, রহস্যময় শোনায়| কিন্তু যখন পবিত্র আত্মা আপনাকে যীশুর কাছে আকর্ষণ করবেন, এবং আপনার সমস্ত পাপ তাঁর রক্তের দ্বারা ধৌত হবে – তখন আপনি আপনার অবশিষ্ট জীবন ধরে তাঁর রক্তের গান গাইবেন এবং তাঁর রক্তের বিষয়ে কথা বলবেন! হালেল্লুইয়া!

আমার পরিকল্পনা ছিল এই প্রচারের বিষয়ে আরো কিছু বলার, কিন্তু আমি মনে করছি যে আমার এখনই শেষ করা দরকার| আমরা উপবাস এবং প্রার্থনা করে আসছি ঈশ্বর যেন উদ্দীপনায় পবিত্র আত্মার প্রবল শক্তিশালী ঢেউ প্রেরণ করেন| কিন্তু কী হল এই উদ্দীপনা? আমি মনে করি ডঃ মার্টিন লয়েড-জোনস এটির সঠিক উত্তর দিয়েছেন| তিনি বলেছেন, “উদ্দীপনা, সব কিছুর উর্দ্ধে, ইহা হইল ঈশ্বর পুত্র, যীশু খ্রীষ্টকে মহিমান্বিত করা| ইহা হইতেছে মন্ডলীক জীবনের কেন্দ্রবিন্দুতে তাঁহাকে পুনঃপ্রতিষ্ঠা করা” (Revival, Crossway Books, 1987, p. 47)|

আমি মনে করি এই বিষয়ে তিনি যথাযথভাবে সঠিক| “উদ্দীপনা…হল সেই ঈশ্বর পুত্র, যীশু খ্রীষ্টকে মহিমান্বিত করা|” আমাদের পাঠ্যাংশ সমানভাবে একই কথা বলে,

“তিনি আমাকে মহিমান্বিত করিবেন: কেননা যাহা আমার তাহাই লইয়া, তোমাদিগকে জানাইবেন” (যোহন ১৬:১৪)|

একজনের মন পরিবর্তনে, পবিত্র আত্মার কারণেই একজন ব্যক্তি তার জীবনে যীশুকে দেখতে এবং তাঁকে মহিমান্বিত করতে, এবং তাঁকে উচ্চকৃত করতে, তাঁর উপরে “শ্লাঘা” করতে, এবং তাঁর বিষয়ে গান গাইতে পারে! উদ্দীপনায়, সেই পবিত্র আত্মার কারণেই অনেক লোক একসঙ্গে যীশুকে দেখতে পায়, এবং তাঁকে মহিমান্বিত করতে পারে, এবং তাঁকে উচ্চকৃত করতে পারে, তাঁর উপরে “শ্লাঘা” করতে পারে, এবং তাঁর বিষয়ে গান গাইতে পারে, এবং তাঁর সঙ্গে বসবাস করে – ক্রুশের উপরে তাঁর বলিদান, এবং তাঁর প্রবাহিত রক্তে, আমাদের সব পাপ ক্ষমা করা হয় ও ধৌত করা হয়|

সেখানে গত একশ বছরেরও বেশি সময় ধরে খ্রীষ্টের রক্তের বিষয়ে গান অথবা সুসমাচার খুব কমই লেখা হয়েছে! কেন? কারণ আমরা উদ্দীপনাবিহীন, দীর্ঘ ও অন্ধকারাচ্ছন্ন একটা যুগের মধ্যে দিয়ে গিয়েছি| প্রচারকেরা মনে হয় এখন অনুভব করছেন যে উদ্দীপনা হল পবিত্র আত্মার কেন্দ্রবিন্দু| কিন্তু তারা ভুল ভাবছেন| আমাদের পাঠ্যাংশ দেখায় যে তারা ভুল|

“তিনি আমাকে মহিমান্বিত করিবেন: কেননা যাহা আমার তাহাই লইয়া, তোমাদিগকে জানাইবেন” (যোহন ১৬:১৪)|

নিশ্চয়ই সেখানে প্রয়োজন আছে বেশি করে যীশু খ্রীষ্টের বিষয়ে প্রচার করার! নিশ্চয়ই আপনার যীশু খ্রীষ্টের বিষয় বেশি করে চিন্তা করার প্রয়োজন আছে! নিশ্চয়ই প্রয়োজন আছে প্রত্যেক অপরিত্রাণ প্রাপ্ত লোকেদের যীশু খ্রীষ্টের মুখোমুখি আসার, কারণ তিনিই হলেন একমাত্র একজন যিনি আপনার পাপকে ক্ষমা করতে পারেন এবং আপনাকে আপনার জঘণ্য জীবন থেকে উদ্ধার করতে পারেন, এবং আপনার আগত জীবনকে নরকের অগ্নিহ্রদ থেকে রক্ষা করতে পারেন! নিশ্চয়ই, আমাদের মন্ডলীগুলির প্রয়োজন ডঃ জন আর. রাইসের এইধরনের গানের মত আরো অনেক গান,

আমাদের সীমাহীন পরিমানে ভালবাসার গল্প আছে|
আমরা বলি কেমনভাবে পাপীরা ক্ষমা পায়|
যীশুর দুঃখভোগের জন্য, সেখানে আছে বিনামূল্যে ক্ষমা,
এবং বলিকৃত হয়েছেন কালভেরীর বৃক্ষে|
ওহ, কী অনুগ্রহের স্রোতই না প্রবাহিত হচ্ছে,
ক্রুশারোপিত পরিত্রাতার থেকে তা পতিত হয়|
বহুমূল্য রক্ত যা আমাদের মুক্তির জন্য তিনি ঝরিয়েছেন,
আমাদের সমস্ত পাপের জন্য অনুগ্রহ ও ক্ষমা আছে|
      (“Oh, What a Fountain!” by Dr. John R. Rice, 1895-1980).

সমবেতভাবে গানটি আমার সঙ্গে গান,

ওহ, কী অনুগ্রহের স্রোতই না প্রবাহিত হচ্ছে,
ক্রুশারোপিত পরিত্রাতার থেকে তা পতিত হয়|
বহুমূল্য রক্ত যা আমাদের মুক্তির জন্য তিনি ঝরিয়েছেন,
আমাদের সমস্ত পাপের জন্য অনুগ্রহ ও ক্ষমা আছে|

যদি আপনি যীশুর ভালবাসাকে হারান, তবে কোন কিছুই আপনাকে সাহায্য করবে না! যদি আপনি যীশুর ক্রুশকে হারান, তবে কোন কিছুই আপনাকে সান্তনা দেবে না! আপনি যদি যীশুর রক্তকে হারান, তবে কোন কিছুই আপনাকে পরিত্রাণ দেবে না! যীশুর কাছে আসুন| তাঁর উপরে বিশ্বাস রাখুন| এছাড়া আর কোন কিছুই আপনাকে সাহায্য করতে পারে না! “প্রভু যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস করুন, তাহাতে পরিত্রাণ পাইবেন” (প্রেরিত ১৬:৩১)| ডঃ চ্যান, অনুগ্রহ করে আসুন এবং আমাদের প্রার্থনায় পরিচালিত করুন| আমেন|

(সংবাদের পরিসমাপ্তি)
ডাঃ হাইমার্সের সংবাদ আপনি প্রতি সপ্তাহে ইন্টারনেটের মাধ্যমে
www.realconversion.com এই সাইটে পড়তে পারেন। ক্লিক করুন “সংবাদের হস্তলিপি”

আপনি ডাঃ হাইমার্সকে মেইল পাঠাতে পারেন rlhymersjr@sbcglobal.net - আপনি
তাকে পত্র লিখতে পারেন P.O. Box 15308, Los Angeles, C A 90015.এই ঠিকানায়
। আপনি তাকে টেলিফোন করতে পারেন (818) 352-0452.

এই সুসমাচারের ম্যানুস্ক্রিপ্ট এর ওপর ডাঃ হাইমসের কোন কপিরাইট নেই। আপনারা
ইহা ব্যাবহার করতে পারেন ডাঃ হাইমসের অনুমতি ছাড়াই। অবশ্য, ভিডিও মেসেজ
সবই কপিরাইটের সহিত আছে এবং কেবলমাত্র তার অনুমতি নিয়েই ব্যাবহার করা যাবে।

সংবাদের আগে শাস্ত্রাংশ পাঠ করেছেন মি. আবেল প্রধুম্মে: যোহন ১৬:৭-১৫ |
সংবাদের আগে একক সংগীত পরিবেশন করেছেন মি. বেঞ্জামিন কিনকেড গ্রিফিত:
“When Morning Gilds the Skies” (translated from the German by
Edward Caswell, 1814-1878; altered by the Pastor).